Mimha Khandakar Riyad- Freelancer

Mimha Khandakar Riyad- Freelancer I'm Mimha Khandakar Riyad. I'm a digital creator

15/06/2023
অনলাইনে ফ্রিল্যান্সিং ফ্রি ক্লাস নতুনরা কিভাবে কাজ শিখে সহজে ফ্রিল্যান্সিং শুরু করবেন তার A-Z সবকিছু থাকছে আমাদের ফ্রি ক...
27/12/2022

অনলাইনে ফ্রিল্যান্সিং ফ্রি ক্লাস
নতুনরা কিভাবে কাজ শিখে সহজে ফ্রিল্যান্সিং শুরু করবেন তার A-Z সবকিছু থাকছে আমাদের ফ্রি ক্লাসে ।

৪ মাসে ৩২ টি ক্লাস , প্রশিক্ষণ শেষে সার্টিফিকেট , মার্কেটপ্লেসে কাজের সাপোর্ট

ক্লাস করতে পারবেন দেশের যেকোনো প্রান্ত থেকে অনলাইন জুম অ্যাপ এর মাধ্যমে। ফ্রি ক্লাস করতে এখনি Inbox করুন।।
আর রেজিষ্ট্রেশন করলেই আপনি ও পেতে পারেন প্রথম ১০০ জন এর মধ্যে স্পেশাল ৮০% ডিসকাউন্ট অফার।।।

12/12/2022

ডিজিটাল বাংলাদেশে এখন ঘরে বসে স্মার্ট ফোনের মাধ্যমে ফ্রিল্যান্সিং করে আয় করা যায়।
ফ্রিল্যান্সিং সম্পর্কে বিস্তারিত জানতে রোজ বুধবার সন্ধ্যা ৭.০০টায় ফ্রি সেমিনার ক্লাস আয়োজন করা হয়েছে।
ফ্রী ক্লাসের রেজিষ্ট্রেশন করতে ইনবক্স করেন।
বি ঃদ্র আসন সংখ্যা সীমিত।

Freelancing Freelancing Freelancing আসলেই কি এই ফ্রীলান্সিং??????কেন সকল প্রকারের পেশার চাইতে ফ্রীলান্সিং অন্যতমো??? আমর...
07/12/2022

Freelancing Freelancing Freelancing
আসলেই কি এই ফ্রীলান্সিং??????
কেন সকল প্রকারের পেশার চাইতে ফ্রীলান্সিং অন্যতমো???

আমরা আসছি আজ সন্ধা ৭ টা ১৫ মিনিটে ফ্রীলান্সিং বিষয়ক ফ্রী Live seminar নিয়ে।
আপনার সকল প্রকার অজানা তথ্য একদমই ফ্রি তে জানতে রেজিষ্ট্রেশন করুন এখনই আর চোখ রাখুন Xpart IT Institute এর নিজস্ব পর্দায়।

▪মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং আসলেই কি সম্ভব ? ▪আমার ফ্রিল্যান্সিং জগৎতে মোবাইল দিয়েই যাত্রাটা শুরু    অবাক হওয়ার কিছুই নাই...
01/12/2022

▪মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং আসলেই কি সম্ভব ?

▪আমার ফ্রিল্যান্সিং জগৎতে মোবাইল দিয়েই যাত্রাটা শুরু
অবাক হওয়ার কিছুই নাই!
সত্যিই যাত্রাটা শুরু হয়েছিল মোবাইল দিয়ে।

▪যদি আপনার কম্পিউটার না থাকে, তবে আপনি চাইলে মোবাইল
দিয়েই ফ্রিলান্সিং শুরু করতে পারেন। হয়তোবা এক্ষেত্রে আপনি
কিছু সুযোগ সুবিধা কম পাবেন কিন্তু মোবাইল দিয়েও ফ্রিলান্সিং করা সম্ভব।
এইযে আপনি এখন যে কন্টেন্ট টা পড়ছেন এটিও মোবাইল দিয়েই তৈরি আর
মোবাইল থেকেই নিয়মিত পোস্ট করা হয়।

