IQRA BOI

IQRA BOI ‘ইকরা বই’ আপনাকে দিচ্ছে ঘরে বসে বই কেনার দারুন সুযোগ।

নেপোলিয়ন বলেছিলেন অন্তত ষাট হাজার বই সঙ্গে না থাকলে একটা জীবন চলে না। এই কথাটি নেপোলিয়ন বলেছিলেন প্রায় দুইশত বছর আগে। ষাট হাজার বই এক যায়গায় থাকার অর্থ নিশ্চিত একটি বড় ধরনের সংগ্রহ। একটু চিন্তা করুন তো, আজকের দিনে 60 হাজার বইয়ের সংগ্রহ কত জনের আছে? 60 হাজার কেন 60 টা বইই হয়তো অল্প কিছু মানুষের কাছে পাওয়া দুষ্কর।
মহান আল্লাহ তায়ালা বলেছেন “বল,যারা জানে আর যারা জানে না তারা কি এক?“
মহান আল্লাহ তায়াল

া এই কথার দ্বারা জ্ঞানী এবং মূর্খতার মধ্যে স্পষ্ট পার্থক্য করে দিয়েছেন। জ্ঞানীরাই জগতে শ্রেষ্ঠত্ব অর্জন করবে। মহানবী হযরত মুহাম্মদ (সা:) - এর ওপর সর্বপ্রথম যে কথাটি নাযিল হয়েছিল সেটা হলো ইকরা অর্থ পড়ো। এটার দ্বারা স্পষ্ট প্রমান হয় ইসলামের মধ্যে জ্ঞান অর্জন করা কতটা গুরুত্বপূর্ন বিষয়। আমাদের উচিত বেশি বেশি নিজে বই পড়া, প্রিয়জনকে বই উপহার দেয়া এবং অপরকে বই পড়তে উৎসাহ দেয়া। নৈতিকতা ও মূল্যবোধের যে অবক্ষয় ঘটেছে সেখান থেকে বেরিয়ে আসার একমাত্র উপায় সকলের হাতে ভালো পৌছে দেয়া, তাইতো ‘ইকরা বই’ আপনাকে দিচ্ছে আপনার প্রয়োজনীয় সকল বই সাশ্রয়ী মূল্যে, স্বল্প সময়ে আপনার দেওয়া নির্দিষ্ট ঠিকানায় পৌছানোর দ্বায়িত্ব। অন লাইনে ‘ইকরা বই’ আপনাকে দিচ্ছে ঘরে বসে বই কেনার দারুন সুযোগ।

আমাদের সাথে যোগাযোগ করতে পারেন-
ফোনঃ +88 017 3807 2774
ইমেইলঃ [email protected]

অথবা ফেসবুকেও ইনবক্স করতে পারেন আমাদের iqraboi পেজে গিয়ে।

ফ্রী হোম ডেলিভারি। ৯৩০ টাকা। বেস্ট সেলিং ৫টি বই মাত্র - ৯৩০ টাকা। ক্যাশ অন ডেলিভারিতে বই হাতে পেয়ে মূল্য পরিশোধ করা যাবে...
18/02/2024

ফ্রী হোম ডেলিভারি। ৯৩০ টাকা।
বেস্ট সেলিং ৫টি বই মাত্র - ৯৩০ টাকা।
ক্যাশ অন ডেলিভারিতে বই হাতে পেয়ে মূল্য পরিশোধ করা যাবে।

১। আর রাহীকূল মাখতূম
২। আল আযকার
৩। তাসাউফ ও আত্মশুদ্ধি
৪। লা তাহযান
৫। ইনজয় ইয়োর লাইফ

অফসেট পেপার, হার্ড কভার এবং মজবুত বাইন্ডিং।
এই প্যাকেজ টি ইতিমধ্যে ৪০০০+ (চার হাজার প্লাস)
মানুষ আস্থার সাথে সংগ্রহ করেছেন।

ফ্রী হোম ডেলিভারি।
দেশের যে কোন প্রান্ত থেকে অর্ডার করতে পারেন, কোন প্রকার অগ্রীম পেমেন্ট ছাড়াই।
৫ টি বই একসাথে ৯৩০ টাকা।

অর্ডার করতে আপনার নাম, মোবাইল নাম্বার ও সম্পূর্ণ ঠিকানা লিখে মেসেজ করুন অথবা ফোন করুন 01966-965113.

