Ummul Quran Model Madrasah

Ummul Quran Model Madrasah Friendship to all but malice to none.

20/01/2024

English Spoken Class for students of Kerat Branch of Ummul Quran Model Madrasah.

12/01/2024

Makhraj education in a simple way. Teacher's nephew Al Amin Hossain

Book Festival 2024Ummul Quran Model Madrasah .
10/01/2024

Book Festival 2024
Ummul Quran Model Madrasah .

24/12/2023

Physical exercise of madrasa students.

22/12/2023

ইস্তেন্জার আদব পার্ট ১।
পাঁচ দিকে ফিরিয়া ইস্তেন্জা করা নিষেধ।

Dear Parents,  It is with great pleasure to inform that in our Ummul Quran  Model Madrasah  English medium is fully oper...
17/12/2023

Dear Parents,
It is with great pleasure to inform that in our Ummul Quran Model Madrasah English medium is fully operational from Play Group to Standard Class Two along with Bengali medium. If you wish to enroll (migrate) any of your children from Bengali medium to English medium; Then contact the madrasa office quickly. English medium and Bengali medium admission program for 2024 is going on. thank you
Jagir Bagli -Niva-Biljalia, Pangsha ,Rajbari.
01400028970

16/12/2023
16/12/2023

মহান বিজয় দিবসের শুভেচ্ছা ও অভিনন্দন ।

13/12/2023

At Ummul Qur'an Model Madrasa, children are taught the manners of sitting during the Talim of No. 1 Chhabak as the example of Hazrat Muhammad (Sm:). Part of which is highlighted.

11/12/2023

অবাক কান্ড !!
ডাক্তার হলো জানাজার ইমাম।

03/12/2023

Enroll your child in Ummul Qur'an Model Madrasah today to learn the Arabic alphabet the right way.

02/12/2023

কালিমায়ে ত্বায়্যিবাহ

19/11/2023

👨‍👨‍👦‍👦আপনার সন্তানের সঠিক শিক্ষা নিশ্চিত করতে "UMMUL QURAN MODEL MADRASAH"-এ জেনারেল ও হিফয শাখায় আজই ভর্তি রেজিস্ট্রেশন করুন-

👫স্কুল নির্বাচনে আপনার সঠিক সিদ্ধান্ত প্রিয় সন্তানের সুন্দর ভবিষ্যৎ গঠন করবে।

🙎‍♂️অনলাইনে ভর্তি বুকিং এর পাশাপাশি মাদ্রাসা ক্যাম্পাসে সরাসরি ভর্তি ফরম পাওয়া যাবে ১০ নভেম্বর-২০২৩ ইং থেকে।

🌐উম্মুল কোরআন মডেল মাদ্রাসা -এর উল্লেখযোগ্য বৈশিষ্ট্য-

🔵গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জাতীয় শিক্ষাক্রম অনুসরণ
🔵 ব্যতিক্রমী অত্যাধুনিক সমন্বিত শিক্ষা প্রতিষ্ঠান
🔵তিনটি ভাষায় (বাংলা, ইংরেজি ও আরবি) দক্ষতা ও বাচনিক উৎকর্ষে গুরুত্বারোপ
🔵সৃজনশীল নানামুখী দক্ষতা ও নৈতিকমান বৃদ্ধির জন্য শ্রেণি উপযোগী সহশিক্ষা কার্যক্রম
🔵 স্মার্ট-ডিজিটালাইজড ক্লাসরুম
🔵স্কুল শিক্ষার্থীদের কুরআন-সুন্নাহ ও অন্যান্য ধর্মের প্রকৃত জ্ঞান শিক্ষা
🔵হিফয স্কুল শিক্ষার্থীদের হিফয-এর পাশাপাশি সাধারণ শ্রেণিতে অধ্যয়ন ও উন্নয়ন
🔵উন্নত চরিত্র ও নৈতিক মূল্যবোধসম্পন্ন দক্ষ দেশপ্রেমিক জনশক্তি গঠন
🔵শিক্ষার্থীদের পারস্পরিক সৌভ্রাতৃত্ববোধ ও বিশ্বভ্রাতৃত্ববোধ তৈরি
🔵স্বল্প খরচ ও উন্নত পরিবেশে মানসম্মত শিক্ষা
🔵জীবনমুখী কারিগরি শিক্ষায় গুরুত্বারোপ
🔵শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা ও সচেতনতা

