ART & CRAFT WORLD

ART & CRAFT WORLD Art & Craft

09/03/2022

ভন্ড বাবা | Vando Baba | Bangla Comedy | Bajna Music

video
natok
videos
funny video
comedy natok 2022
new funny video
bangla natok 2022
sofik new funny video
village funny boys
2022 funny comedy

09/03/2022

হারকিপটা | Harkipta | Salim | Bangla Natok 2022||

09/03/2022

ছোট দিপুর মিক্স ভিডিও | Choto Dipur Mixed Video | Bajna Music 2022

09/03/2022

ফিটার খাইলে মিটার বাড়ে | ছোট দিপু | Fitar Khaile Mitar Bare | Choto Dipu | Bangla Comedy Kowtok

09/03/2022

কৃষকের জ্বালা | ছোট দিপু | Krishoker Jala | Choto Dipu | Bangla Comedy Kowtok

09/03/2022

তোতলার বিয়ে ছোট দিপু। Part -1||totlar Biye Part -1||Choto Dipu||

09/03/2022

তুতলার বিয়া | ছোট দিপু | Tutlar Biya Part 2 | Choto Dipu | Bangla Comedy | Bajna Music 2022

09/03/2022

মাশরাফি জিন্দাবাদ। ছোট দিপু। মাশরাফিকে নিয়ে ছোটদের অসাধারণ একটি শর্ট ফিল্ম।

09/03/2022

দিপু এখন সেই রকম চা খোর||মোটা বউয়ের সাথে চা নিয়ে একি কান্ড করলো দিপু।।।

09/03/2022

দিপু এখন মোজো খোর।। #ছোট_দিপু_কমেডি_ভিডিও||Dipu Ekhon Mojo khor||

09/03/2022

মিরকি ব্যারাম ছোট টাইসন। Bangla comedy #

09/03/2022

ছোট দিপু এখন ডাব বিক্রেতা।। ছোট দিপু কমেডি

09/03/2022

পাগলীর বিয়ে||ছোট টাইসন||paglir biye

09/03/2022

বাটপার দিপু dipu_ comedy #

09/03/2022

খাইলে ফিডার বাড়ে মিটার|| # #ছোট দিপু # Khaile filter||Bangla comedy

24/12/2019

ও পাখি
পাখিরে

জিৎ ভারতীয় তথা বাংলা চলচ্চিত্রের একজন উজ্জ্বল নক্ষত্র। টেলিভিশান সিরিয়ালের হাত ধরে সিনেমা জগতে নিজের জায়গা পাকা করেছে...
21/10/2019

জিৎ ভারতীয় তথা বাংলা চলচ্চিত্রের একজন উজ্জ্বল নক্ষত্র। টেলিভিশান সিরিয়ালের হাত ধরে সিনেমা জগতে নিজের জায়গা পাকা করেছেন এই অভিনেতা। জন্মসূত্রে তিনি বাঙালী না হলেও জন্ম থেকেই তিনি বড় হয়েছেন দক্ষিণ কলকাতায়। তার স্বাভাবিক জীবন এবং বন্ধু বান্ধব পড়াশোনা সমস্ত কিছুই এই বাংলাতেই।


ছোটবেলা

৩০শে নভেম্বর ১৯৭৮ সালে কলকাতার এক অবাঙালী পরিবারে তার জন্ম হয়। সেন্ট জোসেফ মেরি স্কুল থেকে তিনি প্রাথমিক শিক্ষা গ্রহণ করেন এবং পরে ন্যাশানাল হাই স্কুল থেকে উচ্চশিক্ষা সমাপ্ত করেন। এরপর ভবানীপুর এডুকেশান সোসাইটি কলেজে পড়াশোনা শুরু করলেও পারিবারিক ব্যাবসার কারণে তিনি পড়াশোনা মাঝপথে বন্ধ করে দেন।

কেরিয়ার

বিভিন্ন পত্রপত্রিকায় মডেলিং করে তার কেরিয়ার শুরু। তিনি টিভিতে প্রথম নজরে আসেন নবাব গেঞ্জীর কমার্শিয়াল বিজ্ঞাপনে। এরপর তিনি কিছু টেলিভিশান সিরিয়ালে অভিনয় করেন যেমন বিষবৃক্ষ, জন্মভূমি ইত্যাদি।

জিতের প্রথম ছবি ছিল চন্দু কিন্তু সেই ছবি সিনেমামহলে সেই ভাবে সাড়া ফেলেনি এবং ২০০১ সালের সেই ছবি কেউ মনে রাখে নি। চন্দু ছিল একটি তামিল সিনেমা। ২০০২ সালে পরিচালক হরনাথ চক্রবর্তী তার সাথী ছবিতে জিত-কে কাস্ট করেন। প্রথমে সাথী ছবির জন্যে অভিনেতা প্রসেঞ্জিত চ্যাটার্জীর কাছে অফার যায়, কিন্তু একজন কলেজ ছাত্রের ভূমিকায় তিনি অভিনয় করতে চান নি, তাই অফার যায় নবাগত জিত-এর কাছে। পরবর্তীকালে এই প্রসঙ্গে এক সাক্ষাৎকালে জিৎ বলেছেন, সাথী না এলেও হাতি আসত, প্রতিভা এবং ডেডিকেশান থাকলে সাফল্য আসবেই।

সাথী ছবির গান, বিশেষ করে 'ও বন্ধু তুমি শুনতে কি পাও' সেই সময় বাঙালী শ্রোতাদের খুবই আকৃষ্ট করেছিল। এই সিনেমা বাঙালী দর্শককে আবার হলমুখী করে তোলে। জিতের অভিনয় সকলের প্রশংসা পায়। প্রসেঞ্জিত চিরঞ্জিত পরবর্তী জমানার প্রথম হিরো হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন এই অভিনেতা।

এরপর ধীরে ধীরে তিনি নাটের গুরু, বন্ধন, সঙ্গী, যুদ্ধ ইত্যাদি সফল ছবি করে বাঙলা ছবির সেরা আসনটি নিজের নামে পাকা করেন। অভিনেত্রী কোয়েল মল্লিক এবং স্বস্তিকা মুখার্জীর সাথে তার জুটি যথেষ্ট জনপ্রিয় হয়।


পরিচালক রিবি কিনাগীর সাথে জিৎ বহু জনপ্রিয় ছবি করেছেন। রাজ চক্রবর্তী জিৎ এবং সেই সময়ের উঠতি দেবকে নিয়ে দুই পৃথিবী পরিচালনা করেন যা একই সাথে শহুরে এবং গ্রামীণ দর্শককে আলোড়িত করে।

জিৎ মূলত অ্যাকশান হিরো হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করলেও তার করা রোমান্টিক ছবি গুলিও যথেষ্ট জনপ্রিয়। যেমন বন্ধন, সঙ্গী, শুভদৃষ্টি ইত্যাদি। কমার্শিয়াল ছবি ছাড়াও জিৎ অন্য ধারার সিনেমাতেও অভিনয় করেছেন। যেমন রাজা সেন পরিচালিত কৃষ্ণকান্তের উইল এবং রয়াল বেঙ্গল টাইগার ইত্যাদি।

টেলিভিশান

সিনেমার পাশাপাশি তিনি টেলিভিশান রিয়েলিটি শোয়ে অ্যাঙ্করিং-এর ভূমিকায় অবতীর্ণ হয়েছেন বেশ কয়েকবার। এর মধ্যে কোটি টাকার বাজী এবং বিগ বস বাংলা উল্লেখযোগ্য।

নায়িকা

জিৎ-এর সাথে সবথেকে যে নায়িকার জুটি সাফল্য লাভ করে তিনি হলেন কোয়েল মল্লিক। কোয়েল মল্লিক তার অভিনয় জীবন শুরু করেন জিৎ-এর সাথে নাটের গুরু ছবির মাধ্যমে। এরপর এরা বন্ধন, মানিক, যোদ্ধা, শুভদৃষ্টির মত প্রচুর সফল ছবি উপহার দেয়।
কোয়েল মল্লিক ছাড়াও জিৎ-এর সাথে যে নায়িকার জুটি দর্শকমনে সাড়া ফেলেছিল তিনি হলে স্বস্তিকা মুখার্জী। স্বস্তিকা মুখার্জীর সাথে জিৎ মস্তান, ক্রান্তি। আক্রোশ, পার্টনার, প্রিয়তমা ইত্যাদি ছবিতে অভিনয় করেন। এছাড়াও শ্রাবন্তী চ্যাটার্জী এবং সায়ন্তিকার সাথেও তার জুটি অনেকে পছন্দ করেন।

