IQRA BOI

IQRA BOI ‘ইকরা বই’ আপনাকে দিচ্ছে ঘরে বসে বই কেনার দারুন সুযোগ।

নেপোলিয়ন বলেছিলেন অন্তত ষাট হাজার বই সঙ্গে না থাকলে একটা জীবন চলে না। এই কথাটি নেপোলিয়ন বলেছিলেন প্রায় দুইশত বছর আগে। ষাট হাজার বই এক যায়গায় থাকার অর্থ নিশ্চিত একটি বড় ধরনের সংগ্রহ। একটু চিন্তা করুন তো, আজকের দিনে 60 হাজার বইয়ের সংগ্রহ কত জনের আছে? 60 হাজার কেন 60 টা বইই হয়তো অল্প কিছু মানুষের কাছে পাওয়া দুষ্কর।
মহান আল্লাহ তায়ালা বলেছেন “বল,যারা জানে আর যারা জানে না তারা কি এক?“
মহান আল্লাহ তায়াল

া এই কথার দ্বারা জ্ঞানী এবং মূর্খতার মধ্যে স্পষ্ট পার্থক্য করে দিয়েছেন। জ্ঞানীরাই জগতে শ্রেষ্ঠত্ব অর্জন করবে। মহানবী হযরত মুহাম্মদ (সা:) - এর ওপর সর্বপ্রথম যে কথাটি নাযিল হয়েছিল সেটা হলো ইকরা অর্থ পড়ো। এটার দ্বারা স্পষ্ট প্রমান হয় ইসলামের মধ্যে জ্ঞান অর্জন করা কতটা গুরুত্বপূর্ন বিষয়। আমাদের উচিত বেশি বেশি নিজে বই পড়া, প্রিয়জনকে বই উপহার দেয়া এবং অপরকে বই পড়তে উৎসাহ দেয়া। নৈতিকতা ও মূল্যবোধের যে অবক্ষয় ঘটেছে সেখান থেকে বেরিয়ে আসার একমাত্র উপায় সকলের হাতে ভালো পৌছে দেয়া, তাইতো ‘ইকরা বই’ আপনাকে দিচ্ছে আপনার প্রয়োজনীয় সকল বই সাশ্রয়ী মূল্যে, স্বল্প সময়ে আপনার দেওয়া নির্দিষ্ট ঠিকানায় পৌছানোর দ্বায়িত্ব। অন লাইনে ‘ইকরা বই’ আপনাকে দিচ্ছে ঘরে বসে বই কেনার দারুন সুযোগ।

আমাদের সাথে যোগাযোগ করতে পারেন-
ফোনঃ +88 017 3807 2774
ইমেইলঃ [email protected]

অথবা ফেসবুকেও ইনবক্স করতে পারেন আমাদের iqraboi পেজে গিয়ে।

তিনজন নেতা এসেছিলেন উপমহাদেশে। তাঁদের প্রভাব, তাঁদের ঘিরেথাকা বিতর্ক, তাঁদের উত্তরাধিকার আজকের দিন পর্যন্ত রাজনৈতিকবৈরিত...
26/04/2022

তিনজন নেতা এসেছিলেন উপমহাদেশে। তাঁদের প্রভাব, তাঁদের ঘিরে
থাকা বিতর্ক, তাঁদের উত্তরাধিকার আজকের দিন পর্যন্ত রাজনৈতিক
বৈরিতায় ইন্ধন জুগিয়ে চলেছে। রাজনীতির আকাশে বিশাল নক্ষত্রের মতন জ্বলজ্বল করছে আজও তাঁদের নাম- শেখ মুজিবুর রহমান, ইন্দিরা গান্ধী, জুলফিকার আলী ভুট্টো।
তাঁদের রাজনৈতিক ভূমিকা সম্পর্কে রয়েছে পরস্পরবিরোধী কাহিনী। বক্তার ওপর নির্ভর করে প্রতিটা কাহিনীর থাকে ‘বাংলাদেশী’, ‘ভারতীয়’ ও ‘পাকিস্তানী’ সংস্করণ। এসব সংস্করণের মধ্যে সংযোগ অন্বেষণ এবং তিন নেতার পূর্ণাঙ্গ ও বস্তুনিষ্ঠ রাজনৈতিক প্রতিকৃতি তুলে ধরা হয়েছে এই বইতে। এই তিনজন কিংবদন্তিতুল্য নেতা উপমহাদেশের রাজনীতিতে রেখে গিয়েছেন অমোচনীয় দাগ। শেখ মুজিবুর রহমান, ইন্দিরা গান্ধী ও জুলফিকার আলী ভুট্টো যে পরিমাণ ভালবাসা পেয়েছেন, ঠিক সেই পরিমাণে বদনামও কুড়িয়েছেন। অনুগামী, গুণগ্রাহী আর অনুগত সমর্থকরা তাঁদের আইডলে পরিণত করেছে, রোমান্টিক করে তুলেছে, করুণ রসের বস্তুতে পরিণত করেছে। তাঁদের স্মরণ করা হয় নায়ক ও শহীদ হিসেবে। অন্যদিকে সমালোচকদের চোখে তাঁরা স্বৈরাচারী, দলান্ধ দুর্জন- যাঁরা তাদের দেশের ইতিহাসে রেখে গেছেন কালো দাগ।
কাকতালীয় বিষয়, তিনজনেরই মৃত্যু হয়েছে অস্বাভাবিকভাবে।

 #আজ শুধু বই দিবস-ই নয়; বইয়ের জগতের অপরিহার্য অংশ মেধাস্বত্ব বা কপিরাইট দিবসও!জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক...
23/04/2022

#আজ শুধু বই দিবস-ই নয়; বইয়ের জগতের অপরিহার্য অংশ মেধাস্বত্ব বা কপিরাইট দিবসও!

জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কো ১৯৯৫ সাল থেকে প্রতিবছর ২৩শে এপ্রিল বই পড়ার প্রতি গুরুত্ব ও সচেতনতা বৃদ্ধি এবং বইয়ের জগতের অপরিহার্য অংশ মেধাস্বত্ব বা কপিরাইট বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ‘বিশ্ব বই ও কপিরাইট দিবস’ উদযাপন করে থাকে।

 #রহমতের_১০_দিনের_সেহরি_ও_ইফতারের_সময়সূচি
02/04/2022

#রহমতের_১০_দিনের_সেহরি_ও_ইফতারের_সময়সূচি

 #আলহামদুলিল্লাহ
22/03/2022

#আলহামদুলিল্লাহ

 #কবি_আল_মাহমুদ... ১৯৭৮ সালে হজ্বে যান। হজ্ব করে আসার পর প্রগতিবাদী কবিরা তাঁকে ‘মৌলবাদী’ বলে আখ্যা দেয়। তাদের মৌলবাদী আ...
15/02/2022

#কবি_আল_মাহমুদ...
১৯৭৮ সালে হজ্বে যান। হজ্ব করে আসার পর প্রগতিবাদী কবিরা তাঁকে ‘মৌলবাদী’ বলে আখ্যা দেয়। তাদের মৌলবাদী আখ্যাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে কবি লিখলেন ‘বখতিয়ারের ঘোড়া’ কাব্যগ্রন্থটি।

জীবনানন্দ দাসের ‘মহাপৃথিবী’ কাব্যগ্রন্থটি পড়ার পর মীর আব্দুস শুকুর ভাবলেন, 'আরে! এমন কবিতা তো আমিও লিখতে পারি'। যেই কথা, সেই কাজ। একটা কবিতা লিখে ফেললেন। জীবনের প্রথম কবিতাটি পড়তে দিলেন চাচাতো বোন হানুকে।

হানু কবিতাটি পড়ে বললো, “এই কবিতা তো আগে কোথাও পড়েছি!”

বোনের মন্তব্য শুনে তরুণ কবি হাসবেন নাকি কাঁদবেন? তাঁর লেখা কবিতাকে বোন বলছে ‘আগে পড়েছি’। যেন তিনি এটা কপি করেছেন। আবার এটাও তো ভাবতে পারেন, আমি আসলেই তো কবিতা লিখতে পারি।

মোল্লা বাড়িতে জন্ম নেয়া একটা ছেলে বললো- ‘আমি কবি হতে চাই’। তরুণ বয়সের এই আবেগকে রুখে দেবার জন্য হানু বাধা দিলেন। বললেন, “কবিতা লিখলে ভাত জুটবে কোত্থেকে?”

