Free ProMotion

Free ProMotion Free ProMotion is a inspiring pltform for humanitarian work.The owner & founder of this page is MdAli
(33)

বিষয়টি অত্যন্ত দুঃখজনক। আমাদের সমাজে অসংখ্য মানবিক সংগঠন, ক্লাব বা সংস্থা রয়েছে, কিন্তু দুঃখজনকভাবে ১ নং ইউনিয়ন বা ২ ...
26/11/2024

বিষয়টি অত্যন্ত দুঃখজনক। আমাদের সমাজে অসংখ্য মানবিক সংগঠন, ক্লাব বা সংস্থা রয়েছে, কিন্তু দুঃখজনকভাবে ১ নং ইউনিয়ন বা ২ নং চান্দী ইউনিয়নে জরুরি প্রয়োজনে অক্সিজেন সিলিন্ডারের মতো একটি গুরুত্বপূর্ণ জিনিস পাওয়া যায় না। গতকাল আমার একজন আত্মীয়ের জন্য অক্সিজেন সিলিন্ডার আনতে হয়েছে প্রায় ২০ কিলোমিটারেরও বেশি দূর থেকে, যা অত্যন্ত কষ্টসাধ্য এবং সময়সাপেক্ষ ছিল।

আপনার ক্লাব বা সংগঠনটি মানবিক উদ্যোগ নিয়ে মাত্র সামান্য কিছু টাকার বিনিময়ে একটি বড় পরিবর্তনের সূচনা করতে পারে। একটি অক্সিজেন সিলিন্ডার রিফিল করতে খরচ হয় মাত্র ২০০ টাকা। প্রথমবার হয়তো ১০ থেকে ১১ হাজার টাকা ব্যয় করে একটি সিলিন্ডার কিনতে হবে, কিন্তু এই উদ্যোগের মাধ্যমে কত মানুষের জীবন রক্ষা পেতে পারে, সেটি ভেবে দেখুন।

কল্পনা করুন, মাত্র ২০০ টাকায় একজন মানুষের জীবন বাঁচানো সম্ভব হলে, আপনার ক্লাবটির সম্মান ও গ্রহণযোগ্যতা কতটা বৃদ্ধি পাবে। তাই আসুন, আমরা শুধু নিজেদের উপভোগে সীমাবদ্ধ না থেকে একটি বৃহত্তর মানবিক কাজের অংশ হই।

দেশ গড়ার দায়িত্ব শুধু সরকারের নয়, আমাদেরও। যদি আমরা সরকারের পাশে দাঁড়াই এবং নিজেরা উদ্যোগ গ্রহণ করি, তাহলে বাংলাদেশকে সত্যিকারের "সোনার বাংলা" হিসেবে গড়ে তোলা সম্ভব হবে।

আমাদের প্রয়াস হতে পারে একটি মানবিক সমাজ গঠনের দিকে। আসুন, সবাই মিলে উদ্যোগ গ্রহণ করি এবং আমাদের ক্লাব বা সংগঠনগুলোকে প্রকৃত মানবিক প্রতিষ্ঠানে রূপান্তরিত করি। ইনশাআল্লাহ, আমাদের ক্ষুদ্র প্রচেষ্টা একটি বিশাল পরিবর্তন আনতে পারবে।

18/11/2024

হাতিয়ার সেই আমীর ভাই, আপনাদের অনুরুধে নিয়ে আসলাম

আমির ভাই এতক্ষন লাইভে ছিলেন। হঠাৎ লাইভ কেটে গেলো। কিছুক্ষণের মধ্যে আবার লাইভে আসতেছেন।
18/11/2024

আমির ভাই এতক্ষন লাইভে ছিলেন। হঠাৎ লাইভ কেটে গেলো। কিছুক্ষণের মধ্যে আবার লাইভে আসতেছেন।

18/11/2024

হাতিয়ার সেই আমীর ভাই

29/10/2024

আসসালামু আলাইকুম,
একটি হারানো বিজ্ঞপ্তি,
হাতিয়া আফাজিয়া বাজার থেকে দাসপাড়া রোড়ে ১ টি কলো মানিব্যাগ হারিয়েছে।
কেউ সন্ধান দিলে উপযুক্ত পুরস্কৃত করা হবে।

27/10/2024

১৭ বছর পর মুখ খুললেন হাতিয়ার ভুক্তভোগী জনগণ।🙂 Free ProMotion

সাদা কাপড় নিয়ে হাজার হাজার মানুষ নদীর পাড়ের দাঁড়িয়ে.......
বিস্তারিত ভিডিওটি দেখুন.... মানবিক স্বার্থে, দেশের স্বার্থে ভিডিওটি শেয়ার করুন।

