Md Anis Gazi FS

Md Anis Gazi FS Follow my Page

18/10/2024
17/10/2024
একে ধরতে পারছেন?
16/10/2024

একে ধরতে পারছেন?

আমাদের এই সোনার ছেলেরা হাত দিল, পা দিল, অনেকেই নিজের জীবনই দিয়ে দিল ভারতীয় দালালদের কাছ থেকে দেশের স্বাধীনতা আনতে। আর কয়...
16/10/2024

আমাদের এই সোনার ছেলেরা হাত দিল, পা দিল, অনেকেই নিজের জীবনই দিয়ে দিল ভারতীয় দালালদের কাছ থেকে দেশের স্বাধীনতা আনতে। আর কয়েক মাসের মধ্যেই কিনা আজ আদালত প্রাঙ্গণে গণহত্যাকারী-খুনীদের পক্ষে ফ্যাসিবাদী শ্লোগান ও সন্ত্রাসী আস্ফালন দেখতে হলো।

আপনারা এই সন্ত্রাসীদের রুখতে না পারলে সরে দাঁড়ান প্লিজ। সুশীল সেজে হাত গুটিয়ে রাখতে বিপ্লবী ছাত্রজনতা আপনাদের ক্ষমতায় বসায়নি।

জালিম পালিয়েছে, কিন্তু জুলুম রয়ে গেছে, আল্লাহর আইন বাস্তবায়নের মাধ্যমেই জুলুমের অবসান ঘটানো সম্ভব।🗣অধ্যাপক মুজিবুর রহমান
15/10/2024

জালিম পালিয়েছে, কিন্তু জুলুম রয়ে গেছে, আল্লাহর আইন বাস্তবায়নের মাধ্যমেই জুলুমের অবসান ঘটানো সম্ভব।
🗣অধ্যাপক মুজিবুর রহমান

আমি যতই বলি ভাই আমি এসব কিছু করি না, আমি নির্দোষ; তারা কোনো কথা শুনে না। ১ ঘণ্টা ধরে তারা মারধর করে। পুরো শরীরে রক্ত জমে...
13/10/2024

আমি যতই বলি ভাই আমি এসব কিছু করি না, আমি নির্দোষ; তারা কোনো কথা শুনে না। ১ ঘণ্টা ধরে তারা মারধর করে। পুরো শরীরে রক্ত জমে কালো হয়ে যায়। এত মারের পরেও যখন চোখ দিয়ে পানি বের হয় না তখন কায়সার বলে ওঠে, এই আসলেই শিবির করে। এত মারের পরেও চোখ দিয়ে পানি পড়ে না। এরে আরো মার।

ওরা আবার রাজনীতি করতে চায়!
13/10/2024

ওরা আবার রাজনীতি করতে চায়!

ফিলিস্তিনের গাজা উপত্যকায় শিশুদের অবস্থা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় পারমাণবিক বোমা হামলার শিকার জাপানের মতোই বলে মন্তব্য ...
13/10/2024

ফিলিস্তিনের গাজা উপত্যকায় শিশুদের অবস্থা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় পারমাণবিক বোমা হামলার শিকার জাপানের মতোই বলে মন্তব্য করেছেন এ বছর শান্তিতে নোবেল বিজয়ী সংস্থা ‘নিহন হিদানকায়ো’র সহ-সভাপতি তোশিউকি মিমাকি।

09/10/2024

শিবিরের সমর্থক বানানো প্রসঙ্গে ঢাবির একজন ছাত্রীর একটা পোস্ট দেখলাম- তার ষষ্ঠ শ্রেণীতে পড়ুয়া ভাইকে সমর্থক ফরম পূরণ করানো হয়েছে। তিনি এটা নিয়ে নাখোশ। কেউ কেউ বলছেন এটা শিশুলীগের মতো হয়ে গেলো। পোস্টটা ভাইরালও হয়েছে। প্রগতিবাদীদের চোখে পড়লে অবশ্য হওয়ারই কথা। আচ্ছা, যারা বলছেন ‘শিশুলীগের মতো হয়ে গেছে’, তারা কি জানেন ছাত্রলীগ কী করে আর শিবির কী করে?

