শাহ্জাহান কবির সাজু - গল্প, কবিতা ও গান

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • শাহ্জাহান কবির সাজু - গল্প, কবিতা ও গান

শাহ্জাহান কবির সাজু - গল্প, কবিতা ও গান এ তুমি কেমন তুমি চোখের তারায় আয়না ধর

♥️ শুধু তোমার জন্য ♥️শুধু তোমার জন্য.....! বিশ্বাস কর শুধু তোমার জন্য, একটি পলাশ ফুটাই রোজ আমার হৃদয়ের বসন্তের আঙিনায়!...
07/11/2024

♥️ শুধু তোমার জন্য ♥️

শুধু তোমার জন্য.....! বিশ্বাস
কর শুধু তোমার জন্য, একটি
পলাশ ফুটাই রোজ আমার
হৃদয়ের বসন্তের আঙিনায়!
শুধু তোমার জন্য........!
হ্যাঁ....! শুধু তোমার জন্য!
পলাশের পাপড়ি গুলো যেন,
আমাকে রাঙিয়ে দেয়, আনমনা
করে তোলে, একাকী নির্বাক হই,
আমি শুধু....তোমাকে ভেবে!

তুমি পলাশ ফুলের ফুটে থাকা
রঙিন পাপড়ির মায়াবী শতদল!
শত চেয়েও তোমার সাথে হয়না
কথা, এই হৃদয়ে জমে থাকে তাই
কত যে ব্যথা!
নিভৃতে জমে কত ভালোবাসা,
একাই হাসি, একাই কাঁদি, একাই
কুড়াই, তোমাকে ভেবে, আমার
মনের বাগানে ফুটে থাকা রঙ্গিন
পলাশের মায়াবী শতদল!
তোমার জন্যই, আমি পলাশের
রঙে নিজেকে রাঙাই!
শুধু তোমার জন্যই, হ্যাঁ...! শুধু
তোমার জন্যই...….....!!

💟 খুঁজে পাবে 💟যে দিন তুমি বুঝবে আমিআছি তোমার ওই মায়াবী চোখের তারায়!সেই দিন দু' হাত বাড়িয়ে দিও, দেখেবে আমাকেখুঁজে পাব...
01/10/2024

💟 খুঁজে পাবে 💟

যে দিন তুমি বুঝবে আমি
আছি তোমার ওই মায়াবী
চোখের তারায়!

সেই দিন দু' হাত বাড়িয়ে
দিও, দেখেবে আমাকে
খুঁজে পাবে, তোমার ওই
অনুভবের আয়নায়!💟

'''''''''''''''''''''''' *আড়াল* '''''''''''''''''''''''''এক পৃথিবী ভালোবেসে যাকে ভাবিনি আমি কখনো পর!কারণে-অকারণে, আজ কা...
18/09/2024

'''''''''''''''''''''''' *আড়াল* '''''''''''''''''''''''''

এক পৃথিবী ভালোবেসে যাকে
ভাবিনি আমি কখনো পর!
কারণে-অকারণে, আজ কাল
তার মনের কার্নিশ থেকে ধীরে
ধীরে আমি হয়ে যাচ্ছি আড়াল।
তবে এর নাম কি ভালোবাসা?
নাকি কৌশলী কোন অবহেলা?

কেন কাছে এলে, নিরলে কাঁদে
মন, কি অদ্ভুত এই ভালোবাসা!
কেন এই বুকে তুমি বেঁধেছিলে
গোপনে বাসা?
কেন সারাক্ষণ তুমি হীনা উতলা
হই আমি, বলতে পারো কি তুমি?
দৃষ্টির আড়ালেই তো রয়েছ শুধু
অনুভূতির আড়ালে তো নয়?

10/09/2024

নিজ বাসায় পারিবারিক আড্ডায় প্রিয় বন্ধু তারেক সবার অনুরোধে আমার লেখা "গাঁথা মালা" গানটি তার কণ্ঠে তুলে নিয়েছে, গানটি সুর করেছে তারেক নিজেই, এই গানটি আমার সহধর্মিনীর কন্ঠে স্বল্প সময়ের মধ্যে স্টুডিও রেকর্ডিংয়ের জন্য প্রস্তুতি চলছে।

07/09/2024

পারিবারিক আড্ডায় নিজ বাসায় আমার লেখা গান গাওয়ার চেষ্টা করছে এজানুর রহমান!

