Nazat - নাজাত

Nazat - নাজাত ভালো ভালো আপডেটিং ইসলামিক ও সমকালীন পোস্ট অথবা ভিডিও কন্টেন্ট পেতে আমাদের পেইজের সাথেই থাকুন।

এমন চাওয়া টা আমাদের প্রত্যেকের হওয়া উচিত।কি বলেন বাকীরা?
22/11/2023

এমন চাওয়া টা আমাদের প্রত্যেকের হওয়া উচিত।

কি বলেন বাকীরা?

তিনি ওই আল্লাহ, যিনি তার রাসূল কে হেদায়াত ও সত্য দ্বীন দিয়ে প্রেরণ করেছেন।(আল কুরআন)
09/11/2023

তিনি ওই আল্লাহ,
যিনি তার রাসূল কে হেদায়াত ও সত্য দ্বীন দিয়ে প্রেরণ করেছেন।
(আল কুরআন)

⚠️⚠️ আমি কালো, দেখতে একদম বাজে..🖤              🌻🕋 আলহামদুলিল্লাহ 🕋🌻🍀আল্লাহপাক নিজের পছন্দ মতো বানিয়েছেন🍀⚠️⚠️ কম কথা বলি ...
03/11/2023

⚠️⚠️ আমি কালো, দেখতে একদম বাজে..🖤
🌻🕋 আলহামদুলিল্লাহ 🕋🌻
🍀আল্লাহপাক নিজের পছন্দ মতো বানিয়েছেন🍀

⚠️⚠️ কম কথা বলি তার জন্য আমি আনস্মার্ট 🖤
🌺 🕋 আলহামদুলিল্লাহ 🕋🌺
☘️মোটেও ‌নয় এটা একটি পরিশ্রমহীন এবাদত☘️

⚠️⚠️ আমি গরিব মা বাবার সন্তান ...🖤
🌼🕋 আলহামদুলিল্লাহ 🕋🌼
☘️ রিজিকের মালিক আল্লাহপাক নিজেই ☘️

⚠️⚠️ আল্লাহ আমাকে কষ্ট দিচ্ছেন...🖤
🥀🕋 আলহামদুলিল্লাহ 🕋🥀
☘️☘️কষ্টের পরেই রয়েছে সুখ☘️☘️

⚠️⚠️ আমাকে কেউ সাহায্য করে না🖤
🌸🕋 আলহামদুলিল্লাহ 🕋🌸
☘️☘️মুমিনদের সাহায্য করা আল্লাহর দায়িত্ব☘️☘️

⚠️⚠️ আমি সবসময় কষ্টে থাকি...🖤
🍂🕋 আলহামদুলিল্লাহ 🕋🍂
☘️☘️নিশ্চয়ই কষ্টের মধ্যে স্বস্তি আছে ☘️☘️

⚠️⚠️ আমার পাপ অনেক বেশি...🖤
🦋🕋 তওবা করুন 🕋🦋
🍀🍀আল্লাহ তওবাকারীকে ভালোবাসেন🍀🍀

⚠️⚠️ আমি সবসময় অসুস্থ থাকি..🖤
🕋🕋 আলহামদুলিল্লাহ 🕋🕋
🍀🍀আল্লাহ কোরআন কে রোগের নিরাময় হিসেবে পাঠিয়েছে🍀🍀

⚠️⚠️ আমার বিজয় অনেক দূরে...🖤
❣️🕋 আলহামদুলিল্লাহ 🕋❣️
🍀🍀আল্লাহর সাহায্য একান্তই নিকটবর্তী🍀🍀


❣️❣️...সব সময়ের জন্য,,সবকিছুর জন্য..❣️❣️
🕋🕋🖤🕋 আলহামদুলিল্লাহ 🕋🖤🕋🕋

মহান আল্লাহ পাকের কাছে সবচেয়ে দামী স্থান মসজিদ, সবচেয়ে নিকৃষ্ট স্থান বাজার। (হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্ল...
27/10/2023

মহান আল্লাহ পাকের কাছে সবচেয়ে দামী স্থান
মসজিদ, সবচেয়ে নিকৃষ্ট স্থান বাজার।

(হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)

জীবন কে পরিচালনের জন্য সম্পদ লাগেনা বাট সম্পদ অর্জনের জন্য সুস্থ ও পরিশ্রমী জীবন লাগে৷
25/10/2023

জীবন কে পরিচালনের জন্য সম্পদ লাগেনা বাট সম্পদ অর্জনের জন্য সুস্থ ও পরিশ্রমী জীবন লাগে৷

25/10/2023

বৈদ্যুতিক বাতির আবিস্কারক বিজ্ঞানী টমাস আলভা এডিসন। তিনি পড়াশোনায় বেশ দুর্বল ছিলেন। পরীক্ষার ফলাফল খুব খারাপ হয়েছিল। তাই, স্কুল কর্তৃপক্ষ তার হাতে একটি চিঠি ধরিয়ে দিয়ে বলেছিল, 'চিঠিটা যেনো খোলা না হয়। সোজা মায়ের হাতে দেবে।'

