Jashim Uddin Sarkar

Jashim Uddin Sarkar আমি গর্বিত, আমি একজন বাংলাদেশী

I have reached 5.5K followers! Thank you for your continued support. I could not have done it without each of you. 🙏🤗🎉
29/10/2024

I have reached 5.5K followers! Thank you for your continued support. I could not have done it without each of you. 🙏🤗🎉

14/07/2024

সবুজে ঘেরা ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া...

তার একটায় চলে না, একাধিক লাগবে।
06/07/2024

তার একটায় চলে না, একাধিক লাগবে।

চন্দ্রবোড়া বা রাসেলস ভাইপারের কথা প্রথম জানতে পারি হুমায়ুন আহমেদের 'নি' উপন্যাসের মাধ্যমে। ২০০৪ সালে। তখন এই সাপ বিলুপ্ত...
21/06/2024

চন্দ্রবোড়া বা রাসেলস ভাইপারের কথা প্রথম জানতে পারি হুমায়ুন আহমেদের 'নি' উপন্যাসের মাধ্যমে। ২০০৪ সালে। তখন এই সাপ বিলুপ্তপ্রায় ছিলো। উপন্যাসের প্রোটাগনিস্ট মুবিনুর রহমান জরাজীর্ণ এক বাড়িতে থাকেন। বাড়ির মালিক কালিপদ এই চন্দ্রবোড়া সাপের উপদ্রবে বাড়ি ছেড়েছিলো। তারপর অনেকদিন এই সাপের নাম শুনি নাই।

আমাদের দেশ বা বড় করে বললে ভারতীয় উপমহাদেশে বিষধর সাপ মুটামুটি ৪টি। একসাথে 'বিগ ফোর স্ন্যাক অফ ইন্ডিয়া' বলা হয়। এরমধ্যে এতোদিন কালকেউটে বা তেলা গোখরা আর কিং কোবরা বা খৈয়া গোখরার উপদ্রব ছিলো বেশী। কিন্তু চন্দ্রবোড়ার আনাগোনা ইদানীং বেড়েছে কয়েকশ গুনে।

স্বভাব ও বাসস্থান :

চন্দ্রবোড়া সাধারণত শান্তশিষ্ট সরীসৃপ। তেড়ে এসে কামড় দেয় এই ধারনা মূলত একটি প্রচলিত মিথ। এটি শুষ্ক ঘাস, ঝোপঝাড়, নদী তীরবর্তী স্থানে থাকতে পছন্দ করে। ঘন বন বা পাহাড়ী অঞ্চল এড়িয়ে চলে। ভারতের পাঞ্জাব প্রদেশে এদের আনাগোনা বেশী। বিহার আর পশ্চিম বাংলায়ও সিগনেফিকেন্ট পরিমাণে আছে। সেখান থেকেই গঙ্গা-পদ্মার অববাহিকায় বন্যার পানিতে ভেসে বাংলাদেশে ছড়িয়ে পরেছে। তাই পদ্মার তীরবর্তী জেলা সমূহ উচ্চ ঝুঁকিতে রয়েছে।

অন্য সাপ ডিমের মাধ্যমে বাচ্চা দিলেও এই সাপ সরাসরি বাচ্চা প্রসব করে। একসাথে ৮০টি বাচ্চা দিতেও সক্ষম। তাই এই সাপের প্রজনন রোধ করা অত্যন্ত কষ্টসাধ্য।

সাপটি প্রচন্ড বিষধর। চলাফেরায় ধীরগতির হলেও, ছোবল দেয় প্রচন্ড গতিতে। আমাদের সমাজে একটি ধারনা আছে বিষধর সাপ মাত্রই ফণা তুলে। কিন্তু এই সাপ ফণা না তুলেই ছোবল দেয়। তাই চিনতে ভুল হবার সম্ভাবনা থাকে। এছাড়া গায়ের ডোড়া অনেকটা অজগরের মতো এবং স্বভাবেও অলস প্রকৃতির। সুতরাং চন্দ্রবোড়াকে অজগর ভেবেও ভুল হতে পারে।

বিষধর সাপের কামড়ে চেনার উপায়:

বিষধর সাপের কামড় সহজেই অন্য সাপের কামড় থেকে আলাদা করা যায়। পাশাপাশি দুটি কামড়ের দাগ থাকবে। বিষধর সাপের বিষদাঁতের গোড়ায় ভেনোম গ্লান্ড থাকে। সাপের বিষ মূলত একধরনের রুপান্তরিত লালা। অন্যদিকে সাপ বিষধর না হলে কামড়ের জায়গায় অনেকগুলো দাতের চিহ্ন থাকে। মাঝে মাঝে কামড়ের সাথে মাংস উঠে যেতেও পারে।

কামড়ের পর কি করবেন?

