NFSC - Chokbazar Zone Old Dhaka

NFSC -  Chokbazar Zone Old Dhaka কালেক্টর’স এডিশন (বিক্রয়ের জন্য নয়) বই সংগ্রহের কপিরাইটেড ভার্চুয়াল অংশীদার ক্লাব!

পৃথিবীর সর্বপ্রথম (কালেক্টর’স এডিশন-বিক্রয়ের জন্য নয়) বই সংগ্রহের কপিরাইটেড ভার্চুয়াল অংশীদার ক্লাব!

09/02/2024
05/10/2021

অতিথি সদস্যপদ: নেই ও যাবে বার্তা!

*

* সদস্যদের জন্য কোনো সাপ্তাহিক-মাসিক, বাৎসরিক-আমৃত্যু সদস্য ফি নেই!

* প্রতিটি বই নির্মাণে অংশগ্রহণের দায় নেই!

* ক্লাবের জন্য করনীয় কোনো কার্যাদির দাবী নেই!

* মাত্র একটি "কালেক্টর'স এডিশন" সংগ্রহের মাধ্যমে অতিথি কার্ডধারী হওয়া যাবে!

* যেকোনো "কালেক্ট'স এডিশন" নির্মাণের সময় প্রাপ্তির দাবী করা যাবে!

* ৬ মাস অতিথি থাকার পর কোর সদস্য হবার দাবী করা যাবে!

* আমৃত্যু অতিথি সদস্য হিসাবেও বহমান থাকা যাবে!

ঈভের ডায়েরি (কালেক্টর’স এডিশন) কার্যাদি চলমান……**উৎস ; not for sale club
02/10/2021

ঈভের ডায়েরি (কালেক্টর’স এডিশন)
কার্যাদি চলমান……
**

উৎস ; not for sale club

30/09/2021
সেপিয়েন্স: গ্রাফিক নভেল” পেপারব্যাক  চান ? quick inbox
27/09/2021

সেপিয়েন্স: গ্রাফিক নভেল” পেপারব্যাক চান ? quick inbox

25/09/2021

বুদ্ধ: গ্রাফিক গাইড (কালেক্টর’স এডিশন) প্রসঙ্গে!

*
“নট ফর সেল ক্লাব” একটি অলাভজনক পাঠকের ক্লাব; ক্লাবের সকল সদস্যগণ নিজেরা একত্রিত হয়ে বিশ্ব-বিখ্যাত বইগুলো নিজেরা অনুবাদ করে এবং নিজেদের অংশীদারিত্বের খরচে নিজেদের জন্যই নির্মাণ করে। ক্লাবের “কালেক্টর’স এডিশন” বইগুলো সদস্য ছাড়া কারও কাছে বিক্রির জন্য তৈরি করা হয় না!

অতি সম্প্রতি ক্লাব তার সদস্যদের নিজস্ব সংগ্রহের জন্য Jane Hope রচিত Introducing Buddha বইটির সংগ্রহ ইচ্ছা প্রকাশ করে। বইটি প্রথম প্রকাশ পায় ১৯৯৯ সালে এবং ১৫ লক্ষ কপি সারা বিশ্বে বিক্রি হয়। এখনো amazon, flipkart-এ এটি পাওয়া সম্ভব এবং বিভিন্ন ভাষায় এটির অনুবাদও হয়েছে। চীনে কিছু প্রতিষ্ঠানে এই বই পড়ানো হয়, এবং National Taiwan University Library of Buddhism অনলাইনেও বইটি সংগ্রহ আছে। ১৯৯৯ সাল থেকে মূল বইটি এখনও পর্যন্ত প্রকাশনায় বাধাপ্রাপ্ত হয়নি, এবং সম্মানিত Jane Hope আন্তর্জাতিক মহলে কোন প্রশ্নের সম্মুখীন হননি।

ক্লাব সবকিছু দেখে বুঝে বইটির অনুবাদ এবং রং রূপান্তর করার সিদ্ধান্ত নেয়, এবং এরই ধারাবাহিকতায় বইটির অনুবাদ প্রক্রিয়া ও সাদাকালো ছবিগুলোকে চারুকলা শিল্পীর সহায়তায় রঙ্গীন করা হয়। Not For Sale Club অর্থগত সংগতি রেখেই বইটির অনুবাদ ও সাদাকালো থেকে রঙ্গিন গ্রাফিক্স সম্পাদনা করেছে।