জীবন সাগরে সাঁতার কাটতে গিয়ে চাচতো বোনের কথাটি বারবার তাঁর মনে পড়ে। তল্পিতল্পাহীন অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকায় আসেন কবি হবার জন্য।

ঢাকায় এসে জীবিকার সন্ধান করে ঢাকাকেই আপন করে নেন। ঢাকা আর নিজের জন্মস্থানের তুলনা করে বলেন- “যে শহর জন্ম দেয় কিন্তু জীবিকা দেয় না তারচেয়ে যে শহর জীবিকা দেয় তাকে আমার কাছে মাতৃতুল্য মনে হয়।”

সেদিন চাচাতো বোন তাকে ‘কবি’ বলে স্বীকৃতি দেয়নি। কিন্তু, তাঁর জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষদের একজন ছিলেন তাঁর চাচী, সেই চাচী তাকে ‘কবি’ বলে ডাকতেন। গ্রামের মানুষরাও তাঁকে ‘কবি’ বলে ডাকতো। অথচ তখনো তাঁর কোনো কবিতা প্রকাশিত হয়নি!

মোল্লাবাড়িতে জন্মগ্রহণ করা আল মাহমুদকে একসময় মানুষ ‘বিশ্বাসীদের কবি’ সম্বোধন করে। অথচ জীবনের প্রথমদিকে নিজের বিশ্বাস নিয়ে দোদুল্যমান ছিলেন এই কবি। তাঁর মা বাবাকে অভিযোগ করতেন, “তোমার ছেলে তো বইটই পড়ে নাস্তিক হয়ে গেছে।” বাবা মায়ের কথা কানে নিতেন না। তিনি ভাবতেন, এই ছেলে বিভ্রান্ত হতে পারে। সে অবশ্যই ফিরে আসবে।

আল মাহমুদ জীবনের মধ্যখানে ফিরেও আসেন। ১৯৭৮ সালে হজ্বে যান। হজ্ব করে আসার পর প্রগতিবাদী কবিরা তাঁকে ‘মৌলবাদী’ বলে আখ্যা দেয়। তাদের মৌলবাদী আখ্যাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে কবি লিখলেন ‘বখতিয়ারের ঘোড়া’ কাব্যগ্রন্থটি।

এতোদিন তাঁর যতো বন্ধু-শুভাকাঙ্খী জুটেছিলো, এই কাব্যগ্রন্থ লেখার পর সবাই তাঁর বিরুদ্ধে চলে যায়। এই কাব্যগ্রন্থ তাঁকে আবার নতুন করে ‘মৌলবাদী’ প্রমাণ করিয়ে দেয়। বিভিন্ন পত্র-পত্রিকা তাঁর লেখা প্রকাশ বন্ধ করে দেয়। যারা সারাদিন বাক-স্বাধীনতার কথা বলে চায়ের কাপ গরম করতো, সেইসব প্রগতিবাদীদের এমন ডাবল স্ট্যান্ডার্ড দেখে কবি বেশ মজা পান। তাঁর আত্মজীবনীতে এই নিয়ে লিখেন।

কবি হবার দায় অনেক। আশেপাশের অনেকেই সেটা সহ্য করতে পারেন না। নিজের এমন মনোবেদনা নিয়ে কবি লিখেন- “নিজের পক্ষের লোকেরা যখন ক্রমাগত দুঃখের আয়োজন করেন, তখন কবির জন্য অপার্থিব সুখের আয়োজন করেন তার রব।”

জীবনের শেষবেলায় কবি রবের আশ্রয় খুঁজতে থাকেন।

কবি লিখেন:

“কোনো এক ভোর বেলা, রাত্রি শেষে শুভ শুক্রবারে
মৃত্যুর ফেরেস্তা এসে যদি দেয় যাওয়ার তাকিদ;
অপ্রস্তুত এলোমেলো এ গৃহের আলো অন্ধকারে
ভালোমন্দ যা ঘটুক মেনে নেবো এ আমার ঈদ।”

মৃত্যুবরণ করাকে কবি ঈদের সাথে তুলনা করেন কেন? তা-ও আবার শুক্রবারে?

কবি হয়তো এই হাদীসটি জানতেন- “জুম’আর দিনে অথবা জুমু’আর রাতে যদি কোনো মুসলমান ব্যক্তি মৃত্যুবরণ করে, তাহলে কবরের শাস্তি হতে আল্লাহ তাঁকে রক্ষা করবেন।” [জামে আত-তিরমিজি: ১০৭৪]
১৯৩৬ সালের ১১ জুলাই আল মাহমুদ জন্মগ্রহণ করেন। মৃত্যুবরণ করেন ২০১৯ সালের ১৫ ফেব্রুয়ারি।

জান্নাতে বিশ্বাসী কবিদের পাশে তাঁর স্থান হোক, আমরা এই দু'আ করি।

 #বই : ম্যাসেজ #লেখক : মিজানুর রহমান আজহারি।ইসলাম এক নক্ষত্র, যার সংস্পর্শে সমস্ত আঁধার বিলীন হয়ে যায়, ঘোর অমানিশাও তাতে...
20/01/2022

#বই : ম্যাসেজ
#লেখক : মিজানুর রহমান আজহারি।
ইসলাম এক নক্ষত্র, যার সংস্পর্শে সমস্ত আঁধার বিলীন হয়ে যায়, ঘোর অমানিশাও তাতে নিজেকে সঁপে দিয়ে আলোকোজ্জ্বল হয়। ইসলাম তো এমন এক জ্যোতিষ্ক, যা উৎসারিত হয়েছে আরশে আজিমের মহিমান্বিত রওশন থেকে। জাহেলিয়াত পরাজয় কবুল করেছিল ইসলামের বুকে আশ্রয় পেয়ে। এই পবিত্র দ্বীন আত্মাকে করেছে প্রশান্ত, চরিত্রকে করেছে নিষ্কলুষ, জীবনকে করেছে সার্থক, মানবতাকে দিয়েছে মুক্তি। এর আলোকচ্ছটা যে জমিনে পড়েছে, সেখানে অঙ্কুরিত হয়েছে শান্তির সবুজ তরু। এই রওশনের ঝলক যে হৃদয় ধারণ করেছে, সে হৃদয় হয়েছে দারাজ দিল। যে যুগ ধারণ করেছে, তা হয়েছে খইরুল কুরুন বা সর্বোত্তম যুগ।
কিন্তু হায়! অজ্ঞতা ও অবহেলার কালো মেঘে সেই সূর্য আজ মেঘ লুপ্ত। আলোহীন এ ধরায় উঠে না প্রাণের জোয়ার। তোলে না কেউ আর মানবতার জয়োধ্বনি। অধিকার হারিয়ে মুমূর্ষুপ্রায় মানবতা। নব্য জাহেলিয়াতের এই গাঢ়-কালো মেঘপুঞ্জ চুর্ণ করতে দরকার একটি নির্ভেজাল ঈমানি দমকা হাওয়া; যে হাওয়ায় জ্ঞানের সৌরভ মিশে মোহিত করবে প্রতিটি হৃদয়। সেই মোহনীয় দক্ষিণা হাওয়ার গুঞ্জন তুলতেই আমাদের আয়োজন-‘ম্যাসেজ’।
বই : ম্যাসেজ
লেখক : মিজানুর রহমান আজহারি
প্রকাশনী : গার্ডিয়ান পাবলিকেশন্স
বিষয় : ইবাদত, আত্মশুদ্ধি ও অনুপ্রেরণা
পৃষ্ঠা : ২৯৬ (হার্ড কভার)
নির্দারিত মূল্য : ২৭৫ টাকা।
অর্ডার করতে নাম, ঠিকানা ও মোবাইল নম্বর লিখে মেসেজ করুন।
অথবা কল করুনঃ 01767-575642
#ডেলিভারি চার্জ ঢাকা সিটির ভিতরে ৪০ টাকা এবং ঢাকার বাহিরে ৭০ টাকা।

ইকরা বইয়ের পক্ষ থেকে সবাইকে জানাই ইংরেজি নববর্ষের শুভেচ্ছা।
31/12/2021

ইকরা বইয়ের পক্ষ থেকে সবাইকে জানাই ইংরেজি নববর্ষের শুভেচ্ছা।

 #আমরা_শোকাহত হায়রে জীবন ঢাকা থেকে বরগুনার উদ্দেশ্যে ছেড়ে আসা অভিযান-১০ লঞ্চে  সুগন্ধা নদীর মাঝে রাত তিনটার দিকে ভয়াবহ আ...
24/12/2021

