Tahasin Chowdhury

Tahasin Chowdhury Myself Tahasin Chowdhury,Founder ,CEO of Tech Solution IT Ltd.Working As A Digital Marketing Strateg From an early, it focused on how to grow businesses online.

Tech Solution IT Limited is a Digital marketing agency Launched in 2013 in the heart of Dhaka, Bangladesh. Later it begins to offer variety of digital marketing services and now the mission of the IT Farm is to provide the most effective digital marketing solutions in the businesses .

অনুপ্রেরণার একটি বড় আধার হল উচ্চাভিলাষ। যেকোন কাজে উচ্চাভিলাষ থাকলে খুব সহজেই অনুপ্রাণিত হয়ে কাজ শুরু করা যায় এবং এর ফলে...
11/12/2022

অনুপ্রেরণার একটি বড় আধার হল উচ্চাভিলাষ। যেকোন কাজে উচ্চাভিলাষ থাকলে খুব সহজেই অনুপ্রাণিত হয়ে কাজ শুরু করা যায় এবং এর ফলে কাজে লেগে থাকাটাও সহজতর হয়।

#উদ্দোক্তার_উচ্চাকাঙ্ক্ষা
#উদ্দোক্তা

বিটকয়েন পড়ল ২১ শতাংশ, প্রায় দেউলিয়া FTX; কী আছে ক্রিপ্টো-গ্রাহকদের কপালে?
24/11/2022

বিটকয়েন পড়ল ২১ শতাংশ, প্রায় দেউলিয়া FTX; কী আছে ক্রিপ্টো-গ্রাহকদের কপালে?

বিটকয়েন পড়ল ২১ শতাংশ, প্রায় দেউলিয়া FTX; কী আছে ক্রিপ্টো-গ্রাহকদের কপালে? নভেম্বর ১৩, ২০২২ 0 4 FacebookTwitterPinterestWhatsApp বৃহস্পত....

23/11/2022

পড়াশোনা, ব্যবসা-বানিজ্য, চাকরি
যায় করেন না কেন ফেসবুকে আসতেই হবে।

আপনি কিভাবে ব্যবহার করছেন এটাই মূখ্য বিষয়।

দেশের আইটি ও স্টার্টআপ ইকোসিস্টেমের গুরুত্বপূর্ণ অংশ লজিস্টিক্স সেক্টরের সফল ও পরিচিত মুখ ইকুরিয়ার এর সিইও বিপ্লব রাহুল ...
18/11/2022

দেশের আইটি ও স্টার্টআপ ইকোসিস্টেমের গুরুত্বপূর্ণ অংশ লজিস্টিক্স সেক্টরের সফল ও পরিচিত মুখ ইকুরিয়ার এর সিইও বিপ্লব রাহুল দাদার সাথে বিভিস্ন বিষয়ে আলোচনা

18/11/2022

একবার এক পর্যটক মেক্সিকোয় গেলেন; জেলেদের মাছের খুব প্রশংসা করলেন। তারপর বললেন,
“আচ্ছা, মাছ ধরতে আপনাদের কত সময় লাগে?”
“বেশিক্ষণ না” জেলেদের এক কথার উত্তর।

“তাহলে আপনারা আরও বেশি সময় দিয়ে আরও বেশি মাছ ধরেন না কেন?” লোকটা প্রশ্ন করেন। জেলেরা বলেন, "আমরা যে মাছে ধরি তাতে আমাদের প্রয়োজন মিটে যায়"।
“তাহলে মাছ ধরার পর বাকি সময়টা আপনারা কী করেন?” লোকটা জিজ্ঞাসা করে। জেলেরা জবাব দেয়,
“আমরা ঘুমায়, মাছ ধরি, বাচ্চাদের সাথে খেলা করি, বৌয়ের সাথে খাই, সন্ধ্যায় বন্ধুদের সাথে আড্ডা দেই, মজা করি, হাসি, গলা ছেড়ে গান গাই…”। পর্যটক তাদেরকে থামিয়ে বলেন,“আমি হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ করেছি। আমি আপনাদেরকে বুদ্ধি দিয়ে সাহায্য করতে পারি। আপনাদেরকে আরও বেশি সময় দিয়ে মাছ ধরতে হবে, বাড়তি মাছগুলো বিক্রি করে মাছ ধরার বড় নৌকা কিনতে হবে। ”

“তারপর?” জেলেদের প্রশ্ন।
“আপনারা বড় নৌকার সাহায্যে বেশি মাছ ধরবেন, বেশি আয় করবেন। সেটা দিয়ে আরও বড় দুটা, তিনটা বা আরও বেশি নৌকা কিনবেন। একসময় মাছ ধরার নৌবহর বানিয়ে ফেলবেন। তখন মধ্যসত্ত্বভোগী ব্যবসায়ীদের কাছে মাছ বিক্রি না করে, সরাসরি মাছ প্রসেসিং ফ্যাক্টরির সাথে বেচাকেনা করবেন। এক সময় নিজেরাই মাছ প্রসেসিং ফ্যাক্টরি খুলে বসবেন। তারপর অনেক ধনী হয়ে গ্রাম ছেড়ে মেক্সিকোর রাজধানী, আমেরিকার লসএঞ্জেলেস বা নিউ ইয়র্কে চলে যাবেন। সেখান থেকে আপনারা মেগা প্রজেক্ট চালু করবেন। ”

“এসব করতে কত সময় লাগবে?” জেলেদের প্রশ্ন।
“কুড়ি/পঁচিশ বছর তো লাগবেই।” জবাব দেয় পর্যটক।
“তারপর” জেলেরা প্রশ্ন করে।
লোকটা হেসে জবাব দেয়, “ব্যবসায় যখন আরও বড় হবে তখন আপনারা শেয়ার বাজারে যাবেন, মিলিয়ন মিলিয়ন ডলার আয় করবেন।”

“মিলিয়র ডলার! ধরুন পেলাম মিলিয়ন ডলার। কিন্তু, তারপর?” জেলেরা সবিস্ময়ে প্রশ্ন করে। পর্যটক তখন জবাব দেন, “আপনারা তখন অবসরে যাবেন। শান্ত গ্রামে ফিরে এসে সমুদ্রের ধারে ঘুমাবেন, বাচ্চাদের সাথে খেলা করবেন, বৌয়ের সাথে খাবার খাবেন, সন্ধ্যায় বন্ধুদের সাথে আড্ডা দিবেন, মজা করবেন…,”। তখন জেলেরা বলেন,
“সেই কাজটাই তো আমরা এখন করছি। তাহলে এই বিশ/পঁচিশ বছরের এই কষ্টের জীবনের মানে কী?”

