Josna

Josna MA

21/08/2024
27/03/2024
27/03/2024
16/03/2024
11/03/2024
09/03/2024
09/03/2024

হাজার বছর বাঁচতে পারব না | হু ম কী আর ভ য় দেখিয়ে লাভ নেই | আমি আপনাদের তিন দলের একটাতেও নেই | রা জ নি তী আমার কাজ নয় | আমি আপনাদের কারও পক্ষে বিপক্ষ নই | আপনারা সবাই আমার কাছে সমান |

Artificially created beautiful design
15/11/2023

Artificially created beautiful design

12/05/2022

পাইলের কাজে সতর্কতা ও নিয়ম / Pile casting Rules
পাইলের কাজে সতর্কতা
-----------------------------------
পাইলের কাজ খুবই ইম্পরট্যান্ট ও খুবই সেনসেটিভ । তাই পাইলের কাজ কিছু বাড়তি সতর্কতা অবমম্বন করতে হবে ,

১। একটা খাচায় ৩ টা ব্লোক দিলেই হয় না,আপনি অবশ্যই ৫-৬ ফিট পর পর ব্লক দিবেন ।

2 । আপনার প্রয়োজনীয় ডায়ার বেস রিং দিতে হবে ( যেটার উপর মেইন রড বেধে পাইলের খাচা তৈরি করা হয়)। অবশ্যই কাজ শুরু করার আগে বেস রিং মি. মি. এ মেপে নিবেন।
3। প্রেত্যেকটি মেইন বার একটির থেকে অন্যটি সমান দূরত্ব / গ্যাপ আছে কিনা ভাল ভাবে দেখে নিবেন।
4। ডিজাইনে স্পাইরালের স্পেস/গ্যাপ যদি ৫ বা ৬ ইঞ্চি থাকে, মিস্ত্রি বলবে স্যার গ্যাপ ৭" বা ৮" করে দেই, কিন্তু আপনি অবশ্যই ডিজাইন অনুযায়ী কাজ করাবেন।স্পাইরাল এর স্পেস/গ্যাপ টিক মত আছে কিনা মেপে নিবেন। ভুল করলে পুনরায় করাবেন।
5। অল্টারনেট করে গুনা এবং ওয়েল্ডিং করাবেন। অনেক সময় দেখা যায় ওরা নাম মাত্র ওয়েল্ডিং করে যা পরে ছুটে যায়। ভাল মানের ওয়েল্ডিং অবশ্যই জয়েন্ট এর দুপাশেই থাকবে। ওয়েল্ডিং এর পরিমানটাও বেশি থাকবে। স্পাইরাল এর জয়েন্টেও ওয়েল্ডিং করতে হবে।