▪কন্টেট রাইটিং করে ও মোবাইল দিয়ে unlimited ইনকাম করা যায়। 💲💸

*এছাড়াও আরো অনেক কাজ আছে মোবাইল দিয়ে করা যায়, যেমন এফিলিয়েট মার্কেটিং , লিড জেনারেশন, ভিডিও এডিটিং, ক্যানভ্যা দিয়ে ডিজাইন করা ইত্যাদি।

*শুধু দরকার ধর্যশক্তি আর সৎ আগ্রহ ও মনমানসিকতা

একটা সঠিক সিদ্বান্ত-ই বদলে দিতে পারে আপনার জীবন”



বিষয় টা পড়েন,আর ভাবেন,অনেক কিছুই শিখার আছে,বুজার আছে,গভীর ভাবে,বিষয় টা চিন্তা করে দেখেন,,,,🔺বাম পাশ থেকে.....(1) প্রথম জ...
30/11/2022

বিষয় টা পড়েন,আর ভাবেন,অনেক কিছুই শিখার আছে,
বুজার আছে,গভীর ভাবে,বিষয় টা চিন্তা করে দেখেন,,,,
🔺বাম পাশ থেকে.....
(1) প্রথম জন টাকা উপার্জন করতে ... করতে পৃথিবীর কোনো সৌন্দর্যই দেখতে পাচ্ছেন না🤗

(2) দ্বিতীয়জন শুধু শিক্ষা অর্জন ✍️করতে...করতে পরিপূর্ণ সৌন্দর্যটা দেখতেছেন না🤔

(3) তৃতীয়জন শিক্ষা ও অর্থ উপার্জন ✌️দুটোই একসাথে করতেছেন . তাই পৃথিবীর আসল সৌন্দর্যইটা তিনিউপোভোগ করতে পারতেছেন🤗

(4) ৪র্থজন শিক্ষা ✍️এবং অর্থ কিছুই না থাকার কারণে পুরো পৃথিবী টা তার কাছে অন্ধের মতো।

এটাই হলো পৃথিবীর শ্রেষ্ট বাস্তবতা।,🥰🥰
আসুন আমরা সবাই সময় থাকতে সময়কে কাজে লাগাই।

বেকার মুক্ত দেশ গড়ি
নিজের ক্যারিয়ার ডেভলপ করি।

29/11/2022

বর্তমান যুগে ডিজিটাল বাংলাদেশে হাতে স্মার্টফোন থাকা শর্তে কেনো আমরা বেকার থেকে দেশের বোঝা হয়ে থাকবো।
আপনি দিনে কত ঘন্টা ফেসবুক ব্যবহার করেন,,, আপনি কি জানেন ফেসবুক থেকে ইনকাম করা যায়।
ফ্রিল্যান্স করে অনেকেই বেকারত্ব কে দূর করছে,,, তারা পারলে আপনি কেনো পারবে না।
(সবাই মিলে চলুন বেকারত্ব নামক দেশের বোঝা কে না বলি)
ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ নিতে এবং জানতে ইনবক্স করেন।
আসছে আগামীকাল রোজ বুধবার সন্ধ্যা ৭.০০ টায় ফ্রী হলে ক্লাসের আয়োজন করা হয়েছে।
ফ্রী ক্লাস করতে যোগাযোগ করুন।
বি ঃদ্র আসন সংখ্যা সীমিত।

👉শুধু মাত্র ২ মিনিট সময় নিয়ে নিচের বিষয়গুলো পড়বেন👈---------যারা ফ্রিলান্সিং করতে চান, কিন্তু পরে পিছিয়ে যান তাদের ৪ট...
24/11/2022

