DrikNEWS

DrikNEWS DrikNEWS. A mass media against discrimination.
(4)

08/08/2023
"কেউ টুঁ শব্দটিও করে না!" শিক্ষা বাজেট নিয়ে অধ্যাপক কামরুল হাসান মামুন
13/06/2023

"কেউ টুঁ শব্দটিও করে না!"
শিক্ষা বাজেট নিয়ে অধ্যাপক কামরুল হাসান মামুন

13/06/2023

রাজধানীর সাতমসজিদ সড়কে ড্রেনের গতিমুখ ঘুরিয়ে বানানো হচ্ছে ফুটওভার ব্রিজ। এই ফুটওভার ব্রিজ যতোটা ব্যয়বহুল, ততোটাই অপ্রয়োজনীয়। আজকের প্রতিবেদনে দেখুন কী করে টাকা খরচ করে মানুষের ভোগান্তি বাড়াচ্ছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন।
#ড্রেন #ফুটওভারব্রিজ
#দৃকনিউজ

12/06/2023

শিক্ষাখাতে বাজেটের বরাদ্দ ও শিক্ষার উন্নয়ন নিয়ে দৃকনিউজের সাথে কথা বলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক কামরুল হাসান মামুন। আগামী ২০২৩-২৪ অর্থবছরে মোট বাজেটের ১১ দশমিক ৫৭ শতাংশ বা ৮৮ হাজার ১৬২ কোটি টাকা শিক্ষাখাতে বরাদ্দের কথা বলা হয়েছে। চলতি অর্থবছরে তা ছিল ১২ দশমিক ০১ শতাংশ বা ৮১ হাজার ৪৪৯ কোটি টাকা যা ২০২২০২৩ অর্থবছরের তুলনায় দশমিক ৪৭ শতাংশ কম।
আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন:
ওয়েবসাইট: https://driknews.com
ফেসবুক: https://www.facebook.com/driknewsdrik
টুইটার: https://twitter.com/drik_news
ইউটিউব: https://www.youtube.com/

ক্ষত-বিক্ষত! হয়তো ওই মানুষগুলোর আবেগ প্রকাশের কিংবা প্রিয়জনের নাম প্রচারের আর কোনো মাধ্যম নেই, নেই মনের ভাবনা জানাবারও...
11/06/2023

ক্ষত-বিক্ষত!

হয়তো ওই মানুষগুলোর আবেগ প্রকাশের কিংবা প্রিয়জনের নাম প্রচারের আর কোনো মাধ্যম নেই, নেই মনের ভাবনা জানাবারও আর কোনো পরিসর। এভাবে গাছকে কাটাছেঁড়া করে তারা তাদের অপ্রকাশের ভারই হয়তো কিছুটা লাঘব করেছেন।

কিন্তু এর ফলে গাছগুলো নিদারুণ ব্যথার শিকার হয়। নানান জীবাণু সহজেই বাসা বাঁধে এই ক্ষতগুলোতে, সংক্রমণ দেখা দেয়। এর ফলে গা1ছের বিকাশ যেমন বাধাগ্রস্ত হয়, তেমনি কোনো কোনো সময়ে এটা গাছের মৃত্যুরও কারণ হতে পারে।

ছবি: সৈয়দ সাইফুল আলম

10/06/2023

উপকূলীয় নারীদের করুণ জীবনের কাহিনী। চিংড়ি চাষের কারণে লবণাক্ততা বৃদ্ধির ফলে কেটে ফেলতে হচ্ছে নারীদের জরায়ু। একদিকে চলছে রমরমা চিকিৎসা বাণিজ্য, আরেকদিকে অজস্র নারী হয়েছেন স্বামী পরিত্যক্তা।

খুলনা অঞ্চলে চিংড়ি ও কাঁকড়া চাষ এবং লবণাক্ততার প্রভাব নিয়ে আমাদের আজকের প্রতিবেদন

10/06/2023

মোহাম্মদপুর সাতমসজিদ রোডে ড্রেন বন্ধ করে তৈরি করা হচ্ছে ওভারব্রীজ। বন্ধ করা ড্রেন কী করে জনদুর্ভোগ কমাবে, দেখুন সরাসরি...

