Shanto's Academy

Shanto's Academy This is AK Shanto Shanto. I am a Computer Engineer. And also a lecturer of ICT & English Language.

দক্ষ এবং অদক্ষ স্টুডেন্ট  !আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা অনুযায়ী বেশিরভাগ স্টুডেন্ট  তাদের পাঠ্য পুস্তকের জ্ঞানের মধ্যে ...
12/12/2021

দক্ষ এবং অদক্ষ স্টুডেন্ট !
আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা অনুযায়ী বেশিরভাগ স্টুডেন্ট তাদের পাঠ্য পুস্তকের জ্ঞানের মধ্যে সীমাবদ্ধ | পড়াশোনার পাশাপাশি অর্জন করছে না কোন প্র্যাকটিক্যাল Skill আবার পড়াশোনা খুব বেশি ভালো না হওয়ার কারণে পড়াশোনা শেষে বেকার হয়ে বসে থাকতে হচ্ছে তাদের | পরিসংখ্যানে দেখা গেছে আমাদের দেশের প্রায় 66% শিক্ষিত বেকার |

প্রাতিষ্ঠানিক জ্ঞান অর্জনের পাশাপাশি কারিগরি দক্ষতা অর্জন করা একজন স্টুডেন্ট পড়াশোনা শেষ করে অথবা পড়াশোনা চলাকালীন অবস্থাতেই দক্ষতাকে কাজে লাগিয়ে নিজের ও পরিবারের হাল ধরতে পারে। প্রক্ষান্তরে, একজন স্টুডেন্ট যে কিনা শুধুমাত্র প্রাতিষ্ঠানিক জ্ঞানের মাঝেই সীমাবদ্ধ ছিল তার ক্ষেত্রে ভালো কোন চাকরী বা দক্ষতা অর্জন করার আগ পর্যন্ত অলস সময় পার করতে হয়। যদিও বা চাকরী পায় কিন্তু দক্ষতার অভাবে চাকরী ক্ষেত্রেও খুব একটা সুবিধা করতে পারে না।

দক্ষ স্টুডেন্ট
১। লেখা পড়ার পাশাপাশি উপার্জন
২। শিক্ষা জীবনেই পরিবারের পাশে দাঁড়ানো
৩। নিজের খরচ নিজেই বহন করতে পারা
৪। চাকরী ক্ষেত্রে মূল্যায়ন
৫। বেকারত্তের হাত থেকে মুক্তি
৬। দায়িত্ববোধ ও শৃঙ্খলা অর্জন
৭। আত্মসম্মান

অদক্ষ স্টুডেন্ট
১। পরিবারের বোঝা
২। খুব ভালো স্টুডেন্ট না হউয়ার কারনে বেকার থাকতে হতে হয় দীর্ঘদিন
৩।পাচ্ছেন না আশানুরূপ চাকরি
৪। কিছু সময়ের জন্য হারিয়ে ফেলছেন আত্মসম্মান
৫। চাকরি না পাওয়ার কারনে হয়ে যাচ্ছেন হতাশাগ্রস্থ

ছাত্র জীবনে প্রতিটা শিক্ষার্থী বেস্ট শিক্ষার্থী তৈরি হওয়া উচিত। এবং পড়াশোনার পাশাপাশি যদি ছাত্রজীবনে অর্জন করা যায় কারিগরি দক্ষতা তাহলে জীবনটা হয়ে যায় আরও সহজ ও সুন্দর। একজন শিক্ষার্থী যেসব বিষয়ে কারিগরি দক্ষতা অর্জন করতে পারেন।

Web Developing
Digital marketing
Graphics design

পড়াশোনার পাশাপাশি দক্ষতা অর্জন করে ছাত্রজীবনে আপনি হতে পারেন আত্মনির্ভরশীল, সফল ছাত্র /ছাত্রী এবং অবদান রাখতে পারে আপনার পরিবারে।

লেখকঃ এ কে শান্ত
সফটওয়্যার ইঞ্জিনিয়ার

04/12/2021

this was a great moment. we went to Rupsha Resort.

you will see many defeats in life, but never let yourself be defeated
26/11/2021

you will see many defeats in life, but never let yourself be defeated

25/11/2021
উন্নয়নশীল বাংলাদেশের দারিদ্রতার হার কেন 42% ?বলা হয়ে থাকে বাংলাদেশে আজ উন্নয়নশীল দেশের রোল মডেল l দেশের নানান সমস্যা ...
23/11/2021

উন্নয়নশীল বাংলাদেশের দারিদ্রতার হার কেন 42% ?