এডিসন তার মায়ের হাতে চিঠি দিলেন এবং চিঠিতে কি লেখা কৌতুহলবশত মায়ের কাছে জানতে চাইলেন।

তার মা আওয়াজ করে এডিসনকে শুনিয়ে বললেন, ‘আপনার পুত্র খুব মেধাবী, এই স্কুলটি তার জন্য অনেক ছোটো এবং এখানে তাকে শেখানোর মতো যথেষ্ট প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক নেই। দয়া করে আপনি নিজেই তার শিক্ষার ব্যবস্থা করুন।'

তারপর থেকে তিঁনি মায়ের কাছেই শিক্ষা নেওয়া শুরু করলেন। দীর্ঘ সময় অতিবাহিত হবার পর টমাস আলভা এডিসন হয়ে উঠেন বিশ্ববিখ্যাত বিজ্ঞানী, শিল্পপতি এবং মার্কেটিং জগতে সফল উদ্যোক্তা। কিন্তু তাঁর মা সেসময় বেঁচে ছিলেন না। হঠাৎ একদিন পুরানো কাগজ নাড়তে থাকেন। ভাঁজ করা এক কাগজের দিকে চোখ আটকে যায়। চিঠিটি খুলে দেখেন সেই পুরানো স্কুলের চিঠি। আবেগতারিত হয়ে যান। মনের ক্যানভাসে ভেসে উঠে সেসব দিনের কথা।

সেই চিঠিতে লেখা ছিল- ‘আপনার সন্তান স্থূলবুদ্ধিসম্পন্ন, সে এই স্কুলের উপযুক্ত নয়, আমরা কোনোভাবেই তাকে আমাদের স্কুলে আর আসতে দিতে পারি না’।

তারপর এডিসনের চোখ ভিজে যায়! তাঁর মায়ের কথা ভীষণ মনে হয়। ডাইরীতে লিখে রাখলেন তখন, ‘টমাস আলভা এডিসন মানসিক অসুস্থ এক শিশু ছিলেন কিন্তু তার মা তাকে শতাব্দীর সেরা প্রতিভাবান মানুষ হিসেবে গড়ে তুলেছেন।’

এই ছবিটি কে তুলেছেন জানা নেই।

তবে জানা আছে মায়ের ভালোবাসার কথা। এই সন্তানকে গড়তে মায়ের অকৃত্রিম ভালোবাসা আর সংগ্রামের কথা। মায়েরা সন্তানকে এভাবেই গড়ে তোলেন!

একজন সাহসী, সংগ্রামী, মমতাময়ী
সব মায়েরা যেনো এমনি।

স্যালুট মা ❤️❤️❤️

ফুল বিক্রেতা নিজেও একটা ফুল 🥀💖ছবি: গদখালী ফুল বাজার, যশোর।
21/10/2023

ফুল বিক্রেতা নিজেও একটা ফুল 🥀💖

ছবি: গদখালী ফুল বাজার, যশোর।

أَخْبَرَنَا أَبُو نَصْرٍ أَحْمَدُ بْن مُحَمَّدِ بْنِ الْحَسَنِ بْنِ حَامِدِ بْنِ هَارُونَ بْنِ عَبْدِ الجْبَّارِ البُخَا...
15/10/2023

أَخْبَرَنَا أَبُو نَصْرٍ أَحْمَدُ بْن مُحَمَّدِ بْنِ الْحَسَنِ بْنِ حَامِدِ بْنِ هَارُونَ بْنِ عَبْدِ الجْبَّارِ البُخَارِيُّ المَعْرُوفُ بِابْنِ النَّيَازِكِيِّ قِرَاءَةً عَلَيْهِ فَأَقْرَّ بِهِ قَدِمَ عَلَيْنَا حَاجًا فِي صَفَرَ سَنَةَ سَبْعِينَ وَثَلاثِمِائَةٍ، قَالَ: أَخْبَرَناَ أَبُو الْخَيْرِ أَحْمَدُ بْنُ مُحَمِّدِ بْنِ الجَلِيلِ بْنِ خَالِدِ بْنِ حُرَيْثٍ البُخَارِيُّ الْكِرْمَانِيُّ الْعَبْقَسِيُّ البَزَّارُ سَنَة اثْنَتَيْنِ وَعِشْرِينَ وَثَلَاثِمِائَةٍ، قَالَ: حَدَّثَنَا أَبُو عَبْدِ اللَّهِ مُحَمَّدُ بْنُ إِسْمَاعِيلَ بْنِ إِبْرَاهِيمَ بْنِ المُغَيرَةِ بْنِ الْأَحْنَفِ الْجُعْفِيُّ البُخَاِرُّي قال: حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ قَالَ: الْوَلِيدُ بْنُ الْعَيْزَارِ أَخْبَرَنِي قَالَ: سَمِعْتُ أَبَا عَمْرٍو الشَّيْبَانِيَّ يَقُولُ: حَدَّثَنَا صَاحِبُ هَذِهِ الدَّارِ، وَأَوْمَأَ بِيَدِهِ إِلَى دَارِ عَبْدِ اللَّهِ قَالَ: سَأَلْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: أَيُّ الْعَمَلِ أَحَبُّ إِلَى اللَّهِ عَزَّ وَجَلَّ؟ قَالَ: «الصَّلَاةُ عَلَى وَقْتِهَا» ، قُلْتُ: ثُمَّ أَيٌّ؟ قَالَ: «ثُمَّ بِرُّ الْوَالِدَيْنِ» ، قُلْتُ: ثُمَّ أَيٌّ؟ قَالَ: «ثُمَّ الْجِهَادُ فِي سَبِيلِ اللَّهِ» قَالَ: حَدَّثَنِي بِهِنَّ، وَلَوِ اسْتَزَدْتُهُ لَزَادَنِي

আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিতঃ

আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম, আল্লাহর নিকট সর্বাধিক প্রিয় আমল কি? তিনি বলেনঃ ওয়াক্তমত নামায পড়া। আমি বললাম, তারপর কোনটি? তিনি বলেনঃ পিতা-মাতার সাথে সদাচার। আমি বললাম, তারপর কোনটি? তিনি বলেনঃ আল্লাহর রাস্তায় জিহাদ। রাবী বলেন, তিনি আমাকে এইসব বিষয়ে বললেন। আমি আরো জিজ্ঞেস করলে তিনি অবশ্যই আমাকে আরো বলতেন। (বুখারী, মুসলিম, দারেমী, তিরমিযী, নাসাঈ)

আদাবুল মুফরাদ, হাদিস নং ১
হাদিসের মান: সহিহ হাদিস।

😭 বেঁচে থাকতে অঢেল টাকা ব্যয় করে দামী দামীমার্কেট করেছো। কিন্তু তুমি ভুলে গিয়েছো তোমার জীবনের শেষ মার্কেট টা অল্পকিছু টা...
12/10/2023

😭 বেঁচে থাকতে অঢেল টাকা ব্যয় করে দামী দামী

মার্কেট করেছো। কিন্তু তুমি ভুলে গিয়েছো তোমার

জীবনের শেষ মার্কেট টা অল্পকিছু টাকা দিয়ে কমপ্লিট হয়ে যাবে। কিসের এত বিলাসিতা?

08/10/2023

দুনিয়ার সবকিছু জয় করা যায় মৃত্যুকে কখনো জয় করা যায়না। প্রত্যেকেই মৃত্যুর কাছে আজ না হয় কাল পরাজিত হবেই।

حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ سَعِيدِ بْنِ أَبِي سَعِيدٍ الْمَقْبُرِيِّ، عَنْ أَبِيهِ، ...
07/10/2023

حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ سَعِيدِ بْنِ أَبِي سَعِيدٍ الْمَقْبُرِيِّ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم أَنَّهُ قَالَ ‏ "‏ إِنَّ فِي الْجَنَّةِ لَشَجَرَةً يَسِيرُ الرَّاكِبُ فِي ظِلِّهَا مِائَةَ سَنَةٍ ‏"‏ ‏.‏ وَفِي الْبَابِ عَنْ أَنَسٍ وَأَبِي سَعِيدٍ ‏.‏ قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ صَحِيحٌ ‏.‏

আবূ হুরাইরাহ্ (রাঃ) থেকে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ জান্নাতে এক বিশাল গাছ আছে, যার ছায়াতলে যে কোন যাত্রী একশত বছর ধরে চলতে থাকবে (কিন্তু তা অতিক্রম করে যেতে পারবে না)।

সহীহ : বুখারী (৩২৫২)।

জামে' আত-তিরমিজি, হাদিস নং ২৫২৩
হাদিসের মান: সহিহ হাদীস।

🕌┏━━━━ ﷽━━━━┓🕌🕋  🌙জুমা মোবারক🌙   🕋🕌┗━━━━ ﷽━━━━┛🕌হে আল্লাহ আজকে পবিত্র জুমার দিনে তুমিসবাইকে তার ইচ্ছা পূরণ করে দিও। 🤲🤲 আ...
06/10/2023

🕌┏━━━━ ﷽━━━━┓🕌
🕋 🌙জুমা মোবারক🌙 🕋
🕌┗━━━━ ﷽━━━━┛🕌

হে আল্লাহ আজকে পবিত্র জুমার দিনে তুমি
সবাইকে তার ইচ্ছা পূরণ করে দিও।

🤲🤲 আমিন🤲🤲

🕌┏━━━━ ﷽━━━━┓🕌
📿জুমা মোবারক📿
🕌┗━━━━ ﷽━━━━┛🕌

হে আল্লাহ তুমি এই জুমার দিনের উছিলায় আমাদের সবাইকে ক্ষমা করে দিও ❤️
[ #আমিন ]! 🤲

সবাইকে জুমা মোবারক ❤

(___)
_ ;,,,,,,;,
_║∩║_____ 人
_║∩║____ .-:'''"''":-.
_║∩║___ (*(*(*|*)*)
_║∩║____║∩∩∩║
▊▊▊▊▊▊▊▊▊▊▊▊▊▊
6/10/2023
জুমা মোবারক স্ট্যাটাস