( সংগৃহীত )

18/11/2022

i want to die 🤣🤣🤣🤣i dont know why😂😂😂

15/11/2022

সেই সময়টা খুব কঠিন, যে সময় চোখের পানি ফেলতে হয় ৷ কিন্তু ওই সময়টা তার চেয়ে বেশি কঠিন, যে সময় চোখের পানি লুকিয়ে হাসতে হয় ৷
--- হুমায়ূন আহমেদ ৷

12/11/2022

জীবনে প্রেম এবং বিবাহ যেমন গুরত্বপুর্ন তেমন 'ভদ্রলোকে'র সাথে প্রেম করা আর ও গুরুত্বপুর্ন।
ভাল লোক না পেলে প্রেম করবেন না, সন্ন্যাস ধারণ করবেন- তাও আজেবাজে মাথায় সমেষ্যা লোকের সাথে প্রেম করবেন না, বিবাহ তো আরও দূরেই থাক।

আপনি রাগ করে ফোন না ধরলে আপনার মা-বাপ রে ফোন দেয়ার হুমকি দেয়া, নিজের হাত-পাউ কে*টে ফেলা, ঘুমের ওষুধ-নাপা টাপা খেয়ে ফেলা, আপনার কোন ছেলে/মেয়ে বন্ধু আছে জানা মাত্রই তাকে প্রেমের কম্পিটিটর ভাবা, আপনার ফ্রেন্ড সার্কেলের ভেতর গিয়ে সিন ক্রিয়েট করা, আপনার বাসা-স্কুল-কলেজ-ভার্সিটির সামনে গিয়ে হুদাই দাড়ায় থাকা, ড্রামা করা- এগুলা হইলো গিয়া পাগলা প্রেমের লক্ষণ।
এসব পাগলা প্রেম আপনার জীবন থেকে এতো সুন্দর সুন্দর সময় কেরে নেবে যে আপনি কোনদিন সেগুলা উসুল ই করতে পারবেন না।

আপনাকে মনে রাখতে হবে- 'আপনি একটি সাধারণ মানুষ, কোন রিহ্যাবিলিটিশন সেন্টার না। ভালোবাসা দিয়ে পাগল ঠিক করে ফেলা আপনার কাজ নয়'
আমাদের বই গল্প, গানের পাতায় সবাই 'পাগলা প্রেমের গল্প' লেখে।

তোকে ছাড়া বাঁচব না, তুই ছাড়া কেউ নাই ,তোকে ছাড়া ম*রে যাব , তোকে যেতে দেব না, তোকে আটকায় রাখব,তুই আমার ছাড়া আর কারো হতে পারবি না- এইসব জোরজবরদস্তির প্রেমের কথা।

ভদ্র প্রেমের কথা খুব অল্প জনেই বলে, অথচ দিন শেষে ভদ্র-শান্ত প্রেম টাই প্রয়োজন হয়।

আপনার মন খারাপ লাগলে আপনি কাঁদবেন, গলা ছেড়ে চীৎকার করবেন, জোর করে আপানার কান্না না থামায় আপনাকে টিস্যুর বক্স এনে দেয়া লোকের সাথে প্রেম করবেন।
আপনি রাগ করলে আপনার রাগ ,ক্ষোভ বয়ে যাওয়ার সময় আপনাকে দেবে, আপনাকে ব্ল্যাকমেইল করে আপনার ইমোশন টা ধামাচাপা দিতে চাইবে না এমন লোকের সাথে প্রেম করবেন।
আপনার ফ্যামিলি, বন্ধু-বান্ধব,ভার্সিটি ,অফিস, আপনার মোবাইল ফোন, ডিভাইস-এগুলো আপনার নিজের জগত,এই জগতে তাকে আপনি যত টুকু এক্সেস দেবেন ততটুকু ই নেবে,এরচে বেশি নেয়ার জন্যে মোচড়ামুচড়ি করবে না- এমন লোকের সাথে প্রেম করবেন।

সবচে' ইম্পোর্ট্যান্ট- আপনার সাথে সম্পর্কে ফাটল ধরলে কিংবা সন্দেহ হলে অথবা আপনারা দুইজনের কেউ আলাদা হওয়ার চিন্তা করলে সেটা সরাসরি কথা বলে মীমাংসা করার ম্যাচিউরিটি থাকবে এমন লোকের সাথে প্রেম করবেন।

আপনার সম্পর্কের ফাটল দিয়ে আপনাকে সামাজিক ভাবে হেনস্থা করবে না এমন লোকের সাথে প্রেম করবেন।
অভদ্র ইতর প্রেমিক/প্রেমিকা/ জামাই/বৌ এর চেয়ে ভদ্রলোক এক্স অনেক ভাল।

পৃথিবীর সকল স্বভাবে ভদ্রলোক প্রেমিক,প্রেমিকা এবং এক্সের প্রতি আমার ভালোবাসা আর শ্রদ্ধা রইল।
এই যে আপনারা অনন্ত কাল ধরে আপনার পাশের মানুষ কিংবা পাশে না থাকা মানুষ টিকে মানসিক শান্তিতে রেখেছেন- তার জন্যে ধন্যবাদ।💜

ভালোবাসা আর ঘৃণা আসলে একই জিনিস। একটি মুদ্রার এক পিঠে "ভালোবাসা" আরেক পিঠে লেখা ঘৃণা। প্রেমিক প্রেমিকার সামনে এই মুদ্রা ...
11/11/2022

ভালোবাসা আর ঘৃণা আসলে একই জিনিস। একটি মুদ্রার এক পিঠে "ভালোবাসা" আরেক পিঠে লেখা ঘৃণা। প্রেমিক প্রেমিকার সামনে এই মুদ্রা মেঝেতে ঘুরতে থাকে। যাদের প্রেম যতো গভীর তাদের মুদ্রার ঘূর্ণন ততো বেশি। এক সময় ঘূর্ণন থেমে যায় মুদ্রা ধপ করে পড়ে যায়। তখন কারো কারোর ক্ষেত্রে দেখা যায় "ভালোবাসা" লেখা পিঠটা বের হয়েছে, কারো কারো ক্ষেত্রে ঘৃণা বের হয়েছে। কাজেই এই মুদ্রাটি যেন সবসময় ঘুরতে থাকে সেই ব্যবস্থা করতে হবে। ঘূর্ণন কখনো থামানো যাবে না।
-হুমায়ুন আহমেদ

