ITZ Farhan S.M

ITZ Farhan S.M Follow দিয়ে একটি সুন্দর review দিয়ে যান...
আমিও আপনাকে সেইম কাজ টি করে দেবো 🫡 এই পোস্ট গুলু কেও (ধর্মীয়) অথবা বাস্তবি অর্থে নিবেন নাহ কেও
(12)

আপনার স্ত্রী যদি প্রচুর রাগি হয় তাহলে আপনি একজন ভাগ্যবান পুরুষ!!!!!ভাবছেন কিভাবে??????রাগি স্ত্রী কখনো ভালোবাসার অভিনয় ক...
04/11/2024

আপনার স্ত্রী যদি প্রচুর রাগি হয় তাহলে আপনি একজন ভাগ্যবান পুরুষ!!!!!

ভাবছেন কিভাবে??????

রাগি স্ত্রী কখনো ভালোবাসার অভিনয় করতে জানেনা।
কারণ তার ভালোবাসার মধ্যেও শুধুই ভালোবাসায় থাকে।
তার রাগ, অভিমান, নিস্তব্ধতা, উৎফুল্লতা সব কিছুর মধ্যে শুধুই মায়া আর ভালোবাসা লুকিয়ে থাকে।

রাগি স্ত্রী নিয়ে অভিযোগ কারা করে জানেন??????
যারা নিজের স্ত্রীর অভিমানের ভাষা বুঝতে অক্ষম।

কিন্তু মজার বেপার হচ্ছে একজন রাগি স্ত্রীর অন্তর কঠিন হয়। কেমন কঠিন জানেন!!!!!!

তার অন্তরের ভেতরে শুধুমাত্র তার স্বামীর মায়া আর ভালোবাসা থাকে। সেইখানে অন্যকেও জায়গা পাইনা।

এইজন্য আপনি আপনার স্ত্রীর কাছে যান পাশে বসুন, আর তাকে নরম সুরে বলুন।

ওই শুনোনা ময়না 🥰
আমি জানি তুমি আমাকে অনেক মায়া করো।তুমি আমাকে আমার চেয়েও বেশি ভালোবাসো।
আমার সুখ তোমাকে আনন্দিত করে আর আমার দুঃখ তোমাকে ব্যাথিত করে।

আমি তোমার কার্বনডাইঅক্সাইড আর তুমি আমার অক্সিজেন।
তোমার ভালোবাসা, শাসন, বকা, হাসি, চোঁখ রাঙানো,জিভ ভ্যাঙ্গানো সব কিছুতেই আমি সমান ফিল পাই। কারণ আমি জানি এই সবগুলো তোমার ভালোবাসার ভাষা।

তোমার মুখে I love u না
I hate u এর মধ্যেই আমি ভালোবাসার ফিল পাই।

আমি জানি তুমি আমার সামান্য কষ্ট সইতে পারোনা।
আমার তোমাকে নিয়ে কোনো কষ্ট নেই। প্যারা নেই তবে ভয় আছে।
হারিয়ে ফেলার।
কিন্তু আমি জানি তুমি আমাকে কখনোই ছেড়ে যাবেনা।
সো রিলাক্স।
I love u মেলা
I love u অনেক

I love u বিসি বিসি

আমি তোমাকে অনেক ভালোবাসি 🥰🥰🥰🥰।

এটা আপনার অন্তর থেকে যদি বলতে পারেন নিজের স্ত্রী কে।
আপনার জীবন আপনাকে ছেড়ে যাবে কিন্তু আপনার স্ত্রীর প্রতিটি হাসি আর আনন্দ আপনাকে ঘিরেই বেঁচে থাকবে মৃত্যু পর্যন্ত।

"সেক্স প্রেম নয়। প্রেম যৌনতা নয়। আপনি সেক্স করতে পারেন এবং প্রেমে পড়তে পারেন না। আপনি প্রেমে থাকতে পারেন এবং যৌনতায় ...
03/11/2024

