Onnonto Riyad

Onnonto Riyad Life Story - জীবনের গল্প

যার রাগ বেশি সে নীরবে অনেক ভালোবাসতে জানে, যে নীরবে ভালোবাসতে জানে তার ভালোবাসার গভীরতা বেশি,আর যার ভালোবাসার গভীরতা বেশ...
21/02/2024

যার রাগ বেশি সে নীরবে অনেক ভালোবাসতে জানে, যে নীরবে ভালোবাসতে জানে তার ভালোবাসার গভীরতা বেশি,আর যার ভালোবাসার গভীরতা বেশি তার কষ্টও অনেক বেশি।
(হুমায়ূন আহমেদ) 💙

আমি বলছি না ভালোবাসতেই হবে, আমি চাইকেউ একজন আমার জন্য অপেক্ষা করুক,শুধু ঘরের ভেতর থেকে দরোজা খুলে দেবার জন্য।
06/02/2024

আমি বলছি না ভালোবাসতেই হবে, আমি চাই
কেউ একজন আমার জন্য অপেক্ষা করুক,
শুধু ঘরের ভেতর থেকে দরোজা খুলে দেবার জন্য।

নিজেকে সস্তা করে মানুষ'কে আপন করতে যেও না।
01/02/2024

নিজেকে সস্তা করে মানুষ'কে আপন করতে যেও না।

26/01/2024
২১ জানুয়ারী এই দিন টা আসলো মনে হয় আমার জীবন থেকে আরো একটি বছর চলে গেছে। পিছনে ফিরলে মনে হয় উল্লেখ যোগ্য কোনো উন্নতি নাই।...
21/01/2024

২১ জানুয়ারী
এই দিন টা আসলো মনে হয় আমার জীবন থেকে
আরো একটি বছর চলে গেছে। পিছনে ফিরলে মনে হয় উল্লেখ যোগ্য কোনো উন্নতি নাই।

কিন্তুু আল্লাহর অশেষ মেহের বানিতে ভালই আছি।
বাবা, মা,ছেলে,মেয়ে ও প্রিয়জনকে এবং বোনদের অথবা চেনা অচেনা মানুষের ভরসার জায়গা আছি।

গর্ব করে না বলতে পারলেও পরিচয় দেয়ার মত একটা কিছু করে সবাইকে নিয়ে ৩ বেলা খেয়ে না খেয়ে দিন পার করছি।

আশেপাশের সবার হয়তো প্রিয় মুখ না আমি।
আর সত্যি বলতে সবার মনের মতো নিজেকে যোগ্য করা সম্ভবপর নাহ।

তবে, আমার পক্ষ থেকে সবসময় চেষ্টা করি সবার সাথে মিলে মিশে বেচেঁ থাকার।

আর একটা ব্যাপার
আমার জীবনের লক্ষ্য হল, জীবনের পরিপূর্ণ মানুষ হয়ে বেচে থাকা। আর সে লক্ষেই পথ চলা শুরু করলাম আল্লাহর নামে। সাথে কিছু সাহসি এবং উদ্যোমি ভাই বন্ধুদের নিয়ে।

২০২৪ সাল টা খুব গুরুত্বপূর্ণ একটা বছর আমার জীবনে।
আপনাদের দোয়া এবং সাহায্য কামনা করি, নিরাশ করবেন নাহ আশা করছি।

এই বিশেষ দিনে নিজেক পরিবর্তন করে
সামনে এগিয়ে যাওয়ার প্রত্যয়ে পথ চলিলাম।

দোয়ায় রাইখেন সবাই।
সবার ভালোবাসা কাম্য।

18/01/2024

তবে হ্যাঁ আমরা সবাই পাপী ।মানুষ হয়ে জন্মাইছি পাপ করবো এটাই স্বাভাবিক, ছোট বড় কমবেশি পাপ আমরা সবাই করে থাকি কিন্তু তাই বলে এমন......??

আমি আমার নিজের চোখে দেখা এরকম হাজার মানুষ আছে যারা অনায়াসে অনেক বড় বড় পাপ করে দিব্যি ঘুরে বেড়াচ্ছে ।যাদের মধ্যে নাই কোন বিন্দু পরিমাণে অনুশোচনা বোধ।

বার বার মনে হচ্ছে নিয়তি কি এতটা নিষ্ঠুর হতে পারে।
আমি কি একটুও ভালো থাকা চেষ্টা করি।
করো ক্ষতি না।।

মানুষগুলো বিলীন হয়ে যায়। ভিড়ের অগোচরে, মনের অগোচরে নয়।
17/01/2024

মানুষগুলো বিলীন হয়ে যায়। ভিড়ের অগোচরে,
মনের অগোচরে নয়।

14/01/2024

একাকিত্ব সুন্দর নয়, আবার সুখেরও নয়। একাকিত্বের মাঝে নেই কোনো স্বপ্ন, নেই কোনো অভিমান, তবু আমি একা থাকতে পছন্দ করি, আসলে একা থাকাটা আমার কোনো বাধ্যতা নয়, ব্যস একা থাকতে ভাল্লাগে!🌻🖤

"সম্পর্ক কিন্তু বদলায় না! শুধু বদলে যায় "প্রয়োজন মনে করা মানুষ গুলো"তাদের সাথে হোক আকাশ সমান দূরত্ব! “কোনো মানুষ অসুন্...
13/01/2024

"সম্পর্ক কিন্তু বদলায় না!
শুধু বদলে যায়
"প্রয়োজন মনে করা মানুষ গুলো"

তাদের সাথে হোক আকাশ সমান দূরত্ব!

