Ashis Patra

Ashis Patra Digital Advertising & Analytics Enthusiast. Blood Group: AB(-) Digital Advertising & Web Analytics Enthusiast.

13/06/2023

আপনার মানসিকতাই
আপনার বাস্তবতা।

26/05/2023

অপ্রয়োজনীয় কথা বলা এবং অতিরিক্ত চিন্তা করা যখন বাদ দিতে পারবেন তখন অনেক বেশি ভালো থাকতে পারবেন।

22/05/2023

একটি কঠিন ও গুরুত্বপূর্ণ কাজ হলো নিজেকে নিয়ন্ত্রণ করা।

03/01/2023

সবসময় শেখার মনমানসিকতা আপনাকে বড় করে তুলবে।

ব্যবসা ও প্রযুক্তি (পর্ব: ৪৫)বিষয়ঃ ডাক্তারের প্রেজক্রিপশন বুঝিয়ে দেবে গুগল!!পোস্টের টপিক বা বিষয়বস্তু দেখেই অনেকের মনে হ...
26/12/2022

ব্যবসা ও প্রযুক্তি (পর্ব: ৪৫)

বিষয়ঃ ডাক্তারের প্রেজক্রিপশন বুঝিয়ে দেবে গুগল!!

পোস্টের টপিক বা বিষয়বস্তু দেখেই অনেকের মনে হতে পারে ভাই কি বিষয় নিয়ে লিখতেছে? হ্যাঁ ব্যাপারটি ঠিক। তবে আসল কথা হলো আমরা যখন দেশ বা বিদেশে যেখানেই ডাক্তার দেখাতেই যাই না কেনো সেখানে একটি ঝামেলা বা বিপদের মধ্যে পরে যাই আর তাহলো ডাক্তারের প্রেজক্রিপশন নিয়ে। অর্থাৎ ডাক্তার যে রোগীর জন্য চিকিৎসা ব্যবস্থাপত্র দিয়ে থাকে তার লেখা নিজে তো বুঝি না আবার ফার্মাসিতে নিয়ে গেলে ও তারা ও ভালো করে বুঝতে পারে না। অর্থাৎ অনেক ডাক্তারের চিকিৎসা ব্যবস্থাপত্রের নির্দেশাবলির লেখা অস্পষ্ট হয়ে থাকে যা আমরা অনেকেই বুঝতে পারি না।
আর এই সমস্যা নিয়ে কাজ করছে গুগল অর্থাৎ গুগল নতুন প্রোগ্রাম আনছে। এখানে কাজ করে থাকবে গুগলের লেন্স। গুগলের লেন্সে প্রথমে সেই চিকিৎসা ব্যবস্থাপত্রের ছবি স্ক্যান করতে হবে বা তা আপলোড করতে হবে। এরপর আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স প্রযুক্তিকে কাজে লাগিয়ে সেই লোককে সেই ডাক্তারের প্রেজক্রিপশনের নির্দেশাবলি ও ঔষুধের নাম জানিয়ে থাকবে গুগল। এই খবরটি ইন্ডিয়াতে গুগল ফর ইন্ডিয়া ২০২২ সম্মেলনে জানানো হয়ে থাকে। আর প্রযুক্তি সেবা খুব শীঘ্রই সবার জন্য উন্মুক্ত হবে এটি ও জানানো হয় সেখানে। গুগলের এই প্রযুক্তি সেবাটি কার্যকর হলে আমাদের এক বড় ধরনের সমস্যার সমাধান হয়ে থাকবে।

ছবি ও তথ্যসহায়ক: ইন্টারনেট।

ব্যবসা ও প্রযুক্তি (পর্ব: ৪৪)বিষয়ঃ চালকবিহীন গাড়ি এখন উবারেও।উবারের কথা উঠলেই আমাদের যেই জিনিসটি মাথায় সবার আগে আসে তাহল...
13/12/2022

ব্যবসা ও প্রযুক্তি (পর্ব: ৪৪)

