A Cameraman

A Cameraman বাংলাদেশ রেলওয়ে রিলেটেড খবর ও ভিডিও পেতে সাথে থাকুন
(1)

বেনাপোল এক্সপ্রেস যখন ভোরের আলোতে ঈশ্বরদী জংশনে
28/09/2024

বেনাপোল এক্সপ্রেস যখন ভোরের আলোতে ঈশ্বরদী জংশনে

একসময়ের আন্তঃনগর মধুমতি এক্সপ্রেস - 756/755 Intercity Madhumati Express - কুষ্টিয়া অতিক্রমকালে
28/09/2024

একসময়ের আন্তঃনগর মধুমতি এক্সপ্রেস - 756/755 Intercity Madhumati Express - কুষ্টিয়া অতিক্রমকালে

ময়মনসিংহে লোকাল ট্রেনে ডাকাতিময়মনসিংহ–নেত্রকোণার জারিয়া রেলপথে চলা লোকাল ট্রেনে ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় ডাকাতরা ট্রেনের...
18/09/2024

ময়মনসিংহে লোকাল ট্রেনে ডাকাতি

ময়মনসিংহ–নেত্রকোণার জারিয়া রেলপথে চলা লোকাল ট্রেনে ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় ডাকাতরা ট্রেনের একটি বগির যাত্রীদের অস্ত্রের ভয় দেখিয়ে তাদের নগদ টাকা, মুঠোফোন ও জিনিসপত্র লুট করে নিয়ে যায়। আজ বুধবার সকাল সোয়া ৬টার দিকে ময়মনসিংহ শহরের কেওয়াটখালি এলাকায় এ ঘটনা ঘটে।

মুঠোফোনে ডাকাতির ঘটনাটি তাৎক্ষণিক ছড়িয়ে পড়লে নেত্রকোণার পূর্বধলা উপজেলা সদরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও ভুক্তভোগী যাত্রীরা সকাল পৌনে ৮টার দিকে পূর্বধলা স্টেশনে প্রায় ঘণ্টাখানেক ট্রেনটি অবরোধ করে রাখে।

ভুক্তভোগী ট্রেনের যাত্রী, পূর্বধলা সরকারি জগৎমনি পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক শুধাংশু শেখর তালুকদার ও পূর্বধলা রাবেয়া মহিলা কলেজের সহকারী অধ্যাপক মো. খোশেদ আলী জানান, পূর্বধলা উপজেলার জারিয়া ঝাঞ্জাইল স্টেশন থেকে ময়মনসিংহ পর্যন্ত লোকাল ট্রেনটি নিয়মিত দিনে চারবার চলাচল করে। ট্রেনটি জারিয়া ট্রেন হিসেবেই পরিচিত। আজ বুধবার সকাল ৬টার দিকে তারা ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে জারিয়াগামী ২৭২নং ওই লোকাল ডাউন ট্রেনের ইঞ্জিনের সাথের বগিতে উঠেন। ময়মনসিংহ নগরের কেওয়াটখালী এলাকায় ডাকাতের কবলে পড়ে ট্রেনটি। ৪ জনের একটি ডাকাতদল ট্রেনের ইঞ্জিনের সাথের বগিতে ওঠে। ডাকাতরা অস্ত্র দেখিয়ে যাত্রীদের কাছ থেকে মুঠোফোন, নগদ টাকা ও অন্যান্য জিনিসপত্র লুট করে নিয়ে যায়। এ সময় ডাকাতদের ধারাল অস্ত্রের আঘাতে রাকিবুর রহমান (৪২) নামের এক যাত্রী আহত হয়।

© বিডিনিউজ

যাত্রী সেবা বাড়াতে রেলওয়ের কল সেন্টার চালুযাত্রী সেবা বাড়াতে বাংলাদেশ রেলওয়ে চালু করল নিজস্ব কল সেন্টার সেবা। আজ (১০ সেপ...
11/09/2024

