Sushira's Vlog

Sushira's Vlog All funny videos and all types of videos can be found here.

দেখ আম মুঠো, দূর দান্ত স্বাদে ভরপুরখুব শিঘ্র রেসিপি নিয়ে আসছি।
11/09/2024

দেখ আম মুঠো, দূর দান্ত স্বাদে ভরপুর
খুব শিঘ্র রেসিপি নিয়ে আসছি।

আলহামদুলিল্লাহ
26/05/2024

আলহামদুলিল্লাহ

14/03/2024

যে নিজে থেকে ভালো কাজ করে, আল্লাহ অবশ্যই তার মূল্যায়ন করেন।

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ!❣️ সুবহানাল্লাহ ❣️
08/02/2024

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ!
❣️ সুবহানাল্লাহ ❣️

31/07/2023

وَلَمْ أَكُن بِدُعَائِكَ رَبِّ شَقِيًّا

হে আমার রব !
তোমাকে ডেকে আমি কখনও ব্যর্থ হইনি।
(সূরা মারইয়াম:৪)

22/07/2023

❣️আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ❣️
আমি তো উড়তে চাই পাখির মতো, তাই তো ঘুরে বেড়া-ই এদিকে-সেদিকে।
🌿আলহামদুলিল্লাহ, জায়গা-টা সুন্দর। সময় করে ঘুরে আসতে পারেন সাথে খাওয়া দাওয়া। 🌿

20/07/2023

১।
রাসুল (সা.) বলেন,
যে ব্যক্তি দৈনিক ১০০ বার বলে,
(সুব্‌হানাল্লা-হি ওয়াবিহামদিহি)
তার পাপগুলো মুছে ফেলা হয়, যদিও তা সাগরের ফেনারাশির সমান হয়ে থাকে।
(বুখারি, হাদিস : ৬৪০৫; মুসলিম, হাদিস : ২৬৯১)
🌿 সংগৃহীত 🌿

16/07/2023

❣️আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ❣️

আস্সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ
15/07/2023

আস্সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ

01/07/2023
আস্সালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহ সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা ও অভিনন্দন  সাথে তাকাব্বাল্লাহু মিন্না ওয়া মিন কুম❣️
29/06/2023

আস্সালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহ
সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা ও অভিনন্দন সাথে
তাকাব্বাল্লাহু মিন্না ওয়া মিন কুম❣️

20/06/2023

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ!

❣️আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ❣️যে বেশি বেশি মৃত্যুকে স্মরণ করবে, আল্লাহ তাআলা তিনভাবে তাকে সম্মানিত করবেন।১. দ্রুত ...
09/06/2023

❣️আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ❣️

যে বেশি বেশি মৃত্যুকে স্মরণ করবে, আল্লাহ তাআলা তিনভাবে তাকে সম্মানিত করবেন।
১. দ্রুত তওবা করার সুযোগ দিবেন
২. অন্তরে প্রশান্তি এনে দিবেন
৩. ইবাদতে আগ্রহ সৃষ্টি করে দিবেন
যে মৃত্যুকে ভুলে যায় সে তিনটি ক্ষেত্রে খুব ভুগবে।
১. তওবা দেরিতে করা
২. অন্তরে শান্তির অভাব
৩. ইবাদতে অলসতা।
(আরশিফু মুলতাকা আহলিল হাদিস: ১, ৮০/১০৩)
🌿🌷🌿 সংগৃহীত 🌿🌷🌿

❣️আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ❣️কিছু নিষিদ্ধ কাজ:-(১) উপুর হয়ে বুকের উপরে ভর দিয়ে শোয়া নিষিদ্ধ,কারণ এইভাবে শয়তান ...
07/06/2023

❣️আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ❣️

কিছু নিষিদ্ধ কাজ:-

(১) উপুর হয়ে বুকের উপরে ভর দিয়ে শোয়া নিষিদ্ধ,কারণ এইভাবে শয়তান শোয়। সহীহ বুখারী।

(২) বাম হাতে খাওয়া বা পান করা নিষিদ্ধ,কারণ বাঁ হাতে শয়তান খায়। রিয়াদুস সালেহীন।

