01/11/2024
প্রেম-টেম করে অনেকেই, বিয়েশাদী করে কম-বেশী সবাই, বাচ্চা কাচ্চা হয়, একসাথে এক ছাদের নিচে বুড়ো হয় কত মানুষ!
কিন্তু, সত্যিকার অর্থে, সোল মেটের দেখা পায় ক'জন?
যাদের কাছে, প্রেম করা মানে শুধু রুটিন মেনে দেখা করা না, বিভিন্ন উপলক্ষে সেজেগুজে ঘুরা না, সকালে গুড মর্নিং বা রাতে গুড নাইট ম্যাসেজ দেওয়া না।
সোল মেট হলো, যে মানুষটাকে দেখলেই মনে হয়, এই মানুষটা আমার! আমার আত্মার একটা অংশ! যার সাথে কোন ভনিতা করা লাগে না, নিজের কোন অংশ লুকানো লাগে না, যার সাথে যাস্ট "ক্লিক" হয়ে যায়! ঘন্টার পর ঘন্টা কোন পার্টিকুলার টপিক বাদেই যার সাথে কথা বলা যায়, হাসাহাসি করা যায়, যার সাথে কাটানো প্রতিটা মুহূর্ত তীব্র ডোপামিনের ডোজ দিতে থাকে!
যে বন্ডিং টা তৈরী হলে শরীরের মধ্যে একটা অটো ঘড়ি তৈরী হয়, যা কিছুক্ষণ পর পর হুট করে মনে করিয়ে দেয়, আচ্ছা, ও কি করছে? একটু খোঁজ নেই তো! কিছুক্ষণ তার সাথে যোগাযোগ না হলেই ব্রেইন অতো সিগন্যাল দেয়। বেসিক ইন্সটিংক্টের মত।
কিন্তু নিজের দোষে হোক বা অন্য কারণে, এমন মানুষকে হারালে সেই ঘড়ি কিন্তু বন্ধ হয় না। সে তার মত কিছুক্ষণ পর পর সিগন্যাল দিতে থাকে, খবর নাও! সে কি করছে খবর নাও!
কিন্তু সেই মানুষটার সাথে আর যোগাযোগের অধিকার না থাকলে প্রতিবার এই সিগন্যাল ভয়াবহ প্যারা দেয়। Knowing that, he/she is not yours anymore, will never be.... with all the money and power, you will never get your soulmate back...
কত মানুষ শো-অফের জন্য প্রেম করছে, সামাজিক চাপে পড়ে বিয়ে করছে, বাপ মা হচ্ছে... কিন্তু কয়জনই বা এই একজীবনে এমন কারো দেখা পায়?
আর পেলেও, কয়জনই বা তাদের ধরে রাখতে পারে?
ঠিক কতটুকু ভাগ্য নিয়ে জন্মালে এই নশ্বর জীবনটা এমন কারো সাথে কাটানো যায়, যার জন্য কখনই মনে হয় না, "দিন শেষে সবাই একা"?