"সেক্স প্রেম নয়।
প্রেম যৌনতা নয়।
আপনি সেক্স করতে পারেন এবং প্রেমে পড়তে পারেন না।
আপনি প্রেমে থাকতে পারেন এবং যৌনতায় লিপ্ত হতে পারেন না।
একজন পুরুষ আপনাকে ঘৃণা করতে পারে এবং তবুও আপনার সাথে যৌন সম্পর্ক স্থাপন করতে পারে।
জ্ঞানী হও।
একজন পুরুষকে ম্যানিপুলেট করার জন্য যৌনতা ব্যবহার করা শেষ পর্যন্ত ব্যর্থ হবে।
এটা ভাবা আত্মপ্রতারণা যে তাকে সেক্স দিলে সে আপনাকে ভালোবাসবে।
সত্যিকারের ভালবাসা কখনই আপনাকে যৌনতায় লিপ্ত হতে বাধ্য করবে না।
যে পুরুষ আপনাকে ভালোবাসে না সে যৌনতার কারণে তার মন পরিবর্তন করবে না।
যদি সে আপনাকে বলে তার সাথে সেক্স করে 'আপনার ভালবাসার প্রমাণ' দিতে।
তিনি শুধুমাত্র আপনাকে ব্যবহার করছেন।
সে যদি সেক্সের জন্য থাকে তবে 'বেটার সেক্স' তাকে আপনার কাছ থেকে দূরে নিয়ে যাবে।

নিজেকে তার ‘যৌন দাসী’ বানানো বোকামি।
ভালবাসা আপনাকে কখনই অপমান বা হেয় করবে না।
আপনি যদি এই লোকটিকে কেনার জন্য যৌনতা ব্যবহার করার চেষ্টা করার ভুল করে থাকেন তবে এখন আপনার সম্পর্ককে পুনরায় মূল্যায়ন করার এবং এটিকে সঠিক ভিত্তির উপর গড়ে তোলার সময়।

'যৌন ভালো' বলে সে যদি তোমার সঙ্গে বিয়ে করে, তাহলে তা তোমার বিয়ের জন্য মারাত্মক হবে।
তাকে আপনার সাথে বিয়ে করতে দিন কারণ তিনি আপনাকে ভালোবাসেন, আপনাকে সম্মান করেন, আপনার সাথে একটি শক্তিশালী মানসিক, মানসিক এবং আধ্যাত্মিক সংযোগ অনুভব করেন এবং চান যে আপনি তার বাকি জীবন আপনার সাথে কাটান।

এই অপ্রত্যাশিত জীবনে..! কিছু মানুষ এর সাথে দেখ হওয়া, কথা বলা, ভালো লাগা, কিছুটা পাওয়ার আকাঙ্ক্ষা, বদলে যাওয়া "সেই তুমি" ...
25/10/2024

এই অপ্রত্যাশিত জীবনে..! কিছু মানুষ এর সাথে দেখ হওয়া, কথা বলা, ভালো লাগা, কিছুটা পাওয়ার আকাঙ্ক্ষা, বদলে যাওয়া "সেই তুমি" "এই আমি" | আবারো সেই অপ্রত্যাশিত জীবন😊
Farhan Saeed Maruf





25/10/2024

আমাকে নিয়ে ভেবেছিলে সেই কবে, কোন নক্ষত্রের রাতে -
মনে পড়ে কি তোমারও ...?

Mayabee || Blue touch
ছোট বেলার স্মৃতি মনে পরে গেলো

17/10/2024

অতি শীঘ্রই আপনার জীবনে সুখবর আসবে।
_ইনশাআল্লাহ্।

16/10/2024

Sorry
এই কদিন ঠিক মত একটিভ না থাকায় সাপোর্ট করতে পারিনি...
এখন থেকে রেগুলার একডিভ থাকবো
আড্ডা হবে কমেন্টে।
🥰

14/10/2024

বিকেলের আড্ডা 🥰

আমি যারে চাই!(তারে) চাহিবার লোকের অভাব নাই 🙂
11/10/2024

আমি যারে চাই!
(তারে) চাহিবার লোকের অভাব নাই 🙂

10/10/2024

খোলা জানালা দখিনের বাতাসে ঢেকে যায় পর্দার আড়ালে 🖤🥀



🎉 Facebook recognised me for starting engaging conversations and producing inspiring content among my peers.
09/10/2024

🎉 Facebook recognised me for starting engaging conversations and producing inspiring content among my peers.

