Voice Of Bangladesh

Voice Of Bangladesh ভয়েজ অব বাংলাদেশ "বাংলার কথা বলে"

An Extraordinary final from our two Parisians. One of them had to win. You'll forever go down in footballing history Leo...
19/12/2022

An Extraordinary final from our two Parisians. One of them had to win. You'll forever go down in footballing history
Leo Messi

LEO MESSI SUPPORTER TEAM ✅

03/12/2022
07/11/2022
31/10/2022

✅ ওয়ারিশ সম্পত্তি বা পৈত্রিক সম্পত্তি ক্রয়ের আগে তিনটি ডকুমেন্ট দেখে নিবেন। তিনটি ডকুমেন্ট না থাকলে ক্রয় বায়নাপত্র লেনদেন করবেন না।

#ডকুমেন্ট_গুলো_হলো

১)প্রথম, ওয়ারিশ সনদ পত্র।
২)দ্বিতীয়, পারিবারিক ভাগবন্টন রেজিষ্ট্রেশন দলিল।
৩)তৃতীয়, নামজারি খতিয়ান। তারপর অন্যান্য কিছু বিষয় দেখতে হবে।

যেমন বিক্রেতা যে সুত্রে মালিক হলো, তার পূর্বের মালিক কোন সুত্রে মালিক তার দলিল খতিয়ান কপি যাচাই বাছাই করে নিবে।

এই তিনিটি ডকুমেন্ট জার কাছে না থাকবে তার দখলে থাকুক বা পারিবারিক মৌখিক বন্টন হউক আপনি ক্রয় করবেন না। অনেকেই মৃত পিতা মাতার নামের সম্পত্তি অন্যান্য ভাইবোন ওয়ারিশদের না জানিয়ে গোপনে বিক্রি করে দেয়,,,কেউ কেউ যতটুকু অংশ পাবে তার বেশি বিক্রি করে ফেলে,,, কেউ কেউ আছেন ভালো পজিশনের জমি বিক্রি করে দেন। কেউ কেউ আছেন ওয়ারিশদের অংশও বিক্রি করে ফেলেন। কেউ কেউ আছেন পারিবারিক মৌখিক ভাবে ভাগের অংশ বিক্রি করেন।

মৌখিক ভাগ কোনো দলিল নয়। মৌলিক বন্টনের কোনো মূল্য নেই। মৌখিক কথার দাম নেই। এক লোক দীর্ঘ বছর ধরে পারিবারিক মৌখিক ভাগ করা জমি ভোগদখল করে আসছে,,, জমিটার মূল্য অন্যান্য জমির ছেয়ে অনেক বেশি,,, বেশি দাম হওয়াতে তারই এক ভাই জমিটির অংশ দাবি করলো,,, সবাই যতই বলে মৌখিক ভাগের কথা, ভাই তা মানতে রাজি নয়,,, ভাই বোলতেছে মৌখিক ভাগ মানিনা, পুনরায় ভাগবন্টন করতে হবে।

তারা মৌখিক ভাগ না করে পারিবারিক বন্টন নামা রেজিষ্ট্রেশন দলিল করে নিলে ভাই কখোই দাবী করলে তা আইন সম্মত হতো না। তাই বন্টন নামা রেজিষ্ট্রেশন দলিল খুবই গুরুত্বপূর্ণ।

ওয়ারিশ সনদ, বন্টন নামা রেজিষ্ট্রেশন দলিল, জার আছে তার সম্পত্তিতে কখনোই কোনো ওয়ারিশ ঝগড়া বিবাদ সৃষ্টি করতে পারবেনা। ওয়ারিশ সনদ পত্রটি প্রমাণ করে যে প্রত্যেক ওয়ারিশ সম্পত্তির মালিক। বন্টন নামা রেজিষ্ট্রেশন দলিল প্রমাণ করে যে প্রত্যেক ওয়ারিশের সম্মত্তিতে বন্টন নামা রেজিষ্ট্রেশন দলিল করা হয়। আবার দেখতে হবে ওয়ারিশ সনদ সঠিক কিনা, প্রত্যেক ওয়ারিশের নাম সঠিকভাবে উল্লেখ্য আছে কিনা,,, বন্টন নামা রেজিষ্ট্রেশন দলিলে প্রত্যেক ওয়ারিশের স্বাক্ষর নাম ঠিকানা সঠিক ভাবে উল্লেখ্য কিনা।

অনেকেই বোনের অংশ না দিয়ে, বিক্রি করে দেন, জিনি ক্রয় করেন সেই লোক বিপদে পড়ে। কারণ ক্রেতা বিক্রেতার কাছ থেকে জেনে নেওয়া উচিত ছিলো বিক্রেতা কোন সুত্রে সম্পত্তির মালিক, সেই সব ডোকোমেন্ট দেখা উচিত ছিলো। পৈতৃক সম্পত্তি হলে বা ওয়ারিশ সম্পত্তি হলে ক্রয়ের আগে ওয়ারিশ সনদ, রেজিষ্ট্রেশন করা বন্টন নামা দলিল,নামজারি খতিয়ান। এগুলো দেখা। এগুলো না দেখে ক্রয় করলে অন্যান্য ওয়ারিশরা অভিযোগ সালিস মামলা করলে জমি ছেড়ে দিতে বাধ্য হবেন।

তথ্য সংগ্রহ

30/07/2022
30/07/2022

👁️ "দৃষ্টি কোন বদলান, জীবন বদলে যাবে"। 🌹

23/07/2022

আশ্চর্য ঘঠনাঃ বাংলাদেশে এলিয়েন!!!

