বইবাড়ি মানিকগঞ্জ

বইবাড়ি মানিকগঞ্জ 'বইবাড়ি' একটি বই বিষয়ক রিসোর্ট! বই প্রক?

30/10/2024

সাফজয়ী মেয়েদের জন্য প্রস্তুত হচ্ছে ছাদখোলা বাস

আজ কথাশিল্পী ওয়াসি আহমেদ-এর শুভ জন্মদিনবইবাড়ির শুভেচ্ছা
30/10/2024

আজ কথাশিল্পী ওয়াসি আহমেদ-এর শুভ জন্মদিন
বইবাড়ির শুভেচ্ছা

26/10/2024

সরকারি মিলনায়তনের যেমন অধিক ভাড়া তেমনি পাবলিক ফান্ডে গড়ে ওঠা বিশ্বসাহিত্য কেন্দ্র ছায়ানট মুক্তিযুদ্ধ জাদুঘরের ও মিলনায়তনের ভাড়া অতিরিক্ত মনে হয় আমার কাছে! আপনাদের কেমন মনে হয়? সংস্কৃতি চর্চা সম্ভব এই শহরে

17/10/2024

আজ সুদূর আমেরিকা থেকে নাম প্রকাশে অনিচ্ছুক লেখক বড় ভাই ভাই বিদ্যাসাগর প্রজেক্টের জন্য ২৫০০০ হাজার টাকা পাঠালেন! ধন্যবাদ তাকে

13/10/2024

বইবাড়িতে নতুন নিয়ম চালু করা হয়েছে দোলনায় চড়তে হলে একটা ছাড়া-কবিতা পাঠ করে শোনাতে হবে!

পুজার ছুটিতে বন্ধুদের আমন্ত্রণ বইবাড়িতে -বইবাড়ি ক্যাফে #বইবাড়িমানিকগঞ্জ
11/10/2024

পুজার ছুটিতে বন্ধুদের আমন্ত্রণ বইবাড়িতে -বইবাড়ি ক্যাফে

#বইবাড়িমানিকগঞ্জ

পুজার ছুটিতে বন্ধুদের আমন্ত্রণ বইবাড়িতে -বইবাড়ি ক্যাফে  #বইবাড়িমানিকগঞ্জ #শ্রাবণপ্রকাশনীরবইয়েরতালিকা #বইবাড়িরআজীবনসদস্য
10/10/2024

পুজার ছুটিতে বন্ধুদের আমন্ত্রণ বইবাড়িতে -বইবাড়ি ক্যাফে

#বইবাড়িমানিকগঞ্জ
#শ্রাবণপ্রকাশনীরবইয়েরতালিকা
#বইবাড়িরআজীবনসদস্য

বিদায় রতন টাটাশ্রদ্ধাঞ্জলি
09/10/2024

বিদায় রতন টাটা
শ্রদ্ধাঞ্জলি

আজ লেখক ফজলুল কবিরী-এর শুভ জন্মদিনবইবাড়ির শুভেচ্ছা
08/10/2024

আজ লেখক ফজলুল কবিরী-এর শুভ জন্মদিন
বইবাড়ির শুভেচ্ছা

শুভরাত্রি #বইবাড়িমানিকগঞ্জ
07/10/2024

শুভরাত্রি

#বইবাড়িমানিকগঞ্জ

ঘটনা সত্য!
06/10/2024

ঘটনা সত্য!

এখন পর্যন্ত বইবাড়ির সেরা কাজ হচ্ছে শিশুদের বই উপহার দেয়া ! আমরা দেখেছি পরম মমতায় শিশুরা বইটাকে আগলে রাখে! ধনী-গরীব সব শি...
06/10/2024

এখন পর্যন্ত বইবাড়ির সেরা কাজ হচ্ছে শিশুদের বই উপহার দেয়া ! আমরা দেখেছি পরম মমতায় শিশুরা বইটাকে আগলে রাখে! ধনী-গরীব সব শিশুদের বইবাড়ি থেকে গ্রামের শিশুদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ' বর্ণ পরিচয় দুই খণ্ড' প্রকাশ করে বিনামূল্যে উপহার দিতে চাই লাখ লাখ কপি! যাতে করে ছোটবেলায় ওরা বাংলাটা ভালো করে শিখে বড় হতে পারে!
আগামী মার্চ মাসে (২০২৫ সালে) আমরা প্রথম দফায় (প্রথম খণ্ড) ১০ হাজার কপি (দ্বিতীয় খণ্ড) ১০ হাজার কপি প্রকাশের উদ্যোগ নিয়েছি!
বইয়ের সবগুলো পাতা রঙিন তাই এই বইয়ের মুদ্রণ খরচ বেশি হওয়াতে প্রথমেই বেশি সংখ্যা ছাপতে চাই যাতে খরচ কম পরে! ধনী-গরীব সকল সম্প্রদায়ের শিশুদের উপহার হিসেবে বিনা মূল্যে বই বিতরণের উদ্যোগের সাথে আপনি/ আপনার সংগঠন অনুদান দিয়ে-অগ্রিম ১০০+১০০=২০০ কপি বই ১০ হাজার টাকায় কিনে বইবাড়ির পাশে থাকতে পারেন!