05/10/2024

There is one song that
99.9% of humanity loves.❤️
ও আমায় ভালোবাসেনি 💔
Artcell

আমার playlist  শুধু তুমি ❤️
04/10/2024

আমার playlist শুধু তুমি ❤️

01/10/2024

Shout out to my newest followers! Excited to have you onboard! Adnan Kabir, Amena Khanam Akhi, Anwar Hussain, Atik Hassan, Makvana Mukesh, Jahan Kitchen, Md Arif Hossain, Adnan Sami, Afif Islam Junayed, Mamun Or, Tamim Sheak, Kobir Hussain, IS Rat, শহিদুল ইসলাম

যে হাসি নীরবে ব্যাথা লুকাতে জানে সে হাসি বুঝার ক্ষমতা সবার থাকে না !!! 😊💔
01/10/2024

যে হাসি নীরবে ব্যাথা লুকাতে জানে
সে হাসি বুঝার ক্ষমতা সবার থাকে না !!! 😊💔

বিয়ের আসর ছেড়ে ইমার্জেন্সি রোগীকে দেখতে গিয়ে থমকে যায় ডা. আষাঢ় এহমাদ । রোগীর বেডে শুয়ে থাকা ব্যাক্তি আর কেউ নয় পাঁচ  বছর...
27/09/2024

বিয়ের আসর ছেড়ে ইমার্জেন্সি রোগীকে দেখতে গিয়ে থমকে যায় ডা. আষাঢ় এহমাদ । রোগীর বেডে শুয়ে থাকা ব্যাক্তি আর কেউ নয় পাঁচ বছর আগে তার হারিয়ে যাওয়া ভালোবাসা।

আষাঢ় দৌড়ে বেডের পাশে বসে হাউমাউ করে কেঁদে উঠে। আষাঢ়ের মাথা থেকে বের হয়ে যায় সে এখন কোথায় আছে। ছোট বাচ্চাদের মতো হাউমাউ করে শুধু কেঁদে চলেছে আর মুখ দিয়ে অস্ফুট স্বরে একটাই কথা উচ্চারণ করছে আমার চাঁপাফুল, আমার চাঁপাফুল।

এমন কান্না আহাজারি দেখে হাসপাতালের নার্স ডাক্তার অন্যান্য কয়েকজন ছুটে আসে দেখতে কি হয়েছে। নার্স ডাক্তাররা বেশ অবাক হয় তাদের ডাক্তারকে এমন ভাবে কান্না করতে দেখে। কারো মাথায়ই ঢুকছে না এমন করে কেন কান্না করছে। সকলেই এটা বুঝতে পারছে বেডের উপর নিস্তেজ হয়ে পরে থাকা মেয়েটি তাদের ডাক্তার সাহেবের কাছের কেউ উহুু শুধু কাছের না খুব কাছের কেউ নয়তো এমন করে একটি ছেলে কখনো কান্না করবে না।

আষাঢ় মুখে হাত দিয়ে এখনও কাঁদছে তবে এখন শব্দ হচ্ছে না কিন্তু দুই হাতের কুনুই বেয়ে আষাঢ়ের শ্রাবণ ধারা বয়ে চলেছে অবিরত।

এরমধ্যে পিছন থেকে কেউ একজন আষাঢ়ের কাঁধে হাত রাখে।আষাঢ় মুখ থেকে হাত সরিয়ে পিছনের দিকে তাকায়। পিছনে দাঁড়ানো ব্যক্তিকে দেখে আষাঢ় উঠে দাঁড়ায়। চোখের পানি মুছে অনেক কষ্টে নিজেকে সামলায়।

পেশেন্ট কে ইনজেকশন দিয়ে আমার সাথে আসুন ডা. এহমাদ কথা আছে আপনার সাথে। তারপর নার্স কে ইশারা করে বলে,,,আষাঢ়ের দিকে ইনজেকশন টা এগিয়ে দিতে। নার্স ইনজেকশন এগিয়ে দিতেই আষাঢ় ইনজেকশন হাতে তুলে নেয়।

ইনজেকশন হাতে নিয়ে তার ভালোবাসার চাঁপাফুলের দিকে একবার তাকায়। মনে পরে যায় অতীতে বলা কথা,,,,,,, "শোনো আষাঢ় তুমি যখন অনেক বড় ডাক্তার হয়ে যাবে ভুলেও আমার সাথে ডাক্তারগিরি করতে আসবে না।আর আমাকে ইনজেকশন দেওয়ার কথা স্বপ্নে ও ভাববে না। ইউ নো না আমার ইনজেকশনে ভয়াবহ ফোবিয়া আছে। মনে থাকবে?

আষাঢ় তখন হাসতে হাসতে বলেছিলো আমিতো ঠিক করে রেখেছি সকাল বিকাল রাত্রি তোমাকে ইনজেকশন দিবো ভয়াবহ ইনজেকশন।

"মোটেও না তাহলে তোমাকে আমি খু/ ন ই করে ফেলবো।" ডাক্তারগিরি অন্যর সাথে দেখাও আর ইনজেকশন ও অন্য কাউকে দাও গিয়ে।

---- " এটা যে সে ইনজেকশন নয় চাঁপাফুল ভালোবাসার ইনজেকশন। তুমি চাও আমি তা অন্য কে দেই? চাইলে দিবো, আই হেভ নো প্রবলেম আমার চাঁপাফুলের চাওয়া বলে কথা।

---- আষাঢ়ঢ়ঢ়ঢ়ঢ়!!!!