#আমরা_শোকাহত
হায়রে জীবন

ঢাকা থেকে বরগুনার উদ্দেশ্যে ছেড়ে আসা অভিযান-১০ লঞ্চে সুগন্ধা নদীর মাঝে রাত তিনটার দিকে ভয়াবহ আগুন লেগেছে।

এ ঘটনায় ৩০+ জনের মৃত্যু হয়েছে এবং শতাধিক মানুষকে দগ্ধ অবস্থায় উদ্ধার করা হয়েছে বলে জানা যায়।

মৃত ব্যক্তিদের রুহের মাগফিরাত কামনা করছি এবং আহত সকল যাত্রীর দ্রুত সুস্থতা কামনা করছি। হে আল্লাহ্ পরিবারের সবাইকে ধৈর্য ধারণ করার তাওফিক দান করুন। আমিন

মহান বিজয় দিবস উপলক্ষে ইকরা বইয়ের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও মোবারকবাদ 💘💘💘💘💘
15/12/2021

মহান বিজয় দিবস উপলক্ষে ইকরা বইয়ের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও মোবারকবাদ 💘💘💘💘💘

📕ডা. জাকির নায়েক লেকচার সমগ্র(সবখন্ড একত্রে) মাত্র ৩৯০ টাকা!!অর্ডার এর জন্য "Send Message" এ ক্লিক করে আপনার নাম, মোবাইল...
03/12/2021

📕ডা. জাকির নায়েক লেকচার সমগ্র(সবখন্ড একত্রে) মাত্র ৩৯০ টাকা!!

অর্ডার এর জন্য "Send Message" এ ক্লিক করে আপনার নাম, মোবাইল নাম্বার ও সম্পূর্ণ ঠিকানা দিন অথবা কল করুন 01767-575642

মুদ্রিত মূল্যঃ ৫০০ টাকা
বিক্রয় মূল্যঃ ৩৯০ টাকা
পৃষ্ঠা: ৮৭৬

 #মুসলিম_জাহানের_চার_খলিফার_জীবনি(৪টি বই)৪টি বইয়ের মূদ্রিত মূল্য: ১১০৫ টাকা ডিস্কাউন্ট মূল্য: ৬০০ টাকা মোট পৃষ্ঠাসংখ্যা—...
20/11/2021

#মুসলিম_জাহানের_চার_খলিফার_জীবনি(৪টি বই)
৪টি বইয়ের মূদ্রিত মূল্য: ১১০৫ টাকা
ডিস্কাউন্ট মূল্য: ৬০০ টাকা
মোট পৃষ্ঠাসংখ্যা—১৩৯২ পৃষ্ঠা
#ফ্রী_ডেলিভারি
১/ মুসলিম জাহানের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দীক রা. (হার্ডকভার)
by মাওলানা নূরুদ্দীন
মূদ্রিত মূল্য - ২৭৫টা
পৃষ্ঠা- ৩৫২
২/ মুসলিম জাহানের তৃতীয় খলিফা হযরত ওসমান রা. (হার্ডকভার)
by মাওলানা নূরুদ্দীন
মূদ্রিত মূল্য - ২০০টা
পৃষ্ঠা- ২২৪
৩/ মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রা. (হার্ডকভার)
by আল্লামা শিবলী নোমানী রহ.
Translator মাওলানা লুৎফুর রহমান
মূদ্রিত মূল্য - ৩৫০টা
পৃষ্ঠা- ৪৪৮
৪/ মুসলিম জাহানের চতুর্থ খলিফা হযরত আলী রা. (হার্ডকভার)
by মাওলানা লুৎফুর রহমান
মূদ্রিত মূল্য - ২৮০টা
পৃষ্ঠা-৩৬৮

ইসলামের ৪ খলিফা ছিলেন আমাদের রাসুল (সঃ) এর খুব কাছের সাহাবী এবং আত্মীয়। তাদের জীবনের সব কিছুই ছিল শিক্ষণীয় দিক নির্দেশনায় ভরপুর। তাদের জীবন নিয়ে আমরা যত জানতে পারবো ততই নিজেদের জ্ঞানের ভান্ডার পূর্ণ হবে।

৪টি বইয়ের মূদ্রিত মূল্য - ১১০৫ টাকা
ডিসকাউন্ট মূল্য - ৬০০ টাকা
#ফ্রী_ডেলিভারি

অর্ডার করতে নাম, ঠিকানা ও মোবাইল নম্বর লিখে মেসেজ করুন।
অথবা কল করুনঃ 01767-575642

'বেলা ফুরাবার আগে - ২' থেকে— কনে সেজেগুজে স্টেজে বসে আছে আর ফটোগ্রাফারেরা নানান ভঙ্গিতে, নানান এঙ্গেলে কনের ছবি উঠাচ্ছে।...
17/11/2021

'বেলা ফুরাবার আগে - ২' থেকে—
কনে সেজেগুজে স্টেজে বসে আছে আর ফটোগ্রাফারেরা নানান ভঙ্গিতে, নানান এঙ্গেলে কনের ছবি উঠাচ্ছে। কখনো দূর থেকে, কখনো কাছ থেকে। শুধু তো ভাড়া করে আনা ফটোগ্রাফারেরাই নয়, আমাদের হাতে থাকা স্মার্টফোনগুলোও এখানে দূর্দান্ত ভূমিকা পালন করে আর আমরাও হয়ে উঠি সুদক্ষ ফটো-কারিগর। স্টেজে বসে থাকা কনেটার শারীরবৃত্তীয় সকল কলা আমাদের ক্যামেরাগুলোতে ধরা পড়ে। এরপর সেসব ছবি আমাদের বদৌলতে বিভিন্ন মনোহর আর মনকাড়া ক্যাপশানে ছড়িয়ে পড়ে ভার্চুয়ালে। হাজার-লক্ষ চোখ আর দৃষ্টির ভিতর দিয়ে যেতে যেতে, কনেটাকে নিয়ে কতো হাজার রকমের চিন্তা যে অন্তরগুলোতে দানা বাঁধে সেই হিশেব কোথাও মিলবে না।
আপনি যদি বলতে চান কিংবা আপনাকে যদি বলা হয়—যে ফটোগ্রাফারেরা ওয়েডিং ফটোগ্রাফি করে, তারা কেনোই-বা এমন কুৎসিত, বিদঘুটে চিন্তা করতে যাবে, তাহলে আপনি ভুল করছেন। আপনার মনে রাখা উচিত—এরা পুরুষ, ফেরেশতা নয়। মানুষের ভদ্রস্থ পোশাক কিংবা মার্জিত চেহারা দেখে বিভ্রান্ত হতে নেই একেবারে। আড়ালে, একান্ত গোপনে, নিবিড় নির্জনতায় তারা যে কল্পনার কোন কোন রাজ্যে ঘুরে বেড়ায়, ইন্টারনেটের কোন কোন অলি-গলিতে ঘোরাফেরা করে, তা আমি আর আপনি কি জানি? একটা সরল চেহারার ও’পাশে কোন কুৎসিত চিন্তা আর লোলুপ দৃষ্টিটা লুকিয়ে আছে, সেই সংবাদ তো আমাদের কাছে পৌঁছায় না।
লেখক : আরিফ আজাদ
প্রকাশিতব্য একুশে গ্রন্থমেলা' ২০২২, ইনশা আল্লাহ।

 #জুমার দিনের বিশেষ আমলরাসুল (সা.) এরশাদ করেন, তোমরা জুমার দিনে আমার ওপর বেশি বেশি দরুদ পাঠ করো, কেননা তোমাদের পাঠকৃত দর...
12/11/2021

#জুমার দিনের বিশেষ আমল
রাসুল (সা.) এরশাদ করেন, তোমরা জুমার দিনে আমার ওপর বেশি বেশি দরুদ পাঠ করো, কেননা তোমাদের পাঠকৃত দরুদ আমার সামনে পেশ করা হয়। (আবু দাউদ, হাদিস নম্বর ১০৪৭)।

এমনিতেই তিরমিজি শরিফের হাদিস অনুযায়ী আমরা জানতে পারি, যে ব্যক্তি দরুদ পাঠ করে আল্লাহ তার ওপর ১০টি রহমত নাযিল করবেন। সুতরাং আমাদের জুমার দিন অন্যান্য আমলের সাথে সাথে বেশি বেশি দরুদ পাঠ করতে হবে।

