26/11/2024
বিষয়টি অত্যন্ত দুঃখজনক। আমাদের সমাজে অসংখ্য মানবিক সংগঠন, ক্লাব বা সংস্থা রয়েছে, কিন্তু দুঃখজনকভাবে ১ নং ইউনিয়ন বা ২ নং চান্দী ইউনিয়নে জরুরি প্রয়োজনে অক্সিজেন সিলিন্ডারের মতো একটি গুরুত্বপূর্ণ জিনিস পাওয়া যায় না। গতকাল আমার একজন আত্মীয়ের জন্য অক্সিজেন সিলিন্ডার আনতে হয়েছে প্রায় ২০ কিলোমিটারেরও বেশি দূর থেকে, যা অত্যন্ত কষ্টসাধ্য এবং সময়সাপেক্ষ ছিল।
আপনার ক্লাব বা সংগঠনটি মানবিক উদ্যোগ নিয়ে মাত্র সামান্য কিছু টাকার বিনিময়ে একটি বড় পরিবর্তনের সূচনা করতে পারে। একটি অক্সিজেন সিলিন্ডার রিফিল করতে খরচ হয় মাত্র ২০০ টাকা। প্রথমবার হয়তো ১০ থেকে ১১ হাজার টাকা ব্যয় করে একটি সিলিন্ডার কিনতে হবে, কিন্তু এই উদ্যোগের মাধ্যমে কত মানুষের জীবন রক্ষা পেতে পারে, সেটি ভেবে দেখুন।
কল্পনা করুন, মাত্র ২০০ টাকায় একজন মানুষের জীবন বাঁচানো সম্ভব হলে, আপনার ক্লাবটির সম্মান ও গ্রহণযোগ্যতা কতটা বৃদ্ধি পাবে। তাই আসুন, আমরা শুধু নিজেদের উপভোগে সীমাবদ্ধ না থেকে একটি বৃহত্তর মানবিক কাজের অংশ হই।
দেশ গড়ার দায়িত্ব শুধু সরকারের নয়, আমাদেরও। যদি আমরা সরকারের পাশে দাঁড়াই এবং নিজেরা উদ্যোগ গ্রহণ করি, তাহলে বাংলাদেশকে সত্যিকারের "সোনার বাংলা" হিসেবে গড়ে তোলা সম্ভব হবে।
আমাদের প্রয়াস হতে পারে একটি মানবিক সমাজ গঠনের দিকে। আসুন, সবাই মিলে উদ্যোগ গ্রহণ করি এবং আমাদের ক্লাব বা সংগঠনগুলোকে প্রকৃত মানবিক প্রতিষ্ঠানে রূপান্তরিত করি। ইনশাআল্লাহ, আমাদের ক্ষুদ্র প্রচেষ্টা একটি বিশাল পরিবর্তন আনতে পারবে।