যাত্রী সেবা বাড়াতে রেলওয়ের কল সেন্টার চালু

যাত্রী সেবা বাড়াতে বাংলাদেশ রেলওয়ে চালু করল নিজস্ব কল সেন্টার সেবা। আজ (১০ সেপ্টেম্বর) থেকে এই সেবা চালু করা হয়েছে।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে রেলওয়ে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আপনারা যেকোনো নম্বর হতে ১৩১ নম্বরে কল করে রেলসংক্রান্ত তথ্য, সেবা ও সহায়তা নিতে পারবেন। নতুন একটি সেবা হিসেবে কল সেন্টারবিষয়ক আপনাদের মূল্যবান পরামর্শ রেলওয়ের এই সেবা কার্যক্রমটিকে আরও সুষ্ঠুভাবে পরিচালনায় সহায়তা করবে।

আরটিভি /এএ/এসএ

Kalni Express - BHR stn
10/09/2024

Kalni Express - BHR stn

💠ট্রেনের হর্ন ১১ রকমের, প্রতিটির আলাদা আলাদা অর্থ:-____________________________________________★ মোট ১১ রকমের হর্ন বাজে ...
10/09/2024

💠ট্রেনের হর্ন ১১ রকমের, প্রতিটির আলাদা আলাদা অর্থ:-
____________________________________________

★ মোট ১১ রকমের হর্ন বাজে রেলে। এক একভাবে হর্ন বাজানোর অর্থ আলাদা আলাদা। বিভিন্ন কায়দায় হর্ন বাজিয়ে পৃথক পৃথক ইঙ্গিত দেন ট্রেনের চালক।

👉জেনে নিন কোন হর্নের কী অর্থঃ–

1️⃣ওয়ান শট হর্নঃ— একবার সামান্য সময়ের জন্য হর্ন বাজানোর অর্থ, ট্রেন ইয়ার্ডে যাবে সাফাইয়ের জন্য।

2️⃣ টু শট হর্নঃ— সাধারণত ট্রেন ছাড়ার সময়ে এইভাবে হর্ন বাজানো হয়। মোটরম্যান এর মাধ্যমে গার্ডের কাছে ট্রেন ছাড়ার সিগন্যাল চান।

3️⃣ তিন বার ছোট করে হর্ন বাজানোঃ— চালক কোনওভাবে ট্রেনের উপরে নিয়ন্ত্রণ হারালে বা ট্রেন থামাতে ব্যর্থ হলে এইভাবে হর্ন বাজিয়ে গার্ডকে সতর্ক করেন। তখন গার্ড ভ্যাকুয়াম ব্রেকের সাহায্যে ট্রেন থামান।

4️⃣ চার বার ছোট করে হর্ন বাজানোঃ— এর অর্থ, ট্রেনে কোনও যান্ত্রিক ত্রুটি হয়েছে, যার ফলে ট্রেনটি আর এগোতে পারবে না।

5️⃣ একটা লম্বার পরে একটি ছোট হর্নঃ— এমন ভাবে হর্ন বাজিয়ে ইঞ্জিন স্টার্ট করার আগে মোটরম্যান গার্ডকে ব্রেক পাইপ সিস্টেম চালু করতে বলেন।

6️⃣ দু’বার লম্বার পরে একটা শর্ট হর্নঃ— মোটরম্যান এর মাধ্যমে গার্ডকে ইঞ্জিনের কন্ট্রোল নিতে নির্দেশ দেন।

7️⃣ এক টানা হর্নঃ— এর মাধ্যমে যাত্রীদের বুঝিয়ে দেওয়া হয় ট্রেনটি পর পর বেশ কিছু স্টেশনে দাঁড়াবে না।

8️⃣ থেমে থেমে দু’বার হর্নঃ— এর অর্থ ট্রেনটি কোনও রেলওয়ে ক্রসিং পার করছে।

9️⃣ দুইটি লং ও শর্ট হর্নঃ— এর অর্থ ট্রেনটি ট্র্যাক বদল করছে।

1️⃣0️⃣ দু’টি শর্ট ও একটি লং হর্নঃ— এর অর্থ, কোনও যাত্রী চেন টেনে ট্রেন থামানোর চেষ্টা করেছেন।