পরিবার

জিৎ খুবই পারিবারিক। তিনি এখনও কালীঘাটের নিজের পৈতৃক বাড়িতেই থাকেন। জিত ২০১১ সালের ২৪শে ফেব্রুয়ারী মোহনা রতলানীকে বিবাহ করেন। মোহনা লক্ষৌ শহরের একজন স্কুল শিক্ষিকা। ১২ই ডিসেম্বর ২০১২ সালে জিৎ-এর একটি কন্যা সন্তান হয়।

প্রোডিউসার জিৎ

২০১২ সালে তিনি নিজের প্রোডাকশান সংস্থা গ্রাসরুট এন্টারটেইনমেন্টের সূচনা করেন। এই সংস্থার প্রথম ছবি ১০০% লাভ। এরপর বস, আওয়ারা ইত্যাদি কিছু সফল ছবি প্রযোজনা করেন জিত। এর মধ্যে মুম্বাইয়ের বিখ্যাত পরিচালক নীরজ পান্ডের সংস্থা ফ্রাইডে ফিল্মওয়ার্ক্স-এর সাথে যৌথভাবে প্রযোজনা করেন রয়েল বেঙ্গল টাইগার। এই ছবির মূল চরিত্রে অভিনয় করেন আবীর চট্টোপাধ্যায়। এই ছবিতে জিৎ একটি অন্যরকম চরিত্রে অভিনয় করেন।

২০১৪ সালে তিনি বচ্চন নামে একটি বাংলা ছবি প্রযোজনা এবং অভিনয় করেন সেখানে তিনি বচ্চনের ফ্যানের ভূমিকায় অবতীর্ণ হন। এই ছবির রিলিজের আগে তিনি স্বয়ং অমিতাভ বচ্চনের সাথে সাক্ষাত করেন এবং তার আশীর্বাদ নিয়ে আসেন।

বোকা মন.....                     নতুন মিউজিক ভিডিও শুটিং টাইম                      সবার কাছে দোয়া রইল...............
11/10/2019

বোকা মন.....
নতুন মিউজিক ভিডিও শুটিং টাইম
সবার কাছে দোয়া রইল...............

03/10/2019
কিংবদন্তিতুল্য কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের গল্পে মঞ্চে অভিনয় করবেন টনি ডায়েস ও প্রিয়া ডায়েস। এই নাটকের মধ্য দিয়ে প্রথমব...
29/09/2019

কিংবদন্তিতুল্য কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের গল্পে মঞ্চে অভিনয় করবেন টনি ডায়েস ও প্রিয়া ডায়েস। এই নাটকের মধ্য দিয়ে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে কোনো মঞ্চনাটকে অভিনয় করবেন এই অভিনয়শিল্পী দম্পতি। ঘটনা সামান্য নামের এ নাটকটি নির্দেশনা দিচ্ছেন ফরহাদ হোসেন। ২৯ সেপ্টেম্বর নিউইয়র্কের জ্যামাইকার পিএস ১৩১-এ নাটকটির মঞ্চায়ন হবে।

দেড় দশকেরও বেশি সময় সপরিবার যুক্তরাষ্ট্রে প্রবাসী জীবন কাটাচ্ছেন টনি ডায়েস। চাকরি ও পরিবার নিয়ে ব্যস্ততার মধ্যেও সময় বের করে অভিনয় করেন তিনি। আন্তরিক আয়োজক পান না বলে জানান এই অভিনয়শিল্পী।

চলচ্চিত্র মুক্তিতে অনিয়ম ঠেকাতে পদক্ষেপ নিচ্ছেন প্রযোজকেরা অনিয়ম ও অপচয়ের কারণে চলচ্চিত্র প্রযোজকদের লোকসান হচ্ছে। সিনেম...
27/09/2019

চলচ্চিত্র মুক্তিতে অনিয়ম ঠেকাতে পদক্ষেপ নিচ্ছেন প্রযোজকেরা

অনিয়ম ও অপচয়ের কারণে চলচ্চিত্র প্রযোজকদের লোকসান হচ্ছে। সিনেমা মুক্তির সময়ও ঘটছে নানা বিশৃঙ্খল ঘটনা। এসব কারণে পদে পদে ঠকছেন প্রযোজকেরা। সেসব ঠেকাতে এরই মধ্যে গঠিত হয়েছিল চলচ্চিত্র নির্মাণসংক্রান্ত নীতিমালা কমিটি। প্রযোজক বাঁচাতে এবার চলচ্চিত্র পরিবেশনা নিয়েও গঠিত হয়েছে ১৯ সদস্যের একটি কমিটি।

জানা গেছে, কোনো কোনো হলের মালিক নিজেরাই একটি নিয়ম করেছেন। ছবি মুক্তির প্রথম সপ্তাহে টিকিট বিক্রির মোট টাকা থেকে কর বাবদ বড় অঙ্কের টাকা কেটে রাখেন তাঁরা। দেশের অনেক প্রেক্ষাগৃহ, বিশেষ করে যশোরের মণিহার ৩০ হাজার, ঢাকার পুনম ২০ হাজার, নারায়ণগঞ্জের মেট্রো ২০ হাজার টাকা করে কেটে রাখে। বাকি টাকা প্রযোজক ও হলের মালিকের মধ্যে ভাগাভাগি হয়। নতুন কমিটি এটা চলতে দিতে চায় না। সরকার সিনেমা হলের কর মওকুফ করে দিয়েছে। ভ্যাট ও পৌরকর বাবদ টিকিটপ্রতি ১০ থেকে ১২ টাকা কেটে রাখেন হলের মালিক। কেবল এ নিয়মটি বহাল থাকবে। এত দিন প্রজেক্টর ভাড়া বহন করে আসছিলেন প্রযোজক। এখন থেকে হলের মালিককে এ ভাড়া দিতে হবে। প্রযোজক কনটেন্ট খরচ বাবদ বড় হলকে চার হাজার এবং ছোট হলকে দেবেন দুই হাজার টাকা। বুকিং এজেন্ট কাজ করেন সিনেমা হলের পক্ষে। কিন্তু বুকিং বাবদ প্রতি লাখে শতকরা ১০ থেকে ১৫ টাকা দেন প্রযোজক। এই টাকাও আর প্রযোজক দেবেন না। এই খরচ বহন করতে হবে হলের মালিককে। কোনো কোনো হল দর্শকের কাছ থেকে টিকিটের দামের অতিরিক্ত টাকা নেয়। যেমন ঢাকার রানীমহল ও মতিমহল ৫০ টাকার টিকিট নেয় ১০০ টাকা করে। একই ভাবে ঢাকার পুনম, ভৈরবের মধুমিতা, কাঁচপুরের চাঁদমহল, সাভার সেনানিবাসসহ অনেক হলেই এ রকম অনিয়ম রয়েছে। নতুন কমিটি এসব বন্ধ করতে চায়।
চলচ্চিত্র পরিবেশনার নতুন কমিটির আহ্বায়ক প্রযোজক কামাল মোহাম্মদ কিবরিয়া লিপু বলেন, ‘চলচ্চিত্র প্রযোজকদের বাঁচাতে এই কমিটি করা হয়েছে। দীর্ঘদিন ধরে ছবি মুক্তির সময় অনিয়ম করে প্রযোজককে যেভাবে ঠকানো হচ্ছে, এভাবে চলতে থাকলে প্রযোজকেরা আর ছবি নির্মাণ করতে আসবেন না। এমনিতেই দেশের বড় বড় প্রায় সব প্রযোজকই চলে গেছেন। আর ছাড় দেওয়া যায় না।’

কমিটির অন্য নেতারা বলেন, কোনো কোনো হল শেয়ারের টাকার ৪০ শতাংশ প্রযোজককে দেয়, বাকি ৬০ শতাংশ পান হলের মালিক। টঙ্গীর চম্পাকলি হল প্রতি শুক্রবার ১০০ টাকার টিকিটের কোনো হিসাব দেয় না প্রযোজককে। একইভাবে শনিবার থেকে বৃহস্পতিবার প্রতিদিন ২৮টি টিকিটের হিসাব প্রযোজককে দেন না এই হলের মালিক। এটা কি কোনো নিয়মের মধ্যে পড়ে? অনেক প্রযোজকের টাকা হলের মালিকদের কাছে পড়ে আছে। বছরের পর বছর আদায় করতে না পেরে চলচ্চিত্র ছেড়েছেন তাঁরা। এখন থেকে ছবি মুক্তির এক সপ্তাহের মধ্যে টিকিটের শেয়ার মানি হলের মালিক প্রযোজককে বুঝিয়ে দেবেন।