11/11/2022
15/09/2022

ভিরাট কোহলির ব্যক্তিগত সম্পদের পরিমাণ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চেয়েও বেশি এবং এই সম্পদ অর্জন করতে তাঁর শেয়ার বাজার কারসাজি অথবা বেটিং সংশ্লিষ্টতার জন্য বহিস্কার হতে হয়নাই। ৯৮৯ দিন সময় লেগেছে তাঁর একটা সেঞ্চুরি করতে অথচ বোর্ড অথবা আমাদের মতো '' ফেসবুক বুদ্ধিজীবীরা'' চাইলে তাঁকে অনেক আগেই বাতিলের খাতায় ফেলে দিতে পারতেন। কিন্তু প্রত্যেকটা দিন চোয়ালবদ্ধ প্রতিজ্ঞা নিয়ে উনি পরিশ্রম করে গেছেন এবং নিজেকে ফিরে পেয়েছেন। খেলা থেকে ছুটি নিয়ে উনিও যদি ব্যবসা বাণিজ্য নিয়ে মেতে থাকতেন তাহলে উনি পৃথিবীর সবচেয়ে ধনী ক্রীড়াবিদ হতেন। নিজেকে ফিরে পাওয়ার জন্য বোর্ড এবং ক্রিকেট সংশ্লিষ্ট সবাইকে উনি সবসময় পাশে পেয়েছেন এবং উনি এটার প্রতিদান দেশকে দিয়েছেন। একজন '' সৌরভ গাঙ্গুলি'' বোর্ডের দায়িত্ব না নিলে এই দেশের ক্রিকেট এইসব অবিবেচক অসৎ লোকদের হাতে ধংস হয়ে যাবে কারন এরা খেলোয়াড় তইরী করতে আসে নাই , এরা ধংস করতে এসেছে!!
Bhai

07/09/2022

মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও ভারতের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে ভারতের সঙ্গে ৭টি সমঝোতা স্মারক সাক্ষর-

- সুরমা-কুশিয়ারা প্রকল্পের অধীনে কুশিয়ার নদী থেকে বাংলাদেশের ১৫৩ কিউসেক পানি প্রত্যাহারের বিষয়ে সমঝোতা স্মারক (এমওইউ)।

- বৈজ্ঞানিক সহযোগিতা বিষয়ে ভারতের বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (সিএসআইআর) সঙ্গে বাংলাদেশের সিএসআইআরের মধ্যে সমঝোতা স্মারক।

- বাংলাদেশের সুপ্রিম কোর্টের সঙ্গে ভারতের ভোপালে ন্যাশনাল জুডিশিয়াল অ্যাকাডেমির মধ্যে একটি সমঝোতা স্মারক।

- ভারতের রেলওয়ের প্রশিক্ষণ ইনস্টিটিউটগুলোতে বাংলাদেশ রেল কর্মীদের প্রশিক্ষণের জন্য দুই দেশের রেল মন্ত্রণালয়ের মধ্যে সমঝোতা স্মারক।

- বাংলাদেশ রেলওয়ের তথ্যপ্রযুক্তিগত সহযোগিতার জন্য ভারত ও বাংলাদেশের রেল মন্ত্রণালয়ের মধ্যে সমঝোতা স্মারক।

- ভারতের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম ‘প্রসার ভারতীর’ সঙ্গে বাংলাদেশ টেলিভিশনের সমঝোতা স্মারক।

- মহাশূন্য প্রযুক্তি ক্ষেত্রে সহযোগিতা বিষয়ে বিটিসিএল এবং এনএসআইএল এর মধ্যে সমঝোতা স্মারক।

🇧🇩🤝🇮🇳

23/08/2022

"আমরা টেকব্যাক বাংলাদেশে বিশ্বাস করিনা, আমরা মুভ ফরোয়ার্ড বাংলাদেশে বিশ্বাস করি।"
Zunaid Ahmed Palak

ফেইসবুক পেইজ রেস্ট্রিকটেড হওয়ার কিছু কমন কারণঃ• ফেইসবুক এডস পলিসি ভায়োলেন্স করলে পেইজ রেস্ট্রিকটেড হয়ে যায়। • কমিউনিটি স...
19/08/2022

ফেইসবুক পেইজ রেস্ট্রিকটেড হওয়ার কিছু কমন কারণঃ
• ফেইসবুক এডস পলিসি ভায়োলেন্স করলে পেইজ রেস্ট্রিকটেড হয়ে যায়।
• কমিউনিটি স্ট্যান্ডার্ড ভায়োলেন্স করলে পেইজ রেস্ট্রিকটেড হয়ে যায়
• কমার্স পলিসি ভায়োলেন্স করলে পেইজ রেস্ট্রিকটেড হয়ে যায়
• ফেইক কুপন ব্যবহার করে এডস রান করলে। এই সমস্যাটি সবচেয়ে বেশি হচ্ছে। বেশিরভাগই সস্তার লোভেই নিজের স্বপ্নের গড়া পেইজটি নষ্ট করে ফেলে।
• অন্যের ছবি, কন্টেন্ট, ভিডিও ব্যবহার করলে
• একই ভায়োলেন্স পুনরাবৃত্তি করলে
• পেইজে, এড একাউন্টে, বিজনেস ম্যানেজারে ফেইক আইডি থাকা, রিয়েল ও অথেনটিক প্রোফাইল ব্যবহার না করলে।
• থার্ড পার্টি সার্ভিস ব্যবহার করে ফেইক লাইক, ফলোয়ার নেওয়া।
• আনঅথোরাইজ থার্ড পার্টি লিংক ব্যবহার করলে।
এক্ষেত্রে লিংক ব্যবহার করার আগে ফেইসবুক ডিবাগিং এ লিংকটি চেক করে দেখতে পারেন এখানেঃ https://developers.facebook.com/tools/debug/

প্রয়োজনীয় লিংক
ফেইসবুক এডস পলিসি পড়ুন এখানেঃ
https://www.facebook.com/policies/ads

ফেইসবুক কমিউনিটি স্ট্যান্ডার্ড পড়ুন এখানেঃ
https://transparency.fb.com/en-gb/policies/community-standards/

ফেইসবুক কমার্স পলিসি পড়ুন এখানেঃ
https://www.facebook.com/policies_center/commerce

16/08/2022

Tesla’s 0 Dollar Marketing Strategy

গাড়ি তো অনেক প্রতিষ্ঠান তৈরি করছে কিন্তু Tesla কিভাবে বিশ্বের সবচেয়ে দামী অটোমেকার হয়ে উঠলো বিজ্ঞাপন এর পেছনে খরচ না করে?

