Sihab Hossain Dhrubo

Sihab Hossain Dhrubo Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Sihab Hossain Dhrubo, Digital creator, Rampura . Banazree, Dhaka.
(5)

প্রেম-টেম করে অনেকেই, বিয়েশাদী করে কম-বেশী সবাই, বাচ্চা কাচ্চা হয়, একসাথে এক ছাদের নিচে বুড়ো হয় কত মানুষ!কিন্তু, সত্যিকা...
01/11/2024

প্রেম-টেম করে অনেকেই, বিয়েশাদী করে কম-বেশী সবাই, বাচ্চা কাচ্চা হয়, একসাথে এক ছাদের নিচে বুড়ো হয় কত মানুষ!

কিন্তু, সত্যিকার অর্থে, সোল মেটের দেখা পায় ক'জন?

যাদের কাছে, প্রেম করা মানে শুধু রুটিন মেনে দেখা করা না, বিভিন্ন উপলক্ষে সেজেগুজে ঘুরা না, সকালে গুড মর্নিং বা রাতে গুড নাইট ম্যাসেজ দেওয়া না।

সোল মেট হলো, যে মানুষটাকে দেখলেই মনে হয়, এই মানুষটা আমার! আমার আত্মার একটা অংশ! যার সাথে কোন ভনিতা করা লাগে না, নিজের কোন অংশ লুকানো লাগে না, যার সাথে যাস্ট "ক্লিক" হয়ে যায়! ঘন্টার পর ঘন্টা কোন পার্টিকুলার টপিক বাদেই যার সাথে কথা বলা যায়, হাসাহাসি করা যায়, যার সাথে কাটানো প্রতিটা মুহূর্ত তীব্র ডোপামিনের ডোজ দিতে থাকে!

যে বন্ডিং টা তৈরী হলে শরীরের মধ্যে একটা অটো ঘড়ি তৈরী হয়, যা কিছুক্ষণ পর পর হুট করে মনে করিয়ে দেয়, আচ্ছা, ও কি করছে? একটু খোঁজ নেই তো! কিছুক্ষণ তার সাথে যোগাযোগ না হলেই ব্রেইন অতো সিগন্যাল দেয়। বেসিক ইন্সটিংক্টের মত।

কিন্তু নিজের দোষে হোক বা অন্য কারণে, এমন মানুষকে হারালে সেই ঘড়ি কিন্তু বন্ধ হয় না। সে তার মত কিছুক্ষণ পর পর সিগন্যাল দিতে থাকে, খবর নাও! সে কি করছে খবর নাও!

কিন্তু সেই মানুষটার সাথে আর যোগাযোগের অধিকার না থাকলে প্রতিবার এই সিগন্যাল ভয়াবহ প্যারা দেয়। Knowing that, he/she is not yours anymore, will never be.... with all the money and power, you will never get your soulmate back...

কত মানুষ শো-অফের জন্য প্রেম করছে, সামাজিক চাপে পড়ে বিয়ে করছে, বাপ মা হচ্ছে... কিন্তু কয়জনই বা এই একজীবনে এমন কারো দেখা পায়?

আর পেলেও, কয়জনই বা তাদের ধরে রাখতে পারে?

ঠিক কতটুকু ভাগ্য নিয়ে জন্মালে এই নশ্বর জীবনটা এমন কারো সাথে কাটানো যায়, যার জন্য কখনই মনে হয় না, "দিন শেষে সবাই একা"?

01/11/2024

আজ পর্যন্ত যতোবার আমি যতোজন কে নিজের ভেবে ভালোবেসেছি, সম্মান করেছি, তারা যতুটুক ডিজার্ভ করে তার চেয়েও বেশি তাদের জন্য করেছি! শেষ পর্যন্ত তাদের কাছ থেকে আমি কষ্ট পেয়েছি😅💔

30/10/2024

আমাদের কখনো বিচ্ছেদ হয়নি,
যা হয়ছে তা কেবলি দূরে সরে যাওয়া।
অনুভূতি এখনো আগের মতোই আছে
শুধু নেই কেউ কারো অভ্যাস হয়ে থাকা।

"জীবনের প্রতিটি পথে হাঁটতে গিয়ে মনে হয়, তুমি আছো ঠিক পাশেই—যেন আমার অজানা যাত্রার এক মায়াবী সঙ্গী হয়ে। অনেকটা অন্ধকার রা...
30/10/2024