—আল্লাহু পাক আমাদের সবাইকে জুমার নামাজ আদায় করার তাওফিক দান করুন,আর সাথে সাথে পাঁচ ওয়াক্ত নামাযও আদায়ের তাওফিক দান করুন আমিন.🤲🤲

মুসলিম বিশ্বের প্রখ্যাত ইসলামি ব্যক্তিত্ব শাইখুল ইসলাম আল্লামা মুফতি তাকী উসমানী (দা.বা.) শুধু ইসলামের নানা বিষয় নিয়ে বই...
24/09/2023

মুসলিম বিশ্বের প্রখ্যাত ইসলামি ব্যক্তিত্ব শাইখুল ইসলাম আল্লামা মুফতি তাকী উসমানী (দা.বা.) শুধু ইসলামের নানা বিষয় নিয়ে বই রচনা করেননি, তিনি একাধারে ইসলামি ফিকহ, হাদীস, তাসাউফ ও ইসলামি অর্থনীতি বিশেষজ্ঞ। আর তা-ই নয়, তিনি একজন বিচারক হিসেবে দায়িত্ব পালন করেছেন পাকিস্তানের কেন্দ্রীয় শরীয়াহ আদালতে। এমনকি পাকিস্তান সুপ্রিম কোর্টের শরীয়াহ আপিল বেঞ্চেরও বিচারক পদে আসীন ছিলেন।

🟥আল্লাহ পাক হযরতের হায়াতে বারাকাহ দান করুন🟥

(সংগৃহীত)

আজ--১৮ ই সেপ্টেম্বর কওমী অঙ্গণের জাতীয় শোক দিবস।হেফাজতে ইসলাম বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা আমীর, দারুল উলুম মঈনুল ইসলাম হাটহা...
18/09/2023

আজ--১৮ ই সেপ্টেম্বর কওমী অঙ্গণের জাতীয় শোক দিবস।

হেফাজতে ইসলাম বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা আমীর, দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী আরবী বিশ্ববিদ্যালয়ের দীর্ঘ (৪০) বছরের মুহতামিম ও প্রধান শাইখুল হাদীস, আধ্যাত্মিক জগতের বাদশাহ,শাইখুল মাশায়েখ,শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমাদ শফী ( রহ;) আজকের এই দিনে রবের ডাকে সাড়া দিয়ে চলে গিয়েছিলেন।

আল্লাহ তাআলা তাঁর প্রিয় বান্দা কে জান্নাতের সর্বোচ্চ আ'লা মাকাম দান করুন এবং তার রুহানী ফুয়ুজাত কওমী অঙ্গনে কায়েম ও দায়েম রাখুন, আমীন ইয়া রাব্বুল আলামীন।

আহ শোক সংবাদ!! চলে গেলেন তাফসির জগতের উজ্জ্বল নক্ষত্র কুরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেব। ইন্নালিল্লাহি ওয়া...
14/08/2023

আহ শোক সংবাদ!!

চলে গেলেন তাফসির জগতের উজ্জ্বল নক্ষত্র কুরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেব।

ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আল্লাহ পাক তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন আমিন।

খুবই ভালো লাগার একটি দৃশ্য। মাশা-আল্লাহ। নিচে বসা লোকটি হচ্ছে একটি রাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী মোল্লা ইয়াকুব ইবনে মুজাহি...
09/08/2023

খুবই ভালো লাগার একটি দৃশ্য। মাশা-আল্লাহ।

নিচে বসা লোকটি হচ্ছে একটি রাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী মোল্লা ইয়াকুব ইবনে মুজাহিদ ওমর। আর চেয়ারে বসা লোকটি হচ্ছে সে রাষ্ট্রেরই একজন আলেম।

من تواضع لله رفعه الله.

খুব কাছাকাছি দুটি চোখএকটি মৃত্যুর অপেক্ষা করছেআরেকটি পেট ভরার চেষ্টায় মগ্ন আছে।পৃথিবীটা এমনি, এখানে একটি প্রজন্ম যখন পৃ...
25/07/2023

খুব কাছাকাছি দুটি চোখ
একটি মৃত্যুর অপেক্ষা করছে
আরেকটি পেট ভরার চেষ্টায় মগ্ন আছে।

পৃথিবীটা এমনি, এখানে একটি প্রজন্ম যখন পৃথিবীকে বিদায় জানানোর অপেক্ষায় থাকে, ঠিক সেই মুহূর্তেই আরেকটি প্রজন্ম সব কিছু গ্রাস করে নেওয়ার নেশায় উন্মত্ত থাকে।

"বুদ্ধিমান তো তারাই, যারা নিজেকে নিয়ে চিন্তা করে, এবং মৃত্যুর পরবর্তী জীবনের জন্য কাজ করে" (জামে তিরমিযী)

সবাইকে হিজরী নববর্ষের প্রাণঢালা শুভেচ্ছা।
19/07/2023

সবাইকে হিজরী নববর্ষের প্রাণঢালা শুভেচ্ছা।

ছবিটা দেখে মনটা খারাপ হয়ে গেলঃযমুনা গ্রুপের মালিকের কবর। যার একাউন্টে হয়ত এখনো পড়ে রয়েছে কয়েকশো কিংবা কয়েক হাজার কোটি ট...
17/07/2023

