Jahangir Tech

Jahangir Tech I am Web Developer @ FantasyHost Bangladesh. I am a professional Web Developer with more than 6 year

16/12/2021
Don't work hard... work intelligent
24/09/2021

Don't work hard... work intelligent

যাদের নগদ আ্যপস আছে, নিজ নাম্বারে ১৫ টাকা রিচার্জ করলে এখনই ৩০ টাকা বোনাস পেয়ে যাবেন, আমিও পেয়েছি। সো ট্রাই করুন।
24/09/2021

যাদের নগদ আ্যপস আছে, নিজ নাম্বারে ১৫ টাকা রিচার্জ করলে এখনই ৩০ টাকা বোনাস পেয়ে যাবেন, আমিও পেয়েছি। সো ট্রাই করুন।

মেয়াদ শেষ হওয়ার পর অব্যবহৃত মোবাইল ডাটা কেটে না নিয়ে পরবর্তীতে কেনা ডাটা প্যাকেজের সঙ্গে ফেরত দিতে অপারেটরগুলোকে নির্দেশ...
03/08/2021

মেয়াদ শেষ হওয়ার পর অব্যবহৃত মোবাইল ডাটা কেটে না নিয়ে পরবর্তীতে কেনা ডাটা প্যাকেজের সঙ্গে ফেরত দিতে অপারেটরগুলোকে নির্দেশ দিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।

মোবাইল ফোন চুরি বা হারিয়ে গেলে করণীয় কী? খুঁজে পাওয়ার উপায় কী?তথ্য-প্রযুক্তি মানুষের জীবনকে অনেক সহজ করেছে। সেই প্রযুক্ত...
27/07/2021

মোবাইল ফোন চুরি বা হারিয়ে গেলে করণীয় কী? খুঁজে পাওয়ার উপায় কী?

তথ্য-প্রযুক্তি মানুষের জীবনকে অনেক সহজ করেছে। সেই প্রযুক্তির একটি বড় অংশ হলো স্মার্টফোন। দিনে দিনে এর ব্যবহার বৃদ্ধি পাচ্ছে। স্মার্টফোনের কারণে আমাদের দৈনন্দিন কাজ যেমন সহজ করছে তেমনি কিছু অসুবিধাও আছে। স্মার্টফোনেই থেকে যাচ্ছে মানুষের কর্মক্ষেত্র ও ব্যক্তিগত জীবনের গোপনীয় সব তথ্য। ফলে ফোনটি হারিয়ে বা চুরি-ছিনতাই হলে হেনস্থার মধ্যে পড়তে হচ্ছে ব্যবহারকারীকে।

শখের স্মার্টফোনটি হারিয়ে, চুরি বা ছিনতাই হলে অনেকেই বুঝতে পারেন না কী করণীয়? অনেকে সিদ্ধান্তহীনতায় ভোগেন, নানানজনের কাছ থেকে নানা পরামর্শ নেন। কিন্তু, সেসব পরামর্শে কাজ না হলে হাত গুটিয়ে বসে থাকেন।

চুরি-ছিনতাই হওয়া বা হারিয়ে যাওয়া ফোনটি খুঁজে পেতে প্রথমেই যেটি করতে হবে, সেটি হলো আপনার নিকটস্থ থানায় জিডি করতে হবে। কারণ, স্মার্টফোন ও ফোনে থাকা সিম দিয়ে হয়তো অপরাধীরা গুরুতর কোনো অপরাধ করতে পারেন। এতে আপনার ওপর তার দায়ভার চলে আসতে পারে অজান্তেই।

হারানোর সঙ্গে সঙ্গে মোবাইল ফোন সেবাদাতার কলসেন্টারে ফোন করে সংযোগটি বন্ধ করে দেওয়ার (সিমকার্ড লক) চেষ্টাও করুন।

থানায় যোগাযোগ করে আপনার স্মার্টফোনের যাবতীয় তথ্য, সেটের মডেল নম্বর ও সিমের তথ্য দিয়ে কবে, কখন কীভাবে ফোনটি হারিয়ে গেল, তা বিস্তারিত জানিয়ে জিডিটি করুন। জিডির সময় যে বিষয়টি গুরুত্বসহকারে উল্লেখ করতে হবে তা হলো, ফোনটির আইএমইআই (ইন্টারন্যাশনাল মোবাইল স্টেশন ইক্যুপমেন্ট আইডেনটিটি) নম্বর বা ফোনের সিরিয়াল নম্বর।