ডা. এহমাদ? ডা. রুমানের ডাকে আষাঢ় ভাবনা থেকে বের হয়ে আসে। তার চাঁপাফুলের হাতটা কাঁপা কাঁপা হাতে নিজের হাতে নেয়।

কতো বছর? কতো মাস? কতো দিন? কতো ঘন্টা? কতো সেকেন্ড পর তার চাঁপাফুল কে ছুঁয়েছে সে।কিন্তু আগের মতো তার চাঁপাফুল লজ্জায় লাল হয়ে যায়নি বা কোনো প্রতিক্রিয়া ও করেনি। অনেক কষ্টে কাঁপা কাঁপা হাতে ইনজেকশন পুশ করে হাতে। আবারও এক ফোঁটা পানি টুপ করে তার চাঁপাফুলের হাতে গিয়ে পরে।

পাশে দাঁড়িয়ে থাকা নার্স বেশ অবাক হয় এই ডাক্তারের বেকগ্রাউন্ড জেনেছে সে ভালো মতো। মাত্র কয়েকদিন আগে নতুন জয়েন করলেও এই কয়দিনে বুঝেছে এই ডাক্তারের পার্সোনালিটি বেশ স্ট্রং। এটা বুঝতে পারছে নিজের কাছের আপন লোকের কাছে বড় বড় স্ট্রং পার্সোনালিটির মানুষ ও দূর্বল হয়ে যায়। আচ্ছা মেয়ে টা কি স্যারের বউ নাকি প্রেমিকা? কিন্তু কানা ঘুসায় শুনেছে আজকে ডা. আষাঢ় কয়েক ঘন্টার জন্য ছুটি নিয়েছিল কারণ আজ নাকি তার বিয়ে? তাহলে মেয়ে টা কিছুই বুঝতে পারলো না সব যেনো গোলক ধাঁধাঁর মতো। মেয়েটা আসলে কি হয় এটাই ভাবতে থাকে নার্সটা।

ডা. আষাঢ় প্লিজ কাম উইথ মি বলেই ডা. রুমান প্রস্থান করেন। নিজেকে সামলে আষাঢ় ও পা বাড়ায় ডা. রুমানের সাথে যাওয়ার আগে চাঁপাফুলের দিকে তাকাতে ভুলে না।

--- আমি জানি না ডা.আষাঢ় আপনার কি হয়েছে। মেয়ে টা আপনার কি হয় আর আপনি কেনই বা এমন করে কাঁদছেন। আমি আপনার পার্সোনাল বিষয়ে হস্তক্ষেপ ও করতে চাই না। তবে এই যে বিছানায় মরার মতো পরে আছে মেয়েটাকে সেই প্রথম থেকে তার চিকিৎসা করছি আমি। মেয়েটাকে নিজের মেয়ে ভেবে নিয়েছি আমি,, কিন্তু ভাগ্যের পরিহাসে আমাকে বদলি হয়ে যেতে হচ্ছে। অবশ্য ট্রান্সফারটা আমি নিজেই নিয়েছি পারিবারিক কারণে।

আজ আপনার বিয়ে আমি জানি। রিসেপশন থেকে আপনাকে কল করা হয়েছে দোলনের অবস্থার অবনতি দেখে। আসলে ওর দায়িত্ব তো এখন আপনার উপর তাই। আর আমিও উপস্থিত ছিলাম না আমার এই হসপিটালের সব ফরমালিটি শেষ শুধু একটা গুরুত্বপূর্ণ কাজে এসেছিলাম আর এসে শুনি এই অবস্থা।

ডা. রুমানের কোনো কথা আষাঢ়ের কর্ণকুহরে প্রবেশ করেছে কি না কে জানে তার মাথায় একটা কথাই ঢুকছে আজ তার বিয়ে।

মনে মনে আষাঢ় আওড়ায় বিয়ে? তাও আবার তার? সেটা ও আবার তার চাঁপাফুলের সাথে নয় অন্য কারো সাথে। ভাবতেই কেমন গা গোলাচ্ছে আষাঢ়ের এটা সে কি করতে যাচ্ছিলো?