কেবলমাত্র সদস্যদের সংগ্রহের জন্য ১০০১ কপি নির্মিত হবার পরে ক্লাব সিদ্ধান্ত নেয় বইটির ১১টি কপি দেশের ১১টি বৌদ্ধ বিহারে পর্যবেক্ষণের জন্য পাঠানো হবে; এবং কমপক্ষে ৩টি বৌদ্ধ বিহার থেকে সর্তকতামূলক কোনো বার্তা পেলে বইটিকে আর সবার সামনে প্রকাশ করা হবে না! ১১টি বৌদ্ধ বিহারের তালিকা:

1/মেরুল বাড্ডা আন্তর্জাতিক বৌদ্ধ বিহার।
2/বাসাবো ধর্মরাজিক বৌদ্ধ বিহার।
3/মিরপুর ১৩ঃ শাক্যমুনি বৌদ্ধ বিহার
৪/ কুমিল্লা শালবন বৌদ্ধ বিহার
৫/জয়পুরহাটঃ পাচবিবি
৬/চট্টগ্রাম বৌদ্ধ বিহার, নন্দনকানন।
৭/রাঙ্গামাটি: রাজবন বিহার
৮/রাজশাহী-নওগা পাহাড়পুর বৌদ্ধ বিহার
৯/কক্সবাজার, রাংকূট বনাশ্রম বৌদ্ধ বিহার
১০/খাগড়াছড়ি, ধর্মপুর আর্য বনবিহার
১১/রাঙ্গামাটি: বুদ্ধাংকুর বৌদ্ধ বিহার

প্রতিটি বৌদ্ধ বিহারের কর্তাব্যক্তিদের একাধিকবার পাঠের পর “নট ফর সেল ক্লাব” প্রবল ভালোবাসার বার্তাসহ সবগুলো বিহারেই ২০ সেপ্টেম্বর মধু পূর্ণিমা উৎসবে “বুদ্ধ” বইটি আনবক্স করার সুখকর আহ্বানে সম্মানিত হয়। ক্লাব এই আহ্বানে বুঝতে সক্ষম হয় তাদের নির্মিত এই বইটিতে কোনোভাবেই মহামতি গৌতম বুদ্ধ এবং বৌদ্ধ ধর্মমত নিয়ে কোনো অপমানসূচক বক্তব্য নেই।

প্রসঙ্গত: বইটির কামনা ও যৌনতার রূপান্তর অধ্যায়ে প্রসঙ্গক্রমিকভাবে মূল ইংরেজী বইটির মূল ছবিগুলোকেই রং সম্পাদনা করে ব্যবহার করা হয়েছে; অধ্যায়ের ছবিগুলোকে অনেকটা “ত্রিপিটক পাবলিশিং এসোসিয়েশন” প্রকাশিত “সচিত্র ধর্মপদ” গ্রন্থের ছবির সাথে তুলনা করা যেতে পারে।

ক্লাব ১১টি বৌদ্ধ বিহারের আহ্বান বার্তায় বুঝতে পারে এই বইটি মহামতি গৌতম বুদ্ধকে জানতে চাওয়া মানুষদের জন্য একটি ভূমিকা তৈরি করে দিতে পারে! তবে “নট ফর সেল ক্লাব” ব্যথিত হয়ে দেখতে পাচ্ছে, কিছু সংখ্যক বুদ্ধ অনুসারী বন্ধুগণ বইটি উপলব্ধির স্তর থেকে না নিয়ে আংশিক ছবি বা তথ্য নিয়ে একটি বিতর্ক তৈরি করার চেষ্টা করছেন এবং বিভিন্ন পোস্ট কমেন্ট ও ইনবক্সে ঘৃণার বিস্তার করতে সচেষ্ট আছেন। তাদের এই কার্যক্রম আমাদের হৃদয়ে ব্যথার এবং সম্মানিত ১১টি বৌদ্ধ বিহারের জ্ঞানী কর্তাব্যক্তিদের বিব্রত হবার কারণ তৈরি করছে।

ক্লাব স্বীকার করে মূল ইংরেজী বইটিতে যদি কেনো তথ্যগত ভুল থাকে তবে আমাদের অনুবাদিত বইটিতেও সেটি থাকা অসম্ভব নয়। প্রায় ২৫০০ বছর পুরাতন একটি ধর্মে বহুমত থাকাটাও এর একটি কারণ হতে পারে। প্রায় প্রতিটি ধর্মে বহুমত বা ইখতেলাফ বিদ্যমান!