বর্তমানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে উন্নত প্রযুক্তি রয়েছে, যার মাধ্যম এই নম্বর দিয়ে ফোনটির অবস্থান সনাক্ত করা সম্ভব। অনেক সময় পুলিশ আপনার অভিযোগটি গোয়েন্দা বিভাগের (ডিবি) কাছেও হস্তান্তর করতে পারে। অনেকেই ফোনের সিরিয়াল নম্বর জানেন না এবং কী করে এটা জানতে হয়, সেটাও জানেন না। * #০৬ # নম্বর ফোনের কি প্যাডে লিখলে পর্দায় ১৫ সংখ্যার একটা নম্বর দেখা যাবে।

মুঠোফোন হারিয়ে গেলে এই ১৫ নম্বরটা জানা থাকলে, পুলিশের সাহায্যে সহজেই মুঠোফোনটির অবস্থান জানা যাবে। জিডি করার পর একজন তদন্তকারী কর্মকর্তা ফোনটি উদ্ধারের দায়িত্বে থাকবেন। তদন্তকারী কর্মকর্তাকে যতটা সম্ভব ফোনটি খুঁজে পেতে বিভিন্ন তথ্য-উপাত্ত দিয়ে সহায়তা করা উচিত।

ফোনে যে সিম ব্যবহার করবেন, তা অবশ্যই আপনার নামে নিবন্ধিত থাকলে আইনি সেবা পেতে সহায়তা করবে। আবার সরাসরি র‍্যাব অফিসে যোগাযোগ করে লিখিত অভিযোগ করতে পারেন এবং হারিয়ে যাওয়া ফোনটি সম্পর্কে অবগত করে আইনি সহায়তা চাইতে পারেন। পুলিশ বা র‍্যাব যদি ফোনসেটটি উদ্ধারে কাউকে জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন হয়, তাহলে তা তারা করতে পারে। প্রয়োজনে আদালতের অনুমতি সাপেক্ষে তদন্ত চালিয়ে যেতে পারে।

নিজেরাও বের করতে পারবেন স্মার্টফোনের লোকেশন:

পুলিশের সহায়তা ছাড়া নিজেদের পক্ষেও হারিয়ে যাওয়া বা চুরি হওয়া স্মার্টফোনের লোকেশন জানা সম্ভব। সেক্ষেত্রে আপনাকে অ্যান্ড্রয়েডের জন্য গুগল সেটিংস থেকে সিকিউরিটিতে যেতে হবে। সেখানে ‘রিমোটলি লোকেট দিস ডিভাইস’ অপশনটি চালু করে রাখতে হবে। এরপর আপনাকে কেবল ফোনের কোনো ব্রাউজার থেকে (https://www.google.com/android/find) - এ সংযোগ ঘটাতে হবে। এটা অন্য কোনো মোবাইল বা কম্পিউটার থেকেও করতে পারবেন। হারানো ফোনটির অবস্থানের তথ্য পাবেন রিয়েল-টাইমে। অন্যান্য অপশনের মাধ্যমে ফোনটি বেজে উঠতে পারে তার অবস্থান জানানোর জন্য। আশপাশে হারিয়ে গেলে এ সুবিধা নিতে পারবেন।

আবার চাইলে লক করে কিংবা সব তথ্য মুছে ফেলারও ব্যবস্থা আছে। কিছু ব্র্যান্ড নিজস্ব সমাধান দেয়। যেমন: স্যামসাং দেয় ‘ফাইন্ড মাই মোবাইল’। আপনার স্যামসাং অ্যাকাউন্টের মাধ্যমে স্মার্টফোনের যাবতীয় তথ্য সিঙ্ক্রোনাইজ করতে পারবেন। এর মাধ্যমে মোবাইলের অবস্থান জানাও সম্ভব।

আইওএস অপারেটিংয়ে ‘সেটিংস’ থেকে আইক্লাউডে যেতে হবে। সেখানে ‘ফাইন্ড মাই ফোন’ চালু করবেন। খেয়াল করবেন আপনার ‘প্রাইভেসি’ সেটিংসে ‘লোকেশন সার্ভিস’ চালু করা আছে। আইফোন হারিয়ে গেলে বা চুরি হলে (http://icloud.com/find) - এ সংযোগ ঘটিয়ে নিজের অ্যাপল অ্যাকাউন্টে প্রবেশ করে ফোনের অবস্থান জেনে নিন।

ব্যবহার করতে পারেন নিরাপত্তা অ্যাপ্লিকেশনও:

স্মার্টফোন চুরি বা ছিনতাইয়ের মতো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে এবং অ্যান্ড্রয়েড ফোনের নিরাপত্তা দেয়ার জন্য বেশ কিছু অ্যাপ্লিকেশন রয়েছে। নিরাপত্তার জন্য ব্যবহারকারীরা সেই অ্যাপসগুলোও ব্যবহার করতে পারেন।

