Travel Through Lens - TTL

Travel Through Lens - TTL Travel, Adventure & Learning Page. YouTube channel link: https://www.youtube.com/channel/UCHDxIQb1CC7cZ6jQC0rRrQg
(3)

25/10/2024
04/10/2024

শেরপুরের বন্যা

এটা তো উত্তরবঙ্গের বন্যা। এখানে সাহায্য করার প্রয়োজন নাই।প্রতিবছরই তো বন্যা হয়। সাহায্য করে কী লাভ! 😅গজলডোবা বাঁধ খুলে দ...
29/09/2024

এটা তো উত্তরবঙ্গের বন্যা। এখানে সাহায্য করার প্রয়োজন নাই।
প্রতিবছরই তো বন্যা হয়। সাহায্য করে কী লাভ! 😅

গজলডোবা বাঁধ খুলে দেয়ায় তিস্তার পানি ৩১ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। কুড়িগ্রামের দুই শতাধিক (এখন ৫০০) বাড়ি প্লাবিত।

25/08/2024

ফ্রি ট্রাক/গাড়ি-

বন্যা কবলিত এলাকা ফেনী, নোয়াখালী, কুমিল্লাসহ দেশের যেকোনো স্থানে রেসকিউয়ের জন্য ইঞ্জিন চালিত নৌকা/ স্পিড বোট নেওয়ার জন্য গাড়ি লাগলে যোগাযোগ করুন।

কোনো ধরণের টাকা-পয়সা দিতে হবে না, সম্পূর্ণ ফ্রি!

যোগাযোগ করুন M/S Safa Motor’s -
০১৩০০০১৫৬৬৬
০১৭৩১৫৬৫৫৯১
০১৮১৬২৭৮৫২৭
০১৬০৪৮৯৬৩৪০
©️

৫০ হাজার টাকা সংগ্রহ করে একটা গাড়ি নিয়ে ৬ জনের টিম গিয়ে ৩০ হাজার টাকা ভাড়ায় খরচ করে ২০ হাজার টাকা ত্রাণ সহায়তা দেওয়ার বি...
24/08/2024

৫০ হাজার টাকা সংগ্রহ করে একটা গাড়ি নিয়ে ৬ জনের টিম গিয়ে ৩০ হাজার টাকা ভাড়ায় খরচ করে ২০ হাজার টাকা ত্রাণ সহায়তা দেওয়ার বিষয়টা খুবই বিব্রতকর, কারণ এদেশে অসংখ্য ট্রাস্টেড জায়গা আছে টাকা দেওয়ার। সেগুলোতে দিয়ে দিলেই হয়। কিন্তু তা না করে এই বন্যাট্যুর খুবই বিরক্তিকর!

আর যদি যাওয়ার ই হয় যাওয়া-আসা থাকা-খাওয়া এগুলো নিজেদের টাকায় করলে ভালো হয়। না পারলে সংগ্রহকৃত টাকা গুলো কোন ট্রাস্টেড ফান্ড বা যারা অলরেডি ওখানে আছে ট্রাস্টেড তাদের দিয়ে দিলে ভাল হয়।

মনে রাখবেন, আপনার একজনের আসা-যাওয়া ও থাকা-খাওয়ার খরচ দিয়ে একটি পরিবারের খাবারের ব্যবস্থা হয়ে যাবে।
(সংগৃহিত)

মেঘের দেশে হারাতে রাজি, অথচ, মেঘকন্যার কান্না কি শুনছেন না?  বাঙালির বাইরেও বাংলাদেশী, হয়তো বুঝতে পারছেন না।  এই অন্ধকা...
22/08/2024

মেঘের দেশে হারাতে রাজি, অথচ, মেঘকন্যার কান্না কি শুনছেন না? বাঙালির বাইরেও বাংলাদেশী, হয়তো বুঝতে পারছেন না। এই অন্ধকার রাতের মাঝে কিছু ভাইও রয়েছেন আপনার মতই, আপনার জাতের , ভয়াল অন্ধকারে, যদি আমাদের কথা বাদও দেন, তাঁদের নিয়ে যান -
কিন্তু, নিতে এলে যদি ভুলবশতও, তাদের অশ্রুর সাথে আমাদের কান্নার জল মেশান,
একই আর্তনাদ তখন শুনতে পাবেন, একই সুরের গান।
©️

