Kichukkhon

Kichukkhon Interesting, Entertaining, Useful & Unique Video Station.

 #এখন কলিংবেলের যুগ! মর্ডানাইজেশন বাই ব্রিটিশ রাজ! আসুন জানি, মুসলমানদের ইতিহাস কি ছিল?উসমানি খিলাফতকালে প্রত্যেক বাড়ির ...
07/12/2023

#এখন কলিংবেলের যুগ! মর্ডানাইজেশন বাই ব্রিটিশ রাজ! আসুন জানি, মুসলমানদের ইতিহাস কি ছিল?

উসমানি খিলাফতকালে প্রত্যেক বাড়ির দরজায় দুটো কড়া থাকতো। একটি ছোট, একটি বড়।
কোনো নারী দরজায় কড়া নাড়লে ছোট কড়াটি নাড়তো। এতে আস্তে শব্দ হতো। ভেতরের লোকজন বুঝতে পারতো একজন নারী এসেছে। পরিবারের পুরুষ সদস্য তখন অন্য রুমে চলে যেতো। একজন নারী গিয়ে দরজা খুলে অন্য নারীকে স্বাগত জানাতো!

কোনো পুরুষ আসলে বড় কড়া নাড়তো। ভেতরের লোকজন বুঝতো একজন পুরুষ আসছে। বাড়ির নারী সদস্যরা অন্য রুমে চলে যেতো৷ একজন পুরুষ গিয়ে দরজা খুলতো।
সেই যুগে একটা মুসলিম বাড়িতে প্রাইভেসির ব্যাপার অত্যন্ত গুরুত্ব সহকারে দেখা হতো।

30/11/2023

বাড়ির চারতলা বেয়ে নিচে নেমে তাঁর মেজাজ খারাপ হয়ে গেলো।
বারবার মানা করার পরও পুলিশের গানম্যান এসে হাজির হয়েছে। তাঁর ইচ্ছে হলো, কড়া একটা ধমক লাগানোর; কিন্তু তরুণ পুলিশ কর্মীটির দিকে তাকিয়ে মায়া হলো। তার তো কিছু করার নেই, সে আদেশ পালন করছে মাত্র।
তারপরও তিনি বললেন- যাও, বাড়ি যাও, আজ ছুটির দিন, ফ্যামিলিকে সময় দাও। কাল হোম সেক্রেটারির সাথে কথা বলে আমি ব্যাপারটা ফাইনাল করে নেবো।
তুমি নিশ্চিন্তে বাড়ি যাও। এজন্য কোনো সমস্যা হলে আমি দেখবো। কথা শেষ করেই তিনি হতভম্ব এসআইকে পেছনে রেখে রিকশার সন্ধানে বের হয়ে এলেন। তাঁকে বাস স্ট্যান্ডে যেতে হবে।

অনেক দিন পর তিনি গ্রামের বাড়ি যাচ্ছেন। সময়ের অভাবে যাওয়া হয় না। তিনি যে বাসে উঠেছেন তাতে ঠাসবুনন ভিড়, কারণ এটা লোকাল বাস, থেমে থেমে যাত্রী নেয়, ভাড়াও তাই কম।
বেশ কিছুক্ষণ দম বন্ধ করা গরমে দাঁড়িয়ে থেকে তিনি এক কোণায় বসার সুযোগ পেলেন। গাড়ি টিকটিক করে চলতে লাগলো, কখন গন্তব্যে পৌঁছাবে কে জানে?

তিনি যখন নিজের গ্রামে পৌঁছালেন তখন সূর্য বিকেলের দিকে হেলে পড়েছে। রোদের তেজ কমে এসেছে। বাস থেকে নামতেই তিনি চায়ের দোকানে বসা মতি মিয়াকে দেখতে পেলেন, তাঁকে ঘিরে তুমুল আড্ডা দিচ্ছেন আরো কয়েকজন। মতি মিয়াসহ এদের প্রায় সবাইকে তিনি চিনেন। এরা তাঁর বাল্য বন্ধু, একসাথে পড়াশুনা করেছেন। তাই তিনি প্রথমেই বাড়ি না গিয়ে সে দোকানের দিকে পা বাড়ালেন। বাড়ি যাওয়ার আগে ওদের সাথে কিছুক্ষণ আড্ডা দেওয়া যাক। অনেকদিন তাঁদের সাথে দেখা হয় না, কতদিন পর বাড়ি এলেন!