সর্বশেষে এটাই বলার: বুদ্ধকে ভালোবাসতে গিয়ে ক্লাবের সকল সদস্য এখন বিব্রত এবং ক্লাব উপলব্ধি করতে পারছে বুদ্ধকে বুঝতে সবারই আরও লম্বা পরিক্রমা পাড়ি দিতে হবে। আমরা আপাতত সদস্য ছাড়া কারও জন্য বইটির প্রাপ্তির পথ সীমাবদ্ধ করছি এবং অপেক্ষা করছি আপনাদের সবার বোধবুদ্ধির সাবলীলতার জন্য; সম্ভবত বুদ্ধ সবাইকে এই শিক্ষা দিতেই পৃথিবীতে এসেছিলেন!

বিব্রত ধন্যবাদসহ
NFSC পরিচালনা পর্ষদ!

ঈভের ডায়েরি (কালেক্টর'স এডিশন: হ্যান্ডরাইটিং সংস্করণ)মূলঃ মার্ক টোয়েনভাষান্তরঃ ফরিদ আহমেদ"এই পৃথিবীতে আমার বয়স এখন প্রায়...
11/08/2021

ঈভের ডায়েরি
(কালেক্টর'স এডিশন: হ্যান্ডরাইটিং সংস্করণ)
মূলঃ মার্ক টোয়েন
ভাষান্তরঃ ফরিদ আহমেদ

"এই পৃথিবীতে আমার বয়স এখন প্রায় একদিন। আমার মনে হয় আমি গতকাল এখানে এসেছি। এমন মনে হওয়াটা সঠিক হবারই কথা। কারণ, গতকালের আগে যদি কোনো দিন থেকেও থাকে, আমি সেখানে ছিলাম না; থাকলে, আমার তা অবশ্যই মনে থাকতো। অথবা এমনও হতে পারে গতকালের আগের দিনটা আসলেই ছিলো। কিন্তু, আমি সেটা খেয়াল করি নাই। যাই হোক, এখন থেকে এ ব্যাপারে আমি খুব সচেতন থাকবো। যদি গত দিনের আগের দিনের কোনো স্মৃতি আমার মনে আসে, আমি সেটার বর্ণনা নিশ্চিত টুকে রাখবো। সবচেয়ে ভালো হবে টুকে রাখার বিষয়টা এখন থেকেই শুরু করলে; এতে করে ভুলে যাবার সম্ভাবনা তেমন থাকবে না। আমার কেনো যেনো মনে হচ্ছে একদিন এই বর্ণনাগুলো ভবিষ্যতের ঐতিহাসিকদের কাছে বেশ গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।" - ঈভ
১১৫ বছর পর বাংলা ভাষায় প্রকাশিত হতে যাচ্ছে, "নট ফর সেল ক্লাব" থেকে, মার্ক টোয়েনের কালজয়ী রচনা "ঈভের ডায়েরি"-এর (কালেক্টর'স এডিশন: হ্যান্ডরাইটিং সংস্করণ)! আমরা আশাবাদী প্রকাশনার জগতে এটি আরও একটি মাইলফলক হতে যাচ্ছে!
(প্রচ্ছদটি সাময়িক)

উৎস ; not for sale club

সদস্যের অধিকার!*Not For Sale Club তার কোনো সদস্যের হাত ছেড়ে চলে যায় না; একারণে কার্ডধারী সদস্যদের নাম পরপর তিনটি কালেক্ট...
10/08/2021