১. হোয়্যার ইজ মাই ড্রয়েড (Wheres My Droid - Apps on Google Play): হারানো ফোন খুঁজে পাওয়ার জন্য হোয়্যার ইজ মাই ড্রয়েড অত্যন্ত জনপ্রিয় একটি অ্যাপ।হারিয়ে যাওয়া ফোনটির অবস্থান চিহ্নিত করা, সেটি খুঁজে পাওয়া এবং ফোনের তথ্য নিরাপদে রাখার জন্য এতে আছে বিভিন্ন সুবিধা। ফ্রি, লাইট এবং প্রো নামের আলাদা তিনটি সংস্করণ রয়েছে এর। ফোন হারিয়ে গেলে বা চুরি হয়ে গেলে এসএমএসের মাধ্যমে ফোনের বিভিন্ন বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করা যায়। এই অ্যাপ্লিকেশনের আরেকটি বৈশিষ্ট্য হলো— এখানে কমান্ডার নামে একটি অংশ রয়েছে। কমান্ডার সক্রিয় থাকলে অ্যাপ্লিকেশনটির মূল ওয়েবসাইট থেকে ফোনের অবস্থান নির্ণয় করা যায়।

২. অ্যাভাস্ট (Avast Antivirus – Scan & Remove Virus, Cleaner - Apps on Google Play): অ্যাভাস্ট অ্যাপ্লিকেশনটি তৈরি করা হয়েছে অ্যান্ড্রয়েড ফোনের পূর্ণাঙ্গ নিরাপত্তা দেয়ার জন্য। অ্যাপের একটি অংশ অ্যান্টিভাইরাস এবং ম্যালওয়্যার স্ক্যান করে। আর অ্যাপটিতে App Disguiser এবং Stealth Mode নামের দুটি বিশেষ সুবিধা রয়েছে। এটি ব্যবহার করে ব্যবহারকারী অ্যাপটি লুকিয়ে রাখতে পারবেন। এটি বিশেষভাবে কার্যকর, যদি ফোনটি কখনো চুরি হয়ে যায়।

তবে অ্যাপ্লিকেশনটি আনইনস্টল করার পদ্ধতিটি বেশ জটিল। ইনস্টল করার পর যদি ফোনটি খোঁজা হয় কখনো, তা হলে অ্যাপটি আনইনস্টল করা এক রকম অসম্ভব হয়ে যায়। অ্যাপ্লিকেশনটি নিজে থেকেই সিস্টেম রিস্টোর করতে পারে এবং ফোনের ইউএসবি পোর্ট বন্ধ করে দিতে পারে।

৩. প্ল্যান বি (http://goo.gl/0Z9ys): তালিকার অন্য অ্যাপ্লিকেশনগুলো থেকে এটা কিছুটা আলাদা। ফোন হারিয়ে যাওয়া বা চুরি হয়ে যাওয়ার পর হয়তো মনে হতে পারে, যদি আগেই একটি অ্যাপ্লিকেশন ইনস্টল করা থাকত, তা হলে হয়তো ফোনটি খুঁজে পাওয়া যেত। আর এ ধরনের পরিস্থিতির জন্যই তৈরি করা হয়েছে প্ল্যান বি অ্যাপটি। ফোনটি হারিয়ে যাওয়ার পর গুগল প্লে সাইটে গিয়ে এ অ্যাপটি ইনস্টল ক্লিক করতে হবে। এরপর অ্যাপটি নিজে থেকেই ইনস্টল হয়ে যাবে এবং স্বয়ংক্রিয়ভাবে জিপিএস চালু হয়ে যাবে। ফোনটির অবস্থান বের করার পরপরই একটি ই-মেইলের মাধ্যমে গুগল ম্যাপের লিংকসহ ফোনের অবস্থানটি জানিয়ে দেয়া হবে।

৪. লুকআউট (Lookout: Mobile Security, Antivirus, ID Protection - Apps on Google Play): লুকআউট হলো অ্যান্ড্রয়েড যন্ত্রগুলোর উপযোগী অপর একটি পূর্ণাঙ্গ নিরাপত্তা এবং ব্যাকআপ নেয়ার সফটওয়্যার। এই অ্যাপের মাধ্যমে বিনা মূল্যে অ্যান্টি ভাইরাস সুবিধা পাওয়া যায়। পাশাপাশি ফোনে থাকা নাম, ঠিকানা, ফোন নম্বর ও তথ্য ব্যাকআপ নেয়ারও সুবিধা পাওয়া যাবে এখানে। আর মোবাইল ফোন হারিয়ে বা চুরি হয়ে গেলে এসএমএসের মাধ্যমে ফোন লক করে দেয়া বা অবস্থান চিহ্নিত করার সুবিধাও রয়েছে এখানে।