BBC Media: সিলেটের মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার বড়ধামাই, জুড়ী, মৌলভীবাজার গ্রামে ভিন গ্রহের প্রানী এলিয়েনের দেখা মিলেছে। ভিডিওটি আজ (শনিবার, ২৩/০৭/২০২২ ইং) বাংলাদেশ টাইম সন্ধ্যা ৬.০০ টায় ধারণ করেছেন স্থানীয় জুড়ী অনলাইন প্রেসক্লাব এর প্রতিষ্ঠাতা সভাপতি, ক্রাইম জার্নালিস্ট এস. এম. জালাল উদদীন।

ভিডিওতে অদূরে লাল বৃত্তে দেখা যাচ্ছে এলিয়েনের মত কিছু পৃথিবীর মাটিতে আকাশ থেকে নেমে আসছে এবং কয়েক সেকেন্ডের মধ্যেই অদৃশ্য হয়ে যায়।

এবিষয়ে Juri Online Press Club এর সভাপতি ও S.M. Media Centre এর চেয়ারম্যান Freelance Crime Journalist S.M. Jalal Ahmed বিবিসি কে জানান, বিকেলের মৃদু হাওয়া ও মেঘাচ্ছন্ন আকাশ দেখতে তিনি স্থানীয় বিলিঙ্গা হাওড়ে যান। আকাশ মেঘাচ্ছন্ন হওয়ায় উত্তরের আকাশে হঠাৎ এলিয়েন সদৃশ্য একটা কিছু দেখতে পান। সাথে সাথেই তিনি মুঠো ফোনে এমন দৃশ্যেটির ভিডিও ধারন করে তাঁর ব্যক্তিগত ফেসবুক পেজে আপলোড করলে বিষয়টি মুহুর্তেই ভাইরাল হয়ে যায়।

:
Sylhet Division, Bangladesh সিলেট বিভাগ, বাংলাদেশ

:
বিস্তারিত নিচের লিংকে দেখুন। ⤵️
https://fb.watch/erIGdmrmM_/

23/06/2022

আওয়ামী লীগ বাংলাদেশের অন্যান্য দলগুলোর মতো গতানুগতিক কোনো দল নয়। আওয়ামী লীগ অনেক কারণেই অনন্য।

আওয়ামী লীগ ও বাংলাদেশের জন্মের ইতিহাস, বেড়ে ওঠার ইতিহাস এবং বিকশিত হওয়ার ইতিহাস- একই। তাই আওয়ামী লীগ ও বাংলাদেশ একে অপরের পরিপূরক। এর অজস্র কারণের মধ্যে অন্যতম কারণটি হলো- অন্যদলগুলোর অধিকাংশই প্রতিষ্ঠিত হয়েছে বাংলাদেশ প্রতিষ্ঠার পর বাংলার মানুষেকে শাসন করার উদ্দেশ্য নিয়ে, পক্ষান্তরে আওয়ামী লীগের জন্মই হয়েছিল বাঙালি জাতিকে হাজার বছরের শৃঙ্খল থেকে মুক্ত করার লক্ষ্য নিয়ে এবং জনগণকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগ তা করেছে।

জাতির পিতাকে সপরিবারে হত্যার পর নামসর্বস্ব কিছু দলেরও আবির্ভাব হয়েছিল শুধু আওয়ামী বিরোধিতার উদ্দেশ্য থেকে। যতো প্রতিবন্ধকতা এসেছে আওয়ামী লীগ ততোই জনগণের ঘরের দুয়ারে পৌঁছে গেছে।

আওয়ামী লীগের ইতিহাস মানেই বাঙালির মুক্তির ইতিহাস, আওয়ামী লীগের ইতিহাস মানেই বিশ্বের বুকে বাংলাদেশের মাথা উঁচু করে দাঁড়ানোর ইতিহাস।

সংগ্রাম ও অর্জনে আওয়ামী লীগের ৭৩ বছর।
মানুষের সাথে, মানুষের পাশে।

জয় বাংলা, জয় বঙ্গবন্ধু ।।

Unlike any other political parties, Bangladesh Awami League is unique on many grounds.

The history of Awami League and the history of Bangladesh - from birth to growth and development - go hand in hand. Therefore, Awami League and Bangladesh are indispensable for each other. The reasons are innumerable and a key fact is other political parties were born in post-independence Bangladesh with the motto of ruling the people of this country.

In contrast, the birth of Awami League was aimed at breaking the shackle of subjugation worn by the people of Bangladesh until our victory came following the liberation war. Awami League is the party that led people to this glorious struggle.

Following the assassination of the father of the nation, some parties sprang up only with the goal of countering Awami League. The more were obstacles, the closer went Awami League to the doorsteps of people.

The history of Awami League is the history of the emancipation of Bengalis, the history of Awami League is the history of Bangladesh standing with dignity and pride on the global stage.

73 years of Awami League in struggle and achievement - with the people, beside the people.

Joy Bangla, Joy Bangabandhu ..

