Sd Blogs

Sd Blogs Blogging is good for your career. A well-executed blog sets you apart as an expert in your field.
(14)

11/09/2023

আজকাল সম্পর্কগুলো কেমন ফ্যাকাসে হয়ে গেছে। কোনো মায়া বা টান বলতে কিছুই নেই।

অনেকেই এখন কথা বলা বন্ধ করে দিয়েছে। যোগাযোগটাও আর রাখতে চায় না। সামনাসামনি দেখা হলে অন্য দিকে মুখ ঘুড়িয়ে রাখে। পাশ কাটিয়ে চলে যায়।

আসলে কি এখন আমি আর তাদের মন যুগিয়ে চলি না। তাদের কোনো কথায় কিংবা কাজে সমর্থন করি না। আমার কাছ থেকে কোনো টাকা পয়সা চাইলেও তারা পায় না। অথচ একটাসময় তারা অনেক আবেগ দিয়ে মিথ্যে কথা বলে টাকা পয়সা নিত। বিভিন্ন কাজ বা সুবিধা আদায় করে নিত। কিন্তু সেটা এখন আর পারে না। কারণ তাদের এই মিষ্টি কথার ধরণটা আমি বুঝে গেছি। তাই তারা এখন আমার কাছ থেকে কোনো সুবিধা পায় না।

এমন অনেক সুবিধাবাদী মানুষ আছে যারা ভাবে তারা আমাদের এড়িয়ে চলে। সত্যি বলতে কি তারা নয় বরং আমরাই তাদের এড়িয়ে চলি।

প্রয়োজনে মানুষকে ব্যবহর করে টিস্যুর মতো ডাস্টবিনে ফেলে দেওয়াকে নিশ্চয়ই কোনো ভালো মন- মানসিকতার মানুষ বলা চলে না। এদেরকে দূরে রাখাই ভালো। তা নাহলে এদের সংস্পর্শে আপনার বা আমাদেরও মন কলুষিত হতে পারে।

প্রতিটা সম্পর্কে বিশ্বাস ও সম্মান থাকাটা জরুরি। কারণ এই বিশ্বাসটাই যে কোনো সম্পর্কের মূল ভিত্তি। তাই নিজ সুবিধার জন্য নয় বরং বিশ্বাসটা ঠিক রাখুন দেখবেন ঐ মানুষটা আপনাকে কতোটা সম্মান করে। প্রয়োজনে কখনো পিছু হটবে না।😊

11/09/2023
 #মা_এখনও_অংক_বোঝেনা, ১ টা রুটি চাইলে ২ টো নিয়ে আসে।কোথাও  যাওয়ার সময় ২০ টাকা চাইলে ৫০ টাকা পকেটে ঢুকিয়ে দেয়। মা ইংরেজিও...
13/08/2023

#মা_এখনও_অংক_বোঝেনা,

১ টা রুটি চাইলে ২ টো নিয়ে আসে।
কোথাও যাওয়ার সময় ২০ টাকা চাইলে ৫০ টাকা পকেটে ঢুকিয়ে দেয়।

মা ইংরেজিও বোঝে না,

I hate u বললে উল্টে না বুঝে ছেলেকে ভালোবেসে বুকে টেনে নেয়।

মা মিথ্যেবাদী,

না খেয়ে বলে খেয়েছি। পেটে খিদে থাকা সত্ত্বেও নিজে না খেয়ে প্রিয় খাবারটা ছেলের জন্য যত্ন করে তুলে রাখে।

মা বোকা,

সারাজীবন কলুর বলদের মতো রান্নাঘর আর আমাদের ভালোমন্দের পিছনে কাটিয়ে দেয়।

মা চোর,

বন্ধুদের সাথে পিকনিকে যাব বললে রাতেই বাবার পকেট থেকে টাকা চুরি করে আমাকে দিয়ে দেয়।

মা নির্লজ্জ,

মাকে কতবার বলি আমার জিনিষে যেন হাত না দেয়। তবুও মা নির্লজ্জের মতো আমার এলোমেলো পড়ে থাকা জিনিসগুলো নিজের হাতে গুছিয়ে রাখে।

মা বেহায়া,

আমি কথা না বললেও জোর করে এসে বেহায়ার মতো গায়ে পড়ে কথা বলে। রাতে ঘুমের ঘোরে আমাকে দরজা দিয়ে উঁকি মেরে দেখে যায়।

