Shrabon Prokashani

Shrabon Prokashani শ্রাবণ প্রকাশনীর বইয়ের খবর

একুশে বইমেলায় সকল বন্ধুদের শ্রাবণ প্রকাশনীর স্টলে আমন্ত্রণ!www.shrabonprokashani.com
04/01/2024

একুশে বইমেলায় সকল বন্ধুদের শ্রাবণ প্রকাশনীর স্টলে আমন্ত্রণ!
www.shrabonprokashani.com

আজ বইবাড়ির আজীবন সদস্য শিপ্রা বোস- এর শুভ জন্মদিন বইবাড়ির শ্রদ্ধা
30/12/2023

আজ বইবাড়ির আজীবন সদস্য শিপ্রা বোস- এর শুভ জন্মদিন
বইবাড়ির শ্রদ্ধা

শ্রাবণ প্রকাশনীর নতুন বই কিনুন রকমারিডটকম থেকেhttps://rokomari.com/book/364907/jatiyo-sangsade জাতীয় সংসদেজুনাইদ আহমেদ প...
29/12/2023

শ্রাবণ প্রকাশনীর নতুন বই কিনুন রকমারিডটকম থেকে
https://rokomari.com/book/364907/jatiyo-sangsade

জাতীয় সংসদে
জুনাইদ আহমেদ পলক
প্রথম প্রকাশ : ডিসেম্বর ২০২৩
মূল্য : ৫০০/-
পৃষ্ঠা : ৪০৮
প্রকাশনী : শ্রাবণ প্রকাশনী
ISBN : 978-984-97840-9-8
Price : Taka 500 only

জাতীয় সংসদ একটি গণতান্ত্রিক দেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ। সার্বভৌম ক্ষমতাবলে সংসদ একটি সভ্য ও অগ্রসর জাতির জন্য যুগোপযোগী আইন প্রণয়ন করে। যেখানে চূড়ান্ত হয় সরকারের আয়-ব্যয়ের খতিয়ান। এছাড়া নানা গুরুত্বপূর্ণ বিষয়ে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সদস্যগণ তাদের সুচিন্তিত মতামত তুলে ধরেন। চলে যুক্তি, তর্ক, যা একটি দেশে সংসদীয় গণতন্ত্র অনুশীলনের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে ধারণ করে যে কয়েকজন তরুণ প্রাণ জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বির্নিমাণে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন তাদের মধ্যে অন্যতম জুনাইদ আহমেদ পলক। শেখ হাসিনার তরুণ এই তুর্কি তাঁর প্রজ্ঞা, কর্মদক্ষতা ও উদ্ভাবনী চিন্তায় বঙ্গবন্ধুর বাংলাদেশকে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছেন। ২০০৮ সালে চলনবিল অধ্যুষিত নাটোরের সিংড়া উপজেলা নিয়ে গঠিত নাটোর-৩ আসনে মানুষের ভোটে সংসদ সদস্য নির্বাচিত হয়ে মহান জাতীয় সংসদে যোগ দেওয়ার সুযোগ পান জুনাইদ আহমেদ পলক। উল্লেখ করা যেতে পারে, ২০০৯ সালে শুরু হওয়া নবম জাতীয় সংসদে তিনি ছিলেন দেশের সর্বকনিষ্ঠ সংসদ সদস্য। এরপর থেকেই অত্যন্ত সাবলীল, জ্ঞানগর্ভ ও দূরদৃষ্টিসম্পন্ন বক্তব্য ও বিশ্লেষণ তুলে ধরে শুধু সংসদেই নয়, পুরো দেশবাসীর মনোযোগ আকর্ষণ করেছেন জুনাইদ আহমেদ পলক। পরিণত হয়েছেন তারুণ্যের ‘আইকন’ হিসেবে।
সাবেক এই ছাত্রলীগ নেতা সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের একজন একনিষ্ঠ অনুসারী। আর তাই পবিত্র সংসদে যে তিনি বাংলার অবিসংবাদিত নেতার প্রতি অবনত ও শ্রদ্ধাশীল থেকে তাঁর বক্তব্য তুলে ধরেছেন।
একজন তরুণ, পরিশ্রমী ও প্রজ্ঞাবান সংসদ সদস্য হিসেবে জুনাইদ আহমেদ পলক জাতীয় সংসদে যে অবদান রেখে চলেছেন তা এক কথায় অতুলনীয়। সংসদে বক্তব্য, যুক্তি উপস্থাপন, আলোচনা বা প্রশ্নের উত্তরে তাঁর বিনয়, শব্দচয়ন, বাচনভঙ্গি ও জ্ঞানের গভীরতায় তিনি এক মাইলফলক তৈরি করেছেন। এই বইয়ের পাতায় পাতায় রয়েছে তার সেই সব কথা।

জুনাইদ আহমেদ পলকের পরিচিতি

একজন আইনজীবী এবং রাজনীতিবিদ। তিনি ২০০৮ সালের ডিসেম্বরে অনুষ্ঠিত সংসদ নির্বাচনে রাজশাহী বিভাগের নাটোর জেলার সিংড়া উপজেলা থেকে বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচিত সর্বকনিষ্ঠ সংসদ সদস্য। তিনি ২০১৪ সালের জানুয়ারি ও ২০১৮ ডিসেম্বরে অনুষ্ঠিত সংসদ নির্বাচনে বিপুলভোটে জয়লাভ করে সংসদ সদস্য নির্বাচিত হন। সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।
জুনাইদ আহমেদ পলক ১৯৮০ সালের ১৭ মে নাটোর জেলার সিংড়া উপজেলার সেরকোল তেলিগ্রাম-এ জন্মগ্রহণ করেন। তাঁর বাবার নাম ফয়েজ উদ্দিন এবং মায়ের নাম জামিলা আহমেদ। তিনি ১৯৯৫ সালে সিংড়া দমদমা পাইলট উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি ও ১৯৯৭ সালে রাজশাহী ওল্ড ডিগ্রি কলেজ (বর্তমানে রাজশাহী কলেজ নামে পরিচিত) থেকে এইচএসসি পাস করেন। পরবর্তীতে ঢাকা কলেজ হতে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে এল.এল.বি ডিগ্রি অর্জন করে বাংলাদেশ সুপ্রিম কোর্টে আইন পেশায় নিয়োজিত হন। তাঁর স্ত্রীর নাম আরিফা জেসমিন (কনিকা)। এ দম্পতির তিন সন্তান। তাঁরা হলো অপূর্ব জুনাইদ, অর্জন জুনাইদ এবং অনির্বাণ জুনাইদ।
বাবা মরহুম ফয়েজ উদ্দিনের পদাঙ্ক অনুসরণ করে জুনাইদ আহমেদ পলক বিশ বছর বয়সে আওয়ামী লীগের একজন- সদস্য হিসেবে রাজনীতিতে যোগ দেন। ২৮ বছর বয়সে ২০০৮ সালে সিংড়া নির্বাচনী এলাকা থেকে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন পান।
২০১৬ সালের মার্চে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম জুনাইদ আহমেদ পলককে ‘ইয়াং গ্লোবাল লিডার ২০১৬’ হিসেবে মনোনীত করে। ৪০ বছরের কম বয়সী তরুণদের নাম প্রকাশ করে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম। দক্ষিণ এশিয়া অঞ্চলের মধ্যে তাকে মনোনয়ন দেওয়া হয়। তিনি Young Bangla এবং CRI-এর উদ্যোগ ও কার্যক্রমের সাথে সক্রিয়ভাবে যুক্ত। ২০১৮ সালে বৈশ্বিক নীতিনির্ধারণী সংস্থা অ্যাপলিটিক্যাল-এর প্রকাশিত ডিজিটাল গভর্নমেন্টে বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তিত্বের তালিকায় স্থান পান জুনাইদ আহমেদ পলক।

সংবাদ বিজ্ঞপ্তীপ্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক-এর নতুন বই প্রকাশ কছে শ্রাবণ প্রকাশনী জাতীয় সংসদেজুনাইদ আহমেদ পলকপ্রথম প্রক...
29/12/2023

সংবাদ বিজ্ঞপ্তী
প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক-এর নতুন বই প্রকাশ কছে শ্রাবণ প্রকাশনী

জাতীয় সংসদে
জুনাইদ আহমেদ পলক
প্রথম প্রকাশ : ডিসেম্বর ২০২৩
মূল্য : ৫০০/-
পৃষ্ঠা : ৪০৮
প্রকাশনী : শ্রাবণ প্রকাশনী
ISBN : 978-984-97840-9-8
Price : Taka 500 only