তিনজন নেতা এসেছিলেন উপমহাদেশে। তাঁদের প্রভাব, তাঁদের ঘিরেথাকা বিতর্ক, তাঁদের উত্তরাধিকার আজকের দিন পর্যন্ত রাজনৈতিকবৈরিত...
26/04/2022

তিনজন নেতা এসেছিলেন উপমহাদেশে। তাঁদের প্রভাব, তাঁদের ঘিরে
থাকা বিতর্ক, তাঁদের উত্তরাধিকার আজকের দিন পর্যন্ত রাজনৈতিক
বৈরিতায় ইন্ধন জুগিয়ে চলেছে। রাজনীতির আকাশে বিশাল নক্ষত্রের মতন জ্বলজ্বল করছে আজও তাঁদের নাম- শেখ মুজিবুর রহমান, ইন্দিরা গান্ধী, জুলফিকার আলী ভুট্টো।
তাঁদের রাজনৈতিক ভূমিকা সম্পর্কে রয়েছে পরস্পরবিরোধী কাহিনী। বক্তার ওপর নির্ভর করে প্রতিটা কাহিনীর থাকে ‘বাংলাদেশী’, ‘ভারতীয়’ ও ‘পাকিস্তানী’ সংস্করণ। এসব সংস্করণের মধ্যে সংযোগ অন্বেষণ এবং তিন নেতার পূর্ণাঙ্গ ও বস্তুনিষ্ঠ রাজনৈতিক প্রতিকৃতি তুলে ধরা হয়েছে এই বইতে। এই তিনজন কিংবদন্তিতুল্য নেতা উপমহাদেশের রাজনীতিতে রেখে গিয়েছেন অমোচনীয় দাগ। শেখ মুজিবুর রহমান, ইন্দিরা গান্ধী ও জুলফিকার আলী ভুট্টো যে পরিমাণ ভালবাসা পেয়েছেন, ঠিক সেই পরিমাণে বদনামও কুড়িয়েছেন। অনুগামী, গুণগ্রাহী আর অনুগত সমর্থকরা তাঁদের আইডলে পরিণত করেছে, রোমান্টিক করে তুলেছে, করুণ রসের বস্তুতে পরিণত করেছে। তাঁদের স্মরণ করা হয় নায়ক ও শহীদ হিসেবে। অন্যদিকে সমালোচকদের চোখে তাঁরা স্বৈরাচারী, দলান্ধ দুর্জন- যাঁরা তাদের দেশের ইতিহাসে রেখে গেছেন কালো দাগ।
কাকতালীয় বিষয়, তিনজনেরই মৃত্যু হয়েছে অস্বাভাবিকভাবে।

 #আজ শুধু বই দিবস-ই নয়; বইয়ের জগতের অপরিহার্য অংশ মেধাস্বত্ব বা কপিরাইট দিবসও!জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক...
23/04/2022

#আজ শুধু বই দিবস-ই নয়; বইয়ের জগতের অপরিহার্য অংশ মেধাস্বত্ব বা কপিরাইট দিবসও!

জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কো ১৯৯৫ সাল থেকে প্রতিবছর ২৩শে এপ্রিল বই পড়ার প্রতি গুরুত্ব ও সচেতনতা বৃদ্ধি এবং বইয়ের জগতের অপরিহার্য অংশ মেধাস্বত্ব বা কপিরাইট বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ‘বিশ্ব বই ও কপিরাইট দিবস’ উদযাপন করে থাকে।

