Refat Bhuiyan

Refat Bhuiyan "মায়ের শ্রেষ্ঠ সন্তান"

12/05/2024

If you want a plumpy, healthy, glowing skin you have to add vitamin C on your skin care routine!
Asda Brightening Vitamin-C Serum Radiance Boosting Serum.
Benefits:
🍊 Improve dull & unhealthy skin
🍊 Hydrate skin
🍊Including vitamin C work as anti aging and anti wrinkles
🍊 Remove Spot & pigments
🍊For all type skin

Remark:
📌 Dermatologically tested
📌Harsh chemical free
📌 Pregnancy safe

01/05/2024

#শ্রমিক দিবসের স্ট্যাটাস আর পোস্ট দেখার জন্য শ্রমিক অপেক্ষা করে না। বাস ভাড়া ৫ টাকা কমানোর জন্য গায়ে হাত তোলা, বাবার বয়সী রিকশাওয়ালাদের তুই তুকারি করা, পরিচ্ছন্নকর্মীদের দেখে নাক ছিটকানো, এই সব কাজ থেকে আসুন নিজেকে বিরত রাখি। সমাজের প্রতিটা পেশাই সমানভাবে গুরুত্বপূর্ণ।
ভালো থাকুক সকল খেটে খাওয়া মানুষ। 🖤

25/04/2024

গাছ লাগান নিজেকে বাচাঁন 🙏

10/04/2024

ঈদ মানে খুসি,ঈদ মানে আনন্দ,ঈদ আসে ভুলিয়ে দিতে সকল বিভেদ দ্বন্দ্ব,ঈদ মানে ভুলে যাওয়া যতো দুঃখ ভয়"🫰

দেশ এবং দেশের বাহিরে সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা,পরিবার পরিজনদেনর নিয়ে সুখ এবং সমৃদ্ধময় হোক সবার ঈদ__

ঈদ মোবারক 🖤🌙

28/10/2023

অগোছালো এক রাত্রি শেষে কলমে জমেছে ক্লান্তি,
আবছা আলোর বিষন্নতায় মনের ঘরে অজানা ভুলভ্রান্তি..

11/09/2023

সম্মান তাদের প্রাপ্য, যারা কখনো সত্যকে পরিত্যাগ করে না, এমনকি যখন পরিস্থিতি অন্ধকারচ্ছন্ন এবং বেদনাদায়ক।

26/08/2023

যদি কোন প্রাণী খাবারের সন্ধানে আপনার কাছে আসে, তবে তাকে উপেক্ষা করবেন না, এটি আপনার কাছে এসেছে শুধুমাত্র আপনার কিছু পাপ দূর করার জন্য! 💛

01/06/2023

পড়ে গিয়েছো.? উঠে দাঁড়াও, তোমার পড়ে যাওয়াটা হয়তো কয়েকজন দেখেছে, কিন্তু উঠে দাঁড়ালে পুরো বিশ্ব দেখবে..!

26/03/2023

ভোগে নয় ত্যাগী মানুষরাই প্রকৃত সুখী,কিছুটা ত্যাগে এনে দিতে পারে অন্যের মুখে হাসি 🙂🌼

(কালেক্টেড)

16/03/2023

আব্বার বুকের মধ্যে আমরা আজীবনই ছোট্ট পকেট হয়ে থাকি, শত কালবৈশাখী, টর্নেডো, সাইক্লোন এসে হানা দিলেও আমাদের সে সাধ্যমত খুচরো পয়সা দিয়েও পরিপূর্ণ করে রাখে!❤

29/11/2022

ব্রাজিল নিঃসন্দেহে আদি থেকে এখন পর্যন্ত সেরা একটি দল। এর কারণ যে শুধু তাদের ওয়ার্ল্ড কাপ তা না। তারা প্রতি যুগে যুগে কিংবদন্তি উপহার দিয়েছে বিশ্বকে। তাদের বেঞ্চে থাকা একাদশ ও অনেক টিম কে বিট করার সামর্থ্য রাখে। এটা আপনি মানতে না চাইলে আপনি কোনো পার্টিকুলার দল বা প্লেয়ারের টক্সিক ফ্যান।💚