বই প্রকাশের জন্য আমাদের প্রয়োজন ১০ লক্ষ টাকা।
৫০+৫০= ১০০ কপি বই ৫ হাজার টাকায় অগ্রিম কিনে আপনি বইবাড়ির আজীবন সদস্য হতে পারেন। বইবাড়ি গ্রামে কাজ করছে শিশুদের বিনোদন ও সৃজনশীল শিক্ষা নিয়ে!

আমাদের বিকাশ পা়র্সোনাল
01715751117
আমাদের নগদ পার্সোনাল
01715751117
আমাদের ব্যাংক একাউন্ট
shrabon prokashani
A/C No. 1232836194001
City Bank Dhaka New Market Branch
routing number 225263527

# শ্রাবণ প্রকাশনীর অন্যান্য বই ৫০% ছাড়ে ৫ হাজার টাকার বই কিনেও আপনি থাকতে পারেন বইবাড়ির পাশে। গ্রামে গ্রামে বইবাড়ি গড়ার পরিকল্পনা আছে আমাদের!

বইবাড়ির ঠিকানা

জাগীর ইউনিয়ন (পুলিশ ক্যাম্প বাজারের পাশে) মানিকগঞ্জ

shrabon prokashani

Rose View Plaza, Level # 5, Suite # 507 185 Bir Uttam C R Datta, Rood, Dhaka-1205, Bangladesh Cell: 01715-751117

#ঈশ্বরচন্দ্রবিদ্যাসাগরেরবর্ণপরিচয়
#বইবাড়িমানিকগঞ্জেশৈশব
#বইবাড়িমানিকগঞ্জ

আজ লেখক ফটোগ্রাফার সাংবাদিক সুদীপ্ত সালাম-এর শুভ জন্মদিনবইবাড়ির শুভেচ্ছা
03/10/2024

আজ লেখক ফটোগ্রাফার সাংবাদিক সুদীপ্ত সালাম-এর শুভ জন্মদিন
বইবাড়ির শুভেচ্ছা

আজ লেখক-প্রাবন্ধিকসৈয়দ রিয়াজুর রশীদ-এর শুভ জন্মদিনবইবাড়ির শুভেচ্ছা
03/10/2024

আজ লেখক-প্রাবন্ধিক
সৈয়দ রিয়াজুর রশীদ-এর শুভ জন্মদিন
বইবাড়ির শুভেচ্ছা

03/10/2024

বইবাড়ির ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ' বর্ণ পরিচয়' প্রজক্টে আজ নাম প্রকাশে অনিচ্ছুক এক বড় ভাই ২০০০ টাকা পাঠিয়েছে! সংগ্রহ ১২হাজার টাকা

আজ কবি আফরোজা সোমা-এর শুভ জন্মদিনবইবাড়ির শুভেচ্ছা
01/10/2024

আজ কবি আফরোজা সোমা-এর শুভ জন্মদিন
বইবাড়ির শুভেচ্ছা

"বইপড়া" কিভাবে শিশু-কিশোরদের জীবন বদলে দেয়?'বইপড়া' সব বয়সী মানুষেরই শ্রেষ্ঠ অভ্যাস। আর এই অভ্যাস যদি গড়ে তোলা যায় শিশু-ক...
01/10/2024