৫. লস্ট ফোন (http://goo.gl/X73yq): হারিয়ে যাওয়া ফোন খুঁজে পাওয়ার জন্য অন্যান্য অ্যাপ্লিকেশনের মতো একই ধরনের সুবিধা পাওয়া যাবে এখানে। যার মধ্যে রয়েছে এসএমএসের মাধ্যমে ফোন লক করে দেয়া, ফোনের অবস্থান জানা। আবার ফোনের রিংটোন বাড়িয়ে দেয়ার ব্যবস্থাও রয়েছে এখানে, যেন ওই নম্বরে ফোন করা হলে সেটি খুঁজে পাওয়া যায়। আর এখানে আরও একটি বিশেষ সুবিধা হলো, যে সিম কার্ডটি লাগানো অবস্থায় এই অ্যাপটি ইনস্টল করা হয়েছে, সেটি পরিবর্তন করে অন্য কোনো সিম লাগানো হলে অ্যাপ সেটিংসে উল্লেখ করা নির্দিষ্ট কয়েকটি নম্বরে নতুন সিম নম্বরটি এসএমএস হিসেবে চলে যাবে।

ক্রেডিট: Md. Moshiur Rahman Sami

23/07/2021

পদ্মা সেতুর পিলারের সঙ্গে ধাক্কা

“ঈদ মোবারক”স্বাস্থ্যবিধি মেনে কুরবানি করুন, সুস্থ ও নিরাপদে থাকুন।
20/07/2021

“ঈদ মোবারক”
স্বাস্থ্যবিধি মেনে কুরবানি করুন, সুস্থ ও নিরাপদে থাকুন।

মনে করেন, আপনার কাছে ১০০ টাকা আছে। তা দিয়ে ২০ টা সিঙ্গাড়া কিনে এলাকার এক ছোট ছেলেকে বললেন, আজকে আছরের নামাজের পর ছোট ছোট...
21/06/2021

মনে করেন, আপনার কাছে ১০০ টাকা আছে। তা দিয়ে ২০ টা সিঙ্গাড়া কিনে এলাকার এক ছোট ছেলেকে বললেন, আজকে আছরের নামাজের পর ছোট ছোট পোলাপাইন সবাই যেনো মসজিদে আসে। খাবার দেয়া হবে।

দেখবেন, হৈ হৈ করে সব পোলাপাইন মসজিদে এসে রেডি। সর্বমোট ১৩-১৪ জন পিচ্চি কিচিরমিচির করছে মসজিদের বারান্দায়। এখন আপনার প্রজেক্ট শুরু করবেন। সেটা কি?

> এই বাচ্চারা, কে কে অজু করতে পারো?
- আমি, আমি, আমি, আমি.... (অনেকে এম্নেই হাত তুলবে)

> কে কে নামাজ পড়তে পারো?
- আমি, আমি, আমি, আমি.... (অনেকে এম্নেই হাত তুলবে)

> বাহ। সবাই পারো তো। খুব ভাল। চলো আবার শিখি আজকে। এই যে এইভাবে এইভাবে।

মোটামুটি ৩০ মিনিটের প্রোজেক্টের মাধ্যমে ১৩-১৪ জনের উপর এমন ইনভেস্টমেন্ট হয়ে যাবে ইনশাআল্লাহ, যার লাভ আপনি দুনিয়ায় পাবেন তো পাবেন; মরার পর আপনার নামাজ রোজার সওয়াব যখন বন্ধ- তখন কবরে থেকে দেখবেন যে, 'প্রতিদিন ৫ বার করে সওয়াব আপনার আমল বক্সে ঢুকতেছে।'
যদিও প্রজেক্টে ছিল ১৩-১৪ জন, কিন্তু দেখা যাবে কয়েক হাজার, কয়েক লাখ, কয়েক কোটি জায়গা থেকে লাভ আসতেছে। ওয়াও না?