এখানে বুঝার মত বিষয় হচ্ছে Tesla মার্কেটিং করে এবং মার্কেটিং এর পেছনে খরচও করে, কিন্তু বিজ্ঞাপন এর পেছনে তাদের বাজেট ০ ডলার।

Tesla এর CEO Elon Musk বিজ্ঞাপন এর পেছনে অর্থ খরচ করার বিরোধী।

সামগ্রিকভাবে বিষয়টা এমন মনে হতে পারে যে তারা বিজ্ঞাপন বিরোধী। কিন্তু আসলে Tesla এর হাতে এমন কিছু গোপন অস্ত্র আছে যেগুলো ব্যবহারের মাধ্যমে Tesla হয়ে উঠেছে বিশ্বের অন্যতম বৃহত্তম কোম্পানি, CEO Elon Musk হয়ে উঠেছেন বিশ্বের অন্যতম সেরা ধনী ব্যক্তি।

কাল্ট সাইকোলজি

মানুষ তার গণ্ডীর চারপাশের মানুষের দ্বারা প্রভাবিত হয়। হতে পারে মানুষগুলো ধর্ম, রাজনৈতিক দল, পারিবারিক সম্পর্ক কিংবা স্কুল সম্পর্কিত। একজন অন্যজনকে অনুভব করে, একজনের আচরণের দ্বারা অন্যজন প্রভাবিত হয়। এই পুরো বিষয়টাকে The unity of psychology বলা হয়।

Elon Musk যখন Tesla’র CEO হয়ে আসেন তখন দেখতে পান Tesla কে যারা পছন্দ করে , ভালাবাসে সেই মানুষগুলো তার মতই Educated, Rich & Tech bros। Tesla’র প্রতি ভালোলাগা, ভালবাসা থাকলেও মানুষগুলোর মাঝে কোন কমিউনিটি নেই। মানুষের মাঝে Tesla’র জনপ্রিয়তাকে ছাড়িয়ে যায় Elon Musk এর জনপ্রিয়তা অনেক বেশী। তখন চিনি বুঝতে পারেন এই সমস্ত বিষয়গুলো এক সুতায় গেঁথে The Unity of Psychology কে কাজে লাগিয়ে একটি ভিশন ও কমিউনিটি গড়ে তোলা যায় তবে Muskateers এবং Techbros মানুষগুলো কমিউনিটির অংশ হওয়ার জন্য উদগ্রীব হয়ে উঠবে।

Tesla’র ব্রান্ড এবং Elon’র গল্প মানুষগুলোর মাঝে ঐক্যের মনোভাব গড়ে তুলে। মানুষের এই উদগ্রীবতা এবং ঐক্যের মনোভাব Tesla কে গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান থেকে থেকে সাফল্যের চূড়ায় নিয়ে আসে।

ক্যারিশমা সাইকোলজি

Seth Godin বলেন “A tribe is a group of people connected to one another, connected to a leader, and connected to an idea."

Elon Musk জানেন শুধু একটি অসাধারণ প্রোডাক্ট যথেষ্ট নয়। প্রোডাক্টটি ঘিরে গড়ে উঠা ইকো সিস্টেম, ফ্যানবেজ, কমিউনিটি একটি প্রতিষ্ঠানকে সাফল্যের শিখরে নিয়ে যেতে পারে অথবা ধ্বংস করে ফেলতে পারে।

একটা গোষ্ঠী গড়ে উঠে একজন ক্যারিশমাটিক ব্যক্তিকে কেন্দ্র করে। যে মানুষটি তাদের সকল প্রশ্নের উত্তর দিবে, তাদের মনের ভয়-শংকা, দ্বিধাদ্বন্দ্ব দূর করবে, তাদেরকে একটি আইডিয়ার দিকে অনুপ্রাণিত করবে।

Elon Musk নিজেকে বিশ্বের most recognisable CEO হিসাবে গড়ে তুলেছেন। তিনি থ্রেডের রেসপন্স করেন, কাস্টমার কমপ্লেইনের রেসপন্স করেন, আইডিয়া এবং সাজেশন শেয়ার করেন।

স্টাডি থেকে দেখা গেছে যে যারা দ্রুত চিন্তা করতে পারে সাধারণত তারা ক্যারিশমাটিক হয়ে থাকেন।

স্টাডি অনুযায়ী Elon Musk একজন ক্যারিশমাটিক ব্যাক্তি। তিনি মার্সে যাওয়ার কথা বলেন।গাড়ি বিক্রির না কথা বলে flamethrowers এর কথা বলেন। ২০১৮তে Tesla Roadsterকে মহাশূন্যে পাঠিয়ে দেন।

মানুষ অকৃত্রিম এবং নির্ভরযোগ্য ব্যক্তির দ্বারা প্রভাবিত হয়।

Elon Musk একজন Authentic Influencer । একটানা ১২ বছর ধরে Twitter ব্যবহার করে আসছেন। দিনে ৪ বার টুইট করেন এর মাঝে অনেক টুইট Politicallt correct না। টুইটারে তার ফলোয়ার সংখ্যা ৫৯ মিলিয়ন।

তার এক টুইটে Tesla এর শেয়ার প্রাইস ১০% কমে যায়।

Hernandez-Fernandez and Lewis in 2019 এক স্টাডিতে দেখিয়েছেন স্বতন্ত্রতা, ধারাবাহিকতা এবং দৃঢ়তা এই তিনটি বিষয় ভোক্তার ব্রান্ড অথেন্টিসিটি ধারনাকে প্রভাবিত করে।