#আওয়ামীলীগ #প্রতিষ্ঠাবার্ষিকী #বঙ্গবন্ধু #শেখমুজিব #বাংলাদেশ #শেখহাসিনা

17/06/2022
15/06/2022

প্রতি সেকেন্ডেই পৃথিবী ছেড়ে চলে যাচ্ছে কোন না কোন মানুষ!
•আমরা প্রত্যেকেই মৃত্যুর লাইনে দাঁড়িয়ে নিজের সিরিয়ালের জন্য অপেক্ষা করছি!
•আমাদের সামনের লাইন কতটা লম্বা, সামনের সারিতে কতজন অপেক্ষমাণ, সেটাও আমাদের জানা নাই!
•ইচ্ছা করলেই আমরা কেউ লাইনের পিছনে গিয়ে দাঁড়াতে পারবো না!
•লাইন ভেংগে পালাতেও পারবো না!

তাই যতক্ষন লাইনে দাঁড়িয়ে আছি, আমি যেন.....

*ঘুষ-দূর্নীতির টাকায় কেনা হারাম বাড়ির বিছানায় ঘুমন্ত অবস্থায় মারা না যাই!
*গভীর রাতে ইন্টারনেটে বাজে ভিডিও দেখা অবস্থায় মারা না যাই!
*বন্ধু-বান্ধবীর সাথে অশ্লীল চ্যাটিং করা অবস্থায় মারা না যাই!
*জুলুম, হত্যা, নির্যাতন, লুন্ঠন, মানুষের হক নষ্ট করা অবস্থায় মারা না যাই!
*মানুষের ঘৃণা, লাঞ্চনা, অভিশাপরত অবস্থায় মারা না যাই!
*পরকালের প্রস্তুতিবিহীন অবস্থায় মারা না যাই!
*ঈমানহারা, তওবাবিহীন অবস্থায় মারা না যাই!

এরকম ভয়ংকর দুর্ভাগ্যজনক মৃত্যু আমাদের নসিবে যেন না হয়!!!!

15/06/2022

শুভেচ্ছা ও অভিনন্দন তাওফিকা।
জাতীয় গণগ্রন্থাগার কর্তৃক আয়োজিত বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী অবলম্বনে বঙ্গবন্ধুর ছেলেবেলা বিষয়ক প্রবন্ধ রচনায় সারাদেশে প্রথম হয়েছে আমাদের তাওফিকা মুজাহিদ।

মা তাছলিমা আক্তার (রাজনগর সরকারি কলেজের প্রভাষক) ও পিতা মুজাহিদ আহমদ (সাপ্তাহিক পূর্বদিক পত্রিকার সম্পাদক)-এর একমাত্র কন্যা ও দি ফ্লাওয়ার্স কেজি এন্ড হাইস্কুলের মেধাবী শিক্ষার্থী তাওফিকা মুজাহিদ এর আগে ২০১৮ সালে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতায় ক্বেরাত বিষয়ে সারাদেশে শীর্ষ স্থান অধিকার করেছিল।

মৌলভীবাজার জেলার জন্যে এই অসামান্য সম্মান বয়ে আনার জন্যে জেলাবাসীর পক্ষ থেকে তাওফিকার প্রতি রইলো ভালোবাসা ও শুভ কামনা ।

♨️  #হ্নদয়বিদারক_মুহুর্ত😢"আমার শরীর পুড়ে গেছে।আমি হয়তো আর ফিরবো না। আমার কলিজার টুকরা মেয়েটির মুখ দেখা হলো না মামা। ত...
13/06/2022

♨️ #হ্নদয়বিদারক_মুহুর্ত😢
"আমার শরীর পুড়ে গেছে।আমি হয়তো আর ফিরবো না। আমার কলিজার টুকরা মেয়েটির মুখ দেখা হলো না মামা। তুমি একটু দেখে রাখিও"
🙏(ফায়ার সার্ভিসের মনিরুজ্জামান)

"বাবা আমার পা' একটা চলে গিয়েছে।আমি হয়তো আর বাঁচবো না। আমাকে মাফ করে দিও বাবা"
📳(পিতার কাছে ছেলের ফোন)

"জানেন ভাইজান, আমাদের বিয়ে হয়েছে ৭ মাস, আমার স্বামীকে আমি খুঁজে পাচ্ছি না ...
গতকাল রাতে যখন খবর পেলাম ডিপোতে আগুন লেগেছে, এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে প্রতিটা বেডে আমার স্বামীকে খুঁজে বেড়াচ্ছি কোথাও দেখা মেলেনি তার, আমার পেটে তার দু'মাসের বাচ্চা, অনেকেই খুঁজে আমার স্বামীকে কোথাও খুঁজে পেলাম না"
🤰(গর্ভধারিনী এক মা)।

যে ছেলেটা সিতাকুন্ডের ভয়াবহ অগ্নিকাণ্ডের লাইভ করেছিলো, লাইভের ৪০ মিনিট পর হঠাৎ এক বিকট শব্দ হয়ে সেও চলে গিয়েছে পরপারের ডাকে। 📴

একজনকে দেখলাম নিজের পেটের বের হয়ে যাওয়া নাড়িভুঁড়ি নিজ হাতে নিয়ে বাঁচার আপ্রান চেষ্টা চালাচ্ছে। 🚼