তিনি ঢুকতেই দোকানে আড্ডারত বন্ধুরা কেমন যেন সংকুচিত হয়ে গেলেন। তাঁকে তাঁরা এখানে আশা করেননি। এক সময় কত কাছের বন্ধু ছিলেন, কিন্তু এখন তাঁর সাথে কোনো তুলনাই চলে না। তিনি দেশের মস্ত কর্তাব্যক্তি, প্রায়ই টেলিভিশনে দেখা যায়, আর তাঁরা সে-ই গ্রামেই পড়ে আছেন, বেশির ভাগ স্কুলের দরজাই পেরুতে পারেননি, কেউ কৃষক, কেউ দরজি, কেউ চায়ের দোকানদার। কোথায় তিনি আর কোথায় তাঁরা!
তাঁর মধ্যে কিন্তু এসবের কোনো বিকার নেই, দোকানে ঢুকেই তিনি হাঁক দিলেন, এই হারামীরা তোরা কী করস? মইত্যা কড়া কইরা সবাইরে চা দে। দুধ-চিনি সব দিবি, আমি ডায়াবেটিসের গুষ্টি খিলাই। আর ভয় পাবি না, বাকি খাবো না, নগদ পেমেন্ট, হাহাহাহাহা----
তাঁর হাসির দমকে বাল্যবন্ধুদের কুণ্ঠা মুহূর্তে যেন ঝড়ো বাতাসে উড়ে গেলো। মতি মিয়া দ্রুত চা বানাতে লাগলেন, তাঁর সাথে হাত লাগালেন আবদুল কুদ্দুস, পাশেই তাঁর একটি ওষুধের দোকান আছে।
চায়ের কাপে কাপে জমে থাকা গল্প ঘুরতে লাগলো, ফুটে উঠলো অনেক আগে মিলিয়ে যাওয়া স্মৃতির রেখাগুলো। এভাবেই ঘণ্টাখানেক কেটে গেলো। তারপর তিনিই আড্ডা ভেঙে বললেন, যাইরে, বাড়ি যাওয়া দরকার, তারপর একটু দূরে বসা একজনকে ইঙ্গিত করে বললেন, মজিদ্দা তোর রিকশা আছেনি? আমারে বাড়ি দিয়া আসতে পারবি?

বন্ধুদের মধ্যে আবদুল মজিদের অবস্থাই সবচে খারাপ। তিনি রিকশা চালান। তাই গ্রামের অন্য অতি সাধারণ বন্ধুদের মাঝেও তিনি খুব কুণ্ঠিত থাকেন, কিন্তু তাঁদের জোড়াজুরিতে আড্ডায় না এসে পারেন না। এরমধ্যে হঠাৎ বিখ্যাত বন্ধুর রিকশায় বাড়ি পৌঁছে দেওয়ার প্রস্তাব শুনে তিনি থরথর করে কেঁপে উঠলেন।

বাল্যবন্ধুকে রিকশায় বসিয়ে টেনে নিয়ে যাওয়ার মতো লজ্জার আর কিছু নেই। তাঁর চোখে বিন্দু বিন্দু জল জমে উঠলো। ঢাকার ভদ্রলোক তা খেয়াল করলেন না, তিনি নির্বিকার ভঙিতে রিকশায় উঠে বসেছেন।
আবদুল মজিদ ময়লা গামছায় মুখ মোছার কায়দায় চোখ মুছে রিকশার প্যাডেলে পা রাখলেন।

রিকশা ধীরগতিতে চলছে। যাত্রীর আসনে বসা ভদ্রলোক রং চায়ের মতো লালচে গোধুলি মুগ্ধ নয়নে দেখছেন, বাল্যবন্ধু যে রিকশা চালাতে চালাতে বারবার গামছায় চোখ মুছছেন সেদিকে তাঁর খেয়াল নেই!
অর্ধেক পথ আসার পর হঠাৎ তিনি হাঁক দিলেন, অ্যাই মজিদ্দা, রিকশা থামা!
আবদুল মজিদ সে ডাক শুনে ভ্যাবাচ্যাকা খেয়ে রিকশা থামিয়ে ফেললেন। তারপর পেছনে বসা ভদ্রলোক আসন থেকে নেমে এসে বললেন, এইবার তুই গিয়া সিটে বয়, বাকি পথ আমি রিকশা টানবো।
আবদুল মজিদের যেন মাথায় বাজ পড়েছে এমন ভঙ্গিতে বললেন, এইটা আপনি কী কন?
তিনি প্রায় তেড়ে গিয়ে বললেন, এক ঘুসিতে দাঁত সব বরবাদ করে দেব হারামী, এত ভদ্র হইছস কবে থিকা? 'তুই' থাইকা একদম 'আপনি'! আরেকবার 'আপনি' কইলে খবর আছে, যা সিটে গিয়া বয়।