 #রহমতের_১০_দিনের_সেহরি_ও_ইফতারের_সময়সূচি
02/04/2022

#রহমতের_১০_দিনের_সেহরি_ও_ইফতারের_সময়সূচি

 #আলহামদুলিল্লাহ
22/03/2022

#আলহামদুলিল্লাহ

 #কবি_আল_মাহমুদ... ১৯৭৮ সালে হজ্বে যান। হজ্ব করে আসার পর প্রগতিবাদী কবিরা তাঁকে ‘মৌলবাদী’ বলে আখ্যা দেয়। তাদের মৌলবাদী আ...
15/02/2022

#কবি_আল_মাহমুদ...
১৯৭৮ সালে হজ্বে যান। হজ্ব করে আসার পর প্রগতিবাদী কবিরা তাঁকে ‘মৌলবাদী’ বলে আখ্যা দেয়। তাদের মৌলবাদী আখ্যাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে কবি লিখলেন ‘বখতিয়ারের ঘোড়া’ কাব্যগ্রন্থটি।

জীবনানন্দ দাসের ‘মহাপৃথিবী’ কাব্যগ্রন্থটি পড়ার পর মীর আব্দুস শুকুর ভাবলেন, 'আরে! এমন কবিতা তো আমিও লিখতে পারি'। যেই কথা, সেই কাজ। একটা কবিতা লিখে ফেললেন। জীবনের প্রথম কবিতাটি পড়তে দিলেন চাচাতো বোন হানুকে।

হানু কবিতাটি পড়ে বললো, “এই কবিতা তো আগে কোথাও পড়েছি!”

বোনের মন্তব্য শুনে তরুণ কবি হাসবেন নাকি কাঁদবেন? তাঁর লেখা কবিতাকে বোন বলছে ‘আগে পড়েছি’। যেন তিনি এটা কপি করেছেন। আবার এটাও তো ভাবতে পারেন, আমি আসলেই তো কবিতা লিখতে পারি।

মোল্লা বাড়িতে জন্ম নেয়া একটা ছেলে বললো- ‘আমি কবি হতে চাই’। তরুণ বয়সের এই আবেগকে রুখে দেবার জন্য হানু বাধা দিলেন। বললেন, “কবিতা লিখলে ভাত জুটবে কোত্থেকে?”

জীবন সাগরে সাঁতার কাটতে গিয়ে চাচতো বোনের কথাটি বারবার তাঁর মনে পড়ে। তল্পিতল্পাহীন অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকায় আসেন কবি হবার জন্য।

ঢাকায় এসে জীবিকার সন্ধান করে ঢাকাকেই আপন করে নেন। ঢাকা আর নিজের জন্মস্থানের তুলনা করে বলেন- “যে শহর জন্ম দেয় কিন্তু জীবিকা দেয় না তারচেয়ে যে শহর জীবিকা দেয় তাকে আমার কাছে মাতৃতুল্য মনে হয়।”

সেদিন চাচাতো বোন তাকে ‘কবি’ বলে স্বীকৃতি দেয়নি। কিন্তু, তাঁর জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষদের একজন ছিলেন তাঁর চাচী, সেই চাচী তাকে ‘কবি’ বলে ডাকতেন। গ্রামের মানুষরাও তাঁকে ‘কবি’ বলে ডাকতো। অথচ তখনো তাঁর কোনো কবিতা প্রকাশিত হয়নি!

মোল্লাবাড়িতে জন্মগ্রহণ করা আল মাহমুদকে একসময় মানুষ ‘বিশ্বাসীদের কবি’ সম্বোধন করে। অথচ জীবনের প্রথমদিকে নিজের বিশ্বাস নিয়ে দোদুল্যমান ছিলেন এই কবি। তাঁর মা বাবাকে অভিযোগ করতেন, “তোমার ছেলে তো বইটই পড়ে নাস্তিক হয়ে গেছে।” বাবা মায়ের কথা কানে নিতেন না। তিনি ভাবতেন, এই ছেলে বিভ্রান্ত হতে পারে। সে অবশ্যই ফিরে আসবে।

আল মাহমুদ জীবনের মধ্যখানে ফিরেও আসেন। ১৯৭৮ সালে হজ্বে যান। হজ্ব করে আসার পর প্রগতিবাদী কবিরা তাঁকে ‘মৌলবাদী’ বলে আখ্যা দেয়। তাদের মৌলবাদী আখ্যাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে কবি লিখলেন ‘বখতিয়ারের ঘোড়া’ কাব্যগ্রন্থটি।