হাসপাতালে মানুষের কি যে অসহনীয় চিৎকার, সহ্য করা কঠিন। 🚷

আমাদের এই অসম্ভব ভালোবাসার জীবন কখন যে কিভাবে চলে যায় একমাত্র দয়াময়'ই জানেন। ☢️

🕌আল্লাহ তুমি সিতাকুন্ডের ভয়াবহ অগ্নিকাণ্ডের শিকার হওয়া মানুষ গুলোর উপর রহম করো। আর যারা চলে গিয়েছে তাদেরকে শহীদী মর্যাদা দান করুন। 🕋

বাংলাদেশ নিয়েএ সব তথ্য সকলের জানা উচিৎ।। আয়তন: ১,৪৭,৫১০ বর্গ কি:মি✪বাংলাদেশ' নামকরণ করা হয়: ১৯৬৯ সালের৫ডিসেম্বর✪রাষ্ট্রী...
20/05/2022

বাংলাদেশ নিয়ে
এ সব তথ্য সকলের জানা উচিৎ।।

আয়তন: ১,৪৭,৫১০ বর্গ কি:মি
✪বাংলাদেশ' নামকরণ করা হয়: ১৯৬৯ সালের
৫ডিসেম্বর
✪রাষ্ট্রীয় নাম: গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ
✪ইংরেজি নাম: The people's Republic of Bangladesh.
✪বিজয় লাভ: ১৯৭১ সালের ১৬ ডিসেস্বর
✪স্বাধীনতা ও জাতীয় দিবস: ২৬ মার্চ
✪বিজয় দিবস: ১৬ ডিসেস্বর
✪উপনিবেশ ছিল: প্রথমে যুক্তরাজ্যের কাছে
(১৭৫৭-১৯৪৭) এবং পরে পাকিস্তানের কাছে
(১৯৪৭-১৯৭১)
✪স্বাধীনতা লাভ: পাকিস্তানের কাছ থেকে।
✪জাতিসংঘের সদস্য পদ লাভ: ১৯৭৪ সালের ১৭
সেপ্টেম্বর (২৯তম অধিবেশনে)
✪রাজধানী: ঢাকা
✪বানিজ্যিক রাজধানী: চট্টগ্রাম
✪রাষ্ট্রভাষা: বাংলা (৯৮শতাংশ)
✪সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায়: মুসলিম (৯০.৩৯%), হিন্দু
(৮.৫৪%), বৌদ্ধ (০.৬২%), খ্রিষ্টান (০.৩১%) ও অন্যান্য
(০.১৪%)
✪সরকার পদ্ধতি: সংসদীয় পদ্ধতির সরকার
✪আইন সভা: জাতীয় সংসদ
✪স্থানীয় সময়: গ্রিনিচ মান সময় ৬+ ঘন্টা
✪জাতিসংঘ শান্তি মিশনে সৈন্য প্রেরণে : ২য়
✪মোট উপজাতি ৪৮ টি
✪জাতীয় সংসদের মোট আসন : ৩৫০ টি (নির্বাচিত
৩০০টি এবং সংরক্ষিত মাহিলা আসন ৫০টি)
✪জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে : ১১ বার
✪আবহাওয়া কেন্দ্র : ৪টি
✪আবহাওয়া স্টেশন : ৩৫টি
✪এভারেস্ট জয়ী দেশ : ৬৭ তম
✪ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্য : ৩টি (ষাট গম্বুজ
মসজিদ, পাহাড়পুর বৌদ্ধ বিহার ও সুন্দরবন)
✪প্রশাসনিক বিভাগ : ৮টি (সর্বশেষ ময়মনসিংহ)
✪জেলা : ৬৪টি
✪সিটি কর্পোরেশন : ১২টি (১২ তম ময়মনসিংহ সিটি
কর্পোরেশন)
✪পৌরসভা : ৩২৮টি
✪উপজেলা: ৪৯২ টি
✪থানা : ৬৫০ টি
✪ইউনিয়ন : ৪৫৬২ টি
✪গ্রাম: ৮৭১৯১ টি
✪আয়তনে বিশ্বে বাংলাদেশের অবস্থান: ৯৪ তম
✪ভূ-কম্পন পর্যবেক্ষণ কেন্দ্র: ৪ টি
✪নদী বন্দরের জন্য সতর্ক সংকেত: ৪টি
✪সমুদ্র বন্দরের জন্য সতর্ক সংকেত: ১১টি
✪উপকূলীয় জেলা: ১৯টি
✪বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্য: ৫টি
✪বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের পশ্চিমবঙ্গের
জেলা: ৮টি
✪জনসংখ্যায় বিশ্বে অবস্থান: ৮ম
✪জনসংখ্যায় এশিয়া মহাদেশের মধ্যে অবস্থান: ৫ম
✪জনসংখ্যায় দক্ষিণ এশিয়ার মধ্যে অবস্থান: ৩য়
✪জনসংখ্যায় মুসলিম বিশ্বে অবস্থান: ৪থ
✪সীমান্তবর্তী দেশ: ২টি (ভারত, মায়ানমার)
✪আদমশুমারি হয়েছে: ৫বার
✪মুক্তিযুদ্ধের সেক্টর সংখ্যা: ১১টি
✪নিবন্ধিত রাজনৈতিক দল: ৪১টি
✪ভূ-উপগ্রহ কেন্দ্র: ৪টি
✪অভিন্ন নদীর সংখ্যা: ৫৭টি
✪আন্তর্জাতিক মানের নদী: ১টি (পদ্মা)
✪সরকারি নোট: ৩টি (১টাকা, ২টাকা ও ৫ টাকা)
✪ব্যাংক নোট: ৬টি ।