বিস্তারিত তথ্য জানতে ভিজিট করুন : "উম্মুল কোরআন মডেল মাদ্রাসা " । জাগিরবাগলী -নিভা-বিলজালীয়া, পাংশা , রাজবাড়ী।

🔷যোগাযোগ : ০১৪০০-০২৮৯৭০, ০১৯৭৭-১৭৮৩৬২

07/10/2023

Governor General's office spent more than $117K on dry cleaning between 2018 and 2023
The band performs as Governor General Mary Simon conducts an inspection of the Ceremonial Guard at Rideau Hall in Ottawa, on Friday, June 23, 2023. (THE CANADIAN PRESS/Justin Tang)The band performs as Governor General Mary Simon conducts an inspection of the Ceremonial Guard at Rideau Hall in Ottawa, on Friday, June 23, 2023. (THE CANADIAN PRESS/Justin Tang)
The Governor General's office spent more than $117,000 on dry cleaning over the past five-plus years.

According to a document tabled in the House of Commons on the request of Conservative MP Kelly McCauley, the Office of the Secretary to the Governor General spent a total of $117,566.34 on dry cleaning between Jan. 1, 2018 and May 30. That works out to over $1,800 a month, or nearly $21,700 a year.

The information you need to know, sent directly to you: Download the CTV News App
"While record number of Canadians are going to food banks just to get by, this latest spending scandal is disgraceful," McCauley told CTVNews.ca on Friday. "Taxpayers shouldn't be on the hook for such out of control spending which is why we called on the government to reduce the budget of the Office of the Governor General."

Eighty per cent of the dry cleaning bills – or almost $95,000 – was for uniforms worn by military personnel, hospitality staff and student tour guides. More than $13,500 was spent to clean linens like tablecloths and napkins.

Nearly $10,000 was also spent for dry cleaning the Governor General's personal clothing, including $6,576.12 for outfits worn by former vice regal Julie Payette and $2,974.64 for current Gov. Gen. Mary Simon.

In a statement to CTVNews.ca, the Governor General's office explained that while it has in-house laundry service for items like dishtowels and bedsheets, "it does not have the capacity or equipment to provide dry cleaning services."

"Dry cleaning is required for military uniforms, hospitality and student uniforms, as well as for larger and more delicate household items (i.e. heritage and embroidered tablecloths) which account for 92 per cent of dry cleaning costs," the spokesperson explained. "Construction in 2022 caused an extended water disruption at Rideau Hall requiring (the Office of the Secretary to the Governor General) to send out an increased number of items for dry cleaning that would have otherwise been laundered in-house."

The spokesperson added that "every effort" is made " to limit costs relating to laundering and dry cleaning" needed for events.

McCauley received the dry cleaning data through an order paper question. Similar to freedom of information requests, order paper questions allow members of Parliament to pose questions and get written responses from the government. A response to McCauley's May 30 questions were tabled in parliament on Sept. 18.

Capital Dispatch: Sign up for in-depth political coverage of Parliament Hill
"The spending in the Office of the Governor General is outrageous," McCauley, MP for Edmonton West, told CTVNews.ca. "(We) are holding the government to account with these official questions."

The Governor General's office received $33.8 million in federal funding in the 2022 fiscal year. The post comes with an annual salary of more than $350,000 and a clothing expense account worth up to $130,000 over their five-year mandate.

Based at Rideau Hall in Ottawa, the Governor General serves as the representative of the Canadian monarch, King Charles III, and frequently hosts official ceremonies, receptions and diplomatic events. Mary Simon was named to the prestigious post in July 2021, following the Jan. 2021 resignation of Julie Payette over a workplace harassment scandal.