ছবিটা দেখে মনটা খারাপ হয়ে গেলঃ
যমুনা গ্রুপের মালিকের কবর। যার একাউন্টে হয়ত এখনো পড়ে রয়েছে কয়েকশো কিংবা কয়েক হাজার কোটি টাকা। বিজনেস, যশ, সম্মান, প্রভাব, ক্ষমতা , অনুরাগী সব, সবই ছিল। ছিল ৩৩ একর জমির উপরে করা যমুনা ফিউচার পার্ক। কত শত প্রতিষ্ঠান। আশুলিয়ার ঐ দিকটায় যে দিকে চোখ যায় ঐ দিকেই যমুনার একরের পর একর জমি।
আজ কেবলই একটা কবর। একদলা মাটি আর সাইনবোর্ডটা ছাড়া কিচ্ছু নেই, কেউ সাথে নেই, কিচ্ছু নেই। কবরটা আর দশটা কবরের মতোই সাধারন,একাকী, অতি সাধারন।

মানুষ হয়ে কিসের তবে অহংকার, ক্ষমতার দম্ভ, লোভ, সুপ্রিম পাওয়ার, স্বার্থপরতা, রাগ, হিংসা, অভিযোগ, ভালোবাসা!
সাথে যায় না কিছুই।
আল্লাহ সবাইকে মাফ করুন।

আবূ হুরাইরা (রাঃ) থেকে বর্ণিতঃনবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, ঈমানের ষাটেরও অধিক শাখা আছে। আর লজ্জা হচ্ছে...
14/07/2023

আবূ হুরাইরা (রাঃ) থেকে বর্ণিতঃ

নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, ঈমানের ষাটেরও অধিক শাখা আছে। আর লজ্জা হচ্ছে ঈমানের একটি শাখা।

(মুসলিম ১/১২ হাঃ ৩৫, আহমাদ ৯৩৭২) (আধুনিক প্রকাশনীঃ ৮, ইসলামী ফাউন্ডেশনঃ ৮)

সহিহ বুখারী, হাদিস নং ৯
হাদিসের মান: সহিহ হাদিস।

একবার ভেবে দেখুন...কেউ আপনার মৃ*ত্যুর অপেক্ষায় আছে। আপনি মা*রা গেলে সে কাফনের কাপড় বিক্রি করে নিজ পরিবারের জন্য খাবারের...
19/06/2023

একবার ভেবে দেখুন...
কেউ আপনার মৃ*ত্যুর অপেক্ষায় আছে। আপনি মা*রা গেলে সে কাফনের কাপড় বিক্রি করে নিজ পরিবারের জন্য খাবারের ব্যবস্থা করতে পারবে।

গরমে অতিষ্ঠ হয়ে দোকানে গিয়ে আইস্ক্রিম চাইলে তাঁরা বললেন- "ভাই, কিছু না মনে করলে পাশের দোকান থেকে নেন দয়া করে,, বিড়ালটা ঘ...
09/06/2023

গরমে অতিষ্ঠ হয়ে দোকানে গিয়ে আইস্ক্রিম চাইলে তাঁরা বললেন- "ভাই, কিছু না মনে করলে পাশের দোকান থেকে নেন দয়া করে,, বিড়ালটা ঘুমাচ্ছে"-

আল্লাহ পাক এজন্যই হয়তো মানুষকে 'সৃষ্টির সেরা জীব' বলেছেন।

-🥀কোটি টাকার গাড়ী কিনে কি লাভ? -যদি ৫ টাকার জন্য ওই গাড়ীর গ্লাস বন্ধ থাকে!!
07/06/2023

-🥀
কোটি টাকার গাড়ী কিনে কি লাভ?

-যদি ৫ টাকার জন্য ওই গাড়ীর গ্লাস বন্ধ থাকে!!

হ্যাঁ এটার নামই জীবন। একজন জীবন যুদ্ধের সংগ্রামী নারী। কর্মে কোন শরম নেই। পর্দার মধ্যেথেকে হালাল যে কোন কর্ম করা যায়। স্...
01/06/2023

হ্যাঁ এটার নামই জীবন। একজন জীবন যুদ্ধের
সংগ্রামী নারী। কর্মে কোন শরম নেই। পর্দার মধ্যে
থেকে হালাল যে কোন কর্ম করা যায়। স্যালুট বোন!!

This is the chatak bird that drinks nothing but rain water.  Masha Allah, subhanallah what a  wonderful creation you are...
29/05/2023

This is the chatak bird that drinks nothing but rain water. Masha Allah, subhanallah what a wonderful creation you are, এই সেই চাতক পাখি যে কিনা বৃষ্টির পানি ছাড়া আর কিছুই পান করেনা। মাশায়াল্লাহ, সুবহানাল্লাহ কি অপূর্ব তোমার সৃষ্টি।

চিতাবাঘটি একটি মা বানরকে হ'ত্যা করে মুখে করে নিয়ে যাচ্ছে। বানরের ছোট্ট বাচ্চাটি তখনো তার মৃত মাকে আঁকড়ে ধরে আছে। ২০২২ স...
25/05/2023