সাধারণ ভাষায় একটা অথেনটিক ব্রান্ড তৈরি করতে স্বতন্ত্রতা, ধারাবাহিকতা এবং দৃঢ়তা এই তিনটা বিষয় লাগে।

যেসব ইনভেস্টররা একসময় Tesla এর বিরোধিতা করেছিল তাদের বিরুদ্ধে বিজয় উদযাপন করতে ২০১৮ সালে Elon Musk “Short short” লঞ্চ করেন। যার ফলে Over night Tesla এর শেয়ার প্রাইস ১০% বেড়ে যায়।

স্ট্যাটাস সাইকোলজি

মানুষ স্বভাবগতভাবে যে কোন কিছু সহজে বা অল্প শ্রমে পেতে চায়।

যখন একটি পণ্য উচ্চ সামাজিক মর্যাদার প্রতীক হয়ে উঠে, মানুষ দেখে শুধু পণ্যটি কিনতে পারলেই সে উচ্চ সামাজিক মর্যাদা অর্জন করতে পারবে খুব বেশী পরিশ্রম বা কষ্ট না করেই তখন সে পণ্যটি পাওয়ার জন্য উদগ্রীব হয়ে উঠে, তার মাঝে উন্মাদনা দেখা দেয়।

Apple ফ্যাশন, ইনোভেশন এবং পারফর্মেন্স এই ৩টি বিষয়কে কাজে লাগিয়ে প্রতিটি পণ্য তৈরি করে, মানুষের সামনে উচ্চ সামাজিক মর্যাদার প্রতীক হিসাবে উপস্থাপন করে।

সামাজিক মর্যাদা অর্জন করার প্রচেষ্টা মানুষের আচরণকে নিয়ন্ত্রণ করে, মানুষের মাঝে উন্মাদনা সৃষ্টি করে।

Tesla Roadster এর মত ইনোভেটিভ এবং স্টাইলিশ একটি প্রোডাক্ট দিয়ে মানুষের মাঝে সেই একই ধরনের উন্মাদনা তৈরি করে।

গাড়ির সাথে জড়িয়ে থাকে ইমোশ্যোনাল এক্সপেরিয়েন্স। একটা গাড়ি থেকে মানুষ খুঁজে উত্তেজনা এবং অসাধারণ অভিজ্ঞতা। একটা অসাধারণ প্রোডাক্ট দিতে পারে অসাধারণ অভিজ্ঞতা। Elon Musk বলেন "Great companies are built on great products.”

13/08/2022

ঝুকি ছাড়া কিছু হয় না৷ শেষ একটা ঝুকি নিবো। যা আছে জীবনে।
ডাকছে স্বপ্ন হাতছানি দিয়ে।

09/08/2022

অর্থনৈতিক নিম্নমুখীতার মধ্যেও লাক্সারী প্রোডাক্টস এর সেল ২০% বেড়েছে..
কি বুঝলেন?

23/07/2022

মানুষ ব্যক্তিকে ভালবাসে
কম, ভালবাসে ব্যক্তির অর্থকে, ক্ষমতা কে, ফেম কে। এইটা তিনটা জিনিস থাকলে চারিপাশে লোকের অভাব হয় না। কিন্তু বিষয়গুলি নিতান্তই আপেক্ষিক।
মানুষের মর্যাদা তার মনুষ্যত্বে।

19/07/2022
18/07/2022

মন্ত্রী মহোদয়ের অবগতির জন্য জানাচ্ছি, মসজিদে শুধু নামাজের সময় এসি ব্যাবহার করা হয় , এর বাইরে এসির ব্যাবহারের কোন কারন নাই। যদিও আপনাদের রুমের এসি ১৬ তে চালু রেখে আপনারা এদিকে সেদিকে চলে যান তাই নিজেদের অফিস রুমের এসির দিকে একটু লক্ষ রাখবেন। সুট টাই পড়ে সরকারি অফিস করার রেওয়াজ ব্রিটিশরা করে গেছে। তাই এই ধারা থেকে বের হয়ে মাঝে মাঝে মাইক্রো ফাইবার ফেব্রিকের টি শার্ট পড়ে ফ্যান চালিয়ে অফিস করুন দেখবেন জীবন কত আরামের। ব্যুরো অফ এনার্জি এফিশিয়েন্সি-র একটি গবেষণা অনুযায়ী, এসি-র তাপমাত্রা ২৪ ডিগ্রিতে রাখা সবথেকে ভাল। কারণ, এই তাপমাত্রা মানব শরীরের জন্য স্বস্তিদায়ক।শুধু তাই নয়। রিসার্চে আরও বলা হচ্ছে, এসি-র তাপমাত্রা যত বাড়ানো হয়, প্রতি ডিগ্রিতে ৬ শতাংশ করে বিদ্যুৎ সাশ্রয় হয়। তাই বাইরের তাপমাত্রা ৪০ ডিগ্রী হলে আর আপনার এসির তাপমাত্রা ২৭ ডিগ্রী হলে আপনার খুব কষ্ট হবেনা , তবে বিদ্যুৎ সাশ্রয় হবে। দয়া করে বাগাড়ম্বর বন্ধ করে বাস্তব পদক্ষেপ নিন। আর না পারলে আমরা আছি আমাদের টুকটাক দায়িত্ব দিন। আপনাদের চেয়ে অন্তত আরেকটু বেশী সততার সাথে দায়িত্ব পালন করবো কথা দিলাম। ধন্যবাদ !!

যে-কোন জায়গায় থাকতে গিয়ে কম্পোর্টফিল না করলে দিনের পর দিন সেখানে থাকা যায়না, সেই জায়গার মায়া ত্যাগ করাটাই ভালো। একটু মান...
11/07/2022

যে-কোন জায়গায় থাকতে গিয়ে কম্পোর্টফিল না করলে দিনের পর দিন সেখানে থাকা যায়না, সেই জায়গার মায়া ত্যাগ করাটাই ভালো। একটু মানসিক প্রশান্তির জন্য কারো সাথে কিছু কথা শেয়ার করতে গিয়ে ১৮০° বিপরীতে দিনের পর দিন মানসিক টর্চার হওয়ার চাইতে একা থাকাটাই ব্যাটার..
শুরুতে একা থাকতে একটু খারাপ লাগলেও, ধীরে ধীরে সেটা অভ্যাস হয়ে যায়, মানিয়ে নেওয়া যায় সহজে। তখন শত মানুষের মাঝে নিজেকে কেমন জানি লাগে। একাকীত্ব আর নির্জনতা তখন সবচেয়ে আপন মনে হয়...