জৈষ্ঠ্যের তাপপ্রবাহে দেশের বিভিন্ন জায়গার মতো সিলেটেও বেড়েছে পানির চাহিদা। সিলেট সিটি করপোরেশনের পানি শাখার নির্বাহী প...
10/06/2023

জৈষ্ঠ্যের তাপপ্রবাহে দেশের বিভিন্ন জায়গার মতো সিলেটেও বেড়েছে পানির চাহিদা। সিলেট সিটি করপোরেশনের পানি শাখার নির্বাহী প্রকৌশলী এনামুল হক তাপাদার জানাচ্ছেন। নগরীতে পানির চাহিদা বেড়েছে ৪ কোটি লিটার। এই পানি সরবরাহ করা হচ্ছে একটি শোধনাগার ও ৪১টি গভীর নলকূপ থেকে।

#সিলেট #পানিরস্তর #জনদুর্ভোগ #দৃকনিউজ

09/06/2023

প্রতিবন্ধী নাগরিক সমাজের ১১ দফা দাবিতে নাগরিক সংহতি সমাবেশ। জাতীয় জাদুঘরের সামনে থেকে সরাসরি..

সোমবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় আরও ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ১ জন। এই ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন আ...
09/06/2023

সোমবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় আরও ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ১ জন। এই ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১০১ জন। এর মধ্যে ৮৭ জনই ভর্তি হয়েছেন ঢাকায়, বাকি ২৪ জন্য অন্যান্য জায়গায়।

এ নিয়ে এ বছর ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ১৭, যার মধ্যে ১৪ জনই মারা গেছেন রাজধানী ঢাকায়। জুন মাসের প্রথম পাঁচ দিনেই ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৫৫ জন রোগী।

এ বছর ঢাকায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ঢাকায় এ পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন ১৭৮১ জন। ঢাকার বাইরে এ সংখ্যা ৬৯৬। বিগত বছরগুলোর তুলনায় এ বছরের ডেঙ্গুর প্রকোপকে অস্বাভাবিক মনে করছেন বিশেষজ্ঞরা।

#ডেঙ্গু #ডেঙ্গুজ্বর #এডিস_মশা #দৃকনিউজ

অসহনীয় লোডশেডিংয়ের প্রতিবাদে ৮ জুন ঢাকায় বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কার্যালয়ের সামনে অবস্থান ও স্মারকলিপি প্রদ...
08/06/2023

অসহনীয় লোডশেডিংয়ের প্রতিবাদে ৮ জুন ঢাকায় বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কার্যালয়ের সামনে অবস্থান ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করতে যাওয়ার পথে বিএনপির মিছিলে বাধা দিয়েছে পুলিশ। পুলিশের বাধার মুখে বিএনপির নেতা-কর্মীরা আরামবাগ মোড়ে অবস্থান নেন।

08/06/2023

তেলের গন্ধে সাগরের মাছ দূরে চলে যাচ্ছে। জেলেরা জানাচ্ছেন, সাগরে এখন যত মাছ, তার চাইতে বেশি পলিথিন। দূষণে বিপর্যস্ত সাগর-মহাসাগর। এই বাস্তবতায় ৮ জুন পালিত হচ্ছে বিশ্ব মহাসাগর দিবস।

08/06/2023

পাকিস্তানের রাজনৈতিক পরিস্থিতি এখন চরম অবস্থা পার করছে। দেশটির সংসদে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বিচার দাবি করা হয়েছে সামরিক আইনে। প্রায় একশো জ্যেষ্ঠ নেতাকর্মী পদত্যাগ করেছেন পিটিআই থেকে। ইমরান খান দাবি করেছেন, বন্দুকের নল দেখিয়ে তার নেতাকর্মীদের দল থেকে পদত্যাগে বাধ্য করা হচ্ছে।

ইমরান খানকে সামাল দিতে কেন এত বেগ পেতে হচ্ছে সামরিক বাহিনীকে? পাকিস্তানের অর্থনৈতিক-রাজনৈতিক ভবিষ্যত কি? ইমরান খান পাকিস্তানে কি টিকতে পারবেন, নাকি তাকে বিদেশে নির্বাসিত করা হবে?