চিতাবাঘটি একটি মা বানরকে হ'ত্যা করে মুখে করে নিয়ে যাচ্ছে। বানরের ছোট্ট বাচ্চাটি তখনো তার মৃত মাকে আঁকড়ে ধরে আছে। ২০২২ সালে ছবিটি তুলেছেন স্পেনের চিত্রগ্রাহক ইগর আলতুনা। লন্ডনের ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম জনগণের ভোটের মাধ্যমে এই ছবিকে ওই বছরের সেরা পাঁচ ছবির একটি নির্বাচন করে। এই জগতে সন্তানের কাছে সবচেয়ে বড় নির্ভরতার জায়গা হচ্ছে তার মা। পৃথিবীর সকলের মা
বাবা ভালো থাকুক।

একটি গুরুত্বপূর্ণ পোস্ট,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, সকলের এই পোস্টটি পড়া উচিত,,,,,,,,,,,,, বিড়াল এর গায়ে কখনো পা দ...
25/05/2023

একটি গুরুত্বপূর্ণ পোস্ট,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
সকলের এই পোস্টটি পড়া উচিত,,,,,,,,,,,,,

বিড়াল এর গায়ে কখনো পা দিয়ে লাথি কিংবা লাঠি
আঘাত করবেন না।এমন কি পা লাগিয়ে আদর
ও করবেন না।

মনে রাখবেন❗
বিড়াল একমাত্র মাংসাসী প্রাণী যাকে-
আমাদের নবী (সাঃ) ভালোবেসে তার গায়ে হাত
বুলিয়ে ছিলেন,কোলে বসিয়েছেন।

বিড়াল সেই প্রাণী যে,
পবিত্র কাবার গিলাফে গা লাগিয়ে ঘুমায়।

বিড়াল সেই প্রাণী যার জন্য মক্কায় মুসল্লিগণ কাতার ভেঙে
দাঁড়ায়।তাও তাকে কেউ স্থান থেকে উঠায় না।

বিড়াল সেই প্রাণী যাকে পানি পান করানোর জন্য মক্কায়
আলাদা লোক নিয়োগ দেওয়া হয়।

বিড়াল সেই প্রাণী যার মুখ লাগানো এটো খাদ্য মা আয়েশা মুখে নিয়েছেন।

বিড়াল সেই প্রাণী যার জিহ্বা দ্বারা চাটা পানিতে আল্লাহর
হাবীব নবী কারিম (সাঃ) ওযু করেছেন।

বিড়ালকে সরাসরি হত্যা করা কিংবা অনাহারে রেখে মেরে
ফেলা হারাম এ কারণে জাহান্নামে যেতে হবে।
[ সহীহ মুসলিম -৫৭৪৫]

রাসূল (সাঃ) বলেছেন বিড়াল অপবিত্র (প্রাণী) নয়
বিড়াল তো সর্বদা তোমাদের আশেপাশেই ঘুরাফেরা
করে থাকে।
[ সুনানে আবু দাউদ-৭৬ ]

—এই ছবিটা দেখে একবার চিন্তা করুন আপনি কতটা ভালো আছেন 💚😿 পার্থক্য শুধু ভাগ্যের। একজন ভাগ্য গুণে গাড়ীর মালিক অন্যজন ভাগ্যে...
24/05/2023

—এই ছবিটা দেখে একবার চিন্তা করুন আপনি কতটা ভালো আছেন 💚😿 পার্থক্য শুধু ভাগ্যের। একজন ভাগ্য গুণে গাড়ীর মালিক অন্যজন ভাগ্যের নির্মমতায় পথের পথিক।

গত ১৮.০৫.২০২৩ ( বৃহস্পতিবার) সন্ধায় বরিশাল লঞ্চ ঘাটে পরে যাওয়া সেই পথশিশু সাথী আজ পরপারে😭তোমার এই হাসির দাম হয়তো দুনিয়াত...
23/05/2023

গত ১৮.০৫.২০২৩ ( বৃহস্পতিবার) সন্ধায় বরিশাল লঞ্চ ঘাটে পরে যাওয়া সেই পথশিশু সাথী আজ পরপারে😭

তোমার এই হাসির দাম হয়তো দুনিয়াতে আমরা দিতে পারিনি। আমরা আশাবাদী এর মূল্য তুমি আখেরাতে
পাবে ইনশাআল্লাহ। ওপারে ভালো থাকো।

হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর নায়েবে আমীর ও জামিয়া কাসিমুল উলুম দরগাহ মাদরাসার মুহতামিম মাওলানা মুহিব্বুল হক গাছবাড়ী ইন্তেক...
17/05/2023

হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর নায়েবে আমীর ও জামিয়া কাসিমুল উলুম দরগাহ মাদরাসার মুহতামিম মাওলানা মুহিব্বুল হক গাছবাড়ী ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

আজ (১৭ মে) মাগরিবের নামাজে যাওয়ার পথে তিনি স্ট্রোক করেন। পরবর্তীতে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তাররা তাঁকে মৃত ঘোষণা করেন।