আমাদের দেশের জেলা ও মেডিকেল কলেজ হাসপাতালে এন্টি ভেনম রয়েছে। এছাড়াও যে সকল উপজেলায় সাপের উপদ্রব বেশী সে সকল উপজেলা হাসপাতালেও এন্টি ভেনম মজুত রয়েছে। তাই সাপ কামড় দেবার সাথে সাথেই নিকটস্থ সরকারি হাসপাতালে নিয়ে আসুন। আনার সময় হাতে বা পায়ে দড়ি দিয়ে বাধন দেবেন না।

মনে রাখবেন হাসপাতালে আসতে যত দেরী হবে রোগীর সারভাইভ করার সম্ভাবনা ততো কমবে। ওঝা বা কবিরাজ সাপের কামড়ের কোনো চিকিৎসা জানে না।

বিষক্রিয়ার উপসর্গ

ক্ষত স্থানে ব্যাথা হবে এবং ফুলে যাবে। ২০ মিনিটের মধ্যে প্রস্রাব, কাশি আর লালার সাথে রক্ত আসতে পারে। ক্ষত স্থানে ঠোসা পরে যেতে পারে এবং চিকিৎসা বিলম্ব হলে আক্রান্ত স্থানের মাংস মরে যেতে পারে, পচে যেতে পারে।আরো বিলম্ব হলে কিডনি বিকল হয়ে রোগীর মৃত্যু হতে পারে।

আমাদের দেশের অন্য সব বিষধর সাপের বিষ নিউরোটক্সিক (Neurotoxic) হলেও চন্দ্রবোড়ার বিষ হেমোটক্সিক (Heamotoxic)। তাই বিষক্রিয়া শুরু হলে লোহিত রক্তকণিকা ভেঙে যেতে শুরু করে। তাতে অক্সিজেন সরবরাহ ব্যাহত হয়। এছাড়াও অণুচক্রিকা ভেঙে শরীরের বিভিন্ন অংশ থেকে রক্তপাত শুরু হয়। এক্ষেত্রে রোগীর শ্বাস-প্রশ্বাস বেড়ে যায় এবং রক্তচাপ কমতে থাকে।

প্রতিকার:

রাতের বেলায় টর্চ ছাড়া বাইরে বের হবেন না। বাড়ির উঠান-আঙিনা পরিস্কার রাখুন। কান সজাগ রাখুন। চন্দ্রবোড়া মূলত একটি হিস হিস শব্দ করে নিজের উপস্থিতির জানান দেয়।

চন্দ্রবোড়ার বাচ্চা দেখলে হেলফেলা করবেন না। বাচ্চা সাপের বিষ কম থাকলেও বাচ্চা সাপ মূলত কামড়ের পর নিজের সব বিষ ঢেলে যেয়। তাই বড় সাপের চেয়ে ছোট সাপের কামড় বেশী ক্ষতিকর।

বাড়ির ছোট বাচ্চা ছেলেমেয়েদের সন্ধ্যার পর উঠানে বের হতে দিবেন না। বাড়িতে বিড়াল বা কুকুর পুষুন। কুকুর বিড়াল বাড়িতে সাপ আসতে দেয় না। বাড়িতে কার্বলিক এসিড রাখুন অথবা গুড়ো সাবান বা সলিড সাবান টুকরো টুকরো করে কেটে উঠানে ছিটিয়ে রাখুন।

মনে রাখবেন চন্দ্রবোড়ার উপদ্রব মহামারীর পর্যায়ে চলে যাবার আগেই সমাজে সচেতনতা তৈরি করতে হবে।

সংগৃহীত পোস্ট....