6। অনেক সময় নিচে কাদা বা বালি জমা হয়ে গভীরতা কমে যায় তাই ১.৫ থেকে ২ ফিট বোরিং বেশি করাবেন।
7। বোরিং করার পূর্বে অবশ্যই ড্রিল রড মেপে নিবেন ও আপনার প্রয়োজন অনুযায়ী মার্ক করে রাখবেন।
8। যতটুক বোরিং করবেন ততটুক ট্রিমি পাইপ মেপে নিবেন। বাস্তব ক্ষেত্রে কম বেশি হয়। দেখা যায় ৭০ ফিট এর জন্য ৫ টি ট্রিমি পাইপ যুক্ত করতে হবে কিন্তু ৫ টি ট্রিমি পাইপের লেন্থ ৮০ আশি ফিট তাই ওরা ফাকি দেবার জন্য ৪ টি পাইপ যুক্তু করতে চাইবে। কিন্তু ট্রিমি পাইপ ৫ টি যুক্ত করতে হবে।
9। বোরিং শেষে ভাল ভাবে ওয়াশ করতে হবে।
তবে বেশি সময় ওয়াশ করলে বালি বা মাটি ভেংগে পড়বে। আপনাকে লক্ষ্য করতে হবে আসলেই ঐ স্থানের বালি বা মাটি ভেংগে পড়ার মত কিনা?
10। ওয়াশ করা পানি টিউবওয়েল এর মত ফ্রেশ আসবেনা তবে আপনি ওয়াশ করার সময় পানি হাতে নিয়ে দেখবেন যদি পানিতে কাদার পরিমান কম হয় বা হাতে কাদা জমা না হয়, পানি ফেলে দিলে হাত পরিষ্কার দেখায় তবে ওয়াশ ঠিক মত হয়েছে।
11। পাইলের খাচা নামানোর সময় খেয়াল রাখবেন ব্লক যেন কেসিং এর সাথে লেগে ভেঙে না যায়। আর আপনি
12। পাইলের লেন্থ বেশি হলে একাধিক খাচা যুক্ত করার প্রয়োজন হয়। সেক্ষেত্র আপনি লক্ষ্য রাখবেন ঠিকমতো ল্যপিং এর জোড়া দেয়া হয়েছে কিনা? প্রত্যেক ল্যপিং এ মিনিমাম তিনটি ওয়েল্ডিং করাবেন এবং প্রত্যেকটি ওয়েল্ডিং এর লেন্থ হবে ৩ ইঞ্চি।
13। ডিজাইন অনুযায়ী খাচার মাথার লেভেল সমান রাখতে হবে।
14. খাচার রডের মাথা যদি মাটি লেভেল থেকে নিচে থাকে সেক্ষেত্রে খাচার মাথার ৩/৪ ফিটের মাঝে ব্লক দিতে হবে।
15. ঢালাই করার সময় বালি, পাথর, সিমেন্ট এর অনুপাত ঠিক রাখতে হবে। অনেক সময় ঢালাই কাজ দ্রুত শেষ করার জন্য অনুপাতের চেয়ে বেশি বালু/পাথর দিয়ে দেয়। এটা কোন ভাবেই করতে দেয়া যাবেনা। অনেক সময় ভাল ভাবে মিক্স হবার আগেই মেশিন থেকে ঢেলে ফেলে তাই খেয়াল রাখবেন মিক্সিং ঠিক আছে কিনা?
16. ট্রিমি পাইপ পূর্ন না করে ট্রিমি পাইম তুলে ফেলা যাবেনা ।
সতর্কতা

যতক্ষন পর্যন্ত না, পূর্ন না হয়ে ট্রিমি পাইপের জোরা কেসিং এর উপরে উঠে না আসে বা একটি পাইপ সম্পুর্ন উপরে উঠে না আসার আগে ট্রিমি পাইপ খোলা যাবেনা

23/02/2022

#বীমঃ
* বীম কাকে বলে? কত প্রকার ও কী কী?
উ: বীম এক প্রকার আনুভূমিক কাঠামো, যা এক বা একাধিক খুটি,কলাম,পিলার,দেওয়াল ইত্যাদি উপর অবস্থান করে এবং এর আরোপিত লোডকে সাপোর্ট এ স্থানান্তরিত করে।

বীম ৫ প্রকার।যথা-
i)সাধারণভাবে স্থাপিত বীম
ii)ক্যান্টিলিভার বীম
iii)ঝুলন্ত বীম
iv)আবদ্ধ বীম
v)ধারাবাহিক বীম

#সাধারণভাবে_স্থাপিত_বীম(Simply Supported beam):যে সকল বীমের উভয় প্রান্ত মুক্ত অবস্থায় সাপোর্টের উপর অবস্থান করে লোড বহন করে তাকে সাধারণভাবে স্থাপিত বীম(Simply Supported beam)বলে।

#ক্যান্টিলিভার_বীম(Cantilever beam):যে সকল বীমের একপ্রান্ত দৃঢ় ভাবে আবদ্ধ এবং অন্য প্রান্ত মুক্ত অবস্থায় থেকে লোড বহন করে তাকে ক্যান্টিলিভার বীম(Cantilever beam)বলে।

#ঝুলন্ত_বীম(Over hanging beam):যে সকল বীমের এক প্রান্ত বা উভয় প্রান্তই সাপোর্টের বাহিরে বাড়ানো অবস্থায় লোড বহন করে।তাকে ঝুলন্ত বীম(Over hanging beam)বলে।

#আবদ্ধ_বীম(Fixed beam):যে সকল বীমের উভয় প্রান্তই সাপোর্টের সাথে দৃঢ়ভাবে আবদ্ধ থাকা অবস্থায় লোড বহন করে তাকে আবদ্ধ বীম(Fixed beam)বলে।

