Sazzadul Islam - সাজু

Sazzadul Islam - সাজু Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Sazzadul Islam - সাজু, Digital creator, Dhaka.

01/12/2021
21/07/2021

ঈদ মোবারক
🐂🐂🐮
সকলকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা।

27/06/2021

দেশে করোনাভাইরাসের আরোও এক ঢেউ।রেকর্ড ছাড়িয়ে রেকর্ড। সবাই সাবধানে থাকবেন, সাস্থ্যবিধি মেনে চলবেন।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারা দেশে আরও ১১৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ১৪ হাজার ১৭২ জনে। গত ১৯ এপ্রিল দেশে একদিনে ১১২ জনের মৃত্যু হয়েছিল



স্থাপনা যত দৃড়, টেকসই আর উচু হোক না কেন, শুরুতে ইহা বাশের উপর নির্ভরশীল।  #মোরাল_অফ_দ্যা_স্টোরিঃ আপনি যত বাশ নিতে পারবেন...
22/05/2021

স্থাপনা যত দৃড়, টেকসই আর উচু হোক না কেন, শুরুতে ইহা বাশের উপর নির্ভরশীল।

#মোরাল_অফ_দ্যা_স্টোরিঃ আপনি যত বাশ নিতে পারবেন বা যত বাশ নেবার ক্ষমতা রাখবেন, আপনার বড় হয়ে উঠবার জন্য আত্মচেতনা, চিন্তা বৃত্ত, ইচ্ছাশক্তি, চেষ্টা, অভিজ্ঞতা ততই দৃড় হবে।
যা আপনাকে একটি টেকসই ও মানসম্মত স্থাপনা গড়ে তোলার জন্য আপনার সহযোগী হিসেবে ব্যাপক ভূমিকা পালন করবে।
~সাজু

কত স্বপ্নের রোদ ওঠে এই কফি হাউজে কত স্বপ্ন মেঘে ঢেকে যায়কতজন এলো গেল কতজনই আসবে কফি হাউজটা শুধু থেকে যায়।।~মান্না দে...
02/05/2021

কত স্বপ্নের রোদ ওঠে এই কফি হাউজে কত স্বপ্ন মেঘে ঢেকে যায়
কতজন এলো গেল কতজনই আসবে কফি হাউজটা শুধু থেকে যায়।।
~মান্না দে...

রাত মানেই বিশালতা,রাত মানেই একাকীত্বতার সাথে খুনসুটি তে মেতে ওঠা।রাত মানেই আরো একটি ভোরের অপেক্ষা,রাত মানেই চায়ের কাপে ক...
10/04/2021

রাত মানেই বিশালতা,
রাত মানেই একাকীত্বতার সাথে খুনসুটি তে মেতে ওঠা।
রাত মানেই আরো একটি ভোরের অপেক্ষা,
রাত মানেই চায়ের কাপে ক্লান্তির মূর্ছতা, রাত মানেই নতুন দিনের পরিকল্পনা করতে গিয়ে আনমনে হারিয়ে যাওয়া।
আর এই রাতেই আমরা নিজেকে খুজে পাবার আত্মচেতনায় মগ্ন থাকি। কখনো নিজেকে খুজি নিজের মাঝে, কখনোবা প্রিয় মানুষের মাঝে নিজেকে খুজে পাবার চেষ্টায় আত্মমগ্ন। দিন শেষে আমরা রাতেও ব্যস্ত থাকি। পার্থক্য এখানে " দিনের ব্যাস্ততা সবার নজরে, রাতের ব্যস্ততা একান্তই নিজের"।

25/03/2021

সম্ভাবনার ৫০ বছর 🖤🖤
প্রিয় বাংলাদেশ,
ভালোবাসা নিও।❤️❤️

সবাই সরলতার সুযোগ নেয়, কিন্তু কেউই সরলতাকে ভালোবাসে না।🙃🙃
19/03/2021

সবাই সরলতার সুযোগ নেয়, কিন্তু কেউই সরলতাকে ভালোবাসে না।🙃🙃

07/03/2021

রিক্স নিতে না পারা, আর সিদ্ধান্তহীনতায় ভোগা এক ধরনের অসুস্থতা।

©️

11/02/2021

আপনি ভালো করতে চাইলেই আপনি চোর,
আর আপনি চুরি করলে আপনি নেতা।।
প্রত্যেকটা এনভায়রনমেন্টে এই পলিসি বিদ্যমান।।

    ☺️❣️
19/01/2021


☺️❣️

চায়ের কাপে সকালের স্নিগ্ধতা ☕☕☕😋🖤।
23/11/2020

চায়ের কাপে সকালের স্নিগ্ধতা ☕☕☕😋🖤।

04/11/2020





04/11/2020


05/10/2020

কেন?