👉শুধু মাত্র ২ মিনিট সময় নিয়ে নিচের বিষয়গুলো পড়বেন👈
---------
যারা ফ্রিলান্সিং করতে চান, কিন্তু পরে পিছিয়ে যান তাদের ৪টা সমস্যা খুবই লক্ষনীয় -
✅আমার তো টাকা নেই🥺
✅আমার পরিবার চায় না🥺
✅সামনে পরীক্ষা আছে🥺
✅আমি কি পারব?😔
✍️তো তাদের জন্য বলছি-
--
✅আমার তো টাকা নেই- আরে‌ ভাইয়া যার টাকা আছে তার তো কাজ করার দরকার নেই আপনার আমার টাকা নেই বলেই তো করতে হবে। ভাই টাকা তো আমার ও ছিল না আমি তো জোগাড় করেছি, আপনাকেও করতে হবে। আজেবাজে অনেক কাজে টাকা নষ্ট করতে পারেন কিন্তু নিজের ক্যারিয়ার এর জন্য কেন পারবেন না?
--
✅পরিবার চায়না- ভাইয়া, আপনি যে রিলেশন করেন সেটা কি আপনার পরিবার চায়? আপনি সারাদিন মোবাইল টিপেন এটা কি আপনার পরিবার চায়?
আপনি যখন কিছু করবেন তখনই তো আপনার পরিবার আপনাকে Support করবে..তো ঐ যে Support টা ওইটা পাওয়ার জন্যই তো আপনাকে কিছু একটা করতে হবে😊
কিন্তু আসল সমস্যা পরিবার না, আসল সমস্যা হচ্ছে "টাকা"।
--
✅সামনে পরীক্ষা আছে- হরতাল ভাইয়া আপনার পরীক্ষা আছে, কিন্তু কথা হলো দিনে কত ঘন্টা আপনি পড়াশোনা করেন? আপনি এই লকডাউনে কয়দিন পড়েছেন? সারাদিন অনলাইন এ পড়ে থাকেন না,?! ভাই, পরীক্ষা হচ্ছে একটা অজুহাত, সরকার ২ বছর ধরে পরীক্ষার তারিখ বদলাচ্ছে তবুও আপনি পরীক্ষার অজুহাত দেন।
কিন্তু আসল সমস্যা আপনার পরীক্ষা ও না, আসল সমস্যা হচ্ছে "টাকা"।
--
✅আমি কি পারব? - এই কথাটা কখনো মাথায় আনবেন না যে আমি কি পারব? সব সময় ভাববেন অন্য কেউ যদি পারে তাহলে আমি কেন পারব না??তার থেকে তো আমার কিছুতে কমতি নেই...শুধু এতটুকু ভাববেন এই ফ্রিলান্সিং সেক্টরে যদি একজন ব্যক্তি সফল হয় তাহলে সেই একজন ব্যক্তিই হবেন আপনি।
যদি নিজের প্রতি প্রতি একটু বিশ্বাস রাখেন তাহলে আপনাকে সফলতার দ্বারে যাওয়া লাগবে না...সফলতা আপনার কাছে এসে ধরা দিবে🥰🥰
কিন্তু এটাও আসল সমস্যা না, আসল সমস্যা হচ্ছে ওই যে, "টাকা"।
সব সমস্যার একটাই কারণ সেটা হচ্ছে "টাকা"। ভাই আমি একটা কথাই বলবো যার কোটি কোটি টাকা আছে তার কাজের দরকার নাই আপনার নেই বলেই আপনাকে "টাকা" জোগাড় করে কাজ শুরু করতে হবে।
তাই যারা এখন ও সিধান্ত নিতে পারছেন না তাদের বলি এখনও সময় আছে
সকলের জন্য শুভ কামনা 🥰🥰
সঠিক সিদ্ধান্ত নিন 🥰🥰



ফ্রিল্যান্সিং কি? কিভাবে করবো? প্রশিক্ষণ কে করাবে বা কোথা থেকে করবো তার উপকারিতা কি?আপনি কি জানেন  ফ্রিল্যান্সিং করে নিজ...
22/11/2022

ফ্রিল্যান্সিং কি?
কিভাবে করবো?
প্রশিক্ষণ কে করাবে বা কোথা থেকে করবো তার উপকারিতা কি?

আপনি কি জানেন ফ্রিল্যান্সিং করে নিজের ক্যারিয়ার উন্নতি করা যায়।
ফ্রিল্যান্সিং করে অনেক বেকার যুবক লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে।
বেকার যুবক দের উদ্দেশ্য করে বলছি আপনার চাকরির পিছনে না দৌড়ে ফ্রিল্যান্সিং করে নিজের ক্যারিয়ার গড়ে তোলেন।
(নিজের ভাগ্য নিজেকেই তৈরি করে নিতে হবে অন্য কেউ গড়িয়ে দিতে পারবে না)
আমার নিশ্চয়ই রবার্ট ব্রুসের সফলতার কাহিনি শুনেছি
সেই ৭ বার পরাজিত হয়ে ও ৮ বার এর সময় ঠিকই জয় লাভ করে নেয়।
আমার কেন পারবো না রবার্ট ব্রুসের মতো ঘুরে দাঁড়াতে।