"জীবনের প্রতিটি পথে হাঁটতে গিয়ে মনে হয়, তুমি আছো ঠিক পাশেই—যেন আমার অজানা যাত্রার এক মায়াবী সঙ্গী হয়ে। অনেকটা অন্ধকার রাতের নক্ষত্রের মতো, যা আলো দিয়ে পথ দেখায়, অথচ ছোঁয়া যায় না।
তুমি কি জানো, আমার প্রতিটি শ্বাসে তুমি আছো? একেবারে হাওয়ার মতো, যা আমার চারপাশে থাকে কিন্তু কখনো চোখে দেখা যায় না। তোমার উপস্থিতিটা এমন, যেন আমার জীবনের প্রতিটি সুরে, প্রতিটি শব্দে মিশে আছো।
যখন তুমি না থেকেও আছো, তখনও যেন মনে হয় তুমি আমার কাছেই। কোনো এক জাগায়, ঠিক আমার ছায়ার মতো। হয়তো তুমি কখনোই বুঝবে না, তবু আমার হৃদয়ের গোপন কোনো কোণে তুমি স্থির হয়ে আছো, সেই মায়ার মতো যা কখনো হারায় না।
প্রতিদিন সন্ধ্যার আকাশে সূর্য ডুবে গেলে, সেই গোধূলির আলোয় তোমার মুখটা যেন আমার মনে ভেসে ওঠে। আমি ভাবি, তুমি কি কখনো এমন ভাবো আমার কথা? হয়তো না। তবু, আমার ভাবনার প্রতিটা রেখায় তুমি আছো। তোমাকে ছুঁতে না পেরে সেই আকাশকেই স্পর্শ করি, যেন সেখানেই তোমার অস্তিত্ব।
তুমি যখন নতুন কোনো পথে পা বাড়াবে, মনে রেখো, আমি হয়তো সেই পথে থাকব না। কিন্তু প্রতিটি ঝড়, প্রতিটি বাতাস, প্রতিটি বৃষ্টির ফোঁটায় আমার অনুভূতিগুলো তোমার কাছে পৌঁছাবে। আমার অস্তিত্ব হয়তো নেই, তবু আমার ভালোবাসা ঠিক তোমার চারপাশে থাকবে।
তুমি একদিন নতুন জীবনে পা রাখবে, নতুন গল্প গড়বে, তবু আমার মনের একটা অংশে তুমি চিরদিন থাকবে। আমার প্রতিটি অনুভব, প্রতিটি না বলা কথা, যেন এই নিরব আকাশের নিচে তোমার জন্য অমর হয়ে থাকবে।
ভালোবাসা যে কেবল উপস্থিতির বিষয় নয়, বরং সেই নীরবতার মধ্যে লুকিয়ে থাকা একটা গভীর অনুভব, যা দূরত্বকেও জয় করতে জানে। তাই তোমার থেকে দূরেও আমি আছি, নীরবে, গোপনে, সেই চিরকালের ভালোবাসা হয়ে।"

দূরত্ব যদি সত্যি সত্যিই ভালবাসারগভীরতা বাড়িয়ে দেয়,তবে আমি দূরেই থাকতে চাই.. অনেক অ-নে-ক দূরে..আপনজনেরা যদি আমাকে আপন ভাব...
30/10/2024

দূরত্ব যদি সত্যি সত্যিই ভালবাসার
গভীরতা বাড়িয়ে দেয়,
তবে আমি দূরেই থাকতে চাই..
অনেক অ-নে-ক দূরে..
আপনজনেরা যদি আমাকে আপন ভাবতে কুণ্ঠাবোধ করে -
তবে গোটা পৃথিবীটাকেই
আপন বানিয়ে ফেলবো...
কেউ না কেউতো,
কখনো না কখনো স্মরণ করবে...

ভালোবাসি,তোমার উপর যখন আমার প্রচন্ড রাগ হয়আমি তখনও তোমায় ভালোবাসি,তোমার উপর অভিমান হলেও তোমায় ভালোবাসিএকশো একটা অভিযোগ থ...
30/10/2024

ভালোবাসি,
তোমার উপর যখন আমার প্রচন্ড রাগ হয়
আমি তখনও তোমায় ভালোবাসি,
তোমার উপর অভিমান হলেও তোমায় ভালোবাসি
একশো একটা অভিযোগ থাকলেও তোমায় ভালোবাসি।

ভালোবাসি বলেই তোমার উপর আমার রাগ হয়,
অভিমান হয়,
অভিযোগ করি।
তোমার প্রতি আমার রাগ অভিমান অভিযোগ প্রমাণ করে
আমি তোমায় কতটা ভালোবাসি ।
তুমি কি বুঝতে পারো?