জুমার গুরুত্ব ও তাৎপর্য বিবেচনা করে প্রতিটি মুসলিমের উচিত এই দিনটিকে কাজে লাগানো।

 #আল্লাহর_অনুগ্রহ
17/10/2021

#আল্লাহর_অনুগ্রহ

 #কোনো_অবস্থায়ই_নামাজ_ছাড়া_যাবেনা । না ব্যস্ততায়, না ভ্রমণে, না অবকাশ যাপনে । ইসলাম সহজ একটা ধর্ম । নামাজ তার অন্যতম স্...
10/10/2021

#কোনো_অবস্থায়ই_নামাজ_ছাড়া_যাবেনা ।
না ব্যস্ততায়, না ভ্রমণে, না অবকাশ যাপনে ।
ইসলাম সহজ একটা ধর্ম । নামাজ তার অন্যতম স্তম্ভ । নামাজ আদায়ে তাই কোনো ছাড় নেই । ছাড় নেই বলছি এতে বিষয়টা খুব কঠিন মনে হতে পারে, কিন্তু দেখেন, আমরা চাইলেই তা সহজে আদায় করতে পারি । শুধু ফরজ হিসাব করলে ৫ ওয়াক্ত মিলে মাত্র সতের রাকাত । পড়তে লাগে সর্বোচ্চ ২৫ মিনিট ! দিনের ১৪৪০ মিনিট থেকে আমরা চাইলেই ২৫ মিনিট আলাদা করে নিতে পারি ।
আমরা যখন ভ্রমণে থাকি তখন নামাজে আছে কসর করার সুযোগ । অসুস্থ থাকলে অযু পড়তে অসুবিধা হলে তায়াম্মুমের করে নিলেই চলে । যদি দাঁড়িয়ে নামাজ আদায় করতে সমস্যা হয়, তবে বসে, তাও যদি কেউ না পারে তাহলে এক পার্শ্বের উপর, তাও কষ্ট সাধ্য হলে ইশারায় নামাজ আদায় করতে হবে । কিন্তু সজ্ঞানে নামাজ ছাড়া যাবেনা ।
তবু আমরা অনেক মুসলিম ইচ্ছে করেই নামাজ ছেড়ে দিই । যত ব্যস্ততাই থাকুক, মহান আল্লাহর হক আদায়ে আশা করি আমরা প্রতিদিন অন্তত ২৫ মিনিট সময় বের করে নিতে পারব, ইনশাআল্লাহ !

মহীয়সী নারীর জীবনী (৪ টি বই একত্রে) ইসলামী ইতিহাসে মহীয়সী নারীদের জীবনী নিয়ে রচিত (৪ টি বই একত্রে ৬০০ টাকা)  #ফ্রী_ডেলিভ...
02/10/2021

মহীয়সী নারীর জীবনী (৪ টি বই একত্রে)
ইসলামী ইতিহাসে মহীয়সী নারীদের জীবনী নিয়ে রচিত (৪ টি বই একত্রে ৬০০ টাকা)
#ফ্রী_ডেলিভারি
১। হযরত মারইয়াম ও ঈসা (আ:)
২। হযরত খাদিজা (রাঃ) (উম্মুল মোমেনীন)
৩। হযরত ফাতেমা (রাঃ) খাতুনে জান্নাত
৪। হযরত আয়েশা (রাঃ) (উম্মুল মোমেনীন)
ইসলামী ইতিহাসে মহীয়সী নারীদের জীবনী নিয়ে এই প্যাকেজ। এতে মোট চারজন মহীয়সী নারীর জীবনী আলোচিত হয়েছে।
আধুনিক জীবন-যাপন প্রযুক্তির কল্যাণে অনেক সহজসাধ্য ‎হলেও মানবিক চরিত্র উন্নয়নের ব্যাপারটি সে তুলনায় ‎আগে বাড়তে পারেনি। ইসলামী মূল্যবোধ ছাড়া এটি ‎অর্জনও সম্ভব নয়। বাস্তবিক অর্থে এখন যারা সমাজে ‎‘আইডল’ হিসেবে আবির্ভূত হয়েছে, তারা পাশ্চাত্যেরই ‎সৃষ্টি যা ইসলামী মূল্যবোধ ও বিশ্বাসকে ধ্বংসের ‎দ্বারপ্রান্তে উপনীত করেছে। মর্ডানিজমের যাতাকলে ‎মুসলিম সমাজও এ ধ্বংসযজ্ঞের ইন্ধন যোগাচ্ছে। এ থেকে ‎উত্তরণের একমাত্র উপায়—ইসলামের প্রথম যুগের ‎সাহাবায়ে কেরামকে ‘আইডল’ হিসেবে গ্রহণ করা। এটি ‎পুরুষ ও নারী—উভয়েরই জন্যই জরুরী।
বইঃ মহীয়সী নারীর জীবনী(৪টি বই)
বিক্রয় মূল্য - ৬০০ টাকা
#ফ্রী_ডেলিভারি

অর্ডার করতে নাম, মোবাইল নম্বর ও সম্পূর্ণ ঠিকানা লিখে মেসেজ করুন অথবা ফোন করুন 01767-575642

শেষ হলো আফগানিস্তান ও আমেরিকার যুদ্ধ। যে যুদ্ধে ঘটে গেছে কতো শত ইতিহাস। পরাজয় বরন করেছে সুপার পাওয়ার আমেরিকা। জয় হয়েছে ত...
24/09/2021

শেষ হলো আফগানিস্তান ও আমেরিকার যুদ্ধ। যে যুদ্ধে ঘটে গেছে কতো শত ইতিহাস।
পরাজয় বরন করেছে সুপার পাওয়ার আমেরিকা। জয় হয়েছে তালিবানদের।
এ যুদ্ধে ঘটে গেছে অনেক এডভেঞ্চার ও পিলে চমকে যাওয়া ঘটনা।
আফগানিস্তানের পাহাড়ি পরিবেশে কেমন ছিল ঝুঁকিপূর্ণ সেই অ্যাডভেঞ্চার? কে ছিল হামিদ কারজাঈ? আর কে-ই বা ছিল গুল আগা সিরাজি? আফগানিস্তানের এই যুদ্ধে কী ভূমিকা ছিল কান্দাহার শহরের? প্রতি মূহুর্তে অ্যাডভেঞ্চার আর অনিশ্চয়তায় ভরপুর, আফগানিস্তানের ইসলাম বিরোধী যুদ্ধের স্মৃতিকথা 'ফক্সট্রট ইন কান্দাহার'।

বইঃ ফক্সট্রট ইন কান্দাহার
লেখকঃ ডুয়্যান ইভান্স
মূল্যঃ ২২৫ টাকা
অর্ডার করতে নাম, মোবাইল নম্বর ও সম্পূর্ন ঠিকানা লিখে মেসেজ করুন।
অথবা কল করুনঃ 01767-575642
#ডেলিভারি চার্জ ঢাকা সিটির ভিতরে ৪০ টাকা এবং ঢাকার বাহিরে ৭০ টাকা।

কথায় আছে আজেকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। কিন্তু এরা যদি ভুল পথে পরিচালিত হয়,খুব সস্তা রঙচঙা পোষ্টার, পত্রিকার ছবিতে দেখ...
24/09/2021

কথায় আছে আজেকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। কিন্তু এরা যদি ভুল পথে পরিচালিত হয়,খুব সস্তা রঙচঙা পোষ্টার, পত্রিকার ছবিতে দেখা কোন একজনকে রোল মডেল ভেবে বড় হতে থাকে তাহলে এ দেশের হাল ধরবে কে?
আমরা যখন পরাধীন ছিলাম তখন এ দেশে জন্মগ্রহন করেছেন জগদিশচন্দ্র বসু, সত্যেন বোস, মেঘনাত সাহার মত কালজয়ী সব মেধাবীরা। কিন্তু আজ দেশ একাধিকবার স্বাধীন হবার পরেও কেন এ দেশে মেধার এত অভার ও অবমূল্যায়ন?
অনেক প্রয়োজনে আমাদের মত উন্নয়নশীল দেশে হায়ার করে নিয়ে আসতে হয় বাইরের দেশের অভিজ্ঞদের। তহলে কি এ দেশে মেধাবী জন্ম নিচ্ছে না? না কী আমরা মেধার চর্চা এবং মূল্যায়ন ভুলে গিয়েছি?
এত সব হতাশার মাঝেও কিছু মানুষ উদাহরণ সৃষ্টি করে যাচ্ছে স্বমহিমায়। এরকম কিছু ব্যতিক্রমি মানুষের এবং পৃুথিবীর কিছু সফল মানুষদের সফলতার গল্পগুলো বলেছেন বাংলাদেশের অন্যতম শিক্ষাবিদ মোহাম্মদ কায়কোবাদ স্যার।
বইঃ মেধাবী ও বিনয়ী মানুষের গল্প
লেখকঃ মোহাম্মদ কায়কোবাদ
মূল্যঃ ২৩৮ টাকা
অর্ডার করতে নাম, মোবাইল নম্বর ও সম্পূর্ন ঠিকানা লিখে মেসেজ করুন।
অথবা কল করুনঃ 01767-575642
#ডেলিভারি চার্জ ঢাকা সিটির ভিতরে ৪০ টাকা এবং ঢাকার বাহিরে ৭০ টাকা।

