One Minute & World

One Minute & World All about exploring �

07/09/2022

শুভ সকাল
আজ বৃহস্পতিবার
৮ই সেপ্টেম্বর
সবার দিন শুভ হোক 🤲

আজকে কিনলাম বইটা। এক কথায় অসাধারন বই। বইয়ে হিরো আলমের ছোটবেলার কথা আছে। তার চানাচুরের বিজনেস, সিডির বিজনেস, মিউজিক ভিডিও...
06/09/2022

আজকে কিনলাম বইটা। এক কথায় অসাধারন বই। বইয়ে হিরো আলমের ছোটবেলার কথা আছে। তার চানাচুরের বিজনেস, সিডির বিজনেস, মিউজিক ভিডিওর বিজনেস নানান গল্প আছে। আছে তার ইলেকশনের কাহিনী। ক্লাস সেভেন পাশ এবং দেখতে অসুন্দর এই লোকটার জিদ আছে, সাহস আছে। হিরো আলমের বইয়ের ১০টা চুম্বক লাইন।

১। আপনারা শিক্ষিত কাগজে কলমে, মনুষ্যত্বের শিক্ষা শিক্ষিত লোকের মাঝে তেমন একটা নাই।

২। আমি অশিক্ষিত হয়ে লাত্থি উস্টা খেয়েও বেচে আছি, আপনারা শিক্ষিতরা কেন আত্মহত্যা করেন?

৩। আমার চেহারাটা নিয়ে আর কি বলবেন? আল্লাহই তো আমারে বানাইছে। আমি তো বানাই নাই। আমি কি করবো? এই চেহারা চেঞ্জ তো করতে পারবো না৷

৪। জীবনের সব ব্যবসা আমি টাকা দিয়ে করেছি, শুধু নির্বাচন ছাড়া।

৫। শিক্ষিতরা যে আমারে নিয়ে মজা করেন, আমার জায়গায় থাকলে তো রিসকা চালায়ে খাইতেন। আমি তো তাও চেহারা খারাপ বলে মিডিয়ায় আইছি, আপনার তো চেহারা মুটামুটি। আপনি তো তাও পারতেন না।

৬। আমি আমার ভক্তগো একবার ধন্যবাদ দিলে সমালোচকগো দুইবার ধন্যবাদ দেই। তারা আমার ভিডিও খিয়াল করে দেখে। ঘুমাতে যাওয়ার আগেও দেখে, উইঠেও দেখে।

৭। সারটিফিকেট ধারী শিক্ষিত লোক হইলো ভীতু। নিজেরা তো কিছু করবেই না, কেউ করতে দেখলেও গা জ্বলে। এরা যে কি চায় নিজেরাই জানে না।

৮। আমি পরিত্যক্ত সন্তান হয়ে চানাচুর বেচে, সিডি, ডিস লাইন, মিউজিক ভিডিও করে ১০-১৫টা মানুষের দায়িত্ব নিতে পারি, আপনি শিক্ষিত হয়ে কিছু পারেন না কেন?

৯। আমি হিরো আলম আমার ভিডিও দেখে খালি মানুষ হাসবে এই জন্যে কাজ করি। আমার মাইনসের হাসিমুখ দেখতেই ভালো লাগে। এই সব ভাইরাল, সমালোচনা এসবের জন্যে কাজ করি না।

১০। আমি সকল বিধবা মা, পরিত্যক্ত নারী ও শিশুদের জন্যে একটা সংস্থা করে যেতে চাই, যাতে, আমার মায়ের মতো কারো মার যেন মাইর খেয়ে রাস্তায় বাচ্চা নিয়ে রাত কাটানো না লাগে।

দৃষ্টিভংগি বদলান, আমরা সমাজকে বদলে দিবো।
হিরো আলম
বইমেলা ২০১৯
তরফদার প্রকাশনী
দাম ২০০ টাকা

কালেক্টেড পোস্ট

ছবির এই ভদ্রলোকের নাম এমদাদুল হক। বয়স ৬৫ বছর। বাসা দক্ষিণ মৌড়াইল। দুদকে কর্মরত ছিলেন। গতবছর অবসরে গেছেন। তিনি সোমবার ব্র...
06/09/2022

ছবির এই ভদ্রলোকের নাম এমদাদুল হক। বয়স ৬৫ বছর। বাসা দক্ষিণ মৌড়াইল। দুদকে কর্মরত ছিলেন। গতবছর অবসরে গেছেন।