এতোদিন তাঁর যতো বন্ধু-শুভাকাঙ্খী জুটেছিলো, এই কাব্যগ্রন্থ লেখার পর সবাই তাঁর বিরুদ্ধে চলে যায়। এই কাব্যগ্রন্থ তাঁকে আবার নতুন করে ‘মৌলবাদী’ প্রমাণ করিয়ে দেয়। বিভিন্ন পত্র-পত্রিকা তাঁর লেখা প্রকাশ বন্ধ করে দেয়। যারা সারাদিন বাক-স্বাধীনতার কথা বলে চায়ের কাপ গরম করতো, সেইসব প্রগতিবাদীদের এমন ডাবল স্ট্যান্ডার্ড দেখে কবি বেশ মজা পান। তাঁর আত্মজীবনীতে এই নিয়ে লিখেন।

কবি হবার দায় অনেক। আশেপাশের অনেকেই সেটা সহ্য করতে পারেন না। নিজের এমন মনোবেদনা নিয়ে কবি লিখেন- “নিজের পক্ষের লোকেরা যখন ক্রমাগত দুঃখের আয়োজন করেন, তখন কবির জন্য অপার্থিব সুখের আয়োজন করেন তার রব।”

জীবনের শেষবেলায় কবি রবের আশ্রয় খুঁজতে থাকেন।

কবি লিখেন:

“কোনো এক ভোর বেলা, রাত্রি শেষে শুভ শুক্রবারে
মৃত্যুর ফেরেস্তা এসে যদি দেয় যাওয়ার তাকিদ;
অপ্রস্তুত এলোমেলো এ গৃহের আলো অন্ধকারে
ভালোমন্দ যা ঘটুক মেনে নেবো এ আমার ঈদ।”

মৃত্যুবরণ করাকে কবি ঈদের সাথে তুলনা করেন কেন? তা-ও আবার শুক্রবারে?

কবি হয়তো এই হাদীসটি জানতেন- “জুম’আর দিনে অথবা জুমু’আর রাতে যদি কোনো মুসলমান ব্যক্তি মৃত্যুবরণ করে, তাহলে কবরের শাস্তি হতে আল্লাহ তাঁকে রক্ষা করবেন।” [জামে আত-তিরমিজি: ১০৭৪]
১৯৩৬ সালের ১১ জুলাই আল মাহমুদ জন্মগ্রহণ করেন। মৃত্যুবরণ করেন ২০১৯ সালের ১৫ ফেব্রুয়ারি।

জান্নাতে বিশ্বাসী কবিদের পাশে তাঁর স্থান হোক, আমরা এই দু'আ করি।

 #বই : ম্যাসেজ #লেখক : মিজানুর রহমান আজহারি।ইসলাম এক নক্ষত্র, যার সংস্পর্শে সমস্ত আঁধার বিলীন হয়ে যায়, ঘোর অমানিশাও তাতে...
20/01/2022