বলা হয়ে থাকে বাংলাদেশে আজ উন্নয়নশীল দেশের রোল মডেল l দেশের নানান সমস্যা দুর্বল অবকাঠামো, ঘনবসতি এবং রাজনৈতিক অস্থিতিশীলতা থাকা সত্ত্বেও দেশ আজ উন্নয়নশীল l উন্নয়নশীল দেশে চারদিকে যখন উন্নয়নের জোয়ার বইছে এবং বিত্তশালীদের সম্পদ বেড়ে দাঁড়িয়েছে পাহাড় পরিমাণ ঠিক একই সাথে দেশে দরিদ্র হয়ে যাচ্ছে হতদরিদ্র l দারিদ্রতা এমন একটি অবস্থান যেখানে একটি জনগোষ্ঠী বা সম্প্রদায় তাদের ন্যুনতম মৌলিক চাহিদাগুলো পূরণ করতে পারেনা lবেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিংয়ের (সানেম) সর্বশেষ জরিপ অনুযায়ী দেশে দারিদ্র্যের হার বেড়ে ৪২ শতাংশে দাঁড়িয়েছে, যা সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) পরিচালিত হাউজহোল্ড ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার সার্ভে (হায়েস) চূড়ান্ত রিপোর্টে (মে ২০১৯) l বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো প্রতিবেদনে দেখানো হয়েছে বাংলাদেশের দারিদ্র্য হার ২০১৯ : দারিদ্র্য হার ২০.৫ এবং হত দারিদ্র্য হার ১০.৫ হাজার হাজার কোটি টাকা খরচা করে তৈরি হচ্ছে ফ্লাইওভার, বড় বড় রাস্তাঘাট, নিজেদের টাকায় তৈরি হচ্ছে পদ্মা সেতু , ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে বিদ্যুৎ l বৃদ্ধি পাচ্ছে কর্মসংস্থান দেওয়া হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে ভাতা, বাড়ছে প্রতিবছর বাজেটের পরিমাণ l এতসব উন্নয়ন হয়ে থাকলেও বেড়ে যাচ্ছে দরিদ্র এবং অতি দরিদ্র সীমার হার l বেড়ে যাচ্ছে মাথাপিছু ঋণ এবং বেড়ে যাচ্ছে শিক্ষিত বেকারের সংখ্যা l দেশ থেকে কোটি কোটি টাকা নিয়ে যাচ্ছে বিদেশে চাকরিজীবীরা l দেশে দুর্নীতির পরিমাণ আজএমন হাড় বেড়ে যাচ্ছে যে গরিবদের বেঁচে থাকায় একটা চ্যালেঞ্জ হয়ে পড়ছে l দারিদ্রতার জন্য বিভিন্ন কারণ বিদ্যমান রয়েছে:
1. কর্ম ক্ষেত্রে দুর্নীতি
2. বিদেশে অর্থ পাচার
3.সম্পদের সঠিক বন্টন এর অভাব
4.অধিক জনসংখ্যা
5.সঠিক নীতি ও পরিকল্পনার অভাব l
এভাবে চলতে থাকলে ধনীরা হয়ে যাবে মহাধনী এবং দরিদ্রতার হার দিন দিন বেড়েই চলবে l দরিদ্রতা মোচনে সরকারের সুদৃষ্টি এবং সমাজের বিত্তশালীদের এগিয়ে আসার আহবান এমনটাই চাওয়া দেশের প্রতিটি মানুষের l সমাজের সকলের পরস্পরের সহযোগিতার মনোভাব সুন্দর দৃষ্টিভঙ্গি মাধ্যমে দারিদ্র নামক অভিশাপ থেকে মুক্তি পাওয়া সম্ভব

লেখকঃ এ কে শান্ত
সফটওয়্যার ইঞ্জিনিয়ার

এত কেন ধর্ষণ?কখনো রাস্তায়,কখনো চলন্ত বাসে, কখনো ঘরের ভিতরে ঢুকে, কিংবা কখনো ঘর থেকে তুলে এনে ধর্ষণ করা হচ্ছে হাজারো শিশ...
21/11/2021

এত কেন ধর্ষণ?

