Exam Hall

Exam Hall এটি ৯ম এবং ১০ম শ্রেণির অনলাইন ভিত্তিক
(2)

08/10/2024
SSC Routine 2024
21/12/2023

SSC Routine 2024

thanks
29/09/2023

thanks

19/09/2023

মানুষ তাই পায় যা সে করে ।

once a tiger .............. !
07/07/2023

once a tiger .............. !

10/03/2023

মাথায় যায়গা হয় না এইগুলো 🥹

10/03/2023

❝চান্স পাও আর না পাও, তুমিই আমার মনের ডাক্তার❞
-মেডিকেল ভর্তি পরীক্ষা দিতে আসা এক মেয়েকে তার বয়ফ্রেন্ড এভাবে করেই সাহস দিচ্ছিলো।

27/02/2023

হুন্ডের নীতি❎
গুন্ডার নীতি✅

কালকে থেকে, promise 🫵
01/02/2023

কালকে থেকে, promise 🫵

30/01/2023

এসএসসি ও সমমান পরীক্ষা শুরু ৩০ এপ্রিল।

🥹
22/12/2022

🥹

05/12/2022

উত্তীর্ণদের কলেজের পছন্দক্রম কেমন হওয়া উচিতঃ
গত ৩১/০৫/২০ তারিখে এস এস সি পরীক্ষার ফলাফল প্রকাশিত হলো। উত্তীর্ণ সকল পরীক্ষার্থীকে অভিনন্দন ও শুভেচ্ছা। এই ফলাফলে সারাদেশে মোট ১ লক্ষ ৩৫ হাজার ৮৯৮ জন জিপিএ ৫ পেয়েছে । আমি ধরে নিচ্ছি ঢাকা শহরের বাইরে যারা জিপিএ ৫ এর নিচে পেয়েছে তারা উপজেলা বা জেলা পর্যায়ের কলেজে পড়বে। এসকল ছাত্র বা অভিভাবকদের এজন্য হতাশ হওয়ার কিছু নেই। কারণ উপজেলা বা জেলা পর্যায়ে যথেষ্ঠ ভাল মানের শিক্ষক আছেন।
যারা জিপিএ ৫ পেয়েছে এদের অনেকেই অসচ্ছল পরিবারের । এদের বাবা-মায়ের সামর্থ্য নেই সন্তানকে ঢাকায় রেখে পড়ানোর। কিন্তু বড়লোক বন্ধুদের সাথে তালে তাল মিলিয়ে অনেকেই ঢাকার বিভিন্ন সরকারি এবং smart smart(!!!) কলেজের choice, online এ দিয়ে দেয়। ঢাকার কোন সরকারি কলেজে শুধু থাকা-খাওয়া এবং কলেজে আসা-যাওয়া বাবদ একজন ছাত্রের মাসিক খরচ ১০,০০০/- টাকার কাছাকাছি। সে যদি ৩/৪ টা বিষয়ে আরো ভাল করার জন্য কোন কোচিং বা স্যারদের শরনাপন্ন হয় তার খরচ আরো অনেক বেড়ে যাবে। আবার smart smart(!!!) কলেজের মাসিক বেতন, সেশনচার্জ, পরীক্ষার ফি ইত্যাদি আকাশচুম্বী। সেসব কলেজে ভর্তি হলেতো ঐ ছাত্র এবং পুরো পরিবারের দিশেহারা হওয়ার অবস্থা
(Notre Dame কলেজের ভর্তি প্রক্রিয়া আলাদা এবং বেসরকারি কলেজের মধ্যে এ কলেজের বেতন এবং অন্যান্য খরচ অনেক কম)।