জাতির শ্রেষ্ঠ সন্তান বীরশ্রেষ্ঠ মোহাম্মদ মোস্তফা কামালের মৃত্যুবার্ষিকীতে বিনম্র শ্রদ্ধা।বীরশ্রেষ্ঠ মোহাম্মদ মোস্তফা কাম...
18/04/2022

জাতির শ্রেষ্ঠ সন্তান বীরশ্রেষ্ঠ মোহাম্মদ মোস্তফা কামালের মৃত্যুবার্ষিকীতে বিনম্র শ্রদ্ধা।

বীরশ্রেষ্ঠ মোহাম্মদ মোস্তফা কামাল ১৯৪৭ সালের ১৬ ডিসেম্বর ভোলা জেলার দৌলতখান থানার পশ্চিম হাজীপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা হাবিবুর রহমান সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত হাবিলদার ছিলেন।

মোস্তফা কামালের ছেলেবেলা তার পিতার কর্মস্থল কুমিল্লা সেনানিবাসে কেটেছে। বিদ্যালয়ের প্রাতিষ্ঠানিক পড়ালেখার চেয়ে সেনানিবাসে সেনাদের কুচকাওয়াজ, মার্চপাস্ট ইত্যাদি ভাল লাগতো। ক্রমেই তিনি সেনাবাহিনীর একজন সদস্য হবার স্বপ্ন দেখতে থাকেন এবং স্থির করেন সেনাবাহিনীতে যোগ দিবেন। ২০ বছর বয়সে হঠাৎ করেই মোস্তফা কামাল বাড়ি থেকে নিরুদ্দেশে হয়ে যান। পরে ১৯৬৮ সালে পাকিস্তানের চতুর্থ ইস্ট-বেঙ্গল রেজিমেন্টে চাকরি চূড়ান্ত হবার পরে তার বাবা-মা সন্ধান পান। ১৯৬৭-র ১৬ ডিসেম্বর বাড়ী থেকে পালিয়ে গিয়ে সেনাবাহিনীতে চাকরি গ্রহণ করেন। তিনি ছিলেন চতুর্থ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সৈনিক।

১৯৭১ সালের উত্তাল রাজনৈতিক পরিবেশে পাকিস্তানি কর্তৃপক্ষ ৪ ইস্ট বেঙ্গল রেজিমেন্টকে অভ্যন্তরীণ গোলযোগ নিয়ন্ত্রণের অজুহাতে সিলেট ও ব্রাহ্মণবাড়ীয়ায় মোতায়েন করে। পাকিস্তানি চক্রান্ত বুঝতে পেরে কয়েক জন বাঙালি সৈনিককে সঙ্গে নিয়ে মেজর শাফায়াত জামিল রেজিমেন্টের অধিনায়ক লে. কর্নেল খিজির হায়াত খানসহ সকল পাকিস্তানি অফিসার ও সেনাদের গ্রেফতার করেন।

এরপর তারা মেজর খালেদ মোশারফের নেতৃত্বে আশুগঞ্জ, উজানিস্বর ও ব্রাহ্মণবাড়ীয়ার এন্ডারসন খালের পাশ দিয়ে প্রতিরক্ষা অবস্থান নেন। ১৪ এপ্রিল পাকিস্তানি বাহিনী হেলিকপ্টার গানশীপ, নেভাল গানবোট ও এফ-৮৬ বিমানযোগে মুক্তিবাহিনীর ৪ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের প্রতিরক্ষা অবস্থানের উপর ত্রিমুখী আক্রমণ চালায়। গঙ্গাসাগর প্রতিরক্ষা অবস্থানের দরুইন গ্রামে নিয়োজিত আলফা কোম্পানির ২নং প্লাটুনের একজন সেকশন কমান্ডার ছিলেন মোস্তফা কামাল।