ইন্নালিল্লাহ। #উম্মুল মাদারিস দারুল উলুম দেওবন্দের সাবেক শাইখুল হাদিস ও প্রধান শিক্ষক  #মুফতী সাঈদ আহমদ পালনপুরী (র:) এর...
17/05/2023

ইন্নালিল্লাহ।
#উম্মুল মাদারিস দারুল উলুম দেওবন্দের সাবেক শাইখুল হাদিস ও প্রধান শিক্ষক #মুফতী সাঈদ আহমদ পালনপুরী (র:) এর পরিবার এক্সিডেন্ট করেছেন। উঁনার ছেলে যিনি জামিয়াতুস শাইখের সিনিয়র মুহাদ্দিস #মুফতী আহমদ সাঈদ সাহেব, উঁনার স্ত্রী এবং মেয়ে মৃত্যুবরণ করেছেন। #পরিবারের অন্যান্য সদস্যসমূহ আহত অবস্থায় রয়েছেন। তাঁদের সুস্থতার জন্য দোয়ার আবেদন সবার কাছে।

আলহামদুলিল্লাহ বহু প্রতিক্ষার পর প্রায় ৮ হাজার ৬৪০ কিলোমিটার পথ পায়ে হেঁটে পাড়ি দিয়ে ভারতের শিহাব ভাই হজ্জ করার লক্ষ্যে ...
09/04/2023

আলহামদুলিল্লাহ
বহু প্রতিক্ষার পর প্রায় ৮ হাজার ৬৪০ কিলোমিটার পথ পায়ে হেঁটে পাড়ি দিয়ে ভারতের শিহাব ভাই হজ্জ করার লক্ষ্যে সৌদি আরবে পৌঁছে গেছেন।
আল্লাহ কবুল করুক-। আমীন🤲
©

নাম:- রাশেদ।বয়স ৮ বছর।দুই বোন এক ভাই।মা আছেন, বাবা বেঁচে নেই!সকালে মাদ্রাসায় যান আর বিকেলে পরিবারের হাল ধরেন ক্ষুদ্র ব্য...
06/03/2023

নাম:- রাশেদ।
বয়স ৮ বছর।
দুই বোন এক ভাই।
মা আছেন, বাবা বেঁচে নেই!
সকালে মাদ্রাসায় যান আর বিকেলে পরিবারের হাল ধরেন ক্ষুদ্র ব্যবসার মাধ্যমে!
অপ্রয়োজনীয় হওয়া সত্ত্বেও তার কাছ থেকে একটা পপকর্ন নিলাম দশ টাকা দামের। সাথে দশ টাকা বকসিস্ দিলাম এবং উৎসাহিত করলাম, ভিক্ষা না করে ব্যবসা করছে তার জন্য।💞
ইন শা আল্লাহ এই রাশেদ'রাই পৃথিবীর বাস্তবতা দেখতে দেখতে, একদিন অনেক বড় ব্যবসায়ীতে রুপান্তরিত হবে।
(ছবিটি চট্টগ্রাম মুরাদপুর ফুটওভার ব্রীজ থেকে।

মাশাআল্লাহ অসাধারণ, আল্লাহ তাআলা উভয়কেই কবুল করুন আমিন। একজন সুন্নাত জিন্দা করার কান্ডারী। আরেকজন বাতেল দূর করার কান্ডার...
05/03/2023

মাশাআল্লাহ অসাধারণ, আল্লাহ তাআলা উভয়কেই কবুল করুন আমিন। একজন সুন্নাত জিন্দা করার
কান্ডারী। আরেকজন বাতেল দূর করার কান্ডারী।

বেশি বেশি নবীজির উপর দুরুদ পড়া উচিত। যে নবীর উপর একবার দুরুদ পড়বে মহান মালিক তার উপর দশটি রহমত দান করবেন।(আল হাদীস)
03/03/2023

বেশি বেশি নবীজির উপর দুরুদ পড়া উচিত। যে নবীর উপর একবার দুরুদ পড়বে মহান মালিক তার উপর দশটি রহমত দান করবেন।
(আল হাদীস)

আল্লাহু আকবার 🥰1983 সালের সৃতির পাতায় রয়ে গেল পোস্টার। সবাই চলে গেছে শুধু একজন বেঁচে আছে। আল্লাহ তায়ালা হুজুর কে নেক হা...
27/01/2023

আল্লাহু আকবার 🥰1983 সালের
সৃতির পাতায় রয়ে গেল পোস্টার।
সবাই চলে গেছে শুধু একজন বেঁচে আছে। আল্লাহ তায়ালা হুজুর কে নেক হায়াত দান করুন। এবং সমস্থ বালা মুসিবত থেকে হেফাজত করুন।
আল্লাহ তায়ালা আমাদের আকাবিরদের কে জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করুন।
আমিন!!!!