#বই : ম্যাসেজ
#লেখক : মিজানুর রহমান আজহারি।
ইসলাম এক নক্ষত্র, যার সংস্পর্শে সমস্ত আঁধার বিলীন হয়ে যায়, ঘোর অমানিশাও তাতে নিজেকে সঁপে দিয়ে আলোকোজ্জ্বল হয়। ইসলাম তো এমন এক জ্যোতিষ্ক, যা উৎসারিত হয়েছে আরশে আজিমের মহিমান্বিত রওশন থেকে। জাহেলিয়াত পরাজয় কবুল করেছিল ইসলামের বুকে আশ্রয় পেয়ে। এই পবিত্র দ্বীন আত্মাকে করেছে প্রশান্ত, চরিত্রকে করেছে নিষ্কলুষ, জীবনকে করেছে সার্থক, মানবতাকে দিয়েছে মুক্তি। এর আলোকচ্ছটা যে জমিনে পড়েছে, সেখানে অঙ্কুরিত হয়েছে শান্তির সবুজ তরু। এই রওশনের ঝলক যে হৃদয় ধারণ করেছে, সে হৃদয় হয়েছে দারাজ দিল। যে যুগ ধারণ করেছে, তা হয়েছে খইরুল কুরুন বা সর্বোত্তম যুগ।
কিন্তু হায়! অজ্ঞতা ও অবহেলার কালো মেঘে সেই সূর্য আজ মেঘ লুপ্ত। আলোহীন এ ধরায় উঠে না প্রাণের জোয়ার। তোলে না কেউ আর মানবতার জয়োধ্বনি। অধিকার হারিয়ে মুমূর্ষুপ্রায় মানবতা। নব্য জাহেলিয়াতের এই গাঢ়-কালো মেঘপুঞ্জ চুর্ণ করতে দরকার একটি নির্ভেজাল ঈমানি দমকা হাওয়া; যে হাওয়ায় জ্ঞানের সৌরভ মিশে মোহিত করবে প্রতিটি হৃদয়। সেই মোহনীয় দক্ষিণা হাওয়ার গুঞ্জন তুলতেই আমাদের আয়োজন-‘ম্যাসেজ’।
বই : ম্যাসেজ
লেখক : মিজানুর রহমান আজহারি
প্রকাশনী : গার্ডিয়ান পাবলিকেশন্স
বিষয় : ইবাদত, আত্মশুদ্ধি ও অনুপ্রেরণা
পৃষ্ঠা : ২৯৬ (হার্ড কভার)
নির্দারিত মূল্য : ২৭৫ টাকা।
অর্ডার করতে নাম, ঠিকানা ও মোবাইল নম্বর লিখে মেসেজ করুন।
অথবা কল করুনঃ 01767-575642
#ডেলিভারি চার্জ ঢাকা সিটির ভিতরে ৪০ টাকা এবং ঢাকার বাহিরে ৭০ টাকা।

ইকরা বইয়ের পক্ষ থেকে সবাইকে জানাই ইংরেজি নববর্ষের শুভেচ্ছা।
31/12/2021

ইকরা বইয়ের পক্ষ থেকে সবাইকে জানাই ইংরেজি নববর্ষের শুভেচ্ছা।

 #আমরা_শোকাহত হায়রে জীবন ঢাকা থেকে বরগুনার উদ্দেশ্যে ছেড়ে আসা অভিযান-১০ লঞ্চে  সুগন্ধা নদীর মাঝে রাত তিনটার দিকে ভয়াবহ আ...
24/12/2021

#আমরা_শোকাহত
হায়রে জীবন

ঢাকা থেকে বরগুনার উদ্দেশ্যে ছেড়ে আসা অভিযান-১০ লঞ্চে সুগন্ধা নদীর মাঝে রাত তিনটার দিকে ভয়াবহ আগুন লেগেছে।

এ ঘটনায় ৩০+ জনের মৃত্যু হয়েছে এবং শতাধিক মানুষকে দগ্ধ অবস্থায় উদ্ধার করা হয়েছে বলে জানা যায়।

মৃত ব্যক্তিদের রুহের মাগফিরাত কামনা করছি এবং আহত সকল যাত্রীর দ্রুত সুস্থতা কামনা করছি। হে আল্লাহ্ পরিবারের সবাইকে ধৈর্য ধারণ করার তাওফিক দান করুন। আমিন

মহান বিজয় দিবস উপলক্ষে ইকরা বইয়ের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও মোবারকবাদ 💘💘💘💘💘
15/12/2021

মহান বিজয় দিবস উপলক্ষে ইকরা বইয়ের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও মোবারকবাদ 💘💘💘💘💘

📕ডা. জাকির নায়েক লেকচার সমগ্র(সবখন্ড একত্রে) মাত্র ৩৯০ টাকা!!অর্ডার এর জন্য "Send Message" এ ক্লিক করে আপনার নাম, মোবাইল...
03/12/2021

📕ডা. জাকির নায়েক লেকচার সমগ্র(সবখন্ড একত্রে) মাত্র ৩৯০ টাকা!!