 #জান্নাতী_পঁচিশ_রমণী_তাঁদের_আদর্শ_নারী_জীবনআধুনিক জীবন-যাপন প্রযুক্তির কল্যাণে অনেক সহজসাধ্য ‎হলেও মানবিক চরিত্র উন্নয়ন...
18/09/2021

#জান্নাতী_পঁচিশ_রমণী_তাঁদের_আদর্শ_নারী_জীবন
আধুনিক জীবন-যাপন প্রযুক্তির কল্যাণে অনেক সহজসাধ্য ‎হলেও মানবিক চরিত্র উন্নয়নের ব্যাপারটি সে তুলনায় ‎আগে বাড়তে পারেনি। ইসলামী মূল্যবোধ ছাড়া এটি ‎অর্জনও সম্ভব নয়। বাস্তবিক অর্থে এখন যারা সমাজে ‎‘আইডল’ হিসেবে আবির্ভূত হয়েছে, তারা পাশ্চাত্যেরই ‎সৃষ্টি যা ইসলামী মূল্যবোধ ও বিশ্বাসকে ধ্বংসের ‎দ্বারপ্রান্তে উপনীত করেছে। মর্ডানিজমের যাতাকলে ‎মুসলিম সমাজও এ ধ্বংসযজ্ঞের ইন্ধন যোগাচ্ছে।
এ থেকে ‎উত্তরণের একমাত্র উপায় ইসলামের প্রথম যুগের ‎সাহাবায়ে কেরামকে ‘আইডল’ হিসেবে গ্রহণ করা। এটি ‎পুরুষ ও নারী উভয়েরই জন্যই জরুরী। তবে নারীজাতির ‎বর্তমান দুরবস্থা প্রত্যক্ষ করে এই বই সঙ্কলন করা হয়েছে রাসূল ‎সা.-এর নিকটতম নারী সাহাবীর অনবদ্য জীবনী। ‎এ গ্রন্থটি তারই সাহাবিয়্যাত হাওলার রাসূল-এর অনূদিত ‎রূপ। ‎তথ্যসমৃদ্ধ ও সহজবোধ্য ভাষায় এ কিতাবটি ‎এদেশের মুসলমানদের জন্য ইসলামের পথে আরও ‎অগ্রসর হওয়ার ক্ষেত্রে এক অনবদ্য প্রেরণার উৎস হয়ে ‎‎থাকবে, ইনশাআল্লাহ।
বইঃ জান্নাতী পঁচিশ রমণী তাঁদের আদর্শ নারী জীবন
লেখকঃ শায়খুল হাদীস মাওলানা আজিজুল হক
মুদ্রিত মূল্যঃ ৪২০ টাকা
বিক্রিয় মূল্যঃ ২৫০ টাকা
অর্ডার করতে নাম, ঠিকানা ও মোবাইল নম্বর লিখে মেসেজ করুন।
অথবা কল করুনঃ 01767-575642
#ডেলিভারি চার্জ ঢাকা সিটির ভিতরে ৪০ টাকা এবং ঢাকার বাহিরে ৭০ টাকা।

 #মুহাম্মাদ_(সা.)-এর জীবনী আর-রাহীকুল মাখতূম।রাবেতায়ে আলমে ইসলামী কর্তৃক আয়োজিত আন্তর্জাতিক সীরাত প্রতিযোগিতায় ১১৮২ টি প...
16/09/2021

#মুহাম্মাদ_(সা.)-এর জীবনী আর-রাহীকুল মাখতূম।
রাবেতায়ে আলমে ইসলামী কর্তৃক আয়োজিত আন্তর্জাতিক সীরাত প্রতিযোগিতায় ১১৮২ টি পাণ্ডলিপির মধ্যে প্রথম স্থান অধিকার করে এই বইটি।
এটি হযরত মুহাম্মদ (স.) এর জীবনের উপর রচিত একটি অসাধারন বই । বইটিতে তৎকালিন আরবের ধর্মীয় বিশ্বাস, রাজনৈতিক, সামাজিক, চারিত্রিক, ব্যবসা ও জীবন যাত্রার এক বিষ্মিত বর্ণনা উল্লেখ করা হয়েছে। উঠে এসেছে তাদের চারিত্রিক অবক্ষয়, অসামাজিক কার্যকালাপ ও নানা যুদ্ধ বিগ্রহের বর্ণনা। পরবর্তীতে নবীর জন্ম, তার গুণাবলী, আল্লাহর নির্দেশ প্রাপ্তি, ইসলাম প্রচার, নানান কষ্ট শিকার, জুলুম এর বর্ণনা ও পরিশেষে সফলতা আর শান্তির ধর্মের বিজয়।
সৃষ্টির নিরুপমতা আর চারিত্রিক পরিপূর্ণতার এমন এক অনন্য ভষণে বিভূষিত ছিলেন রাসূল (সাঃ) যা মানবীয় ভাষায় কলমের কালি দ্বারা কাগজের পিঠে অঙ্কন করা কোনো দিনও সম্ভব নয়। মানবতার এ মহা গৌরবময়, মহা নায়কের জীবন কাহিনী কিরূপ ছিল জানতে আপনার এই বইটি পড়া আবশ্যক।
-
বইঃ মুহাম্মাদ (সা.)-এর জীবনী আর-রাহীকুল মাখতূম
লেখকঃ আল্লামা সফিউর রহমান মুবারকপুরী (রহ.)
মুদ্রিত মূল্যঃ ৭৫০ টাকা
বিক্রয় মূল্যঃ ৪৫০ টাকা
পৃষ্ঠা সংখ্যাঃ ৫৮৯ (হার্ডকভার)
অর্ডার করতে নাম, ঠিকানা ও মোবাইল নম্বর লিখে মেসেজ করুন।
অথবা কল করুনঃ 01767-575642

#ডেলিভারি চার্জ ঢাকা সিটির ভিতরে ৪০ টাকা এবং ঢাকার বাহিরে ৭০ টাকা।

 #বাইবেল_কুরআন_ও_বিজ্ঞান ( বইটি পৃথিবীর প্রায় ১৭ টি ভাষায় অনূদিত হয়েছে )বাইবেল , কুরআন ও বিজ্ঞান বইটি ডক্টর মরিস বুকাইলি...
13/09/2021