সদস্যের অধিকার!
*
Not For Sale Club তার কোনো সদস্যের হাত ছেড়ে চলে যায় না; একারণে কার্ডধারী সদস্যদের নাম পরপর তিনটি কালেক্টর’স এডিশনে আবশ্যিকভাবে ছাপা থাকে; আর তাই একজন সদস্য তার কালেক্টর’স সংখ্যার অংশীদারিত্ব পাঠাতে ততদিন সময় পান, যতদিন না বই নির্মিত হয়ে আমাদের প্রাঙ্গণে এসে হাজির হয়!
কার্ডধারী এবং সকল B1 সদস্যের নাম থাকছে “বুদ্ধ” গ্রাফিক গাইডেও; তাই তাঁরা পুরো আগষ্ট মাস জুড়ে অংশীদারিত্ব নেবার সুযোগ পাবেন!
নগদ এজেন্ট নাম্বারে ক্যাশআউট অপশন ব্যবহার করতে পারেন! বিকাশ পেমেন্ট নাম্বারে পেমেন্ট অপশনে একবারে ২৫০০/-টাকা পর্যন্ত পেমেন্টও করা যাবে!
নগদ এজেন্ট নাম্বার:
[ইনবক্সে]
বিকাশ পেমেন্ট অপশন নাম্বার:
[ইনবক্সে]
নগদ/রকেট সেন্ড মানি নাম্বার:
[ইনবক্সে]
ব্র্যাক ব্যাংক তথ্য:
[ইনবক্সে]
B1 সদস্যদের জন্য অংশীদারিত্ব:
C2 = ১৫০০/-
কার্ডধারী সদস্যদের জন্য অংশীদারিত্ব:
M = ১৪০০/-
অংশীদারিত্ব পাঠানোর পর প্রকাশককে [ইনবক্সে] নাম্বারে এস.এম.এস করে নিচের (১ থেকে ৬) তথ্যগুলো পাঠিয়ে দেবেন; খুব জরুরী প্রয়োজন মনে করলে বিকাল ৪টা থেকে রাত ৮টার মধ্যে একই নাম্বারে কল করে কথা বলতে পারেন! C2 এবং M সদস্যদের জন্য তথ্য পাঠানোর SMS Demo পোস্টের ছবিতে সংযুক্ত আছে!
******
তথ্য ১: M সদস্যের কার্ড নাম্বার (C2-দের জন্য তালিকার নাম)
তথ্য ২: ফোন নাম্বার
তথ্য ৩: যে নাম্বার থেকে নগদ/রকেট/বিকাশ করা হয়েছে
তথ্য ৪: অংশীদারিত্ব পাঠানোর ট্রানজেকশন আইডি
তথ্য ৫: কোড সহ (M/C2) অংশীদারিত্বের পরিমাণ (ব্রাকেটে বইয়ের সংখ্যা; যেমন, M-১৪০০ টাকা, ০১ সেট)
তথ্য ৬: অতিরিক্ত পেপারব্যাক চাইলে, তার সংখ্যা (যেমন, P২-১২০০ টাকা, ৩ কপি)
(চাইলে ১/২ নাম্বারিং করে ৬টি তথ্য পরপর নিচে নিচে লিখে একটি এস.এম.এস অথবা প্রকাশকের Whatsapp নাম্বারে পাঠাতে পারেন।)
****
বিঃদ্রঃ
ক:: প্রকাশককে অংশীদারিত্ব পাঠানোর ২৪ থেকে ৪৮ ঘন্টার মধ্যে নিশ্চিতকরণ বার্তা পাবেন; ব্যাংক পেমেন্টে ৯৬ ঘন্টা লাগতে পারে।
খ:: অংশীদারিত্ব যখনই পাঠান, ফোন নির্দিষ্ট সময়ের বাইরে না দেবার অনুরোধ রইল!
গ:: বই প্রকাশিত হবে সেপ্টেম্বর মাসে, আপনার সকল বই হাতে পেতে অক্টোবর মাসের শেষ পর্যন্ত সময় লাগতে পারে!
ঘ:: প্যাকেজের সাথে অতিরিক্ত পেপারব্যাক নিতে পারবেন; প্রতি কপির নির্মাণ মূল্য ধরা হয়েছে ৪০০ টাকা; প্যাকেজে সংযুক্ত করা ছাড়া আলাদাভাবে পরবর্তীতে অতিরিক্ত পেপারব্যাক সংগ্রহ করা কোনোভাবেই সম্ভব হবে না!
ঙ:: বুদ্ধ বইয়ের শেষে সকল সদস্যদের নাম ছাপা থাকবে।