আবদুল মজিদ তারপরও দাঁড়িয়ে আছেন, এটা কীভাবে সম্ভব?! তিনি তাকে সিটে বসিয়ে রিকশা টানবেন?
তিনি আমতা আমতা করে কোনো রকমে তুমিতে উঠলেন, 'তুই'- এ নামা তাঁর পক্ষে সম্ভব নয়, তিনি বললেন, এইটা সম্ভব না, তুমি ক্যান রিকশা টানবা?!

ঢাকার ভদ্রলোক এবার খেঁকিয়ে উঠলেন, ক্যান সম্ভব না? আমরা সারাজীবন সব ভাগাভাগি কইরা বড়ো হইছি না? পেয়ারা চুরি করলে অর্ধেক তোর, অর্ধেক আমার, আম হাতাইলে তাও সমান দুই ভাগ। নরেন কাকার গাছ থাইক্যা ডাব নিয়া ভাগলে পানি খাওনের পর শাঁস ভাগাভাগি কইরা খাই নাই? তাইলে রিকশা ভাগাভাগি করলে সমস্যা কী? অর্ধেক পথ তুই চালাইছস, অর্ধেক আমি চালামু, যা ওঠ গিয়া, টাইট কইরা বয়, যা কইলাম-----

এরপর মজিদ মিয়াকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে তিনি অনভ্যস্থ হাতে রিকশার হ্যান্ডেলে হাত রাখলেন, পেছনে জড়োসড়ো হয়ে বসে আছেন তাঁর বাল্যবন্ধু আবদুল মজিদ!
সামনে চালকের আসনে বসা বাংলাদেশ সরকারের এক জাঁদরেল শীর্ষ কর্মকর্তা রিকশার প্যাডেলে পা চালাচ্ছেন!

কী আশ্চর্য! অনভ্যস্ত হলেও রিকশা কিন্তু তিনি ঠিকভাবেই টেনে নিয়ে যাচ্ছেন।
যাত্রীর আসনে বসা আবদুল মজিদ এখনো ময়লা গামছায় চোখ মুছছেন।
তবে এবার তা মুছছেন অন্য কারণে।

আসলে শৈশব কখনো ভুলার নয়! যে যেখানেই থাকুক, যে অবস্থায়ই থাকুক শৈশব থাকে আজন্ম লালিত! আহারে শৈশব! মনে পড়ে খুব!🥹

18/11/2023

সংসারত্যাগী মানুষদের প্রতি আমি/আমরা এক ধরনের মুগ্ধতা বোধ করি। এই মুগ্ধতার কারণ সম্ভবত জীবনানন্দ দাসের কবিতা–

অর্থ নয় কীর্তি নয় সচ্ছলতা নয়
আরো এক বিপন্ন বিস্ময়

কোন্ বিপন্ন বিস্ময়ের কারণে এই সব মানুষ সংসার ত্যাগ করে তা জানতে ইচ্ছে করে। অবশ্যি এক অর্থে এরা আবার পলাতক মানুষ। সংসার থেকে পলাতক, জীবন থেকে পলাতক। দায়িত্ব থেকেও পলাতক। পলাতক মানেই পরাজিত। পরাজিত মানুষদের প্রতি মমতা কেন থাকবে?

@হুমায়ূন আহমেদ

13/11/2023
04/11/2023

যাত্রাবাড়ী এইমাত্র বাস আগুন দিয়ে পুড়িয়ে দিল দুর্বিত্তরা।

24/10/2023

গ্রামাঞ্চলে একটা কথা চলিত আছে। "যারে নিন্দে তারেই পিন্দে!" অর্থাৎ, আজ আপনি যাকে নিন্দা কিংবা অবহেলা করবেন, এক সময় কোনো এক পরিস্থিতিতে তার কাছেই আপনাকে সাহায্যের হাত পাততে হবে।
আজকে বাংলাদেশ-সাউথ আফ্রিকার ম্যাচ দেখে আমার তাই মনে পড়ল। তথাকথিত বিশ্বসেরা অলরাউন্ডার, মন খুলে ব্যাটিং করার স্বপ্ন দেখা ব্যাটসম্যান কিংবা কাটার-ফাটার বোলার প্রত্যেকেই ব্যার্থ ২০২৩ ক্রিকেট বিশ্বকাপে।