দরুইনের যুদ্ধ: ১৭ এপ্রিল পাকিস্তান সেনাবাহিনী চতুর্থ ইস্ট বেঙ্গলকে নিশ্চিহ্ন করার জন্য কুমিল্লা-আখাউড়া রেললাইন ধরে উত্তর দিকে এগুতে থাকে। ১৮ই এপ্রিল পরদিন ভোরবেলা পাকিস্তান সেনাবাহিনী দরুইন গ্রামে মুক্তিবাহিনীর অবস্থানের উপর মর্টার ও আর্টিলারীর গোলাবর্ষণ শুরু করলে মেজর শাফায়াত জামিল ১১ নম্বর প্লাটুনকে দরুইন গ্রামে আগের প্লাটুনের সাথে যোগ দেয়ার নির্দেশ দেন। ১১ নম্বর প্লাটুন নিয়ে হাবিলদার মুনির দরুইনে পৌছেন। সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল তার নিকট থেকে গুলি নিয়ে নিজ পরিখায় অবস্থান গ্রহণ করেন। বেলা ১১ টার দিকে শুরু হয় শত্রুর গোলাবর্ষণ। সেই সময়ে শুরু হয় মুষলধারে বৃষ্টি। সাড়ে ১১টার দিকে মোগরা বাজার ও গঙ্গা সাগরের শত্রু অবস্থান থেকে গুলি বর্ষিত হয়। ১২ টার দিকে আসে পশ্চিম দিক থেকে সরাসরি আক্রমণ। প্রতিরক্ষার সৈন্যরা আক্রমণের তীব্রতায় বিহ্বল হয়ে পড়ে। কয়েক জন শহীদ হন। মোস্তফা কামাল মরিয়া হয়ে পাল্টা গুলি চালাতে থাকেন। তার পূর্ব দিকের সৈন্যরা পেছনে সরে নতুন অবস্থানে সরে যেতে থাকে এবং মোস্তফাকে যাবার জন্য অনুরোধ করে। কিন্তু মোস্তফা ছিলেন অবিচল। তাঁর গুলিবর্ষণে পাকিস্তানি সৈন্যদের প্রায় ২০-২৫ জন হতাহত হয় এবং তাদের অগ্রগতি মন্থর হয়ে পড়ে। পাকিস্তানিরা মরিয়া হয়ে মোস্তফা কামালের অবস্থানের উপর মেশিনগান এবং মর্টারের গোলাবর্ষণ করতে থাকে। এক পর্যায়ে মোস্তফা কামালের এল.এম.জি-র গুলি নিঃশেষ হয়ে যায় এবং তিনি মারাত্মক জখম হন। তখন পাকিস্তানি সৈনিকরা ট্রেঞ্চে এসে তাঁকে বেয়নেট দিয়ে খুঁচিয়ে হত্যা করে।

অভিনন্দন ও শুভেচ্ছা। জননেতা জনাব মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম ও এডভোকেট কামরুল ইসলাম এমপি, সভাপতিমন্ডলীর সদস্য, ...
07/02/2022

অভিনন্দন ও শুভেচ্ছা।

জননেতা জনাব মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম ও এডভোকেট কামরুল ইসলাম এমপি,
সভাপতিমন্ডলীর সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগ।

অনেক অনেক শুভ কামনা রইলো।

জুড়ীর বীর মুক্তিযোদ্ধা মোঃ জমির উদ্দিন সাহেব আর নেই। স্টাফ রিপোর্টঃ জুড়ী অনলাইন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক...
25/01/2022

জুড়ীর বীর মুক্তিযোদ্ধা মোঃ জমির উদ্দিন সাহেব আর নেই।

স্টাফ রিপোর্টঃ জুড়ী অনলাইন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক এস এম জালাল উদ্দীনের পিতা, মৌলভীবাজারের জুড়ী উপজেলার পূর্ব জুড়ী ইউনিয়নের দক্ষিণ বড়ধামাই গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা মোঃ জমির উদ্দিন (৮৫) আর নেই।

আজ মঙ্গলবার (২৫/১) বেলা ১ ঘঠিকার সময় তাঁর নিজ বাড়ীতে ইন্তেকাল করিয়াছেন। ইন্নাল লিল্লাহি ওয়া ইন্নাল ইলাইহি রাজিউন।

আজ বাদ মাগরিব দক্ষিণ বড়ধামাই হযরত বোতাইশাহ্ (রঃ) মাজার মসজিদে রাষ্ট্রীয় মর্যাদায় জানাযায় নামাজ অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা মোঃ জমির উদ্দিন ছিলেন মহান মুক্তিযুদ্ধের এক অকতোভয় সৈনিক। ৭১র রণাঙ্গনে জুড়ীর প্রয়াত জুড়ী উপজেলা পরিষদের প্রতিষ্ঠাকালীন সাবেক চেয়ারম্যান আলহাজ্ব এম এ মুমীত আসুকের নেতৃত্বে জেলার বিভিন্ন স্থানে সক্রিয় ভাবে অংশগ্রহণ করেন।

বীর মুক্তিযোদ্ধা মোঃ জমির উদ্দিন সাহেব ৭১'র স্বাধীনতার পূর্বে তিনি ছিলেন মুজাহিদ বাহিনীর সদস্য। তিনি ছিলেন জুড়ীর পূর্বাঞ্চলের সকল মুক্তিযোদ্ধাদের মধ্যে অন্যতম সাহসী যোদ্ধা। ভারতের কুকিরথলে প্রশিক্ষণ নেয়া এ মুক্তিযোদ্ধা লাঠিটিলা, শমশেরনগর, জুড়ীসহ বিভিন্ন স্থানে পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে সম্মুখ যুদ্ধে সক্রিয় ভাবে অংশগ্রহণ করেন।

18/01/2022

জুড়ী উপজেলা বাংলাদেশের সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার ভারত সীমান্তবর্তী একটি উপজেলা। অপার প্রাকৃতিক সৌন্দর্যের এক লীলাভূমি চা বাগান অধ্যুষিত এ উপজেলার প্রত্যান্ত এলাকায় রয়েছে দৃষ্টি নন্দন সবুজে ঘেরা আঁকাবাঁকা সড়ক। জনসংখ্যা ১২২,৮৫৩।

এটি জেলা সদর থেকে ৪৮ কিলোমিটার দূরে অবস্থিত। স্থানীয় হাই স্কুল ১৯৩০ সালে প্রতিষ্ঠিত হয়েছিল।