তাই, বছরে একবার হলেও প্রজেক্ট-টা চালাতে পারেন, ইনশাআল্লাহ।
ওয়ামা তাউফিকি ইল্লা বিল্লাহ।
#সদকাহে_জারিয়া💜

বজ্রপাত থেকে বাঁচতে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতর ২০টি জরুরি নির্দেশনা দিয়েছে।নির্দেশনাগুলো হলো-১. বজ্র...
07/06/2021

বজ্রপাত থেকে বাঁচতে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতর ২০টি জরুরি নির্দেশনা দিয়েছে।

নির্দেশনাগুলো হলো-

১. বজ্রপাতের ও ঝড়ের সময় বাড়ির ধাতব কল, সিঁড়ির ধাতব রেলিং, পাইপ ইত্যাদি স্পর্শ করবেন না।
২. প্রতিটি বিল্ডিংয়ে বজ্র নিরোধক দণ্ড স্থাপন নিশ্চিত করুন।
৩. খোলাস্থানে অনেকে একত্রে থাকাকালীন বজ্রপাত শুরু হলে প্রত্যেকে ৫০ থেকে ১০০ ফুট দূরে দূরে সরে যান।
৪. কোনো বাড়িতে যদি পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকে তাহলে সবাই এক কক্ষে না থেকে আলাদা আলাদা কক্ষে যান।
৫. খোলা জায়গায় কোনো বড় গাছের নিচে আশ্রয় নেয়া যাবে না। গাছ থেকে চার মিটার দূরে থাকতে হবে।
৬. ছেঁড়া বৈদ্যুতিক তার থেকে দূরে থাকতে হবে। বৈদ্যুতিক তারের নিচ থেকে নিরাপদ দূতত্বে থাকতে হবে।
৭. ক্ষয়ক্ষতি কমানোর জন্য বৈদ্যুতিক যন্ত্রপাতির প্লাগগুলো লাইন থেকে বিচ্ছিন্ন রাখতে হবে।
৮. বজ্রপাতে আহতদের বৈদ্যুতিক শকে মতো করেই চিকিৎসা দিতে হবে।
৯. এপ্রিল-জুন মাসে বজ্রপাত বেশি হয়। এই সময়ে আকাশে মেঘ দেখা গেলে ঘরে অবস্থান করুন।
১০. যত দ্রুত সম্ভব দালান বা কংক্রিটের ছাউনির নিচে আশ্রয় নিন।
১১. বজ্রপাতের সময় বাড়িতে থাকলে জানালার কাছাকাছি বা বারান্দায় থাকবেন না এবং ঘরের ভেতরে বৈদ্যুতিক সরঞ্জাম থেকে দূরে থাকুন।
১২. ঘন-কালো মেঘ দেখা গেলে অতি জরুরি প্রয়োজনে রাবারের জুতা পরে বাইরে বের হতে পারেন।
১৩. উঁচু গাছপালা, বৈদ্যুতিক খুঁটি, তার, ধাতব খুঁটি ও মোবাইল টাওয়ার ইত্যাদি থেকে দূরে থাকুন।
১৪. বজ্রপাতের সময় জরুরি প্রয়োজনে প্লাস্টিক বা কাঠের হাতলযুক্ত ছাতা ব্যবহার করুন।
১৫. বজ্রপাতের সময় খোলা জায়গা, মাঠ বা উঁচু স্থানে থাকবেন না।
১৬. কালো মেঘ দেখা দিলে নদী, পুকুর, ডোবা, জলাশয় থেকে দূরে থাকুন।
১৭. বজ্রপাতের সময় শিশুদের খোলা মাঠে খেলাধুলা থেকে বিরত রাখুন এবং নিজেরাও বিরত থাকুন।
১৮. বজ্রপাতের সময় খোলা মাঠে থাকলে পায়ের আঙুলের ওপর ভর দিয়ে এবং কানে আঙুল দিয়ে মাথা নিচু করে বসে পড়ুন।
১৯. বজ্রপাতের সময় গাড়ির মধ্যে অবস্থান করলে, গাড়ির থাতব অংশের সঙ্গে শরীরের সংযোগ ঘটাবেন না। সম্ভব হলে গাড়িটিকে নিয়ে কোনো কংক্রিটের ছাউনির নিচে আশ্রয় নিন।
২০. বজ্রপাতের সময় মাছ ধরা বন্ধ রেখে নৌকার ছাউনির নিচে অবস্থান করুন।

ঈদ মোবারাক 🌙তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম!
14/05/2021

ঈদ মোবারাক 🌙

তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম!

  ক্লিক করে করোনায় ভারতের অবস্থা দেখলে আশা করি সবাই সচেতন হবেন।বাহিরে বের হওয়ার আগে একবার ভেবে নিন 🙏সচেতনতার অভাবে করোনা...
25/04/2021

