Toriq Super Tech

Toriq Super Tech Welcome To My Page

08/10/2022

ঘণ্টার পর ঘণ্টা ফেসবুক চালাও সময়ের হিসাব করো না। নামাজ পড়তে গেলে কেনো এতো তাড়াহুড়া করো?

06/10/2022

টিভি-সিনেমা আর বাস্তবতার মধ্যে বহুত পার্থক্য রয়েছে। ঐগুলো ধোঁকাবাজি ছাড়া কিছুই নয়।

16/07/2022
17/04/2022

নিশ্চয়ই হক্ব যখন আসে বাতিল তখন বিলুপ্ত হয়।

জনসচেতনামূলক পোস্ট.......................একটি ইঁদুর এক চাষীর ঘরে গর্ত করে লুকিয়ে থাকতো। একদিন ইঁদুরটি দেখলো চাষী আর তার ...
06/11/2021

জনসচেতনামূলক পোস্ট.......................
একটি ইঁদুর এক চাষীর ঘরে গর্ত করে লুকিয়ে থাকতো। একদিন ইঁদুরটি দেখলো চাষী আর তার স্ত্রী থলে থেকে কিছু একটা জিনিস বের করছেন। ইঁদুর ভাবলো থলের ভিতর নিশ্চয়ই কোনো খাবার আছে, তাই সে গুটি গুটি পায়ে এগোলো। এগিয়ে দেখলো সেটা খাওয়ার কিছু নয়, সেটা ছিল একটা ইঁদুর ধরার ফাঁদ।

ফাঁদ দেখে ইঁদুর পিছোতে থাকলো। ইঁদুরটি বাড়ির পিছনের এক খোপে থাকা পায়রাকে গিয়ে বলল- জানো আজ বাড়ির মালিক একটা ইঁদুর ধরার ফাঁদ এনেছে। এটা শুনে পায়রা হাসতে থাকলো আর বলল- তাতে আমার কি? আমি কি ওই ফাঁদে পড়তে যাব না কি? নিরাশ হয়ে ইঁদুরটি মুরগীকে গিয়ে এই কথা বলল।

মুরগী ইঁদুরকে হেয় করে বলল- যা ভাই এটা আমার সমস্যা নয়। ইঁদুরটি হাঁপাতে হাঁপাতে মাঠে গিয়ে ছাগলকে শোনালো। ছাগল শুনে হেসে লুটোপুটি অার ঘাস খেতে থাকলো। সেই দিন রাত্রে একটি শব্দ হলো যাতে একটি বিষাক্ত সাপ আটকে গিয়েছিল।

অন্ধকারে চাষীর স্ত্রী সাপের লেজকে ইঁদুর ভেবে বের করলো, আর সাপটি তাকে কাঁমড়ে নিল। অবস্থা খারাপ দেখে চাষীটি ওঝাকে ডাকলো। ওঝা তাকে পায়রার জুস খাওয়ানোর পরামর্শ দিল। **পায়রাটি এখন হাঁড়িতে **। চাষীর স্ত্রীর এই সংবাদ শুনে তার বাড়িতে আত্মীয় সজ্জন এসে হাজির হল।

তাদের খাওয়ার বন্দোবস্তের জন্য **মুরগীকে যবাই হল। **মুরগীও এখন হাঁড়িতে। দুইদিন পর চাষীর স্ত্রী মা’রা গেল। আর তার দোয়া অনুষ্ঠানে **ছাগলটিকে যবাই হল। **ছাগলও হাঁড়িতে চলে গেল। ইঁদুর দুরে পালিয়ে গিয়েছিল বহুদূরে।

**যদি কেউ আপনাকে তার সমস্যার কথা শোনায় আর আপনি ভাবেন যে এটাতো আমার সমস্যা নয়, তবে দাঁড়ান আর একবার ভালো করে চিন্তা করুন। আমরা সবাই বিপদে আছি। সমাজের একটা অংশ, একটি ধাপ-পর্যায়, একজন নাগরিক, যদি বিপদে থাকেন তবে পুরো দেশ বিপদে আছে। নিজের মধ্যে সিমীত না থেকে সামাজিক হোন..আর মানবধর্মের জন্য একত্রিত হোন।

বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম।সকলের দৃষ্টি আকর্ষণ করছি। বর্তমান সময়ের ফেতনার আরেক নাম  । তার পেজ থেকে বিভ...
18/03/2021

বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম।
সকলের দৃষ্টি আকর্ষণ করছি। বর্তমান সময়ের ফেতনার আরেক নাম । তার পেজ থেকে বিভিন্ন সময় বিভিন্ন ইসলামিক নাত পরিবেশন করা হয়ে থাকে। যা কমবেশ আমাদের সবারই ফেসবুকের নিউজ ফিডে প্রদর্শিত হয়। আমাদের মধ্যে অনেকেই আবার উনার পেজের লাইকার এবং ফলোয়ার। অনেক জনকেই দেখলাম উনার গান শোনার পর উনাকে উৎসাহিত করছেন। যেমন অনেকেই কমেন্ট করে বলেন "মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে গানটা" "শুনে খুব ভালো লাগলো", এই ধরনের গান আরো শুনতে চাই ইত্যাদি ইত্যাদি। কিন্তু দুঃখজনক বিষয় হলো কাউকে কোনোদিন কোনো প্রতিবাদ করতে দেখি নাই। প্রতিবাদ করবে বা কেমনে? কারন আমাদেরতো রুচি খারাপ হয়ে গেছে। মাইয়া মানুষের গান শুনতে আমাদের খুব ভালো লাগে। মাইয়া মানুষের চেহারার দিকে তাকাতেও আমাদের ভালো লাগে। ছিঃ ধিক্কার জানাই। এই হলো আমাদের ঈমান আর আমরা হলাম মুসলমান। আফসোস! বড়ই আফসোস লাগে! একজন মুসলমান হিসেবে যদি ইসলাম সম্পর্কে সাধারণ জ্ঞান টুকু রাখতে না পারি তাহলে আমি কিসের মুসলমান? কখনো কি নিজের বিবেকের কাছে এটুকু প্রশ্ন করেছেন? নামক জনপ্রিয় মহিলাটির দিকে একটু খেয়াল করুন। উনি পর্দা করেছেন ঠিকই কিন্তু হাত ও মুখ খোলা রেখেছেন। কথায় আছে, হাত ও মুখ খোলা রেখে পর্দা করা নেক সুরতে শয়তানের একটি ধোকা। সুতরাং উহা শরীয়ত সম্মত নয়। পর্দা করার মূল উদ্দেশ্য হলো নিজের রূপ-সৌন্দর্যকে ঢেকে রাখা যাতে পর পুরুষ নিজের প্রতি আকর্ষিত না হয়। নিকাব ব্যতীত মুখমন্ডলকে উন্মুক্ত করে পর্দা করে কি লাভ হল? এখানে তো আমি দেখছি পর্দা করা না করার মধ্যে কোন পার্থক্য নেই। শুধু তাই নয়, আরেকটি বিষয় হলো নারীরা পর পুরুষের সামনে কথা বলবেন ক‌র্রকষ স্বরে। কিন্তু এখানে আপু মিষ্টি কন্ঠস্বর দিয়ে শত-শত, হাজার-হাজার, লক্ষ-লক্ষ পর-পুরুষের মাঝে ফেতনা সৃষ্টি করছেন। এই ফেতনাকে এড়িয়ে চলা প্রতিটি মুমিনের দায়িত্ব ও কর্তব্য। আশা করি আপনারা যারা পূর্বে এই বিষয়ে জানেননি এখন হয়তো জেনেছেন। আরেকটি বিষয় জানার পর সেটি মেনে চলা আবশ্যক (ফরজ) হয়ে যায়। সুতরাং আসুন আমরা ঐ নামক পেজ থেকে প্রস্থান নেওয়া শুরু করি। যারা লাইকার রয়েছেন তারা পেজটিকে আনলাইক করুন, যারা ফলোয়ার রয়েছেন তারা পেজটিকে আনফলো করুন। আর যদি পারেন পেজটির বিরুদ্ধে রিপোর্ট করুন। যাদের ফেসবুক টিম ফেসবুকে ব্লক করে দেয়। আমি তার পেজের লাইকার‌ও ছিলাম না ফলোয়ারও ছিলাম না। তার পরেও তার পেজ থেকে কিছু ভিডিও আমাকে বিরক্ত করছেন। রিপোর্ট করার পর থেকে আলহামদুলিল্লাহ এখন আমাকে আর বিরক্ত করছে না।

Address

Nandail-Hossainpur Road
Dhaka
2290

Telephone

+8801977300799

Website

Alerts

Be the first to know and let us send you an email when Toriq Super Tech posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Toriq Super Tech:

Share

Category

Nearby media companies



You may also like