১৩০৩ সালে সিলেট বিজয়ের পরে শাহ জালালের অনেক শিষ্যই জুড়ীতে চলে যান এবং সেখানে তারা স্থানীয় লোকদের কাছে ইসলাম ধর্ম প্রচার করেছিলেন। শাহ গরিব খাকি ভোগতেরা, জয়ফরনগরে স্থায়ীভাবে বসেন যেখানে তাঁর মাজার রয়েছে এবং একইভাবে ফুলতলা বাজারে শাহ আবদুল-আলিয়ী নিমাত্রার জন্য, দক্ষিণভাগে হযরত ইরানী। এছাড়াও খ্যাতিবান পীর, ওলী-আউলিয়ার স্মৃতি বিজড়িত এ উপজেলার গোয়ালবাড়ী ইউপির রত্না চা বাগানে শায়ীত রয়েছেন হযরত শাহ্ কোয়াছিম উদ্দিন জীবন জ্যেুতি (রঃ), পূর্ব জুড়ী ইউপির বড়ধামাই গ্রামে হযরত বোতাই শাহ্ (রঃ), হযরত শিরাজ শাহ্ (রঃ) ও হযরত আসকর আলী (পাগলা শাহ্ রঃ) এর মাজার শরীফ।

১৯৭১ সালে বাংলাদেশে মুক্তিযুদ্ধের সময় মুক্তিযোদ্ধারা আধুনিক যুগের জুড়ীর বিভিন্ন চা বাগানে অভিযান পরিচালনা করেছিলেন। ২ ডিসেম্বর পাকিস্তানি সেনাবাহিনী জুরি পৌঁছেছিল এবং তাদের সাথে লড়াই করার সময় অনেক কালভার্ট এবং সেতু ধ্বংস করা হয়েছিল। যূূদ্ধ চলাকালীন সময়ে এ উপজেলার সীমান্তবর্তী লাঠিটিলা এলাকায় পাকবাহিনী কর্তৃক ছুড়া মর্টারশেলের আঘাতে ওপির দায়িত্বে থাকা শহীদ আকবর আলী মইটার দেহ টুকরো টুকরো হয়ে যায়। স্থানীয় এলাকায় রয়েছে এ শহীদের সমাধীস্থল। ফুলতলা, সাগরনাল এবং কাপনপাহাড় এলাকায় যুদ্ধ হয়।

জগধারী পুকুর (জুড়ী উচ্চ বিদ্যালয়ের পিছনে) একটি গণহত্যা সাইট হিসাবে চিহ্নিত করা হয়। ৪ ডিসেম্বর মুক্তি পেয়েছিলো জুড়ী। ২৬ আগস্ট ২০০৪ সালে জুড়ী থানা হিসাবে প্রতিষ্ঠিত হয়েছিল। এটি কুলাউড়া উপজেলা ও বড়লেখা উপজেলার আটটি ইউনিয়ন নিয়ে উপজেলা হয়ে ওঠে। দক্ষিনভাগ এবং সুজানগর নামে দুটি ইউনিয়নের অন্তর্ভুক্তি বিতর্কিত হয়েছিল এবং আদালতের আদেশে স্থগিত হয়েছিল।

১৯৯৮ সালে জুড়ীতে এডভোকেট আনোয়ারুল ইসলাম "জুড়ী প্রেসক্লাব" ও ২০১৩ সালে ফ্রিল্যান্স ক্রাইম জার্নালিস্ট এস এম জালাল উদ্দীন প্রতিষ্ঠা করেন "জুড়ী অনলাইন প্রেসক্লাব" নামে সাংবাদিক সংগঠন। জুড়ী উপজেলা থেকে সর্বপ্রথম ২০০৪ সালে সংবাদপত্র "সাপ্তাহিক জুড়ীর সংবাদ" প্রকাশ করেন মোঃ মুজিবুর রহমান।

জুড়ী উপজেলা ছয়টি ইউনিয়ন পরিষদে বিভক্ত: ফুলতলা, গোয়ালবাড়ী, জয়ফরনগর, পশ্চিম জুড়ী, পূর্বজুড়ী এবং সাগরনাল।

সরকারদলীয় এমপিঃ (মৌলভীবাজার -১) মোঃ শাহাব উদ্দিন। উপজেলা চেয়ারম্যানঃ এম এ মুঈদ। আয়তনঃ মোট ১৮৬.৩০ কিমিঃ। (৭১.৯৩ বর্গ মাইল), সময় অঞ্চল ইউটিসি + 6 (বিএসটি) পোস্টাল কোড ৩২৫১।

এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি আমাদের তরুণরা। এই তরুণরা আমাদের আগামীর সম্পদ। শিক্ষিত দেশপ্রেমিক সচেতন সাহসী আত্ম...
02/01/2022

এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি আমাদের তরুণরা। এই তরুণরা আমাদের আগামীর সম্পদ। শিক্ষিত দেশপ্রেমিক সচেতন সাহসী আত্মবিশ্বাসী এই তরুণ প্রজন্ম আমাদের সবচেয়ে বড় শক্তি। তারা প্রযুক্তি জ্ঞানে সমৃদ্ধ, খেলাধুলা-সংস্কৃতিতে এগিয়ে, দেশের প্রশ্নে আপসহীন।

এই প্রজন্ম জাতির পিতার সুমহান আত্মত্যাগ ও দীর্ঘ লড়াই-সংগ্রামের ইতিহাস জানে, বীর মুক্তিযোদ্ধাদের ত্যাগের কথা জানে, শহীদদের অবদানকে শ্রদ্ধাভরে স্মরণ করে। আত্মসচেতন এই তারুণ্যের শক্তি নতুন বছরে হাজারো সম্ভাবনার দুয়ার খুলে দেবে, এটাই আমার বিশ্বাস।

মাশরাফি বিন মর্তুজাঃ এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি আমাদের তরুণরা। এই তরুণরা আমাদের আগামীর সম্পদ। শিক্.....