বেকার যুবক দের জন্য বেকারত্ব দূর করার জন্য বাংলাদেশে নিয়ে এলো Xpart IT Institute.
Digital platform than freelancing sector.
২৩-১১-২০২২ রোজ বুধবার ফ্রী সেমিনার ক্লাস করার সুযোগ রয়েছে সন্ধা ৭.০০ টায়।
ফ্রী রেজিষ্ট্রেশন করার জন্য ইনবক্স করেন।
বিঃদ্রঃ আসন সংখ্যা সীমিত।

ঘুমিয়ে ঘুমিয়ে সফলতা আসে না।  জোর করে নিয়ে আসতে হয় 👉শচীন টেন্ডুলকার জীবনে যতবার আউট হয়েছেন আপনি হয়তো ততবার ক্রিকেট খেলাও ...
19/11/2022

ঘুমিয়ে ঘুমিয়ে সফলতা আসে না। জোর করে নিয়ে আসতে হয়
👉শচীন টেন্ডুলকার জীবনে যতবার আউট হয়েছেন আপনি হয়তো ততবার ক্রিকেট খেলাও খেলেননি। কিন্তু দিন শেষে আজ শচীনকে ক্রিকেট নক্ষত্র হিসাবেই জানে.
👉মার্ক জুকারবার্গকে তার গার্লফ্রেন্ড যখন সকল সোশ্যাল সাইট থেকে ব্লক করে দেয়, তখন সে জেদ করে সবচেয়ে বড় সোশ্যাল সাইট ফেসবুক বানিয়ে ফেলে, যার মাধ্যমে সে ওয়ার্ল্ড এর টপ ফাইভ রিচম্যানদের একজন। আর আপনি হলে কি করতেন? শেভ করা ছেড়ে দিয়ে সিগারেট টানতেন আর বলতেন- বেঁচে থেকে লাভ কি বল তোকে ছাড়া আর...
👉টমাস আলভা এডিসন একটা বৈদ্যুতিক বাতি আবিষ্কার করতে গিয়ে যতবার ব্যর্থ হয়েছেন এই পৃথিবীর ইতিহাসে কেউ তত বছর বাঁচেওনি। ৯৯৯ বার ব্যর্থ হয়েছেন তিনি। আর আপনি? সফল হওয়ার আগে প্রশ্ন করুন নিজেকে কতবার চেষ্টাটা করতে পারবেন?
👉সাইকেল গ্যারেজে কাজ করা রাইট ভ্রাতৃদ্বয় প্ল্যান করে যতবার চেষ্টা করে করে বিমান উড়াতে ব্যর্থ হয়েছেন, আপনি ততবার প্ল্যান করে পাখির উড়াও দেখেননি। তবু তিনি বিমান টা আবিষ্কার করেই ছাড়লেন।
👉সৃষ্টিকর্তাকে একবার জানান দেন সাকসেস আসার আগ পর্যন্ত আপনি থামবেন না, হেরে গেলেও না, বারবার ব্যর্থ হলেও না...
ছোট বেলায় যেভাবে হাঁটতে না পারলে আবার চেষ্টা করতেন, পড়ে গিয়ে বেথা পেয়ে কান্না করতে করতে আবার দেয়াল ধরে হাঁটতে চাইতেন, এখন সময় এসেছে আবার দাতে দাত চেপে নাছোড়বান্দার মতো লেগে থাকার।
👉যে যাই বলুক, যে যা করুক আপনি শুধু লেগে থাকুন, বাকিটা সিস্টেম্যাটিক্যালি স্রষ্টা আপনাকে দিয়ে দিবেন।

নিজেকে নিজেই support দিতে হবে স্বার্থ ছাড়া কেও পাশে থাকেনা। আপনি সফল না হওয়া পর্যন্ত আপনি একাই থাকবেন কিন্তু আপনি সফল হত...
10/11/2022