পরিবেশনাসংক্রান্ত কমিটি সূত্রে জানা গেছে দেশের প্রায় ৮০ শতাংশ প্রেক্ষাগৃহই এ ধরনের নানা সমস্যার ভেতর দিয়ে যাচ্ছে। কমিটির নেতারা এবার শক্ত অবস্থান নিয়েছেন। তাঁরা বলছেন, অভিযুক্ত হলগুলো এ ধরনের সমস্যা সমাধান না করলে তাদের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক ছিন্ন করা হবে।

এদিকে চলচ্চিত্র মুক্তির পথে পথে অরাজকতা ঠেকাতে কমিটির নেতারা হলের মালিকদের সঙ্গে বসতে শুরু করেছেন। এরই মধ্যে মণিহার, চম্পাকলি, রানীমহল, মতিমহল কর্তৃপক্ষের সঙ্গে সভা করেছেন প্রযোজকেরা। পর্যায়ক্রমে আরও প্রায় ৫০টি হল কর্তৃপক্ষের সঙ্গে বসবেন তাঁরা। লিপু বলেন, ‘বিদ্যমান সমস্যাগুলো নিয়ে এ পর্যন্ত তিনটি মিটিং করেছি। আরও প্রায় ৫০টি হলের সঙ্গে বসব। যে হলের মালিকেরা সমস্যাগুলো সমাধানে এগিয়ে আসবেন না, তাঁদের সঙ্গে আমরা ব্যবসায়িক সম্পর্ক ছিন্ন করব।’ এই প্রযোজক নেতা আরও জানান, ভবিষ্যতে হলে হলে কোনো প্রতিনিধিও পাঠানো হবে না। এ জন্য ই-টিকিটিংয়ের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

কমিটির অন্যতম সদস্য মনির সিদ্দিকী বলেন, ‘প্রায় আট বছর প্রযোজক সমিতি ছিল না। এতে চলচ্চিত্রে বিশৃঙ্খল অবস্থা তৈরি হয়েছে। আমরা একে নিয়মের মধ্যে আনতে চাই। প্রদর্শক সমিতি এবং আলাদাভাবে হল কর্তৃপক্ষকে ডাকছি, কথা বলছি। সবাই আমাদের সহযোগিতার আশ্বাস দিচ্ছেন।’

মণিহার সিনেমা হলের ব্যবস্থাপক তোফাজ্জেল হোসেন মুঠোফোনে প্রথম আলোকে জানিয়েছেন, কমিটির আহ্বানে ঢাকায় মিটিংয়ে উপস্থিত হয়েছিলেন তিনি। তিনি বলেন, ‘করের বিষয়ে কমিটি যা বলেছে, সে ব্যাপারে আমি কোনো সিদ্ধান্ত দিইনি। মালিক ভারত থেকে ফিরলে সিদ্ধান্ত হবে।’
খবরের সূত্র ::দৈনিক প্রথম আলো:::

সালমান শাহ: অকালে ঝরে যাওয়া নক্ষত্র:::: (১৯ সেপ্টেম্বর ১৯৭১ - ৬ সেপ্টেম্বর ১৯৯৬) সালমান শাহ ছিলেন একজন  কিংবদন্তি অভিনে...
25/09/2019

সালমান শাহ: অকালে ঝরে যাওয়া নক্ষত্র::::
(১৯ সেপ্টেম্বর ১৯৭১ - ৬ সেপ্টেম্বর ১৯৯৬) সালমান শাহ ছিলেন একজন কিংবদন্তি অভিনেতা ও মডেল। তার প্রকৃত নাম শাহরিয়ার চৌধুরী ইমন[১] টেলিভিশন নাটক দিয়ে তার অভিনয় জীবন শুরু হলেও ১৯৯০-এর দশকে তিনি চলচ্চিত্রে অন্যতম জননন্দিত শিল্পী হয়ে উঠেন।[২] ১৯৯৩ সালে তার অভিনীত প্রথম চলচ্চিত্র সোহানুর রহমান সোহান পরিচালিত কেয়ামত থেকে কেয়ামত মুক্তি পায়।[২] একই ছবিতে নায়িকা মৌসুমী ও গায়ক আগুনের অভিষেক হয়। জনপ্রিয় এই নায়ক নব্বইয়ের দশকের বাংলাদেশে সাড়া জাগানো অনেক চলচ্চিত্রে অভিনয় করেন। তিনি সর্বমোট ২৭টি চলচ্চিত্র অভিনয় করেন এবং সবকয়টিই ছিল ব্যবসাসফল।[৩] তিনি ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর অকালে রহস্যজনক ভাবে মৃত্যুবরণ করেন[২]।

পৃথিবীর প্রথম রঙিন চলচ্চিত্রসাবেক ধারণা অনুযায়ী ১৯০৯ সালে লণ্ডনের প্যালেস থিয়েটারে প্রথম রঙিন ছবি প্রদর্শিত হয়। জর্জ ...
24/09/2019

পৃথিবীর প্রথম রঙিন চলচ্চিত্র

সাবেক ধারণা অনুযায়ী ১৯০৯ সালে লণ্ডনের প্যালেস থিয়েটারে প্রথম রঙিন ছবি প্রদর্শিত হয়। জর্জ স্মিথের তৈরী এই কিনেমাকালার প্রযুক্তিতে রঙ ব্যবহার হত দুটি, সবুজ এবং লাল। কিন্তু পরে জানা গিয়েছে ১৯০১ সালে প্রথম রঙিন ছবি তৈরী হয়। এই অনাম্নী ছবিটির পরিচালক ছিলেন পেশায় চিত্রগ্রাহক এডওয়ার্ড রেমন্ড টার্নার এবং তার পৃষ্ঠপোষক ক্রীড়াবিদ ফ্রেডরিক মার্শাল লী। তারা সাদাকালো ফিল্মে ছবি তুলে বিশেষ অভিক্ষেপন যন্ত্রে সবুজ, লাল ও নীল রঙের ফিল্টার লাগিয়ে প্রদর্শন করেছিলেন। তবে কিছু অসংশ্লিষ্ট কারণে এই চিন্তাভাবনা তখন আর বেশিদূর এগোয়নি।

পরবর্তীকালে, ১৯১৬ সালে, টেকনিকালার প্রযুক্তি বাজারে আসে। এই প্রযুক্তিতেও ব্যবহার হত তিনটি রঙ, সবুজ, লাল ও নীল, তিনবার ফটোগ্রাফিক মুদ্রণ করতে হত, তাছাড়া প্রয়োজন হত বিশালাকৃতি ক্যামেরার। সম্পূর্ণ এই প্রযুক্তিতে তৈরী প্রথম স্বল্পদৈর্ঘ্যের ছবি ছিল ওয়াল্ট ডিজনির ফ্লাওয়ার্স এন্ড ট্রিস (১৯৩২), পরিচালক ছিলেন বার্ট গিলেট, প্রথম পূর্ণদৈর্ঘ্যের ছবি হয় রুবেন মাম্যুলার তৈরী দ্য ভ্যানিটি ফেয়ার (১৯৩৫)। টেকনিকালার প্রযুক্তি বহুল পরিমাণে ব্যবহৃত হতে থাকে সঙ্গীতধর্মী ছবিতে, যেমন দি উইজার্ড অফ অজ (১৯৩৯) বা রোমাঞ্চকর ছবি, যেমন দি অ্যাডভেঞ্চার অফ রবিন হুড (১৯৩৮), আর অ্যানিমেশন ছবি, যেমন স্নো হোয়াইট অ্যান্ড দ্য সেভেন ডোয়ার্ফ (১৯৩৭), ইত্যাদিতে।[৩৫]

জেমস ক্যামেরুন:চলচ্চিত্র দুনিয়ার সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি ।।।।।টাইটানিক’ কিংবা ‘অবতার’-এর মতো বিশাল বাজেটের চলচ্চিত্র য...
24/09/2019

জেমস ক্যামেরুন:চলচ্চিত্র দুনিয়ার সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি ।।।।।
টাইটানিক’ কিংবা ‘অবতার’-এর মতো বিশাল বাজেটের চলচ্চিত্র যিনি তৈরি করতে পারেন আর তা বিক্রি করে সবচেয়ে বেশি লাভও করতে পারেন, তিনি তো চলচ্চিত্র দুনিয়ার সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি হবেনই, তাই না? ‘দ্য গার্ডিয়ান’ পত্রিকার জরিপেও তাই হয়েছে।