মায়ের কোন কমনসেন্স নেই,

আমার প্লেটে খাবার কম দেখলে কেমন জানি করে। খোকা এতো খাবার কম কেন? এই বলে প্লেটটা ভর্তি করে দেয়। এতো খাওয়ার পরেও মায়ের চোখে যেন কত দিনের না খাওয়া ছেলে।

মা কেয়ারলেস,

নিজের কোমরের ব্যথা, পিঠের ব্যথায় ধুঁকে ধুঁকে মারা গেলেও কখনো ঔষধের কথা বলে না। অথচ আমাদের একটা কাশিতে তাঁর দিনটা যেন ওলটপালট হয়ে যায় ডাক্তার, হাকিম, বৈদ্য সব এক করে বসে।

মা আনস্মার্ট,

অনেকের মায়ের মতো করে মা দামী দামী শাড়ি পড়ে না। ভ্যানিটিব্যাগ ঝুলিয়ে, স্মার্টফোন হাতে নিয়ে ঘুরতেও যায়না। সারাদিন খালি রান্নাঘর আর আমাদের ভালোমন্দের চিন্তায় পুরোনো হয়েই জীবনটা কাটিয়ে দেয়।

মা স্বার্থপর,

নিজের সন্তান ও স্বামীর জন্য মা দুনিয়ার সব কিছু ত্যাগ করতে পারে।

পৃথিবীর সবচেয়ে খারাপ বোধহয় মা। তাই বুঝি আমরা সন্তানেরা তাঁদের এত কষ্ট দিই, তবুও তাদের পরিবর্তন হয়না। প্রতিদিন এসব আচরণগুলো বারবার তারা করে। একটু বড় হয়ে গেলেই আমরা তাদের বৃদ্ধাশ্রমে বা জীবন থেকে দূরে রাখি। তবুও তারা বোকার মতো ঠাকুরের কাছে আমাদের জন্য প্রার্থনা করে।
সারাজীবনটা আমাদের খালি ভালোবাসা দিয়েই যায় বিনিময়ে দিনে একবার হলেও সন্তানের মুখে আদর করে 'মা' ডাক শুনতে চান। তাঁরা কতো নির্বোধ তাই না!?
😥☹️😔
আসুন যাদের মা বেঁচে আছেন তাদের কে সন্মান করুন নিঃস্বার্থ ভালোবাসার মূল্য দিন। যাদের মা মারা গেছেন তাদের জন্য নিয়মিত পার্থনা করুন।❤️❤️

এইযে দেখে নিন নারীরা কিসে আটকায় 😍
11/08/2023

এইযে দেখে নিন নারীরা কিসে আটকায় 😍

25/07/2023

আপনাকে কিছুই জানা বা শিখা লাগবে না।
সময় আপনাকে বাধ্য করবে এখন করতে ও শিখতে হবে।

23/07/2023

22/07/2023

22/07/2023

আমরা যদি একে অন্যকে ফলো করি তাহলে 50 k হওয়া কোন ব্যাপার না।
এতে সকলের উপকার।

✅Follow For Follow ✅

এটাই বাস্তব কথা🖤🥀
22/07/2023

এটাই বাস্তব কথা🖤🥀

21/07/2023

Always remember one thing, "সৃষ্টিকর্তা জীবন থেকে যা কেড়ে নেয় তার দ্বিগুণ ফিরিয়ে দেয়"।

AMEEN 🤲🏻❤️
21/07/2023

AMEEN 🤲🏻❤️

Allah sobai ke bujar toufik dinAmeen♥️
20/07/2023

Allah sobai ke bujar toufik din
Ameen♥️

ইনশাআল্লাহ
10/07/2023

ইনশাআল্লাহ

29/06/2023

সবাইকে ঈদুল আযহার শুভেচ্ছা ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক

20/06/2023

আপনার পেজটা ঘুরে আসলাম খুবই সুন্দর একটি পেজ
সবাই সাপোর্ট করবেন
আপনার জন্য দোয়া ও ভালোবাসা রইল
আসা করি আপনিও রিভিউ +ফলো দিয়ে পাশে থাকবেন

20/06/2023

রিভিউ দিয়ে চেক লেখেন তাহলে আমি বেগ দিব।

15/06/2023

Active আছি
দ্রুতো ফলো দিন ব্যাক বুঝে নিন
💯 Follow Back to Back💯

13/06/2023

আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি অর্থ:আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি

12/06/2023

দশের লাঠি একের বোঝা ফলো বাড়ানো একদম সোজা।

13/05/2023

Le. Ami 🙂

অবশেষে বৈয়াম পাখির দেখা পেলাম 🥸
13/05/2023

অবশেষে বৈয়াম পাখির দেখা পেলাম 🥸

08/05/2023

Ki nistur manussotto 😭

যোগাযোগ না থাকলে ফেরার রাস্তা প্রকৃতির নিয়মেই বন্ধ হয়ে যায়!💔🥀
05/05/2023

যোগাযোগ না থাকলে ফেরার রাস্তা প্রকৃতির নিয়মেই বন্ধ হয়ে যায়!💔🥀

৬ টি কারণে আপনার বিড়াল পালন করা উচিৎ।'🐈—তারা আপনার বাড়িতে ফেরেশতাদের নিয়ে আসে।—নবী (সাঃ) এর অনেক বিড়াল ছিল।—তারা সুন্...
04/05/2023

৬ টি কারণে আপনার বিড়াল পালন করা উচিৎ।'🐈

—তারা আপনার বাড়িতে ফেরেশতাদের নিয়ে আসে।
—নবী (সাঃ) এর অনেক বিড়াল ছিল।
—তারা সুন্নত নিয়ে আসে।
—তাদের লালা বিশুদ্ধ।
—তারা নিজেদের পরিষ্কার করে।
—তারা খুব শান্ত।

◼️ইসলামে বিড়াল সম্পর্কে তথ্যঃ-
—হযরত মোহাম্মদ (صلى الله عليه وسلم) বিড়াল পছন্দ করেন।
—বিড়াল পরিষ্কার এবং খাঁটি প্রাণী।
—বিড়াল বাড়ি এবং মসজিদে প্রবেশ করতে পারে।
—বিড়ালের প্রতি ভালোবাসা ইসলামে বিশ্বাসের লক্ষণ।
◼️মহানবী(সাঃ) আবুহুরাইরা (রাঃ)-কে বিড়ালের পিতা বলে ডেকেছেন। কারণঃ তিনি বিড়াল পোষতেন এবং ভালোবাসতেন।

◼️একজন মহিলা জাহান্নামে প্রবেশ করেছিল একটি বিড়ালের কারণে। যাকে সে বেঁধে রেখেছিল কিন্তু খাওয়ায়নি, এবং পৃথিবীর কীটপতঙ্গকে খাওয়ানোর জন্য ছেড়ে দেয়নি।
[আল-বুখারি: 3140, মুসলিম: 2242]📖

তাই যদি কোন বিড়াল বা কোন প্রাণী খাবারের সন্ধানে আপনার কাছে আসে, তবে তা উপেক্ষা করবেন না। এটি আপনার কাছে এসেছে শুধুমাত্র আপনার কল‍্যাণের জন্য এবং কিছু গুনাহ দূর করার জন্য।(সুবহানাল্লাহ)🖤

◼️আসুন, বিড়াল সম্পর্কে কিছুটা অবগত হই এবং ভালো ধারণা অর্জন করি।

বিড়াল, খাবারে মুখ দিলে তা নষ্ট হয় না। যেমন,- ভাত, তরকারি ও দুধ ইত্যাদি খাবারে বিড়াল যদি মুখ দেয় বা খায়, তাহলে এই খাবার আপনি খেতে পারেন তাতে দোষ নেই। বিড়ালের মুখ পাক।

◼️একটি সতর্কতাঃ
বিড়াল অসুস্থ হলে সতর্ক থাকবেন। বিড়ালকে সুস্থ করে তুলার জন্য সুচিকিৎসার ব‍‍্যবস্থা করবেন। এটা হবে আপনার জন্য সওয়াবের কাজ।

◼️একটি বিড়াল বাড়ির ভিতরে খারাপ আত্মা এবং মন্দ উপাদানগুলিকে তাড়াতে পারে।

◼️বিড়াল যদি কাঁদে তবে এটি আশেপাশের লোকেদের কাছে একটি খবর বা সতর্কবার্তা প্রদান করতে পারে।

◼️যখন একটি বিড়াল আপনার চারপাশে হেঁটে বেড়ায় এবং আপনার পায়ে তার শরীরকে ঘসে, তখন বুঝবেন বিড়ালটি আপনাকে ভালোবাসা জানাচ্ছে এবং খারাপ আত্মা তাড়িয়ে দিচ্ছে। আপনার মধ্যে যদি দোষীত কোনো কিছু থেকে থাকে তাহলে তা দূর করছে।