#ধারাবাহিক_বীম(Continuous beam):যেসকল বীম একাধিক সাপোর্টের উপর অবস্থান করে এর উপর আরোপিত লোড বহন করে থাকে ধারাবাহিক বীম(Continuous beam)বলে।

২.বীমে কী কী ধরনের লোড কাজ করে?
উ: ৩ ধরনের লোড কাজ করে।যথা-
i)কেন্দ্রিভূত লোড
ii)সমভাবে বিস্তৃত লোড
iii)অসমভাবে বিস্তৃত লোড

৩.বীমের উপর কী কী লোড ক্রিয়া করে?
উ: বীমের উপর ৩ ধরনের লোড ক্রিয়া করে।যথা-
i)নিশ্চল ভর
ii)সচল ভর
iii)পারিপার্শ্বিক ভর

৪.বীম কি ধরনের ফোর্স ফেল করে?
উ: টেনশন ফোর্স।

৫. বীমে স্টিরাপ কেন ব্যবহার করা হয়?
উত্তর: শিয়ার ফোর্স প্রতিরোধে এবং ডায়াগোনাল টেনশনকে চেক দেওয়ার জন্য ।

৬.বীমের চাপ এলাকা (Compression zone) ও টান এলাকা (Tension zone)কাকে বলে?
উ: বীমের নিরপেক্ষ অক্ষ থেকে সর্ব উপরি তল পর্যন্ত এলাকা কে চাপ এলাকা বা Compression zone বলে।

নিরপেক্ষ অক্ষ থেকে সর্বনিম্ন তল পর্যন্ত এলাকাকে টান এলাকা বা Tension zone বলে।

৭.স্টিরাপ প্রয়োগ করেও কখন বীমে ব্যর্থ রোধ করা যায় না?
উ:কোন R.C.C বীমে সৃষ্ট শিয়ার পীড়নের মান কংক্রিট ও স্টীলের অনুমোদনযোগ্য শিয়ার পীড়নের মানের চেয়ে বেশি হলে।

৮.লোডের কারনে R.C.C বীম কিভাবে ব্যর্থ হতে পারে?
উ:৩ ভাবে ব্যর্থ হতে পারে।যথা-
i)প্রসারণ স্টীলে ব্যর্থ
ii)সংকোচন কংক্রিটে ব্যর্থ
iii)প্রসারন স্টিল ও সংকোচন কংক্রিট একই সাথে ব্যর্থ

৯.ক্যান্টিলিভার বীমের প্রধান রড কোথায় ব্যবহার করা হয়?
উ: মোমেন্টের মান সবসময় ঋণাত্মক হয় বলে প্রধান রড বিমের উপরিভাগে দেয়া হয়।

১০.টি-বীম কাকে বলে?
উ: বীম এবং স্ল্যাব একত্রে ঢালাই করলে এবং বীম ও স্ল্যাব সম্মিলিত অংশ দেখতে T এর মত হয়,একে টি-বীম বলে।

১১.বীমে সর্বনিম্ন কভারিং কত ধরা হয়?
উ: ১.৫"।

১২. বীম তদন্ত কেন করা হয়?
উ: বীমের প্রকৃত পীড়নদ্বয় অর্থাৎ fc ও fs এর মান নির্নয় করে বীম আরোপিত লোডে নিরাপদ কিনা যাচাই করার জন্য বীম তদন্ত করা হয়।

১৩. বীমে ব্যবহৃত রডের ক্র‍্যাংক করার পদ্ধতিটা কি?
উ: সাধারণভাবে স্থাপিত উভয় প্রান্তে সাপোর্ট থেকে L/7 দুরত্বে এবং আংশিক অবিচ্ছিন্ন বীমের অবিচ্ছিন্ন প্রান্তে এবং ধারাবাহিক বীমের উভয় প্রান্তে সাপোর্ট থেকে L/5 দুরত্বে ক্র‍্যাংক করা হয়।

১৪.বীমের শাটারিং এ খাড়া দিক ও তলার ঠেকনা কতদিন পর খোলা হয়?
উ: খাড়া দিক ১-২ দিন পর এবং ঠেকনা ৭ দিন পর।