09/06/2024

স্মার্ট ভূমি সেবা সাপ্তাহে সিংগাইর উপজেলা প্রেসক্লাবের আহবায়ক সাংবাদিক মোবারক হোসেনের চমৎকার একটি বক্তব্য

09/06/2024

সিঙ্গাইরের চারিগ্রামে বিট পুলিশিং সভা (সরাসরি)

একজন বাংলাদেশি পরিদর্শক জাপানে পরিদর্শনে গিয়ে তাদের দেশের প্রযুক্তি, দেশ পরিচালনা ও গোছানো সিস্টেম দেখে আবেগে আপ্লুত হয়ে...
07/06/2024

একজন বাংলাদেশি পরিদর্শক জাপানে পরিদর্শনে গিয়ে তাদের দেশের প্রযুক্তি, দেশ পরিচালনা ও গোছানো সিস্টেম দেখে আবেগে আপ্লুত হয়ে জাপানি কর্মকর্তাকে জিজ্ঞাসা করলো:
আপনারা এতো স্মার্ট ও সুন্দর দেশ কিভাবে গড়লেন?

জাপানি কর্মকর্তা উত্তর দিলেন: আসলে আপনারা আমাদের থেকে বেশি স্মার্ট, এজন্য।

বাংলাদেশি পরিদর্শক: আমরা বেশি স্মার্ট হলে তোমাদের দেশ ও সিস্টেম আমাদের দেশের থেকে স্মার্ট কিভাবে?

জাপানি কর্মকর্তা: আমাদের দেশে ১০ জনে ১ জন স্মার্ট আর ৯ জনই অযোগ্য, কম বুদ্ধিসম্পন্ন । কিন্তু আপনাদের দেশে ১০ জনে ৯ জনই স্মার্ট আর ১ জন হয় অযোগ্য, কম বুদ্ধিসম্পন্ন।
তফাৎ শুধু এতটুক– আপনারা ১ জন অযোগ্যকে লিডার বানিয়ে ৯ জন স্মার্ট মানুষকে তার আন্ডারে কাজ করতে বলেন। আর আমরা ১ জন স্মার্ট মানুষকে লিডার বানিয়ে ৯ জন অযোগ্য, কম বুদ্ধিসম্পন্ন মানুষকে তার আন্ডারে কাজ করতে দিই।

06/06/2024

চলে এলাম প্রেমনগর....

01/06/2024

নিজের অপহরণ সম্পর্কে যে তথ্য দিলেন দোহারের জয়পাড়ার স্বর্ণ ব্যবসায়ী সুমন হালদার

30/05/2024

ঘূর্ণিঝড় রেমেলের প্রভাবে অপূরণীয় ক্ষতি কৃষকের

29/05/2024

জয়রা ভোট কেদ্র, মানিকগঞ্জ। আনসার সদস্য কি ভোট কিভাবে দিতে হয় দেখিয়ে দিচ্ছেন, নাকি ভোট দিয়ে দিচ্ছেন বুঝা গেল না।

২৯/০৫/২০২৪

27/05/2024

বাড়িতে বসে বৃষ্টি উপভোগ...

অভিযোগ বলধরা ইউনিয়নের সচিব ও ৬নং ওয়ার্ডের মেম্ববারের বিরুদ্ধে....
25/05/2024

অভিযোগ বলধরা ইউনিয়নের সচিব ও ৬নং ওয়ার্ডের মেম্ববারের বিরুদ্ধে....

কে কে অনেকদিন মুখ খারাপ করেন নাই, আসুন আরেকটু সংযত হই!🙂😀
25/05/2024

কে কে অনেকদিন মুখ খারাপ করেন নাই, আসুন আরেকটু সংযত হই!🙂😀

22/05/2024

ওয়াও....বৃষ্টি

22/05/2024

সিংগাইর মাঠে বসে বৃষ্টি উপভোগ

21/05/2024

আমাদের সিঙ্গাইর উপজেলা প্রেসক্লাব

21/05/2024

কেন জানি মনে হচ্ছে ইরানের প্রেসিডেন্টকে হত্যা করা হয়েছে। সুকৌশলে কাজটি করা হয়েছে। কাসেম সোলায়মানির হত্যার কথা শিকার করলেও, গতকালের ঘটনাটা দায় নিচ্ছেনা কেউ। এটাও হতে পারে একটা কৌশল।

Address

Gobindhal, Singair
Manikganj
1820

Alerts

Be the first to know and let us send you an email when Jashim Uddin Sarkar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Jashim Uddin Sarkar:

Videos

Share