◼️আপনি কি জানেন?
আপনি যখন ঘুমাচ্ছেন এবং আপনার
পাশে একটি বিড়াল থাকবে, তখন কোনও অস্বাভাবিক প্রাণী আপনার কাছে আসবে না। কারণ, অস্বাভাবিক প্রাণীগুলো বিড়ালকে ভয় পায়।

তাই বিড়ালদের তাড়িয়ে দিবেন না, আঘাত করবেন না, কারণ বিড়াল উপকারী প্রাণী।

◼️রাসূল (সাঃ) বলেনঃ
আল্লাহ ওই ব্যক্তির চেহারা উজ্জ্বল করে দেন, যে আমার কোনো হাদিস শুনেছে। অতঃপর অন্যের কাছে পৌ

ছবিটা দেখার পর কি ভাবছেন আপনি🙂সেটা আমি জানি।আপনি ভাবছেন,এরা তাদের নির্দিষ্ট জায়গায় নেই। এরাযেখানে আছে, সেটা তাদের জায়গা ...
03/05/2023

ছবিটা দেখার পর কি ভাবছেন আপনি🙂
সেটা আমি জানি।
আপনি ভাবছেন,
এরা তাদের নির্দিষ্ট জায়গায় নেই। এরা
যেখানে আছে, সেটা তাদের জায়গা নয়।
মানে তারা ভুল জায়গায় আছে।
যদি পেন্সিলের সাথে শার্পনারটা থাকতো,
আর নাটের সাথে স্ক্রু'টা থাকতো তাহলে মানাতো।
যদি তেমনটা থাকতো তাহলে কি হতো?
শার্পনারটা পেন্সিলকে একটু একটু করে নিঃশেষ করে ফেলতো। আর নাট'টা স্ক্রুটাকে এমনভাবে পেঁচিয়ে রাখতো, নাট'টার জীবন ওখানেই আটকে যেতো। না পারতো সে সামনে যেতে, না পারতো সে পেছনে যেতে।
পেন্সিলের জীবনটা শেষ হয়ে যেতো,
স্ক্রু'র জীবনটাও থেমে যেতো।
আসলে মাঝে মধ্যে জীবনে চলার পথে আমরা যেটাকে নিজেদের সাথে মানাবে বা খাপখাবে বলে ভাবি বা গ্রহণ করি, সেটাই কদাচিৎ আমাদেরকে তিলে তিলে নিঃশেষ করে দেয়।
মাঝেমধ্যে মানানসই জিনিসটাই সবচাইতে বেমানান ও ক্ষতির কারণ। তাই মাঝেমধ্যে বেমানানের সাথে মানিয়ে নিয়ে চলতে শিখুন।😊

©️মাঝেমধ্যে ভুল থেকেও দারুন কিছু হয়।।😏

প্রিয় আবুল খায়ের এর এই বিজ্ঞাপনের কথা কারো মনে আছে?—সব গাছ কাইটা ফালাইতাসে। আমি ঔষধ বানামু কি দিয়া?* কি গো কবিরাজ, কি খো...
01/05/2023

প্রিয় আবুল খায়ের এর এই বিজ্ঞাপনের কথা কারো মনে আছে?

—সব গাছ কাইটা ফালাইতাসে। আমি ঔষধ বানামু কি দিয়া?
* কি গো কবিরাজ, কি খোঁজতাসেন?
-- আইচ্চা, এইখানে একটা অর্জুন গাছ আছিলো না?
*আছিলো, কাইট্টা ফালাইছে।
-- এইখানে একটা শিশু গাছ আর ঐ মাথায় একটা হরতকী গাছ?
* আছিলো, কাইট্টা ফালাইছি।
-- আপনের গাছ?
* হ, টেকার দরকার পড়ছে তাই বিক্রি করছি।
-- গাছ লাগাইছিলো কে?
* আমার বাবায়।
-- আপনি কী লাগাইছেন?
-- আমি কী লাগাইছি?
* হ, ভবিষ্যতে আপনার পোলারও টেকার দরকার হইতে পারে...........
আবুল খায়েরের শেষ কথাটি ছিল: "এক একটা গাছ, এক একটা অক্সিজেনের ফ্যাক্টরী।" জনস্বার্থে বিজ্ঞাপনটি আবারো প্রচার করা হোক।

(Collected)

30/04/2023

✰✰ স্বামী স্ত্রী একসাথে বসে গল্প করছে।স্ত্রী টের পেল স্বামীর মনটা আজকে ভালো।✰✰

স্ত্রী বলল,,,,,,

✪ স্ত্রীঃ আচ্ছা , আমি আপনার কাছে একটা
আবদার করবো , আপনি কি আমার আবদার টুকু রাখবেন ?

