Effort - প্রচেষ্টা

Effort - প্রচেষ্টা গন্তব্যে পৌঁছতে হলে প্রথমে চলা শুরু করতে হবে, বসে থেকে তো আর গন্তব্যে পৌঁছা যায় না।।
(4)

07/09/2023
31/08/2023

তুমি সবার প্রিয় কখনোই হতে পারবে না। কারণ তুমি মানুষ, টাকা না।

27/08/2023

Effort is success

23/08/2023

হালকা একটু গাওয়ার চেষ্টা ☺️🤗
゚viralシ ゚ ゚

বিয়ের  দিন দুইজন বাদে  সবাই থাকে খাওয়ার ধান্দায় তাহলে সেই দুইজন কোন ধান্দায় থাকে??🤔🤔
23/08/2023

বিয়ের দিন দুইজন বাদে সবাই থাকে খাওয়ার ধান্দায়
তাহলে সেই দুইজন কোন ধান্দায় থাকে??🤔🤔

14/08/2023

Alhamdulillah 😊😊

1k follow done
😊😊

10/08/2023

Follow to follow back

রইবেনা থেমে কিছু, জীবন চলবেই। প্রয়োজন মেটাতে এবার লন্ড্রি  যাবে বাড়িতেই।নিজেই যখন লন্ড্রিওয়ালা🫣😆
02/08/2023

রইবেনা থেমে কিছু, জীবন চলবেই।
প্রয়োজন মেটাতে এবার লন্ড্রি যাবে বাড়িতেই।
নিজেই যখন লন্ড্রিওয়ালা🫣😆

Nature is always beautiful 🌝
30/07/2023

Nature is always beautiful 🌝

30/07/2023

"হ্যাঁ" এবং "না" কথা দুটো সবচেয়ে পুরনো এবং সবচেয়ে ছোট। কিন্তু এ কথা দুটো বলতেই সবচেয়ে বেশি ভাবতে হয়॥

সন্ধ্যার আকাশ 🌝
28/07/2023

সন্ধ্যার আকাশ 🌝

27/07/2023

যোগ্য ব্যক্তিরা-ই সমালোচিত হয় আর সমালোচনা করে তো অযোগ্য ব্যক্তিরা।

"সন্ধ্যার আকাশে সোনালী ছায়া, শান্তির মেঘে ভরা কাহিনীর আঁধারে সাজানো।
25/07/2023

"সন্ধ্যার আকাশে সোনালী ছায়া, শান্তির মেঘে ভরা কাহিনীর আঁধারে সাজানো।

24/07/2023

কোনো কাজ শুরু করার আগে সর্বদা নিজেকে এই তিনটি প্রশ্ন করবে :-

১.আমি এটা কেন করতে চলেছি ?
২.এর পরিনাম কী হতে পারে ?
৩.আমার সফলতার সম্ভাবনা কতটা ?

যদি ঐ প্রশ্নগুলির সন্তোষজনক উত্তর পেয়ে যাও, তবেই কাজ শুরু কর।

17/07/2023

শক্তি রেখে যারা চলে তারা হারে না।ব্যর্থতা একটা পরিক্ষামাত্র। কী ঘাটতি রয়েছে দেখো এবং তা পূরণ করো, যতক্ষণনা সফল হও। শান্তির ঘুম ত্যাগ করো। লড়াই করো,মাঠ ছেড়ে পালিয়ে যেওনা। কিছু না করলে জয়ের ধ্বনি শোনা যায় না। যে শক্তি রেখে চলে সে হারে না কখনো। একদিন না একদিন সফল হবেই।

গ্রামের দৃশ্য দেখতে কতইনা অপূর্ব 😊😊
15/07/2023

গ্রামের দৃশ্য দেখতে কতইনা অপূর্ব 😊😊

13/07/2023

জীবনের লড়াইটা একাই করতে হয়, জ্ঞান দিবে অনেকেই কিন্তু আল্লাহ ছাড়া সঙ্গ দিবে না কেউ !