The current Governor General's spending has come under increased scrutiny after it was revealed that a March 2022 trip to the Middle East included an $80,367.19 fee for in-flight catering.

McCauley chairs the House Government Operations and Estimates Committee. In an Oct. 2023 report on the Governor General's travel expenditures, the committee recommended in part that "all necessary measures be taken to improve the financial transparency and accountability of the Office of the Governor General (Head of State), including a requirement for the Office to publish an annual report on its activities on its website, including its financial statements."

The Conservative members of the committee also called for the reduction of the Governor General's budget.

The Canadian Taxpayers Federation, a non-profit taxpayer advocacy group, publicized the dry cleaning figures earlier in the week.

"This is another perk the governor general enjoys that struggling Canadians can’t afford," Canadian Taxpayers Federation director Franco Terrazzano said in a news release. "Why does the Governor General’s office need to spend so much on dry cleaning when it already has staff doing laundry and there’s a six-figure expense account for new clothes?"

16/09/2023

The Muslim spiritual leader of Bangladesh and India and our beloved Sheikh Mao Abdul Matin Nesari (Pir Saheb Huzoor) Rasulpuri, passed away today at 2 o'clock. Inna Lillahi wa Inna Ilaihi Raziun. May Almighty Allah grant this great man a high position in Zannah. Amen..!

15/08/2023

আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী সাহেবের কবর খনন করার কিছু দৃশ্য ।

09/08/2023

এলিট ফোর্স হিসেবে বাংলাদেশ সেনাবাহিনীর কমান্ডো বাহিনী কেমন ভুমিকা পালন করে থাকে..। বিস্তারিত দেখতে থাকুন..।

বিশ্ব স্কাউট জাম্বুরীতে অংশ নিতে মালুমঘাটের ছেলে আবতাহির কোরিয়া যাত্রা।। দোয়ার আরজ---।দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিতব্য ২৫ তম ব...
01/08/2023

বিশ্ব স্কাউট জাম্বুরীতে অংশ নিতে মালুমঘাটের ছেলে আবতাহির কোরিয়া যাত্রা।। দোয়ার আরজ---।

দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিতব্য ২৫ তম বিশ্ব স্কাউট জাম্বুরীতে অংশ নিতে এম আর মাহবুবের ছেলে নাভিদ মাহবুব আবতাহি আজ ৩০ জুলাই রাতে কোরিয়ার উদ্দেশ্যে ঢাকা ছাড়বে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রাত সাড়ে ১১ টায় বাংলাদেশ স্কাউটস দল বহনকারী বিমানটি সিঙ্গাপুর হয়ে কোরিয়ার উদ্দেশ্যে যাত্রা করবে। কক্সবাজার সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের স্কাউট গ্রুপের ইউনিট লিডার ও সিনিয়র শিক্ষক জনাব ইব্রাহিম খলিলের নেতৃত্বে কক্সবাজারের সেরা স্কুলটির আটজন চৌকষ স্কাউটস বাংলাদেশ স্কাউটস দলের হয়ে কোরিয়ায় যাচ্ছেন। আবতাহি উক্ত স্কুলের দশম শ্রেণীর বিজ্ঞান বিভাগের ছাত্র। সে ২০২৩ সালে কক্সবাজার জেলার সেরা স্কাউট নির্বাচিত হন। ১৫ দিনের এই সফর শেষে আবতাহিরা ১৬ আগস্ট দেশে ফিরবেন।
আবতাহির সহ পুরো দলকে আপনারা দোয়ায় রাখবেন। যাতে সফল বিশ্ব জাম্বুরী শেষ করে দেশে ফিরতে পারেন।

মালুমঘাট বাসীর পক্ষ থেকে শুভ কামনা রইল অবিরাম মালুমঘাটের সন্তানের জন্য ❤️

27/07/2023

""জরুরী নিয়োগ বিজ্ঞপ্তি ""