রাত প্রায় ১১:৩০ মিনিট (০৪/১০/২০২৪, গত পরশুদিন)। (আশা করি লোকটি কে সবাই চিনেন। চিনতে না পারলে কমেন্টে কিছু লিংক দেওয়া আছে...
06/10/2024

রাত প্রায় ১১:৩০ মিনিট (০৪/১০/২০২৪, গত পরশুদিন)। (আশা করি লোকটি কে সবাই চিনেন। চিনতে না পারলে কমেন্টে কিছু লিংক দেওয়া আছে।)

সে দিন রাতে মাইজদী রয়েল হাসপাতাল থেকে খাবার খাওয়ার উদ্দেশ্যে বের হলাম। রাস্তায় হঠাৎ লোকটিকে দেখে চেনা চেনা লাগলো। ডাক দিয়ে জিজ্ঞেস করলাম, আপনাকে মনে হয় টেলিভিশনে দেখেছিলাম? লোকটি হাসি মুখে অবাক হয়ে তাকিয়ে থাকলো। মুচকি হেসে মাথা নাড়লো আমির হোসেন নামের এই লোক।

সত্যি বলতে আমি কল্পনাও করতে পারিনি এভাবে উনার সাথে দেখা হবে!! অথচ লোকটার সাথে গত ২ বছর যাবৎ দেখা করার ইচ্ছে নিয়ে মাঝে মাঝে ভাবতাম।

ছেলেটিকে কোলে নিয়েছেন কেন? জিজ্ঞেস করতেই বললো, তার একটা মেয়ে ক্লাস টেনে পড়ে। রোল ৩০-এর বেশি ছিল, বর্তমানে রোল নাম্বার ৫। হঠাৎ পড়ালেখায় খুব ভালো হয়ে গেলো। কিন্তু, আল্লাহর কি লীলা খেলা! সেই ভালো চিরস্থায়ী হলো না!

"কিছুদিন ধরে মেয়েটি মানসিক সমস্যায় ভুগছে। অনেকটা পা*গল বলা যায়। তাই ডাক্তারের কাছে আনছি। ডাক্তার আসতে ৩০ মিনিট দেরি হবে। তাই ছেলেটাকে কোলে নিয়ে হাঁটতে ছিলাম।"
"ছেলেটার পায়ে জুতা নেই। ১ জোড়া বুটের জুতা আর একটা ভালো জামা কেনার জন্যে আমার সাথে চলে আসলো হাতিয়া থেকে মাইজদী। হাসপাতাল রোডে রাস্তায় বৃষ্টির কারণে কাদা এবং ময়লা পানি, তাই কোলে নিয়ে ঘুরছি। অনেকদিন ধরে স্কুলে খালি পায়ে যায়। গ্রামের কাদা পানিতে পায়ে হাঁটতে হাঁটতে গোড়ালিতে এলার্জি হয়ে গেছে।"

কথাগুলো শুনে হঠাৎ কেমন যেন লাগলো। আমি বললাম, ঐদিকে তো কোনো মার্কেট নেই। বললো, মার্কেট দিয়ে কি করবো? এমনিতেই হাটতেছি। জুতা আর জামা কেনার সামর্থ্য আমার নেই।

ভাত খাওয়ার কথা জিজ্ঞেস করতেই বললো, মেয়েটাকে ডাক্তার দেখানোর ফি যোগাড় করতে অনেক কষ্ট হইছে। এখন যদি ভাত খায় তাহলে বাড়ি যাওয়ার ভাড়া কোথায় পাবো?
এগুলো শুনে সত্যি মনে হলো আমি কোন গল্প শুনতেছি।

তারপর তাকে নিয়ে রাতের খাবার খাওয়ার সৌভাগ্য হলো। খেতে খেতে লোকটি তার ছেলেকে বলতেছিলো, "দেখেছিস বাবা, আমি তো তোকে মাংস দিয়ে খাওয়াতে পারলাম না! তোর আংকেল মাংস দিয়ে খাওয়াচ্ছে।"

এদিকে সারাদিন হাসপাতালে বিভিন্ন বিল দিতে গিয়ে আমারও পকেট প্রায় ফাঁকা হয়ে গেলো। মাইজদী হাসপাতাল রোডে ইসলামী ব্যাংকের এটিএম বুথ না থাকায় টাকাও তুলতে পারছিলাম না।
তবে ছেলেটির জন্য শুধু মাত্র এক জোড়া স্যান্ডেল কিনে দেওয়ার সৌভাগ্য হয়েছিল।
তবুও কিছু করতে না পেরে নিজেকে অনেক অপরাধী মনে হচ্ছিলো।

