11/09/2023
আজকাল সম্পর্কগুলো কেমন ফ্যাকাসে হয়ে গেছে। কোনো মায়া বা টান বলতে কিছুই নেই।
অনেকেই এখন কথা বলা বন্ধ করে দিয়েছে। যোগাযোগটাও আর রাখতে চায় না। সামনাসামনি দেখা হলে অন্য দিকে মুখ ঘুড়িয়ে রাখে। পাশ কাটিয়ে চলে যায়।
আসলে কি এখন আমি আর তাদের মন যুগিয়ে চলি না। তাদের কোনো কথায় কিংবা কাজে সমর্থন করি না। আমার কাছ থেকে কোনো টাকা পয়সা চাইলেও তারা পায় না। অথচ একটাসময় তারা অনেক আবেগ দিয়ে মিথ্যে কথা বলে টাকা পয়সা নিত। বিভিন্ন কাজ বা সুবিধা আদায় করে নিত। কিন্তু সেটা এখন আর পারে না। কারণ তাদের এই মিষ্টি কথার ধরণটা আমি বুঝে গেছি। তাই তারা এখন আমার কাছ থেকে কোনো সুবিধা পায় না।
এমন অনেক সুবিধাবাদী মানুষ আছে যারা ভাবে তারা আমাদের এড়িয়ে চলে। সত্যি বলতে কি তারা নয় বরং আমরাই তাদের এড়িয়ে চলি।
প্রয়োজনে মানুষকে ব্যবহর করে টিস্যুর মতো ডাস্টবিনে ফেলে দেওয়াকে নিশ্চয়ই কোনো ভালো মন- মানসিকতার মানুষ বলা চলে না। এদেরকে দূরে রাখাই ভালো। তা নাহলে এদের সংস্পর্শে আপনার বা আমাদেরও মন কলুষিত হতে পারে।
প্রতিটা সম্পর্কে বিশ্বাস ও সম্মান থাকাটা জরুরি। কারণ এই বিশ্বাসটাই যে কোনো সম্পর্কের মূল ভিত্তি। তাই নিজ সুবিধার জন্য নয় বরং বিশ্বাসটা ঠিক রাখুন দেখবেন ঐ মানুষটা আপনাকে কতোটা সম্মান করে। প্রয়োজনে কখনো পিছু হটবে না।😊