টাঙ্গাইল-আরিচা মহাসড়কে কাটা পড়লো ২৩৭৯ গাছতীব্র তাপপ্রবাহে খররৌদ্রে যখন ধুঁকছে দেশবাসী, সে সময়ে গাছের প্রয়োজনীয়তার ক...
08/06/2023

টাঙ্গাইল-আরিচা মহাসড়কে কাটা পড়লো ২৩৭৯ গাছ

তীব্র তাপপ্রবাহে খররৌদ্রে যখন ধুঁকছে দেশবাসী, সে সময়ে গাছের প্রয়োজনীয়তার কথা আর নতুন করে বলার কিছু নেই। কিন্তু এরই মধ্যে দেশের বিভিন্ন জায়গাতে দেখা যাচ্ছে গাছ কাটার হিড়িক।
রাজধানীর সাত মসজিদ সড়কে কিছুদিন আগেই সড়ক বিভাজকের গাছ কাটা হয়েছে, যার প্রতিবাদ করেছেন নাগরিকেরা। এবার টাঙ্গাইল-আরিচা মহাসড়কের উন্নয়ন কাজের জন্য কাটা হলো ২৩৭৯টি গাছ। এসব গাছের অনেকগুলোই প্রাচীন, যার মধ্যে আছে আম, জাম, কাঁঠাল, মেহগনি, বটসহ অন্য অনেক গাছ।
সড়ক ও জনপথ অধিদপ্তর বলছে, মানিকগঞ্জ থেকে টাঙ্গাইল পর্যন্ত সড়কটি বিস্তৃত করার উদ্যোগ নিয়েছে সরকার। কাজ শুরু হওয়ার পর কাটা হচ্ছে গাছ। এ মহাসড়কটি ঢাকা ও ময়মনসিংহের মধ্যে সরাসরি যোগাযোগ স্থাপন করেছে।
মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর নাতি এবং টাঙ্গাইলের সন্তোষের বাসিন্দা আজাদ খান ভাসানী জানান, কাটা পড়া এসব গাছের মধ্যে জমিদারি আমলের বর্ষীয়ান বহু গাছও ছিলো। তিনি বলেন, এসব গাছ ফল এবং ছায়া দুটোই দিতো। আমাদের পরবর্তী প্রজন্মগুলো আর এতো প্রাচীন গাছ দেখতে পাবে না। একদিকে দেশের পরিবেশ বাসের অযোগ্য হয়ে যাচ্ছে, অন্যদিকে নির্বিচারে কাটা হচ্ছে গাছ।
তথ্যসূত্র: দ্য ডেইলি স্টার

08/06/2023

শিক্ষার বাজেট বৃদ্ধিতে আগ্রহ নেই সরকারের
প্রিয় দর্শক, শিক্ষা খাতে পৃথিবীর মাঝে সব চাইতে কম বরাদ্দ দেয়া হয় কোন কোন দেশে, আপনার জানা আছে কি?

শিক্ষা খাতে বাংলাদেশের বাজেট বরাদ্দের পরিমাণ, ধরন এবং শিক্ষার পেছনে বরাদ্দ বৃদ্ধি কেনো গুরুত্বপূর্ণ, সেটি নিয়েই আমাদের আজকের প্রতিবেদন।

#শিক্ষা_বাজেট #দৃকনিউজ

পার্বত্য জেলা খাগড়াছড়িতে আইন উপেক্ষা করে চলছে ২৩ টি ইটের ভাটা। দুই বছরে নতুন ১০টি ইটভাটা স্থাপিত হয়েছে জেলাটিতে। জানা...
08/06/2023

পার্বত্য জেলা খাগড়াছড়িতে আইন উপেক্ষা করে চলছে ২৩ টি ইটের ভাটা। দুই বছরে নতুন ১০টি ইটভাটা স্থাপিত হয়েছে জেলাটিতে। জানা গেছে, এসব ইটভাটার কোনো বৈধতা নেই। প্রশাসনের কাছে নেই বৈধ ইটভাটার কোনো তালিকাও

#পরিবেশদূষণ #পরিবেশ #বায়ুদূষণ #শব্দদূষণ #ইটভাটা #দৃকনিউজ

Address

DrikPath Bhobon, Level 7, 16 Sukrabad, Panthapath
Dhaka
1207

Alerts

Be the first to know and let us send you an email when DrikNEWS posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to DrikNEWS:

Videos

Share

Nearby media companies


Other News & Media Websites in Dhaka

Show All