‘টাইটানিক’ কিংবা ‘অবতার’-এর মতো বিশাল বাজেটের চলচ্চিত্র যিনি তৈরি করতে পারেন আর তা বিক্রি করে সবচেয়ে বেশি লাভও করতে পারেন, তিনি তো চলচ্চিত্র দুনিয়ার সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি হবেনই, তাই না? ‘দ্য গার্ডিয়ান’ পত্রিকার জরিপেও তাই হয়েছে। তাদের তৈরি হলিউডের ১০০ প্রভাবশালীর তালিকায় এক নম্বরে স্থান করে নিয়েছেন অস্কারজয়ী চলচ্চিত্র পরিচালক জেমস ক্যামেরন।

স্টিভেন স্পিলবার্গ ও লিওনার্দো ডি ক্যাপ্রিওকে টপকে তিনি এই স্থান দখলে নিয়েছেন। আর এই তালিকায় তারা দুজন আছেন যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থানে।

তালিকার চার নম্বরে আছেন অ্যানিমেশন জিনিয়াস জন লাসিটার এবং পাঁচ নম্বরে আছেন ব্রাড পিট। তালিকার প্রথম বিশ জনের মধ্যে ১৮ নম্বরে আছেন একমাত্র নারী অ্যাঞ্জেলিনা জোলি।

ক্যামেরন সর্বকালের সবচেয়ে বেশি লাভ করেছেন তার ‘টাইটানিক‘ ও ‘অবতার’ চলচ্চিত্রের মাধ্যমে। টাইটানিক থেকে তিনি লাভ করেছেন ১৮০ কোটি ডলার। আর অবতারে এই অঙ্ক দাঁড়িয়েছে ২৭০ কোটি ডলারে। এ দুটি চলচ্চিত্রের ব্যবসাসফলতার মধ্য দিয়েই তিনি হয়ে উঠেছেন হলিউড দুনিয়ার সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি।

জেমস ক্যামেরনের জন্ম ১৯৫৪ সালের ১৬ আগস্ট কানাডার ওন্টারিওতে। তিনি একাধারে চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, চিত্রনাট্যকার, চলচ্চিত্র সম্পাদক ও আবিষ্কারক। টাইটানিক চলচ্চিত্রের মাধ্যমে তিনি সেরা পরিচালক, সেরা ছবি ও সেরা সম্পাদনার অস্কার জেতেন।

তার পরিচালিত অন্য উল্লেখযোগ্য চলচ্চিত্র হলো : ‘দ্য টারমিনেটর’ (১৯৮৪), ‘এলিয়েনস’ (১৯৮৬) ও ‘টারমিনেটর-২’।

সত্যজিৎ রায় (১৯২১-১৯৯২)  আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাঙালি চলচ্চিত্রকার; আলোকচিত্রী, চিত্রকর, শিশুসাহিত্যিক, সঙ্গীতজ্ঞ হ...
23/09/2019

সত্যজিৎ রায় (১৯২১-১৯৯২) আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাঙালি চলচ্চিত্রকার; আলোকচিত্রী, চিত্রকর, শিশুসাহিত্যিক, সঙ্গীতজ্ঞ হিসেবেও সুপরিচিত। ১৯২১ সালের ২ মে তিনি কলকাতায় জন্মগ্রহণ করেন। তাঁর পৈতৃক নিবাস ছিল বৃহত্তর ময়মনসিংহের কিশোরগঞ্জ জেলার মসুয়া গ্রামে। পিতা প্রখ্যাত লেখক, সম্পাদক ও আলোকচিত্রী সুকুমার রায় ছিলেন রয়াল ফটোগ্রাফিক সোসাইটি অব গ্রেট ব্রিটেন-এর ফেলো। তাঁর মাতা সুপ্রভা রায় ছিলেন একজন সঙ্গীতশিল্পী ও হস্তশিল্পে পারদর্শী এবং তাঁর পিতামহ উপেন্দ্রকিশোর রায় চৌধুরীও ছিলেন প্রখ্যাত লেখক, শিশু সাহিত্যিক, চিত্রকর, আলোকচিত্রী, ব্লক ডিজাইনার এবং শিশুতোষ পত্রিকা সন্দেশ (১৯১৩)-এর সম্পাদক। জন্মের মাত্র দুই বছরের মধ্যেই পিতাকে হারিয়ে মামার আশ্রয়ে দৃঢ়চেতা মাতার তত্ত্বাবধানে সত্যজিৎ রায়ের শৈশব-কৈশোর অতিবাহিত হয়। বালিগঞ্জ সরকারি হাইস্কুল থেকে ম্যাট্রিক ও প্রেসিডেন্সি কলেজ থেকে অর্থনীতিতে অনার্সসহ বি.এ পাসের পর ১৯৪০ সালে সত্যজিৎ রায় শান্তিনিকেতনে ভর্তি হন।

১৯৪৩ সালে একটি বিজ্ঞাপনী সংস্থার কমার্শিয়াল আর্টিস্ট হিসেবে তাঁর কর্মজীবন শুরু হয়। বিজ্ঞাপনের ভাষা ও ডিজাইনে তিনি নতুন মাত্রা সংযোজন করেন। প্রায় একই সময়ে তিনি বইয়ের প্রচ্ছদ এবং পত্রিকায় ছবি অাঁকা শুরু করেন। ১৯৪৭ সালে কয়েকজন বন্ধুর সহায়তায় গঠন করেন কলকাতা চলচ্চিত্র সংসদ। পরবর্তী বছরে তাঁর সুযোগ ঘটে ফরাসি চলচ্চিত্রকার জাঁ রেনোয়ার সঙ্গে পরিচিত হওয়ার। রেঁনোয়া তাঁর পরিচালিত দ্য রিভার ছবির কিছু অংশ কলকাতায় শুটিং করেন এবং সত্যজিৎ তা প্রত্যক্ষ করেন।

পরে চলচ্চিত্র নির্মাণের উদ্দেশ্যে তিনি গঠন করেন ‘কনক পিকাচার্স’ নামে একটি প্রতিষ্ঠান। সত্যজিৎ এ সময় এ পারফেক্ট ডে নামে একটি চিত্রনাট্য রচনা করেন। ১৯৫০ সালে চাকরির সূত্রে পাঁচ মাস লন্ডনে অবস্থানকালে তিনি প্রায় একশ চলচ্চিত্র দেখেন এবং পরিচিত হন ব্রিটিশ চলচ্চিত্র নির্মাতা লিন্ডসে অ্যান্ডারসন, চলচ্চিত্র বিশেষজ্ঞ পেনেলোপি হাস্টন এবং গ্যাবিন ল্যাম্বটি-এর সঙ্গে। ইতালির ভিত্তোরিও ডি সিকা পরিচালিত দ্য বাইসাইকেল থিফ দেখে তিনি মুগ্ধ হন এবং বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস পথের পাঁচালী অবলম্বনে ছবি নির্মাণের সিদ্ধান্ত নেন। একই বছর অক্টোবরে দেশে ফিরে তিনি এর চিত্রনাট্য রচনা করেন এবং ১৯৫২ সালে অপেশাদার লোকজন নিয়ে ছবির শুটিং শুরু করেন। বহু ধারদেনা এবং গহনা, বইপত্র ও সঞ্চিত সম্পদ বিক্রয় করেও তিনি ছবির কাজ শেষ করতে পারেন নি। নিজের জীবন বীমার পলিসি বন্ধক দিয়ে ও বন্ধুবান্ধব-আত্মীয়দের কাছ থেকে তিনি মাত্র ১৭,৫০০ টাকা সংগ্রহ করেন।

পরে তিনি ব্যয় কম করার জন্য পুরানো ক্যামেরা ভাড়া করেন, খাদ্য ও যাতায়াত খরচ কমিয়ে দেন এবং কলকাতার প্রত্যন্ত এলাকায় শুটিং করেন।