12/07/2024

অনেকদিন পর গল্প কবিতাও গানের পেইজে প্রিয় মুসা আকন্দের কন্ঠে কাব্যগ্রন্থ #হৃদয়েরআয়না থেকে এই কবিতাটি আপনাদের সাথে শেয়ার করার ইচ্ছে হলো! 🙏🙏

সুপ্রিয় বন্ধুরা "তুমি যদি চাও" আমার লেখা গানটিতে প্রিয় ছোট ভাই এজানুর রহমানের সুরে ও কন্ঠে আজ জি সিরিজের youtube চ্যান...
27/06/2024

সুপ্রিয় বন্ধুরা "তুমি যদি চাও" আমার লেখা
গানটিতে প্রিয় ছোট ভাই এজানুর রহমানের সুরে ও কন্ঠে আজ জি সিরিজের youtube চ্যানেলে রিলিজ করা হয়েছে! আমার বিশ্বাস গানটির কথাও সুরে আপনারা বিমোহিত হবেন! ,♥️♥️

নিচে আমি আপনাদেরকে জি সিরিজের ইউটিউব চ্যানেলের লিংকটি শেয়ার করলাম!

Song: Tumi Jodi Chaw (তুমি যদি চাও)Singer: Ajanur RahmanLyric: Shajahan Kabir SajuTune & Music: Ajanur RahmanCast: Ajanur & NowshinDop: Ebad AlimEdit: Naimul...

13/06/2024
সুপ্রিয় বন্ধুরা, আগামীকাল রোজ বৃহস্পতিবার বাংলাদেশ সময় ঠিক রাত ১০টায় সুদূর আমেরিকা থেকে প্রচারিত মিলেনিয়াম টিভির সৌজ...
12/06/2024

সুপ্রিয় বন্ধুরা, আগামীকাল রোজ বৃহস্পতিবার বাংলাদেশ সময় ঠিক রাত ১০টায় সুদূর আমেরিকা থেকে প্রচারিত মিলেনিয়াম টিভির সৌজন্যে সাহানুকা হাসান (ধুপশিখা দিদির) সঞ্চালনায় কবিতা ও আমার লেখা কিছু গান নিয়ে আপনাদের সাথে লাইভ অনুষ্ঠানে আড্ডা দেওয়ার ইচ্ছে পোষণ করছি! আমার বিশ্বাস আপনাদের অংশগ্রহণ সুনির্দিষ্ট মতামত এবং সমালোচনায় অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে উঠবে!

বিশেষ দ্রষ্টব্য:
লাইভ অনুষ্ঠানটি দেখতে আপনারা এই লিংকে ক্লিক করলেই উপভোগ করতে পারবেন!

https://www.facebook.com/share/p/cEYgkuHBFP5aMX86/?mibextid=WUal2a

⭕ আমি শূন্যতেই ভাসছি ⭕ফিরে আমাকে যেতেই হবে, শুধু দু'চোখ বন্ধ এবং খোলার ব্যবধানে!রেখে যাবোটা কি? জীবনের হালখাতাটা তাই আজ ...
25/05/2024

⭕ আমি শূন্যতেই ভাসছি ⭕

ফিরে আমাকে যেতেই হবে, শুধু দু'চোখ
বন্ধ এবং খোলার ব্যবধানে!
রেখে যাবোটা কি? জীবনের হালখাতাটা
তাই আজ এই অবেলায় মিলাচ্ছি!
যোগ বিয়োগের শত অংক কষে আমি
আজ শূন্যতেই ভাসছি!

এতো আলো-বাতাস খেয়েছি আমি যার,
নতশিরে আজ মিনতি করছি!
নিঃশ্বাসের মৃত্যুর আগে, যেন আত্মার
মৃত্যুটা দিও না আমাকে তুমি!

বিস্ময় কর বেঁচে থাকার এই আনন্দটা
শুধুই কি ভোগের?
এই তপ্ত হৃদয় আজ ঘুমড়ে কাঁদে নাহ্
কিছুতো একটা নিয়ে যেতেই হবে!
এই তপ্ত আত্মায় তৃপ্তি পেতে কিছু একটা
নিয়ে যেতে পারি যেন আমি হে মহান!

🫂 এই পিরিতের নামটা কি? 🫂তোর আমার এই পিরিতির নামটা তুই কি বলতে পারিস?তোর মুখে ওই নামটা শুনলে হবো আমি ভীষণ সুখী! বলতে পারি...
20/05/2024

🫂 এই পিরিতের নামটা কি? 🫂

তোর আমার এই পিরিতির নামটা তুই
কি বলতে পারিস?
তোর মুখে ওই নামটা শুনলে হবো আমি
ভীষণ সুখী!
বলতে পারিস, কেন আমি শূন্যে ভাসি,
কেন যত্ন করে সকাল সন্ধ্যা দুঃখ লুকাই?
দু'জন যখন নির্জনতায় গভীর প্রেমে
ডুবে মরি, তখন আমি ওই নামটা খুঁজি!
কি নাম ধরে তুই ডাকবি রে বল?
তোর হৃদ পিঞ্জরে বন্দী আছি, আমি যে
তোর উদাস পাখি, সকাল সন্ধ্যা তোর
পিরিতে তাইতো আমি ডুবি ভাসি!
তোর আমার এই পিরিতের নামটা কবে
দিবি রে তুই? 🫂🫂