(৩) পশুর হাড় দিয়ে ইস্তিঞ্জা করা নিষিদ্ধ,কারণ আল্লাহর নাম নিয়ে জবাই করা প্রাণীর হাড়গুলো যা মানুষেরা ফেলে দেয়, তা মুসলিম জিনদের খাবার। সহীহ বুখারী।

(৪) সন্ধ্যা সময় বাচ্চাদের বাইরে বের হতে দিতে রাসুল (সাঃ) নিষেধ করেছেন এবং ঘরের দরজা জানালা বন্ধ রাখতে বলেছেন, কারণ তখন জিনেরা বাইরে বের হয়।

(৫) আযান দিলে শয়তান জিনেরা বায়ু ছাড়তে ছাড়তে লোকালয় থেকে পলায়ন করে। আর কুকুর ও গাধা শয়তান জিনদেরকে দেখতে পেলে চিৎকার করে। একারণে, অনেক সময় ইশা বা ফযরের আযান দিলে কুকুরেরা চিৎকার চেচামেচি শুরু করে। কারণ তখন কুকুরেরা আযান শুনে পলায়নরত শয়তান জিনদের দেখতে পায়। উল্লেখ্য, রাতের বেলা কুকুর ও গাধার ডাক শুনলে "আউযুবিল্লাহি....রাজীম" এই দুয়া পড়ে
শয়তান থেকে রক্ষা পাওয়ার জন্য আল্লাহ্‌র কাছে আশ্রয় চাইতে হয়। সহীহ বুখারী, হিসনুল মুসলিম।

(৬) মোরগ আল্লাহর রহমতের ফেরেশতাদেরকে দেখতে পায়, একারণে মোরগের ডাক শুনে "আল্লাহুম্মা ইন্নি আস-আসুকা মিং ফাযলিকা" এই দুয়া পড়ে আল্লাহর অনুগ্রহ চাইতে হয়। হিসনুল মুসলিম।

(৭) গোসলখানায় প্রসাব করা যাবে না।।
________ আল হাদিস (ইবনে মাজাহঃ৩০৪)

(৮) কেবলামুখি বা তার উল্টো হয়ে প্রসাব, পায়খানা করা যাবে না।।
_________ সহিহ বুখারিঃ ৩৯৫

(৯) গুলি বা তীরের নিশানা প্রশিহ্মণের জন্য প্রাণী ব্যবহার করা যাবে না।।
_________ মুসলিমঃ ৫১৬৭

(১০) ইহুদি, খ্রিষ্টান ও মুশরিক কাউকে বিয়ে করা যাবে না।।
_________ আল কোরআন।

(১১) স্বামী ব্যাতিত অন্য কারোর জন্যসাজা হারাম।
_________ আল কোরআন,(আহজাবঃ ৩৩)

(১২) মুর্তি কেনা, বেঁচা, পাহারা দেওয়া হারাম।।
_________ আল কোরআন (মাইদাহঃ ৯০, ইবরাহীমঃ ৩৫)

(১৩) কারো মুখমণ্ডলে আঘাত করা যাবে না।।
________ মুসলিমঃ ৬৮২১

(১৪) কাপড় পরিধাণ থাকা সত্তেও কারো গোপন অঙ্গের জায়গার দিকে দৃষ্টিপাত করা যাবে না।।
________ মুসলিম ৭৯৪

(১৫) আল্লাহ ব্যাতিত কারো নামে কসম করা যাবে না। বাপ দাদার নাম, কারো হায়াত, মসজিদ বা কোরআন এর নামে কসম করা, মাথায় নিয়ে
সত্যতা প্রকাশ করা যাবে না।
__________ আবু দাউদ৩২৫০ নাসায়ীঃ ৩৭৭৮।