27/09/2020
বিশ্বব্যাপি নতুন করে প্রকোপ বাড়ছে,বায়ুবাহিত ভাইরাসে রুপ নিয়েছে করোনা ভাইরাস (COVID-19)।তথ্যসূত্রঃ Jamuna News
06/07/2020

বিশ্বব্যাপি নতুন করে প্রকোপ বাড়ছে,
বায়ুবাহিত ভাইরাসে রুপ নিয়েছে করোনা ভাইরাস (COVID-19)।

তথ্যসূত্রঃ Jamuna News

যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্তের সংখ্যা সরকারি হিসাবের ২৪ গুণ। তথ্য-উপাত্তের ভিত্তিতেই এমন মত মার্কিন রোগতাত্....

Happy Birthday legend🎂🎂🌹🌹পরপারে ভালো থাকুন❤️❤️
29/05/2020

Happy Birthday legend🎂🎂🌹🌹
পরপারে ভালো থাকুন❤️❤️

29/05/2020

প্রতিটা 'কথা'র উপরই,
"স্বপক্ষে যুক্তি আছে, বিপক্ষে যুক্তি আছে"
আবার যুক্তির উপর যুক্তি আছে।

12/05/2020

কারিগারি শিক্ষার্থীদের পড়াশুনা যাতে ব্যহত না হয়, এজন্য কারিগারি শিক্ষা অধিদপ্তর এর সময়োপযোগী সিদ্ধান্ত ফেসবুক অনালাইন লাইভ ক্লাসকে স্বাগত জানিয়ে বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ইঞ্জিনিয়ারিং স্কুল Softmax Online School - ইঞ্জিনিয়ারিং স্কুল
CEO & Founder,
Engr Sabbir Hossain

ক্লাসগুলো যেখানে পাবেনঃ Skills Portal Bangladesh

এছাড়া অনলাইন ক্লাসের সুবিধা গুলো জেনে নিতে নিচের ভিডিও টি দেখুন।
লিঙ্কঃ https://bit.ly/3fQ4Pbs

ধন্যবাদ,
সুস্থ থাকবেন,ঘরে থাকবেন।

©Softmax Online School - ইঞ্জিনিয়ারিং স্কুল

ভালো আর খারাপ, এই দুইয়ের সমন্বয়ে প্রত্যেকটা মানুষের জীবন।তাইতো আমরা বলি, মানুষ মাত্রই ভুল করে। আর সৃষ্টিকর্তা মানুষকে অদ...
11/05/2020

ভালো আর খারাপ, এই দুইয়ের সমন্বয়ে প্রত্যেকটা মানুষের জীবন।তাইতো আমরা বলি, মানুষ মাত্রই ভুল করে। আর সৃষ্টিকর্তা মানুষকে অদ্ভুত রকমের একটা শক্তি দিয়েছেন, সেটা হল বিবেক।যার দ্বারা আমরা চাইলেই খুব সহজে সেই সব ভুল থেকে নিজেকে শুধরাতে পারি।সব থেকে বড় কথা হল, জীবনে ভালো কিছু খুজে বের করাটা হলো বেঁচে থাকার একমাত্র মোহ।
তাই, জীবনে ভালো কিছু পাবার আশা রেখে ধৈর্য ধারন করাটাও অতীব জরুরি। আল্লাহপাক রাব্বুল আলামিন নিশ্চই আমাকে আপনাকে নিরাশ করবেন না।

Happy Mothers DayFor all the mothers out there.❤️❤️❤️
10/05/2020

Happy Mothers Day
For all the mothers out there.❤️❤️❤️

সিয়ামের মহিমান্বিত মাসে আত্মসংযম ও আত্মশুদ্ধিতে কলুষিতমুক্ত হোক সকলের  অন্তর, জীবনে বয়ে আসুক সুখ।
28/04/2020