1️⃣1️⃣ ছ’টি ছোট ছোট হর্নঃ— এর অর্থ, ট্রেনটি কোনও বিপদের মুখে পড়ছে। আপৎকালীন পরিস্থিতিতে এভাবে হর্ন বাজিয়ে সতর্ক করেন চালকরা।

06/09/2024

বেনাপোল এক্সপ্রেস কুমারখালি স্টেশন অতিক্রম কালে...

ভারত থেকে আসা মেদিনীপুর ওরশ স্পেশাল ট্রেন - কুষ্টিয়া
04/09/2024

ভারত থেকে আসা মেদিনীপুর ওরশ স্পেশাল ট্রেন - কুষ্টিয়া

রাজশাহী রেলওয়ে স্টেশন
04/09/2024

রাজশাহী রেলওয়ে স্টেশন

04/09/2024

কুষ্টিয়া কোর্ট স্টেশনে ট্রেনে উঠা নামা যেন এক বিড়ম্বনার নাম

আমি  ট্রেনে উঠে দেখি আমার সিটে সোজা হয়ে এক ছেলে বসা চশমা পরে পুরাই একাকার অবস্থা 🫢আমি বল্লাম ভাই কই যাবেন বল্লো রাজশাহী,...
04/09/2024

আমি ট্রেনে উঠে দেখি আমার সিটে সোজা হয়ে এক ছেলে বসা চশমা পরে পুরাই একাকার অবস্থা 🫢

আমি বল্লাম ভাই কই যাবেন বল্লো রাজশাহী,
আমি জিজ্ঞেস করলাম ভাই টিকিট ছাড়া গেলে কি ঝামেলা করবে?

ছেলেটা বলে অবশ্যই করবে, তারপর বলে কেন আপনার টিকিট নাই?
আমি বল্লাম ভাই আমার তো আছে কিন্তু আপনার নাই, সিট ছেড়ে দেন দয়া করে 😁

সামনের সিটে বসা এক মেয়ে অট্টহাসি দিয়ে উঠলো 😆😂

© Mohammad Rafiu Al Akash

ছবি - প্রতীকী

সাবেক রেলমন্ত্রীর বিরুদ্ধে মা ম লারাজবাড়ীর বালিয়াকান্দিতে সাবেক রেলমন্ত্রী জিল্লুল হাকিমসহ আওয়ামী লীগের ৫২ নেতাকর্মীর...
01/09/2024

সাবেক রেলমন্ত্রীর বিরুদ্ধে মা ম লা

রাজবাড়ীর বালিয়াকান্দিতে সাবেক রেলমন্ত্রী জিল্লুল হাকিমসহ আওয়ামী লীগের ৫২ নেতাকর্মীর বিরুদ্ধে মাম লা দায়ের হয়েছে। শনিবার (৩১ আগস্ট) বালিয়াকান্দি থানায় বাদী হয়ে মা-মলাটি দায়ের করেন উপজেলা ছাত্রদলের সভাপতি মো. নাজমুল শেখ।