ছাত্রলীগের কাজতো এতোদিনে স্পষ্ট হয়ে যাওয়ার কথা; মুজিবের নামে শ্লোগান দেয়ায়, হাসিনার নামে শ্লোগান দেয়ায়, অমুক ভাই তমুক ভাইয়ের নামে শ্লোগান দেয়ায়। গলির মোড়ে, বাজারে-ঘাটে চান্দাবাজি করায়, স্কুলে মাইরপিট শেখায়। আমি শিবিরের সমর্থক ফরম পূরণ করেছি অর্থাৎ সমর্থক হয়েছি ষষ্ঠ অথবা সপ্তম শ্রেণীতে থাকতে। আমি উৎসাহ নিয়েই সমর্থক হয়েছি। অতো বুঝতাম না শিবির কী?

কী করতে হতো আমাকে? মাসের শুরুতে কিশোরকণ্ঠ পড়তে দিতো আর রিপোর্ট রাখতে দিতো। তখন দৈনিক রিপোর্টিংয়ে ইরেগিউলার ছিলাম। সমর্থক পর্যায়ের মানুষের সাথের দায়িত্বশীলদের অতো যোগাযোগ ছিলো না। ক্লাস বাড়লে যোগাযোগ বাড়তো, কারণ কর্মী বানানোর সময় হচ্ছে। আর এক্সট্রা কোনো এ্যাক্টিভিটিজও দেখিনি। এটা হয়তো গ্রামের কারণে। শহরে সমর্থকদের নিয়েও অনেক প্রোডাক্টিভ প্রোগ্রাম হয় তাদের।

যাইহোক, সমর্থক থাকতে রিপোর্ট ছিলো এক পাতার। ১৩-১৪ টা কলাম ছিলো; ঐগুলা সাংগঠনিক কিছু ছিলো না। সেলফ ডেভেলপমেন্ট টাইপ; কুরআন-হাদীস-নামাজ পড়া, মা-বাবাকে সাহায্য করা, বই পড়া (পৃষ্ঠা), ইত্যাদী। কর্মী হওয়ার পর রিপোর্টের একটা বই পেয়েছি। যেটা আবার মাস শেষে দায়িত্বশীলকে দেখানো লাগতো। যেই কারণে লিখছি- যেভাবে ঐ পোস্ট নিয়ে জাত গেলো জাত গেলো করতেছে- অনেককে ডাউট দিচ্ছি যে, তারা জানে না যে শিবির কী করায়। ছাত্রলীগ টাইপের কাজ ভেবে হয়তো আতংকিত হচ্ছে তারা। কিন্তু ঐ পোস্টের ভাইরাল করা পার্টি এবং বেনেফিশিয়ারি কনজ্যুমার হচ্ছে মেইনলি সেক্যুলার, প্রগতিশীল, ধান্দাবাজ গোষ্ঠী। যারা স্কুলের যেমন খুশি তেমন অনুষ্ঠানে আন্ডার-এইজড বাচ্চাকে ঠিকই শেখ মুজিব সাজিয়ে সাজিয়ে স্টেইজ করে।
-
একটা মৌলিক কনসার্ন জানিয়ে রাখি; বাচ্চাদেরকে ইসলাম শেখানো বলেন অথবা প্রোডাক্টিভ বানানো- এগুলা করা উচিৎ পারিবারিক এবং সামাজিক পরিসরে। দলীয় পরিসরে হলে লং রানে ভালো কোনো কিছু আসেনা। কিন্তু যেহেতু সেক্যুলার আধিপত্যের কারণে সম্মিলিতভাবে সামাজিক পরিসরে দ্বীন শেখার সুযোগ নাই, সেই জায়গাটা

দেশের পটপরিবর্তন হলেও জনসাধারণের ভাগ্য পরির্বতন হয়নি। উল্টো প্রতিদিনই জিনিসপত্রের দাম বাড়তে থাকায় নাভিশ্বাস উঠে যাচ্ছে ন...
08/10/2024

দেশের পটপরিবর্তন হলেও জনসাধারণের ভাগ্য পরির্বতন হয়নি। উল্টো প্রতিদিনই জিনিসপত্রের দাম বাড়তে থাকায় নাভিশ্বাস উঠে যাচ্ছে নিম্ন ও মধ্যবিত্তের।

Address

Cumilla
Dhaka
0153

Website

https://www.youtube.com/@tenpointbd

Alerts

Be the first to know and let us send you an email when Md Anis Gazi FS posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share