Sharmin Sathi family Vlog

Sharmin Sathi family Vlog welcome to my page ��
(1)

20/11/2024

— তুমি যে জিনিসটার জন্য প্রার্থনা করছো আল্লাহ তা সবচেয়ে উত্তম সময়ে তোমাকে দিবে-!!💜

— ইন"শা"আল্লাহ-!!🖤🤗

14/11/2024

একটি ডায়েরি কিনলাম,এই কঠিন সময় যারা পাশে আছেন তাদের নাম গুলো লিখে রাখলাম।জীবনে যদি কিছু করার সুযোগ আসে ডায়েরি টা খুলবো।

27/10/2024

- আল্লাহ নিজে'ই বলেছেন ধৈর্য ধারণ করো। তোমার ভবিষ্যৎ তোমার অতীতের থেকেও সুন্দর হবে।

"সূরা আদ-দুহা ৪"

Massallah massallah ❤️🫰🤲
26/09/2024

Massallah massallah ❤️🫰🤲

Hero❤️🫰🤲
26/09/2024

Hero❤️🫰🤲

🎉 Facebook recognized me as a top rising creator this week!
15/07/2024

🎉 Facebook recognized me as a top rising creator this week!

অন্যের ভালোবাসা পাওয়ার প্রত্যাশা কিংবা অন্যকে ভালোবাসতে গিয়ে নিজেকে ভালোবাসার কথা ভুলে যাই আমরা। নিজেকে ভালোবাসতে পারলে ...
12/07/2024

অন্যের ভালোবাসা পাওয়ার প্রত্যাশা কিংবা অন্যকে ভালোবাসতে গিয়ে নিজেকে ভালোবাসার কথা ভুলে যাই আমরা। নিজেকে ভালোবাসতে পারলে অন্যকেও ভালোবাসা যায়। অনেক সময় আমরা স্বার্থপরতার সঙ্গে নিজেকে ভালোবাসার সংজ্ঞা মিলিয়ে ফেলি।

নিজেকে জানতে, চিনতে: ভালো-মন্দ নিয়েই আপনি। নিজেকে ভালোবাসা মানে এই নয় যে আত্মোন্নয়ন করবেন না। নিজের সঙ্গে এক ধরনের বোঝাপড়া হবে। গভীরভাবে ভাববেন। নিজেকে বুঝে যাবেন।

আত্মবিশ্বাস বাড়াতে: আত্মবিশ্বাসী, অন্যকে অনুপ্রেরণা দিতে পারে এমন মানুষ আমরা পছন্দ করি। অবচেতন মনে এ ধরনের মানুষও হতে চান কমবেশি সবাই। আত্মবিশ্বাস থাকলে জীবনে সফল হবেনই। নিজেকে ভালোবাসলে দেখবেন ধীরে ধীরে আত্মবিশ্বাসী হয়ে উঠছেন।

নিজের খুঁত এড়ানো: নিজের বিভিন্ন খুঁত নিয়ে অনেকের মধ্যে আড়ষ্টতা কাজ করে। যেমনই হোন না কেন, নিজের প্রতি ভালোবাসা কমানো ঠিক না। তা না হলে এক সময় হতাশা ভর করবে।

চারপাশ বদলে যায়: নিজেকে ভালোবাসতে পারলে দেখবেন চারপাশ অন্যরকম সুন্দর লাগছে। পারিবারিক জীবন সুন্দর হয়। অন্যকে ভালোবাসলে মনে প্রত্যাশা থাকে। নিজেকে ভালোবাসার জন্য কোনো প্রত্যাশা থাকার দরকার পড়ে না। মনের ওপর কোনো চাপ থাকে না। মন ভালো থাকলে কাজও বেশি করতে পারবেন। পরিবারের যে কোনো সমস্যা ঠান্ডা মাথায় সমাধান করতে পারবেন। নিজেকে সুখী মনে হবে। আয়নায় দেখবেন, আপনার সৌন্দর্যও বেড়ে গেছে।