📍From: প্রবাসীর হেলিকপ্টার - Probashir Helicopterঘোষণা: সম্পূর্ণ বিনা খরচে আমরা হেলিকপ্টার দিয়ে উদ্ধার করতে প্রস্তুত আছি...
22/08/2024

📍From: প্রবাসীর হেলিকপ্টার - Probashir Helicopter

ঘোষণা:
সম্পূর্ণ বিনা খরচে আমরা হেলিকপ্টার দিয়ে উদ্ধার করতে প্রস্তুত আছি। ইতিমধ্যেই সকল প্রস্তুতি সম্পন্ন করেছি। শুধুমাত্র আবহাওয়া পরিস্থিতি একটু উন্নতি হলেই আমরা ফেনীর উদ্দেশ্যে রওয়ানা দিবো। এক্ষেত্রে আমাদের কিছু তথ্য দিয়ে সহযোগিতা করুন:
১, যেই ছাদে কোনো তার অথবা গাছপালা নেই, হেলিকপ্টার অবতরণ করতে পারে এমন ভবনের গুগল লোকেশন দিন।
২, ছাদের ছবি ও ভিডিও দিন।
৩, ওই ভবনে কতজন আটকা আছেন, সেই তালিকা দিন। (কতজন পুরুষ, কতজন মহিলা এবং কতজন শিশু বিস্তারিত তথ্য দিন)
৪, আটকেপড়াদের মধ্যে মোবাইল বুঝেন এবং দায়িত্ববান এমন কেউ থাকলে তার নাম্বার দিন।
৫, ছাদে কোনো লাল কাপড় টানিয়ে দিন। (যাতে আমরা উপর থেকে দেখে বুঝতে পারি)

নোট: যেহেতু এই জরুরী মুহূর্তে নিরাপত্তার জন্য কোনো পুলিশ বা আমাদের প্রটোকল টিম হেলিকপ্টার অবতরণ স্থানে পাঠানো সম্ভব না, তাই এখন আপনাদের থেকেই আমরা দায়িত্বশীল আচরণ প্রত্যাশা করছি। কোনো ভাবেই নিরাপত্তা বিঘ্নিত করা যাবেনা। তাহলে আপনার একার কারণে আমাদের উদ্ধার অভিযান বন্ধ হয়ে যাবে। আশাকরি আপনারা আমাদের সহযোগিতা করবেন।

শুধুমাত্র হোয়াটসঅ্যাপে উপরের তথ্য দিন। এছাড়া কেউ অহেতুক কল দিবেন না এই মুহূর্তে প্লিজ:
+8801849920409
+8801797577533

আল্লাহ সবাইকে নিরাপদ রাখুক। আমিন।

21/08/2024

বেশ কিছু স্পীডবোট পরশুরামের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছে। আপনাদের যাদের সহযোগিতা লাগবে দ্রুত যোগাযোগ করুন।

মোঃ আরাফাত-01836-889812
মোঃফোরকান -01818738984
আরাফাত হোসেন-01829260044
নাদের চৌধুরী -01690-028474
মীর হোসাইন হৃদয় -01875-149204
মাহেদী হাসান -01766-046785
জিয়াউর রহমান ফারুকী 01820746314(ফুলগাজী)
আবদুর রহমান -01887954818(ফুলগাজী)
আসাদুল ইসলাম -01402933308(পরশুরাম)
ওমর ফারুক -01822789872(ছাগলনাইয়া)
মেহেদী হাসান -01865445795(ছাগলনাইয়া)
চিথলিয়া: 01639746448
পরশুরাম UNO: 01713187316

আশেপাশে যারা অনলাইন আসতে পারতেসেন তারা পরিচিত কেউ বিপদগ্রস্ত এলাকায় থাকলে নাম্বারগুলো পৌঁছানোর ব্যবস্থা করেন।

সংগৃহীত❤️❤️❤️

06/08/2024

Address

Jagannath University
Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Travel Through Lens - TTL posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Travel Through Lens - TTL:

Videos

Share

Category

Nearby media companies