নিজেকে নিজেই support দিতে হবে স্বার্থ ছাড়া কেও পাশে থাকেনা। আপনি সফল না হওয়া পর্যন্ত আপনি একাই থাকবেন কিন্তু আপনি সফল হতে শুরু করলে আপনার পিছনে সবাই ছায়ার মতো ঘুরবে হুম এটাই বাস্তব, বাস্তব খুব কঠিন এবং কঠোর। নিজের ভালো টা নিজেই বুঝতে হবে নিজেকে ভালো রাখতে হলে নিজের পায়ে দাঁড়াতে হবে, জীবন কখনো কারো জন্য থেমে থাকেনা জীবনের মতো জীবন ঠিকি চলে যায় শুধু আমরা নিজের জীবন টা কে ঠিক সময়ে গুছিয়ে নিতে পারিনা। জীবন কে জীবনের মতো করে মেনে নিলেই জীবন সুন্দর, সৃষ্টিকর্তা সবাইকে কিছু না কিছু ভালো দিয়ে পাঠাইছে আমাদের শুধু সেই ভালো কে খুঁজে বের করার পালা।হুম হয়তো আপনার সাথে খুব খারাপ হচ্ছে কিন্তু বলা তো যায়না সেই খারাপের মধ্যেই ভালো আছে? সব ভালোতে যেমন ভালো থাকেনা ঠিক সেরকম সব খারাপে খারাপ থাকেনা কিছু কিছু খারাপ situations আসে আমাদের জীবনটা কে সুন্দর ও সহজ করতে, সব পরিস্থিতি তে নিজেকে ঠিক রাখা একটা বড়ো art যেটা আমরা সবাই পারিনা তাই আমাদের ব্য্যর্থতা নামক দুর্বলতা খুব সহজেই আঘাত করে। তাই আমাদের সব খারাপ পরিস্থিতি তে ভালো থাকতে হবে তাহলেই আমরা সব কিছু পারবো।

08/11/2022

ধামাকা অফার...
আজ সন্ধা ৭টায় আমাদের Xpart IT Institute আয়োজন করেছে ফ্রীলান্সিং বিষয়ক ফ্রী সেমিনার এর।আপনি আমাদের এই ফ্রী সেমিনার এ অংশগ্রহনের মাধ্যমে জেনে নিতে পারেন ফ্রীলান্সিং বিষয়ক সকল প্রকারের অজানা তথ্য একদমই ফ্রি তে।
হ্যাঁ ভুলে যাবেন না আপনি ও পেতে পারেন ৭০% স্কলারশিপ অফার।
অংশগ্রহনের জন্য যোগাযোগ করুন ইনবক্সে।
বিঃদ্রঃআমাদের আসন সংখ্যা সীমিত।

আপনি কত ঘন্টা ফেসবুক ব্যবহার করেন? আপনি কি জানেন ফেসবুক দিয়ে ইনকাম করা যায়?🤔আপনি সারাদিন ফেসবুক ব্যবহার করে সময় এবং ট...
04/11/2022

আপনি কত ঘন্টা ফেসবুক ব্যবহার করেন?

আপনি কি জানেন ফেসবুক দিয়ে ইনকাম করা যায়?
🤔

আপনি সারাদিন ফেসবুক ব্যবহার করে সময় এবং টাকা নষ্ট করছেন। আর অন্য কেউ ফেসবুক ব্যবহার করে টাকা ইনকাম করছে✌

চাইলে আপনিও ইনকাম করতে পারবেন ফেসবুকের মাধ্যমে।
অনলাইনে ইনকাম করে আপনার যত স্বপ্ন পূরণ করতে পারবেন ইনশাআল্লাহ।🥰

*** সারা বিশ্বের ফ্রিল্যান্সারদের মধ্যে ৬৪% বাংলাদেশী। 🤟

আপনার হাতের ফোনটা দিয়ে আপনি ইনকাম করতে পারেন।📲
আপনি চাইলে পড়ালেখা, চাকরি, বিভিন্ন কাজের পাশাপাশি ফ্রিল্যান্সিং করতে পারেন।😊


যত দেরিতে হোক তবুও,, নিজের পায়ে দাড়াঁন!কারণ সবশেষে মানুষ, আপনার যোগ্যতাটাই দেখবে ❤️"" জীবনের প্রতিটা মুহুর্ত খুব.মূল্যবা...
03/11/2022