সিয়ামের মহিমান্বিত মাসে আত্মসংযম ও আত্মশুদ্ধিতে কলুষিতমুক্ত হোক সকলের অন্তর, জীবনে বয়ে আসুক সুখ।

27/04/2020

#নিউস_আপডেট

করোনা পরিস্থিতি স্বাভাবিক না হলে সকল শিক্ষা প্রতিষ্ঠান আগামী সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ ঘোষনা।
-মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা

07/04/2020

প্রোগ্রামিং ভয়ঃ

আমরা অনেকেই ভেবে থাকি প্রোগ্রামিং ভাষা শেখা টা অনেক কঠিন। আমাকে দিয়ে এই কঠিন কাজটা সম্ভব হবে না । আসলে কি তাই?

তাহলে, আসুন ভয়কে কে দূর করি।

আমরা তো সকলেই মাতৃভাষায় কথা বলি।আমাদেরও নিজস্ব একটি ভাষা আছে । সেই ভাষাতেই আমরা কথা বলে অভ্যস্ত, আর এই মাতৃভাষাতেই আমরা আমাদের সমস্ত কাজ সম্পন্ন করি ,অন্যকে বোঝাতে পারি।
কারন, আমরা আমাদের ভাষা ছোটবেলা থেকেই শিখছি।তাই এটি আমার কাছে পৃথীবির অন্যতম সহজ কাজ।
কিন্তু আপনি কি কখনো চাইনিজ, স্প্যানিশ, অথবা পৃথিবীর অন্যান্য ভাষায় কথা বলেছেন?

না, কারন আপনি শেখার চেষ্টা করেন নি অথবা প্রয়োজন পড়ে নি, তাই আপনার কাছে সেসব ভাষা সবথেকে কঠিন। তবে তাদের কাছে এই ভাষা খুবই সহজ।

কিন্তু পৃথিবীর সব থেকে সহজ কাজটা যদি আপনি না শিখেন তাহলে তো আপনার কাছে কঠিন মনে হবেই। আপনি শিখতে চাইলে পৃথিবীর সব কিছুই সহজ হয়ে যাবে। আসলে, আমরা এই কঠিন কাজগুলোকে সহজ করার জন্য যতটুকু সময়,শ্রম এবং মেধা ব্যয় করার প্রয়োজন সেটা আমরা করি না।

আরো একটু গভীর ভাবে ভেবে দেখুন তো, আপনি যখন কোন চাইনিজ বা স্প্যানিশ দের সাথে কথা বলেন, তখন আপনি তাকে মনের কথা বা আপনার প্রয়োজন কিভাবে বোঝান?

আচ্ছা এসব বাদ দেয়, ধরে নেয় আপনি একজন বাঙ্গালী, একজন চাইনিজ এর সাথে কথা বলবেন, তখন কি আপনি বাংলা ভাষায় কথা বলবেন নাকি চাইনিজ ভাষায় কথা বলবেন?

অবশ্যই আমরা সেটা করি না, আমরা একটা তৃতীয় ভাষা ব্যবহার করি। যেটা আমাদের আন্তর্জাতিক ভাষা, আর সেটা হল ইংরেজি ভাষা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে এটি আরো সহজ হয়ে গেছে। এই কাজ করার জন্য অনেক অনুবাদক সফটওয়্যার তৈরি হয়েছে। এতে করে আপনি বাংলায় কিছু বললে অনুবাদক সফটওয়্যার এর দ্বারা সেটি চাইনিজ ভাষায় রুপান্তরিত হয়ে চাইনিজ ব্যাক্তিটিকে বুঝতে সহায়তা করে।

আর এই সফটওয়্যার তৈরির কাজটিও সাধিত হয় প্রোগ্রামিং ভাষা দ্বারা।

কম্পিউটার প্রোগ্রামিং এর ভাষায় মানুষ এবং কম্পিউটার, এই দুইয়ের মাঝে যেই ভাষা আমদের প্রয়োজন গুলো বোঝার কাজ সহজ করে দেয়, তাকে আমরা দো’ভাষী বা অনুবাদক প্রোগ্রাম বলে থাকি।
তাই প্রোগ্রামিং ভাষা হচ্ছে একটি অন্যতম ভাষা।যা যন্ত্র ও মানুষের মাঝে সমন্বয় সাধন করে, এবং আমাদের কাজকে সহজ করে দেয়।
কারন,কম্পিউটার এর ভাষা হচ্ছে 0, 1। যা একজন ব্যবহাকারি বুঝতে পারে না। আর এই কঠিন কাজগুলোই সম্ভব হয়েছে প্রোগ্রামিং ভাষার উন্নয়ন এর জন্য।