কখনো রাস্তায়,কখনো চলন্ত বাসে, কখনো ঘরের ভিতরে ঢুকে, কিংবা কখনো ঘর থেকে তুলে এনে ধর্ষণ করা হচ্ছে হাজারো শিশু ও নারীকে l 60 বছরের বৃধা থেকে শুরু করে 6 বছরের শিশু মুক্তি পাচ্ছে না এসব ধর্ষকের হাত থেকে l মিথ্যে প্রলোভন দেখিয়ে কখনো টাকা, কখনো বিদেশ, কখনো চাকরি, কখনো চ্যানেল এ চাকরির লোভ দেখিয়ে কিংবা কখনো কায়দায় ফেলে ধর্ষণ করা হচ্ছে দিনের পর দিন l

কখনো রিকশাচালক, কখনো বাসের হেলপার, কখনো শিক্ষক ,কখনো সরকারি কর্মকর্তা দাঁড়ায় ধর্ষিত হচ্ছে হাজারো নারী ও শিশু l পরিসংখ্যান বলছে গেল বছর 1093 জন ধর্ষিত হয়েছে যার মধ্যে 205 জন গ্যাংরেপ l এত এত ধর্ষণের কেস ফাইল করা হচ্ছে সর্বশেষ সংশোধনী তে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করা হয়েছে, তারপরেও কমছে না কেন ধর্ষণ?ধর্ষণের জন্য দায়ী কি শুধু এই বিষাক্ত ধর্ষকেরা নাকি এর জন্য নারীরাও কোন অংশে দায়ী ? ইসলামী চিন্তাবিদদের মতে নারীর বেপরোয়া জীবন ঊশৃংখল চলাফেরা এবং অশ্লীল পোশাক ধর্ষণের জন্য অনেকাংশে দায়ী l কিন্তু সুশীল সমাজ বলছেন ভিন্ন কথা । একটি নারি তার স্বাধীন মতো চলাফেরা করবে তার পছন্দ মতো ড্রেস পরবে তাই বলে কি তাকে দর্শন করতে হবে । কেন একটি মেয়ে তার ইচ্ছা চলতে পারবে না, কেন একটি মেয়ে রাতের বেলা বাইরে যেতে পারবে না। যে বাসায় ছেলে নেই সে কি করবে । মাদকাসক্তি এবং পর্নোগ্রাফি ধর্ষণের জন্য একটি মুখ্য কারণ l পানিশমেন্ট 376 এ বলা হয়েছে ধর্ষণ করার শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড অথবা 10 বছরের কারাদণ্ড ও জরিমানা l এত এত আইন থাকা সত্ত্বেও এর কতটা কার্যকর হচ্ছে l আইনের সঠিক বাস্তবায়ন না হওয়ার কারণেও বৃদ্ধি পাচ্ছে ধর্ষণের পরিমাণ l

ধর্ষণ রোধে পরিবর্তন করতে হবে নারী ও পুরুষের দৃষ্টিভঙ্গি l নারীর প্রতি সম্মান দেখাতে হবে। নারীর অধিকার নিশ্চিত করতে হবে। বন্ধ করতে হবে নারীর বেপর্দা,বেপরোয়া জীবনযাপন l আইনের সঠিক ব্যবহার,ধর্মীয় বিধি-নিষেধ মেনে চলা এবং সঠিক পারিবারিক শিক্ষার মাধ্যমেই বন্ধ হতে পারে ধর্ষণ l

লেখকঃ এ কে শান্ত
সফটওয়্যার ইঞ্জিনিয়ার

20/11/2021

Everyone in this world live for specific reason. life is different to different person.life is beautiful.

Address

Khilgaon
Dhaka
1219

Telephone

+8801643865264

Website

Alerts

Be the first to know and let us send you an email when Shanto's Academy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Shanto's Academy:

Share

Nearby media companies


Other Digital creator in Dhaka

Show All