জাতীয় সংসদ একটি গণতান্ত্রিক দেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ। সার্বভৌম ক্ষমতাবলে সংসদ একটি সভ্য ও অগ্রসর জাতির জন্য যুগোপযোগী আইন প্রণয়ন করে। যেখানে চূড়ান্ত হয় সরকারের আয়-ব্যয়ের খতিয়ান। এছাড়া নানা গুরুত্বপূর্ণ বিষয়ে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সদস্যগণ তাদের সুচিন্তিত মতামত তুলে ধরেন। চলে যুক্তি, তর্ক, যা একটি দেশে সংসদীয় গণতন্ত্র অনুশীলনের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে ধারণ করে যে কয়েকজন তরুণ প্রাণ জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বির্নিমাণে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন তাদের মধ্যে অন্যতম জুনাইদ আহমেদ পলক। শেখ হাসিনার তরুণ এই তুর্কি তাঁর প্রজ্ঞা, কর্মদক্ষতা ও উদ্ভাবনী চিন্তায় বঙ্গবন্ধুর বাংলাদেশকে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছেন। ২০০৮ সালে চলনবিল অধ্যুষিত নাটোরের সিংড়া উপজেলা নিয়ে গঠিত নাটোর-৩ আসনে মানুষের ভোটে সংসদ সদস্য নির্বাচিত হয়ে মহান জাতীয় সংসদে যোগ দেওয়ার সুযোগ পান জুনাইদ আহমেদ পলক। উল্লেখ করা যেতে পারে, ২০০৯ সালে শুরু হওয়া নবম জাতীয় সংসদে তিনি ছিলেন দেশের সর্বকনিষ্ঠ সংসদ সদস্য। এরপর থেকেই অত্যন্ত সাবলীল, জ্ঞানগর্ভ ও দূরদৃষ্টিসম্পন্ন বক্তব্য ও বিশ্লেষণ তুলে ধরে শুধু সংসদেই নয়, পুরো দেশবাসীর মনোযোগ আকর্ষণ করেছেন জুনাইদ আহমেদ পলক। পরিণত হয়েছেন তারুণ্যের ‘আইকন’ হিসেবে।
সাবেক এই ছাত্রলীগ নেতা সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের একজন একনিষ্ঠ অনুসারী। আর তাই পবিত্র সংসদে যে তিনি বাংলার অবিসংবাদিত নেতার প্রতি অবনত ও শ্রদ্ধাশীল থেকে তাঁর বক্তব্য তুলে ধরেছেন।
একজন তরুণ, পরিশ্রমী ও প্রজ্ঞাবান সংসদ সদস্য হিসেবে জুনাইদ আহমেদ পলক জাতীয় সংসদে যে অবদান রেখে চলেছেন তা এক কথায় অতুলনীয়। সংসদে বক্তব্য, যুক্তি উপস্থাপন, আলোচনা বা প্রশ্নের উত্তরে তাঁর বিনয়, শব্দচয়ন, বাচনভঙ্গি ও জ্ঞানের গভীরতায় তিনি এক মাইলফলক তৈরি করেছেন। এই বইয়ের পাতায় পাতায় রয়েছে তার সেই সব কথা।

জুনাইদ আহমেদ পলকের পরিচিতি

একজন আইনজীবী এবং রাজনীতিবিদ। তিনি ২০০৮ সালের ডিসেম্বরে অনুষ্ঠিত সংসদ নির্বাচনে রাজশাহী বিভাগের নাটোর জেলার সিংড়া উপজেলা থেকে বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচিত সর্বকনিষ্ঠ সংসদ সদস্য। তিনি ২০১৪ সালের জানুয়ারি ও ২০১৮ ডিসেম্বরে অনুষ্ঠিত সংসদ নির্বাচনে বিপুলভোটে জয়লাভ করে সংসদ সদস্য নির্বাচিত হন। সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।
জুনাইদ আহমেদ পলক ১৯৮০ সালের ১৭ মে নাটোর জেলার সিংড়া উপজেলার সেরকোল তেলিগ্রাম-এ জন্মগ্রহণ করেন। তাঁর বাবার নাম ফয়েজ উদ্দিন এবং মায়ের নাম জামিলা আহমেদ। তিনি ১৯৯৫ সালে সিংড়া দমদমা পাইলট উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি ও ১৯৯৭ সালে রাজশাহী ওল্ড ডিগ্রি কলেজ (বর্তমানে রাজশাহী কলেজ নামে পরিচিত) থেকে এইচএসসি পাস করেন। পরবর্তীতে ঢাকা কলেজ হতে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে এল.এল.বি ডিগ্রি অর্জন করে বাংলাদেশ সুপ্রিম কোর্টে আইন পেশায় নিয়োজিত হন। তাঁর স্ত্রীর নাম আরিফা জেসমিন (কনিকা)। এ দম্পতির তিন সন্তান। তাঁরা হলো অপূর্ব জুনাইদ, অর্জন জুনাইদ এবং অনির্বাণ জুনাইদ।
বাবা মরহুম ফয়েজ উদ্দিনের পদাঙ্ক অনুসরণ করে জুনাইদ আহমেদ পলক বিশ বছর বয়সে আওয়ামী লীগের একজন- সদস্য হিসেবে রাজনীতিতে যোগ দেন। ২৮ বছর বয়সে ২০০৮ সালে সিংড়া নির্বাচনী এলাকা থেকে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন পান।
২০১৬ সালের মার্চে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম জুনাইদ আহমেদ পলককে ‘ইয়াং গ্লোবাল লিডার ২০১৬’ হিসেবে মনোনীত করে। ৪০ বছরের কম বয়সী তরুণদের নাম প্রকাশ করে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম। দক্ষিণ এশিয়া অঞ্চলের মধ্যে তাকে মনোনয়ন দেওয়া হয়। তিনি Young Bangla এবং CRI-এর উদ্যোগ ও কার্যক্রমের সাথে সক্রিয়ভাবে যুক্ত। ২০১৮ সালে বৈশ্বিক নীতিনির্ধারণী সংস্থা অ্যাপলিটিক্যাল-এর প্রকাশিত ডিজিটাল গভর্নমেন্টে বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তিত্বের তালিকায় স্থান পান জুনাইদ আহমেদ পলক।

আসছে শ্রাবণ প্রকাশনীর বইয়ের দ্বিতীয় সংস্করণ একুশের বইমেলা ২০২৪ শে।নতুন সংস্করণের প্রচ্ছদ করেছেন খ্যাতিমান প্রচ্ছদ শিল্পী...
27/12/2023

আসছে শ্রাবণ প্রকাশনীর বইয়ের দ্বিতীয় সংস্করণ একুশের বইমেলা ২০২৪ শে।
নতুন সংস্করণের প্রচ্ছদ করেছেন খ্যাতিমান প্রচ্ছদ শিল্পী মাসুক হেলাল

আগামীকাল থেকেঢাকা বিশ্ববিদ্যালয়ে বণিক বার্তার বইমেলায়থাকছে শ্রাবণের স্টলwww.shrabonprokashani.com
25/12/2023

আগামীকাল থেকে
ঢাকা বিশ্ববিদ্যালয়ে বণিক বার্তার বইমেলায়
থাকছে শ্রাবণের স্টল
www.shrabonprokashani.com

শ্রাবণ প্রকাশনীর নতুন বই আসছে একুশে বইমেলা ২০২৪-এ!নারী চলচ্চিত্র নির্মাতাদেরজীবন ও কর্ম নিয়ে পেপারব্যাক সিরিজ-১সময়ের গুর...
21/12/2023

শ্রাবণ প্রকাশনীর নতুন বই আসছে একুশে বইমেলা ২০২৪-এ!

নারী চলচ্চিত্র নির্মাতাদের
জীবন ও কর্ম নিয়ে পেপারব্যাক সিরিজ-১
সময়ের গুরুত্বর্পূণ চলচ্চিত্র নির্মাতা অপর্ণা সেন

সৈয়দা নিগার বানু
মূল্য ১৩৪ টাকা!

শ্রাবণ প্রকাশনীর নতুন বই আসছে একুশে বইমেলা ২০২৪-এ!নারী চলচ্চিত্র নির্মাতাদেরজীবন ও কর্ম নিয়ে পেপারব্যাক সিরিজ-২সিনেমা এক...
21/12/2023

শ্রাবণ প্রকাশনীর নতুন বই আসছে একুশে বইমেলা ২০২৪-এ!

নারী চলচ্চিত্র নির্মাতাদের
জীবন ও কর্ম নিয়ে পেপারব্যাক সিরিজ-২
সিনেমা এক আজব কারখানা : শবনম ফেরদৌসী
সৈয়দা নিগার বানু
মূল্য ১৩৪ টাকা!

২৬-২৮ ডিসেম্বর, ২০২৩, ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যবসায় শিক্ষা অনুষদ প্রাঙ্গণে বণিক বার্তা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষ...
18/12/2023

২৬-২৮ ডিসেম্বর, ২০২৩, ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যবসায় শিক্ষা অনুষদ প্রাঙ্গণে বণিক বার্তা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের যৌথ আয়োজনে অনুষ্ঠিতব্য সপ্তম নন-ফিকশন বইমেলায় শ্রাবণ প্রকাশনী থাকবে আমাদের বই নিয়ে। মেলা চলবে প্রতিদিন সকাল ১০ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত। মেলায় পাঠকদের জন্য থাকছে ২৫ শতাংশ ছাড়ে বই কেনার সুযোগ। এছাড়া, বই কিনলেই থাকছে র‍্যাফেল ড্রয়ে আকর্ষণীয় পুরষ্কার। থাকছে আরো নানা আয়োজন। নন-ফিকশন বইমেলায় পাঠকদের আমন্ত্রণ।''

আজ বইবাড়ির ২০৪ তম আজীবন সদস্য  হয়েছেন Reza Karim ভাই ! বইবাড়িতে আপনাকে স্বাগতম ও অভিনন্দন
10/12/2023

আজ বইবাড়ির ২০৪ তম আজীবন সদস্য হয়েছেন Reza Karim ভাই ! বইবাড়িতে আপনাকে স্বাগতম ও অভিনন্দন

আজ শ্রাবণ বইগাড়িরপঞ্চম বছর পূর্তিসবাইকে শুভেচ্ছা আমাদের পাশে থাকবার জন্য
07/12/2023

আজ
শ্রাবণ বইগাড়ির
পঞ্চম বছর পূর্তি
সবাইকে শুভেচ্ছা আমাদের পাশে থাকবার জন্য

আজ বইবাড়ির বন্ধু খ্যাতিমান আবৃত্তি শিল্পী রূপা চক্রবর্তীর শুভ জন্মদিনবইবাড়ির শুভেচ্ছা
04/12/2023

