04/11/2024
আপনার স্ত্রী যদি প্রচুর রাগি হয় তাহলে আপনি একজন ভাগ্যবান পুরুষ!!!!!
ভাবছেন কিভাবে??????
রাগি স্ত্রী কখনো ভালোবাসার অভিনয় করতে জানেনা।
কারণ তার ভালোবাসার মধ্যেও শুধুই ভালোবাসায় থাকে।
তার রাগ, অভিমান, নিস্তব্ধতা, উৎফুল্লতা সব কিছুর মধ্যে শুধুই মায়া আর ভালোবাসা লুকিয়ে থাকে।
রাগি স্ত্রী নিয়ে অভিযোগ কারা করে জানেন??????
যারা নিজের স্ত্রীর অভিমানের ভাষা বুঝতে অক্ষম।
কিন্তু মজার বেপার হচ্ছে একজন রাগি স্ত্রীর অন্তর কঠিন হয়। কেমন কঠিন জানেন!!!!!!
তার অন্তরের ভেতরে শুধুমাত্র তার স্বামীর মায়া আর ভালোবাসা থাকে। সেইখানে অন্যকেও জায়গা পাইনা।
এইজন্য আপনি আপনার স্ত্রীর কাছে যান পাশে বসুন, আর তাকে নরম সুরে বলুন।
ওই শুনোনা ময়না 🥰
আমি জানি তুমি আমাকে অনেক মায়া করো।তুমি আমাকে আমার চেয়েও বেশি ভালোবাসো।
আমার সুখ তোমাকে আনন্দিত করে আর আমার দুঃখ তোমাকে ব্যাথিত করে।
আমি তোমার কার্বনডাইঅক্সাইড আর তুমি আমার অক্সিজেন।
তোমার ভালোবাসা, শাসন, বকা, হাসি, চোঁখ রাঙানো,জিভ ভ্যাঙ্গানো সব কিছুতেই আমি সমান ফিল পাই। কারণ আমি জানি এই সবগুলো তোমার ভালোবাসার ভাষা।
তোমার মুখে I love u না
I hate u এর মধ্যেই আমি ভালোবাসার ফিল পাই।
আমি জানি তুমি আমার সামান্য কষ্ট সইতে পারোনা।
আমার তোমাকে নিয়ে কোনো কষ্ট নেই। প্যারা নেই তবে ভয় আছে।
হারিয়ে ফেলার।
কিন্তু আমি জানি তুমি আমাকে কখনোই ছেড়ে যাবেনা।
সো রিলাক্স।
I love u মেলা
I love u অনেক
I love u বিসি বিসি
আমি তোমাকে অনেক ভালোবাসি 🥰🥰🥰🥰।
এটা আপনার অন্তর থেকে যদি বলতে পারেন নিজের স্ত্রী কে।
আপনার জীবন আপনাকে ছেড়ে যাবে কিন্তু আপনার স্ত্রীর প্রতিটি হাসি আর আনন্দ আপনাকে ঘিরেই বেঁচে থাকবে মৃত্যু পর্যন্ত।