09/07/2023

১০ টি পদক্ষেপে ৬ মাসে নিজেকে পরিবর্তন করুনঃ-

১.প্রয়োজনের চেয়ে অতিরিক্ত সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করবেন না।

২.একা থাকার মাধ্যমে সময়ের সর্বোচ্চ ব্যবহার করতে শিখুন, অযথা বন্ধুবান্ধবদের সঙ্গে আড্ডা দিয়ে অতিরিক্ত সময় অপচয় করবেন না।

৩.প্রতিদিন অন্তত ৫ পাতা বই পড়ুন। আর পড়ার অভ্যাস আপনার দৃষ্টি খুলে দেবে।

৪.শরীরের বিশ্রামের জন্য ৬ ঘন্টা ঘুম নিশ্চিত করুন।

৫.পরিবারের দায়িত্বগুলো নিতে শিখুন,বাজার করা থেকে শুরু করে ডাক্তার দেখানো ইত্যাদি।

৬. কারো জন্য মনের মাঝে হিংসা পোষণ বা প্রতিশোধপরায়ণ হবপন না।দেখবেন শান্তিতে থাকবেন।

৭. না বলতে শিখুন। যেটা মন থেকে মেনে নিতে পারবেন না তা কারো মন রক্ষার্থে হ্যা বলবেন না।

৮. নেতিবাচক ও লক্ষ্যহীন মানুষের থেকে দূরে থাকুন।

৯. এমন মানুষের সাথে মেশার চেষ্টা করুন যারা উন্নত চিন্তা করে।

১০. ইংরেজি ভাষায় দক্ষ হওয়ার সর্বোচ্চ চেষ্টা করুন।

20/06/2023

মানুষরূপী শয়তানের ভয় আপনার মন থেকে এখনই বের করে ফেলুন।
মনে রাখবেন,আমরা আল্লাহর বান্দা এবং আল্লাহই আমাদের জন্য যথেষ্ট। '

20/06/2023

খুব সতর্কতার সাথে কাজ করুন আর নিজের শত্রুর চেয়ে গুনাহের ব্যপারে বেশি ভয় করুন। কারণ, আপনার শত্রু আপনাকে ধ্বংস করতে পারবে না,কিন্তু আপনার গুনাহ শত্রুকে সুযোগ করে দিতে পারে আপনার ক্ষতি করার।'

17/06/2023

একজন বীর পুরুষের দৃষ্টি
তরবারির চেয়েও ধারালো।।

17/06/2023

সু দিনে বন্ধু বটে অনেকেই হয়,
দুর্দিনে হায় হায় কেউ কারো নয়।।।

16/06/2023

১৪০০ বছর আগে রাসুল (সাঃ) এর বাণী আজ বিজ্ঞানীরা প্রমাণ পেয়েছে !

মুহাম্মদ (সাঃ) বলেছেনঃ "পুরুষের প্যান্ট বা কাপড় পায়ের টাখনুর উপর পড়তে হবে। অন্যথায় তারা জাহান্নামে যাবে।"
- (সহীহ বুখারী ৫৩৭১)

বিজ্ঞান বলে, পুরুষের টাখনুর ভিতর প্রচুর পরিমানে হরমোন থাকে এবং তার আলো বাতাসের প্রয়োজন হয়। তাই কেউ যদি তা খোলা না রেখে ঢেকে রাখে, তাহলে তার যৌনশক্তি কমে যাবে এবং বিভিন্ন রোগে আক্রান্ত হবে।

মুহাম্মদ (সাঃ) বলেছেন, "ভ্রু প্লাগকারীর উপর আল্লাহর লানত"
- (সহীহ বুখারী ৫৫১৫)

বিজ্ঞান বলে, ভ্রু হলো চোখের সুরক্ষার
জন্য। ভ্রুতে এমন কিছু লোম থাকে যদি তা
কাটা পড়ে যায় তাহলে ভ্রুপ্লাগকারী পাগল হতে পারে, অথবা মৃত্যুবরণও করতে পারে।