দারুল উলুম বালিয়াকান্দি, রাজবাড়ি ।
বালক শাখায় কারী সাহেব ও বালিকা শাখায় হাফেজা লাগবে কোন প্রার্থী বা প্রার্থীরখোঁজ থাকলে নিম্নের নাম্বারে যোগাযোগ করুন।

01999205120

26/07/2023

বাংলাদেশ ক্যাডেট কলেজে ভর্তির যাবতীয় তথ্য তুলে ধরা হলো।

04/07/2023

LIFE OF BMA....

"ইডুকেয়ার প্রি ক্যাডেট স্কুলের" পক্ষ থেকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ।                                               """...
29/06/2023

"ইডুকেয়ার প্রি ক্যাডেট স্কুলের" পক্ষ থেকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ।

"""ঈদ মোবারক """"

১৯৫৬ সাল পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনে ছিলো, একটা ছেলে যদি একজন মেয়ের সাথে কথা বলতে চায়, তবে তাকে প্রক্টর বরাবর দরখা...
22/06/2023

১৯৫৬ সাল পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনে ছিলো, একটা ছেলে যদি একজন মেয়ের সাথে কথা বলতে চায়, তবে তাকে প্রক্টর বরাবর দরখাস্ত করে অনুমতি নিতে হবে। প্রক্টর অনুমতি দিলেই সে কথা বলতে পারবে, নইলে নয়। এমনকি তার নিজের ক্লাসের কোন মেয়ের সাথেও না। ব্যতিক্রম ঘটলেই বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার সহ কঠোর শাস্তির ব্যবস্থা।

১৯২৭ সালের ডিসেম্বর মাসের ঘটনা, তখন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ৬ বছর চলছিল।
একদিন কোলকাতা থেকে একজন যুবক ঢাকায় এলেন এবং কয়েকজন বন্ধু বান্ধব নিয়ে তিনি ঘুরতে বের হলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ঘুরে দেখবেন বলে।

ঘুরতে ঘুরতে কার্জন হলের সামনে এসে পড়লে সেই যুবক দেখলেন , দূরে একটা থ্রী কোয়ার্টার হাতার ব্লাউজ আর সুতির শাড়ি পরা একটি সুন্দরী মেয়ে দাঁড়িয়ে আছে। তিনি তাঁর বন্ধুদের জিজ্ঞেস করলেন, মেয়েটি কে? উত্তরে বন্ধুরা জানালেন, মেয়েটি হলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম মুসলিম ছাত্রী। আগত যুবকটি বললেন, সত্যি? আমি এই মেয়ের সাথে কথা বলব। সেই যুবক মেয়েটির সাথে কথা বলার জন্য একটু এগিয়ে গেলে, তাঁর বন্ধুরা তাকে বাঁধা দিয়ে বলেন, না তুমি যেওনা। আমাদের বিশ্ববিদ্যালয়ে মেয়েদের সাথে কথা বলতে চাইলে অনুমতি নিতে হয়। তুমি ওর সাথে অনুমতি ছাড়া কথা বললে, তোমার কঠিন শাস্তি হবে। সেই যুবক বললেন, "আমি মানি নাকো কোন বাঁধা, মানি নাকো কোন আইন," এই বলেই তিনি হেঁটে হেঁটে গিয়ে মেয়েটির সামনে দাঁড়ালেন। মেয়েটিকে বললেন, আমি শুনেছি আপনি এই বিশ্ববিদ্যালয়ের প্রথম মুসলিম ছাত্রী। কি নাম আপনার? মেয়েটি মাথা নিচু করে উত্তর দিলেন, ফজিলাতুন্নেছা। যুবক জিজ্ঞাসা করলেন, কোন সাবজেক্টে পড়েন? উত্তর এলো, গণিতে। গ্রামের বাড়ি কোথায়? টাঙ্গাইলের করটিয়া। ঢাকায় থাকছেন কোথায়? সিদ্দিকবাজার। এবার যুবক বললেন, আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম মুসলিম ছাত্রী, আপনার সাথে কথা বলতে পেরে আমি খুবই আপ্লুত হয়েছি। আজ সন্ধ্যায় আমি আপনার সাথে দেখা করতে আসবো।