আজ বইবাড়ির বন্ধু খ্যাতিমান আবৃত্তি শিল্পী রূপা চক্রবর্তীর শুভ জন্মদিন
বইবাড়ির শুভেচ্ছা

শুভ জন্মদিন প্রিয় বাংলা একাডেমি(১৯৫৫-২০২৩) বইবাড়ির শুভেচ্ছাছবি : কবি পিয়াস মজিদের তোলা
03/12/2023

শুভ জন্মদিন প্রিয় বাংলা একাডেমি
(১৯৫৫-২০২৩) বইবাড়ির শুভেচ্ছা

ছবি : কবি পিয়াস মজিদের তোলা

আজ খ্যাতিমান শিল্পী শিশু সংগঠক -শিল্পী কামরুল হাসান- এর শুভ জন্মদিন।বইবাড়ির শ্রদ্ধাঞ্জলি(জন্ম: কলকাতা, ২ ডিসেম্বর ১৯২১, ...
02/12/2023

আজ খ্যাতিমান শিল্পী শিশু সংগঠক -শিল্পী কামরুল হাসান- এর শুভ জন্মদিন।
বইবাড়ির শ্রদ্ধাঞ্জলি
(জন্ম: কলকাতা, ২ ডিসেম্বর ১৯২১, মৃত্যু: ঢাকা, ২ ফেব্রুয়ারি ১৯৮৮)।

আমাদের সকলের প্রিয় সাদেকা হালিম আপা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নবনির্বাচিত ভিসি হয়েছেন! বইবাড়ির আজীবন সদস্য সাদেকা আপার জন্...
30/11/2023

আমাদের সকলের প্রিয় সাদেকা হালিম আপা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নবনির্বাচিত ভিসি হয়েছেন! বইবাড়ির আজীবন সদস্য সাদেকা আপার জন্য অভিনন্দন

একুশে বইমেলা ২০২৪!আসছে শ্রাবণ প্রকাশনীর নতুন বইঅধ্যাপক ড. নজরুল ইসলাম খান-এর কবিতার বইপিছু হটে অভিমান
25/11/2023

একুশে বইমেলা ২০২৪!
আসছে শ্রাবণ প্রকাশনীর নতুন বই
অধ্যাপক ড. নজরুল ইসলাম খান-এর কবিতার বই
পিছু হটে অভিমান

একুশে বইমেলা ২০২৪!আসছে শ্রাবণ প্রকাশনীর নতুন বইঅধ্যাপক ড. নজরুল ইসলাম খান-এর আত্মজীবনীমুছে যাওয়া দিনগুলো
23/11/2023

একুশে বইমেলা ২০২৪!
আসছে শ্রাবণ প্রকাশনীর নতুন বই
অধ্যাপক ড. নজরুল ইসলাম খান-এর আত্মজীবনী
মুছে যাওয়া দিনগুলো

16/11/2023

স্বাস্থ্যকর খাদ্যতালিকা নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ফ্যাক্ট-শিট

নবজাতক ও কমবয়সী শিশুদের জন্যঃ
শিশুর জীবনের প্রথম ২ বছরে সঠিক বৃদ্ধি এবং জ্ঞানভিত্তিক বিকাশ ঘটায় সর্বোত্তম পুষ্টি। পরবর্তী জীবনে এটি অতিরিক্ত ওজন বা স্থূল হয়ে ওঠা এবং অসংক্রমণজনিত রোগের ঝুঁকিও কমায়।

নবজাতক এবং শিশুদের জন্য স্বাস্থ্যকর খাদ্যতালিকার যে পরামর্শ দেয়া হয় তা প্রাপ্তবয়স্কদের মতই। তবে নিম্নোক্ত উপাদানগুলিও গুরুত্বপূর্ণঃ

• জন্মের পর প্রথম ৬ মাস নবজাতকদের শুধু বুকের দুধ খাওয়াতে হবে।
• ২ বছর বা তার বেশি বয়স পর্যন্ত অব্যাহতভাবে নবজাতকদের বুকের দুধ খাওয়াতে হবে।
• ৬ মাস বয়স থেকে বুকের দুধের সাথে বিভিন্ন ধরনের নিরাপদ ও পর্যাপ্ত পুষ্টিকর খাবার পরিপূরক হিসেবে খাওয়ানো উচিত। পরিপূরক খাবারগুলিতে লবণ এবং চিনি মেশানো উচিত নয়।

ছবিসূত্রঃ ইউনিসেফ/Unicef

15/11/2023

স্কুল শিক্ষকদের বেতন বাড়াতে হবে সমাজিক সন্মান দিতে হবে। একটি সুন্দর দেশের জন্য প্রথমেই চাই একটি সুন্দর শিক্ষক সমাজ।
- বইবাড়ি

আসছে একুশে বইমেলায় শ্রাবণ প্রকাশনীর নতুন বই 'বাঘ-বিধবাদের কথা' লিখেছেন শংকর কুমার মল্লিকদেবপ্রসাদ বিসমিল'বাঘ-বিধবা' শব্দ...
14/11/2023

আসছে একুশে বইমেলায় শ্রাবণ প্রকাশনীর নতুন বই
'বাঘ-বিধবাদের কথা'
লিখেছেন
শংকর কুমার মল্লিক
দেবপ্রসাদ বিসমিল

'বাঘ-বিধবা' শব্দ বন্ধ শুধু মাত্র সুন্দরবন উপকূল মানুষের জন্য প্রযোজ্য। সুন্দরবন এলাকায় ১০০ ভাগ মানুষ বনজীবী। বাড়ির সবচেয়ে উপার্যনক্ষম ব্যক্তি যান জঙ্গলে। আর যখন দুর্ঘটনা ঘটে তখন তাদের স্ত্রীরা পড়েন অকুলপাথারে। সামাজিক ও পারিবারিক নানা সমস্যার মুখে পড়তে হয় এই বিধবাকে। মাঝেমধ্যে এদের একঘরে করে দেওয়া হয়। বেশিরভাগ ক্ষেত্রে শ্বশুর বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়। এই বিধবার উল্লেখযোগ্য সংখ্যকের অন্তঃসত্ত্বা, কারো ৬ মাস-১বছরের শিশুকে এবং একাধিক সন্তান নিয়ে এক দীর্ঘ জীবন যুদ্ধে অবতীর্ন হতে হয়।
শ্যামনগর, সাতক্ষীরা; কয়রা, খুলনা; শরনখোলা, বাগেরহাট ; মোংলা, বাগেরহাট, চাঁদখালী, পাইকগাছা (সুন্দরবন সংলগ্ন সব এলাকা) ১০১ জন বাঘ-বিধবার ছবি সহ, সাক্ষাৎকার ভিত্তিক জীবনের গল্প এখানে থাকছে।

“অজ্ঞতা যেখানে যতো বেশি সেখানে অসহিষ্ণুতা এবং নিষ্ঠুরতা ততো বেশি।”-ভলতেয়ারwww.shrabonprokashani.com
12/11/2023

“অজ্ঞতা যেখানে যতো বেশি সেখানে অসহিষ্ণুতা এবং নিষ্ঠুরতা ততো বেশি।”
-ভলতেয়ার
www.shrabonprokashani.com

“দুনিয়ায় সব নেতাদের সংগীত শিখিয়ে দাও।কেননা গানওয়ালারা কোনোদিন যুদ্ধ লাগায় না।”– ওস্তাদ বিসমিল্লাহ খাঁনwww.shrabonpr...
12/11/2023

“দুনিয়ায় সব নেতাদের সংগীত শিখিয়ে দাও।
কেননা গানওয়ালারা কোনোদিন যুদ্ধ লাগায় না।”
– ওস্তাদ বিসমিল্লাহ খাঁন
www.shrabonprokashani.com

৫ হাজার টাকার শ্রাবণ প্রকশনীর বই কিনে বইবাড়ির আজীবন সদস্য হোনআপনি শ্রাবণ প্রকাশনীর বই ৫০% ছাড়ে ৫ হাজার টাকার কিনে বইবাড়ি...
08/11/2023