রাসুল্লাহ (সাঃ) বলেছেন, "নেশা জাতীয় দ্রব্য খাওয়া হারাম"
- (সহীহ বুখারী ৬১২৪)

বিজ্ঞান বলে, ধুমপানের কারনে ফুস্ফুসের ক্যান্সার, ব্রংকাইটিস ও হৃদরোগ হয়ে মানুষ মারা যায়। ধুম্পান করলে ঠোট, দাতের মাড়ি, আঙ্গুল কালো হয়ে যায়। যৌনশক্তি ও ক্ষুধা কমে যায় এমনকি স্মৃতিশক্তি ও কমে যায়।

রাসুল্লাহ (সাঃ) বলেছেন, "পুরুষের জন্য স্বর্ণ ব্যবহার হারাম।"
- (মুসলিম ১৬৫৫)

বিজ্ঞান বলে, স্বর্ণ এমন একটি পদার্থ যা স্কিনের সাথে মিশে ব্লাডের মাধ্যমে ব্রেনে চলে যায়। আর তার পরিমান যদি ২.৩ হয় তাহলে মানুষ তার আগের স্মৃতি সব হারিয়ে ফেলবে।

রাসুল্লাহ (সাঃ) বলেছেন, ঘুমানোর সময় আলো নিভিয়ে এবং ডান কাত হয়ে ঘুমাতে।
- (সহীহ বুখারী ৩২৮০)

বিজ্ঞান বলে, ডান কাত হয়ে ঘুমালে হার্ট ভালো করে পাম্প করে। আর লাইট না নিভিয়ে ঘুমালে ব্রেনের এনাটমি রস শরীরে প্রবেশ করতে পারে না, যার ফলে ক্যান্সার হওয়ার খুব সম্ভবনা থাকে।

রাসুল্লাহ (সাঃ) বলেছেন, "তোমরা গোফ ছেটে ফেল এবং দাড়ি রাখ।"
- (সহীহ মুসলিম ৪৯৩ ও ৪৯৪)

বিজ্ঞান বলে, দাড়ি না রাখলে স্ক্রিন ক্যান্সার, ফুস্ফুসের ইনফেকশন এবং ৪০ এর আগে যৌবন হারানোর সম্ভবনা থাকে।

আল্লাহ সুবনাহু তায়ালা বলেন, "আর ব্যভিচারের কাছেও যেয়োনা। নিশ্চয় এটা অশ্লীল কাজ এবং ধ্বংসের পথ।"
- (বনি ইসরাঈল ৩২) নেশাগ্রস্থ শয়তানের কাজ (মাইদাহ ৯০)

বিজ্ঞান বলে, পর্নোগ্রাফি ও অশ্লীল সম্পর্ক সহ বিভিন্ন মাদকদ্রব্য নেশায় যদি কেউ জড়িয়ে পড়ে, তাহলে তার ব্রেনের ফরেন্টাল এরিয়া পরিচালনা করার ইনটেলেকচুয়াল সেলগুলো থরথর করে কাপতে থাকে এবং অস্থির হয়ে যায়। যার ফলে সে নেশাগ্রস্থ হয়ে মাতাল ও অসুস্থের মত জীবন পরিচালনা করে। এবং তা তাকে ধ্বংসের দিকে ঠেলে দেয়।

আল্লাহ বলেন, "আর যখন কোরআন পাঠ করা হয়, তখন তাতে কান লাগিয়ে রাখ এবং নিশ্চুপ থাক যাতে তোমাদের উপর রহমত হয়।"
- (আরাফ ২০৪)

বিজ্ঞান বলে, কুরআনের সাউন্ড ওয়েব শরীরের সেলগুলোকে সক্রিয় করে, অসুস্থতা আরোগ্য করে বিশেষ করে হার্ট এবং ক্যান্সার রোগীদের। আর ব্রেনকে এমনভাবে চার্জ করে, ঠিক যেমন ভাবে ফিউজ হওয়া ব্যাটারীকে সচল করা হয়।

শেয়ার করে ছড়িয়ে দিন। সবাইকে জানিয়ে দিন ইসলামের বিজয়ের কথা !!!

effort........