উৎস ; not for sale club

এখন প্রি অর্ডার নিচ্ছিঅনলাইন অর্ডার । আপনার অর্ডারের জন্য আমাদের ইনবক্স করুনশুধুমাত্র পেপারব্যাকhttps://www.facebook.com...
01/08/2021

এখন প্রি অর্ডার নিচ্ছি
অনলাইন অর্ডার ।

আপনার অর্ডারের জন্য আমাদের ইনবক্স করুন
শুধুমাত্র পেপারব্যাক
https://www.facebook.com/NfscChokbazarZone

বুদ্ধ: গ্রাফিক গাইডমতামত দিন: লেখার রং এবং ধরণ কি পরিবর্তন করতে হবে?*“বুদ্ধ” হচ্ছে বাংলাদেশের সর্বপ্রথম গ্রাফিক গাইডের ক...
31/07/2021

বুদ্ধ: গ্রাফিক গাইড
মতামত দিন:
লেখার রং এবং ধরণ কি পরিবর্তন করতে হবে?
*
“বুদ্ধ” হচ্ছে বাংলাদেশের সর্বপ্রথম গ্রাফিক গাইডের কালেক্টর’স এডিশন; নিশ্চিত এটি ইতিহাসের অংশ হতে যাচ্ছে!
রাজপুত্র সিদ্ধার্থ এবার বুদ্ধ হয়েছেন; তিনি ক্রমশ নিজেকে তৈরি করে নিচ্ছেন আপনার গৃহে পদধূলি দেবার জন্য; দ্বার উন্মুক্ত রেখেছেন কি?
অবশেষে
“নট ফর সেল ক্লাব”-এর সম্মিলিত সদস্যগণ তৈরি করছেন নতুন ইতিহাস; বুদ্ধের ইতিহাস……
সহযাত্রায় স্বাগতম!

উৎস ; not for sale club

বুদ্ধ: গ্রাফিক গাইড***“বুদ্ধ” হচ্ছে বাংলাদেশের সর্বপ্রথম গ্রাফিক গাইডের কালেক্টর’স এডিশন; নিশ্চিত এটি ইতিহাসের অংশ হতে য...
29/07/2021

বুদ্ধ: গ্রাফিক গাইড
*
**
“বুদ্ধ” হচ্ছে বাংলাদেশের সর্বপ্রথম গ্রাফিক গাইডের কালেক্টর’স এডিশন; নিশ্চিত এটি ইতিহাসের অংশ হতে যাচ্ছে!
রাজপুত্র সিদ্ধার্থ এবার বুদ্ধ হয়েছেন; তিনি ক্রমশ নিজেকে তৈরি করে নিচ্ছেন আপনার গৃহে পদধুলি দেবার জন্য; দ্বার উন্মুক্ত রেখেছেন কি?
অবশেষে

“নট ফর সেল ক্লাব”-এর সম্মিলিত সদস্যগণ তৈরি করছেন নতুন ইতিহাস; বুদ্ধের ইতিহাস……
সহযাত্রায় স্বাগতম!

উৎস ; not for sale club

বুদ্ধ: গ্রাফিক গাইড (কালেক্টর’স এডিশন)******“বুদ্ধ” ঘর থেকে বের হয়েছেন; বোধি লাভ করে আপনার কাছে পৌছাতে কিছুটা সময়-তো লাগ...
28/07/2021

বুদ্ধ: গ্রাফিক গাইড (কালেক্টর’স এডিশন)
******

“বুদ্ধ” ঘর থেকে বের হয়েছেন; বোধি লাভ করে আপনার কাছে পৌছাতে কিছুটা সময়-তো লাগবেই! তবে “নট ফর সেল ক্লাব” আত্মগর্ব নিয়ে বলতে চায় আমরা সকল পাঠক মিলে “বুদ্ধ” নির্মাণ করে আরও একটি ইতিহাস তৈরি করতে যাচ্ছি!