কোন অসচ্চল পরিবারের ছাত্র যদি ঢাকায় ভর্তি হয়, এদের বেশির ভাগই ঢাকার বড়লোক আত্বীয়-স্বজনের বাসায় থাকার চেষ্টা করে-বেশির ভাগই থাকতে দেয় না। আত্বীয়-স্বজনের খোঁজ করে তাদের কাছে হাত পাতে-অনেক সময় পায়, অনেক সময় পায় না। সে ব্যক্তিত্বহীন হয়ে পড়ে। মাস শেষ হলেই তার অনেক টাকার প্রয়োজন। এই টাকার চিন্তায় তার লেখাপড়া লাটে উঠে। এ ধরনের অনেক ভাল ছাত্র ঢাকায় এসে খারাপ ফলাফল করে এবং উচ্চতর পড়াশোনায় ভাল কোথাও চান্স ও পায় না।
Online এ আবেদনের ক্ষেত্রে প্রথমেই আর্থিক সামর্থ্য বিবেচনা করে আবেদন করা উচিত। আমি মনে করি যাদের পরিবারের সামর্থ্য কম, এধরনের ছাত্ররা উপজেলা অথবা জেলা পর্যায়ের কলেজে পড়তে পারে। ঢাকার তুলনায় সেসব জায়গায় থাকা-খাওয়া, পড়াশোনার খরচ অনেক কম । উচ্চমাধ্যমিক শ্রেণীর জন্য যথেষ্ঠ ভাল মানের শিক্ষক সেখানে বিদ্যমান। আশা করা যায় চিন্তামুক্ত পরিবেশে থেকে HSC তে ভাল ফলাফল করা তার জন্য সম্ভব হবে। এই ভাল ফলাফল একজন ছাত্রের বুয়েট, মেডিকেল, ভাল ভাল পাবলিক ইউনিভার্সিটিতে ভর্তির সহায়ক হবে। সে সময় তারা ১/২ টা টিউশনি করে নিজেই নিজের পড়াশুনার খরচ চালাতে পারবে।
যতটুকু মনে পড়ে কুড়িগ্রাম সরকারি মহিলা কলেজে যখন ছিলাম, ২০১০ সালে মেডিকেল ভর্তি পরীক্ষায় কুড়িগ্রাম সরকারি কলেজের একজন ছাত্র জাতীয মেধায় ৮ম হয়েছিল। ব্রাহ্মণবড়িয়া সরকারি কলেজে থাকার সময় সম্ভবত ২০১২ সালে MD Mahbubur Rahman Rana, Subril Rahman, সোনিয়াসহ চারজন ‍বুয়েটে চান্স পায়। ২০১৩/২০১৪ এর দিকে একই কলেজের ছাত্র Saidul Mustofa মেডিকেলে জাতীয় মেধায় ৩২ তম হয়েছিল। আমি ক্ষুদ্র হিসেবে ক্ষুদ্র পরিসরের অভিজ্ঞতা শেয়ার করলাম। এছাড়া উপজেলা জেলা পর্যায় থেকে হাজার হাজার ছাত্র-ছাত্রী বিভিন্ন ইন্জি. ভার্সিটি, সরকারি মেডিকেল, সরকারি ভার্সিটিতে চান্স তো পাচ্ছেই। সারাদেশের আমার অভিজ্ঞ শিক্ষকদের অভিজ্ঞতা আরো বেশি।
আমরা আমাদের সন্তান, ছোট ভাই-বোন, আত্মীয়-স্বজন অথবা পাড়া-প্রতিবেশী SSC উত্তীর্ণ ছাত্র-ছাত্রী এবং তাদের অভিভাবকদের এই বাস্তবতা মনে করিয়ে দিতে পারি। প্রয়োজন মনে করলে আমার পোষ্টটি অথবা এর সাথে সংযোজন-বিয়োজন করে Share করতে পারেন যাতে দেশের হাজার হাজার ছাত্র-ছাত্রী এবং তাদের পরিবার উপকৃত হয়।
এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।
-------------
মোঃ সালাহ্ উদ্দিন সহকারি অধ্যাপক, গণিত বিভাগ সরকারি বিজ্ঞান কলেজ, তেজগাঁও, ঢাকা।