08/07/2022

আমরা দিচ্ছি এ্যাডভান্স লেভেল বুস্ট । আপনার অনেক ভালো পণ্য বা সেবা থাকতে পারে কিন্তু যদি গ্রাহক না থাকে তবে সেই ভালো পণ্য...
08/07/2022

আমরা দিচ্ছি এ্যাডভান্স লেভেল বুস্ট । আপনার অনেক ভালো পণ্য বা সেবা থাকতে পারে কিন্তু যদি গ্রাহক না থাকে তবে সেই ভালো পণ্য বা সেবার কোন দাম নেই।আপনি যে ব্যবসাই করেন না কেন, আপনাকে আপনার ব্যবসার জন্য টার্গেট মার্কেট খুঁজে পেতে হবে। কারণ সবাই আপনার ব্যবসার গ্রাহক না-ও হতে পারে। সেই জন্য দরকার পণ্য অনুযায়ী টার্গেটিং করে বুস্টিং করা বা মার্কেটিং করা। সঠিক পদ্বতিতে বুস্ট করে ব্যবসার সেল বাড়ান। আমরা দিচ্ছি এ্যাডভান্স লেভেল বুস্ট📣আপনার ব্যবসায়ের পরিধি যাই হোক না কেন সল্প খরচে ফেসবুক বিজ্ঞাপনের মাধ্যমে আপনার ব্যবসাকে করুন আরো প্রসারিত।👉ব্যবসায় সাফল্য পেতে আপনার টার্গেট কাস্টমারকে বিজ্ঞাপন দেখান এবং ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমেঅধিক মানুষের কাছে আপনার প্রোডাক্টের পরিচিতি বাড়ান|ব্যক্তিগত এবং ব্যাবসায়িক যে কোন ধরনের পেইজ এর কাজ করা হয় বিস্তারিত জানতে আমাদের এক্সপার্ট টিমের সহায়তা নিন
আমরা যেসব সেবা প্রদান করে থাকি-
• পেইজ প্রোমোশন বা টার্গেট কাস্টমার মার্কেটিং।
• পোস্ট বুস্ট
• প্রফেশনাল পেজ সেটআপ।
• আডভান্স মার্কেটিং গাইড।
• লাইভ বুস্ট
অর্ডার করতে Send Message এ ক্লিক করুন। অথবা কল করুন -01318211437

07/07/2022

৫ ডলারের নিচে এড দিলে এখন ফেসবুক নোটিফাই করে এই এড রেজাল্ট ০ আসতে পারে।
তার মানে ৫ ডলারের নিচে এড এখন আর ফেসবুক প্রেফার করছে না..

ব্যবসা বন্ধের পথে!!! 😩 সব টাকাই কি জলে গেল 🥺আরে ভাই রে ভাই এখন থামেন 🖐ভূল জায়গায় বুষ্ট দিলে ত এমন হবেই 🙃তাহলে আপনারা কি ...
02/07/2022

ব্যবসা বন্ধের পথে!!! 😩 সব টাকাই কি জলে গেল 🥺
আরে ভাই রে ভাই এখন থামেন 🖐
ভূল জায়গায় বুষ্ট দিলে ত এমন হবেই 🙃তাহলে আপনারা কি সঠিক? 😳
হ্যাঁ, অবশ্যই, কেননা আমরা আপনার প্রোডাক্ট রিসার্চ করে সঠিক অডিয়েন্স এর কাছে আপনার পণ্য তুলে ধরি। ☺️
আপনাদের বিশ্বাস করি কিভাবে 🧐 আরে এতো একদম সোজা 😆
【𝟏𝟐 𝐘𝐞𝐚𝐫𝐬 𝐋𝐞𝐚𝐝𝐢𝐧𝐠 𝐨𝐧 𝐃𝐢𝐠𝐢𝐭𝐚𝐥 𝐌𝐚𝐫𝐤𝐞𝐭𝐢𝐧𝐠 𝐈𝐧𝐝𝐮𝐬𝐭𝐫𝐢𝐞𝐬】
পরীক্ষা মূলক ভাবে আমাদের ছোট সেল প্যাকেজ টি নেন তারপর আশা করি বড় প্যাকেজ গুলো দিয়ে আপনার ব্যবসা চাঙ্গা করে দিবো 😉
আমাদের একমাত্র মোটিভ ক্লাইন্টের সাথে লং টার্ম রিলেশন তৈরি করা আর সেটার একমাত্র উপায় সঠিক ও সফল ভাবে সার্ভিস প্রদান করা। 🥰
মেসেজ_বাটনে ক্লিক করে আমাদের আপনার ব্যবসা সম্পর্কে আমাদের বলুন। আমাদের এক্সপার্ট টিম আপনাকে সহায়তা করবে।

বিস্তারিত তথ্যর জন্য ফোন করুনঃ 📞📞📞 01318211427
The first ever one stop Digital Agency of Bangladesh with the largest portfolio of brands.
Most Dedicated Digital Marketing team of our Country....🌺🌺

👉পোস্ট বুস্ট করুন 👉আমাদের প্যাকেজঃ👉সর্বনিম্ন 5 ড’লার থেকে Unlimited ডলার পযর্ন্ত বু-স্ট বা প্র-মোট করতে পারবেন।💥👉 কাস্টম...
02/07/2022

👉পোস্ট বুস্ট করুন
👉আমাদের প্যাকেজঃ
👉সর্বনিম্ন 5 ড’লার থেকে Unlimited ডলার পযর্ন্ত বু-স্ট বা প্র-মোট করতে পারবেন।💥
👉 কাস্টম প্যাকেজ। (আপনার সুবিধামত বাজেট সাজান)💥
👉 পার ডলার 125 টাকা করে।💥
আমাদের সার্ভিস সমূহঃ
💥 ১..পেজ প্রমোট💥
💥 ২..পোস্ট বুস্ট💥
💥৩..ভিডিও বুস্ট💥
👉 পেজ প্র-মোট বা পোস্ট বু-স্টের সুবিধাঃ
*টার্গেট কাস্টমারকে বিজ্ঞাপন দেখানোর সুবিধা।💥
*লোকেশন অনুসারে বিজ্ঞাপন দেখানোর সুবিধা।💥
👨‍👩‍👦‍👦অল্প সময়ে অধিক মানুষের কাছে আপনার বিজ্ঞাপন পৌঁছানোর সুবিধা

inbox*-------
যোগাযোগ- 01318211437 👈

আসসালামু আলাইকুম, কুপন দিয়ে বুস্ট করে পেইজের হেলথ নষ্ট করছেন নাতো?!!! আমরা অডিয়েন্স টার্গেট করে  ফেইসবুক এর অথরাইজড এড এ...
01/07/2022