০৫-০৮-২০২১ পর্যন্ত সময় আছে C1 দিয়ে বুদ্ধকে নিজের ঘরে আমন্ত্রণ জানানোর! নিশ্চিত থাকুন, বুদ্ধ যখন আপনার ঘরে পৌছাবে, ভালোবাসার আবেগে তার কপালে আপনি চুমু খাবেন!

28/07/2021

বুঝে নিন…
*
গ্রন্থ, গ্রাফিক গাইড, গ্রাফিক নভেল, কোল্যাব কপি, মিউজিয়াম এডিশন, ক্রিয়েটর’স এডিশন, ডিরেক্টর’স এডিশন, কালেক্টর’স এডিশন, পেপারব্যাক কি?

কে বলেছে ??বুদ্ধ বলেছেন:-প্রত্যেক মানুষের অধিকার আছে,তার নিজের দুনিয়াকে স্বয়ং নিজে খোঁজার!বাংলাদেশে প্রথম প্রকাশিত হতে...
22/07/2021

কে বলেছে ??
বুদ্ধ বলেছেন:-

প্রত্যেক মানুষের অধিকার আছে,
তার নিজের দুনিয়াকে স্বয়ং নিজে খোঁজার!

বাংলাদেশে প্রথম প্রকাশিত হতে যাচ্ছে ৫০ জন মানুষ/বিষয় নিয়ে ৫০ টি ধারাবাহিক রঙ্গীন কালেক্টর’স এডিশনের গ্রাফিক গাইড; যার প্রথম খণ্ড নিয়ে “বুদ্ধ” আসছেন!

বই ছাপা শুরু হবে লকডাউন পার হলেই……!!!

উৎস ; not for sale club

তিনি রাজী হয়েছেন!*১১৫ বছর পরপৃথিবীর প্রথম মানবী রাজী হয়েছেনতাঁর দিনলিপি "নট ফর সেল ক্লাব" থেকেকালেক্টর'স এডিশন হিসাবে প্...
08/07/2021

তিনি রাজী হয়েছেন!
*
১১৫ বছর পর
পৃথিবীর প্রথম মানবী রাজী হয়েছেন
তাঁর দিনলিপি "নট ফর সেল ক্লাব" থেকে
কালেক্টর'স এডিশন হিসাবে প্রকাশ করতে!

উৎস ; not for sale club

NFSC ”ডিরেক্টর’স এডিশন” এবং “কালেক্টর’স এডিশন”
08/07/2021

NFSC
”ডিরেক্টর’স এডিশন”
এবং “কালেক্টর’স এডিশন”

আমরাই পারবো।  ধরে নেন.... আমরা না পারলে কেউ পারবে না।বইকে রসমলাই  বানিয়ে খাইয়ে ছাড়বো। আমাদের পরবর্তী প্রকাশনা বুদ্ধ....আ...
07/07/2021

আমরাই পারবো। ধরে নেন.... আমরা না পারলে কেউ পারবে না।

বইকে রসমলাই বানিয়ে খাইয়ে ছাড়বো।

আমাদের পরবর্তী প্রকাশনা বুদ্ধ....আসছে

" আসছেন...  - - -  বুদ্ধ"  !***বাংলাদেশের একজন বিখ্যাত চারুশিল্পীর হাত ধরে "বুদ্ধ" আসছেন! NFSC সম্ভবত "বুদ্ধ" দিয়ে এমন এ...
06/07/2021

" আসছেন... - - - বুদ্ধ" !
***
বাংলাদেশের একজন বিখ্যাত চারুশিল্পীর হাত ধরে "বুদ্ধ" আসছেন! NFSC সম্ভবত "বুদ্ধ" দিয়ে এমন একটি ৫০ পর্বের বই সিরিজের সূচনা করতে যাচ্ছে, যা বাংলাদেশে প্রথম!