ভালো করছে কে? যাকে অবহেলা করে দলেই নিতে না চাওয়া, অত:পর নেয়ার পরও আকাইম্মা গুলারে আগে ব্যাটিং এ নামিয়ে তাকে ইচ্ছা করে ৭/৮ নম্বরে দলের কবরস্থ হওয়ার পূর্ব মুহুর্তে নামানো! সেই ব্যাটসম্যান মাহমুদউল্লাহ!
খুব ভালই টের পাওয়া যাচ্ছে তামিমের অভাব!

26/09/2023

বাসা থেকে অফিসে যেতে কিংবা অফিস থেকে বাসায় ফিরতি পথে আপনি, আমি প্রত্যেকেই একটা চটকদারী রেকর্ডেড লেকচার শুনতে পাই। উঠতে লাঠি, বসতে মাটি! অথবা বুক জ্বালা, পেট জ্বালা, ঘন ঘন প্রস্রাব, আকাশে মেঘ দেখলেই প্রস্রাব কিংবা যৌবন ধরে রাখা! ইত্যাদি বিভিন্ন রোগের মহৌষধ হিসেবে ভেষজ ঔষধের পুষ্টি গুণের কীর্তন সমৃদ্ধ vanguard সারা শহরে পংগপালের মতো ছড়িয়ে পড়েছে!
ওষুধের ব্যাপারে কিঞ্চিৎ জানাশোনা থাকার কারণে আমাকে প্রায় সময় পরিচিত অনেকেই জিজ্ঞাসা করে, এগুলোতে কি কাজ হয়? আর, কাজ না হলে এত এত মানুষ খাচ্ছে কেন? আর, শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে তারা টিকেই আছে কিভাবে? কবেই তো পুলিশ ধরে নিয়ে যাওয়ার কথা!

অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা! চিন্তার বিষয়! হুট করে একটা থিওরিকে বাতিল বলা যায় না! তবে আধুনিক চিকিৎসা বিদ্যায় এইসব শরবত কিংবা জড়িবুটির কোনো স্থান নেই। আমি এতদিন এই explanation ই দিয়ে আসছি। কিন্তু কিছু প্রশ্নের উত্তর বাকি রয়ে যায়। মনে মনে চিন্তা হলো, unsolved প্রশ্নগুলোর উত্তর খুজতে গেলে নিজে practically experiment করতে হবে। গতকাল সেই সুযোগটি পেলাম।

সাইনবোর্ড মোড়ে বাস থেকে নামতেই শুনি, উঠতে লাঠি, বসতে মাটি! তো যেই কথা সেই কাজ। আমি নিজেই গেলাম তাদের ভ্যানের কাছে। একজন আমজনতার মতই জিজ্ঞেস করলাম, ভাই আপনার কাছে বুক জ্বলা, পেট জ্বলার ওষুধ আছে?(গ্যাস্ট্রিক শব্দটা ইচ্ছা করেই উহ্য করে গেলাম!) ওই সময় আসলেও এক্সট্রিম লেভেলে বুক জ্বালাপোড়া করতেছিল, সেটাই কাজে লাগানোর চিন্তা করলাম।
তো হকার কবিরাজ কিংবা বদ্যি যাই বলেন, আমাকে জিজ্ঞেস করলো, বুক জ্বালা কি বেশি না কম?!😌 আমি বললাম, বেশি! প্রতুত্তরে কবিরাজ সাহেব বললেন, হু..!
তাহার "হু" শুনে আমার ভেতরটা কেপে উঠলো! বেটা আজকে না জানি modern science এর ধাজ্বিয়া উড়ায়ে দেয়!🤒
যাই হোক, সে আমাকে জিজ্ঞেস করলো কয় টাকার টা খাইবেন? ১০ টেকার না ২০ টেকার? একটু চিন্তা করে আমি বললাম, ২০ টাকার।
তাকিয়ে রইলাম তার বয়মগুলোর দিকে, কি কি মিশায় দেখার জন্য। দেখলাম, কিছু জিরাগুড়া, কিছু Unidentified মসলার ফাকি আগে থেকে ব্লেন্ডারে রাখা ইসবগুলের ভুষি, তকমার সলিউশনে ঢেলে দিয়ে তিন সেকেন্ড ব্লেন্ডারের বাটনটা চেপে ধরে রেখে solution মানে শরবতটা আমাকে খেতে দিল।