আসসালামু আলাইকুম, কুপন দিয়ে বুস্ট করে পেইজের হেলথ নষ্ট করছেন নাতো?!!!
আমরা অডিয়েন্স টার্গেট করে ফেইসবুক এর অথরাইজড এড একাউন্ট দ্বারা পেইজ প্রোমোট ও পোস্ট বুস্ট করে থাকি।
আপনি কেন ফেসবুকে বিজ্ঞাপন দিবেন?
১) প্রচারের সবচেয়ে বড় মাধ্যম (বাংলাদেশে ইউজার ১ কোটি ১০ লাখের ও বেশি)
২) এলাকা ভিত্তিক বিজ্ঞাপন প্রচারের সুবিধা
৩) বয়স নির্ধারনের স্বাধীনতা
৪) লিঙ্গ বাছাই করার সুবিধা
৫) প্রতিষ্ঠান টার্গেট অনুসারে ক্লাইন্ট বাছাই করার সুবিধা
৬) তুলনামূলক অন্যান্য মাধ্যমের চেয়ে খরচ কম।
ডলার রেট - ১২৫/-
তাই দেরী না করে এক্ষুনি যোগাযোগ করুন : 01318211437 এবং জেনে নিন বুস্ট/প্রোমোট/লাইক/ফলোয়ার ইত্যাদি সম্পর্কে বিস্তারিত তথ্য!
অথবা সরাসরি আমাদের Tech Solution it limited এর পেজই এ মেসেজ করুন।।
ধন্যবাদ সবাইকে।।

01/07/2022
01/07/2022
01/07/2022
আন্তরিকভাবে দুঃখিতডলারের রেট বৃদ্ধি পাওয়ার কারণে আমাদের প্রতি ডলারের দাম 125 টাকা করে নির্ধারণ করা হচ্ছে।পরবর্তীতে যখন ...
01/07/2022

আন্তরিকভাবে দুঃখিত
ডলারের রেট বৃদ্ধি পাওয়ার কারণে আমাদের প্রতি ডলারের দাম 125 টাকা করে নির্ধারণ করা হচ্ছে।
পরবর্তীতে যখন ডলার রেট আবার কমে যাবে তখন আমাদের ডলার রেট প্রাইস কমিয়ে দেওয়া হবে।
সাথে কোন অতিরিক্ত চার্জ প্রদান করতে হবে না
এই ঘোষণাটি এই মুহূর্তে থেকে কার্যকর করা হলো।
A concern Of Tech Solution It Limited

একটি ফেসবুক অ্যাড দিতে একজন অ্যাডভার্টাইজারের কি কি করা উচিত১. যে পেইজের অ্যাড দিচ্ছেন সে পেইজ আগে ভালো মত স্টাডি করতে হ...
01/07/2022

একটি ফেসবুক অ্যাড দিতে একজন অ্যাডভার্টাইজারের কি কি করা উচিত

১. যে পেইজের অ্যাড দিচ্ছেন সে পেইজ আগে ভালো মত স্টাডি করতে হবে।
২. স্টাডি করে যে স্ট্রং পয়েন্ট অথবা উইক পয়েন্ট বেড়িয়ে আসবে সেটা লিস্ট করতে হবে।
৩. স্ট্রং পয়েন্ট অথবা উইক পয়েন্টের কথা ক্লায়েন্টকে জানাতে হবে।
৪. ক্লায়েন্টের কী কী করনীয় সেটা ক্লায়েন্টকে জানাতে হবে।
৫. প্রোডাক্ট অথবা সার্ভিস অনুযায়ী অ্যাড ডিজাইন করতে হবে।
৬. অডিয়েন্স বুঝে অ্যাড টার্গেটিং করতে হবে।
৭. ক্লায়েন্ট ফেসবুক অ্যাড এক্সপার্ট না তাই সে যা বলবে সব কিছু হুবুহু না করে ক্লায়েন্টের সাথে আলোচনা করতে হবে।
৮. মাল্টি টেস্টিং খুব গুরুত্বপূর্ণ একটি প্রধান পয়েন্ট অ্যাডের ক্ষেত্রে তাই অ্যাড সেটে, অ্যাড কপিতে বিভিন্ন প্যারামিটারে মাল্টিটেস্ট করতে হবে।
৯. বিভিন্ন অ্যাড অবজেক্টিভ দিয়ে নানা রকম ভাবে অ্যাড চালাতে হবে।
১০. অ্যাডের বাইরেও পেইজে বিভিন্ন কাজ থাকে, সেটা ক্লায়েন্ট আপনাকে দিয়ে না করালেও ক্লায়েন্টকে জানাতে হবে তার কি কি করা উচিত।
১১. সাবমিট করা প্রতিদিন মনিটর করতে হবে, তাই বলে প্রতিদিন এডিট না।
১২. অ্যাড কমপ্লিট হয়ে গেলে ক্লায়েন্টকে রিপোর্ট করতে হবে।

By Ariful Islam

29/06/2022

দীর্ঘদিন অসুস্থ থাকার পর সুস্থ হয়ে সংসদে ফিরেছেন মাননীয় বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ। আর তার খোজখবর নিলেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা।

বুধবার জাতীয় সংসদে ২০২২-২৩ অর্থ-বছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নেন তিনি।

বিরোধী দলনেতার খোঁজ-খবর নিতে পরে সংসদ নেতা ও মাননীয় প্রধানমন্ত্রী নিজেই চলে যান বিরোধী নেতারা আসনের সামনে। মাননীয় প্রধানমন্ত্রী এসময় তার সঙ্গে কুশল বি‌নিময় ক‌রেন ও সু-স্বাস্থ্য কামনা ক‌রেন।

29/06/2022

যারা স্টার্টআপ বিজনেস শুরু করেই ব্র্যাকইভেন বা লাভ খুঁজে তাদের স্টার্টআপ বিজনেসে আসা উচিত নয়!!