05/07/2021
মায়ের মন বলে!*** (ক্লাব থেকে কপি করা)আমরা, ১৯৭১ সালে পাকিস্তানের প্রচলিত আইনের বিরুদ্ধে মুক্তিযুদ্ধ করে জয়লাভ করা জাতি! ...
21/05/2021

মায়ের মন বলে!
*** (ক্লাব থেকে কপি করা)

আমরা, ১৯৭১ সালে পাকিস্তানের প্রচলিত আইনের বিরুদ্ধে মুক্তিযুদ্ধ করে জয়লাভ করা জাতি! আমার নানী তাঁর বড় ছেলেকে বলেছিলেন: বাবা যুদ্ধে যা, তবে জিতে আসিস!
আমাদের NFSC-এর প্রতিটি সদস্য এরকম একাধিক মুক্তিযোদ্ধা পরিবারের রক্ত বয়ে নিয়ে বাংলাদেশকে বুকে লালন করে! আমরা জানি, সকল প্রচলতি আইন বিপ্লবের ধাক্কা না পেলে রূপান্তরিত হয় না! আপনারা যারা এতদিন ধরে NFSC-কে ফলো করছেন; তাঁরা জানেন আমরা একটি বোধগত জ্ঞানীয় বিপ্লবে নেমেছি; যে বিপ্লবে বাংলাদেশ এবং পৃথিবীর ২০+ দেশে বসবাস করা আমাদের প্রতিষ্ঠাতা সদস্যগণ নিরলস কাজ করে যাচ্ছেন! আপনারা হয়ত জানেন, আমরা আমাদের দাবী আদায়ের জন্য শ্রম-সময়-জীবন বাজী করে একত্রে দাঁড়িয়েছি এবার; ফলাফল, মায়ের মন বলে: জিতে আসিস!

যারা আমাদের এই যুদ্ধ যাত্রায় সদস্য হয়ে এখনও শ্রম-সময়-জীবন বাজী রাখার সাহস রাখেন; তাঁদেরকে আমরা আরও কিছুটা সময় অপেক্ষা করতে বলছি; আমাদের "নিষিক্ত কোর"-এর ৫ সদস্যের দল, আর কিছুদিন পর থেকেই আপনাদের সদস্যপদ পাবার দাবির বিষয়গুলোকে যাচাই বাছাই করে দেখতে শুরু করবেন! শেষ করার আগে কেবল এটাই বলতে চাই:
"আর কটা দিন
সবুর কর,
রসুন বুনেছি!"

শুভকামনা বার্তা!***(ক্লাব থেকে কপি করা)আমরা "নট ফর সেল ক্লাব"-এর ১০০১ জন প্রতিষ্ঠাতা ও সাধারণ সদস্য NFSC-এর সকল শুভাকাঙ্...
20/05/2021

শুভকামনা বার্তা!
***(ক্লাব থেকে কপি করা)

আমরা "নট ফর সেল ক্লাব"-এর ১০০১ জন প্রতিষ্ঠাতা ও সাধারণ সদস্য NFSC-এর সকল শুভাকাঙ্ক্ষীদের জানাচ্ছি যে, আজ ২০ মে, আমাদের নির্ধারিত ৪ সদস্যের প্রতিনিধি দল “সেপিয়েন্স” প্রকাশনা সংক্রান্ত জটিলতা নিরসনের উদ্দেশ্যে UPL কর্তৃপক্ষের সাথে ত্রিপাক্ষিক আলোচনায় অংশ নিচ্ছে।
আলোচনায় অংশ নিতে যাওয়া সকল সদস্যের জন্য সবার কাছ থেকে শুভকামনা আহ্বান করছি!
আমরা আশাবাদী বাংলাদেশের সম্মানিত চৌকষ প্রশাসন এবং বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রকাশনা সংস্থা “দি ইউনিভার্সিটি প্রেস লিমিটেড” আমাদের জ্ঞানের বিপ্লবের এই পরিকল্পনাকে সমর্থন দিয়ে একটি ঐতিহাসিক ঘটনাক্রম সংঘঠিত করার প্রক্রিয়াকে ত্বরান্বিত করবেন।
ধন্যবাদান্তে-
NFSC-এর সকল সদস্যদের পক্ষে
“নিষিক্ত”

বিশ্বাস করুন অথবা না করুন!*NFSC যে বইতে হাত দেবে,তার বিস্তার সংখ্যা হবে নূণ্যতম ১ লাখ কপি;কারণ, প্রতিটি পাঠক তাঁর নিজের ...
13/05/2021

বিশ্বাস করুন
অথবা না করুন!
*
NFSC যে বইতে হাত দেবে,
তার বিস্তার সংখ্যা হবে
নূণ্যতম ১ লাখ কপি;
কারণ,
প্রতিটি পাঠক তাঁর নিজের বই
নিজেই নির্মাণ করবেন!