তিনি সোমবার ব্রাহ্মণবাড়িয়া স্টেশন কাউন্টারে গিয়ে বলেন, বিভিন্ন সময় তিনি টিকেট না কেটে রেলে ভ্রমন করেছেন। এবং উনার কাছে হিসাব আছে যে কতোবার টিকেট না কেটে ভ্রমণ করেছেন। তার হিসেব অনুয়ায়ী বিনা টিকিটে যার ভ্রমন করা টাকার পরিমান ২৫৩০ টাকা।

এসময় তিনি ভাড়া বাবদ সেই ২৩৫০ টাকা পরিশোধ করার ইচ্ছা প্রকাশ করেন, বলেন বিনামূল্যে রেল ভ্রমন করে তিনি রাষ্ট্রের ক্ষতি করেছেন এবং সেই টাকা তিনি ফেরত দিতে চান। স্টেশন টিকিট বুকিং সহকারী দিদার মোল্লা ব্রাহ্মণবাড়িয়া থেকে চট্টগ্রাম পর্যন্ত মহানগর প্রভাতী এক্সপ্রেস ট্রেনে ২৫৩০ টাকা সমমূল্যের আসন বিহীন টিকেট ইস্যু করেন এমদাদুল হকের নামে। এবং তিনি পরিশোধ করেন সেই টাকা।

উনার কথার সারাংশ হলো যতো পূণ্যই করি এই দেনার দায় তো কোনো পূণ্য দিয়ে শোধ করার উপায় নেই, তাই সরাসরি রেলের খাতেই জমা দিয়ে দিলাম। জানি না তাতে আমার দায় মুক্তি হবে কি না, তবে মানষিক প্রশান্তি পাবো অন্ততঃ।পরবর্তীতে উনাকে স্টেশন প্রধান বুকিং সহকারীর অফিসে বসিয়ে আপ্যায়ন করা হয়।

আসুন আমরা বিনা টিকেটে রেল ভ্রমণ বন্ধ করি। বিনা টিকেটে রেল ভ্রমণ আইনত দণ্ডনীয় অপরাধ। হয়ত শেষ জীবনে আপনিও পুড়বেন অনুশোচনার আগুনে। আসুন আজই প্রায়শ্চিত্ত করি এমন পাপের।

©️ নাজমুস সালেহী

Hello Everybody
05/09/2022

Hello Everybody

ছবিতে যে মেয়েটিকে দেখতে পাচ্ছেন সেই অবলা মেয়েটি আমি নিজেই 😀 অনেকেই বলে ভাগ্যবতী, লক্ষ্মী আবার অনেকেই বলেন গর্ভাবস্থায় মা...
03/09/2022

ছবিতে যে মেয়েটিকে দেখতে পাচ্ছেন সেই অবলা মেয়েটি আমি নিজেই 😀

অনেকেই বলে ভাগ্যবতী, লক্ষ্মী আবার অনেকেই বলেন গর্ভাবস্থায় মায়ের কিছু ত্রুটির কারনে আমি দেখতে এমনটা হয়েছি ইত্যাদি ইত্যাদি....
'মাঝে মাঝে মনে হয় প্লাস্টিক সার্জারি করে মুখ থেকে দাগটি চিরতরে দূর করে দিই। আমার নিজের পরিবার ও স্বামী এ জন্মদাগটিকে খুব সহজভাবে মেনে নিয়েছেন। তাই মন খারাপ হলেও আবার সাহস পাই সামনে চলার জন্য’।

এসব নিয়ে আমার কোন মাথা ব্যথা নেই “সৃষ্টিকর্তার প্রতিটি সৃষ্টিই সুন্দর”! 🖤

~ Shanjida Lima

02/09/2022

গতকালকের ঘটনাঃ

৪০ বছর বয়সী আতাউর রহমান ঘরে স্ত্রী সন্তান রেখেই পালিয়ে নতুন বিয়ে করেন।
বিয়ের পর ভারতে গিয়ে নিজের একটি কিডনি বিক্রি করে প্রায় তিন লাখ টাকা নতুন বউ রুবিনাকে দেয়।
নতুন বউ রুবিনা খাতুন সেই টাকা মেরে দিয়ে আবার আরেকটি বিয়ে করে ফেলে।
নিজের টাকা কিংবা নতুন বউ হারানোর শোকে আতাউর অভিমানে বিষপান করে গতকাল মারা গেছেন। (আত্ম*হ*ত্যা করেছেন)

এখানে প্রতারক যে, ভুক্তভোগীও সে-ই। 🙂

25/08/2022

Address

Dhaka
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when One Minute & World posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to One Minute & World:

Share

Category



You may also like