তারা একটা চায়ের দোকান দিয়ে প্রতিকাপে লাভ গণনা করা যায় এমন বিজনেস দেয়াই ভালো।

স্টার্টআপ বিজনেস আপন মায়ের হাতে গরম ভাত নয়!!
এই বিজনেস সৎ মায়ের হাতের মরিচ পোরা পান্তা ভাত, যা পেতেও বাংলা সিনেমায় শাবানাকে অনেক কষ্ট ও শর্ত পূরণ করতে হইছে।

26/06/2022

আপনার ক্যালেন্ডারে ১লা জুলাই তারিখটি দাগিয়ে রাখুন। কারণ, এইদিনই কাওরান বাজারের শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক, জনতা টাওয়ারে অনুষ্ঠিত হতে যাচ্ছে "ফেসবুক মার্কেটিং এন্ড কমিউনিকেশন এক্সিলেন্স" ওয়ার্কশপটি।

প্রতিষ্ঠিত এবং উদীয়মান উদ্যেক্তা ও শিক্ষার্থীদের জন্য নিড সলিউশনস এন্ড টেক সলিউশন আইটি লিমিটেড যৌথভাবে আয়োজন করতে যাচ্ছে ওয়ার্কশপটি। চার ঘন্টার এই ওয়ার্কশপে আপনি পাবেন ফেসবুক মার্কেটিংয়ের অ আ ক খ এবং গুরুত্বপূর্ণ কিছু টিপস।পাশাপাশি বোনাস হিসেবে থাকছে কমিউনিকেশন স্কিলসের উপর গুরুত্বপূর্ণ আলোচনা।

রিসোর্স পারসন হিসেবে থাকছেন ডিজিটাল মার্কেটিংয়ে এক্সপার্ট এবং দীর্ঘদিন ধরে এই সেক্টরে কাজ করছেন এমন একজন ব্যক্তি।তিনি টেক সলিউশন্স এর সিইও এবং লার্নিং এন্ড আর্নিং প্রজেক্টের কোওর্ডিনেটর জনাব তাহাসিন চৌধুরী।

যদি প্রশ্ন আসে ফেসবুক মার্কেটিং এন্ড কমিউনিকেশন এক্সিলেন্স" ওয়ার্কশপটি আপনার জীবনে কীভাবে ভ্যালু এড করবে তাহলে মোটা দাগে বলবো, এখনকার স্যোসাল মিডিয়ার যুগে ফেসবুক মার্কেটিং এবং কমিউনিকেশন সম্পর্কে জানার কোনো বিকল্প নেই।

এই ওয়ার্কশপের মাধ্যমে আপনি ফেসবুক মার্কেটিং কীভাবে করতে হয়, এটা আপনার ব্যবসায়ে কীভাবে সেল বাড়াতে পারে, কীভাবে আপনি সহজেই কাস্টমারের কাছে পৌঁছাতে পারেন সেই বিষয়গুলোরই খুটিনাটি জানতে পারবেন।তাছাড়া-
ব্যবসার বিক্রি বাড়ানোর কলাকৌশল জানতে পারবেন।কোর্সটি যেহেতু অফলাইনে তাই যেকোনো বিষয়ে রিসোর্স পারসনের সহযোগিতা পাবেন।

ব্যবসায়ের ব্র্যান্ডিং করা সহজ হবে এবং সহজেই নিজের ব্যবসায়কে অন্যদের থেকে আলাদা করতে পারবেন।

কন্টেন্ট মার্কেটিং সম্পর্কে ধারণা পাবেন এবং নিজের ব্যবসায়কে কীভাবে কন্টেন্টের মাধ্যমে উপরে নিয়ে যেতে হয় সেগুলোও জানতে পারবেন।

ফেসবুকের বিভিন্ন খুটিনাটি গুরুত্বপূর্ণ ফিচার, যেমন: কন্টেন্ট টাইমিং, অডিয়েন্স এংগেজমেন্ট, বিজনেস পেজ, ফেসবুক গ্রুপ, বুস্টিং ও এড ম্যানেজারের মাধ্যমে বিজ্ঞাপন দেয়া - এই বিষয়গুলো শিখে আপনার ব্যবসায়কে নিয়ে যেতে পারবেন নতুন পর্যায়ে।

ব্যবসায়ের ধরন অনুযায়ী কীভাবে মার্কেটিং স্ট্র‍্যাটেজি সাজাতে হয় সে বিষয়ে বিস্তারিত ধারণা পাবেন।

সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো,এই ওয়ার্কশপের পার্টিসিপ্যান্টসদের নিয়ে আলাদা গ্রুপ করা হবে যেখানে তারা আজীবন মেয়াদে তাদের বিভিন্ন প্রশ্নের উত্তরগুলো পেয়ে যাবেন এবং মেন্টরিং পাবেন সরাসরি রিসোর্স পারসনের কাছ থেকে।

তাই, আর দেরি কেন?
এখুনি রেজিষ্ট্রেশন করে ফেলুন নিচে দেয়া লিংকে গিয়ে।

ওয়ার্কশপের তারিখঃ ১লা জুলাই, ২০২২
সময়ঃ দুপুর ৩টা - সন্ধ্যা ৭টা
ভেন্যুঃ জনতা টাওয়ার, শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক, কাওরান বাজার

রেজিষ্ট্রেশন লিংকঃ
https://docs.google.com/forms/d/e/1FAIpQLSfzYANQsbt29lJYnF0GuHtEs0HgrimqjTw5TS1psn_HxCdHoQ/viewform

আসন সংখ্যা সীমিত। রেজিষ্ট্রেশন করে ফেলুন এখুনি।

রেজিষ্ট্রেশন ফি: ৫০০ টাকা

অংশগ্রহণকারীদের জন্যে থাকছে সনদ এবং স্ন্যাকসের ব্যবস্থা।

প্রয়োজনে:
০১৭৬৪৬১১১০২
০১৩১৮২১১৪৩৭

Address

64/1, Lake Circus Road, Panthopoth
Dhaka
1205

Alerts

Be the first to know and let us send you an email when Tahasin Chowdhury posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Tahasin Chowdhury:

Videos

Share

Nearby media companies


Other Digital creator in Dhaka

Show All