আপনি ক্রেতা হলে,
দূরে থাকুন;
আপনি পাঠক হলে,
বিপ্লবে স্বাগতম!

আগামী ২৪টি বইয়ের একটি এটি!সহযুদ্ধে স্বাগতম!
13/05/2021

আগামী ২৪টি বইয়ের একটি এটি!

সহযুদ্ধে স্বাগতম!

NFSC সদস্যগণ…*যুদ্ধ জয় করতে পারলে,সদস্যদের জন্য হাতে আসবে এই বছরেই!
12/05/2021

NFSC সদস্যগণ…
*
যুদ্ধ জয় করতে পারলে,
সদস্যদের জন্য হাতে আসবে এই বছরেই!

বই বিপ্লব
12/05/2021

বই বিপ্লব

“নট ফর সেল ক্নাব অনুবাদ”*সম্ভবত বাংলাদেশে আমরাই আনতে যাচ্ছি ২০ সদস্যের ভাষান্তর টীম এবং ৫ সদস্যের সম্পাদনা পর্ষদ কতৃক সম...
09/05/2021

“নট ফর সেল ক্নাব অনুবাদ”
*
সম্ভবত বাংলাদেশে আমরাই আনতে যাচ্ছি ২০ সদস্যের ভাষান্তর টীম এবং ৫ সদস্যের সম্পাদনা পর্ষদ কতৃক সম্পাদিত বোধমূলক ভাষান্তর; কালজয়ী ইতিহাসের চিত্রনাট্য ধারার রূপায়ন,
কামরান পাশার, “Mother of the Believers”!

আমাদের টীম ২০২২ সালের মধ্যে ৫০+ ভাষান্তর নিয়ে আসবে ক্লাব থেকে; এবং আমরাই সংগ্রহ করবো আমাদের নির্মাণ; আপনিও আমাদের দলে স্বাগত, কারণ NFSC বাংলাদেশের প্রথম পাঠকের ক্লাব; যেখানে পাঠক তাঁর বই নিজে নির্মাণ করে!

নিজে “আমরা” হয়ে আমাদের ক্লাবে আসুন; বই ক্রেতা হবার বদলে, পাঠক ও নির্মাতা হয়ে উঠুন!

01/05/2021
“নট ফর সেল ক্লাব”কী? কেনো? কীভাবে?***অনেকেই ইনবক্সে জানতে চান; এই ক্লাবের ঘটনা আসলে কী? আমরা ব্যথাতুর হয়ে উত্তর দেই; সংক...
01/05/2021

“নট ফর সেল ক্লাব”
কী? কেনো? কীভাবে?
***
অনেকেই ইনবক্সে জানতে চান; এই ক্লাবের ঘটনা আসলে কী? আমরা ব্যথাতুর হয়ে উত্তর দেই; সংক্ষেপে বলে বোঝানো জটিল, পেজে নজর রাখুন ২/৩ মাস!
আপনি যদি এই প্রশ্ন নিয়ে ঘুরপাক খান, তবে নিচের লিংকে থাকা লাইভ দু’টি পরপর এক মিনিটও না টেনে পুরোটা দেখুন; হয়ত কিছুটা হলেও বোঝা সম্ভব হবে!
আবারও বলছি: আমাদের শর্টকার্ট বলে কিছু নেই…… আমরা মহাবিশ্বের মত দীর্ঘ!
****

বাংলাদেশের প্রথম “কালেক্টর’স এডিশন” ইতিহাসের পদ্যপাঠ…
https://youtu.be/Zunsg1KDGC8

***** ***
বাংলাদেশের প্রথম “কালেক্টর”স এডিশন” থেকে পেপারব্যাকের জন্মদায়…
https://youtu.be/Mu0MVmzYMxs

Address

Chokbazar
Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when NFSC - Chokbazar Zone Old Dhaka posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share


Other Book & Magazine Distributors in Dhaka

Show All

You may also like