মেয়েটি তৎক্ষণাৎ চলে গেলেন। দূরে দাঁড়িয়ে এসিস্ট্যান্ট প্রক্টর এসব দেখছিলেন। এই ঘটনার তিনদিন পর, ২৯ ডিসেম্বর ১৯২৭ সাল, কলা ভবন আর বিজ্ঞান ভবনের নোটিশ বোর্ডে হাতে লেখা বিজ্ঞপ্তি টাঙ্গিয়ে দেয়া হলো, ঐ যুবকের নামে। তার নাম লেখা হলো, তার বাবার নাম লেখা হলো এবং বিজ্ঞপ্তিতে বলা হলো, এই যুবকের আজীবনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ নিষিদ্ধ করা হলো।

এই ঘটনার পর ঐ যুবক আর কোনদিন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আসেননি। বৃদ্ধ বয়সে ১৯৭৬ সালের ২৯ আগস্ট তিনি মৃত্যুবরণ করলেন। যে যুবকটা আর কোনদিন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশ করেননি, অথচ তার মৃত্যুর পর রাষ্ট্রিয় মর্যাদায় কবর দেয়া হলো ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন স্থানে।

সেদিনের সেই ঝাঁকড়া চুলের বাঁধভাঙা সাহসী যুবক আর অন্য কেউ নয়, আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম।

আর সেদিনের সেই মেয়েটি ছিলেন ফজিলাতুন্নেসা জোহা। কবি কাজী নজরুল ইসলাম তাঁকে নিয়ে 'বর্ষা বিদায়' কবিতা রচনা করেন। ফজিলাতুন্নেসা ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম মুসলিম ছাত্রী।
(সোশ্যাল মিডিয়ায় পাওয়া)

****  নিয়োগ বিজ্ঞপ্তি ****একটি শিশুকল্যাণমুখী প্রতিষ্ঠানে ২ জন কোঅর্ডিনেটর আবশ্যক। কমপক্ষে স্নাতক পাশ।  অনাথ শিশুদের জন্...
21/06/2023

**** নিয়োগ বিজ্ঞপ্তি ****
একটি শিশুকল্যাণমুখী প্রতিষ্ঠানে ২ জন কোঅর্ডিনেটর আবশ্যক। কমপক্ষে স্নাতক পাশ। অনাথ শিশুদের জন্য কাজ করতে উৎসাহী , স্মার্ট , কর্মচঞ্চল , কম্পিউটার এবং ইংলিশে দক্ষতা থাকতে হবে ।
প্রাথমিক ২ বৎসরের কন্টাক্ট ( নবায়নযোগ্য) । মহিলা / পুরুষ আবেদন করতে পারেন।বেতন - মাসিক ১৮০০০/ টাকা , সপ্তাহে ( ৫ দিন পূর্ণ, ১ দিন হাফ ) , স্থান : ত্রিশাল, ময়মনসিংহ। শুধুমাত্র ছবিসহ জীবনবৃত্তান্ত ইমেইল করুন : [email protected]

04/05/2022

রাবেয়া ফ্যাশন শোরুম শিঘ্রই উদ্ভোধন হতে যাচ্ছে।
স্থান: পাট্টা বাহের মোড় বাজার, পাংশা , রাজবাড়ি ।

Price only $ 790
01/04/2022

Price only $ 790

Address

Jagirbagli-Niva-Biljalia, Pangsha , Rajbari
Dhaka
7720

Alerts

Be the first to know and let us send you an email when Ummul Quran Model Madrasah posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ummul Quran Model Madrasah:

Videos

Share

Nearby media companies


Other Digital creator in Dhaka

Show All