✪ স্বামীঃ বলো।

✪ স্ত্রীঃ আপনি আমার জন্য একটু দোয়া করুন।

✪ স্বামীঃ এইটুকুই, তোমার আর্জি ?

✪ স্ত্রীঃ হুম,,,এটাই আমার আবেদন।

✪ স্বামীঃ এটাতো খুব স্বাভাবিক চাওয়া, এটা তো আমি তোমার জন্য সব নামাজেই করে থাকি।

✪ স্ত্রীঃ তাই নাকি ? তাহলে এখন একটু দোয়া করে শুনান কি দোয়া করেন।

✪ স্বামীঃ হে আল্লাহ (হাত তুলে), তুমি আমার প্রিয়তমার সামনের, পিছনের, গোপনের, প্রকাশ্যের সমস্ত গোনাহ্গুলোকে ক্ষমা করে দাও।তাকে সর্বদায় সুস্থ রাখ।মৃত্যুর আগে ও পরে একসাথে থাকার তৌফিক দান করো।

স্ত্রী হাসতে হাসতে স্বামীর কোলে ঢলে পড়ল।

✪ স্বামীঃ তুমি আমার এই দোয়াতে এত খুশি হয়েছ ? এমন দোয়াতো আমি তোমার জন্য প্রতি নামাজেই করি।

✪ স্ত্রীঃ হুম,অনেক খুশি হয়েছি,খুশি হবোনা ?এমন স্বামী কয়জনের ভাগ্যে জুটে ?আলহামদুলিল্লাহ,আপনার মত এত ভালো একজন স্বামী পেয়ে আমি খুব খুশি।

✪ স্বামীঃ আমিও তোমার মত এত ভালো একজন স্ত্রী পেয়ে অনেক খুশি।এই যুগের মেয়েরা স্বামীর কাছ থেকে চায় দামী গিফট, জামা কাপড়, আর অলংকারাদী, এর পরও সন্তুষ্ট থাকতে পারেনা।আর তুমি কিনা আমার থেকে সামান্য দোয়া নিয়েই এত খুশি হয়েছ, যে মনে হচ্ছে দিগ্বিজয়ের আনন্দ তোমার মাঝে ফুটে উঠেছে।
আচ্ছা তুমি এই দোয়া শিখলে কোথায় থেকে ?

✪ স্ত্রীঃ আম্মাজান হযরত আয়েশা(রাঃ) থেকে।কেনো তুমি কি এই হাদীসটি পড়েননি ?

☆☆যে একবার হযরত আয়েশা (রাঃ) রাসুল (সাঃ) এর সাথে বসে আছেন, তখন আয়েশা (রাঃ) রাসুল (সাঃ) এর মন ভালো দেখে বললেন ইয়া রাসুলুল্লাহ আপনি আমার জন্য দোয়া করুন।তখন রাসুল (সাঃ) তার জন্য দোয়া করলেন, ইয়া আল্লাহ তুমি আয়েশার অতীত, ভবিষ্যতের,প্রকাশ্য, গোপনের সমস্ত গোনাহ ক্ষমা করে দাও।তখন আয়েশা (রা) আনন্দে আত্নহারা হয়ে গেলেন।খুশিতে রাসুলের কোলে মাথা হেলিয়ে দিলেন।☆☆

স্বামী স্ত্রীর কপালে চুমু দিয়ে বলল।

✪ স্বামীঃ আলহামদুলিল্লাহ, আমি এমন একজন নেককার স্ত্রী পেয়েছি যে কিনা আয়েশার গুনে গুণান্বিত। আর যে স্বামী আয়েশার মত স্ত্রী পাবে তার থেকে আর কে দাম্পত্য জীবনে অধিক সুখী হতে পারে।