অর্ডার এর জন্য "Send Message" এ ক্লিক করে আপনার নাম, মোবাইল নাম্বার ও সম্পূর্ণ ঠিকানা দিন অথবা কল করুন 01767-575642

মুদ্রিত মূল্যঃ ৫০০ টাকা
বিক্রয় মূল্যঃ ৩৯০ টাকা
পৃষ্ঠা: ৮৭৬

 #মুসলিম_জাহানের_চার_খলিফার_জীবনি(৪টি বই)৪টি বইয়ের মূদ্রিত মূল্য: ১১০৫ টাকা ডিস্কাউন্ট মূল্য: ৬০০ টাকা মোট পৃষ্ঠাসংখ্যা—...
20/11/2021

#মুসলিম_জাহানের_চার_খলিফার_জীবনি(৪টি বই)
৪টি বইয়ের মূদ্রিত মূল্য: ১১০৫ টাকা
ডিস্কাউন্ট মূল্য: ৬০০ টাকা
মোট পৃষ্ঠাসংখ্যা—১৩৯২ পৃষ্ঠা
#ফ্রী_ডেলিভারি
১/ মুসলিম জাহানের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দীক রা. (হার্ডকভার)
by মাওলানা নূরুদ্দীন
মূদ্রিত মূল্য - ২৭৫টা
পৃষ্ঠা- ৩৫২
২/ মুসলিম জাহানের তৃতীয় খলিফা হযরত ওসমান রা. (হার্ডকভার)
by মাওলানা নূরুদ্দীন
মূদ্রিত মূল্য - ২০০টা
পৃষ্ঠা- ২২৪
৩/ মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রা. (হার্ডকভার)
by আল্লামা শিবলী নোমানী রহ.
Translator মাওলানা লুৎফুর রহমান
মূদ্রিত মূল্য - ৩৫০টা
পৃষ্ঠা- ৪৪৮
৪/ মুসলিম জাহানের চতুর্থ খলিফা হযরত আলী রা. (হার্ডকভার)
by মাওলানা লুৎফুর রহমান
মূদ্রিত মূল্য - ২৮০টা
পৃষ্ঠা-৩৬৮

ইসলামের ৪ খলিফা ছিলেন আমাদের রাসুল (সঃ) এর খুব কাছের সাহাবী এবং আত্মীয়। তাদের জীবনের সব কিছুই ছিল শিক্ষণীয় দিক নির্দেশনায় ভরপুর। তাদের জীবন নিয়ে আমরা যত জানতে পারবো ততই নিজেদের জ্ঞানের ভান্ডার পূর্ণ হবে।

৪টি বইয়ের মূদ্রিত মূল্য - ১১০৫ টাকা
ডিসকাউন্ট মূল্য - ৬০০ টাকা
#ফ্রী_ডেলিভারি

অর্ডার করতে নাম, ঠিকানা ও মোবাইল নম্বর লিখে মেসেজ করুন।
অথবা কল করুনঃ 01767-575642

'বেলা ফুরাবার আগে - ২' থেকে— কনে সেজেগুজে স্টেজে বসে আছে আর ফটোগ্রাফারেরা নানান ভঙ্গিতে, নানান এঙ্গেলে কনের ছবি উঠাচ্ছে।...
17/11/2021