30/12/2021
অভিনন্দন প্রধান বিচারপতি হচ্ছেন  বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী --------- দেশের ২৩তম প্রধান বিচারপতি হিসেবে আপিল বিভাগের ব...
30/12/2021

অভিনন্দন

প্রধান বিচারপতি হচ্ছেন
বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী
---------
দেশের ২৩তম প্রধান বিচারপতি হিসেবে আপিল বিভাগের বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীকে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ। নতুন বছরের প্রথম দিন তিনি দায়িত্ব গ্রহণ করবেন।এ বিষয়ে শিগগিরই গেজেট প্রকাশ করবে আইন মন্ত্রণালয়।

দেশের ২১তম প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার বহুল আলোচিত পদত্যাগের পর ২২তম প্রধান বিচারপতি হিসেবে ২০১৮ সালের ৩ ফেব্রুয়ারি শপথ নেন বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। ৪৭ মাস প্রধান বিচারপতির দায়িত্ব পালন শেষে ২০২১ সালের ৩০ ডিসেম্বর অবসরে যাচ্ছেন সৈয়দ মাহমুদ হোসেন। তার স্থলাভিষিক্ত হচ্ছেন বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

১৯৮১ সালে ঢাকা জজ কোর্টে আইন পেশায় যোগ দেন হাসান ফয়েজ সিদ্দিকী। ১৯৮৩ সালে হাইকোর্ট বিভাগে এবং ১৯৯৯ সালে আপিল বিভাগে আইনজীবী হিসেবে অন্তর্ভুক্ত হন তিনি। ২০০৯ সালে হাইকোর্ট ডিভিশনের স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ পান। ২০১৩ সালের ২৮ মার্চ আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ পান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। তার বড় ভাই বিচারপতি আবু বকর সিদ্দিকী আপিল বিভাগের বিচারপতি থেকে অবসরে গিয়েছেন।

আবদুর গফুর মোল্লা ও নূরজাহান বেগম দম্পতির সন্তান হাসান ফয়েজ সিদ্দিকী১৯৫৬ সালের ২৬ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন। ১৯৭২ সালে তিনি খোকসা জানিপুর পাইলট হাইস্কুল থেকে এসএসসি পাস করেন। আইএসসি পাস করেন ১৯৭৪ সালে সাতক্ষীরার সরকারি পিসি কলেজ থেকে। এরপর বিএ পাস করেন সাতক্ষীরা সরকারি কলেজ থেকে। আর এমএ পাস করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে। পরবর্তীতে ধানমন্ডি ‘ল’ কলেজ থেকে এলএলবি পাস করেন।
---------
news :
https://www.channelionline.com/%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a7%e0%a6%be%e0%a6%a8-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%9a%e0%a6%be%e0%a6%b0%e0%a6%aa%e0%a6%a4%e0%a6%bf-%e0%a6%b9%e0%a6%9a%e0%a7%8d%e0%a6%9b%e0%a7%87%e0%a6%a8-%e0%a6%b9/

বঙ্গবন্ধুকন্যা ❤️ রাষ্ট্রনায়ক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিদ্যুৎ খাতকে অগ্রাধিকার সাফল্যের দ্বারপ্রান্তে বাংলাদে...
30/12/2021

বঙ্গবন্ধুকন্যা ❤️
রাষ্ট্রনায়ক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে
বিদ্যুৎ খাতকে অগ্রাধিকার সাফল্যের দ্বারপ্রান্তে বাংলাদেশ

বিদ্যুৎ সুবিধাপ্রাপ্ত জনগোষ্ঠীর সংখ্যা- ৯৯.৭৫ শতাংশ
সিষ্টেম লস কমে হয়েছে- ৮.৪৮ শতাংশ
মোট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা- ২৫,২৩৫ মেগাওয়াট

22/12/2021

সাহাবিদের জীবনীর উপর ওয়াজ, মিজানুর রহমান আজহারী

22/12/2021

ইমানের উপর ওয়াজ, মিজানুর রহমান আজহারী

22/12/2021

পিতা মাতার প্রতি সন্তানের দায়িত্ব। মিজানুর রহমান আজহারী

22/12/2021

বিশ্বনবী (সাঃ) এর জীবনীর উপর ওয়াজ, মিজানুর রহমান আজহারী

22/12/2021

মিজানুর রহমান আজহারীর অতি গুরুত্বপূর্ণ আমলি তাফসীর

17/12/2021

জয় বাংলার জয়।
সোনার বাংলা আজ মুক্ত, স্বাধীন।

আজকের দিনে স্মরণ করি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও স্বাধীনতা যুদ্ধে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের। 🇧🇩

Address

গুলশান ১
Dhaka

Telephone

+8801712648103

Website

Alerts

Be the first to know and let us send you an email when Voice Of Bangladesh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share