• আব্রাহাম লিংকন বলেছিলেন, আমি হয়তো ধীরে ধীরে হাঁটি কিন্তু আমি কখনো আর পিছনে ফিরে তাকাবো না(“I walk slowly, but I never walk backward.”)আপনি হয়তো অন্যদের মতো প্রোগ্রামিং বুঝেন না, তাতে কোনো সমস্যা নেই। ধৈর্য ধরুন, আপনি হয়তো অন্যদের থেকে ভালো প্রোগ্রামার হবেন।

• টমাস আল্ভা এডিসন বাল্ব আবিস্কারের জন্য ৯৯৯ বার ব্যর্থ হবার পর ১০০০ তম বারে সফল হয়েছিল।(প্রোগ্রামার হবার জন্য তুমি অন্তত কয়েকবার চেষ্টা করো।)

• মাইকেল জর্ডান এর উক্তিটি এমন ছিল যে, আমি যদি চেষ্টা করতে গিয়ে বার বার ব্যর্থ হই, তবেই সফল হব।(প্রোগ্রামিং শিখতে গিয়ে যদি ব্যর্থতা না আসে, তাহলে সফলতা কীভাবে আসবে?)

• আলবার্ট আইনস্টাইন এর মতে, ইমাজিনেশন জ্ঞানের চেয়েও অনেক গুরুত্বপূর্ন। (তাহলে প্রোগ্রামিং পারবো, এটা ইমাজিনেশন করতে সমস্যা কোথায়?)
• জিমরন বলেছিলেন, সত্যি যদি কিছু করতে চান তাহলে অনেক উপায় খুজে পাবেন। (আপনি যদি প্রোগ্রামিং শিখতে চান আপনার জন্য কোন না কোন পথ খোলা থাকবে।)

আলীবাবার প্রতিষ্ঠাতা জ্যাক’মা বলেছিল,“আজ হয়তো তুমি পারছো না,আগামিকাল তোমার কাছে আরো কঠিন মনে হবে তারপরও তুমি ঠিক জিতবে।“

এরপরও কি আমরা বলবো যে এটা অনেক কঠিন, আমি পারবো না। তোমার যদি আত্মবিশ্বাস থাকে তুমি পারবে, তাহলেই কেবল তুমি পারবে।

আচ্ছা একটা কথা বলি, আপনি হয়তো ছোটবেলা থেকে বাংলা ভাষায় কথা বলেন এবং চর্চা করে আসছেন। কিন্তু আপনি কি শুদ্ধভাবে বাংলা বলতে পারেন?নাকি সঠিক বাংলা(ব্যকরন সহ) শিখেছেন?। খুব কম মানুষ আছে যারা শুদ্ধ ভাষায় কথা বলে বা জানে।
মনের ভাব প্রকাশের জন্য যতটুকু প্রয়োজন, আপনি ঠিক ততটুকুই বলেন।জটিল কথাগুলো,সহজ ভাবে বলতে অভ্যস্ত।ভাষার গভীরে যাবার হয়তো আপনার প্রয়োজন পড়ে না বা আপনার ভালোও লাগে না।

ঠিক তেমন ভাবেই বলতে পারি, কম্পিউটার প্রোগ্রামিং এর অনেকগুলো শাখা আছে, যা দ্বারা বিভিন্ন কাজ সম্পন্ন করা হয়।
আপনি এই সবগুলো একসাথে শিখতে পারবেন না। তাহলে আপনার কাছে এটি আরো জটিল মনে হবে। তখন আপনার প্রোগ্রামিং এর প্রতি ভালো লাগা কমে যাবে। তখন নিজেই নিজের লক্ষ্য থেকে দূরে যেতে থাকবেন। তাই আপনার উচিৎ প্রথমে প্রোগ্রামিং এর যেকোন একটি সেক্টর নিয়ে কাজ করা(যেটা আপনার ভালো লাগবে) এবং ভালোভাবে শেখা। তাহলেই আপনি একজন ভালো প্রোগ্রামার হতে পারবেন।