১৫.বীমের আর সি সি কাজে কী হারে রড ব্যবহার করা হয়?
উ: ১%-২% হারে।

১৬.বীমে বা স্ল্যাবে ক্র‍্যাংক বার কেন ব্যবহার করা হয়?
উ : ঋণাত্মক বেন্ডিং মোমেন্ট ও সাপোর্টের কাছাকাছি সর্বাধিক শিয়ার ফোর্সকে প্রতিরোধের জন্য ।

১৭.ঢালাই এর আগে কি কি বিষয় খেয়াল রাখতে হবে?
উ: ঢালাইয়ের আগে ফর্মওয়ার্ক, রডের সঠিক অবস্থান,স্পেসিংঅর্থাৎ ড্রইং মোতাবেক হয়েছে কিনা,ক্লিয়ার কভার চেক, বেশি উচু থেকে কংক্রিট না ঢালা,বৃষ্টির দিন হলে পলিথিনের ব্যবস্থা রাখা,ভালোভাবে ভাইব্রেটর করা,সর্বোপরি ঢালাই পর্যন্ত সাথে থাকা।

১৮.বীমে বা স্ল্যাবের এক্সটা টপ কেন ব্যবহার করা হয়?
উত্তর :লোডের তীব্রতা হ্রাস করার জন্য ।

03/12/2021

পাইলের (Pile) খরচ বের করার নিয়ম এবং পাইল সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য যা জেনে রাখা ভাল। -------------------------------------------------- পাইলিং কি এবং কেন করা হয়? ----------------------------------------------- ‘পাইলিং’ হচ্ছে বিল্ডিং বা স্থাপনার এক ধরনের ফাউন্ডেশন যা স্থাপনার নিচে মাটির গভীরে লোড স্থানান্তর করে স্থাপনাকে দৃঢ় ভিত্তি প্রদান করে। এটা সাধারণত করা হয়ে থাকে যেসব জমিতে মাটির ভারবহন ক্ষমতা কম কিন্তু স্থাপনাটি বহুতলভিত্তিক। এটাকে স্থাপনার কলামের সাথে তুলনা করা যায় যা মাটির গভীরে স্থাপিত হয়। পাইলিং কয়েক ধরনের হতে পারে। যেমনঃ ------------------------------------------------------ *কাস্ট-ইন-সিটু পাইল *স্যান্ড পাইল *প্রি-কাস্ট পাইল *শোর পাইল *টিম্বার পাইল ★কাস্ট ইন সিটু পাইল ------------------------------------------------------ এগুলোর মধ্যে কাস্ট-ইন-সিটু পাইল সবচেয়ে বেশী প্রচলিত। এটা সাধারনত সিলিন্ডারাকৃতির হয়ে থাকে যার ব্যাস বা ডায়া ১৮ ইঞ্চি থেকে ৩০ ইঞ্চি পর্যন্ত হয়। তবে ক্ষেত্রবিশেষে এটা আরো বেশি হতে পারে। আর দৈর্ঘ্য নির্ভর করে মাটির লেয়ারের উপর যা সয়েল টেস্ট রিপোর্টে পাওয়া যায়। বাংলাদেশে বেশিরভাগ বহুতল স্থাপনার ভিত্তিতে এই পাইলিং ব্যবহৃত হয়েছে বা হচ্ছে। ★স্যান্ড পাইল ------------------------------------------------------ স্যন্ড পাইলের ধারণাটি অপেক্ষাকৃত নতুন হলেও ক্ষেত্রবিশেষে এটি বেশ কার্যকর। সাধারনত কম তলা বিশিষ্ট স্থাপনা যেখানে মাটির ভারবহন ক্ষমতা কম সেখানে স্যন্ড পাইল করে সেটা বৃদ্ধি করা যায়। তবে অনেক তলাবিশিষ্ট ভবনের ক্ষেত্রে এটি ব্যাবহার করা যায় না। ★প্রি কাস্ট পাইল ------------------------------------------------------ প্রি-কাস্ট পাইলের ক্ষেত্রে সম্পুর্ন পাইল আগে কাস্টিং বা ঢালাই করা হয় সুবিধামত স্থানে (মাটির অভ্যন্তরে নয়) । তারপর এটি মেশিনের সাহায্যে বা হ্যমারিং করে সাইটের ভুমিতে যথাস্থানে ঢোকানো হয়। ★শোর পাইল ------------------------------------------------------ শোর পাইল করা হয় মাটির পার্শ্বচাপ প্রতিরোধ করার জন্য। যেই সমস্ত স্থাপনায় বেসমেন্ট থাকে, কিংবা অন্য কোন কারনে মাটি কাটতে হয়, সেখানে পাশের মাটি যাতে ক্ষতিগ্রস্ত না হয়, তাই এই ব্যবস্থা করা হয়। এটার সাথে শেয়ার ওয়ালের তুলনা করা যায়। এটা প্রি কাস্ট বা কাস্ট ইন সিটু বা টিম্বার পাইল হতে পারে। ★টিম্বার পাইল ------------------------------------------------------ টিম্বার পাইল হলো গাছকে (সাধারণত শাল গাছের কান্ড) পাইল হিসেবে ব্যবহার করা। এটা ব্যবহার করা হয় কমতলা বিশিষ্ট ভবনে। পাইলের এস্টিমেট ----------------------------------------- # Estimate for Cast- in-Situ Pile (1:1.5:3). পাইলটির ব্যাস 18", গভীরতা 60'-0". পাইলটিতে উপর থেকে নীচ পর্যন্ত মোট 8 টি 16mm ব্যাসের রড ব্যাবহার করা হয়েছে। কাট অফ লেভেল আরোও 2'-0" ধরা আছে। 10mm রড দিয়ে স্পাইরাল এর কাজ করা আছে। প্রথম L/4 এবং শেষ L/4 এ স্পাইরালের স্পেসিং 4"C/C. বাকিটা 6"C/C ধরতে হবে। কভারিং আদর্শ পরিমান ধরে নিতে হবে। # Estimate- Estimate for 18"Dia Boring. ------------------------------------------- = 1x62'-0" = 62.00 Rft. Estimate for RCC (1:1.5:3). ------