তিনি একজন প্রযোজকের সন্ধান করছিলেন যিনি অন্তত ৪০,০০০ টাকা অর্থায়নে সক্ষম। ছবির এক-তৃতীয়াংশ চিত্রায়িত হওয়ার পর যোগাড় করা টাকা শেষ হয়ে যায়। বাধ্য হয়ে তিনি পশ্চিমবঙ্গের সরকারের কাছে অর্থসাহায্য কামনা করেন। এ বিষয়ে আমলাদের অনীহা প্রত্যক্ষ করে মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায় নিজে ছবিটির নির্মাণ ব্যয় সংকুলানের ব্যবস্থা করেন। ১৯৫৫ সালে পথের পাঁচালী নিউইয়র্কে প্রদর্শিত হয় এবং ঐ বছরই, আগস্টে কলকাতার প্রেক্ষাগৃহে প্রদর্শিত হয়। মুক্তির পরপরই ছবিটি সারা বিশ্বে প্রশংসা লাভ করে এবং পুরস্কার ও সম্মাননা অর্জন করে। ১৯৫৫ সালে পথের পাঁচালী রাষ্ট্রপতি ও পশ্চিমবঙ্গ সাংবাদিক সমিতির পুরস্কার লাভ করে। ঐ বছরই ছবিটি ফ্রান্স ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে ‘সর্বশ্রেষ্ঠ মানব দলিল’ হিসেবে জুরি বোর্ডের বিশেষ পুরস্কার অর্জন করে।

ছবিটি পৃথিবীর বিভিন্ন শহর ও দেশ, যথা এডিনবার্গ, ম্যানিলা, স্পেন, সানফ্রান্সিসকো, বার্লিন, ভ্যাঙ্কুবার, ডেনমার্ক ও জাপানে পুরস্কৃত হয়। ১৯৫৬-তে মুক্তি পায় তাঁর দ্বিতীয় ছবি অপরাজিত, এটি তাঁকে এনে দেয় ভেনিস চলচ্চিত্র উৎসব পুরস্কার, গোল্ডেন লায়ন, Cinema Nuveall এবং ক্রিটিকস অ্যাওয়ার্ড। ১৯৫৬ থেকে ১৯৯২-এর মৃত্যুর আগে পর্যন্ত চলচ্চিত্র মিশে ছিল তাঁর চিন্তা ও কর্মে। তিনি ছিলেন বিশ্বের সেরা দশজন চলচ্চিত্রকারের মধ্যে একজন। তাঁর চলচ্চিত্র কর্মের মধ্যে রয়েছে ২৮টি পূর্ণদৈর্ঘ্য চিত্র, ৫টি তথ্যচিত্র এবং ৩টি টেলি-ফিল্ম। তাঁর নির্মিত চলচ্চিত্রসমূহের মধ্যে উলে­খযোগ্য হলো: পথের পাঁচালী (১৯৫৫), অপরাজিত (১৯৫৬), পরশপাথর (১৯৫৭), জলসাঘর (১৯৫৮), অপুর সংসার (১৯৫৯), দেবী (১৯৬০), তিন কন্যা (১৯৬১), রবীন্দ্রনাথ (১৯৬১), কাঞ্চনজঙ্ঘা (১৯৬২), অভিযান (১৯৬২), মহানগর (১৯৬৩), চারুলতা (১৯৬৪), কাপুরুষ ও মহাপুরুষ (১৯৬৫), নায়ক (১৯৬৬), চিড়িয়াখানা (১৯৬৭), গুপী গাইন বাঘা বাইন (১৯৬৯), অরণ্যের দিনরাত্রি (১৯৭০), প্রতিদ্বন্দ্বী (১৯৭০), সিকিম (১৯৭১), সীমাবদ্ধ (১৯৭১), অশনি সংকেত (১৯৭৩), সোনার কেল­া (১৯৭৪), ইনার আই (১৯৭৪), জনারণ্য (১৯৭৫), বালা (১৯৭৬), শতরঞ্জ কি খিলাড়ি (১৯৭৭), হীরক রাজার দেশে (১৯৮০), পিকু (১৯৮২), সদগতি (১৯৮২), ঘরে বাইরে (১৯৮৪), সুকুমার রায় (১৯৮৭), গণশত্রু (১৯৮৯), শাখা প্রশাখা (১৯৯০), আগন্তুক (১৯৯১)। এছাড়াও তিনি বহু ছবির চিত্রনাট্য রচনা ও সঙ্গীত পরিচালনা করেন।

লেখক হিসেবেও সত্যজিৎ রায় খ্যাতি অর্জন করেন। তাঁর প্রকাশিত গ্রন্থের মধ্যে রয়েছে: বিষয় চলচ্চিত্র, একেই বলে শুটিং, আওয়ার ফিল্মস দেয়ার ফিল্মস, ফেলুদা সিরিজ, শঙ্কু সিরিজ, পিকুর ডায়েরী ইত্যাদি। পুরস্কার: পথের পাঁচালী-এর জন্য ১৯৫৫ থেকে ১৯৬৬-এর মধ্যে ভারত ছাড়াও মোট ১১টি আন্তর্জাতিক পুরস্কার; অপরাজিত পেয়েছে ভেনিস, সানফ্রান্সিসকো, বার্লিন, ডেনমার্কসহ ৫টি আন্তর্জাতিক পুরস্কার। তথ্যচিত্র ‘রবীন্দ্রনাথ’ ও ‘ইনার আই’ এবং টিভি চিত্র ‘সদগতি’ও পেয়েছে দেশ-বিদেশের পুরস্কার। এছাড়া ব্যক্তিগতভাবে তিনি পেয়েছেন বিশেষ সম্মান ও পুরস্কার। তিনি ভারত সরকারের নিকট থেকে ৪০টি পুরস্কার এবং আন্তর্জাতিক ক্ষেত্রে ৬০টি পুরস্কার লাভ করেন। এসবের মধ্যে রয়েছে দেশ-বিদেশের বহু বিশ্ববিদ্যালয়ের অনারারি ডক্টরেট ডিগ্রি, বিশ্বভারতীর ‘দেশিকোত্তম’, ‘দাদা সাহেব ফালকে’ পুরস্কার, ম্যাগসেসেই পুরস্কার, ফ্রান্সের ‘লিজিয়ন অব অনার’ (১৯৮৭), ‘ভারতরত্ন’ (১৯৯২), বিশেষ ‘অস্কার’ (১৯৯২) পুরস্কার ইত্যাদি। ১৯৯২ সালের ২৩ এপ্রিল কলকাতায় সত্যজিৎ রায়ের মৃত্যু হয়

ভালো অভিনেতা হওয়ার জন্য বলিউড কিং  শাহরুখ খানের টিপস ।।।।।দীর্ঘ সময় ধরে বলিউডের শীর্ষ স্থানটি ধরে রেখেছেন কিং খান শাহরুখ...
22/09/2019

ভালো অভিনেতা হওয়ার জন্য বলিউড কিং শাহরুখ খানের টিপস ।।।।।

দীর্ঘ সময় ধরে বলিউডের শীর্ষ স্থানটি ধরে রেখেছেন কিং খান শাহরুখ। বলিউডে অনেকে পারিবারিক সূত্রে সুযোগ পেলেও শাহরুখ নিজ যোগ্যতায় নিজের আসন তৈরি করেছেন। সম্প্রতি জনপ্রিয় এ অভিনেতা টুইটারে ভক্তদের জন্য অভিনয়ের কিছু টিপস বাতলে দিয়েছেন।

তার আশা, নবীন অভিনেতা-অভিনেত্রীদের এই টিপসগুলো কাজে লাগবে। তার নিজের ক্ষেত্রেও এই কৌশলগুলো খুব কাজে লেগেছে বলে জানিয়েছেন তিনি। বাংলা ভাষাভাষী পাঠকেদের কথা চিন্তা করেই বাদশাহ খানের কৌশলগুলো নিম্নে উপস্থাপন করছে অর্থসূচক :

টিপস-১: অভিনয়ের সময় সেসব অভিব্যক্তিই প্রকাশ করা উচিত যা দর্শক সহজেই বুঝতে পারবে। আর যেগুলো সম্পর্কে দর্শক জানে না তা প্রকাশ না করাই ভালো।

টিপস-২: অভিনয় করতে গেলে তা হৃদয় দিয়েই করতে হয়। আর যতটা সম্ভব চরিত্রের মধ্যে ঢুকে যেতে হবে। এমনকি সিনেমায় মিথ্যাটাকে মনে- প্রাণে ধারণ করে তা সকলের কাছে বিশ্বাসযোগ্য করে তোলার চেষ্টা করা করতে হয়।

উল্লেখ্য, জনপ্রিয় এ অভিনেতা ১৯৮০ এর শেষের দিকে বেশ কিছু টেলিভিশন সিরিয়ালে অভিনয়ের মাধ্যমে তাঁর অভিনয় জীবন শুরু করেন। আর তিনি চলচ্চিত্র জগতে প্রবেশ করেন ১৯৯২ সালে মুক্তিপ্রাপ্ত দিওয়ানা চলচ্চিত্রের মাধ্যমে । এরপর তিনি বাণিজ্যিকভাবে সফল অসংখ্য চলচ্চিত্র উপহার দিয়েছেন।