২৬ মার্চ ,মহান স্বাধীনতা দিবসের ৪৯ বছর পেরিয়ে...তবুও নেই উচ্ছাস।শুরু হলো আরো এক যুদ্ধ, এক ভাইরাস মোকাবেলা করার যুদ্ধ। যা...
26/03/2020

২৬ মার্চ ,
মহান স্বাধীনতা দিবসের ৪৯ বছর পেরিয়ে...তবুও নেই উচ্ছাস।
শুরু হলো আরো এক যুদ্ধ, এক ভাইরাস মোকাবেলা করার যুদ্ধ। যার ফলে বর্তমান বিশ্বকে এক কঠিন সময় এর মুখোমুখি হতে হয়েছে।
কী ভাবছেন যুদ্ধ করতে অস্ত্র লাগে?কীভাবে যুদ্ধ করবেন?বা এন্টিভাইরাস লাগবে কোথায় পাবেন?
না, আপনাকে কিছুই করতে হবে না। শুধু একটু সচেতন হন, কারন এ যুদ্ধে আপনার আমার সচেতনতাই পারে এই #করোনা_ভাইরাস থেকে আমাদেরকে রক্ষা করতে। যা যা করতে হবে-

১.জরুরী প্রয়োজন ছাড়া অকারনে ঘোরাফেরা করা থেকে বিরত থাকুন।
২. জনসমাগম ত্যাগ করুন বা তা থে দূরে থাকুন
৩. মাস্ক ব্যবহার করুন।
৪.পরিস্কার-পরিচ্ছন্ন থাকুন।
৫.যেখানে সেখানে কফ বা থুথু ফেলবেন না।
৬.ঠান্ডা বা ফ্লু আক্রান্ত ব্যাক্তির সংস্পর্শ থেকে দূরে থাকুন।
৭.হাচি-কাশি দেবার সময় টিস্যু ব্যাবহার করুন।
৮.সাবান দিয়ে ২০ সেকেন্ড ধরে হাত ধৌত করুন।
৯.প্রয়োজনীয় হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করুন
১০.হাত না ধুয়ে মুখে,নাকে হাত দেয়ার অভ্যাস পরিত্যাগ করুন।
১১.ময়লা জামা কাপড় পরিহার করুন( বাইরে থেকে রোদে রেখে দিন)
১২. খাবার ভালোভাবে সিদ্ধ করে খেতে হবে।
ইত্যাদি বিভিন্ন ভাবে আমরা নিজেদের সুরক্ষা রাখতে পারি এই করোনা ভাইরাস নামক প্রাণঘাতী জীবানু থেকে।
সুতারাং আতঙ্ক নয়, আপনার আমার সচেতনতাই পারে আমাদের রক্ষা করতে।কে বলতে পারে, হয়তো আপনার কারনে অনেক প্রান বেঁচে যেতে পারে। সেই সাথে সরকার প্রদত্ত নির্দেশাবলি ও (Home quarentine)মেনে চলুন।
সেই সাথে আল্লহর উপর ভরসা রাখুন।একমাত্র তিনিই সবকিছুর মালিক।
ইনশাআল্লাহ আবার স্বাধীনতা আসবে।
-19



বিঃদ্রঃ ভুল ত্রুটি হলে ক্ষমা সুলভ দৃষ্টিতে দেখবেন, ভালো লাগলে পোষ্টটি শেয়ার করে সচেতনতা বৃদ্ধি করুন।

25/03/2020

Vedio : Collected

25/03/2020

করোনা ভাইরাসের প্রাদুর্ভাব থেকে রক্ষা পেতে কোয়ারেন্টাইন ছাড়া কোনো বিকল্প নেই। এটি যেকোনো উপায়ে মানতেই হবে।

কিন্তু এই কোয়ারেন্টাইনের কথা সর্বপ্রথম যিনি বলেছিলেন তিনি হলেন মহানবী হযরত মোহাম্মদ (সা.)। এমনটিই বলছেন মার্কিন এক গবেষক।