30/10/2022

বাংলাদেশ ক্রিকেট টিম,এমনিতে খুব একটা জিতেনা

কিন্তু জিতলে এক ম্যাচে দুইবার জিতে -🤣🔥

- এইভাবে হতাশ না করলেও পারতেন!"😓💔ক্রিকেট খেলা না বুঝে থাকলে আপনি এখন বড্ড সুখী মানুষ!"😊🥀
01/09/2022

- এইভাবে হতাশ না করলেও পারতেন!"😓💔

ক্রিকেট খেলা না বুঝে থাকলে আপনি এখন বড্ড সুখী মানুষ!"😊🥀

মীরসরাই দুর্ঘটনায় মা/রা যাওয়া ১১ নি/হতের একজন কলেজ পড়ুয়া শান্ত শীল। রাত সাড়ে ১০টা পর্যন্ত  ৯ টি লা/শ হস্তান্তরের পর বাকি...
31/07/2022

মীরসরাই দুর্ঘটনায় মা/রা যাওয়া ১১ নি/হতের একজন কলেজ পড়ুয়া শান্ত শীল। রাত সাড়ে ১০টা পর্যন্ত ৯ টি লা/শ হস্তান্তরের পর বাকি থাকে দুইটি লা/শ, যার মধ্যে শান্তর লা/শটিও ছিল। সেই লা/শের পাশে বসে এক ছেলে কাঁদছিল, অঝোরে কান্না।

তার বাঁধভাঙা কান্না কিছুতেই থামছিল না। লা/শের পাশে একা বসে থাকতে দেখে প্রথমে ভেবেছিলাম ছেলেটি হয়তো তার আপন ভাই। গিয়ে জিজ্ঞেস করতে দেখি একজন বলছে ছেলেটি শান্তর বন্ধু। তার নাম মোহাম্মদ তানভীর হোসাইন।

ছোট বেলা থেকে একসঙ্গে বেড়ে ওঠা তাদের। মাটিতে বসে লা/শের প্যাকেটের ওপরই তানভীর হাত বুলাচ্ছিল, বলছিল, 'তোর সঙ্গে আমার আর কথা হলো না বন্ধু! যাওয়ার আগে যদি একবার দেখা করতি। শুধু একটাবার। সেই অফসোসে আমি ম/রে যাবো!’

শান্ত শীল - তানভীর হোসাইনের নিখাঁদ বন্ধুত্বের বিচ্ছেদ ঘটিয়েছে 'মৃ/ত্যু'। তানভীর যদি জানে আজ বন্ধু দিবস, সে হয়তো ফের শান্তর কথা চিন্তা করে ডুকরে কঁদে উঠে বলবে, 'শুধু একটাবার দেখা করে যেতি, বন্ধু!’

বন্ধু দিবসের শুভেচ্ছা। 🙂

ধর্মের বিচ্ছেদ না করে আসুন আমরা সবাই বন্ধুত্বের সম্পর্কে এই পৃথিবীকে আপন করে তুলি সত্যিকারের ভালবাসায়।।

18/06/2022

কখনো বৃষ্টি আল্লাহর রহমত, আবার কখনো গজব। রাসুল (সা.) বৃষ্টির সময় আল্লাহর রহমতের জন্য দোয়া করতেন। তিনি দোয়া করতেন- ‘আল্লাহুম্মা সায়্যিবান নাফিআহ’। অর্থ- হে আল্লাহ! তুমি এ বৃষ্টিকে প্রবহমান ও উপকারী করে দাও। (সুনানে নাসায়ি, হাদিস : ১৫২৩)

16/05/2022

আমাদের জীবন লম্বা একখন্ড রঙিন সুতা। এই সুতা আমরা হাতে নিয়ে নাড়াচাড়া করি। তার নামই জীবনযাপন। কারো সুতা রঙিন কারোটা আবার কালো। নাড়াচাড়া করার সময় অসাবধান হলেই সুতা জট পাকিয়ে যায়। কেউকেউ সেই জট খুলতে পারে কেউকেউ পারে না। আর একবার যদি জট পেকে যায় তাহলে জট পাকাতেই থাকে।

Address

Brahmanbaria
Chittagong

Telephone

+8801409606193

Website

Alerts

Be the first to know and let us send you an email when Refat Bhuiyan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Refat Bhuiyan:

Videos

Share

Nearby media companies


Other Digital creator in Chittagong

Show All