ক্লিক করে করোনায় ভারতের অবস্থা দেখলে আশা করি সবাই সচেতন হবেন।
বাহিরে বের হওয়ার আগে একবার ভেবে নিন 🙏সচেতনতার অভাবে করোনা ভাইরাসের সাথে আপনার মোকাবেলা হতে পারে, এতে আপনি সহ আপনার পুরো পরিবার ভয়াবহ অবস্থা তে থাকতে পারে 😥
নিজের জন্য না হলেও পরিবারের সবার কথা চিন্তা করুন তাহলেই সচেতন হতে পারবেন।🚷 যার হয়নি সে বেঁচে গেছে কিন্তু তার যে হবে না আর তা কিন্তু নয় 🙂
যাদের হয়েছে এদের মধ্যে অর্ধেক এর বেশীর ভাগ মানুষ প্রায় জটিলতা ভাবে মৃত্যু হয়েছে তাই দয়া করে স্বাস্থ্যবিধি গুলো ভালো ভাবে অনুসরণ করলে শীঘ্রই করোনা ভাইরাসের আক্রান্ত সংখ্যা কমে যেতে পারে ♨️

🔴 সবাই স্বাস্থ্যবিধি মেনে চলুন
🔴 নিজে সচেতন থাকুন, অন্যকে সচেতন করুন
🔴মাস্ক ব্যবহার করুন 😷



24/04/2021

মোবাইলে বিরক্তিকর প্রমোশনাল এসএমএস থেকে রেহাই পেতে ফ্রি তে ডায়াল করুন:

গ্রামীনফোনঃ *১২১*১১০১ #

বাংলালিংকঃ *১২১*৮*৬ #

রবি ও এয়ারটেলঃ *৭ #

জনস্বার্থে: বিটিআরসি

"বাঙ্গি খারাপ ফল, বাঙ্গি খায় গরীবে, ওকে বাঙ্গীর জুস জোর করে খাওয়ায় দে!"এই যে এসব বলে বলে সোশ্যালি আরেকজনের উপর নেগেটিভ ই...
19/04/2021

"বাঙ্গি খারাপ ফল, বাঙ্গি খায় গরীবে, ওকে বাঙ্গীর জুস জোর করে খাওয়ায় দে!"
এই যে এসব বলে বলে সোশ্যালি আরেকজনের উপর নেগেটিভ ইনফ্লুয়েন্স ফেলতেছেন। বিশ্বাস করেন আপনার ট্রলের দ্বারা কিছু লোক যদি নিজের মধ্যে হীনমন্যতা নিয়ে বাজারে বাঙ্গি কিনতে গিয়ে ফিরে আসে সবচেয়ে বড় ক্ষতি হবে রোদে পুড়ে কষ্ট করে চাষ করা সেই কৃষকের।
এইটা ভেবে দেখছেন? আপনার হাসি তামাশায় যেন কারো ঘাম ঝরা পরিশ্রমের মূল্য কমে না যায় সেদিকে একটু খেয়াল রাখবেন।

17/04/2021

সবাইকে নিয়ে ভালো থাকার মাঝে রমজানের প্রকৃত মহিমা🌸
সবাইকে নিয়ে ভালো থাকার মাঝে রমজানের প্রকৃত মহিমা🖤

#শিক্ষা_মূলক_পোস্ট

© Jahangir Tech

17/04/2021

পতিতালয়ের মেয়েটি যখন খদ্দের থেকে হাজার টাকার নোট নিয়ে ঘৃণার চোখে বলে- এই সমাজ আমাকে বেশ্যা বানিয়েছে!

ঠিক তখনই দেশের কোন প্রান্তে আরেকটি মেয়ে পরিশ্রম করে ১০০টাকার তিনটা নোট নিয়ে বলে- ধন্যবাদ সমাজকে! এই সমাজ আমাকে কাজ করার সুযোগ দিয়েছে।

রাতের অন্ধকারে সিগারেটের ধোঁয়া উড়িয়ে বেকার ছেলেটি যখন ভাগ্যকে অভিশাপ দিয়ে দেশ ব্যবস্থাকে গালি দেয়!

ঠিক তখনই দেশের কোন প্রান্তে আরেকটি ছেলে সিগারেটের সেলসম্যান হয়ে ঘাম ঝরাচ্ছে! প্রশ্নের বিপরীতে তার জবাব- পরিশ্রমই আমাকে বেকারত্ব থেকে মুক্তি দিয়েছে!

কোন নিষ্ঠুর সকালে কোটিপতি সন্তান যখন বৃদ্ধা মাকে বৃদ্ধাশ্রমে নিয়ে যায়!

ঠিক তখনই একই শহরের অন্য প্রান্তে গরীব ছেলেটি অসুস্থ মায়ের মুখে একটা রুটি তুলে দিতে ঘুরছে দ্বারে দ্বারে এবং মায়ের চিকিৎসার জন্য সবার কাছে হাত পাতছে!প্রশ্নের বিপরীতে তার জবাব- "মা পাশে না থাকলে আমি কিভাবে বাঁচব"?