মাম-লার বাদী নাজমুল জামালপুর ইউনিয়নের আলোকদিয়া গ্রামের রফিক শেখের ছেলে।

মামলার অন্য আসামিরা হলেন- বালিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও জামালপুর ইউনিয়নের চেয়ারম্যান একেএম ফরিদ হোসেন বাবু, উপজেলা যুবলীগের আহ্বায়ক রাসেল খান রিজু, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, মিজানুর রহমান মিরন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আনিসুর রহমান, মো. নাজমুল আলম রাজু, বাবুল মণ্ডল, রোহান শেখ, সজিব মণ্ডল, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মো. তুহিন মণ্ডল, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হারুন অর রশিদ হারুন শেখ, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও বহরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি কামরুজ্জামান ওরফে কামরুল শেখ, উপজেলা ছাত্রলীগের বহিষ্কৃত সভাপতি তৌফিক খান সাদিদ, মুন্না শেখ, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. সোহেল মাহমুদ মন্টু, আবির শেখ, মাহমুদ মিয়া, মো. ফারুক মিয়া, ইকরাম মোল্যা, জাহিদুল শেখ, আব্দুল লতিফ রতন, তানভীর খান, সুশান্ত বৈরাগী, ইউপি সদস্য আলমগীর মিয়া, বালিয়াকান্দি বাজার বণিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক মো. বদরুল আলম, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম, রনি শেখ, রানা শেখ, রবিউল ইসলাম রবি, উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মো. আবু তারেক বাবুল শেখ, ইউপি সদস্য ইব্রাহিম তালুকদার, মো. কবির শেখ, জাহিদ মণ্ডল, টিটু শেখ, ইজাজুল ইসলাম, মো. কালাম, দাউদ মোল্যা, আব্দুল্লাহ তুষার, মো. নসরু, খালিদ রাহাদ, জামালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শামীম মিয়া মোড়ল, রহিম শিকদার, সেলিম শেখ, ইউপি সদস্য শুকুর খান, টিটুল শেখ, ইউপি সদস্য আরব আলী শেখ, নাসির উদ্দিন, নজরুল ইসলাম, জাহাঙ্গীর মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক আলমগীর মোল্যা, জিল্লুল হাকিমের ছেলে মিতুল হাকিমসহ অজ্ঞাত আরও ১৫০-২০০ জন।

মামলার অভিযোগে বলা হয়, ২০২৩ সালের ১৯ জুন বেলা সাড়ে ১১টার দিকে বালিয়াকান্দি বাসস্ট্যান্ড বাজারের ফরিদ হাসান আশিকের সামনে ছাত্রদলের আনন্দ মিছিলে হামলা চালানো হয়। এ সময় ফরিদ হাসান আশিক দোকানের মধ্যে আশ্রয় নিলে তাকে কু-পিয়ে ও পি-টিয়ে জ-খম করা হয়।

বালিয়াকান্দি থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রাজিবুল ইসলাম বলেন, শনিবার মামলাটি রেকর্ড হয়েছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

Hardinge Bridge - P no 14
01/09/2024

Hardinge Bridge - P no 14

১৫ বছরে বাংলাদেশ রেলওয়ের ১ লাখ ৫ হাজার কোটি টাকার ৯৫ টি প্রকল্প হতে মোট মূল্যের ৩০% কর্মকর্তাদের পকেটে। সূত্র: যুগান্তর
31/08/2024

১৫ বছরে বাংলাদেশ রেলওয়ের ১ লাখ ৫ হাজার কোটি টাকার ৯৫ টি প্রকল্প হতে মোট মূল্যের ৩০% কর্মকর্তাদের পকেটে।
সূত্র: যুগান্তর

উন্নয়ন ব্যয়ের সঙ্গে মানুষের ভাগ্য বদলের যোগসূত্র দেখা যাচ্ছে না: রেল উপদেষ্টারেল উপদেষ্টা বলেন, ‘উন্নয়ন ব্যয়ের সঙ্গে মান...
31/08/2024

উন্নয়ন ব্যয়ের সঙ্গে মানুষের ভাগ্য বদলের যোগসূত্র দেখা যাচ্ছে না: রেল উপদেষ্টা

রেল উপদেষ্টা বলেন, ‘উন্নয়ন ব্যয়ের সঙ্গে মানুষের উপকারের কোনো যোগসূত্র নেই, তাই রাজপথে হতাশা। কারণ একদিকে বলা হচ্ছে দেশের জিডিপি বাড়ছে, জিডিপির গ্রোথ বাড়ছে কিন্তু মানুষ সেটার সুফল পাচ্ছে না। অতীতকে তো আমরা সংশোধন করতে পারব না। তবে ভবিষ্যতে আমরা দেখব এটি যেন শুধুমাত্র একটি সংখ্যা না হয়। উন্নয়ন ব্যয় এবং মানুষের ভাগ্যোন্নয়ন যেন একসাথে সম্পর্কিত হয়।’