#বাইবেল_কুরআন_ও_বিজ্ঞান ( বইটি পৃথিবীর প্রায় ১৭ টি ভাষায় অনূদিত হয়েছে )
বাইবেল , কুরআন ও বিজ্ঞান বইটি ডক্টর মরিস বুকাইলির লেখা একটি অনবদ্য বই । এই বইটি পুরো বিশ্বে আলোড়ন সৃষ্টিকারী একটি বই । ফ্রান্সের বিখ্যাত সার্জন , বৈজ্ঞানিক ও গবেষক ১৯৭৬ সালে বইটি প্রকাশ করেন । বইটি প্রকাশের সাথে সাথে সাড়া সৃষ্টি করে । বইটির সহজ ভাষা এবং দৃষ্টিনন্দন ব্যাখ্যার জন্য বইটি সুধীজনদের দৃষ্টি আকর্ষণ করে । বইটি পৃথিবীর প্রায় ১৭ টি ভাষায় অনূদিত হয়েছে ।
-
এই বইটিতে বাইবেল এবং কুরআন এর সাথে বিজ্ঞানের সম্পর্ক নিয়ে আলোচনা করা হয়েছে ।।বইটি তিনটি অধ্যায় বা অনুচ্ছেদে বিভক্ত । প্রথম অধ্যায়ে বিভিন্ন ধর্মের উৎস , উৎপত্তি এবং ইতিহাস নিয়ে আলোচনা করা হয়েছে । দ্বিতীয় অধ্যায়ে গসপেলের উৎপত্তি এবং এর ইতিহাস নিয়ে আলোচনা করা হয়েছে । তৃতীয় অধ্যায়ে কুরআন ও আধুনিক বিজ্ঞানের সম্পর্ক নিয়ে আলোচনা করা হয়েছে । বইটিতে লেখক সম্পূর্ণ নিরপেক্ষ থেকে কুরআন এর সাথে বিজ্ঞানের সামঞ্জস্য এবং বাইবেলের সাথে আধুনিক বিজ্ঞানের অনেক অসামঞ্জস্যতার কথা সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন । যেকোনো ধর্ম বা বিজ্ঞানমনস্ক মানুষের জন্য বইটি উপযোগী
-
চাইলে বইটি পড়ে কুরআন , বাইবেলে এবং আধুনিক বিজ্ঞান সম্পর্কে নিজের জ্ঞান প্রসার করতে পারে।
-
বইয়ের নাম : বাইবেল , কুরআন ও বিজ্ঞান ।
লেখক : ডক্টর মরিস বুকাইলি ।
অনুবাদ: মোহাম্মদ নাছের উদ্দিন , ড. খ ম আব্দুর রাজ্জাক
পৃষ্ঠা : ৩১৮
মূল্য: ৩৫০ টাকা
ইকরা বইয়ে মূল্য: ২৫০ টাকা
অর্ডার করতে নাম, ঠিকানা ও মোবাইল নম্বর লিখে মেসেজ করুন।
অথবা কল করুনঃ 01767-575642
ভিজিট করুন: https://www.facebook.com/iqraboi
#ডেলিভারি চার্জ ৪০ টাকা ঢাকায় এবং ৭০ টাকা ঢাকার বাহিরে ।

 #পরিশ্রম...
09/09/2021

#পরিশ্রম...

জেনে নিন (self-development) বা আত্ম-উন্নয়নের সেরা ৩ টি বই সম্পর্কে।১. টাইম ম্যানেজমেন্টলেখক : ব্রায়ান ট্রেসিভাষান্তর : হ...
29/08/2021

জেনে নিন (self-development) বা আত্ম-উন্নয়নের সেরা ৩ টি বই সম্পর্কে।
১. টাইম ম্যানেজমেন্ট
লেখক : ব্রায়ান ট্রেসি
ভাষান্তর : হাদিসুর রহমান
২.লিডারশিপ
লেখক : জন সি.ম্যাক্সওয়েল
অনুবাদ : মোঃইফতেখার আহমেদ
৩.রোড টু সাকসেস
লেখক :নেপোলিয়ন হিল
অনুবাদ :মাহফুজ আলম
৩টি বইয়ের মুদ্রিত মূল্য- ৬৩০ টাকা
#ইকরাবইয়ে পাচ্ছেন- ৫০০ টাকা (৩টি বই একত্রে)
( #ফ্রী_ডেলিভারি)
অর্ডার করতে ইনবক্স করুন অথবা কল করুন
01767-575642
#টাইম_ম্যানেজমেন্ট_বইটি_কেন_পড়বেন
ব্রায়ান ট্রেসি কে বলা হয় বর্তমান পৃথিবীর অন্যতম সেরা লেখক। যার লেখা ঘুমন্ত মানুষ কে জাগিয়ে তুলে। অলস মানুষ কে কর্মমুখী করে তুলে। যিনি একাধারে তিন শতাধিক কোম্পানি কে পরামর্শ দিয়ে থাকেন। প্রতি বছর দেশের বাইরে ১০০ টি সেমিনার নেন। এখন পর্যন্ত কয়েক ডজন ইন্টারন্যাশনাল বেস্ট সেলার বই এর লেখক তিনি। তার সবচেয়ে বেশি জনপ্রিয় বই টাইম ম্যানেজমেন্ট।
এ বই টি পড়ে ১ সেকেন্ড সময় নষ্ট করাও অনেক কঠিন। বই টি পড়ার ফলে আপনার ভিতর এমন কিছু পরিবর্তন আসবে যা আপনাকে কর্মক্ষেত্রে সর্বোচ্চ সফলতার শীর্ষে নিয়ে যাবে এবং আপনার আচার আচারণে আপনাকে অন্য ১০ টি মানুষ থেকে আলাদা করে ফুটিয়ে তুলবে।
#লিডারশীপ_বইটি_কেন_পড়বেন
বইটিতে জীবনে নেতৃত্বদানের গুরুত্ব ও তাতপর্য তুলে ধরা হয়েছে। আমাদের প্রত্যেকের মধ্যেই রয়েছে নেতৃত্ব দেবার সম্ভাবনা। আমরা শুধু সঠিক পথ ও দিক নির্দেশনার অভাবে তা তুলে ধরতে পারি না।লিডারশীপ ১০১ বইটি দেখাবে সঠিক পথ ও প্রক্রিয়া।যারা নিজেদের হীনমন্যতা, জীবনের উন্নতি ও বিকাশ নিয়ে হতাশা -দিক নির্দেশনাহীন, তাদের জন্য লিডারশীপ ১০১ হতে পারে সঠিক দিক- নির্দেশনাপূর্ন সহায়ক গ্রন্থ।
#রোড_টু_সাকসেস_বইটি_কেন_পড়বেন
কেন কিছু মানুষ সফল হয় আর বাকিরা কেন ব্যর্থ হয় এটা কি কখনও আপনাকে হতবাক করেছে? এটা ছিলো নেপলিয়ান হিলের কিশোর বয়সের প্রশ্ন এবং এই প্রশ্নের পিছনে তিনি সারাজীবন কাটিয়েছেন।কেন কিছু মানুষ সফল আর বাকিরা সফল হতে পারে না এই প্রশ্নের উত্তর অন্বেষণ করেছেন তেমনটা পৃথীবির দ্বিতীয় কোন মানুষ কখনও করেনি।
এ বইতে তিনি সফলতার ১৫ টি তত্ত্ব তুলে ধরেছেন।
যা অনুসরণ করে যে কেও সফলতা লাভ করতে পারে।
কি সেই ১৫ টি তত্ত্ব জানতে হলে পড়তে হবে এই বইটি।
৩টি বইয়ের মুদ্রিত মূল্য- ৬৩০ টাকা
#ইকরাবইয়ে পাচ্ছেন- ৫০০ টাকা (৩টি বই একত্রে)
( #ফ্রী_ডেলিভারি)

অর্ডার করতে আপনার নাম, ঠিকানা ও মোবাইল নম্বর দিয়ে মেসেজ করুন
অথবা কল করুন- 01767-575642

 #খেলাফতের_৪_সেনাপতি_প্যাকেজ_(৪টি বই)প্যাকেজের মূদ্রিত মূল্য: ১১০৫টাডিস্কাউন্ট মূল্য: ৬০০টামোট পৃষ্ঠাসংখ্যা—১৩৯২ পৃষ্ঠা১...
28/08/2021

#খেলাফতের_৪_সেনাপতি_প্যাকেজ_(৪টি বই)
প্যাকেজের মূদ্রিত মূল্য: ১১০৫টা
ডিস্কাউন্ট মূল্য: ৬০০টা
মোট পৃষ্ঠাসংখ্যা—১৩৯২ পৃষ্ঠা
১/ মুসলিম জাহানের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দীক রা. (হার্ডকভার)
by মাওলানা নূরুদ্দীন
মূদ্রিত মূল্য - ২৭৫টা
পৃষ্ঠা- ৩৫২
২/ মুসলিম জাহানের তৃতীয় খলিফা হযরত ওসমান রা. (হার্ডকভার)
by মাওলানা নূরুদ্দীন
মূদ্রিত মূল্য - ২০০টা
পৃষ্ঠা- ২২৪
৩/ মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রা. (হার্ডকভার)
by আল্লামা শিবলী নোমানী রহ.
Translator মাওলানা লুৎফুর রহমান
মূদ্রিত মূল্য - ৩৫০টা
পৃষ্ঠা- ৪৪৮
৪/ মুসলিম জাহানের চতুর্থ খলিফা হযরত আলী রা. (হার্ডকভার)
by মাওলানা লুৎফুর রহমান
মূদ্রিত মূল্য - ২৮০টা
পৃষ্ঠা-৩৬৮