ক্যাপ সম্পর্কে বিস্তারিত ------------------------------------------------- ১। পাইল ক্যাপ বিল্ডিং এর অতিগুরুত্ব পুর্ন অংশ। ২। পাইল ক্যাপ বিল্ডিং এর সকল লোড পাইলে স্থানান্তর করে। ৩। দৈর্ঘ্য প্রস্থ সমান এমন পাইল ক্যাপ কে বর্গাকার পাইল ক্যাপ দৈর্ঘ্য প্রস্থের চেয়ে বড় হলে তাকে আয়তাকার পাইল ক্যাপ বলা হয়। ৪। পাইল ক্যাপ এর পুরুত্ব মাটির বিয়ারিং ক্যাপাসিটির ও বিল্ডিং এর লোডের উপর নির্ভর করে। ৫। পাইল ক্যাপ এর রড সাধারন্ত সিঙ্গেল জালী হয়, তবে অনেক ক্ষেত্রে ডাবল জালী হয়। ৬। পাইল ক্যাপ এর রডে এল বা মাটাম লাগে। ৭। পাইল ক্যাপ ঢালায়ের আগে আমরা পাইলের মাথা ভেঙ্গে রড বের করি তারপর পাইল ক্যাপ এর নীচে বালি দিয়ে ড্রেসিং লেভেলিং পানি দিয়ে কম্পেটিং পলিথিন সোলিং সিসি করে (সিসি করার সময় খেয়াল রাখতে হবে য়েন পাইলের মাথার উপর না যায়) তার পর রড বাইন্ডিং করে সাটারিং করে ঢালায় করা হয়। ৮। পাইল ক্যাপ এর ঢালায়ের পুরুত্ব বেশী থাকায় ভালভাবে ভাইব্রেটিং করা উচিৎ যেন ভিতরে ভয়েড না থাকে। ৯। পাইল ক্যাপ ঢালায়ের সময় কলামের সেন্টার যেন কোন সমস্যা না হয়। ১০। ভালভাবে কিউরিং করতে হবে। ১১। সাটারিং খোলার সময় খেয়াল রাখতে হবে যেন পাইল ক্যাপ এর কোন প্রকার ক্ষতি না হয়।

Address

Dhaka

Telephone

+8801755807323

Website

Alerts

Be the first to know and let us send you an email when Josna posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Josna:

Share

Nearby media companies


Other Digital creator in Dhaka

Show All