অস্ফুট স্বরে মামনি উচ্চারণ করে টেবিলে থাকা একটা গ্লাস হাতে তুলে নেয়। শরীরের সর্ব শক্তি প্রয়োগ করে গ্লাসে চাপ দিতেই গ্লাসটা ভেঙে যায়। হাতের ভিতর ভাঙা কাচ ঢুকে গলগল করে রক্ত পরতে থাকে।

**********

আষাঢ় মাস চলছে বর্তমানে চারদিকে মুশলধারায় বৃষ্টি ঝড়ছে। অন্ধকার হয়ে আছে চারদিক। বাইরে লোক সমাগম খুবই কম বৃষ্টির দিনে কে ই বা খুব বেশি দরকার ছাড়া বের হয়?

বারান্দায় দাঁড়িয়ে আছে এক তরুণী পরনে তার লাল রংয়ের বেনারসি শাড়ি। তার সাজ সজ্জা দেখে যে কেউই বলতে পারবে বিয়ের কনে।বারান্দায় দাঁড়িয়ে তার হবু বরের জন্য অপেক্ষা করছে।

খুব রাগ হচ্ছে সাইন করার আগেই কেন কলটা আসতে হলো? আর কয়েক মিনিট পর আসলে কি এমন হতো? রাগে বারান্দার লোহার গ্রীল শক্ত করে চেপে ধরে। পরোক্ষনেই মাথায় আসে এটাইতো ডাক্তারদের কাজ। কিন্তু আধা ঘণ্টার কথা বলে দুই ঘন্টা হয়ে গেছে এখনও কেনো লোকটা আসছে না?
অনেক অপেক্ষার পর এই দিনটা তার জীবনে এসেছে আজও কি তাকে অপেক্ষাই করতে হবে?

অপেক্ষা ছাড়া কি কোনো কিছুই পাবে না এই মেঘ?
কাঁধে কারো হাতের ছোঁয়া পায় মেঘ। পিছনে ঘুরার প্রয়োজন মনে করলো না মেঘ কারণ জানে সে পিছনে দাঁড়ানো ব্যাক্তিটা কে হতে পারে।

----- সময় এখন ও যাচ্ছে না কেন মামনি? এতো অপেক্ষা আর ভালো লাগছে না আমার।

--- এতো ধৈর্য হারালে হবে? ভুলে যাচ্ছো হয়তো ডাক্তার কে বিয়ে করতে যাচ্ছো।এরকম প্রায়ই ঘটবে।

--- অন্য সময় ঘটুক মেনে নিবো তাই বলে যখন অবশেষে আমার হতে যাচ্ছিল তখনই কেন এমন হতে হলো?

--- অপেক্ষা করো তোমার ই হবে সে।

---- অপেক্ষা অপেক্ষা আর অপেক্ষা কিছুটা দাঁত চেপে বলে মেঘ।

রুমি এহমাদ মেঘ কে আর কিছু না বলে চলে যেতে নেয়। পিছন থেকে মেঘ বলে,,,,মামনি সে আমার হবে তো?

এমন প্রশ্নে রুমি এহমাদ থমকায়। রাস্তার অপর পাশে জোরে বা'জ পরে যার শব্দে মেঘ রুমি এহমাদ
দুইজনই কান চেপে ধরে। মেঘের ভিতরটা ধক করে উঠে অজানা ভয়ে। সবকিছু ঠিক থাকবে তো?
পরবর্তী সকল পার্ট আমার পেজ এ দিয়ে দিছি এখুনি পড়তে চাইলে LBD SFIAN 👈এই নীল লিখায় চাপ দিয়ে পেজ লাইক/ফলো করে পড়ে নিন, পেজ লাইক/ফলো না করে খুজলে পাবেন না, অনলি ফলোয়ার'রাই পাবেন)

#চলবে_______________

#পার্টঃ_১ম_______

#গল্পঃ_আষাঢ়ের_দোলনচাঁপা

Jhorna_Islam

এমন সাদামাটা একটা জীবন চাই! ❤️
27/09/2024

এমন সাদামাটা একটা জীবন চাই! ❤️

25/09/2024

Shout out to my newest followers! Excited to have you onboard! Imtiaz Ahmed Jokhio, Shahin Shesir, A U T Sarkar, गणेश खामगळ, Parmar Anil, Mesar Khan, ফানি বিনোদন, احمد البصراوي, Md Alojta, Mirian Aguilar, Bilkes Patwari Vlog, Md Jolil, Sherkhan Sherkhan, Prince Gupata, Abdul Salam, Houssen Mkhetare, Irfan Rana Irfan

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when ITZ Farhan S.M posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share