৫ হাজার টাকার শ্রাবণ প্রকশনীর বই কিনে বইবাড়ির আজীবন সদস্য হোন
আপনি শ্রাবণ প্রকাশনীর বই ৫০% ছাড়ে ৫ হাজার টাকার কিনে বইবাড়ির আজীবন সদস্য হোচ্ছেন মানে বইবাড়ির কাজ একটু একটু করে এগুচ্ছে। সদস্য হওয়ার পরে দেশের ১০০ প্রতিষ্ঠিত প্রকাশনীর বইও পাবেন আজীবন ৩৫-৪০% ছাড়ে! মানিকগঞ্জের জাগীর ইউনিয়নে আমরা কাজ শুরু করেছি। বইবাড়ি নেটওয়ার্ক বন্ধুরা থাকুন বইবাড়ির পাশে… যোগাযোগ 01715751117
শ্রাবণ প্রকাশনীর সকল বইয়ের তালিকা
মুক্তিযুদ্ধবিষয় বই
উনিশ শ’ একাত্তর : স্মৃতিতে-কথায়-লেখায়, সম্পাদনা : আফসান চৌধুরী, মূল্য : ৫০০/- Glory and Despair The Politics of Tajuddin Ahmed by Syed Badrul Ahsan Price: 800/- Chariot of Life : Liberation War Politics and Sojourn in Jail by Tawfiq-e-Elahi Chowdhury, Price: 1200/- Father of the Nation by Mohammad Nurul Huda, Price: 250/- THE SPIRIT OF 1971 : A Memoir of Dr. Mohmmed Fazle Rabbeeby by Dr. Nusrat Rabbee Price: 700/- WAR HEROINES SPEAK : The R**e of Bangladeshi woman in 1971 War of Independence from Ami Birangona Bolchi by Dr. Nillima Ibrahim, Translated by Dr. Nusrat Rabbee Price: 700/-
জীবনের জয়রথ : মুক্তিযুদ্ধ, রাজনীতি ও জেল জীবন, তৌফিক-ই-ইলাহী চৌধুরী বীর বিক্রম, মূল্য : ৮০০/- ভাসানীর কথা, সম্পাদনা : আজাদ খান ভাসানী, মূল্য : ৩০০/- ফিরে দেখা একাত্তর, আবু সাঈদ খান, মূল্য : ৩৫০/- সাক্ষাৎকার : বীরাঙ্গনার জীবনযুদ্ধ, উদিসা ইসলাম, মূল্য : ২৫০/- সায়মন ড্রিং ও অন্যান্যের একাত্তর, রাহাত মিনহাজ, মূল্য : ৩০০/- রনো ও অ্যান্যের একাত্তর, মো. মিনহাজ উদ্দীন, মূল্য : ২৫০ ’৭১-এর ছেলেবেলা, মানিক মোহাম্মদ রাজ্জাক, মূল্য : ৪৫০/- ১৯৭১ : সাত ভাইয়ের স্বাধীনতা সংগ্রাম, নাসির আহমেদ, সম্পাদনা: মানিক মোহাম্মদ রাজ্জাক, মূল্য : ৩০০ টাকা একাত্তরের গল্প গাথা, সুদীপ্তা ঘোষ, মূল্য : ২০০/- বোহেমিয়ান যুদ্ধজীবন (কিশোর-কিশোরী উপযোগী ব্যতিক্রমধর্মী ভ্রমণ ও মুক্তিযুদ্ধের বই), কপিল ঘোষ, মূল্য : ২০০/-
বঙ্গবন্ধুবিষয়ক বই
SHEIKH MUJIBUR RAHMAN AND BANGLADESH The quest for a state (1937-1971), by Afsan Chowdhury, Price : 800/- মুজিববাদ, খোন্দকার মোহাম্মদ ইলিয়াস, মূল্য : ৮০০ টাকা নেতৃত্বে বঙ্গবন্ধু, সম্পাদনা : রাজীব পারভেজ, মূল্য : ১০০০ টাকা ১৯৭১ : বিদেশি গণমাধ্যম : বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ, মানিক মোহাম্মদ রাজ্জাক, মূল্য : ৬০০ টাকা বঙ্গবন্ধু শতবর্ষে শতস্মৃতি, সম্পাদক : প্রণব সাহা, মূল্য : ৫০০ টাকা বঙ্গবন্ধুর রাজনৈতিক আদর্শ ও গণমাধ্যম ভাবনা, শেখ আদনান ফাহাদ, মূল্য : ১০০০ টাকা বিশ্বজয়ী বঙ্গবন্ধু, অম্লান দেওয়ান, মূল্য : ২৫০ টাকা বঙ্গবন্ধু হত্যাকাণ্ড : সামরিক ও গোয়েন্দা ব্যর্থতার প্রামাণ্য দলিল, জাহিদ নেওয়াজ খান, মূল্য : ১৫০ /- বঙ্গবন্ধু হত্যাকাণ্ড : কি চেয়েছিল ভুট্টোর পাকিস্তান? নিবন্ধ : স্মৃতিকথা : সাক্ষাৎকার, রাহাত মিনহাজ, মূল্য : ২০০ /- ১৯৭১ : তাজউদ্দীন, মুজিব বাহিনী ও অন্যান্য, রাহাত মিনহাজ, মূল্য : ২০০ /- হক-ভাসানী-সোহরাওয়ার্দী-মুজিব, রামেন্দ্র চৌধুরী, মূল্য : ৪০০ /- বঙ্গবন্ধু থেকে বিশ্ববন্ধু, মাইনুল হুসাইন রাজন, মূল্য : ২৭৫ /- কবিতায় বঙ্গবন্ধু : জন্মশতবর্ষে আবৃত্তির ১০০ কবিতা, সম্পাদনা : নাজমুল আহসান, মূল্য : ৩২০ /- খোকার জীবনে রেণু, মো. সাখাওয়াত হোসেন, মূল্য : ৩০০ /- নারীর ক্ষমতায়নে বঙ্গবন্ধু, সুমন্ত গুপ্ত, মূল্য : ১৫০/- নভেম্বর ক্যু ’৭৫ : অন্ধকার সময়ের সংবাদচিত্র, মো. মিনহাজ উদ্দীন, মূল্য : ৩০০/- ইতিহাসের মহানায়ক বঙ্গবন্ধু, মোস্তফা কামাল, মূল্য : ৩০০/- বঙ্গবন্ধুর অসমাপ্ত দ্বিতীয় বিপ্লব, জয়দুল হোসেন, মূল্য : ২০০/- Father of the Nation, Mohammad Nurul Huda, Price: 250/- এই চিঠি বঙ্গবন্ধুকে লেখা, সংগ্রাহ ও সম্পাদনা : ম্ইানুল হুসাইন রাজন, মূল্য : ১৯০/- শেখ মুজিবের বজ্রকণ্ঠ ডাক, বিমল গুহ, মূল্য : -১০০/- ছোটদের বঙ্গবন্ধুর ছড়া, (পেপার ব্যাক), লুৎফর রহমান রিটন, মূল্য : ৩৫/- আমাদের জাতির পিতা, (পেপার ব্যাক), অমল সাহা, মূল্য : ৩৫/- সোনার ছেলে খোকা, লুৎফর রহমান রিটন, মূল্য : ৮৫/- আমার ছড়ায় বঙ্গবন্ধু (পেপার ব্যাক), আনজীর লিটন, মূল্য : ৩৫/- শিশুর বন্ধু বঙ্গবন্ধু, আসলাম সানী, মূল্য : ৩৫/- শিশু-কিশোর জীবনী গ্রন্থমালা-১ আমাদের জাতির পিতা, অমল সাহা, মূল্য : ২০০ /-
শেখ হাসিনাবিষয়ক বই
দেশরত্ন শেখ হাসিনা : আস্থার অবিচল ঠিকানা, প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী, মূল্য : ২৫০/- প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ৯ বছর, সম্পাদনা : জয়ন্ত আচার্য, মূল্য : ২৫০/- কূটনৈতিক সাফল্যের চূড়ায় : শেখ হাসিনা, রাজীব পারভেজ, মূল্য : ২৮০/-
অন্যান্য বই
শ্রেষ্ঠ কবতিা, জীবনানন্দ দাশ, মূল্য : ৩৫০/- সুকান্তসমগ্র, সুকুমার রায়, মূল্য : ৩০০/- ভি.আই. লেনিন : লেনিনের, নির্বাচিত রচনাসংগ্রহ-১, অনুবাদ : শেখর রহিম, মূল্য : ৫৫০/- ভি.আই. লেনিন : লেনিনের, নির্বাচিত রচনাসংগ্রহ-৩, অনুবাদ : শেখর রহিম, মূল্য : ৪৫০/- দর্শন : একটি সংক্ষিপ্ত প্রাথমিক পাঠ, মূল তেলেগু, রঙ্গনায়াকামা, অনুবাদক : শেখর রহিম, মূল্য : ৪৫০/- মার্কসবাদের সহজপাঠ : মূল তেলেগু : রঙ্গনায়াকামা, অনুবাদক : শেখর রহিম, মূল্য : ৭০০/- বিপ্লবী পার্টি গঠনে লেনিনীয় শিক্ষা, শেখর রহিম, মূল্য : ৩০০/- পুঁজিবাদ এক ভৌতিক কাহিনী, অরুন্ধতী রায়, মূল্য : ৫০/- দ্য অ্যালকেমিস্ট, পাওলো কোয়েলো, অনুবাদ : তাহনিয়া রহমান চৌধুরী, মূল্য : ৪০০/- বুয়েট স্মৃতিকথা, মোহম্মদ শামছুজ্জামান, মূল্য : ৫০০/- শব্দ নামতা, মুনাওয়ার ছহুল, মূল্য : ২০০/- এই খুনের শহরে একদিন বৃষ্টি হবে, রবীন আহসান, মূল্য : ২০০/- জলবায়ুর দৃশ্যমান প্রভাব প্রেক্ষিত বাংলাদেশ, আলতাব হোসেন, মূল্য : ৩০০/- আমার সময় যাত্রা এবং মানুষের ভবিষ্যৎ, ইমতিয়াজ আরিফ, মূল্য : ২০০/- সুন্দরের টানে মঙ্গল শত্রু : সুন্দরবনাঞ্চলের ৫০ বছরের গল্প (১৯৭১-২০২১) প্রথম খণ্ড, কপিল ঘোষ, মূল্য : ৩৫০/- আমিও রোহিঙ্গা শিশু, মুহম্মদ নূরুল হুদা, মূল্য : ২৫০/- শওকত আলীর প্রবন্ধ, শওকত আলী, মূল্য : ২৯০/- বিকল্প থিয়েটার ও অবিরত চেনা ছবি, ড. আশিস গোস্বামী, মূল্য : ১০০/- নাইল ইলেভেন সৌদি আরব গোপন দলিল, সাইদুর রহমান, মূল্য : ১৮০/- টেলিভিশন সাংবাদিকতা, ড. মুসতাক আহমদ, মূল্য : ৩০০/- ভারতের বর্ণব্যবস্থা, বি.আর. আম্বেদকর, মূল্য : ৫০/- ৬-দফা বনাম পূর্ব বাংলার জাতীয় মুক্তি আন্দোলন, আবুল বাসার, মূল্য : ২৫০/- মুক্তিযুদ্ধের চেতনা ও তারেক মাসুদের চলচ্চিত্র, সম্পা : মফিজ ইমাম মিলন, মূল্য : ৪০০/- Reform Development Thinking, Mostafiæur Rahman, Price : 800/- Service Delivery of Urban Local Governments, Contemporary Practices in Bangladesh, Jannatul Ferdous/Md. Imranur Rahman, Price : 300/- Understanding Public Administration A Primer, Jannatul Ferdous, Price : 400/- STREAM OF THOUGHTS : PART-III, Dr. S A Malek, Price : 400/- Governance, Development and Diplomacy Bangladesh Perspective, Bashir Ahmed, Price : 500/- just not meant to be, Aleef Aladin Rahman, Price : 200/- Shrimp : Profit for Whom?, Gouranga Nandy, Price : 450 Tk, Bangladesh Public Financial Management THE SYSTEMS, REGULATIONS AND PROCEDURES, FIROZ AHMED Price: 900
ছোটদের বই
সুকুমার রায় ছড়া সমগ্র, সুকুমার রায়, মূল্য : ৩০০/- টুনটুনির বই, উপেন্দ্রকিশোর রায়চৌধুরী, মূল্ : ৩০০/- চাঁদের পাহাড়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, মূল্য : ৩০০/- গল্পচ্ছলে বিশ্ব পরিচয়, আতিকুল হোসাইন খান, মূল্য : ২৫০/- কিশোর উপন্যাস জেমাইমা : বিইট্রিক্স পটার, অনুবাদ : তাহনিয়া রহমান চৌধুরী, মূল্য : ৩০০ টাকা নাটকিন : বিইট্রিক্স পটার, অনুবাদ : তাহনিয়া রহমান চৌধুরী, মূল্য : ৩০০ টাকা টিমি : বিইট্রিক্স পটার, অনুবাদ : তাহনিয়া রহমান চৌধুরী, মূল্য : ৩০০ টাকা কালোভূত ভালোভূত, রবীন আহসান, মূল্য : ৩০০ টাকা মোবাইল ভূতের খোঁজে, কপিল ঘোষ, মূল্য : ২০০ টাকা
শ্রাবণ প্রকাশনীর প্রকাশিত বইয়ের তালিকা ২০২৩
বঙ্গবন্ধু বিষয়ক বঙ্গবন্ধু ও অসাম্প্রদায়িক বাংলাদেশ, ড. ইফতেখার উদ্দিন চৌধুরী, মূল্য : ৪০০ টাকা পশ্চিম পাকিস্তানে বঙ্গবন্ধুর বন্দি জীবন, মো. মিনহাজ উদ্দীন, মূল্য : ৩০০ টাকা বঙ্গবন্ধুর ভালোবাসার অপর নাম, দূরন্ত বিপ্লব, মূল্য : ৪০০ টাকা সাক্ষাৎকার মুখোমুখি মহিউদ্দিন : মো. মিনহাজ উদ্দীন, মূল্য : ৩০০ টাকা কথোপকথন : সবুজ ও অন্বেষা, বনানী বাবলি, মূল্য : ৪০০ টাকা উপন্যাস রাহুগ্রাস, গৌরাঙ্গ নন্দী, মূল্য : ৩০০ টাকা সাম্যের স্বপ্ন, আজিজুর রহমান আসাদ, মূল্য : ৬০০ টাকা কিশোর উপন্যাস জেমাইমা : বিইট্রিক্স পটার, অনুবাদ : তাহনিয়া রহমান চৌধুরী, মূল্য : ৩০০ টাকা নাটকিন : বিইট্রিক্স পটার, অনুবাদ : তাহনিয়া রহমান চৌধুরী, মূল্য : ৩০০ টাকা টিমি : বিইট্রিক্স পটার, অনুবাদ : তাহনিয়া রহমান চৌধুরী, মূল্য : ৩০০ টাকা কালোভূত ভালোভূত, রবীন আহসান, মূল্য : ৩০০ টাকা মোবাইল ভূতের খোঁজে, কপিল ঘোষ, মূল্য : ২০০ টাকা অর্থনীতি . কবিতা নির্জন শোভাযাত্রা, নাজমুল হাসান, মূল্য : ২৫০ টাকা ফিরে আর আসবে না তুমি, ড. নজরুল ইসলাম খান, মূল্য : ৫০০ টাকা অনুভবে অন্তহীন, হাসান সুজন, মূল্য : ৩০০ টাকা ফাগুনকে দেব অভিশাপ, ডা. মো আখতারুজ্জামান, মূল্য : ২৫০ টাকা অস্তগ্রামী সূর্যের মায়া, মনজুর কাদের, মূল্য : ২৫০ টাকা শূন্য আমার হৃদয়খানি, মো. জিয়াউল হক. মূল্য : ২৫০ টাকা তোমরা বিকশিত হও, নুরুন নাফা, মূল্য : ২৫০ টাকা সুখ-অসুখ, কাব্য সুমী সরকার, মূল্য : ২০০ টাকা নির্বাচিত উনপঞ্চাশ, শারাফাত হোসেন, মূল্য : ২৫০ টাকা মায়াভরা আঙিনার পথ, সুমনা গুপ্তা, মূল্য : ২০০ টাকা, পঁচাত্তরের ৩ নভেম্বর অংশগ্রহণকারী বৈমানিকদের বর্ণনায় বিমান বাহিনীর ভূমিকা
নাজমুল আহসান শেখ, মূল্য : ৩০০ টাকা , জাস্টিস ফর দুরন্ত বিপ্লব
সম্পাদনায়: শাশ্বতী বিপ্লব, মূল্য: ৬০০ টাকা, লুৎফু্ল্লাহ মাহমুদ দুঃস্বপ্নবাজ মূল্য ৩০০ টাকা। লুৎফু্ল্লাহ মাহমুদ প্রেম এম্বুলেন্স মূল্য ৩০০ টাকা।