ফাওজুল কবির খান বলেন, ‘পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পে যে রেললাইন করা হয়েছে তা মানুষের কতটা উপকারে আসবে। যে পরিমাণ টাকা ব্যয় হয়েছে তা কত দিনে উঠে আসবে।’

এ সময় মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপদেষ্টার সাথে উপস্থিত ছিলেন।

ছবি - নিলয়

ঢাকা যশোর রেলপথ পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের মাধ্যমে ঢাকা-যশোরের মধ্যে নতুন ১৭০ কিলোমিটার রেলপথ নির্মাণের কাজ শেষদিকে।...
31/08/2024

ঢাকা যশোর রেলপথ

পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের মাধ্যমে ঢাকা-যশোরের মধ্যে নতুন ১৭০ কিলোমিটার রেলপথ নির্মাণের কাজ শেষদিকে। গত বছরের নভেম্বর থেকে আংশিকভাবে ট্রেন চলাচলও শুরু হয়েছে। বর্তমানে চলছে তিনটি আন্তঃনগর ও দুটি মেইল ট্রেন। পণ্যবাহী কোনো ট্রেন চলছে না। চলতি বছরের প্রথম ছয় মাসে যাত্রী পরিবহন করে রেলপথটি থেকে আয় হয়েছে প্রায় ৩৭ কোটি টাকা। যদিও রেলপথটি নির্মাণের আগে করা সমীক্ষায় বলা হয়েছিল, চালুর প্রথম বছর যাত্রী ও পণ্য পরিবহন করে আয় হবে ১ হাজার ৩৩৯ কোটি টাকা। একই সঙ্গে ২০২৪ সালের মধ্যে রেলপথটির বার্ষিক আয় বেড়ে ১ হাজার ৪০২ কোটিতে দাঁড়ানোরও প্রাক্কলনও করা হয়েছিল।

বছরে ১,৪০০ কোটি টাকা আয়ের প্রাক্কলন, ছয় মাসে আয় হয়েছে ৩৭ কোটিসেতু সংযোগ রেলপথ দিয়ে ট্রেন চলাচল শুরু হয়েছে। বর্তমানে তিনট...
30/08/2024

বছরে ১,৪০০ কোটি টাকা আয়ের প্রাক্কলন, ছয় মাসে আয় হয়েছে ৩৭ কোটি

সেতু সংযোগ রেলপথ দিয়ে ট্রেন চলাচল শুরু হয়েছে। বর্তমানে তিনটি আন্তঃনগর ও দুটি মেইল ট্রেন চলছে। রেলওয়ের তথ্য বলছে, চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত তিন আন্তঃনগর ট্রেন থেকে রাজস্ব আয় হয়েছে ৩৬ কোটি ৭১ লাখ টাকা। এর মধ্যে সুন্দরবন এক্সপ্রেস থেকে ১৪ কোটি ৬০ লাখ টাকা, মধুমতি এক্সপ্রেস থেকে ১০ কোটি ৯৬ লাখ ও বেনাপোল এক্সপ্রেস থেকে ১১ কোটি ১৪ লাখ টাকা আয় হয়েছে। দুটি মেইল ট্রেন থেকে আয়ের কোনো তথ্য পাওয়া যায়নি। পদ্মা সেতু দিয়ে চলাচল করা তিনটি আন্তঃনগর ট্রেনই আগে অন্য রুটে চলাচল করত। ফলে এসব ট্রেনের আয় রেলওয়ের সামগ্রিক আয় বাড়াতে কোনো ভূমিকা রাখতে সক্ষম নয়। যদিও পদ্মা রেল প্রকল্পের সমীক্ষায় যাত্রীবাহী ট্রেন পরিচালনা করে বছরে ৫৫ কোটির বেশি টাকা আয়ের প্রাক্কলন করা হয়েছিল।