07/07/2024

পুরুষ অল্পতেই খুশি ❤️🥰
কি গিফট করলাম তাকে যে এত খুশি হয়েছিলো 🫰❤️

জীবনের কঠিন সময়গুলোতে নিজেকে গোপন রাখাই ভালো। নিজের দুঃখ কষ্ট কাউকে না দেখানোই উত্তম।জীবনে যদি কখনও খুব খারাপ সময় আসে, ত...
28/06/2024

জীবনের কঠিন সময়গুলোতে নিজেকে গোপন রাখাই ভালো। নিজের দুঃখ কষ্ট কাউকে না দেখানোই উত্তম।

জীবনে যদি কখনও খুব খারাপ সময় আসে, তাহলে নিজের দুঃখ কষ্টগুলো নিজের মাঝে এমনভাবে আড়াল করে রেখো যেনো তোমার গা ঘেঁষে বসে থাকা মানুষটিও টের না পায় গোপনে তুমি ভেঙে গেছ খুব। পুড়ে ছারখার হয়ে গেছে মনের বন। আকস্মিক ঝড়ে ঝরে গেছে জীবন বৃক্ষের সবকয়টি সবুজ পাতা।

শক্ত হও। নিজেকে নিজেকে বুঝাও যে- এত সামান্য, বাতাসে ঝরে যেতে নেই, ভেঙে যেতে নেই অমন হাল্কা আঘাতে।

কান্না পেলে একা একা গোপনে কাঁদো, তবুও নিজের ক্ষতগুলো কাউকে দেখাতে যেও না।

মনে রেখো, যে নিজের জন্য আলো হতে পারে না, পৃথিবীর সমস্ত আলো মিলেও তাকে পথ দেখাতে পারে না।

জানোই তো মানুষ বড় নির্দ্বয়। ভেঙে যাওয়া মৌচাক দেখলে ক'টা ঢিল মেরে আরও বেশী ভেঙে দিয়ে পৈশাচিক আনন্দ পায়।

আলহামদুলিল্লাহ ❤️🥰🫰🤲
21/06/2024

আলহামদুলিল্লাহ ❤️🥰🫰🤲

তোমাকে নিয়েই আমি পরিপূর্ণ ❤️আলহামদুলিল্লাহ 🤲❤️
21/06/2024

তোমাকে নিয়েই আমি পরিপূর্ণ ❤️
আলহামদুলিল্লাহ 🤲❤️

14/06/2024

রাত ২ টা বাজে তাদের চোখে ঘুম নেই 🤦‍♀️
মেহমান কে না দেখে তারা নাকি ঘুমাবেই নাহ
আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ 🌙❤️

25/05/2024

মা চালাক তো মেয়ে তালাক!!
মা খালারা যদি মেয়েকে শান্তনা দেয় যে তো শশুর শাশুড়ী মারা গেলে তো তোরই সব এখন একটু সহ্য করে নে 😡😡তাহলে সেই সংসারে অশান্তিকে ডেকে কারা আনছে 🤦‍♀️🤦‍♀️

25/05/2024

মানুষ কত কনফিডেন্স নিয়ে সত্য কে মিথ্যা বানায় 🤦‍♀️

24/05/2024

ভন্ড হুজুর থেকে দুরে থাকাই শ্রেয়😏

24/05/2024

যারে দিয়া রামের মা তারেই তুমি চিনো নাহ আবার তার নামে পিছনে বইসা বদনাম করো 😡😡😡

20/05/2024

ফাইনালি নূর ও শিখে গেছে +
আলহামদুলিল্লাহ ❤️🥰

16/05/2024

যাদের ফজরের নামাজ পড়ার সৌভাগ্য হয়েছে তারা বলি আলহামদুলিল্লাহ❤️🤲

Address

32/12/2/1 Sultangonj Rayer Bazar
Dhaka
1207

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sharmin Sathi family Vlog posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sharmin Sathi family Vlog:

Videos

Share

Nearby media companies