আজ বইবাড়ির আজীন সদস্য সংবাদ উপস্থাপক শামীম আরা মুন্নীর শুভ জন্মদিন। বইবাড়ির শুভেচ্ছা
06/11/2023

আজ বইবাড়ির আজীন সদস্য সংবাদ উপস্থাপক শামীম আরা মুন্নীর শুভ জন্মদিন। বইবাড়ির শুভেচ্ছা

৫ হাজার টাকার শ্রাবণ প্রকশনীর বই কিনে বইবাড়ির আজীবন সদস্য হোনhttps://shrabonprokashani.com/boibari-shrabon-prokashani......
03/11/2023

৫ হাজার টাকার শ্রাবণ প্রকশনীর বই কিনে বইবাড়ির আজীবন সদস্য হোন

https://shrabonprokashani.com/boibari-shrabon-prokashani.../

আপনি শ্রাবণ প্রকাশনীর বই ৫০% ছাড়ে ৫ হাজার টাকার কিনে বইবাড়ির আজীবন সদস্য হোচ্ছেন মানে বইবাড়ির কাজ একটু একটু করে এগুচ্ছে। সদস্য হওয়ার পরে দেশের ১০০ প্রতিষ্ঠিত প্রকাশনীর বইও পাবেন আজীবন ৩৫-৪০% ছাড়ে! মানিকগঞ্জের জাগীর ইউনিয়নে আমরা কাজ শুরু করেছি। বইবাড়ি নেটওয়ার্ক বন্ধুরা থাকুন বইবাড়ির পাশে... যোগাযোগ 01715751117 শ্রাবণ প্রকাশনীর সকল বইয়ের তালিকা মুক্তিযুদ্ধবিষয় বই উনিশ শ’ একাত্তর : স্মৃতিতে-কথায়-লেখায়, সম্পাদনা : আফসান চৌধুরী, মূল্য : ৫০০/- Glory and Despair The Politics of Tajuddin Ahmed by Syed Badrul Ahsan Price: 800/- Chariot of Life : Liberation War Politics and Sojourn in Jail by Tawfiq-e-Elahi Chowdhury, Price: 1200/- Father of the Nation by Mohammad Nurul Huda, Price: 250/- THE SPIRIT OF 1971 : A Memoir of Dr. Mohmmed Fazle Rabbeeby by Dr. Nusrat Rabbee Price: 700/- WAR HEROINES SPEAK : The R**e of Bangladeshi woman in 1971 War of Independence from Ami Birangona Bolchi by Dr. Nillima Ibrahim, Translated by Dr. Nusrat Rabbee Price: 700/-
জীবনের জয়রথ : মুক্তিযুদ্ধ, রাজনীতি ও জেল জীবন, তৌফিক-ই-ইলাহী চৌধুরী বীর বিক্রম, মূল্য : ৮০০/- ভাসানীর কথা, সম্পাদনা : আজাদ খান ভাসানী, মূল্য : ৩০০/- ফিরে দেখা একাত্তর, আবু সাঈদ খান, মূল্য : ৩৫০/- সাক্ষাৎকার : বীরাঙ্গনার জীবনযুদ্ধ, উদিসা ইসলাম, মূল্য : ২৫০/- সায়মন ড্রিং ও অন্যান্যের একাত্তর, রাহাত মিনহাজ, মূল্য : ৩০০/- রনো ও অ্যান্যের একাত্তর, মো. মিনহাজ উদ্দীন, মূল্য : ২৫০ ’৭১-এর ছেলেবেলা, মানিক মোহাম্মদ রাজ্জাক, মূল্য : ৪৫০/- ১৯৭১ : সাত ভাইয়ের স্বাধীনতা সংগ্রাম, নাসির আহমেদ, সম্পাদনা: মানিক মোহাম্মদ রাজ্জাক, মূল্য : ৩০০ টাকা একাত্তরের গল্প গাথা, সুদীপ্তা ঘোষ, মূল্য : ২০০/- বোহেমিয়ান যুদ্ধজীবন (কিশোর-কিশোরী উপযোগী ব্যতিক্রমধর্মী ভ্রমণ ও মুক্তিযুদ্ধের বই), কপিল ঘোষ, মূল্য : ২০০/- বঙ্গবন্ধুবিষয়ক বই SHEIKH MUJIBUR RAHMAN AND BANGLADESH The quest for a state (1937-1971), by Afsan Chowdhury, Price : 800/- মুজিববাদ, খোন্দকার মোহাম্মদ ইলিয়াস, মূল্য : ৮০০ টাকা নেতৃত্বে বঙ্গবন্ধু, সম্পাদনা : রাজীব পারভেজ, মূল্য : ১০০০ টাকা ১৯৭১ : বিদেশি গণমাধ্যম : বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ, মানিক মোহাম্মদ রাজ্জাক, মূল্য : ৬০০ টাকা বঙ্গবন্ধু শতবর্ষে শতস্মৃতি, সম্পাদক : প্রণব সাহা, মূল্য : ৫০০ টাকা বঙ্গবন্ধুর রাজনৈতিক আদর্শ ও গণমাধ্যম ভাবনা, শেখ আদনান ফাহাদ, মূল্য : ১০০০ টাকা বিশ্বজয়ী বঙ্গবন্ধু, অম্লান দেওয়ান, মূল্য : ২৫০ টাকা বঙ্গবন্ধু হত্যাকাণ্ড : সামরিক ও গোয়েন্দা ব্যর্থতার প্রামাণ্য দলিল, জাহিদ নেওয়াজ খান, মূল্য : ১৫০ /- বঙ্গবন্ধু হত্যাকাণ্ড : কি চেয়েছিল ভুট্টোর পাকিস্তান? নিবন্ধ : স্মৃতিকথা : সাক্ষাৎকার, রাহাত মিনহাজ, মূল্য : ২০০ /- ১৯৭১ : তাজউদ্দীন, মুজিব বাহিনী ও অন্যান্য, রাহাত মিনহাজ, মূল্য : ২০০ /- হক-ভাসানী-সোহরাওয়ার্দী-মুজিব, রামেন্দ্র চৌধুরী, মূল্য : ৪০০ /- বঙ্গবন্ধু থেকে বিশ্ববন্ধু, মাইনুল হুসাইন রাজন, মূল্য : ২৭৫ /- কবিতায় বঙ্গবন্ধু : জন্মশতবর্ষে আবৃত্তির ১০০ কবিতা, সম্পাদনা : নাজমুল আহসান, মূল্য : ৩২০ /- খোকার জীবনে রেণু, মো. সাখাওয়াত হোসেন, মূল্য : ৩০০ /- নারীর ক্ষমতায়নে বঙ্গবন্ধু, সুমন্ত গুপ্ত, মূল্য : ১৫০/- নভেম্বর ক্যু ’৭৫ : অন্ধকার সময়ের সংবাদচিত্র, মো. মিনহাজ উদ্দীন, মূল্য : ৩০০/- ইতিহাসের মহানায়ক বঙ্গবন্ধু, মোস্তফা কামাল, মূল্য : ৩০০/- বঙ্গবন্ধুর অসমাপ্ত দ্বিতীয় বিপ্লব, জয়দুল হোসেন, মূল্য : ২০০/- Father of the Nation, Mohammad Nurul Huda, Price: 250/- এই চিঠি বঙ্গবন্ধুকে লেখা, সংগ্রাহ ও সম্পাদনা : ম্ইানুল হুসাইন রাজন, মূল্য : ১৯০/- শেখ মুজিবের বজ্রকণ্ঠ ডাক, বিমল গুহ, মূল্য : -১০০/- ছোটদের বঙ্গবন্ধুর ছড়া, (পেপার ব্যাক), লুৎফর রহমান রিটন, মূল্য : ৩৫/- আমাদের জাতির পিতা, (পেপার ব্যাক), অমল সাহা, মূল্য : ৩৫/- সোনার ছেলে খোকা, লুৎফর রহমান রিটন, মূল্য : ৮৫/- আমার ছড়ায় বঙ্গবন্ধু (পেপার ব্যাক), আনজীর লিটন, মূল্য : ৩৫/- শিশুর বন্ধু বঙ্গবন্ধু, আসলাম সানী, মূল্য : ৩৫/- শিশু-কিশোর জীবনী গ্রন্থমালা-১ আমাদের জাতির পিতা, অমল সাহা, মূল্য : ২০০ /- শেখ হাসিনাবিষয়ক বই দেশরত্ন শেখ হাসিনা : আস্থার অবিচল ঠিকানা, প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী, মূল্য : ২৫০/- প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ৯ বছর, সম্পাদনা : জয়ন্ত আচার্য, মূল্য : ২৫০/- কূটনৈতিক সাফল্যের চূড়ায় : শেখ হাসিনা, রাজীব পারভেজ, মূল্য : ২৮০/- অন্যান্য বই শ্রেষ্ঠ কবতিা, জীবনানন্দ দাশ, মূল্য : ৩৫০/- সুকান্তসমগ্র, সুকুমার রায়, মূল্য : ৩০০/- ভি.