পদ্মা সেতু ও মাওয়া এক্সপ্রেসওয়ের কারণে ঢাকার সঙ্গে দেশের দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলে উন্নত সড়ক যোগাযোগ ব্যবস্থা গড়ে উঠেছে। একই গতিপথে ট্রেন পরিচালনা কতটা লাভজনক হবে, তা নিয়ে প্রশ্ন তুলছেন অর্থনীতিবিদরা। তাদের আশঙ্কা, রেলপথটি ‘আন্ডার ইউটিলাইজ’ থাকতে পারে। এ প্রসঙ্গে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ড. মইনুল ইসলাম বণিক বার্তাকে বলেন, ‘সড়ক যোগাযোগ স্থাপিত হওয়ার পর পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের মাধ্যমে তৈরি করা রেলপথ ‘আন্ডার ইউটিলাইজড’ থাকার একটা সম্ভাবনা আছে। অর্থাৎ রেলপথটি খুব বেশি ব্যবহৃত হবে না। তাই বলা যায়, খরচের বিবেচনায় রেলপথটি খুব বেশি লাভজনক হওয়ার সম্ভাবনা নেই। পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের ঋণ পরিশোধ শুরু হবে ২০২৫ সাল থেকে। প্রতি বছর ঋণের কিস্তি যা আসবে, তা রেলপথের আয় দিয়ে মেটানো যাবে না। সেজন্য এ প্রকল্পের ঋণ শোধের বিষয়টি বাংলাদেশের জন্য বোঝা হিসেবে চেপে থাকবে। বিশেষ করে প্রথম কয়েক বছর প্রকল্পের ঋণ পরিশোধ নিয়ে বাড়তি চাপে থাকবে বাংলাদেশ।’

দেশের যোগাযোগ অবকাঠামো খাতে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে গৃহীত সবচেয়ে বড় প্রকল্প পদ্মা সেতু রেল সংযোগ। নির্মাণ ব্যয় ৩৯ হাজার ২৪৬ কোটি টাকা। প্রকল্পটি বাস্তবায়নের জন্য চীন থেকে ২৬৭ কোটি ডলার ঋণ নেয়া হয়েছে। প্রিফারেন্সিয়াল বায়ার্স ক্রেডিটের (পিবিসি) মাধ্যমে নেয়া এ ঋণের সুদহার ২ শতাংশ। গ্রেস পিরিয়ড ছয় বছর। রিপেমেন্ট পিরিয়ড ২০ বছর। ২০২৫ সাল থেকে পদ্মা রেল সংযোগ নির্মাণের জন্য নেয়া ঋণের কিস্তি পরিশোধ শুরু হবে। সুদসহ প্রতি বছর গড়ে সাড়ে ১৩ কোটি ডলার বা প্রায় ১ হাজার ২০০ কোটি টাকা পরিশোধ করতে হবে।

যদিও রেলওয়ের কর্মকর্তারা বলছেন, দীর্ঘমেয়াদে দেশের অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখবে এ রেলপথ। ঢাকা-খুলনা-যশোরের মধ্যে যাতায়াতের সময় কমে আসবে। সময় কম লাগবে ঢাকা-কলকাতা রেলপথেও। ভবিষ্যতে ঢাকা-গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া, ঢাকা-ফরিদপুর-রাজবাড়ী এবং ঢাকা-মাগুরার মধ্যে ট্রেন পরিচালনার সুযোগ তৈরি হবে। মোংলা বন্দর, বরিশালসহ দেশের দক্ষিণাঞ্চলের রেল যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এ রেলপথ।

© বণিক বার্তা

30/08/2024

বেনাপোল এক্সপ্রেসের নজরকাড়া পারফরম্যান্স

Address

Mirpur 10
Dhaka
1216

Website

Alerts

Be the first to know and let us send you an email when A Cameraman posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category

Nearby media companies