যুক্তরাষ্ট্রের গবেষণা ও সংবাদভিত্তিক ম্যাগাজিন নিউজউইকের এক প্রতিবেদনে এ কথা বলা হয়। প্রতিবেদনটি লিখেন মার্কিন গবেষক ড. ক্রেইগ কন্সিডাইন। তিনি যুক্তরাষ্ট্রের টেক্সাসে অবস্থিত রাইস ইউনিভার্সিটির একজন গবেষক। এছাড়া তিনি একজন আন্তর্জাতিক বক্তা।

প্রতিবেদনে বলা হয়, ইমিউনোলজিস্ট ডা. অ্যান্থনি ফসি এবং মেডিকেল রিপোর্টার ডা. সঞ্জয় গুপ্তের মতো বিশেষজ্ঞ চিকিৎসকরা বলেছেন, সংক্রামক রোগের বিস্তার রোধে পরিষ্কার-পরিচ্ছন্নতার পাশাপাশি সুন্দর ব্যবস্থাপনায় হোম কোয়ারেন্টাইন থাকতে। একই সঙ্গে সুস্থ লোকদের জনসমাগম এড়িয়ে চলতে পরামর্শ দিয়েছেন। তারা দাবি করেছেন, এসব উপায়ই করোনা ভাইরাস (কভিড-১৯) থেকে বেঁচে থাকার সবচেয়ে কার্যকর মাধ্যম।

সর্বপ্রথম কোয়ারেন্টাইন উদ্ভাবন করেন মোহাম্মদ (সা.): মার্কিন গবেষক
ভয়াবহ একটি মহামারির সময়ে এভাবেই কোয়ারেন্টাইন করা হয়।

মার্কিন গবেষক ড. ক্রেইগ কন্সিডাইন তার রিপোর্টে লিখেন, আপনারা কি জানেন মহামারির সময়ে সর্বপ্রথম কে এই সবচেয়ে ভালো কোয়ারেন্টাইনের উদ্ভাবন করেছেন?

আজ থেকে প্রায় ১৩শ বছর আগে ইসলাম ধর্মের নবী হজরত মোহাম্মাদ (সা.) পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম কোয়ারেন্টাইনের ধারণা দেন। যদিও তার সময়ে সংক্রামণ রোগের মতো কোনো বিশেষজ্ঞ ছিলেন না। তারপরেও তিনি এসব রোগব্যাধিতে তার অনুসারীদের যে নির্দেশনা দিয়েছেন, তা ছিল কভিড-১৯ এর মতো প্রাণঘাতী রোগ মোকাবেলায় দুর্দান্ত পরামর্শ। তার সেই পরামর্শ মানলেই করোনার মতো যেকোনো মহামারী থেকে রক্ষা পাওয়া সম্ভব।

এর উদাহরণ হিসেবে মার্কিন গবেষক মোহাম্মাদ (সা.)-এর একটি বাণী উল্লেখ করেন। তিনি লিখেন- ‘মোহাম্মাদ বলেছেন, যখন তুমি কোনো ভূখণ্ডে প্লেগ ছড়িয়ে পড়ার খবর শুনতে পাও তখন সেখানে প্রবেশ করো না। পক্ষান্তরে প্লেগ যদি তোমার অবস্থানস্থল পর্যন্ত পৌঁছে যায় তাহলে ওই জায়গা ত্যাগ কোরো না।’

তিনি আরও বলেছেন, যারা সংক্রামক রোগে আক্রান্ত হয়েছে তাদের সুস্থ মানুষ থেকে দূরে থাকতে হবে।’

এভাবে বিভিন্ন সময়ে মানব জাতিকে সংক্রামণ থেকে রক্ষা করতে মোহাম্মাদ (সা.) রোগব্যাধিতে আক্রান্ত লোকদের পরিচ্ছন্নতার ব্যাপারেও উদ্বুদ্ধ করতেন।

এ ব্যাপারে তার অমূল্য বাণীগুলো হচ্ছে- ‘পরিষ্কার-পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ।’

‘ঘুম থেকে ওঠার পরে হাত ধৌত করো। কেননা ঘুমের সময় তোমার হাত কোথায় স্পর্শ করেছে তা তুমি জান না।’

‘খাওয়ার আগে ও পরে হাত ধোয়ার মধ্যে বরকত রয়েছে।’ ইত্যাদি।

সবচেয়ে বড় কথা, মোহাম্মাদ (সা.) এটা বলেননি যে, শুধু তুমি প্রার্থনা করে বসে থাকবে। বরং তুমি প্রার্থনার পাশাপাশি চিকিৎসা নেবে। সংক্রামক রোগ থেকে রক্ষা পেতে মৌলিক নিয়মগুলি মেনে চলবে।