'বেলা ফুরাবার আগে - ২' থেকে—
কনে সেজেগুজে স্টেজে বসে আছে আর ফটোগ্রাফারেরা নানান ভঙ্গিতে, নানান এঙ্গেলে কনের ছবি উঠাচ্ছে। কখনো দূর থেকে, কখনো কাছ থেকে। শুধু তো ভাড়া করে আনা ফটোগ্রাফারেরাই নয়, আমাদের হাতে থাকা স্মার্টফোনগুলোও এখানে দূর্দান্ত ভূমিকা পালন করে আর আমরাও হয়ে উঠি সুদক্ষ ফটো-কারিগর। স্টেজে বসে থাকা কনেটার শারীরবৃত্তীয় সকল কলা আমাদের ক্যামেরাগুলোতে ধরা পড়ে। এরপর সেসব ছবি আমাদের বদৌলতে বিভিন্ন মনোহর আর মনকাড়া ক্যাপশানে ছড়িয়ে পড়ে ভার্চুয়ালে। হাজার-লক্ষ চোখ আর দৃষ্টির ভিতর দিয়ে যেতে যেতে, কনেটাকে নিয়ে কতো হাজার রকমের চিন্তা যে অন্তরগুলোতে দানা বাঁধে সেই হিশেব কোথাও মিলবে না।
আপনি যদি বলতে চান কিংবা আপনাকে যদি বলা হয়—যে ফটোগ্রাফারেরা ওয়েডিং ফটোগ্রাফি করে, তারা কেনোই-বা এমন কুৎসিত, বিদঘুটে চিন্তা করতে যাবে, তাহলে আপনি ভুল করছেন। আপনার মনে রাখা উচিত—এরা পুরুষ, ফেরেশতা নয়। মানুষের ভদ্রস্থ পোশাক কিংবা মার্জিত চেহারা দেখে বিভ্রান্ত হতে নেই একেবারে। আড়ালে, একান্ত গোপনে, নিবিড় নির্জনতায় তারা যে কল্পনার কোন কোন রাজ্যে ঘুরে বেড়ায়, ইন্টারনেটের কোন কোন অলি-গলিতে ঘোরাফেরা করে, তা আমি আর আপনি কি জানি? একটা সরল চেহারার ও’পাশে কোন কুৎসিত চিন্তা আর লোলুপ দৃষ্টিটা লুকিয়ে আছে, সেই সংবাদ তো আমাদের কাছে পৌঁছায় না।
লেখক : আরিফ আজাদ
প্রকাশিতব্য একুশে গ্রন্থমেলা' ২০২২, ইনশা আল্লাহ।

 #জুমার দিনের বিশেষ আমলরাসুল (সা.) এরশাদ করেন, তোমরা জুমার দিনে আমার ওপর বেশি বেশি দরুদ পাঠ করো, কেননা তোমাদের পাঠকৃত দর...
12/11/2021

#জুমার দিনের বিশেষ আমল
রাসুল (সা.) এরশাদ করেন, তোমরা জুমার দিনে আমার ওপর বেশি বেশি দরুদ পাঠ করো, কেননা তোমাদের পাঠকৃত দরুদ আমার সামনে পেশ করা হয়। (আবু দাউদ, হাদিস নম্বর ১০৪৭)।

এমনিতেই তিরমিজি শরিফের হাদিস অনুযায়ী আমরা জানতে পারি, যে ব্যক্তি দরুদ পাঠ করে আল্লাহ তার ওপর ১০টি রহমত নাযিল করবেন। সুতরাং আমাদের জুমার দিন অন্যান্য আমলের সাথে সাথে বেশি বেশি দরুদ পাঠ করতে হবে।

জুমার গুরুত্ব ও তাৎপর্য বিবেচনা করে প্রতিটি মুসলিমের উচিত এই দিনটিকে কাজে লাগানো।

 #আল্লাহর_অনুগ্রহ
17/10/2021

#আল্লাহর_অনুগ্রহ

 #কোনো_অবস্থায়ই_নামাজ_ছাড়া_যাবেনা । না ব্যস্ততায়, না ভ্রমণে, না অবকাশ যাপনে । ইসলাম সহজ একটা ধর্ম । নামাজ তার অন্যতম স্...
10/10/2021

