12/12/2021
দক্ষ এবং অদক্ষ স্টুডেন্ট !
আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা অনুযায়ী বেশিরভাগ স্টুডেন্ট তাদের পাঠ্য পুস্তকের জ্ঞানের মধ্যে সীমাবদ্ধ | পড়াশোনার পাশাপাশি অর্জন করছে না কোন প্র্যাকটিক্যাল Skill আবার পড়াশোনা খুব বেশি ভালো না হওয়ার কারণে পড়াশোনা শেষে বেকার হয়ে বসে থাকতে হচ্ছে তাদের | পরিসংখ্যানে দেখা গেছে আমাদের দেশের প্রায় 66% শিক্ষিত বেকার |
প্রাতিষ্ঠানিক জ্ঞান অর্জনের পাশাপাশি কারিগরি দক্ষতা অর্জন করা একজন স্টুডেন্ট পড়াশোনা শেষ করে অথবা পড়াশোনা চলাকালীন অবস্থাতেই দক্ষতাকে কাজে লাগিয়ে নিজের ও পরিবারের হাল ধরতে পারে। প্রক্ষান্তরে, একজন স্টুডেন্ট যে কিনা শুধুমাত্র প্রাতিষ্ঠানিক জ্ঞানের মাঝেই সীমাবদ্ধ ছিল তার ক্ষেত্রে ভালো কোন চাকরী বা দক্ষতা অর্জন করার আগ পর্যন্ত অলস সময় পার করতে হয়। যদিও বা চাকরী পায় কিন্তু দক্ষতার অভাবে চাকরী ক্ষেত্রেও খুব একটা সুবিধা করতে পারে না।
দক্ষ স্টুডেন্ট
১। লেখা পড়ার পাশাপাশি উপার্জন
২। শিক্ষা জীবনেই পরিবারের পাশে দাঁড়ানো
৩। নিজের খরচ নিজেই বহন করতে পারা
৪। চাকরী ক্ষেত্রে মূল্যায়ন
৫। বেকারত্তের হাত থেকে মুক্তি
৬। দায়িত্ববোধ ও শৃঙ্খলা অর্জন
৭। আত্মসম্মান
অদক্ষ স্টুডেন্ট
১। পরিবারের বোঝা
২। খুব ভালো স্টুডেন্ট না হউয়ার কারনে বেকার থাকতে হতে হয় দীর্ঘদিন
৩।পাচ্ছেন না আশানুরূপ চাকরি
৪। কিছু সময়ের জন্য হারিয়ে ফেলছেন আত্মসম্মান
৫। চাকরি না পাওয়ার কারনে হয়ে যাচ্ছেন হতাশাগ্রস্থ
ছাত্র জীবনে প্রতিটা শিক্ষার্থী বেস্ট শিক্ষার্থী তৈরি হওয়া উচিত। এবং পড়াশোনার পাশাপাশি যদি ছাত্রজীবনে অর্জন করা যায় কারিগরি দক্ষতা তাহলে জীবনটা হয়ে যায় আরও সহজ ও সুন্দর। একজন শিক্ষার্থী যেসব বিষয়ে কারিগরি দক্ষতা অর্জন করতে পারেন।
Web Developing
Digital marketing
Graphics design
পড়াশোনার পাশাপাশি দক্ষতা অর্জন করে ছাত্রজীবনে আপনি হতে পারেন আত্মনির্ভরশীল, সফল ছাত্র /ছাত্রী এবং অবদান রাখতে পারে আপনার পরিবারে।
লেখকঃ এ কে শান্ত
সফটওয়্যার ইঞ্জিনিয়ার