★★আল্লাহ পাক আমাদের সকল অববাহিত ভাই ও বোনদেরকে এমন জীবন সঙ্গী/সঙ্গীনী দান করেন।

🍀 আমীন।🍀

30/04/2023

প্রতিটা ব্যর্থতা থেকে জন্ম হয় সফলতা🌼

আর প্রতিটা আঘাত থেকে জন্ম হয় অভিজ্ঞতা 🙂💙

30/04/2023

প্রতিদিন একজন মানুষ গড়ে ৫৫০লিটার অক্সিজেন গ্রহণ করে,
যার দাম প্রায় ৩লক্ষ টাকা!
আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করুন।
আলহামদুলিল্লাহ

28/04/2023

দ্বীনদার স্বামী আর স্ত্রী আল্লাহর কাছ থেকে চেয়ে, নিতে হয় ভাই।
না চাইলে পাওয়া যায় না ।
আপনি তাহাজ্জুতের নামাজের মাধ্যমে চাইতে পারেন 🥰
ফেসবুক থেকে নয় 🥀

28/04/2023

-❝না জেনে তোমরা কারোর প্রতি খা'রা'প ধারনা রেখো না!
এটা সবচেয়ে বড় গুনাহ!💔
( সহীহ্ বুখারী - ৫১৪৩ )

27/04/2023

❝||❞ সম্পূর্ণ পড়ার জন্য অনুরোধ রইলো.. ❝||❞

❝||❞ বিবেক কে সুস্থ রাখুন:-

★৩০ ডিগ্রি তাপমাত্রায় ক্রিকেট খেলতে পারি,
কিন্তু এসি ছাড়া তারাবীহ নামাজ পড়তে পারি না!

★রেস্টুরেন্টে খেয়ে ওয়েটারকে ১০০ টাকা
বকশিস দিতে পারি,
কিন্তু রেস্টুরেন্টের সামনে রৌদ্রে দাড়িয়ে থাকা
ভিক্ষুকটিকে ১০ টাকা দিতে পারি না!

★ বাড়ির দারোয়ান কে ৭ হাজার টাকা বেতন দিতে পারি,
কিন্তু মসজিদের ইমাম সাহেবের বেতন দিতে পারিনা!

★ঈদের শপিং এ নিজের বাচ্চার জন্য
১০ হাজার টাকা বাজেট রাখতে পারি,
কিন্তু বাড়িতে কাজের লোকটির জন্য
১ হাজার টাকা বাজেট রাখতে পারি না!

★শপিং মলে মানসম্মানের ভয়ে দরাদরি না করে ১ হাজার টাকার জিনিস দেড় হাজার টাকায় কিনতে পারি,
কিন্তু তরকারি বাজারে ৩০ টাকার টমেটো ৩২ টাকা
চাইলেই বিক্রেতাকে মেরে বসি!

★২০০ টাকার বাস ভাড়া ২০০০ টাকা দিয়ে
কার নিয়ে যেতে পারি,
কিন্তু রিক্সাওয়ালা ১০ টাকার ভাড়া
১৫ টাকা চাইলেই থাপ্পর দিতে দেরি করি না!

★শরীর পরিস্কার রাখার জন্য হাজার টাকার সাবান/ ফেইসওয়াস ব্যবহার করতে পারি,
কিন্তু সম্পদ পরিস্কার/পবিত্র করার জন্য দরিদ্রকে
যাকাত দিতে পারি না!

কোথায় মানবতা, কোথায় মনুষত্ব?
"" ❝ আল্লাহ তায়ালা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন ❞""

27/04/2023

সন্তানকে রবের সঙ্গে পরিচয় করিয়ে দিন।
নয়তো এ সন্তান আপনার জন্য কাল হয়ে দাঁড়াবে

27/04/2023

আমি এগিয়ে যাবো আপনার সহযোগিতায়
আপনি এগিয়ে যাবেন আমার সহযোগিতায়।
Follow & Review & Promote back to back

27/04/2023

❤️𝐅𝐨𝐥𝐥𝐨𝐰 দিয়ে First পোষ্টে 𝐃𝐨𝐧𝐞 লিখো! 𝐅𝐨𝐥𝐥𝐨𝐰 𝐁𝐚𝐜𝐤 দিবো🌻
🥀🥀ইনশাআল্লাহ 🥀🥀❤️..
🍀🍀

26/04/2023

"আমি বিশ্বাস করি" আল্লাহ চাইলে এক সেকেন্ডে ভাগ্য পরিবর্তন করে দিতে পারেন।

Address

Dhaka, Mirpur
Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Sd Blogs posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category

Nearby media companies



You may also like