আই. লেনিন : লেনিনের, নির্বাচিত রচনাসংগ্রহ-১, অনুবাদ : শেখর রহিম, মূল্য : ৫৫০/- ভি.আই. লেনিন : লেনিনের, নির্বাচিত রচনাসংগ্রহ-৩, অনুবাদ : শেখর রহিম, মূল্য : ৪৫০/- দর্শন : একটি সংক্ষিপ্ত প্রাথমিক পাঠ, মূল তেলেগু, রঙ্গনায়াকামা, অনুবাদক : শেখর রহিম, মূল্য : ৪৫০/- মার্কসবাদের সহজপাঠ : মূল তেলেগু : রঙ্গনায়াকামা, অনুবাদক : শেখর রহিম, মূল্য : ৭০০/- বিপ্লবী পার্টি গঠনে লেনিনীয় শিক্ষা, শেখর রহিম, মূল্য : ৩০০/- পুঁজিবাদ এক ভৌতিক কাহিনী, অরুন্ধতী রায়, মূল্য : ৫০/- দ্য অ্যালকেমিস্ট, পাওলো কোয়েলো, অনুবাদ : তাহনিয়া রহমান চৌধুরী, মূল্য : ৪০০/- বুয়েট স্মৃতিকথা, মোহম্মদ শামছুজ্জামান, মূল্য : ৫০০/- শব্দ নামতা, মুনাওয়ার ছহুল, মূল্য : ২০০/- এই খুনের শহরে একদিন বৃষ্টি হবে, রবীন আহসান, মূল্য : ২০০/- জলবায়ুর দৃশ্যমান প্রভাব প্রেক্ষিত বাংলাদেশ, আলতাব হোসেন, মূল্য : ৩০০/- আমার সময় যাত্রা এবং মানুষের ভবিষ্যৎ, ইমতিয়াজ আরিফ, মূল্য : ২০০/- সুন্দরের টানে মঙ্গল শত্রু : সুন্দরবনাঞ্চলের ৫০ বছরের গল্প (১৯৭১-২০২১) প্রথম খণ্ড, কপিল ঘোষ, মূল্য : ৩৫০/- আমিও রোহিঙ্গা শিশু, মুহম্মদ নূরুল হুদা, মূল্য : ২৫০/- শওকত আলীর প্রবন্ধ, শওকত আলী, মূল্য : ২৯০/- বিকল্প থিয়েটার ও অবিরত চেনা ছবি, ড. আশিস গোস্বামী, মূল্য : ১০০/- নাইল ইলেভেন সৌদি আরব গোপন দলিল, সাইদুর রহমান, মূল্য : ১৮০/- টেলিভিশন সাংবাদিকতা, ড. মুসতাক আহমদ, মূল্য : ৩০০/- ভারতের বর্ণব্যবস্থা, বি.আর. আম্বেদকর, মূল্য : ৫০/- ৬-দফা বনাম পূর্ব বাংলার জাতীয় মুক্তি আন্দোলন, আবুল বাসার, মূল্য : ২৫০/- মুক্তিযুদ্ধের চেতনা ও তারেক মাসুদের চলচ্চিত্র, সম্পা : মফিজ ইমাম মিলন, মূল্য : ৪০০/- Reform Development Thinking, Mostafiæur Rahman, Price : 800/- Service Delivery of Urban Local Governments, Contemporary Practices in Bangladesh, Jannatul Ferdous/Md. Imranur Rahman, Price : 300/- Understanding Public Administration A Primer, Jannatul Ferdous, Price : 400/- STREAM OF THOUGHTS : PART-III, Dr. S A Malek, Price : 400/- Governance, Development and Diplomacy Bangladesh Perspective, Bashir Ahmed, Price : 500/- just not meant to be, Aleef Aladin Rahman, Price : 200/- Shrimp : Profit for Whom?, Gouranga Nandy, Price : 450 Tk, Bangladesh Public Financial Management THE SYSTEMS, REGULATIONS AND PROCEDURES, FIROZ AHMED Price: 900
ছোটদের বই সুকুমার রায় ছড়া সমগ্র, সুকুমার রায়, মূল্য : ৩০০/- টুনটুনির বই, উপেন্দ্রকিশোর রায়চৌধুরী, মূল্ : ৩০০/- চাঁদের পাহাড়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, মূল্য : ৩০০/- গল্পচ্ছলে বিশ্ব পরিচয়, আতিকুল হোসাইন খান, মূল্য : ২৫০/- কিশোর উপন্যাস জেমাইমা : বিইট্রিক্স পটার, অনুবাদ : তাহনিয়া রহমান চৌধুরী, মূল্য : ৩০০ টাকা নাটকিন : বিইট্রিক্স পটার, অনুবাদ : তাহনিয়া রহমান চৌধুরী, মূল্য : ৩০০ টাকা টিমি : বিইট্রিক্স পটার, অনুবাদ : তাহনিয়া রহমান চৌধুরী, মূল্য : ৩০০ টাকা কালোভূত ভালোভূত, রবীন আহসান, মূল্য : ৩০০ টাকা মোবাইল ভূতের খোঁজে, কপিল ঘোষ, মূল্য : ২০০ টাকা শ্রাবণ প্রকাশনীর প্রকাশিত বইয়ের তালিকা ২০২৩ বঙ্গবন্ধু বিষয়ক বঙ্গবন্ধু ও অসাম্প্রদায়িক বাংলাদেশ, ড. ইফতেখার উদ্দিন চৌধুরী, মূল্য : ৪০০ টাকা পশ্চিম পাকিস্তানে বঙ্গবন্ধুর বন্দি জীবন, মো. মিনহাজ উদ্দীন, মূল্য : ৩০০ টাকা বঙ্গবন্ধুর ভালোবাসার অপর নাম, দূরন্ত বিপ্লব, মূল্য : ৪০০ টাকা সাক্ষাৎকার মুখোমুখি মহিউদ্দিন : মো. মিনহাজ উদ্দীন, মূল্য : ৩০০ টাকা কথোপকথন : সবুজ ও অন্বেষা, বনানী বাবলি, মূল্য : ৪০০ টাকা উপন্যাস রাহুগ্রাস, গৌরাঙ্গ নন্দী, মূল্য : ৩০০ টাকা সাম্যের স্বপ্ন, আজিজুর রহমান আসাদ, মূল্য : ৬০০ টাকা কিশোর উপন্যাস জেমাইমা : বিইট্রিক্স পটার, অনুবাদ : তাহনিয়া রহমান চৌধুরী, মূল্য : ৩০০ টাকা নাটকিন : বিইট্রিক্স পটার, অনুবাদ : তাহনিয়া রহমান চৌধুরী, মূল্য : ৩০০ টাকা টিমি : বিইট্রিক্স পটার, অনুবাদ : তাহনিয়া রহমান চৌধুরী, মূল্য : ৩০০ টাকা কালোভূত ভালোভূত, রবীন আহসান, মূল্য : ৩০০ টাকা মোবাইল ভূতের খোঁজে, কপিল ঘোষ, মূল্য : ২০০ টাকা অর্থনীতি . কবিতা নির্জন শোভাযাত্রা, নাজমুল হাসান, মূল্য : ২৫০ টাকা ফিরে আর আসবে না তুমি, ড. নজরুল ইসলাম খান, মূল্য : ৫০০ টাকা অনুভবে অন্তহীন, হাসান সুজন, মূল্য : ৩০০ টাকা ফাগুনকে দেব অভিশাপ, ডা. মো আখতারুজ্জামান, মূল্য : ২৫০ টাকা অস্তগ্রামী সূর্যের মায়া, মনজুর কাদের, মূল্য : ২৫০ টাকা শূন্য আমার হৃদয়খানি, মো. জিয়াউল হক. মূল্য : ২৫০ টাকা তোমরা বিকশিত হও, নুরুন নাফা, মূল্য : ২৫০ টাকা সুখ-অসুখ, কাব্য সুমী সরকার, মূল্য : ২০০ টাকা নির্বাচিত উনপঞ্চাশ, শারাফাত হোসেন, মূল্য : ২৫০ টাকা মায়াভরা আঙিনার পথ, সুমনা গুপ্তা, মূল্য : ২০০ টাকা, পঁচাত্তরের ৩ নভেম্বর অংশগ্রহণকারী বৈমানিকদের বর্ণনায় বিমান বাহিনীর ভূমিকা
নাজমুল আহসান শেখ, মূল্য : ৩০০ টাকা , জাস্টিস ফর দুরন্ত বিপ্লব
সম্পাদনায়: শাশ্বতী বিপ্লব, মূল্য: ৬০০ টাকা, লুৎফু্ল্লাহ মাহমুদ দুঃস্বপ্নবাজ মূল্য ৩০০ টাকা। লুৎফু্ল্লাহ মাহমুদ প্রেম এম্বুলেন্স মূল্য ৩০০ টাকা।