#কোনো_অবস্থায়ই_নামাজ_ছাড়া_যাবেনা ।
না ব্যস্ততায়, না ভ্রমণে, না অবকাশ যাপনে ।
ইসলাম সহজ একটা ধর্ম । নামাজ তার অন্যতম স্তম্ভ । নামাজ আদায়ে তাই কোনো ছাড় নেই । ছাড় নেই বলছি এতে বিষয়টা খুব কঠিন মনে হতে পারে, কিন্তু দেখেন, আমরা চাইলেই তা সহজে আদায় করতে পারি । শুধু ফরজ হিসাব করলে ৫ ওয়াক্ত মিলে মাত্র সতের রাকাত । পড়তে লাগে সর্বোচ্চ ২৫ মিনিট ! দিনের ১৪৪০ মিনিট থেকে আমরা চাইলেই ২৫ মিনিট আলাদা করে নিতে পারি ।
আমরা যখন ভ্রমণে থাকি তখন নামাজে আছে কসর করার সুযোগ । অসুস্থ থাকলে অযু পড়তে অসুবিধা হলে তায়াম্মুমের করে নিলেই চলে । যদি দাঁড়িয়ে নামাজ আদায় করতে সমস্যা হয়, তবে বসে, তাও যদি কেউ না পারে তাহলে এক পার্শ্বের উপর, তাও কষ্ট সাধ্য হলে ইশারায় নামাজ আদায় করতে হবে । কিন্তু সজ্ঞানে নামাজ ছাড়া যাবেনা ।
তবু আমরা অনেক মুসলিম ইচ্ছে করেই নামাজ ছেড়ে দিই । যত ব্যস্ততাই থাকুক, মহান আল্লাহর হক আদায়ে আশা করি আমরা প্রতিদিন অন্তত ২৫ মিনিট সময় বের করে নিতে পারব, ইনশাআল্লাহ !

মহীয়সী নারীর জীবনী (৪ টি বই একত্রে) ইসলামী ইতিহাসে মহীয়সী নারীদের জীবনী নিয়ে রচিত (৪ টি বই একত্রে ৬০০ টাকা)  #ফ্রী_ডেলিভ...
02/10/2021

মহীয়সী নারীর জীবনী (৪ টি বই একত্রে)
ইসলামী ইতিহাসে মহীয়সী নারীদের জীবনী নিয়ে রচিত (৪ টি বই একত্রে ৬০০ টাকা)
#ফ্রী_ডেলিভারি
১। হযরত মারইয়াম ও ঈসা (আ:)
২। হযরত খাদিজা (রাঃ) (উম্মুল মোমেনীন)
৩। হযরত ফাতেমা (রাঃ) খাতুনে জান্নাত
৪। হযরত আয়েশা (রাঃ) (উম্মুল মোমেনীন)
ইসলামী ইতিহাসে মহীয়সী নারীদের জীবনী নিয়ে এই প্যাকেজ। এতে মোট চারজন মহীয়সী নারীর জীবনী আলোচিত হয়েছে।
আধুনিক জীবন-যাপন প্রযুক্তির কল্যাণে অনেক সহজসাধ্য ‎হলেও মানবিক চরিত্র উন্নয়নের ব্যাপারটি সে তুলনায় ‎আগে বাড়তে পারেনি। ইসলামী মূল্যবোধ ছাড়া এটি ‎অর্জনও সম্ভব নয়। বাস্তবিক অর্থে এখন যারা সমাজে ‎‘আইডল’ হিসেবে আবির্ভূত হয়েছে, তারা পাশ্চাত্যেরই ‎সৃষ্টি যা ইসলামী মূল্যবোধ ও বিশ্বাসকে ধ্বংসের ‎দ্বারপ্রান্তে উপনীত করেছে। মর্ডানিজমের যাতাকলে ‎মুসলিম সমাজও এ ধ্বংসযজ্ঞের ইন্ধন যোগাচ্ছে। এ থেকে ‎উত্তরণের একমাত্র উপায়—ইসলামের প্রথম যুগের ‎সাহাবায়ে কেরামকে ‘আইডল’ হিসেবে গ্রহণ করা। এটি ‎পুরুষ ও নারী—উভয়েরই জন্যই জরুরী।
বইঃ মহীয়সী নারীর জীবনী(৪টি বই)
বিক্রয় মূল্য - ৬০০ টাকা
#ফ্রী_ডেলিভারি

অর্ডার করতে নাম, মোবাইল নম্বর ও সম্পূর্ণ ঠিকানা লিখে মেসেজ করুন অথবা ফোন করুন 01767-575642

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when IQRA BOI posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to IQRA BOI:

Share

Nearby media companies


Other Dhaka media companies

Show All