আমি চাই আমার রাগ হলে তুমি সামলে নাও
অভিমান হলে বিনয়ী হও
অভিযোগ করলে আরো বেশি ভালোবাসো।
দূরে যেতে চাইলে জড়িয়ে ধরে বলো থেকে যাও।

সত্যি বলতে, রাগ অভিমান কিংবা অভিযোগ নয়
সবকিছুই তোমার ভালোবাসা পাবার বাহানা মাত্র।
আমি জানি তোমায় ছাড়া আমি শূন্য হয়ে যাব
কারণ আমি তোমায় ভীষণ ভীষণ ভালোবাসি।
তুমি কি বুঝতে পারো?

এক দিন সবাই চলে যায় কেউ থাকে না,তবু মানুষকে ধরে রাখার কি নিদারুণ চেষ্টা। একদিন সবকিছু পরিবর্তন হয়ে যায় ,তবু কিছু মানুষ স...
28/10/2024

এক দিন সবাই চলে যায় কেউ থাকে না,
তবু মানুষকে ধরে রাখার কি নিদারুণ চেষ্টা।

একদিন সবকিছু পরিবর্তন হয়ে যায় ,
তবু কিছু মানুষ সেই পুরনো-তে সুখ খুঁজে পায়,
আটকে যায় ।

অর্ধ নিশিতে ঝিঁঝি পোকার ডাক যাকে এক সময় মুগ্ধ করতো, এখন চাঁদের আলো তার শরীর পুরিয়ে দেয়।

কেউ চেষ্টায় থেমে যায়, কেউ পুরোনো স্মৃতিতে আটকে যায় আবার কারো সুন্দর মুহূর্ত গুলো বিষাক্ত হয়ে ধরা দেয়।

আপনার থাকা না থাকা যদি অন্যের জীবনে এরকম প্রভাব ফেলে, তা হলে অবশ্যই তার জীবনে আপনি গুরুত্ববহন করেন। আর এটা সত্যিই ভাগ্যের বেপার।

মানুষ একটা সময় সব হারিয়ে ভাগ্যকে দোষারোপ করে, কিন্তু ভুলে যায় এক দিন সে ভাগ্যকেই অবহেলা করেছিলো।

জীবনের মানে টা আমরা ঠিক তখনই বুঝতে পারি, যখন আমরা নিজের দিকে তাকাই। নিজের জন্য মায়া করি, নিজের কথা ভাবি।একা হয়ে যাওয়ার আ...
28/10/2024

জীবনের মানে টা আমরা ঠিক তখনই বুঝতে পারি, যখন আমরা নিজের দিকে তাকাই। নিজের জন্য মায়া করি, নিজের কথা ভাবি।একা হয়ে যাওয়ার আগে আমরা কখনোই নিজের দিকে তাকাই না, নিজের কথা ভাবি না। আর যখন একা হয়ে যাই, তখন আর হাতে সময় থাকে না!মানুষ নিঃসঙ্গ কস্মিনকালেও থাকতে পারে না। জীবন চলার পথে কারো না কারো সঙ্গের প্রয়োজন হয়। আর এই সঙ্গের লোভেই মানুষ তার ভালো থাকা হারিয়ে ফেলে! সঙ্গ যদি স্বস্তি না দেয়, তবে এর থেকে বিড়ম্বনা আর যন্ত্রণার কিছু হতে পারে না!আমরা সঙ্গ চাই দুঃখ ভুলে থাকার জন্য, একাকিত্ব দূর করার জন্য। তবে বিশ্বাস করুন, মানুষের জীবনের অধিকাংশ সময় কেটে যায় নিঃসঙ্গতায়! মন থেকে যার প্রতি অনুভূতি আসে, যার প্রতি টান আসে, মায়া আসে, ভালো লাগা–ভালোবাসা আসে, তার সঙ্গ পাওয়াটাই পৃথিবীতে দুষ্কর!মানুষ একা না হলে নিজের জন্য মায়া করে না।আর যখন নিজের জন্য মায়া করে, নিজের কথা ভাবে, ঠিক তখনই মানুষ একা হয়ে যায়!