09/05/2024

কাব্যগ্রন্থ #হৃদয়েরআয়না থেকে "বাঁচার মানে খুঁজে নাও" কবিতাটি প্রিয় মুসা আকন্দের কন্ঠে
আপনাদের কেমন লাগছে মতামত জানিয়ে কৃতার্থ করবেন!🙏🙏

01/05/2024

সুপ্রিয় বন্ধুরা আমার লেখা *জানপাখি গানটি* জি সিরিজের ইউটিউব চ্যানেল এবং হাজারো tiktok
কারী বন্ধুদের ভালোবাসায় অভূতপূর্ব সাড়া ফেলে দিয়েছে! তাই আজকে গানটির রিলিজের এক মাস পর ভাবলাম নিজের পেইজে আপনাদের সাথে শেয়ার করি! আমার বিশ্বাস আপনাদেরও ভালো লাগবে আপনাদের অনুভূতি ব্যক্ত করে কৃতজ্ঞতায় আবদ্ধ করবেন!

বিশেষ দ্রষ্টব্য:
গানটি জি সিরিজের ইউটিউব চ্যানেলের লিংকটিও আমি আপনাদেরকে শেয়ার করে দিলাম!

https://youtu.be/IjaY1jU4p0c?si=uoWZKdU4mJFu5u_N

29/04/2024

আমার লেখা কাব্যগ্রন্থ #হৃদয়েরআয়না থেকে প্রিয় মুসা আকন্দ "আমি কাপুরুষ নই" কবিতাটি তার মায়াবী দরাজ কন্ঠে আবৃত্তি করার চেষ্টা করেছে আমার বিশ্বাস আপনাদের ভালো লাগবে! আপনাদের অনুভূতি জানার অপেক্ষায় রইলাম! ❤️‍🩹❤️‍🩹

19/04/2024

আমার লেখা কাব্যগ্রন্থ #অসমাপ্তঅনুভূতি 'র মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত সুধীজনের অনুরোধে "আমি কে? কবিতাটি নিজের কন্ঠে আবৃত্তি করার চেষ্টা করেছিলাম!♥️♥️

15/04/2024

আমার লেখা কাব্যগ্রন্থ #হৃদয়েরআয়না থেকে *বাঁচার মানে খুঁজে নাও* কবিতাটি প্রিয় মুসা আকন্দ তার মায়াবী কন্ঠে ধারণ করেছে, আমার বিশ্বাস আপনারাও উপভোগ করবেন! সবাইকে ঈদ পরবর্তী শুভেচ্ছা এবং ভালোবাসা 💐💐♥️♥️

দেশে এবং দেশের বাহিরে অবস্থানরত প্রিয় বন্ধু, স্বজন, শুভাকাঙ্ক্ষী সবাইকে আমি ও আমার পরিবারের পক্ষ থেকে পবিত্র ঈদুল ফিতরে...
10/04/2024

দেশে এবং দেশের বাহিরে অবস্থানরত প্রিয় বন্ধু, স্বজন, শুভাকাঙ্ক্ষী সবাইকে আমি ও আমার পরিবারের পক্ষ থেকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ভালোবাসা এবং সালাম! ঈদ পরবর্তী প্রতিটি দিন মহান রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে সুস্থতায় এবং পারিবারিক সম্প্রীতির বন্ধনে ভালো থাকার তৌফিক দান করেন!

**সংযমেরে এই মাসের শিক্ষা থেকে আমাদের উপলব্ধি গুলো যেন পূর্ণতা পায় মানব কল্যাণ ও পারিবারিক সম্প্রীতির বন্ধনে*!!

অনেক প্রতীক্ষার পর আমার লেখা *জান পাখি*গানটি জি-সিরিজের ইউটিউব চ্যানেলে আজ মুক্তি পেল! আশা করি গানটি আপনারা উপভোগ করবেন!...
03/04/2024

অনেক প্রতীক্ষার পর আমার লেখা *জান পাখি*
গানটি জি-সিরিজের ইউটিউব চ্যানেলে আজ মুক্তি পেল! আশা করি গানটি আপনারা উপভোগ করবেন!♥️♥️

Address

Dhanmondi
Dhaka
1205

Telephone

+8801711532844

Website

Alerts

Be the first to know and let us send you an email when শাহ্জাহান কবির সাজু - গল্প, কবিতা ও গান posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to শাহ্জাহান কবির সাজু - গল্প, কবিতা ও গান:

Videos

Share

Nearby media companies


Other Dhaka media companies

Show All