এই জায়গায় এসে মনীষীদের দুটি উক্তি লিখতে আমার বড্ড ইচ্ছে হয়-

সত্যিকার অর্থে জীবনে কিছু করতে চাইলে; একটা রাস্তা খুঁজে পাবে, আর না করতে চাইলে পাবে শুধুই অজুহাত!পৃথিবীটা ঠিক তেমনি; যেভাবে আমরা দেখি!

সুন্দরভাবে বেঁচে থাকার জন্য রাস্তার অভাব নাই, কিন্তু আমরা সে রাস্তাটা খুঁজে নিতে আগ্রহী নই বরং সব সময় ভাগ্যকে দোষারোপ করি!

কোটিপতি সন্তানটার কাছে মা হয়ত বোঝা! কিন্তু গরীব ছেলেটির কাছে 'মা'ই সব। আর এখানে এসে দ্বিতীয় উক্তিটি একদম মিলে যায়!

ঐ যে, পৃথিবী। ঠিক তেমনি; যেভাবে আমরা দেখি!
উদ্যোক্তা হন।পরিশ্রম করুন। ভাগ্য দোষারোপ করে নয়।বরং কর্মের মাধ্যমে ভাগ্য পরিবর্তন করুন। আবার বিজয় হোক কর্মের মাধ্যমে।

(সংগৃহিত)

এটাই জীবন ....
09/04/2021

এটাই জীবন ....

একফোঁটা মধু মাটিতে পড়ে আছে!পাশ দিয়ে ছোট্র একটি পিপীলিকা যাচ্ছিল!মধুর ঘ্রাণ নাকে ঢুকতেই থমকে দাঁড়াল!ভাবলো একটু মধু খেয...
28/03/2021

একফোঁটা মধু মাটিতে পড়ে আছে!
পাশ দিয়ে ছোট্র একটি পিপীলিকা যাচ্ছিল!
মধুর ঘ্রাণ নাকে ঢুকতেই থমকে দাঁড়াল!
ভাবলো একটু মধু খেয়ে নেই!
তারপর না হয় সামনে যাবো!

এক চুমুক খেলো! বাহ্! খুব মজা তো!
আর একটু খেয়ে নেই! আরেক চুমুক খেলো!
তারপর সামনে চলতে লাগলো!
হাটতে হাটতে ঠোঁটে লেগে থাকা মধু চেটে চেটে খাচ্ছিল!
ভাবলো,এত মজার মধু আরেকটু খেয়ে নিলে কি হয়?
আবার পিছনে ফিরলো!
পূর্বে মধুর একপাশ থেকে খেয়েছিল!
এবার চিন্তা করলো ভিতরে মনে হয় আরও মজা!
এবার আস্তে আস্তে বেয়ে বেয়ে মধু ফোঁটার উপরে উঠে গেল!
বসে বসে আরামছে মধু খাচ্ছে!
খেতে খেতে এক পর্যায়ে পেট ফুলে গেল!
ঐ দিকে আস্তে আস্তে পা দুটো মধুর ভিতরে ঢুকে যাচ্ছে!
তখনই হঠ্যাৎ টনক নড়লো তার!
কিন্তু কতক্ষণে অনেক দেরি হয়ে গেছে!
মধু থেকে নিজেকে ছাড়িয়ে নেয়ার জন্য আপ্রাণ চেষ্টা চলছে!
কিন্তু নাহ্! মধুতে তার সমস্ত শরীর মাখামাখি অবস্থা!
অনেক চেষ্টা করেও নিজেকে আর উদ্ধার করতে সক্ষম হলো না!
নাকে মুখে মধু ঢুকে দম বন্ধ হয়ে যেতে লাগল!
অবশেষে.. পিপীলিকাটি মধুর ভিতরে আটকে পড়েই মৃত্যু বরণ করল!!

এই বিশাল বড় দুনিয়াটাও এক ফোটা মধুর মত!
যে এই মধুর পাশে বসে হালাল ও অল্পতে তুষ্ট থাকবে সেই বেঁচে গেল!
আর যে এই স্বাদের মধ্যে ডুব দিতে গিয়ে হালাল-হারাম বাচ-বিচার না করে শুধু খেয়েই গেল,আরেকটু আরেকটু করতে করতে একদিন সে এর মায়াজালে আটকা পড়েই মারা যাবে!
তখন আর কেউই উদ্ধার করতে পারবে না!
ধ্বংস অনিবার্য!
তার দুনিয়া ও আখেরাত দু'টোই শেষ!