আর না' বলেও মানুষ আরও একবার ভালোবেসে ফেলে। তবে এইবার তারা আর ভিক্ষা করে না। কারণ তারা জানে, আর যাই হোক। ভালোবাসা ভিক্ষার...
26/10/2024

আর না' বলেও মানুষ আরও একবার ভালোবেসে ফেলে।

তবে এইবার তারা আর ভিক্ষা করে না। কারণ তারা জানে, আর যাই হোক। ভালোবাসা ভিক্ষার জিনিস না।

"চলে যেতে চাও? সত্যিই চাও? আচ্ছা ঠিকাছে।"

ব্যাপারটা তারা এইভাবে ডিল করে।

You can't break what is already broken...

চাঁদ আর তোমার মধ্যে বেশ মিল তুমি চাঁদের মতো দেখতেও, তুমি চাঁদের মতো দুরত্বেও!💜🌄
25/10/2024

চাঁদ আর তোমার মধ্যে বেশ মিল তুমি চাঁদের মতো দেখতেও, তুমি চাঁদের মতো দুরত্বেও!💜🌄

25/10/2024

মাইগ্রেন আর ডাস্ট এলার্জি যাদের আছে,তাদের জীবনে আলাদা করে আর কোনো শত্রু লাগেনা!🙂

25/10/2024

নিজের হাতে মেহেদী দিয়ে দিছি আমি তার সাথে বরযাএী হয়ে বউ আনতে গেছি, নিজের কানে
কবুল বলতে শুনেছি!

আবার তার জন্য বাসর ঘরও আমি সাজিয়েছি।

তার কিছু দিন পর বউয়ের মুখে শুনতে পেলাম
তাদের নাকি ২ বছরের ভালোবাসা পূর্ণতা পেয়েছে
কিন্তু তার সাথে আমার ৪ বছরের সম্পর্ক ছিলো!💔😅

দিনশেষে ক্লান্ত শরীর নিয়ে, যদি তোমার কোলে এই নিথর দেহ নাইবা রাখতে পারি, তবে তোমার সাথে থাকার কি মানে?ভীষণ মন খারাপে, একা...
25/10/2024

দিনশেষে ক্লান্ত শরীর নিয়ে, যদি তোমার কোলে এই নিথর দেহ নাইবা রাখতে পারি, তবে তোমার সাথে থাকার কি মানে?ভীষণ মন খারাপে, একা লাগার দিনে যদি তোমার সঙ্গ নাই পাই, তবে তুমি থেকে কী লাভ? কেউ থাকার পরেও যদি নিজেকে এমন একা লাগে, নিঃস্ব লাগে, তবে থাকার চাইতে না থাকাটাই ভালো নয় কী?আমি তো এমন কাউকে চাইনি, যে আমার যন্ত্রণা দেখে নিশ্চুপ হয়ে বসে থাকবে। আমার না থাকা জুড়ে যার হৃদয়ে শূন্যতার সেতারা বেজে উঠবে না। আমায় না দেখেও যার মন ব্যাকুল হবে না। দিনশেষে সব ব্যথাদের যার কাছে জমা রাখা বারণ।আমি তো তাকেই চেয়েছি, যে আমায় ছাড়া বোঝোনি কো কোনোকিছু। খুঁজেনি কোনো অন্য আশ্রয়, অন্য আদর বা শরীর। যার কাছে নিজেকে বলা যায়, যে বোঝে, যে শোনে এবং ভালোবাসা দিয়ে ভুলিয়ে দেয় সব কষ্ট।তুমি থাকার পরেও যদি এই হতাশাগ্রস্ত জীবন বড্ড বিশ্রী লাগে, যদি বেঁচে থাকার স্বাদ হারিয়ে যায়, ভালোবাসার নাম শুনেই যদি গা ঘিনঘিন করে, তবে তোমার থাকা না থাকা আর কতটুকুই বা সুখ দেয়?যার প্রতি ভক্তি আসে, তার প্রতি ভালোবাসা? অসম্ভব! আমার না থাকা জুড়ে যেখানে কোনো শোক নেই, আমার ব্যথায় যার কিচ্ছু যায় আসে না, আমাকে না দেখে, না ছুঁয়ে যার সুখে কাটে দিন, সে আমায় আর কতখানিই ভালোবাসে?আমি তো ভালোবাসা বলতে বুঝি, মানুষটার জন্য থাকা। মানুষটা ছাড়া পুরো পৃথিবীর সবকিছুই তুচ্ছ ভাবা, ভালোবাসার মানুষটার ভালো থাকার জন্য, নিজেকে বিলিয়ে দেয়া। যেখানে তোমার কোনো টান উপলব্ধি করতে পারিনি আমার প্রতি, সেখানে তুমি আর কী বোঝাবে বলো?নিঃসঙ্গ, একাকিত্বের বেদনা আমি নিত্যদিন সয়ে যাই নীরবে! ভুগতে থাকি ছুঁতে না পারার অসুখে। অথচ তুমি নাকি আমায় ভালোবাসো। যে ভালোবাসা সুখ নয়, আরও দুঃখ ডেকে আনে!