হাতিয়াতে এক সময় বিত্তশালী স্বৈরাচারী সরকারের এমপির পক্ষে গান গাওয়ার জন্য তাকে বলা হতো। কিন্তু তার জন্য তেমন কিছুই করেনি, সেই এমপি মোহাম্মদ আলী। সে জো*রজব*রদ*স্তি করে হাতিয়াকে চাঁ*দাবা*জির আস্তানা বানিয়ে দিলো। টিসিবির মাল সহ বিভিন্ন কর্মসূচির টাকা, রোড ঘাট বেড়ি বাঁধ পোল কালভার্ট সহ সব কিছুতেই চাঁ*দাবা*জি করতো তারা। কিন্তু কিছুই করা হয়নি এদের মত লোকদের জন্য।

বিভিন্ন গণমাধ্যম তাকে নিয়ে অনেক নিউজ করেছে, শুধুমাত্র তার জন্য এক বান টিন এসেছিলো। এর বেশি কিছু হয়নি। আসুন, এদের মত লোকদের পাশে দাঁড়াই।

(হাতিয়ার এমন কেউ কি আছেন? লোকটির জন্য কিছু করবেন?) প্রয়োজনে আমাকেও খবর দিয়েন, আমি আপনাদের সাথে যাবো। আপনি চাইলে আমি সোশ্যাল মিডিয়ায় তুলে ধরবো।
মানবতার জয় হোক। ভালো থাকুক হেল্পলেস মানুষগুলো। ❤️
#মানবতা #বাস্তব_ঘটনা

04/10/2024

আল্লাহর রহমত এবং সবার কাছে দোয়া প্রার্থী।........🙂

27/09/2024

আসরের নামাজের পর, হাতিয়া বাজার জামে মসজিদের সামনে, সবাইকে একত্রিত হওয়ার আহ্বান জানানো হলো।
এ আন্দোলনে শরিক হওয়া আপনার আমার ঈমানী দায়িত্ব।
আর নয় কটুক্তি 💪🇧🇩

26/09/2024

গত দুই মাসে যে পরিমাণ সময় মোবাইলে টিপাটিপি করছেন। সেই পরিমাণ সময় অন্য কোথাও দিলে, অনেক কিছুই করতে পারতেন। 🤑
কোটিপতি হওয়া হলো না?
স্কিন সর্ট কমেন্টে দিন

14/09/2024

নোয়াখালীতে টানা ৩০ ঘন্টা বিদ্যুৎ নেই। কখন আসবে তার কোন খবর নেই!🥺
আপনার বাসায় কি অবস্থা?

আমাদের এলাকার মানবতার ফেরিওয়ালা, কয়েকদিন ধরে শুধুমাত্র আমি তার বিরুদ্ধে লেখালেখি করতে ছিলাম। অবশেষে প্রমাণসহ গ্রেফতার,...
11/09/2024

আমাদের এলাকার মানবতার ফেরিওয়ালা, কয়েকদিন ধরে শুধুমাত্র আমি তার বিরুদ্ধে লেখালেখি করতে ছিলাম। অবশেষে প্রমাণসহ গ্রেফতার, আলহামদুলিল্লাহ। #হাতিয়া

10/09/2024

আজ পর্যন্ত যা ঘটেনি তাই ঘটিয়েছেন। যা কেউ করেনি তাই করেছেন। শুধুমাত্র ত্রাণের কাটুন বিক্রি করার ২ লক্ষ ৩৪ হাজার টাকা আবারো জমা করেছেন সেই ত্রান্ত তহবিল।
সুবহানাল্লাহ বলবেন না?❤️👍

30/08/2024

আমাদের স্বেচ্ছাসেবীগণ যে কোনো পরিস্থিতিতে বন্যার্তদের সহায়তায় প্রস্তুত। Free ProMotion
"নোয়াখালী ফেনী লক্ষ্মীপুর বন্যার পরিস্থিতিতে মোকাবেলায় আমরা বদ্ধপরিকর"

28/08/2024

বন্যাকে কেন্দ্র করে কিছু ব্যবসায়ী চিড়া মুড়ির এবং মোমবাতির দাম অবিশ্বাস্যভাবে বাড়িয়ে দিয়েছে। এদের সিন্ডিকেট ভেঙে দিতে হবে। এজন্য ছাত্র সমাজকে এগিয়ে আসতে হবে।

27/08/2024

ফেনী ছাগল নাইয়া হয়ে বকসীর হাট এই যায়গায় প্রয়োজনীয় দ্রব্য সহ ত্রান সামগ্রী নিয়ে আমরা গাড়িতে চলমান আছি। এই মুহুর্তে কোথায় ত্রান দেওয়া উচিৎ?

27/08/2024

বান বাসির উদ্দেশ্য হাদিয়া নিয়ে যাচ্ছি Live

26/08/2024

আগামীকাল কোথায় গেলে ভালো হবে?
নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর বন্যার পরিস্থিতিতে....

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Free ProMotion posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Free ProMotion:

Share

Category