হে আল্লাহ্ তুমি আমাদেরকে এই দুনিয়ার ভালাবাসায় অন্ধ করে দিওনা! আমাদেরকে হালাল-হারাম বেছে চলার তাওফিক দান করুন... আমিন।
©️

27/03/2021

‘আর যালিমরা যা করছে, আল্লাহকে তুমি সে বিষয়ে মোটেই বেখবর মনে করো না, আল্লাহ তো তাদের অবকাশ দিচ্ছেন, ঐ দিন পর্যন্ত যে দিন চোখ পলকহীন তাকিয়ে থাকবে।’
(সুরা ইবরাহীম, ১৪:৪২)

26/03/2021

সেদিন ও গুলি চলেছিলো।
আজও গুলি চলছে।
পার্থক্য ৫০ টি বছরের।

আল্লাহর ভালোবাসা কেউ জন্মগতভাবেই পেয়ে যায় না,তা অর্জন করতে হয়।আর যে অর্জন করতে পারে সেই সফলকাম। ড.বিলাল ফিলিপস
26/03/2021

আল্লাহর ভালোবাসা কেউ জন্মগতভাবেই পেয়ে যায় না,তা অর্জন করতে হয়।আর যে অর্জন করতে পারে সেই সফলকাম।

ড.বিলাল ফিলিপস

- এই নৌকা দুটিকে দেখুন। এখান থেকে বের হতে হলে হয় কারো সাহায্য নিতে হবে কিংবা বর্ষার জন্য অপেক্ষা করতে হবে।- সাহায্য অনিশ...
01/03/2021

- এই নৌকা দুটিকে দেখুন। এখান থেকে বের হতে হলে হয় কারো সাহায্য নিতে হবে কিংবা বর্ষার জন্য অপেক্ষা করতে হবে।

- সাহায্য অনিশ্চিত, বর্ষা নিশ্চিত।

- কারন বর্ষণের কাজ আল্লাহর পক্ষ থেকে এবং সাহায্যের কাজ মানুষের।

- অতএব, আপনার দুর্দিনে কেও সাহায্য না করলেও আল্লাহর সাহায্য ঠিকই পাবেন, সময়টা শুধু অপেক্ষার। 💖

©

https://www.kalerkantho.com/print-edition/islamic-life/2019/10/28/831959
22/02/2021

https://www.kalerkantho.com/print-edition/islamic-life/2019/10/28/831959

জুলুম একটি আরবি শব্দ। এর অর্থ হলো নির্যাতন বা অবিচার। সাধারণ অর্থে কাউকে অন্যায়ভাবে শারীরিক, মানসিক, আর্থিক বা

26/01/2021
14/01/2021
14/01/2021

মুখোশধারি ভদ্র হওয়ার থেকে স্পষ্টবাদি অভদ্র হওয়া অনেক ভালো।

12/01/2021
--আমাদের পরিবার ও সমাজ কখনো মূর্খ মানুষের দ্বারা নষ্ট হয় না, আমার পরিবার ও সমাজ নষ্ট হয় শিক্ষিত মানুষের মূর্খ আচরণের ম...
12/01/2021

--আমাদের পরিবার ও সমাজ কখনো মূর্খ মানুষের দ্বারা নষ্ট হয় না, আমার পরিবার ও সমাজ নষ্ট হয় শিক্ষিত মানুষের মূর্খ আচরণের মাধ্যমে।

22/10/2020

রাতে ঘুমানোর আগে অবশ্যই এই দোয়া টি পড়বেন-

আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া

17/09/2020

Google Webmaster Tool :গুগল ওয়েবমাস্টার টুল হচ্ছে গুগল কোম্পানির একটি ফ্রী সার্ভিস, আপনি চাইলে এর মাধ্যমে আপনার ওয়েবসাইটকে Mon...

01/09/2020
28/04/2020

ওয়ার্ডপ্রেসের মেম্বারশীপ সাইটগুলোর অন্যতম বড় একটি সমস্যা হচ্ছে স্প্যাম ইউজার রেজিস্ট্রেশন, যাকে বলা যায় ইউ.....

করোনা ভাইরাস নিয়ে একটি টিউটোরিয়াল ভিডিও। আশাকরি দেখবেন এবং মতামত দিবেন আর ভালো লাগলে সাবস্ক্রাইব ও করে দিবেন।
30/03/2020

করোনা ভাইরাস নিয়ে একটি টিউটোরিয়াল ভিডিও। আশাকরি দেখবেন এবং মতামত দিবেন আর ভালো লাগলে সাবস্ক্রাইব ও করে দিবেন।

Covid-19 Test Website: https://corona.gov.bd/covid19Test ************* SUBSCRIBE My Channel and get the latest tutorials: I hope you like it and enjoy this v...

Address

Jamgora Chowrasta
Dhaka
1349

Alerts

Be the first to know and let us send you an email when Jahangir Tech posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category

Nearby media companies