যত দেরিতে হোক তবুও,,
নিজের পায়ে দাড়াঁন!
কারণ সবশেষে মানুষ,
আপনার যোগ্যতাটাই দেখবে ❤️
"" জীবনের প্রতিটা মুহুর্ত খুব.মূল্যবান...
গতকালটা ইতিহাস..
আগামীকালটা অজানা..
আর আজকের দিনটা আমাদের জন্য উপহার..।
একেই বলে বর্তমান...।
এই বর্তমানকে সঠিক ভাবে কাজে লাগাতে হবে, তাহলে জীবনে সাফল্য ধরা দিবে""।❤️

নিজেকে এমনভাবে যোগ্য হিসেবে গড়ে তুলুন
যারা আপনাকে দেখে হিংসে করতো তারা যেনো আপসোস করে।

ব্যর্থ মানুষ দুই প্রকার,
এক প্রকার হলো যারা চিন্তা করেছে শুধু
কিন্তু কাজ করেনি,
আর এক প্রকার হলো যারা কাজ টা করেছে
কিন্তু চিন্তা করেনি।

আপনি কি তাদের মতো চিন্তা করছেন❓
তাহলে সফলতা আপনার পাশ কেটে যাবে কিন্তু ধরতে পারবেন না

চিন্তা ভুলে কাজে যুক্ত হয়ে যান
একটা সময় আপনি নিজেই আপনাকে দেখে অবাক হবে কি ছিলেন আর কি হলেন
ব্যর্থতা ভুলে ফ্রীল্যান্সিং ক্যারিয়ারের যুক্ত হোন।



ইচ্ছা থকিলে উপায় হয়!!💪💪আমরা শুধু অজুহাত খুজতে পছন্দ করিকিছু মানুষের কম্পিউটার ল্যাপটপ থাকা সত্ত্বেও কাজ শুরু করতে পারে ন...
02/11/2022

ইচ্ছা থকিলে উপায় হয়!!💪💪

আমরা শুধু অজুহাত খুজতে পছন্দ করি
কিছু মানুষের কম্পিউটার ল্যাপটপ থাকা সত্ত্বেও কাজ শুরু করতে পারে না। আর এদিকে কম্পিউটার না থাকা সত্ত্বেও, যে ভাই/বোনেরা মোবাইলকে কম্পিউটার বানিয়ে ফ্রিল্যান্সিং শুরু করছে......
আবার অনেকে মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করে ইন্টার্নেশনাল মার্কেটপ্লেসে কাজ করছে......
এতেই প্রমানিত হয় যে, ইচ্ছা শক্তি হল মানুষের সফলতার পিছনে অনেক বড় একটি মোটিভেশন।

ফ্রিল্যান্সিং শিখতে আগ্রহ আছে কিন্তু সঠিক সিদ্ধান্ত নিতে পারছেনা।
যত সময় নিয়ে সিদ্ধান্ত নিতে যাবেন। তত আপনার অজুহাত আসবে

19/10/2022

ইসলাম এর দৃষ্টিতে ও freelancing থেকে ইনকাম হালাল ইনকাম।
তাই xpart IT Institute বলতেছে নতুন প্রজন্মের তরুণ তরুণী রা আপনারা ছাত্র জীবন থেকেই নিজের skill development করুন আামাদের Digital platfrom থেকে আর সল্প সময়ে অল্প পরিশ্রমে এখনি প্রতিষ্ঠিত করুন নিজেকে freelancing platfrom থেকে


17/10/2022


কিছু মানুষ ১ বছর আগেও Confused ছিল,🙂 আজকেও সে Confused, 🙃আগামী ৫ বছর পরেও সে confused -ই থাকবে।🤷‍♀️🤦‍♀️কারণ, যার শুরু কর...
09/10/2022

কিছু মানুষ ১ বছর আগেও Confused ছিল,🙂
আজকেও সে Confused, 🙃
আগামী ৫ বছর পরেও সে confused -ই থাকবে।🤷‍♀️🤦‍♀️
কারণ, যার শুরু করার সে শুরু করে দিবে।👩‍💻
সে ভাবার জন্য সময় নিবে না। দিনশেষে তারাই সফল হয় যারা দ্রুত সিদ্ধান্ত নিয়ে কাজ শুরু করে দেয়। 💥
🫴সিদ্ধান্ত হবে এমন যেনো বদলে দিবে জীবন! 😊
এমন 🤌কিছু শিখুন যা আপনার ক্যারিয়ারে লাইফটাইম ভ্যালু যোগ করবে! ❤️