"বইপড়া" কিভাবে শিশু-কিশোরদের জীবন বদলে দেয়?
'বইপড়া' সব বয়সী মানুষেরই শ্রেষ্ঠ অভ্যাস। আর এই অভ্যাস যদি গড়ে তোলা যায় শিশু-কিশোরদের মধ্যে, তাহলে তা সর্বশ্রেষ্ঠ। বইপড়ার অভ্যাস একবার গড়ে তুলতে পারলে তা শিশু-কিশোরদের ভবিষ্যৎ জীবনের উপর অনেক বড় প্রভাব ফেলে।
বই পড়ার ফলে শিশুদের মধ্যে বেশকিছু পরিবর্তন গড়ে ওঠে। চলুন দেখা যাক কি কি ধরণের ভালোদিক বই পড়ার ফলে শিশুর মধ্যে আসেঃ
১। কল্পনাশক্তিঃ "কল্পনাশক্তি জ্ঞানের থেকেও বেশি শক্তিশালী" - আইনস্টাইন। বইয়ের প্রতিটি লাইন শিশুকে ভাবতে শেখায়, কল্পনা করতে শেখায়। এই কল্পনা কোনো ভিডিও বা ভিজুয়াল থেকে পাওয়া সম্ভব না। প্রতিটি দৃশ্য শিশু-কিশোররা কল্পনা করার যে সুযোগ পায়, তাতে তাদের মনোজগতে বড় ধরণের পরিবর্তন আনে।
২। সৃজনশীলতাঃ শিশু-কিশোর বইপড়ার সময়ে তাদের বিভিন্ন বিষয় সম্পর্কে ধারণা হয়, বিভিন্ন জিনিস সম্পর্কে ভাবতে হয়, এর ফলে তাদের মধ্যে সৃজনশীলতা বৃদ্ধি পায়। নির্দিষ্ট গন্ডির বাইরে চিন্তা করার শক্তি এবং সমস্যা সমাধানের দক্ষতা লাভ করে।
৩। ভাষার দক্ষতাঃ বইপড়ার মাধ্যমে শিশুরা নতুন নতুন শব্দ, বাচনভঙ্গির সাথে পরিচিত হওয়ায় তাদের শব্দভান্ডার বৃদ্ধি পায়। এতে তাদের ভাষাগত দক্ষতা বাড়ে। ইংরেজি, বাংলা উভয় ক্ষেত্রেই তাদের এই উন্নতি ঘটে।
৪। মনোযোগ ও ফোকাসঃ বই পড়তে এবং বুঝতে শিশু-কিশোরদের মনোযোগ দিতে হয়। এতে তাদের মধ্যে মনোযোগ শক্তি বৃদ্ধি পায় যা তার পরবর্তী জীবনে অনেক বড় ভূমিকা রাখে।
৫। ইমোশনাল ইন্টেলিজেন্সঃ বই পড়ার মাধ্যমে অনেক চরিত্র এবং তাদের ইমোশন এর ব্যাপারে বিভিন্নভাবে জানা যায়, যা অন্যদের ইমোশন বুঝতে শিশু-কিশোরদের সাহায্য করে। এতে সামাজিকতা এবং মানুষের প্রতি সহমর্মিতা জন্মায়।
৬। শেখার আগ্রহঃ যেসব শিশুরা বই পড়ে, তাদের মধ্যে শেখার আগ্রহ, জানার আগ্রহ বহুগুণে বেশি থাকে। যা ভবিষ্যৎ জীবনে তাদের জন্য আশীর্বাদ হিসেবে আসে।
৭। একাডেমিক সাফল্যঃ বই পড়ুয়া শিশু-কিশোররা সাধারণত পড়তে ভালবাসার কারনে, তাদের একাডেমিক শিক্ষাজীবনেও বড় সাফল্য পায়। তাদের ম্যাচুরিটি লেভেল অন্য বাচ্চাদের থেকে বেশি থাকার কারনে তাদের পক্ষে জটিল বিষয়গুলো সহজেই ধরা সম্ভব হয়।
৮। স্বাধীনভাবে চিন্তাঃ শিশুরা সাধারণত অন্যদের উপর নির্ভরশীল থাকে সকল কাজে। বইপড়া অভ্যাস তাদের মধ্যে ব্যক্তিত্ব গড়ে তোলে, এতে তারা স্বাধীনভাবে চিন্তা করতে পারে, সিদ্ধান্ত নিতে পারে।
৯। বিনোদনঃ বর্তমানে হাজারো রকম ক্ষতিকর বিনোদন মাধ্যম শিশুদের হাতের কাছে আছে, সেই তুলনায় বই পড়ার অভ্যাস গড়ে তুলতে পারলে তা ক্ষতিকর অভ্যাসগুলো থেকে দূরে রাখে।
১০। বাস্তব জ্ঞানঃ শিশু-কিশোর বইয়ের সাথে থাকলে তারা বাস্তবতার সাথে দ্রুত মানিয়ে নিতে পারে। অনেক ধরণের জীবন যাপনের কথা বইয়ে জানতে পারে, ফলে মানসিকভাবে তারা বাস্তব জ্ঞানসম্মত হয়।

সুকুমার রায় ছড়াসমগ্র যে ভাবে শিশুদের হাতে হাতে বাড়ি পৌঁছে যায়!!! #শ্রাবণপ্রকাশনীরবইয়েরতালিকা #বইবাড়িমানিকগঞ্জ #শ্রাবণপ্র...
29/09/2024

সুকুমার রায় ছড়াসমগ্র যে ভাবে শিশুদের হাতে হাতে বাড়ি পৌঁছে যায়!!!
#শ্রাবণপ্রকাশনীরবইয়েরতালিকা
#বইবাড়িমানিকগঞ্জ
#শ্রাবণপ্রকাশনী

Address

জাগীর ইউনিয়ন (পুলিশ ক্যাম্প বাজারের পাশে) মানিকগঞ্জ
Manikganj
1205

Alerts

Be the first to know and let us send you an email when বইবাড়ি মানিকগঞ্জ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to বইবাড়ি মানিকগঞ্জ:

Videos

Share

Nearby media companies