বলে রাখি, এখানেই তাদের কারসাজিটা! পেট ব্যথা, বুক ব্যথা, বুক জ্বালা, মাথা ধরা কিংবা ঘন ঘন প্রস্রাব, সকল কিছুর ওষুধ এই একটাই। শরবত!
যদি কেও ধরতে যান কিংবা সন্দেহ পোষণ করেন, তাহলে বলবে ওইসব মসলা ফাকি কিংবা গুড়ার কথা!😅 কিন্তু আদতে এইসব মসলা ফাকি আপনার ঘরেই আছে। আর যদি তারা কোনো গাছের শিকড় বাকলের গুড়া দিয়েও থাকে তাতেও কাজ হবে না। কারণ, উদ্ভিদ কিংবা জীবাশ্ম হতে ওষুধ (medicine) প্রস্তুত করতে যে extraction, fermentation কিংবা synthesis process এর মধ্য দিয়ে যেতে হয় এগুলোর ব্যাপারে তারা সম্পূর্ণ অজ্ঞ।

এবার আমার শরবত খাওয়ার অভিজ্ঞতা/রেজাল্ট বলি। তকমা আর ইসবগুলের ভুষি দিয়ে এইটারে এত ভারী বানাইছিলো যে উহা গিলার সময় আমার মনে হচ্ছিল চিনি ছাড়া হালুয়া খাচ্ছি!😵‍💫
চলে আসার আগে আমি জিজ্ঞেস করলাম, বুক জ্বলা কমতে কতক্ষণ লাগবো? শরবত বিক্রেতা প্রথম চুপ থাকলো। আবার ও জিজ্ঞেস করলাম। তখন ট্যাকনিকেল উত্তর দিল। বললো, শরবত যখন খাইছেন এখন কমার টাইম আপনের উপর!😲 যা বুঝার আমি বুঝে নিলাম।😅
তাও অপেক্ষা করতে থাকলাম। আধাঘন্টা....একঘন্টা................অপেক্ষা...... অপেক্ষা।
অবশেষে ফলাফল অনুমেয়। দুই পয়সার কাজ হয়নি। হবেও না। এটাই স্বাভাবিক।

যাই হোক, এখন সকল প্রশ্নের উত্তর জানা হলো।
#প্রশ্ন-১: রাস্তার পাশের এসব শরবত, জড়িবুটিতে কাজ হয়?
উত্তর: না।
#প্রশ্ন-২: কেও কেও ভালো ফল পেয়েছে, সেটা কিভাবে?
উত্তর: তাদের এই ওষুধ গুলো placebo treatment হিসেবে কাজ করে। placebo treatment হচ্ছে এক ধরণের মিথ্যা বা সান্ত্বনামূলক চিকিৎসা। যেটা এলোপ্যাথি, হোমিওপ্যাথি ও ইউনানি সকল চিকিৎসাবিদ্যায় রয়েছে। যেসব রোগের কোনো ওষুধ নেই কিংবা রোগী সুস্থ হওয়ার কোনো সম্ভাবনা থাকেনা সেসব ক্ষেত্রে এই ধরণের ট্রিটমেন্ট দেয়া হয়। আবার কিছু ক্ষেত্রে অন্য ওষুধের সাথে সাপ্লিমেন্টারী হিসেবেও দেয়া হয়। এতে ক্ষতিও হয় না উপকারও নেই। আর, সুস্থতার ব্যাপারটি মানসিক শক্তির উপরও অনেকটা নির্ভর করে। তাই যারা ফল পায় বা পেয়েছে বলে, তাদের ক্ষেত্রে এই mental strength ও একটি trick হিসেবে কাজ করে। কারণ তারা তো জানে না যে, এগুলোর কোনো কার্যকারিতা নেই!
#প্রশ্ন-৩: এইসব ক্যানভাসার কিংবা ভ্রাম্যমাণ বদ্যিদের পুলিশ ধরে না কেন?
উত্তর: যেহেতু, তাদের এই চিকিৎসায় লাভ ক্ষতি কোনো টাই হয় না তাই পুলিশ ধরে না। এখন আপনি যদি বাসা থেকে কিছু ইসবগুলের ভুষি আর জিরাগুঁড়া নিয়ে রাস্তায় বিক্রি করেন তাহলে পুলিশ আপনাকে ধরবে কেন?
@অতএব, সচেতন থাকুন। অযথা টাকা নষ্ট হওয়া থেকে বাচুন।
Investigated & written by Tuhin Mashiur