একটি জোঁক ২ থেকে ১৫ মিলিলিটার রক্ত শুষতে পারে। সেই সঙ্গে মুখ থেকে এক ধরনের লালা মিশিয়ে দেয় রক্তে। যাতে হিরুডিন, ক্যাল...
27/01/2023

একটি জোঁক ২ থেকে ১৫ মিলিলিটার রক্ত শুষতে পারে। সেই সঙ্গে মুখ থেকে এক ধরনের লালা মিশিয়ে দেয় রক্তে। যাতে হিরুডিন, ক্যালিক্রেইন, ক্যালিনের
মতো কিছু উৎসেচক থাকে। যা রক্তের দূষণ দূর করতে সাহায্য করে।

জোঁক শরীরের পচনশীল অংশের দূষিত রক্ত দ্রুত শুষে নিয়ে নতুন রক্ত সঞ্চালনে সাহায্য করে৷ এমনকি, রক্তে শর্করার মাত্রাও নিয়ন্ত্রণে রাখে। জোঁকের শরীর থেকে ডেস্টাবিলেস নামে এক ধরণের প্রোটিন প্রবেশ করে মানুষের দেহে। যা বহু জেদি জীবাণুকে মেরে ফেলে।
জয়েন্ট পেইনেও দারুণ কাজ করে জোঁক থেরাপি। ব্যথার জায়গায় কিছুক্ষণ জোঁক রাখলে রক্ত সরবরাহের উন্নতি হয়!

★আশা করি নতুন কিছু জানতে পেরেছেন★একটি জোঁক ২ থেকে ১৫ মিলিলিটার রক্ত শুষতে পারে। সেই সঙ্গে মুখ থেকে এক ধরনের লালা মিশিয়ে দেয় রক্তে। যাতে হিরুডিন, ক্যালিক্রেইন, ক্যালিনের
মতো কিছু উৎসেচক থাকে। যা রক্তের দূষণ দূর করতে সাহায্য করে।

জোঁক শরীরের পচনশীল অংশের দূষিত রক্ত দ্রুত শুষে নিয়ে নতুন রক্ত সঞ্চালনে সাহায্য করে৷ এমনকি, রক্তে শর্করার মাত্রাও নিয়ন্ত্রণে রাখে। জোঁকের শরীর থেকে ডেস্টাবিলেস নামে এক ধরণের প্রোটিন প্রবেশ করে মানুষের দেহে। যা বহু জেদি জীবাণুকে মেরে ফেলে।
জয়েন্ট পেইনেও দারুণ কাজ করে জোঁক থেরাপি। ব্যথার জায়গায় কিছুক্ষণ জোঁক রাখলে রক্ত সরবরাহের উন্নতি হয়!

★আশা করি নতুন কিছু জানতে পেরেছেন★

عَنِ ابنِ عُمَرَ رَضِيَ اللهُ عَنهُمَا: أنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم مَرَّ عَلَى رَجُلٍ مِنَ...
26/01/2023

عَنِ ابنِ عُمَرَ رَضِيَ اللهُ عَنهُمَا: أنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم مَرَّ عَلَى رَجُلٍ مِنَ الأنْصَار وَهُوَ يَعِظُ أخَاهُ في الحَيَاءِ، فَقَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم: « دَعْهُ، فَإنَّ الْحَيَاءَ مِنَ الإيمَانِ ». متفقٌ عَلَيْهِ

ইবনে ‘উমার (রাঃ) থেকে বর্ণিতঃ:

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক আনসার ব্যক্তির পাশ দিয়ে অতিক্রম করলেন। যিনি তার ভাইকে লজ্জার ব্যাপারে উপদেশ দিচ্ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ‘‘তাকে ছেড়ে দাও। কেননা, লজ্জা ঈমানের অঙ্গ।’’

ফুটনোটঃ
(সহীহুল বুখারী ২৪, ৬১১৮, মুসলিম ৩৬, তিরমিযী ২৬১৫, নাসায়ী ৫০৩৩, আবূ দাউদ ৪৭৯৫, আহমাদ ৪৫৪০, ৫১৬১, ৬৩০৫, মুওয়াত্তা মালিক ১৬৭৯)

রিয়াদুস সলেহিন, হাদিস নং ৬৮৬
হাদিসের মান: সহিহ হাদিস।"

অন্যের কাছে হাত পাতার চেয়ে কাজ করে খাওয়াটা খুব বেশি সম্মানের। কিছু শ্রেষ্ঠ ছবির মধ্যে এটাও একটা শ্রেষ্ঠ ছবি।
03/01/2023

অন্যের কাছে হাত পাতার চেয়ে কাজ করে খাওয়াটা খুব বেশি সম্মানের। কিছু শ্রেষ্ঠ ছবির মধ্যে এটাও একটা শ্রেষ্ঠ ছবি।

শায়খুল মাশায়েখ শায়খুত তাফসির আল্লামা জুবায়ের আহমদ আনসারী রহঃ আহ কি অমায়িক চেহারামহান আল্লাহ জান্নাতুল ফেরদৌসের আলা মাকাম...
22/12/2022

শায়খুল মাশায়েখ শায়খুত তাফসির আল্লামা জুবায়ের আহমদ আনসারী রহঃ
আহ কি অমায়িক চেহারা
মহান আল্লাহ জান্নাতুল ফেরদৌসের আলা মাকাম দান করুন

Address

Dhaka
1213

Alerts

Be the first to know and let us send you an email when Nazat - নাজাত posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Nazat - নাজাত:

Share


Other Digital creator in Dhaka

Show All