আমিও ভাবি, হঠাৎ রূপকথার মতো বদলে যাবে জীবন। ওরা যারা কষ্ট দিলো–দুঃখ দিলো, ওরাও তো অনুশোচনায় ভুগবে। এতদিন ভালোবাসি বলেও ভ...
25/10/2024

আমিও ভাবি, হঠাৎ রূপকথার মতো বদলে যাবে জীবন। ওরা যারা কষ্ট দিলো–দুঃখ দিলো, ওরাও তো অনুশোচনায় ভুগবে।

এতদিন ভালোবাসি বলেও ভালোবাসেনি যারা, যারা মাঝপথে রেখে চলে গেছে বহুদূর, স্বার্থের টানে যারা হয়েছে পর, ওরাও তো আফসোস করবে।

আমিও ভাবি, একদিন রূপকথার মতো বদলে যাবে সময়। ওরা যারা রাখেনি খোঁজ, নিদ্রাহীন রাতে একাকিত্বের বেদনা যারা বোঝেনি, যারা অধঃপতনে করেছে পরিহাস, যে সময়ে আমি ফিরে পাইনি নিজেকে। ভালোবাসতে বাসতে অন্য মানুষ, নিজেকে ভালোবাসা হয়ে ওঠেনি যে সময়ে, সেই সময় তো রূপকথার মতো বদলে যাবে একদিন।

আমিও জানি, ভালো থাকার আগেই সময় ফুরায়, কথা ফুরায়! রূপকথার মতো বদলে যাবে জীবন। ওরা যারা আমায় দেখেনি, দু'চোখের আকুলতায় যাদের মন গলেনি, ওরাও তো অনুশোচনায় ভুগবে!

হঠাৎ রূপকথার মতো দুঃখগুলো ফানুস হয়ে উড়ে যাবে আকাশে। বাতাসে বাতাসে গন্ধ পাবো সুখের। চারদিক কোলাহলে নিরুত্তর থেকে আমি নির্জনতা খুঁজবো। আমার যে কোলাহলে ভয়!

আমিও ভাবি, হঠাৎ রূপকথার মতো বদলে যাবে জীবন। একাকিত্ব, হতাশার দিন ফুরোবে।

অথচ ভাবনা আমায় ভেংচি কাটে!
কতকাল নিজেকে ভালোবাসা হয়নি। আমি ভাবি–রূপকথার মতো বদলে যাবে জীবন। অথচ রূপকথার মতোই অনুভূতি বদলায় –চোখের পলকে গভীর সম্পর্ক, সরলা মন কাঁচের আয়নার মতো ফেটে চৌচির হয়!

সংগৃহীত

ভালোবাসি বললেই ভালোবাসা পাওয়া যায় না। এটি একটি অনুভূতি, যা মুখের কথায় সীমাবদ্ধ নয়। যখন কেউ বলে, "আমি তোমায় ভালোবাসি...
21/10/2024

ভালোবাসি বললেই ভালোবাসা পাওয়া যায় না। এটি একটি অনুভূতি, যা মুখের কথায় সীমাবদ্ধ নয়।
যখন কেউ বলে, "আমি তোমায় ভালোবাসি," তখন সেটি কেবল একটি শব্দ নয়; এটি একটি প্রতিশ্রুতি, একটি আকাঙ্ক্ষা।
কিন্তু ভালোবাসা শুধুমাত্র চাওয়ার মাধ্যমে অর্জিত হয় না।