বিষয়ঃ চালকবিহীন গাড়ি এখন উবারেও।

উবারের কথা উঠলেই আমাদের যেই জিনিসটি মাথায় সবার আগে আসে তাহলো আন্তর্জাতিক রাইড শেয়ারিংয়ের কথা। এছাড়াও এই প্রতিষ্ঠান অন্যান্য সেবা দিয়ে থাকে তাহলো- খাবার ডেলিভারি, প্যাকেজ ডেলিভারি, কুরিয়ার ইত্যাদি পরিবহন করে থাকে। রাইড শেয়ারিংয়ের সময়ে গাড়িতে অবশ্যই একজন গাড়ির ড্রাইভার থেকে থাকে আর এখন থেকে উবার রাইড শেয়ারিংয়ে গাড়ির ড্রাইভার থাকবে না অর্থাৎ তারা চালকবিহীন রাইড শেয়ারিং সার্ভিস দিয়ে থাকবে। এর জন্য সেবা গ্রহীতার উবার অ্যাপে চালকবিহীন গাড়ির অপশন বেছে দিতে হবে। আর প্রাথমিকভাবে এই সার্ভিসটি শুরু হয়েছে যুক্তরাষ্ট্রের লাস ভেগাস শহরে। আস্তে আস্তে সব জায়গাতেই এই সেবা দিয়ে থাকবে তারা।
প্রাথমিকভাবে উবার আরো একটি কাজ করে থাকবে তাহলো যাত্রীদের নিরাপত্তায় গাড়িতে ড্রাইভারের জায়গায় একজন লোক রাখবে অর্থাৎ যাত্রাপথে গাড়ির কোন সমস্যা হলে সেই লোক গাড়ি নিয়ন্ত্রণ করে থাকবে। তবে আগামী বছর থেকে তাদের পরিকল্পনা হলো চালকবিহীন রাইড শেয়ারিং সার্ভিস দেওয়া। এই চালকবিহীন গাড়ি তৈরি করছে যুক্তরাষ্ট্রের মোশনাল। তাদের সাথে উবারের চুক্তি হয়েছে। বলা চলেই প্রযুক্তি দ্রুত গতিতেই এগিয়ে যাচ্ছে।

ছবি ও তথ্যসহায়ক: ইন্টারনেট।

ব্যবসা ও প্রযুক্তি (পর্বঃ ৪৩)বিষয়ঃ পোস্টের সময় আগেই নির্ধারন করা যাবে লিংকডইনে।লিংকডইনের কথা উঠলেই যে তথ্য আমাদের সামনে ...
28/11/2022

ব্যবসা ও প্রযুক্তি (পর্বঃ ৪৩)

বিষয়ঃ পোস্টের সময় আগেই নির্ধারন করা যাবে লিংকডইনে।

লিংকডইনের কথা উঠলেই যে তথ্য আমাদের সামনে চলে আসে তাহলো এটি একটি জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম প্লাটফর্ম আর এটি সাধারনত পেশাজীবিদের জন্যই। এই প্লাটফর্ম ব্যবহার করে অর্থাৎ তথ্য আদান প্রদানের মাধ্যমে পেশাজীবিরা তাদের বিভিন্ন ধরনের কাজ করে থাকে। তবে এখানে একটি সমস্যা হয়ে থাকে তাহলো সময়ের পার্থক্য থাকার কারনে ইউরোপের বিভিন্ন দেশে সেখানকার লিংকডইন ব্যবহারকারীদের চোখে অনেক পোস্টই পড়ে থাকে না। আর এই ধরনের সমস্যার সমাধান দিতে লিংকডইন যে সুবিধা নিয়ে এসেছে তাহলো পোস্ট শিডিউল সুবিধা।
এই সুবিধার ফলে ব্যবহারকারীরা তাদের পোস্টে সময় নির্দারন করে দিতে পারবে। যার ফলে সেই পোস্টটি ঐ নির্ধারণ করা সময়েই দেখা যাবে লিংকডইনে। এই সুবিধাটি স্মার্টফোনের পাশাপাশি ডেক্সটপে ও ব্যবহার করতে পারবেন। এই সুবিধাটি খুব শীঘ্রই সবার জন্যই উন্মুক্ত করা হবে। এই সুবিধার ফলে ব্যবহারকারীরা আরো সুন্দর করে এই প্লাটফর্ম ব্যবহার করতে পারবে।

ছবি ও তথ্যসহায়ক: ইন্টারনেট।

Address

Shyamoli
Dhaka
1207

Alerts

Be the first to know and let us send you an email when Ashis Patra posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ashis Patra:

Share