18/09/2023

“বুদ্ধিমানেরা তখন কথা বলে যখন তাদের কিছু বলার থাকে। বোকারা কথা বলে কারণ তারা ভাবে তাদের কথা বলতে হবে!
– প্লেটো

14/09/2023

#দুটি নীতিকথা
১। যোগ্যতা বাছাই করার জন্যও যোগ্যতা প্রয়োজন। যোগ্যতা বাছাইয়ের মানদন্ড স্বচ্ছ না হলে সিদ্ধান্ত ভুল হতে পারে এবং অযোগ্য লোক পুরস্কৃত হবে!

২। নিজেকে বেশি বুদ্ধিমান ভাবা কি বোকামি? অবশ্যই বোকামি নয়। বোকামি হলো অন্যদেরকে বোকা মনে করা। অন্যরা সব বুঝে, শুধু ভদ্রতার খাতিরে নীরব থাকে!😊

10/09/2023

বর্তমানে আমাদের সমাজের এমন একটা অবস্থা যে, কাওকে সম্মান দিলে সে মনে করে এটা বুঝি আপনার দুর্বলতা! আরো বেশি করে আপনার ঘাড়ে চেপে বসবে!
সম্মান দিয়ে কথা বললে মানুষ মনে করে দুর্বল বা বোকা কিংবা কিছুই বঝে না!

আসলে ভদ্রতা সহজ জিনিস নাহ। সবাই পায় না। আবার সবার হজম ও হয় না! পরিবারের শিক্ষা অনেক বড় একটা জিনিস।😊

In deed!😃
24/08/2023

In deed!😃

দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে ভবিষ্যৎ চিত্রটি এরকম না হয়ে উপায় কি?!
21/08/2023

দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে ভবিষ্যৎ চিত্রটি এরকম না হয়ে উপায় কি?!

😆😆😅
25/11/2022

😆😆😅

ফুটবল বিশ্বকাপ-২০২২ এর ফিক্সচার!
20/11/2022

ফুটবল বিশ্বকাপ-২০২২ এর ফিক্সচার!

20/11/2022

৪ বছর ঘুরে আবার এলো ফুটবল বিশ্বকাপ! বিশ্বকাপ-২০২২, এবার খেলা হবে কাতারে! বিশ্বকাপ শুরু হওয়ার দ্বারপ্রান্তে আসুন এক নজরে দেখে নেই শুরু থেকে বর্তমান পর্যন্ত কোন কোন দেশ কয়টি করে কাপ জিতেছে!

11/11/2022

বড় কোম্পানির বড় বাটপারি!

10/11/2022

দুলাভাইয়ের পাকনা ফ্রেন্ড! কী অবস্থা হল তার দেখুন-পর্ব ১

সবজি চাষে সফলতা অর্জন করায় কৃষকের মুখে লাজুক হাসি! 😜 ওহ! বলা হয়নি, সবজিটার নাম হইলো গাজা!😅
08/11/2022

সবজি চাষে সফলতা অর্জন করায় কৃষকের মুখে লাজুক হাসি! 😜 ওহ! বলা হয়নি, সবজিটার নাম হইলো গাজা!😅

08/11/2022

এই পৃথিবীতে ভাতের কষ্টের চাইতে বড় কষ্ট বোধ হয় আর কিছু নাই!😢

কবি হলাম, গায়ক হলাম, নায়ক হলাম, আর কি করা যায়?😌এইবার গীতিকার এর ভাতটা মেরে দেওয়ার চেষ্টা করি! নিজেকে আমি ভুইলতে পারি, তো...
07/11/2022

কবি হলাম, গায়ক হলাম, নায়ক হলাম, আর কি করা যায়?😌
এইবার গীতিকার এর ভাতটা মেরে দেওয়ার চেষ্টা করি! নিজেকে আমি ভুইলতে পারি, তোমহাক যাইবে না ভুলা!😆

ওনার ওনিই যেন বাপ! কবিরা আজ বেচেছেন ছেড়ে হাফ!😅
06/11/2022

ওনার ওনিই যেন বাপ! কবিরা আজ বেচেছেন ছেড়ে হাফ!😅

04/11/2022

মজার অংক! এক থেকে বার পর্যন্ত সকল সংখ্যার যোগফল উপরে নিচে সাজালে হয়ে যায় তেরো!😃

03/11/2022

পুচু যখন আরেক হুলো বিড়ালকে গলা নামিয়ে কথা বলতে বলে!😄

02/11/2022

বরিশাইল্লা মনু ফ্রম রেডিও গোরস্থান!😆

দুর্দান্ত খেলোয়াড়- জনাব ক্রিস আলম!
01/11/2022

দুর্দান্ত খেলোয়াড়- জনাব ক্রিস আলম!