ইসলামের ৪ খলিফা ছিলেন আমাদের রাসুল (সঃ) এর খুব কাছের সাহাবী এবং আত্মীয়। তাদের জীবনের সব কিছুই ছিল শিক্ষণীয় দিক নির্দেশনায় ভরপুর। তাদের জীবন নিয়ে আমরা যত জানতে পারবো ততই নিজেদের জ্ঞানের ভান্ডার পূর্ণ হবে।

অর্ডার করতে নাম, ঠিকানা ও মোবাইল নম্বর লিখে মেসেজ করুন।
অথবা কল করুনঃ 01767-575642

ঈদ মুবারক
20/07/2021

ঈদ মুবারক

 #সাইন্টিফিক_আল_কুরআনআল কুরআনের আরেকটি অন্যতম গুণ হলো এটা বিজ্ঞানের কোন গ্রন্থ নয়। তবে তা বিজ্ঞানময়। পবিত্র কুরআনের অসংখ...
10/06/2021

#সাইন্টিফিক_আল_কুরআন
আল কুরআনের আরেকটি অন্যতম গুণ হলো এটা বিজ্ঞানের কোন গ্রন্থ নয়। তবে তা বিজ্ঞানময়। পবিত্র কুরআনের অসংখ্য আয়াতে জ্ঞান-বিজ্ঞানের সর্বাধুনিক তথ্য ও তত্ত্বগুলো যেন স্বমহিমায় উজ্জ্বল হয়ে আছে। এই আল-কুরআনের সাথে জ্ঞান বিজ্ঞানের বিভিন্ন শাখার আধুনিক তত্ত্বগুলোর সামঞ্জস্য আলোচনা করে লেখা অন্যতম একটি বই হলো “সাইন্টিফিক আল কুরআন”।

বইটি পড়ার ফলে যেকোনো পাঠক আল কুরআনের বাহ্যিক সৌন্দর্য, অভ্যন্তরীণ গভীরতা ও বৈজ্ঞানিক নির্দেশনা সমূহ অনেক সুন্দরভাবে উপলদ্ধি করতে পারবেন। পাঠক অবাক বিস্ময়ে লক্ষ্য করবেন আধুনিক বিজ্ঞানের অনেক নির্দেশনা ঐশীগ্রন্থ আল কুরআনে বহুপূর্বেই দেয়া হয়েছে। তাই আল কুরআনের অলৌকিক বৈশিষ্ট্য উপলদ্ধি করার জন্য এবং এর অন্তর্নিহিত তাৎপর্য বুঝার জন্য বইটি সকলের পড়া উচিৎ বলে মনে করি।
বইটি বেশ সহজ ও সাবলীল ভাষায় লেখা হয়েছে। বইটি পড়ার পর মনে হবে আল কুরআন যে সবচেয়ে বড় বিজ্ঞান তা “সাইন্টিফিক আল কুরআন”বইটি না পড়লে অনেকটাই অজানা রয়ে যেত।
লেখক তার লিখণীতে যে সব বৈজ্ঞানিক ব্যখ্যা আর ধর্মীয় বিষয় তুলে ধরেছেন তা সত্যিই অবাক করার মত। সব মিলিয়ে দারুণ উপভোগ্য একটা বই।

বইঃ সাইন্টিফিক আল কুরআন
লেখকঃ মোহাম্মদ নাছের উদ্দিন
মুদ্রিত মূল্যঃ ৪২৫ টাকা
ইকরা বইয়ে পাচ্ছেনঃ ২৬০ টাকা

অর্ডার করতে আপনার নাম, ঠিকানা ও মোবাইল নম্বর লিখে মেসেজ করুন।
অথবা কল করুনঃ 01767-575642

"রাসুলুল্লাহ সাল্লাললাহু আলাইহি ওয়াসাল্লাম এর স্বাস্থ্যবিধান ও আধুনিক চিকিৎসাবিজ্ঞান" বইটিতে মানুষের দৈনন্দিন জীবনে আধুন...
10/06/2021

"রাসুলুল্লাহ সাল্লাললাহু আলাইহি ওয়াসাল্লাম এর স্বাস্থ্যবিধান ও আধুনিক চিকিৎসাবিজ্ঞান" বইটিতে মানুষের দৈনন্দিন জীবনে আধুনিক চিকিৎসা ও রাসুল (সাঃ) এর নববী চিকিৎসার সামঞ্জস্যতা এবং এর পাশাপাশি বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে।বইয়ের শেষের দিকে যৌন, প্রেম ইত্যাদির কথা আনা হয়েছে।

মোটকথা, বইটি অসাধারণ এবং যুক্তিযুক্ত। এই বইটি প্রত্যেকের পড়ে দেখা উচিত বলে আমি মনে করি।

বইঃ রাসূলুল্লাহ (সা)-এর স্বাস্থ্যবিধান ও আধুনিক চিকিৎসাবিজ্ঞান (সকল খন্ড একত্রে)
লেখকঃ মোহাম্মদ আনোয়ার ইবনে আখতার
মুদ্রিত মূল্যঃ ৩০০ টাকা
ইকরা বইয়ে পাচ্ছেনঃ ২০০ টাকা

অর্ডার করতে আপনার নাম, ঠিকানা ও মোবাইল নম্বর লিখে মেসেজ করুন।
অথবা কল করুনঃ 01767-575642

১৯৮২ সালে কুয়েতের দারুল কলম এই গ্রন্থটির ১ লক্ষ কপি ছেপেছিল। ২০০২ সালের আগ পর্যন্ত আরবিতে ৭০+ সংস্করণ, ভারত ও পাকিস্তান...
10/06/2021

১৯৮২ সালে কুয়েতের দারুল কলম এই গ্রন্থটির ১ লক্ষ কপি ছেপেছিল। ২০০২ সালের আগ পর্যন্ত আরবিতে ৭০+ সংস্করণ, ভারত ও পাকিস্তানে উর্দুতে ২৪ টি সংস্করণ এবং ইংরেজিতে এর ৬টি সংস্করণ প্রকাশিত হয়েছিল।

বিশ্বের প্রায় প্রতিটি প্রধান ভাষায় অনূদিত হওয়া এই বইটি প্রকাশের পরই গোটা আরব বিশ্বে আলোড়ন সৃষ্টি করে ফেলে এবং লেখককে ব্যাপক পরিচিতি এনে দেয়। লেখক এই গ্রন্থে এক নতুন দর্শন উপস্থাপন করেছেন।

বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টিকারী এই বইটি ইকরা বইয়ে পাচ্ছেন সর্বোচ্চ ছাড়ে।

বইঃ মুসলমানদের পতনে বিশ্ব কী হারালো?
লেখকঃ সাইয়েদ আবুল হাসান আলী নদভী রহ.
মুদ্রিত মূল্যঃ ৪৬০ টাকা
ইকরা বইয়ে পাচ্ছেনঃ ২৮০ টাকা
পৃষ্ঠাঃ ৩৬৮

অর্ডার করতে আপনার নাম, ঠিকানা ও মোবাইল নম্বর লিখে মেসেজ করুন।
অথবা কল করুনঃ 01767-575642

এ বইটি এক অবাক করা মানুষের অনবদ্য জীবনকথন—যে মানুষটির প্রচারিত বাণী আজ প্রায় দেড় হাজার বছর পরে এসেও পালন করছে প্রায় দেড়শ...
08/06/2021

এ বইটি এক অবাক করা মানুষের অনবদ্য জীবনকথন—যে মানুষটির প্রচারিত বাণী আজ প্রায় দেড় হাজার বছর পরে এসেও পালন করছে প্রায় দেড়শ কোটির অধিক মানুষ। কিন্তু আর আট-দশটি বইয়ের সাথে পার্থক্য হলো, এ বইটি যে সাংবাদিক লিখেছেন তিনি জন্মসূত্রে ইহুদী। একজন ইহুদীর লেখায় নির্মোহ দৃষ্টিভঙ্গিতে যখন ইসলামের শেষ নবী হযরত মুহাম্মাদ (সা)-এর মহানুভবতা উঠে আসে, তখন তো বইটি আলাদা হবেই!