প্রেমের সম্পর্ক গড়ে তুলতে হলে, দুজনের মাঝে এক ধরনের বিশ্বাস, সম্মান ও যত্ন থাকতে হয়।
সম্পর্কের ভিতরে একটি গভীর সম্পর্ক তৈরি করতে হয়,

নিজের মনের ভিতরে থাকা অনুভূতি ফিলিংস টা প্রকাশ করতে হয় কেমন করে একে অপরকে বুঝতে হয়? দিনকে দিন একে অপরের অনুভূতি, স্বপ্ন ও আশা সম্পর্কে জানা দরকার।
সম্পর্ককে মজবুত করতে হলে, একে অপরের প্রতি যত্নশীল হতে হয়। সুখ-দুঃখ, হাসি-কাঁদার মুহূর্তগুলোতে পাশে দাঁড়াতে হয়।

ভালোবাসা একটি চিরন্তন প্রক্রিয়া, যা প্রতিদিনের অভিজ্ঞতার মধ্যে জন্ম নেয়। এটি একটি সম্পর্কের ফলস্বরূপ, যেখানে সময়, ধৈর্য ও একে অপরের প্রতি সঠিক যত্নের প্রয়োজন।
তাই ভালোবাসা অর্জন করতে হয়, যত্নে, মনোযোগে এবং আন্তরিকতায়। ভালোবাসা একটি শিল্প, যা চর্চা ও অনুশীলনের মাধ্যমে ফুটে ওঠে।

সংগৃহীত

কেউ চলে যেতে চাইলে আটকানো উপায় রাখে না,তুমি কি রেখেছিলে?তোমাকে দূরে সরিয়ে দিয়েও তোমাকে সঙ্গে নিয়ে ঘুরি,যেভাবে সঙ্গে নিয়ে...
15/10/2024

কেউ চলে যেতে চাইলে আটকানো উপায় রাখে না,তুমি কি রেখেছিলে?তোমাকে দূরে সরিয়ে দিয়েও তোমাকে সঙ্গে নিয়ে ঘুরি,যেভাবে সঙ্গে নিয়ে ঘুরি নিজের সাথে ছায়াশরীর। তুমি শুধু তোমাকেই নিয়ে গেছো কিন্তু তোমার অদৃশ্য ছায়াশরীর আমার ভেতর পঙ্গুত্বের যানবাহন হয়ে গেছে।

আচ্ছা তুমি কি ফিরবে? সত্যিই ফিরবে?নাকি ফিরবে না?
যদি নাই ফিরো তবে কেন এতো আমার উৎকন্ঠা?এতো সুন্দর প্রতারণা নিজের সাথে নিজের বলতে পারো?
জানো ভালবাসার কাছে আমি অনেক অনেক উকিল নোটিশ পাঠিয়েছি,জামিন হয়নি।এই জগতে যারা ভালবাসার অপরাধে অপরাধী তাদের আজীবন কারাবাস।অদৃশ্য এই জেলখানা থেকে মুক্তির পথ একটাই সেটা মৃ.ত্যু।

নিজের সাথে নিজে অভিনয় করতে করতে আমি আজ বড্ড ক্লান্ত। তোমাকে ভুলে যাবো বলে যে সহজ স্বীকারোক্তি দিয়েছিলাম এখনো আটকে আছে বুকের ভাজে। বকুল ফুলের জীবনের মতো শুকিয়ে গেছো কিন্তু দেখো গন্ধ এখনও টের পাই।

এই যে তুমি ফিরবে না জেনেও অপেক্ষা করি,তোমার আসার পথে চেয়ে থাকি! অধিকার ছেড়ে দিয়েও দেখো সেই তোমাকে জড়িয়ে ধরি,অজান্তে বুক পকেটে গুজে দেই তোমার ভালবাসা। তুমি শুধু ছেড়েই গেছো,ছাড়িয়ে নিয়ে যেতে পারোনি।

তোমাকে আটকায়নি কিন্তু এই যে দেখো তুমি আটকে আছো বুকের ভেতর দিব্বি ভুলে যাওয়া নিয়েও। যেভাবে আটকে যায় অক্সিজেন সাপ্লাই ছাড়া নিশ্বাস প্রশ্বাস। যেভাবে আটকে যায় গর্ত দেখে দেড়শ-দুশো কিলোমিটার স্পিডের সাই-সাই করে চলা বাস।

তুমি চলে যাওয়ার পর তেমন ক্ষতি হয়নি,শুধু এই যে আমি বেঁচে আছি এটা ভেতর ভেতর অনুভব হয় না।