13/06/2023

""জীবন একটি যাত্রা, একটি অভিজ্ঞতা। প্রতিটি দিনে আপনি নতুন কিছু শিখতে পারেন, নতুন কিছু অভিজ্ঞতা অর্জন করতে পারেন। আপনার জীবনে সমস্যা ও কঠিন বিষয় আসবে, তবে সামরিক হোক, আপনি সেগুলোর মুখোমুখি হোন এবং যথাসাধ্য মোকাবিলা করুন। কখনও হার মানবেন না, বরং প্রতিবার আপনার অনিশ্চয়তাকে একটি সুযোগ হিসাবে গ্রহণ করুন। অবসর থাকবেন না, আপনার লক্ষ্যে অবিচলিত থাকুন এবং সর্বদা আপনার স্বপ্ন সত্যতে পরিণত করার জন্য পরিশ্রম করুন।"

,,,,,effort,,,,

13/06/2023

..Sometimes we create problems for ourselves by becoming friends with people we should just greet and pass....

13/06/2023

°°°°Life is very narrow, so life should be lived with good deeds,,,,,

11/06/2023

ভুল প্রতিটি মানুষেরই হয়,
কিন্তু সেই ব্যক্তি নিজের ভুলকে স্বীকার করে, যে ভুল থেকে কিছু শিখেছে।।

"effort "

11/06/2023

Mistakes happen to everyone.
But the person admits the mistake,
Learned some lessons from that mistake.
"effort "

10/06/2023

সত্যতা ------

সত্যতা মানে প্রকৃত বা বিষয়বস্তুতার সাথে যথার্থ বা সঠিক সম্পর্ক রক্ষা করা। এটি মানুষের জীবনে একটি মূলদত্ত গুণ হিসাবে পরিগণিত হয়ে আসে। সত্যতা ব্যক্তিগত এবং সামাজিক স্তরে গুরুত্বপূর্ণ বিষয় হিসাবে পরিচিত এবং মানুষের চারিত্রিক উন্নতির জন্য প্রয়োজনীয়।

সত্যতা বিশ্বাসযোগ্যতা ও নির্ভরযোগ্যতার মূলনীতির উপর নির্ভর করে। সত্যতা সাধারণত বিশ্বাসযোগ্য এবং প্রমাণিত হওয়া উচিত। একটি সঠিক বা সত্যতার অভিপ্রায় একজন ব্যক্তির মতামত, মতবাদ, বা কথাবার্তার সাথে মিলিয়ে চলে তবেও এটি কোনো ভাবেই বস্তুত মানে ধারণ করা যাবে না। একটি পরিবেশে সত্যতা একটি মানসিক অবস্থা বা সুস্থ পরিবেশের একটি বৈশিষ্ট্য হিসাবে পরিচিত হতে পারে।।।।

10/06/2023

সফলতা-----

সফলতা, মানব কর্মের ফল,
চোখে মুখে ছড়িয়ে তোলে গোপন আলো।

সফলতার পথে হাটবে নিশ্চল চলা,
প্রতিদিনে হারিয়ে যাবে নিশ্চল নীলদরা।

সফলতার পানে হলে যতটা চেষ্টা,
হলে ততটা বৃদ্ধি হতে থাকে জ্ঞানের তীব্র ন্যায্যতা।

সফলতা সৃষ্টি করে বিচার ও অনুশাসন,
জাতীয় ও আন্তর্জাতিক মানসম্পদ বিস্তার ও বন্ধন।

সফলতা প্রতিশ্রুতি দেয় মূর্খতার আকাশ,
জাগতিক মনোবিজ্ঞানে তার অস্তিত্ব পরিপাটির মতো মহাকাশ।

Address

Shariatpur
Dhaka

Telephone

+8801916812335

Website

https://www.youtube.com/@SamimHussain35

Alerts

Be the first to know and let us send you an email when Effort - প্রচেষ্টা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Effort - প্রচেষ্টা:

Videos

Share

Category