22/09/2019

নাটক: কুসংস্কার
পরিচালনা: জাহিদ খান
প্রযোজক: মি: মামুন

বন্ধুগণ আজ আপনাদেরকে কিছু সিনেমার ক্যামেরা সম্পর্কে ধারণা দিবো।কিছু জনপ্রিয় মুভি ক্যামেরা । যথাঃ1.Arri Alexa2.Sony CineA...
13/09/2019

বন্ধুগণ আজ আপনাদেরকে কিছু সিনেমার ক্যামেরা সম্পর্কে ধারণা দিবো।
কিছু জনপ্রিয় মুভি ক্যামেরা । যথাঃ

1.Arri Alexa

2.Sony CineAlta

3.Panavision Genesis

4.Red One

5.Red Epic

6.Red Scarlet

7.Blackmagic Design
এ ছাড়াও অনেক মুভি ক্যামেরা আছে।

এতক্ষণ যেসব ক্যামেরার আলাপ করলাম এই সকল ক্যামেরা বলিউড সহ বড় বড় মুভি প্রতিষ্ঠানে জনপ্রিয়।

!! এবার বলব এমন কিছু ক্যামেরার কথা যা বাবহারে সাহস বলিউড এর ও কম। যার দাম অনেক । কেনার কল্পনাও করা যায় না। মুলত কেনা যায় না। শুধু ভাড়া।

এমন ক্যামেরার মধ্যে আমার জানা মতে এইগুলা।=
.১ imax ..
.২ fusion camera system..(যা দিয়ে avatar করা হয়েছে।)

imax ক্যামেরা imax প্রযুক্তি ব্যবহার করে থাকে যা তাদের নিজেদের তৈরি।

imax 3d 3d প্রযুক্তির বস। সবচাইতে মজার বিষয় এত প্রযুক্তিসম্পন্ন হয়েও এটা রিল বা ফিতা ব্যবহার করে। হা হা হা।

আসলে imax এর মতে এটা এত পরিমান মেমরি খায় যে

এটা দিয়ে ফিল্ম করা সম্ভব নয়। তাই রিল ব্যবহার হয়। কারন রিল unlimted মেমরি।

imax এর নিজস্ব সিনেমা প্লেক্স আছে। যা মানুষকে উন্নত গ্রাফিক্স এর সাধ দেয়।

nasa ও এই ক্যামেরা মহাকাশে ব্যবহার করে।

imax cameraআছে মাত্র ১৫-২১ এর মত (আনুমানিক)। তাই ভাড়া নেওয়ার সময় প্রতিযোগিতা হতে পারে বড় বড় পরিচালক এর সঙ্গে ।

তাহলে বোঝেন এর ভাড়া কেমন হবে।

প্রতি সপ্তাহের জন্য 12,39,705 লাখ টাকা।

আর এটা যেহেতু রিল ব্যবহার করে তাই এর ১ foot রিল এর দাম ২৩২ টাকা । আর পুরা মুভি বানাতে আপনার রিল এর দরকার আনুমানিক 1,50,000 feet to 2,50,000 feet।

আর যদি 3d মুভি বানাতে চান তাইলে এর double ফিতা লাগবে।

অমিতাভ রেজা,নতুনদের মাঝে আমি সম্ভাবনা দেখছি। তাদের দক্ষতার পাশাপাশি ভালো গল্প, নির্মাণও তো একটা বিষয়। এখন যারা আসছে তাদে...
07/09/2019

অমিতাভ রেজা,
নতুনদের মাঝে আমি সম্ভাবনা দেখছি। তাদের দক্ষতার পাশাপাশি ভালো গল্প, নির্মাণও তো একটা বিষয়। এখন যারা আসছে তাদের মধ্যে লাইট-ক্যামেরা নিয়ে জড়তা থাকে না। ওরা শিখেই আসছে। তবে একটা বিষয় না বললেই নয়, এদের অভিনয়ে গভীরতা নেই। অভিনয়ের জন্য নিজেদের চিন্তা ও দর্শনের প্রস্তুতিটা ঠিকঠাক হচ্ছে না। এর জন্য দরকার বেসিক প্রস্তুতি। বাংলা ভাষাটা শুদ্ধভাবে রপ্ত করে আসতে হবে। বাংলা সাহিত্য, বিশেষ করে কবিতা চর্চা করা যেতে পারে। আবার কোনো অভিনয়ের স্কুলে গিয়েও শিখে আসতে পারে।

সফল অভিনেত্রী হওয়ার ৪টি  টিপসএকটা সময় ছিলো যখন মেয়েদের জন্য এই অভিনয় পেশাটা ছিলো একটা কঠিন ক্ষেত্র। মেয়েরা অভিনয় করবে! ও...
07/09/2019

সফল অভিনেত্রী হওয়ার ৪টি টিপস
একটা সময় ছিলো যখন মেয়েদের জন্য এই অভিনয় পেশাটা ছিলো একটা কঠিন ক্ষেত্র। মেয়েরা অভিনয় করবে! ও বাবা, এ যে জাত যাওয়ার কথা। সত্যিই তাই, এক সময় তাই ভাবা হতো যে, ভদ্র ঘরের মেয়েরা অভিনয়ে আসে না।

কিন্তু সময়ের আবর্তনে মানুষ এখন জানে, বুঝে যে, অভিনয়ের রূপালী জগতে খারাপ কিছু নেই। খারাপ মানুষের মধ্যেই থাকে। সেটা রূপালী জগতের দোষ নয়। তাইতো এখন শিক্ষিত, ভদ্র ঘরের মেয়েরাও আগ্রহী হচ্ছেন এই অভিনয় পেশাতে।

এই সুযোগে কিছু সুযোগ সন্ধানী ব্যক্তি আবার খুলে বসেছেন অভিনয় শেখার বিদ্যাপীঠ। অবশ্য ভালো কিছু প্রতিষ্ঠানও আছে যারা প্রকৃতই অভিনয়ের কলা কৌশল নিয়ে শিক্ষা দিয়ে আসছেন অনেক দিন যাবৎ। ফলে অনেকেই এখন সাবলীল আগের চেয়ে।

আমাদের দেশে রূপালী জগতের সীমানা যেমন দিন দিন বাড়ছে তেমনি কাজের পরিধি বাড়বে সেটাই স্বাভাবিক। হ্যাঁ, তাই-ই হচ্ছে। সরকারী বেসরকারী টিভি চ্যানেল মিলে অনেকগুলো হওয়ার কারণে, নাট্যদল অনেক হওয়ায় এখন অভিনয়ের ক্ষেত্রটা অনেক বড়। নিত্য অভাবে আছেন প্রযোজনা প্রতিষ্ঠানগুলো। একজন ভালো অভিনেত্রীর খুব দরকার আমাদের এটা সবাই বুঝে, জানে।

এরই পরিপ্রেক্ষিতে এই লেখা- যারা একেবারে নতুন, অভিনয়ে আসতে চান তাদের জন্য নয় এই লেখা। যারা মোটামুটি অভিনয় সম্পর্কে জানেন, কিছু কাজ করেছেন এবং বর্তমানে নিজের দক্ষতা, অভিনয় ক্ষমতা বাড়াতে চান তাদের জন্যই কিছু টিপস।

টিপস-০১

প্রতিদিন নিয়ম করে মুখের ব্যয়াম করুন। বিভিন্ন কঠিন এবং সহজ শব্দ বার বার উচ্চারণ করুন। কথা বলুন ঢং করে, কান্না শব্দে, হাসতে হাসতে। অবশ্যই এই কাজগুলো করবেন নিজে নিজে। একটা কথা সবসময় মনে রাখবেন আপনি নিজেই যদি নিজের বিচারক হতে পারেন তাহলেই আপনি একজন প্রকৃত সফল অভিনেত্রী হতে পারবেন। হ্যাঁ, আপনি হয়তো বলবেন- আপনার অভিনয় সবচেয়ে ভালো। ওকে, আমিও মানছি। কিন্তু ভাবুন, ব্যাপারটা শুধু আপনার কাছে ভালো হলেই হবে না, সবার কাছে গ্রহণযোগ্য হতে হবে। সবার কাছে না হোক, আমজনতার কাছে মানে সর্বাধিক লোকের কাছে গ্রহণযোগ্য হতে হবে।