😑
21/11/2022

😑

⭐️⭐️⭐️ loading....?Yes or No
08/11/2022

⭐️⭐️⭐️ loading....?
Yes or No

🙂👍
06/10/2022

🙂👍

29/09/2022

HSC-23 কেমিস্ট্রি শর্ট সিলেবাস।নিচে লেকচার কত থেকে কত পর্যন্ত এবং ক্লাস লিংক দেওয়া হলো।
🔰 রসায়ন ১ম পত্র -
💠অধ্যায়-২: গুণগত রসায়ন - এইটা লেকচার আছে ২০ টা। সবগুলোই তোমাদের শর্ট সিলেবাসে আছে। ব্যবহারিক টপিক আয়ন শনাক্তকরণ নেই। অন্য কোথাও থেকে দেখে নিও।
📎ক্লাস লিংক :https://youtube.com/playlist...
💠 অধ্যায়-৩ : মৌলের পর্যায়বৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন -
এইটার লেকচার ১-২৬ পর্যন্ত পড়লে শর্ট সিলেবাস শেষ হয়ে যাবে।
📎ক্লাস লিংক: https://youtube.com/playlist...
💠 অধ্যায়-৪ : রাসায়নিক পরিবর্তন - এইটার জন্য শর্ট লেকচার (১,২) এবং লেকচার(১১-২৪) পর্যন্ত।
লেকচার (৩-১০) শর্ট সিলেবাসে নেই। ❌
📎ক্লাস লিংক: https://youtube.com/playlist...
💠অধ্যায়-৫: কর্মমূখী রসায়ন-এইটাতে ৩ টা লেকচার দেখলেই শর্ট সিলেবাস কভার হবে।
📎ক্লাস লিংক: https://youtube.com/playlist...
🔰রসায়ন ২য় পত্র -
💠অধ্যায়-১: পরিবেশ রসায়ন -
এইটার জন্যলেকচার ১-২৬ সবগুলো।
এরপর শুধু এসিড বৃষ্টির টপিক এর জন্য: লেকচার-২৯ এর (৫২-১:৯ মিনিট পর্যন্ত) অর্থাৎ শেষটুকু।
আবার লেকচার ৩০-৩৩ পর্যন্ত।
লেকচার গুলো ছোট ছোট হওয়ায় এতগুলা লেকচার হয়েছে,অন্যান্য অধ্যায়ে হিমেল ভাইয়ের লেকচার ১ টাই ১ ঘন্টা থালে। শর্ট সিলেবাসে প্রায় ১৫ ঘন্টার মতো লেকচার আছে।
📎ক্লাস লিংক: https://youtube.com/playlist...
💠অধ্যায়-২:জৈব যৌগ - এইটার জন্য নিচে একটা রুটিন দিয়ে দিলাম। রুটিনের সব গুলা আছে শর্ট সিলেবাসে। সাদা -অরেঞ্জ দুই কালারের গুলাই শর্ট সিলেবাসের
📎ক্লাস লিংক:https://youtube.com/playlist...
💠অধ্যায়-৩:পরিমাণগত রসায়ন- এইটার জন্য লেকচার (১-২৫)।তবে লেকচার-২৫ এর প্রথম ২৯ মিনিট অর্থাৎ অসামঞ্জস্যতা বিক্রিয়া পর্যন্ত।
📎ক্লাস লিংক:https://youtube.com/playlist...
💠অধ্যায়-৪:তড়িৎ রসায়ন- এইটার জন্য লেকচার ১-১৪ পর্যন্ত দেখবা।
📎ক্লাস লিংক:https://youtube.com/playlist...
এরপর আর কেউ শর্ট সিলেবাস আলাদা করে চাইবে না।এই পোস্ট নিজের টাইমলাইনে শেয়ার করে নিবা
copied

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Exam Hall posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Exam Hall:

Videos

Share


Other Digital creator in Dhaka

Show All