আজ লেখক অমর্ত্য সেন- এর ৯০ তম  শুভ জন্মদিনবইবাড়ির শুভেচ্ছা ও শ্রদ্ধা অমর্ত্য সেন একজন অর্থনীতিতে নোবেল স্মারক পুরস্কার ব...
03/11/2023

আজ লেখক অমর্ত্য সেন- এর ৯০ তম শুভ জন্মদিন
বইবাড়ির শুভেচ্ছা ও শ্রদ্ধা


অমর্ত্য সেন একজন অর্থনীতিতে নোবেল স্মারক পুরস্কার বিজয়ী ভারতীয় বাঙালি অর্থনীতিবিদ ও দার্শনিক। দুর্ভিক্ষ, মানব উন্নয়ন তত্ত্ব, জনকল্যাণ অর্থনীতি ও গণদারিদ্রের অন্তর্নিহিত কার্যকারণ বিষয়ে গবেষণা এবং উদারনৈতিক রাজনীতিতে অবদান রাখার জন্য ১৯৯৮ সালে তিনি অর্থনৈতিক বিজ্ঞানে ব্যাংক অফ সুইডেন পুরস্কার (যা অর্থনীতির নোবেল পুরস্কার হিসেবে পরিচিত) লাভ করেন। অমর্ত্য সেনের জন্ম ১৯৩৩ সালের ৩রা নভেম্বর।অমর্ত্য সেনই জাতিসংঘের বিভিন্ন দেশের শিক্ষা এবং মানব সম্পদ উন্নয়ন সম্পর্কে ধারণা পাওয়ার জন্য মানব উন্নয়ন সূচক আবিষ্কার করেন। তিনিই প্রথম মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক না হয়েও ন্যাশনাল হিউম্যানিটিস মেডালে ভূষিত হন।১৯৯৯ সালে তিনি ভারত রত্ন পুরষ্কারে ভ্যষিত হন।

তার শৈশব কেটেছে ঢাকায়। তিনি ঢাকার সেন্ট গ্রেগরী স্কুলে পড়াকালীন সময়ে দেশ ভাগের পর তাদের পুরো পরিবার ভারতে চলে যান।১৯৯৯ সালে বাংলাদেশ সরকার তাকে নাগরিকত্ব প্রদান করেন।সাহিত্যিক নবনীতা দেব সেন তার স্ত্রী ছিলেন।যদিও পরে ছাড়াছাড়ি হয়ে গিয়েছিল।তার ছোটবেলা কেটেছে শান্তিনিকেতনে।

১৯৯৮-এর ১৪ অক্টোবরের কাকভোর—
ভোর পাঁচটায় বেজে উঠল অমর্ত্য সেনের ফোন
প্রভাতের প্রথম সূর্য তখনও তার প্রথম কিরণ ভালো ভাবে পৌঁছে দিতে পারেনি পৃথিবীতে৷কাকভোরে ফোন,তিনি ভেবেই বসেছিলেন পরিচিত কেউ নিশ্চয়ই অসুস্থ হয়েছে অথবা কিছু একটা খারাপ ঘটনা ঘটেছে বলে এত ভোরে তাঁর কাছে ফোনটা এসেছে৷সম্ভাব্য খারাপ কোনও সংবাদ তাঁর কাছে এসেছে ভেবে তিনি ফোনটা তিনি ধরলেন,ভেঙে গেলো ভুল,জানতে পারলেন অ্যাকাডেমি অর্থনীতিতে অবদানের জন্য অমর্ত্য সেন কে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে৷
অর্থনীতির কঠিন সাবজেক্টে নোবেল জয়ী হয়েও তাঁর বিরুদ্ধে স্ত্রী নবনীতা দেবসেনের অভিযোগ ছিল তিনি নাকি নিজের পকেট কোনওদিন ঠিক ভাবে সামলাতে পারেন নি৷
মা অমিতা সেন ছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের অত্যন্ত স্নেহধন্য।অমর্ত্য সেনের নামকরণ বিশ্ব কবি রবি ঠাকুর স্বয়ং করেছিলেন।

আঠারো বছর বয়েসে অমর্ত্যর মুখে ক্যানসার ধরা পড়ে, তাকে হেলায় হারিয়ে দিয়ে তিনি আজ বর্তমান।

তার দাদু ক্ষিতিমোহন সেন ছিলেন সংস্কৃতের শিক্ষক, অত্যন্ত পন্ডিত ব্যক্তি ছিলেন।
বাবা আশুতোষ সেন এবং মা অমিতা সেন,উভয়ের জন্মস্থান ঢাকার মানিকগঞ্জ৷
আশুতোষ সেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ছিলেন। পরে অবশ্য তিনি ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান হিসেবে দিল্লিতে চাকরি করেছেন৷