টিপস-০২

প্রতিদিন কমপক্ষে এক ঘণ্টা বড় আয়নার সামনে অনুশীলন করুন। হেঁটে দেখুন কেমন লাগে। মুখ ভেংচে দেখুন, হেসে দেখুন, কেঁদে দেখুন। এসব করার সময় নিচের বাচন ভঙ্গির দিকে নজর রাখুন। মুভমেন্ট কেমন হচ্ছে, কোন কথা বলার সময় শরীরের ভাষা কেমন হবে সেগুলো রপ্ত করার চেষ্টা করুন।

টিপস-০৩

বড় বড় অভিনেতা অভিনেত্রীদের অভিনয় দেখুন নিয়মিত। মানে তাদের মুভি, নাটক বিভিন্ন অনুষ্ঠান দেখুন। নতুনদেরগুলোও দেখতে পারেন। যদি এই দুই শ্রেণীর অভিনেতা অভিনেত্রীর কাজের তফাৎ টা ধরতে পারেন তাহলে বুঝবেন আপনার কিছু একটা দক্ষতা আছে; যা আপনাকে সফল হতে সহায়তা করবে। সম্ভব হলে এই ব্যাপারগুলো নোট করে রাখবেন; যা পরবর্তীতে বারবার দেখবেন।

টিপস-০৪

কঠোর অনুশীলন করুন। একটা কাজ করার আগে অবশ্যই অবশ্যই অন্য সব কাজ থেকে একটু রিলিজ নেবেন। কাজের প্রতি পরিপূর্ণ মনোযোগী হওয়ার জন্য চেষ্টা করুন। যা করবেন তা মন থেকে করবেন। কখনো এমন কিছু করতে যাবেন না যেটায় মনে হবে আপনাকে জোর করে চাপিয়ে দেয়া হয়েছে। যদি এরকম মনে হয় তাহলে বুঝবেন এ কাজে আপনার অনুশীলন যথেষ্ট হয়নি। দায়সারা গোছেন কোনো কিছু না করে সিরিয়াসলি করবেন সবকিছু। দেখবেন আপনার কাজের মান দিন দিন বৃদ্ধি পাচ্ছে।

সমাপ্তিকথন

অভিনয় হলো একটা শিল্প। আর শিল্প কখনো জোর করে হয় না। এটা মন থেকে আসতে হয়। আর একটা ব্যাপার হলো- আপনি যা করবেন সেটা শ্রদ্ধার সাথে করবেন। অবহেলা করে কোনো কাজ হয় না। কাজের প্রতি অবহেলা করা মানে নিজের প্রতি অবহেলা করা। এই ব্যাপারটা যদি মাথায় রাখতে পারেন তাহলে আপনি একজন সফল অভিনেত্রী হবেন এটা নি:সন্দেহে বলা যেতে পারে।

আপনার অভিনয় জীবন হোক সুন্দর, নি:স্কন্টক। শুভকামনা সবসময়।

Xoss Multimedia Shooting Timeনাটক: থাপরাইতে চাইআমাদের 47 তম নাটকের কাজ সবাই দোয়া করবেন।6-9-2019
06/09/2019

Xoss Multimedia Shooting Time
নাটক: থাপরাইতে চাই
আমাদের 47 তম নাটকের কাজ সবাই দোয়া করবেন।
6-9-2019

06/09/2019
✿✿শুটিং সময়কালীন টিপসঃ১। ডিরেক্টরকে শুনুনঃ ডিরেক্টর পুরো প্রোডাকশনের চিত্র জানেন। তাই তারা যা করতে বলেন তা বুঝেশুনেই বলে...
04/09/2019

✿✿শুটিং সময়কালীন টিপসঃ
১। ডিরেক্টরকে শুনুনঃ ডিরেক্টর পুরো প্রোডাকশনের চিত্র জানেন। তাই তারা যা করতে বলেন তা বুঝেশুনেই বলেন। অতএব, ডিরেক্টরের সমালোচনা বা পরামর্শ গুরুত্বের সাথে নিন। তাদের সাথে কাজের সময় অযথা তর্ক করবেন না (মাইরও দিবার পারে ) । পরিচালকের কোন ডিসিশন আপনার কাছে ভুল মনে হলে বুঝিয়ে বলার চেষ্টা করুন…না শুনলে, চেপে যান (ডিরেক্টরের উপরে হোন্ডার মত আবার চাইপা বইসেন না, বলতে চাইছি চুপ কইরা যান ) ।

২। আপনি বিশেষ কেউ ননঃ শুটিং স্পটে নিজেকে বিশেষ কেউ ভাবা থেকে বিরত থাকুন। আপনি প্রধান চরিত্রে থাকলেও পুরো প্রোডাকশন টিমের এফোর্ট ছাড়া সিনেমাটি নিশ্চয়ই বানানো সম্ভব নয়। প্রোডাকশন টিমের সাথে যুক্ত ছোট-বড় সকলের সাথে ভাল ব্যবহার করুন।

৩। কো-অ্যাক্টরের প্রতি মনোযোগঃ আপনি শুধু নিজের সংলাপ বলায় মনোযোগী হলে চলবে না, কো-অ্যাক্টরের প্রতিও মনোযোগী হন। যার সাথে অভিনয় করছেন তাকে সংলাপ শেষ করার সুযোগ দিতে হবে। নতুবা, ওভার ল্যাপিং হবে। এমন সব ধরণের কাজ করা থেকে বিরত থাকতে হবে যা কো-অ্যাক্টরকে বিরক্ত করে বা অস্বস্তিতে ফেলে। ( শুটিং এর সময় সহ-অভিনেতার সাথে টাংকি মারা নিষিদ্ধ । শুটিং এর পর ইচ্ছা হইলে টাংকি মারতেই পারেন)।

৪। ক্যামেরা এঙ্গেল এবং দূরত্বঃ বেশিরভাগ প্রফেশনাল ক্যামেরার কাজ সুনির্দিষ্ট হয় এবং এগুলো ডিটেইলসে করা হয়। যখন ক্লোজ শট নেয়া হয়, আপনার সামান্য নড়াচড়ার কারণে পুরো শট টাই নষ্ট হয়ে যেতে পারে। ওয়াইড শটের ক্ষেত্রে শরীর নড়াচড়ার জন্য আপনি তুলনামূলকভাবে বেশি স্বাধীনতা পাবেন।

৫। বাস্তবিকভাবে সংলাপ বলুনঃ সাধারণভাবে যেভাবে কথা বলেন, সংলাপও ঠিক সেভাবেই বলবেন। মঞ্চের অভিনয় করতে গেলে জোরে কথা বলতে হয় কিন্তু ক্যামেরার সামনে সাধারণভাবেই কথা বলুন। ফিসফিস করে কথা বলার প্রয়োজন হলে তাই বলুন। সাউন্ড ডিপার্টমেন্ট আপনার ভয়েসের সাথে অ্যাডজাস্ট করে নেবে।

৬। ক্যামেরা ফলো করবেন নাঃ নিজের মত অভিনয় করে যান। ক্যামেরা আপনাকে ফলো করবে, আপনি ক্যামেরাকে ফলো করবেন না। তবে, ডিরেক্টরের নির্দেশ থাকলে ক্যামেরা ফলো করতে পারেন।

৭। অভিনয় করবেন নাঃ ব্যাপারটা হল, আপনি অভিনয় করবেন ঠিকই। কিন্তু অভিনয় করছেন বলে যেন মনে না হয়। চরিত্রকে নিজের মধ্যে ধারণ করুন।

৮। তাড়াহুড়ো করবেন নাঃ শুটিং এর সময় রিল্যাক্স থাকুন। তাড়াহুড়ো করবেন না। নইলে কাজ খারাপ হবে।

৯। এক্সপ্রেশন নিয়ন্ত্রণঃ ক্লোজ শটের সময় অতিরিক্ত চোখের পলক ফেলা থেকে নিজেকে বিরত রাখুন। আই-ভ্রু বেশি কুচকাবেন না । নিচের দিকে বেশি না তাকানোই ভাল। বেশি সমস্যা হলে কো-অ্যাক্টরের চোখের দিকে তাকিয়ে থাকবেন। ( এমনে চোখাচোখি করতে গিয়াই মনে হয় নায়ক-নায়িকা দের মধ্যে ইয়ে হয়ে যায়। তাই, সাবধান।

১০। মুখের পেশী শিথিলকরণঃ ক্যামেরার সামনে অভিনয়ের সময় মুখের পেশী শিথিল রাখার চেষ্টা করুন যতটা সম্ভব।