সর্বপ্রথম কোয়ারেন্টাইন উদ্ভাবন করেন মোহাম্মদ (সা.): মার্কিন গবেষক
মার্কিন গবেষক ড. ক্রেইগ কন্সিডাইন

এর উদাহরণ হিসেবে মোহাম্মাদ (সা.)-এর সময়ের একটি ঘটনার কথা উল্লেখ করেন মার্কিন গবেষক। তিনি তিরমিজি শরিফের বরাত দিয়ে লিখেন, ‘একদিন, মোহাম্মাদ এক বেদুইনকে লক্ষ্য করলেন যে, সে তার উটটি না বেঁধে চলে যাচ্ছে। তখন তিনি বেদুইনকে জিজ্ঞাসা করলেন, ‘তুমি তোমার উটটি বেঁধে রাখছো না কেন?’

জবাব বেদুইন বললো, ‘আমি ইশ্বরের (আল্লাহ) উপর ভরসা রেখেছি।’ তখন নবী বললেন, ‘তোমার উটটি আগে বেঁধে রাখ, তারপর আল্লাহ উপর আস্থা রাখ।’

মোটকথা, মোহাম্মাদ (সা.) ধর্মীয় ক্ষেত্রে যেমন অবদান রেখে অমর হয়ে আছেন। ঠিক তেমনই মানুষের জীবনযাপন বিষয়ক মহামূল্যবান যে পরামর্শ তিনি দিয়ে গেছেন তা আজও অনুকরণীয়।

সূত্রঃ- দৈনিক ইত্তেফাক

22/03/2020

একবার চোখ বুলিয়ে নিন 👇

করোনা সন্দেহে শুধুমাত্র এই হাসপাতাল গুলোতে যোগাযোগ করুনঃ
১।সংক্রামক ব্যাধি হাসপাতাল(infectious disease hospital)
ঠিকানাঃমহাখালী,ঢাকা

২।কুর্মিটোলা জেনারেল হাসপাতাল
ঠিকানা ঃ এম ই এস বাসস্টেন্ড এর সামনে,হোটেল রেডিসনের বিপরীত পাশে,ঢাকা

৩।কুয়েত বাংলাদেশ মৈত্রী হাসপাতাল
ঠিকানা ঃ ঈশাখা এভিনিউ, রাজউক কলেজের পাশে, উওরা,ঢাকা
মোবাঃ 01999-956290

৪।ঢাকা মহানগর জেনারেল হাসপাতাল
ঠিকানাঃ বাবু বাজার ব্রিজ,পুরান ঢাকা
ফোনঃ 02- 57390860

৫।রেলওয়ে জেনারেল হাসপাতাল
ঠিকানাঃ মতিঝিল আইডিয়াল স্কুলের বিপরীতে,ঢাকা

৬।মিরপুর ১ মাতৃসদন হাসপাতাল

এই ৬টি হাসপাতালেই কেবল আপনারা যোগাযোগ করুন কারন অন্য হাসপাতাল গুলোতে করোনা চিকিৎসার জন্য যথাযথ সামগ্রী নেই।তাই হয়রানীর শিকার না হয়ে উপরোক্ত হাসপাতালে যান।।

আর করোনার লক্ষন গুলো আপনাদের মাঝে থাকলে
আইইডিসিআর( IEDCR) খবর দিন।
যোগাযোগ ঃ 16263,
01550064901-05
01401184551,
01401184554-56,
01401184559-60
01401184563,
01401184568
01927711784-85
01937000011
01937110011

করোনা ভাইরাসের লক্ষনঃ
১।সর্দি
২।হাচি
৩।জ্বর(১০০ ডিগ্রি বা বেশি)
৪।শুকনা কাশি
৫।শ্বাসকষ্ট
৬।মাথাবেথা
৭।গলাবেথা
৮।পাতলা পায়খানা ( severity বেশি হলে)

তাই উপরোক্ত লক্ষন যদি থাকে আপনার
প্রথম কাজ ঘরেই থাকুন
জ্বর, ঠান্ডা, কাশি হলে ডাক্তারের কাছে আগেই আসার দরকার নেই।