(১৬) কোন প্রাণীকে আগুনে পুড়িয়ে মারা যাবে না।।
_________ আবু দাউদ ২৬৭৭

(১৭) হাশরের দিন শেষ বিচারের পরে আল্লাহ জান্নাতীদেরকে জান্নাতে দেবেন আর,জাহান্নামীদেরকে জাহান্নামে দেবেন।তখন আল্লাহ জান্নাতী ও জাহান্নামীদেরকে ডাক দিয়ে বলবেন, তোমরা এই দিকে দেখো। তখন জান্নাত ও জাহান্নামের মাঝখানে একটা সাদা দুম্বাকে দেখিয়ে আল্লাহ বলবেন, এই দুম্বাটা হচ্ছে মরণ।তখন সেই দুম্বাকে জবাই করে ফেলা হবে।এইভাবে দুম্বারূপী মরণকে জবাই করে আল্লাহ মৃত্যুকে হত্যা করে ফেলবেন। তখন তিনি বলবেন, আজকের পর থেকে আর কোন মরণ থাকবেনা। সুতরাং, যারা জান্নাতে যাবে তারা চিরকাল জান্নাতে আনন্দ-
উল্লাসের মাঝে থাকবে। আর যারা জাহান্নামে যাবে তারা চিরকাল আযাব-গজব আর দুঃখ-কষ্টের মাঝে থাকবে। দুম্বারূপী মৃত্যুকে হত্যা করে ফেলার এই ঘোষণার কারণে জান্নাতীরা আরো বেশি আনন্দিত হবে, কারণ তাদের আনন্দের জীবন কখনো শেষ হবেনা। আর এই ঘোষণা
জাহান্নামীদের জন্যে আরো বড় বিপদ ও দুঃখ নিয়ে আসবে। কারণ জাহান্নামে যতই আগুনে পুড়ুক বা যতই যন্ত্রনাদায়ক শাস্তি ভোগ করুক, তার ফলে কোনদিন তারা মরবেনা। অনন্তকাল কঠিন শাস্তি ভোগ করতে থাকবে। সহীহ বুখারী, সহীহ মুসলিম।

হে আল্লাহ! আমাদেরকে উপরোক্ত কাজগুলো থেকে বিরত থাকার তৌফিক দান করুন।
🌿🌷 সংগৃহীত 🌷🌿

05/06/2023

লোডশেডিংয়ের ১০টি ফজিলত পড়ুন😃😃

১.কারেন্ট বিল কম আসে।লাইট,ফ্যান,টিভি ইত্যাদির ব্যবহার কম হওয়ায় টেকে বেশিদিন।

২.অন্ধকার থাকলে জোছনা দেখার সুযোগ হয়।

৩.গরমে ঘেমে গেলে শরীর থেকে বর্জ্য পদার্থ বের হয়ে যায়।যার কারণে রোগবালাই কম হয়।

৪.হাতপাখা ব্যবহার করায় হাতের ব্যায়াম হয়।

৫.খালি গায়ে থাকার কারণে কাপড়চোপড় কম ময়লা হয়।

৬.লোডশেডিংয়ে সহজে ঘুম আসে না, এতে বাড়িতে চুরি হওয়ার আশংকা কমে যায়।

৭.চাইলেও গরমের কারণে অনেক বেলা পর্যন্ত ঘুমানো যায় না।লোডশেডিং আছে বলেই সকালের আলো-বাতাস গায়ে লাগে।

৮.পড়তে বসা লাগে না।

৯.কারেন্টের জন্য অনেক কাজই থেমে থাকে।
কারেন্ট আসতে না আসতেই তড়িঘড়ি করে সবাই কাজগুলো করতে থাকে।এতে কাজ ফেলে রাখার প্রবণতা কমে,মানুষ পরিশ্রমী ও কর্মঠ হয়।

১০.লোডশেডিং আছে বলেই আবারও কারেন্ট আসে।🤣🤣

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ
04/06/2023

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ

❤️ আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ❣️শিশুকে শেখাবেন কারো বাসায় বেড়াতে গেলে দুনিয়ার জিনিস যেন না হাতায়। দেয়ালে যেন না আক...
04/06/2023

❤️ আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ❣️

শিশুকে শেখাবেন কারো বাসায় বেড়াতে গেলে দুনিয়ার জিনিস যেন না হাতায়।

দেয়ালে যেন না আকে।

সব খেলনা নিয়ে দখল করে যেন বসে না থাকে।

এসব এক বছর থেকেই একটু করে করে শিখাবেন দেখবেন well trained হয়ে যাবে।

পরদা ধরে ঝুলা একদম মানা করবেন। আপনি কারো বাসায় গেলে বিরক্তির কারন না হয়ে আনন্দের কারন হোন।