অমর্ত্য সেনের প্রথম স্কুল ছিল ঢাকার সেন্ট গ্রেগরী, তারপর লেখাপড়া শান্তিনিকেতনের বিশ্বভারতীতে।অমর্ত্য সেন তাঁর আত্মজীবনীতে লিখেছেন, 'শান্তিনিকেতনে প্রধানত রবীন্দ্রনাথের স্কুলেই শিক্ষার ব্যাপারে আমার দৃষ্টিভঙ্গী প্রথম একটা রূপ লাভ করে। সেখানে ছেলে মেয়ে একসঙ্গে পড়ত,শিক্ষার পরিবেশ ছিল অনেক উদার। শান্তিনিকেতনে শিক্ষালাভের পর অসম্ভব মেধাবী অমর্ত্য ১৯৫১ থেকে ১৯৫৩ অর্থনীতি পড়েছেন প্রেসিডেন্সি কলেজে ।তখনও তাঁর মনে দগদগে স্মৃতি ১৯৪৩-এর বঙ্গীয় দুর্ভিক্ষ ৷ প্রেসিডেন্সি কলেজে তাঁর সহপাঠী ঐতিহাসিক বরুণ দে অমর্ত্য সেন সম্পর্কে বলেছেন,
'কলেজে যখন এলেন দেখতে লম্বা, সুন্দর চেহারা, লোককে মুগ্ধ করার মতন কথাবার্তা বলার ধরনধারণ। অমর্ত্য যেখানে সবাইকে জয় করলেন, সেটা হচ্ছে সকলের সঙ্গে মিশ খেয়ে যাওয়ার তাঁর বিশেষ ক্ষমতা। মেয়েরা তো একেবারে কুপোকাত ছিল তাকে দেখে'৷

প্রেসিডেন্সির অধ্যয়ন পর্ব সমাপ্ত হলে ইংল্যান্ডের ট্রিনিটি কলেজে পড়তে যান। অর্থনীতি ও রাজনীতির প্রতি বরাবর অমোঘ টান অনুভব করতেন৷ অত্যন্ত আগ্রহ ছিল গণিতের প্রতিও।যদিও সংবাদ মাধ্যমের কাছে সাক্ষাৎকারে তিনি বলেছেন কেমব্রিজের অর্থনীতি বিভাগে তখন গণিত বেশি ছিল না। ১৯৫৬ সালে প্রথম শ্রেণীতে বি.এ (সম্মান) ডিগ্রি অর্জন করেন ট্রিনিট্রি কলেজ থেকে৷মজার বিষয় ১৯৯৮ সালে নোবেল পাওয়ার সময় প্রফেসর অমর্ত্য সেন ইংল্যান্ডে কেমব্রিজের ট্রিনিটি কলেজের 'মাস্টার' ছিলেন। অক্সফোর্ড বা কেমব্রিজের কোন কলেজের তিনিই প্রথম এশীয় প্রধান।

'চয়েস অব টেকনিক্স' নিয়ে তিন বছরের গবেষণা এক বছরে শেষ করে ফাঁকা হয়ে গিয়েছিলেন।
ফেলোশিপ নামে একটা চমৎকার বৃত্তিও পেয়ে যান।তিন বছরের গবেষণা এক বছরে শেষ করে তিনি ফিরে এলেন।সদ্য প্রতিষ্ঠিত বর্তমান ভারতের গর্ব যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং অর্থনীতি বিভাগের প্রতিষ্ঠাতা প্রধান হিসেবে অমর্ত্য সেনকে নিয়োগ করলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ত্রিগুনা সেন।অমর্ত্য সেন ভারতের ইতিহাসে সম্ভবত সর্বকনিষ্ঠ ব্যক্তি যিনি মাত্র ২৩বছর বয়সে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক এবং বিভাগীয় প্রধান হওয়ার বিরল সম্মান অর্জন করেছেন৷ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কয়েক বছর অধ্যাপনা করার পর ১৯৫৯ সালে আবার ফিরলেন ইংল্যান্ডে৷

ট্রিনিট্রিতে ফেলোশিপ অর্জন করায় চার বছরের জন্য নিজের পছন্দসই যে-কোনও বিষয় নিয়ে পড়শুনোর সুযোগ পেলেন। অমর্ত্য সেন পড়ার বিষয় বেছে নিলেন দর্শন। পরবর্তীকালে তাঁর গবেষণার কাজে অনেক সাহায্য করেছে দর্শনশাস্ত্র৷অবশ্য প্রেসিডেন্সিতে পড়ার সময় থেকেই দর্শনের প্রতি তাঁর আগ্রহ ছিল৷
সেখানে নিয়মিত দর্শন চর্চা এবং বিতর্কে অংশগ্রহণ করতেন।তর্কে অমর্ত্য সেনের তুখোড় দক্ষতা ছিল। তাঁর প্রথম স্ত্রী নবনীতা দেবসেন বলেছেন তাদের দুজনের প্রথম আলাপের সূত্রপাত ছিল বিতর্ক৷

অমর্ত্য সেন শিক্ষকতা জীবন শুরু করেছিলেন কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। লন্ডন স্কুল অফ ইকনমিক্সে অধ্যাপনার মধ্যে দিয়ে তিনি আরোহন করেছেন শিক্ষকতার জগতে একটার পর একটা চূড়ায়।শিক্ষকতা করেছেন বিশ্ববিখ্যাত কেমব্রিজ,অক্সফোর্ড,হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে৷
১৯৯৮ সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়ে বাঙালির হৃদয় জিতে নিয়েছিলেন৷১৯৯৯সালে ভারত সরকার অর্মত্য সেনকে 'ভারতরত্ন'সম্মানে ভূষিত করে৷
প্রথম কোনও বাঙালি তথা ভারতীয় হিসেবে জার্মানির ফ্রাঙ্কফুর্ট বইমেলার ঐতিহ্যবাহী শান্তি পুরস্কারে সম্মানিত হয়েছেন৷

অমর্ত্য সেনের লেখা বই প্রায় তিরিশটি ভাষায় অনূদিত হয়েছে ৷
দারিদ্র্যতা এবং দুর্ভিক্ষ নিয়ে গবেষণার জন্যই নোবেল জয়, পৃথিবী জুড়ে অসংখ্য মানুষের অসীম শ্রদ্ধার পাত্র নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন৷আর এক বাঙালি অভিজিৎ বন্দ্যোপাধ্যায় নোবেল জিতেছেন৷
বাঙালি জাতি কিন্তু রসিকতা করে বলতেই পারে অর্থনীতি অনেকের তুলনায় তারা ভাল বোঝেন,তার বড় প্রমান অমর্ত্য সেন এবং অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের অর্থনীতিতে নোবেল জয়৷
অনেকে হয়তো জানেন না,নিতান্ত নিরীহ এক বাইসাইকেল অমর্ত্য সেনের অর্থনীতির নোবেল জয়ের অন্যতম বড় চরিত্র হয়ে উঠেছিল৷সুইডেনের নোবেল কমিটির দাবি কিন্তু ঠিক তেমন৷ পন্ডিত এই মানুষটির ছিল বহুমুখী প্রতিভা৷রীতিমত সাহিত্য চর্চা করতেন৷
বাংলায় ১৯৪৩-এর মন্বন্তর প্রত্যক্ষ করেছিলেন অমর্ত্য সেন। ওই দুর্ভিক্ষের অভিজ্ঞতা থেকে তাঁর গবেষণার সূত্রপাত।

জনকল্যাণকর অর্থনীতি এবং গণদারিদ্র্যের অন্তর্নিহিত কার্যকারণ বিষয়ে তাঁর গবেষণার জন্য অর্থনীতিতে নোবেল পুরস্কার লাভ৷
নিজের মুখে তিনি বলেছেন—
'শান্তিনিকেতনের আশেপাশে বাস করা মানুষের আয় কত ছিল, চালের দাম কত ছিল, এসব তথ্য সাইকেলে চড়ে ঘুরে ঘুরে আমাকে সংগ্রহ করতে হয়েছে, শান্তিনিকেতনে এবং তার আশপাশের অঞ্চলে'৷

সুইডেন নোবেল মিউজিয়ামে একটা বাইসাইকেল আছে, নোবেল কমিটির দাবি এই সাইকেলে চড়ে গ্রাম ঘুরতেন অমর্ত্য সেন।আর সেই ভ্রমণের অভিজ্ঞতা নিজের গবেষণাপত্রে তুলে এনেছিলেন। যে গবেষণার ভিত্তিতে ১৯৯৮ সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন অমর্ত্য সেন। ইনস্টাগ্রামে করা এক পোস্টে এমনই দাবি জানিয়েছিল সুইডেনের নোবেল কমিটি। ৩ জুন, বিশ্ব বাইসাইকেল দিবস পালিত হয়৷ দিনটি উদযাপন করতে গ্যালারিতে রাখা সেই সাইকেলের ছবি কয়েক বছর আগে সোশাল মাধ্যমে পোস্ট করেছিল নোবেল কমিটি।

অমর্ত্য সেনের মত মানুষকে হয়ত একটা শহর বা একটা দেশের পরিচয়ের গণ্ডিতে আবদ্ধ রাখতে পারা যায় না,কিন্তু তিনি বাঙালি,আর সেইজন্য অমর্ত্য সেনের যেকোনও কৃতিত্বে নিজেদের গর্বিত মনে করে যেমন বাঙালি,তেমন গর্ব বোধ করেন গোটা ভারত থেকে সারা পৃথিবীর মানুষ৷বোধহয় সেই কারনে তিনি বাঙালি ও ভারতীয় হয়েও বিশ্বনাগরিক,অথচ যিনি কখনও নিজের শেকড়কে অস্বীকার করেন নি৷

৯০ তম জন্মদিনে নোবেলজয়ী অমর্ত্য সেনকে জানাই আমার শ্রদ্ধা।

তথ্যঋণ -বিবিসি এবং ইন্টারনেট থেকে প্রাপ্ত তথ্য। ©স্বপ্নময়ী দীনা

Address

Rose View Plaza, Level # 5, Suite # 507 185 Bir Uttam C R Datta, Rood, Dhaka, Bangladesh Cell: +880 01715751117
Ramna
1205

Alerts

Be the first to know and let us send you an email when Shrabon Prokashani posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Shrabon Prokashani:

Videos

Share

Category

Nearby media companies


Other Publishers in Ramna

Show All