🤎✨☺️

যারা ফ্রিল্যান্সিং করতে ইচ্ছুক তাদের উদ্দেশ্য কমন কিছু প্রশ্নের উত্তর ......১. ফ্রিলান্সিং কি?২. আমি ফ্রিলান্সিং করতে চা...
06/10/2022

যারা ফ্রিল্যান্সিং করতে ইচ্ছুক তাদের উদ্দেশ্য কমন কিছু প্রশ্নের উত্তর ......

১. ফ্রিলান্সিং কি?
২. আমি ফ্রিলান্সিং করতে চাই!
৩. আমি কি মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করতে পারব?
৪. কিভাবে ফ্রিল্যান্সিং শুরু করবেন?

★ ফ্রিল্যান্সিং কী?
ফ্রিলান্সিং হলো মুক্তপেশা। আপনি কাজ করবেন আপনার ইচ্ছে মতো। আপনি চাইলে সকাল ১০ টা তেও কাজ করতে পারেন আবার আপনি চাইলে রাত ১২ টাতেও কাজ করতে পারেন। এর মানে এক কথায়, ফ্রিলান্সিং হলো আপনার পছন্দের কাজ আপনি যেখানে খুশি যখন খুশি করতে পারবেন একদম মুক্তভাবে

★ আমি ফ্রিল্যান্সিং করতে চাই!😇
খুবই ভাল কথা আপনি ফ্রিল্যান্সিং করতে চান। এখন আপনার জানা দরকার ফ্রিল্যান্সিং করতে চাইলে আপনার কি কি লাগবে? বা কি দরকার আপনার। ফ্রিলান্সিং এর জন্য সর্ব প্রথমে আপনার প্রয়োজন নিজের ইচ্ছেশক্তি, তারপর স্কিল, ডিভাইস, ইন্টারনেট কানেকশন ইত্যাদি।

★ আমি কি মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করতে পারব?😊
যদি আপনার কম্পিউটার না থাকে, তবে আপনি চাইলে মোবাইল দিয়েই ফ্রিলান্সিং শুরু করতে পারেন। মোবাইল দিয়েও ফ্রিলান্সিং করা সম্ভব। এইযে আপনি এখন যে ব্লগ পড়ছেন এটিও মোবাইল দিয়েই তৈরি আর মোবাইল থেকেই নিয়মিত পোস্ট করা হয়।
আপনি চাইলেই মোবাইল দিয়ে গ্রাফিক্স ডিজাইন বা অ্যাপ ডেভেলপমেন্ট করতে পারবেন না কিন্তু ফ্রিলান্সিং জগতে অনেক কাজ আছে যেগুলো মোবাইল দিয়েই করা সম্ভব। যেমন- লিখালিখি করা, ওয়েব ডিজাইন করা, ডাটা এন্ট্রি, ট্রান্সলেট, সোশ্যাল মিডিয়া মার্কেটিং সহ আরো অনেক কাজ।

★ কিভাবে ফ্রিল্যান্সিং শুরু করবেন?🤔
আপনি যদি প্রথমেই টাকা আয়ের কথা চিন্তা করেন, তবে ফ্রিলান্সিং আপনার জন্য না। আপনাকে প্রথমেই একটা বিষয় নির্বাচন করতে হবে যে বিষয় নিয়ে আপনি কাজ করতে চান। তারপর আপনাকে সে বিষয়ে দক্ষতা অর্জন করতে হবে, তারপর আপনি কাজের চিন্তাভাবনা করতে পারেন।


It Institute

05/10/2022
Welcome to my page🥰🥰🥰
04/10/2022

Welcome to my page
🥰🥰🥰

I'm Mimha Khandakar Riyad. I'm a digital creator

Address

Talora/Dupchanchia Road
Dhaka
5880

Telephone

+8801735296191

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mimha Khandakar Riyad- Freelancer posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mimha Khandakar Riyad- Freelancer:

Videos

Share


Other Digital creator in Dhaka

Show All

You may also like