চমৎকার গবেষণা আর অনুসন্ধান শেষে লেখক লেজলি হেইজেলটন লেখেন তার ‘দ্য ফার্স্ট মুসলিম’ বইটি—যেটি পড়লে মনেই হবে না আপনি কোনো জীবনীগ্রন্থ পড়ছেন। বরং মনে হতে পারে পড়ছেন শিহরণ জাগানো এক গল্প। কিন্তু গল্পটি সত্যি! কখনো আদর্শবাদী কখনো বাস্তববাদী, কখনও দীন-প্রচারক, কখনও শাসক আর বিচারক, কখনও বা জড়িয়ে পড়ছেন যুদ্ধে আর কখনও অহিংসার আদর্শ—কখন কী কারণে কবে কেমনটি হয়েছিলেন তিনি?

বিশ্বনন্দিত ‘দ্য ফার্স্ট মুসলিম’ বইটির বাংলা রুপায়ণ ‘দ্য প্রফেট’ কেবল সেই মানুষটির জীবনকথাই নয়, বরং তাঁর চিরস্থায়ী এক কিংবদন্তির উপাখ্যান। কোটি কোটি মানুষের অন্তরে তিনি স্রষ্টা প্রেরিত শেষ নবী। সম্পূর্ণ ভিন্ন আঙ্গিকের বইখানা পড়ে পাঠককুল হতাশ হবেন না আশা রাখি!

বইঃ দ্য প্রফেট (হার্ডকভার)
লেখকঃ আব্দুল্লাহ ইবনে মাহমুদ
মুদ্রিত মূল্যঃ ৫৫০ টাকা
ইকরা বইয়ে পাচ্ছেনঃ ৪৪০ টাকা

অর্ডার করতে নাম, ঠিকানা ও মোবাইল নম্বর লিখে মেসেজ করুন।
অথবা কল করুনঃ 01767-575642

03/06/2021

মনোবিজ্ঞান বলে, নিজেকে অন্যের সাথে তুলনা করা অসুখী ও হতাশার অনুভূতির মূল কারণ।

ইসলামের ৪ খলিফা ছিলেন আমাদের রাসুল (সঃ) এর খুব কাছের সাহাবী এবং আত্মীয়। তাদের জীবনের সব কিছুই ছিল শিক্ষণীয় দিক নির্দেশনা...
27/05/2021

ইসলামের ৪ খলিফা ছিলেন আমাদের রাসুল (সঃ) এর খুব কাছের সাহাবী এবং আত্মীয়। তাদের জীবনের সব কিছুই ছিল শিক্ষণীয় দিক নির্দেশনায় ভরপুর। তাদের জীবন নিয়ে আমরা যত জানতে পারবো ততই নিজেদের জ্ঞানের ভান্ডার পূর্ণ হবে।

চার খলিফাকে নিয়ে ৪টি বইয়ের নামঃ
১. মুসলিম জাহানের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দীক রা.
২. মুসলিম জাহানের তৃতীয় খলিফা হযরত ওসমান রা.
৩. মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রা.
৪. মুসলিম জাহানের চতুর্থ খলিফা হযরত আলী রা.

অর্ডার করতে নাম, ঠিকানা ও মোবাইল নম্বর লিখে মেসেজ করুন।
অথবা কল করুনঃ 01767-575642

 #রিজিক
27/05/2021

#রিজিক

ইকরা বইয়ের পক্ষ থেকে সবাইকে ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক
13/05/2021

ইকরা বইয়ের পক্ষ থেকে সবাইকে ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক

রাসূল (সা.)-এর ২৪ ঘন্টার আমলব্যবহারিক জীবনে রাসূল সাঃ কেমন ছিলেন-👉তিনি যেভাবে কথা বলতেন।👉তিনি যেভাবে দোয়া করতেন।👉তিনি য...
09/05/2021

রাসূল (সা.)-এর ২৪ ঘন্টার আমল
ব্যবহারিক জীবনে রাসূল সাঃ কেমন ছিলেন-

👉তিনি যেভাবে কথা বলতেন।
👉তিনি যেভাবে দোয়া করতেন।
👉তিনি যেভাবে ওয়াজ নসিহত করতেন।
👉তিনি যেভাবে রসিকতা করতেন।
👉যেমন ছিল তাঁর আচার-ব্যবহার।
👉বিবিদের সাথে তাঁর আচার-ব্যবহার।
👉রাসূলুল্লাহ (সাঃ) এর খানাপিনা।
👉রাসূলুল্লাহ (সাঃ) এর পোশাক-পরিচ্ছেদ।
👉যেমন ছিল তার টুপি।
👉যেমন ছিল তার জুতা মোবারক।
👉তিনি যেভাবে হাটতেন।
👉তিনি যেভাবে ঘুমাতেন।
👉তার ঘরোয়া কর্মব্যস্ততা।
👉যেমন ছিল তার কেনাকাটা।
👉তিনি যেভাবে চিঠি লিখতেন।
👉যেমন ছিল তার চিত্র বিনোদন মূলক ঘোরাফেরা।
👉রাসূল (সাঃ) যা করতে ভালবাসতেন।
👉রাসূল (সাঃ) যা করতে ঘৃণা করতেন।

মানব জীবনে প্রত্যুষে ঘুম হতে জেগে উঠা থেকে শুরু করে সারাদিনের কর্ম ব্যস্ততা শেষে আবার নিদ্রা যাওয়া পর্যন্ত প্রত্যেক কাজের যে সুন্নতী পদ্ধতি রয়েছে তার উপর পূর্নাঙ্গ তথ্যবহুল নির্ভরযোগ্য একটি গ্রন্থ।

বইঃ রাসূল (সা.)-এর ২৪ ঘন্টার আমল
লেখকঃ মাওলানা হাকীম মুহাম্মদ আখতার ছাহেব
মুদ্রিত মূল্যঃ ৫০০ টাকা
ইকরা বইয়ে পাচ্ছেনঃ ৩০০ টাকা

অর্ডার করতে নাম, ঠিকানা ও মোবাইল নম্বর লিখে মেসেজ করুন।
অথবা কল করুনঃ 01767-575642

হযরত মুসান্না ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু একজন অসামান্য মনীষী।‌ তার জীবন গল্পের চেয়েও রোমাঞ্চকর। শরীরের প্রতিটি রোমক...
08/05/2021

হযরত মুসান্না ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু একজন অসামান্য মনীষী।‌ তার জীবন গল্পের চেয়েও রোমাঞ্চকর। শরীরের প্রতিটি রোমকূপে বিচ্ছুরিত হতো বীরত্বের ঝাঁঝালো তেজ। সেই তেজোদীপ্ত রূপ নিয়ে জিহাদের ময়দানে আবির্ভূত হতেন শত্রুর যমদূত হিসেবে।

তিনি দুর্ধর্ষ বীর। গেরিলা যোদ্ধা। বিচক্ষণ সেনাপতি। ইস্পাতকঠিন ঈমানদার। মৃত্যুঞ্জয়ী মহানায়ক।

নিশ্চল মুসলিম হৃদয়ে পুনর্জাগরণের ঢেউ তুলতে
অনুসন্ধিৎসু লেখক ড. ফারাজ মরুশার্দুল হযরত মুসান্নার বিপ্লবী জীবনের দাস্তান এঁকেছেন বিক্ষুব্ধ কলমের খোঁচায়, তড়পানো হৃদয়ের উত্তাপে।

গভীর বিশ্বাসে বলি, বইটি হযরত মুসান্না বিন হারেসার বিপ্লবী জীবনের উত্তাপ ছড়িয়ে দিবে পাঠকের হৃদয়ের অন্দরমহলে। চিন্তার ভাঁজে ভাঁজে, মগজের বিস্তীর্ণ কোষে।

বই: সীমান্তের মহাবীর
লেখক: কর্ণেল মুহাম্মাদ ফারাজ
অনুবাদক: নূর হুসাইন ওমর
মুদ্রিত মূল্যঃ৩১০ টাকা
ইকরা বইয়ে পাচ্ছেনঃ ২৮২ টাকা

অর্ডার করতে নাম, ঠিকানা ও মোবাইল নম্বর লিখে মেসেজ করুন।
অথবা কল করুনঃ 01767-575642

 #রিযিক
07/05/2021

#রিযিক

 #ভয় পেও না!
28/04/2021

#ভয় পেও না!

 #প্রতিদান...
17/04/2021

#প্রতিদান...

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when IQRA BOI posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to IQRA BOI:

Share


Other Book & Magazine Distributors in Dhaka

Show All