31/10/2022

@একজন ঈমানদার চোর!

জুয়েলি থিক্সো নামে এক টুইটার ব্যবহারকারী তার সঙ্গে ঘটে যাওয়া এই ঘটনা শেয়ার করেছেন। মেইলের স্কিনশট শেয়ার করে গতকাল সোমবার টুইটে তিনি লিখেছেন, তারা গত রাতে আমার ল্যাপটপ চুরি করেছে এবং আমার মেইল দিয়েই আমায় মেইল করেছে।

চোরের পাঠানো মেইলে লেখা ছিল, ভাই কেমন আছেন? আমি জানি গতকাল আপনার ল্যাপটপ আমি চুরি করেছি। কারণ এই মুহূর্তে আমার টাকার খুব দরকার। মেইলে আরও লেখা ছিল, আমি লক্ষ করলাম আপনি একটি গবেষণার কাজে ব্যস্ত ছিলেন। তাই সব গুরুত্বপূর্ণ ফাইল মেইলের সঙ্গে পাঠিয়ে দিচ্ছি। আর যদি কোনো ফাইল প্রয়োজন হয়, আমাকে সোমবার দুপুর ১২টার মধ্যে জানাবেন কারণ আমি ল্যাপটপ বিক্রির জন্য লোক পেয়েছি। আপনার ল্যাপটপের জন্য আমি দুঃখিত।😆😆

31/10/2022

সাপুড়ে গাইরুল্লাহ চাপা মারে মাশাল্লাহ!😅

30/10/2022

বছরের স্মরণীয় দূর্ঘটনা!😆

টুরু লাভ!😆
30/10/2022

টুরু লাভ!😆

29/10/2022

ঢাকা নিউমার্কেটের বইগুলোর দোকানের বিপরীতে এই ভাই ঝালমুড়ি নিয়ে বসেন। তার ঝালমুড়ির টেস্ট দারুণ!

29/10/2022

পুচুর টিকটিকি খোঁজা-পর্ব ২

28/10/2022

পুচুর টিকটিকি খোঁজা! পর্ব-১

27/10/2022

শিশুদের চকোলেট খাওয়ানোর নামে কি খাওয়াচ্ছি আমরা?! এখনই সময় সতর্ক হওয়ার। কোম্পানিগুলো ক্ষতিকর নানা উপাদান এবং রং ব্যবহার করছে এসব শিশু খাদ্যে! প্রতিষ্ঠানটিকে ৩ লক্ষ টাকা জরিমানা!

26/10/2022

ছোটবেলায় গল্পে পড়েছিলাম, শেয়াল আংগুর পেড়ে খেতে না পেরে পাখিকে বলেছিল, আংগুর ফল টক! কিন্তু এখন যুগ পাল্টাইছে। আংগুর এখন শেয়ালের কাছে সুমিষ্ট!😆

26/10/2022

ভাদাইম্মা মফিজরে তার গার্মেন্টসে চাকরি করা বউ দিল ঠ্যালা! মফিজের মাথায় আগুন!

24/10/2022

ঢাকায় ঘূর্ণিঝড় সিত্রাং এর প্রভাব! গাছপালা ভেংগে একাকার! বিভিন্ন এলাকায় গাড়ি দূর্ঘটনা!

23/10/2022

পৃথিবীতে টাকা পয়সা কামানোই একমাত্র লক্ষ্য যেন না হয় কারো। তাহলে এরকম পরিণতি হতে পারে যে কারো! হায়রে জীবন, হায়রে টাকা, ধন-সম্পত্তি!

Address

Jatrabari
Dhaka
1236

Alerts

Be the first to know and let us send you an email when Kichukkhon posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Kichukkhon:

Videos

Share

Nearby media companies


Other Digital creator in Dhaka

Show All