যাদের বাসায় যাবেন তারা অনেক শৌখিন তাদের জিনিস গুলা আপনার শিশুর কারনে নষ্ট হোক তা নিশ্চই আপনার কাম্য নয়।

সোফা থেকে যেন লাফ না দেয়।

না গেলে না যান তাদের সুন্দর জিনিস গুলা নষ্ট করবেন না।

এক জায়গায় আড্ডা দিতে থাকবেন না।

যাদের বাসায় গেছেন দেখবেন ওদের বাচ্চা খুব ডানপিঠে।

আপনার বাচ্চা শান্ত দেখে মাথায় বালি বা হাতে মারতে পারে। যদি দেখেন মায়ের কোন ভ্রুক্ষেপ নাই, অবস্থা বেগতিক দেখলে সোজা চলে আসবেন। কাউকে বলার দরকার নেই। আর যাবেন না।

সবাই বাচ্চা পছন্দ করে, অসহ্য বাচ্চা কেউ পছন্দ করে না।

তাই ঘর থেকেই শুরু হোক হাতে খড়ি।

আপনার বাচ্চা কারো বাসায় দেয়ালে আকলে সরি বলতে বলবেন।

উল্টা নিজে দোষ ডাকবেন না। পরে ঘোড়া বেয়াদব হবে।

মারামারি করলে নিজের সন্তানের পক্ষ না নিয়ে দুই পক্ষকেই শান্ত করুন।
আপনার ছোট ছোট এ গুন গুলোই আপনার শিশুকে খুব মিশুক ভদ্র করে গড়ে তুলবে।
খাবার ভালো বা বড় টুকরোটা নিজের শিশুকে দিবেন না। সবাইকে দিয়ে যা থাকবে সেটাই দিবেন।

চলাফেরায় আভিজাত্য গড়ে তুলবেন। ছুচো বানাবেন না।

কেউ খেতে দিলেও সব খেয়ে উজার করতে দিবেন না। কিছু চোখের খিদা মেটাতে হয় না।

কেউ টাকা গোনার সময় যেন না তাকায়,

কেউ খানা খাবার সময় যেন না তাকায় শিখাবেন।

না শিখলেও নরম গলায় বার বার বলবেন। সেট হয়ে যাবে একসময়।
🌿🌷🌿 সংগৃহীত 🌿🌷🌿

বর্তমান অবস্থা,
30/05/2023

বর্তমান অবস্থা,

30/05/2023

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ!

আলহামদুলিল্লাহ আল্লাহ সর্বশক্তিমান
30/05/2023

আলহামদুলিল্লাহ
আল্লাহ সর্বশক্তিমান

"স্বামীর ধূমপান ছাড়াতে যখন সকল চেষ্টা অসম্ভব হয়ে গেলো স্ত্রীর", তখন স্বামীর মাথায় লোহার তাঁর দিয়ে তৈরি করা খাঁচা তৈরি ক...
29/05/2023

"স্বামীর ধূমপান ছাড়াতে যখন সকল চেষ্টা অসম্ভব হয়ে গেলো স্ত্রীর",
তখন
স্বামীর মাথায় লোহার তাঁর দিয়ে তৈরি করা খাঁচা তৈরি করে লক্ করে দিলেন স্ত্রী..
স্বামী মাথায় খাঁচা নিয়ে সারাদিনের সমস্ত কাজ কর্ম করছেন,,
খাবার সময় স্ত্রী চাবি দিয়ে খাঁচার মুখ খুলে স্বামীকে খাইয়ে দিচ্ছেন..
ব্যতিক্রমী এই কাজে মাধ্যমে স্ত্রী প্রশংসায় ভাসছেন,,

Address

Uttara
Dhaka
1230

Alerts

Be the first to know and let us send you an email when Sushira's Vlog posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sushira's Vlog:

Videos

Share


Other Digital creator in Dhaka

Show All