আজ আপনাদের শুটিং এর আগের  অভিনয় সংক্রান্ত কিছু টিপস দিব।।।।শুটিং পূর্ব টিপসঃ১। স্ক্রিপ্ট পড়ুনঃ অভিনয়ের সর্ব প্রথম স্টেপ ...
03/09/2019

আজ আপনাদের শুটিং এর আগের অভিনয় সংক্রান্ত কিছু টিপস দিব।।।।

শুটিং পূর্ব টিপসঃ

১। স্ক্রিপ্ট পড়ুনঃ অভিনয়ের সর্ব প্রথম স্টেপ হল আপনাকে স্ক্রিপ্ট মন দিয়ে পড়তে হবে। (মঞ্চে অভিনয়ের ক্ষেত্রেও প্রযোজ্য)।

২। ডিরেক্টরের সাথে কথা বলুনঃ ডিরেক্টরের সাথে চরিত্র নিয়ে খোলামেলা আলোচনা করুন। চরিত্রটি বুঝে নিন এবং ডিরেক্টর আপনার কাছ থেকে কি কি এক্সপেক্ট করছে তাও জেনে নিন।

৩। চরিত্র বিশ্লেষণঃ স্ক্রিপ্টের চরিত্রের নাম কি? সে কোথায় থাকে? কিভাবে কথা বলে? তার পারিপার্শ্বিক অবস্থা কি? তার পোশাক কেমন? তার আচরণ কেমন? ইত্যাদি আদ্যোপান্ত সবকিছু চরিত্র সম্পর্কে বিশ্লেষণ করুন। প্রয়োজনে ডিরেক্টরকে বারংবার বিরক্ত করুন ।

৪। চরিত্র ধারণঃ চরিত্রটি নিজের মাঝে ধারণ করুন এবং লালন করুন। নিজেকে উক্ত চরিত্রে কল্পনা করুন। চরিত্রের চাহিদানুযায়ী কথা বলুন এবং পোশাক পরিধানের চেষ্টা করুন।

৫। লোকেশন ভ্রমণঃ সম্ভব হলে শুটিং স্পট ঘুরে আসুন শুটিং এর আগেই। এতে করে চরিত্র ধারণে সুবিধা হবে।

৬। কো-অ্যাক্টরদের সাথে সাক্ষাৎঃ শুটিং এর আগে যদি কো-অ্যাক্টরদের সাথে বন্ধুত্বপূর্ণ মনোভাব সৃষ্টি করতে পারেন, তাহলে উপকৃত হবেন।

৭। প্রপস সম্পর্কে ধারণাঃ শুটিং এ কি প্রপস ব্যবহার করতে হবে সে সম্পর্কে ধারণা রাখুন। প্রয়োজনে সেই প্রপস নিয়ে রিহার্স করুন।
৮। রিহার্সেল বা প্রি-শুটিং: আমাদের দেশের পরিচালকেরা সাধারণত রিহার্সেল বা প্রি-শুটিং এর প্রয়োজনীয়তা অনুভব করেন না (তারা বেশিরভাগই নিজেরে ‘কিছু একটা হয়ে গেছি’ টাইপ বলে মনে করে; আসলে কিছুই পারে না )। অথচ ভাল অভিনয় এবং ভাল মেকিং এর জন্য রিহার্সেল / প্রি-শুটিং আবশ্যক। পরিচালক সে ধরণের ব্যবস্থা না রাখলে আপনাকে নিজে নিজেই রিহার্স করতে হবে। শুধু ডায়ালগ ডেলিভারি ই রিহার্স করবেন না, বডি মুভমেন্ট, ফেসিয়াল এক্সপ্রেশন, ভয়েস এক্সপ্রেশন ইত্যাদি সব কিছু রিহার্স করবেন। ফেসিয়াল এক্সপ্রেশন প্র্যাকটিস করার জন্য আদর্শ হচ্ছে আয়নার ব্যবহার। সবচেয়ে ভাল হয় যদি বড় কোন আয়নার (মাথা থেকে পা পর্যন্ত দেখা যায় এমন) সামনে রিহার্স করেন। রিহার্সেলে নিজে সন্তুষ্ট হলে এবার নিজস্ব ক্যামেরায় ভিডিও রেকর্ডিং এর মাধ্যমে এক্সপ্রেশন চেক করুন। ক্যামেরাতেই রেকর্ড করতে হবে এমন কোন কথা নাই, আপনার কম-দামী ঝাপসা মোবাইলেও ভিডিও রেকর্ড করতে পারেন।
(((হয়তো অনেক তথ্য অসম্পূর্ন; আশা করি আপনারা কমেন্টের মাধ্যমে তা সুধরে দিবেন। ভালো লাগলে শেয়ার ও কমেন্টের মাধ্যমে আমাদের উৎসাহিত করুন। আপনার বন্ধুকে ‘আমার লক্ষ্য’ সম্পর্কে বলুন।)))

আপনি কি আপনার লেখা বা কোন সেরা গল্প শেয়ার করতে চান সবার কাছে? :D :D :Dতাহলে আপনি যোগাযোগ করুন আমাদের সাথে। আপনার সেরা গল...
02/09/2019

আপনি কি আপনার লেখা বা কোন সেরা গল্প শেয়ার করতে চান সবার কাছে? :D :D :D
তাহলে আপনি যোগাযোগ করুন আমাদের সাথে। আপনার সেরা গল্প অবলম্বনে আমারা নির্মিত করবো ভিন্ন ধারার চলচ্চিত্র।

আপনার গল্প আমাদের ইনবক্সে সেন্ড করুন। আপনার গল্প নির্বাচিত হলে আমরা যোগাযোগ করবো আপনার সাথে। প্রয়োজনে গল্প মেইল করতে পারনে- [email protected] এই ঠিকানায়।

অথবা সরাসরি যোগাযোগ করতে পারেন-
01916823504
01907635006

আপনি কি Singer, Model, Upostapok, upostapika,Actor, Actress?? আপনি যদি YouTube এবং বাংলাদেশের যেকোনো প্রধান টিভি চ্যানেল...
30/08/2019

আপনি কি Singer, Model, Upostapok, upostapika,
Actor, Actress?? আপনি যদি YouTube এবং বাংলাদেশের যেকোনো প্রধান টিভি চ্যানেলে Published
এর জন্য,নিজের প্রচার এর জন্য মিউজিক ভিডিও গান,নাটক,ফিল্ম
বা আপনার যে কোন ভিডিও প্রোগ্রাম তৈরী
করতে বা এএডিটিং করতে আমাদের সাথে
যোগাযোগ করুন।
01916823504
01907635006
বিদ্রঃ আমরা বাংলাদেশের যেকোন প্রান্তে কাজ করে থাকি।

আপনি কি মডেলিং/অভিনয়ে ক্যারিয়ার গড়তে চান ?বিজ্ঞাপন, ফ্যাশন মডেলিং, মিউজিক ভিডিও, নাটক, চলচ্চিত্র সহ মিডিয়ার যে কোন কাজে ...
30/08/2019

আপনি কি মডেলিং/অভিনয়ে ক্যারিয়ার গড়তে চান ?
বিজ্ঞাপন, ফ্যাশন মডেলিং, মিউজিক ভিডিও, নাটক, চলচ্চিত্র সহ মিডিয়ার যে কোন কাজে আপনার অবস্থান গড়তে চান?
মিডিয়াতে আপনার ক্যারিয়ার গড়তে চান, অথচ আপনার যথোপযুক্ত মডেলিং প্রোফাইল নেই।
তাহলে আজই রেজিষ্ট্রেশন করুন,“ xoss multimedia। আমরা সুযোগ করে দিচ্ছি- মডেলিং প্রোটফোলিও/ মডেলিং প্রোফাইল।
এবং নাটক, বিজ্ঞাপন, চলচ্চিত্র, ফ্যাশন মডেলিং, বিলবোর্ড ফটো শ্যুট, মিউজিক ভিডিও, শর্টফিল্মসহ মিডিয়ার সকল ধরনের কাজ করার সুযোগ।
যারা অংশগ্রহণ করতে চান, অতিসত্বর যোগাযোগ করুন...
যোগাযোগ: +8801916823504
+8801907635006

Address

Dhaka
1206

Telephone

+8801303817996

Website

Alerts

Be the first to know and let us send you an email when ART & CRAFT WORLD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ART & CRAFT WORLD:

Videos

Share

Nearby media companies


Other Digital creator in Dhaka

Show All

You may also like