Tab. Napa rapid 500mg/Napa Extend/ 665mg( ভরা পেটে)
১+১+১-------------------- ৭দিন

Tab. Deslor / Tab. Fexo (120/180)
১+0+১-----------৭ দিন

Tab. Monas/Trilock/Lumona10mg
০+০+১----------৭দিন

Syp.Ambrox/ Dexpofen/Tuska plus
২ চামচ করে ৩ বেলা----------- ৭দিন(কাশি বের হলে)

tab.Ometid 20mg
১+০+১------------- ৭ দিন( খাবার আগে)

যদি শ্বাসকস্ট হয়,
Inhaler Bexitrol F
১ পাফ ১২ ঘন্টা পর পর।
হাপানি রোগীরা বাড়িতে আগে থেকে অবশ্যই
নেবুলাইজার মেশিন রাখবেন এবং windal plus দিয়ে নেবুলাইজ করবেন।।

#অন্যান্যঃ
*প্রচুর পরিমান পানি খাবেন।
*গরম পানি খাবেন, গরম পানির কুলকুচি করবেন।
*৭ দিন ঘরে অবস্থান করবেন।
*মাস্ক পরিধান করবেন।
*হাত হ্যান্ড স্যানিটাইজার অথবা হ্যান্ডওয়াশ দিয়ে পরিস্কার করুন।
*হাচি কাশির সময় টিস্যু ব্যবহার করুন

#দোয়াপড়ুন বেশি বেশি(মুসলিমদের জন্য)ঃ
১.আল্লাহুমা ইন্নি আউযুবিকা মিনাল বারাসি,ওয়াল জুনুনি,ওয়াল জুঝামি, ওমিং শাইয়্যিল আসক্বম।।
২.সুরা ফাতিহা ৭ বার প্রতিদিন
৩।সুরা ইখলাস,সুরা ফালাক,সুরা নাস প্রতিটা ৩ বার করে পড়ুন
৭ দিন পর ও সুস্থ না হলে উপরোক্ত হাসপাতাল গুলোতে যোগাযোগ করুন এবং আইডিসিআর এ ফোন দিয়ে তাদের আপনার অবস্থা বিষয়ে অবহিত করুন।।

InshALLAH ALLAh will save us from this disaster..

বাহ! এটাও এখন দেখতে হলো ভাষা হারিয়ে ফেলেছি......এটা হলো বাংলাদেশ, আর আমরা বাঙ্গালী।
21/03/2020

বাহ! এটাও এখন দেখতে হলো
ভাষা হারিয়ে ফেলেছি......
এটা হলো বাংলাদেশ, আর আমরা বাঙ্গালী।

ডিবিসি নিউজ

16/03/2020

করোনা ভাইরাসের সংক্রমন রোধ করতে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান ৩১ মার্চ পর্যন্ত বন্ধ ঘোষনা করা হয়েছে। তাই শিক্ষার্থীরা যেন বাহিরে না যায় এ বিষয়ে অভিভাবক দের সচেতন থাকতে হবে তা না হলে এ সিদ্ধানত কোনো কাজে আসবে না।-শিক্ষামন্ত্রী ড. দীপু মনি।

13/03/2020

আপনি ভুল করবেন ঠিক ততক্ষন পর্যন্ত,
যতক্ষন পর্যন্ত আপনি সঠিক শিক্ষা টি না গ্রহন করেন।
ততক্ষনে , হয়তো বাস্তবতার কাছে আপনার শেষ আশাটুকু বেচে থাকবে না।

12/03/2020

যদি তোর মনের আর্তনাদ শুনে কেউ না আসে,
তবে মন একলা চলরে।🙃🙃🙃🙂

29/02/2020

Thanks Emdadul Haque Hridoy vai.
Entertainment দিয়ে হলেও সামান্য বই পড়ার প্রতি অনুপ্রেরণা যোগানোর জন্য।😍😍
#ব্যাপারটা_টেনশনের_অবশ্যই_টেনশনের😊

Address

Dhaka
1212

Telephone

+8801305274421

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sazzadul Islam - সাজু posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sazzadul Islam - সাজু:

Videos

Share

Nearby media companies


Other Digital creator in Dhaka

Show All

You may also like