শরীরের সুখ সবাই দিতে পারলেও মনের সুখ সবাই দিতে পারে না, ক্ষণস্থায়ী শারীরিক সুখের চেয়ে স্থায়ী মনের সুখ মানুষের জীবনে অনেক...
15/10/2024

শরীরের সুখ সবাই দিতে পারলেও মনের সুখ সবাই দিতে পারে না, ক্ষণস্থায়ী শারীরিক সুখের চেয়ে স্থায়ী মনের সুখ মানুষের জীবনে অনেক বেশি জরুরী।যদিও মনের টান তৈরি হলে শারীরিক টান এমনিতেই চলে আসে, কিন্তু যে ভালোবাসায় শুধু শারীরিক টানই মুখ্য থাকে, সেটি ভালোবাসা নয়, সেটি কামনা। শুধুমাত্র বিছানায় গেলেই ভালোবাসা হয় না,মানুষ তো পতিতার সাথেও বিছানায় যায়।ভালোবাসার মানুষটির সাথে একটু কথা বলা, চোখের দিকে তাকিয়ে হারিয়ে যাওয়া, হাত দুটো মুঠো করে ধরে আঙ্গুল নিয়ে খেলা কিংবা খোলা চুলের মাঝে আঙ্গুল দিয়ে বিলি করার মাঝেও ভালোবাসা থাকে।উন্মুক্ত মাঠে ঘাসের উপর শুয়ে নীল আকাশ দেখা, সাগর পাড়ের ভেজা বালিতে দুজনে হাঁটা কিংবা কোন শীতের সন্ধায় সামনে আগুন জ্বালিয়ে কাঁধে মাথা রেখে স্বপ্নের জগতে হারিয়ে যাওয়ার মাঝেও ভালোবাসা থাকে।ভরা পূর্ণিমার রাতে ছোট ডিঙ্গি নৌকায় তার কোলে মাথা রেখে শোয়া কিংবা কাজে ব্যস্ত মানুষটিকে হঠাৎ এসে পেছন থেকে জড়িয়ে ধরার মাঝেও ভালোবাসা থাকে।এমনকি মাঝে মাঝে দুজন একসাথে থেকেও কোন কথা না বলে শুধু দুজনের উপস্থিতি বা অস্তিত্ব অনুভব করার মাঝেও ভালোবাসা থাকে, রাগ, অভিমান, খুনসুটি, হাসি, কান্না, আবদার, আহ্লাদ সব কিছু মিলেই ভালোবাসা। ভালোবাসা শরীর নির্ভর কিছু নয়, এটি সম্পুর্ন মন নির্ভর একটি অনুভুতি, দুটো শরীরের মিলন ভালোবাসা নয়, দুটো মনের মিলনই হলো ভালোবাসা।

আচ্ছা আমাকে না দেখতে পেলে তোমার কি মন খারাপ হয়? আমার সাথে কথা বলতে না পেরে কখনো কি নিজেকে একা লাগে?তোমারও কি কখনো ইচ্ছে ...
15/10/2024

আচ্ছা আমাকে না দেখতে পেলে তোমার কি মন খারাপ হয়?
আমার সাথে কথা বলতে না পেরে কখনো কি নিজেকে একা লাগে?
তোমারও কি কখনো ইচ্ছে হয়েছে আমার হাতে হাত রেখে
পায়ে পা মিলিয়ে দু কদম স্বপ্নের পথে হাঁটতে?

আমার ভীষণ ইচ্ছে হয় জানো!
আমার ইচ্ছে হয় আমি মুগ্ধ হয়ে অপলক তোমায় দেখি,
তোমার মেঘ কালো চুল গুলো ছুঁয়ে দিতে ইচ্ছে হয় ভীষণ।
যদি পারতাম,.
কোনো বাঁধনে যদি তোমায় বেঁধে রাখা যেতো
তবে তোমাকে রেখে দিতাম প্রতিক্ষণ ,
আজীবন আমার করে।

ভাবনার দিনশেষে তুমি ভীষণ দূরের মানুষ,
তুমি দূর আকাশের তাঁরা,
আমি তোমায় কাছে চাইলেও দূরের মানুষ
তুমি দূরে দূরেই থাকো।

Address

Rampura . Banazree
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sihab Hossain Dhrubo posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Nearby media companies