“কোনো মানুষ অসুন্দর নেই পৃথিবীতে, আছে শুধু ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গি, জীবনে কেউ কারো জন্য অপরিহার্য নয়, জীবনের জন্য কেউ আবশ্যক নয়। সব সময়ের প্রয়োজনে আয়োজনে আসে আবার সময় ফুরিয়ে গেলে আবেদন হারিয়ে গেলে সব হারিয়ে যায়। "শরীরের সব থেকে দামি অংশ হলো হৃদয়, সেখানে থাকার যোগ্যতা সবার থাকে না। এক সময় সবচেয়ে কাছের অতীব আপন মানুষটিও স্বার্থের দ্বন্দ্বে হারিয়ে যায়, অন্ধকারে ছায়াটাও কিন্তু সাথে থাকে না অজানায় মিলিয়ে যায়।

কদর তো কত লোকেই করে ভালোবাসার সাহস ক জনের আছে, তাই জীবনে কাউকে অপরিহার্য ভাববে না, কোনোকিছুকে অত্যাবশ্যক মনে করবে না। কে আসলো, কে গেলো, কী পেলে, কী হারালে মানুষের আচরণ আমাদের মনের মাঝে তাদের অবস্থান পরিবর্তন করে, জীবন এমনই।

দুঃখের চাইতে তীব্র আকর্ষণীয় আবেগ আর কী আছে! মানুষ দুঃখের প্রেমে পড়ে যায়, মানুষ দুঃখ দুঃখ খেলায় মেতে ওঠে। নেতিবাচকতা ...
12/01/2024

দুঃখের চাইতে তীব্র আকর্ষণীয় আবেগ আর কী আছে! মানুষ দুঃখের প্রেমে পড়ে যায়, মানুষ দুঃখ দুঃখ খেলায় মেতে ওঠে। নেতিবাচকতা থেকে যদিও সবাই পালায়, তবু দুঃখকে অনুভব করার বেলায় সবার একটাই রং। হ্যাঁ, মানুষ নিজেই দুঃখের পায়ের কাছে মাদুর পেতে বসে পড়ে, সেখানেই বসে থাকে দীর্ঘসময়, দুঃখকে অনুভব করে এবং ধীরে ধীরে নিজের মধ্যে ধারণ করে।

প্রয়োজন ছাড়া যে সর্বদা পাশে থাকে সেই হচ্ছে আপনজন!! "
11/01/2024

প্রয়োজন ছাড়া যে সর্বদা পাশে থাকে সেই হচ্ছে

আপনজন!! "

03/01/2024

নিজেকে ও অন্যকে ভালো রাখতে নতুন বছরে দুটো ছোট্ট টেকনিক মাথায় রাখতে পারেন:

টেকনিক ১। কারও সম্পর্কে ভালো কিছু বলার না থাকলে মুখটা বন্ধ রাখুন; খারাপ কিছু বলবেন না। আপনার নেগেটিভ সার্টিফিকেট ধুয়ে জল খাবার জন্য কেউ তার বছরটি শুরু করেনি। গায়ে পড়ে অবৈতনিক মাস্টারি করা বন্ধ করুন; মনে রাখবেন, আপনি যে-পর্যায়েরই মানুষ হন না কেন, আপনারও কিছু আত্মসম্মানবোধ আছে। লজ্জা মানুষের ভূষণ; বাঁচতে গেলে কিছুটা হলেও লজ্জা লাগেই, তাই লজ্জা না থাকলে লজ্জা তৈরি করার চেষ্টা করুন!

টেকনিক ২। আপনি যতই নিখুঁত হন না কেন কিংবা আপনি নিজেকে যতই নিখুঁত ভাবুন না কেন, কাউকেই কোনো ব্যাপারে জাজ করবেন না। যার যে পথে ইচ্ছে, সে পথে চলুক। যে-লোকটা আপনাকে আপনার পথ নিয়ে বিরক্ত করে না, তাকে তার পথ নিয়ে বিরক্ত করাটা বেআক্কেলের পরিচায়ক। কেউ ভুল পথে চলেও যদি, তাতে আপনার কী, ভাই?! কোন পথ সঠিক আর কোন পথ ভুল, গায়ে পড়ে সেটা ঠিক করে দেবার আপনি কে? কাউকে ভালো মানুষ করার চাইতে নিজে ভালো মানুষ হ‌ওয়াটা অধিক জরুরি। এটা বুঝতে তো আর রকেট সায়েন্টিস্ট হতে হয় না!

নতুন বছর ভালো কাটুক।

31/12/2023

জীবনে কত মানুষ হারাইলাম। কত বন্ধু গেলো, কত সম্পর্ক বিচ্ছেদ হলো। এখন শুধু একটা হাসি দিয়ে সামনে আগাই। কারণ জানি আগামীকালও হয়তো কেউ একজন হারাবে,

হারানোর এই পৃথিবীতে, "হারিয়ে যাওয়া" কে ভয় পেয়ে কি লাভ?❤️

‘আমি আছি শেষের পথে,                                    তুমি সূচনায়’….
28/12/2023

‘আমি আছি শেষের পথে,
তুমি সূচনায়’….

Today these eyes are very tired, panting in the mask of reality, the water is dry like a chaitra! Ah, I'm afraid to know...
27/12/2023

Today these eyes are very tired, panting in the mask of reality, the water is dry like a chaitra! Ah, I'm afraid to know myself, I can't stand in front of myself! It seems like it's not me. As if I am someone else..!

আজও মনের ডাকবাক্সে কোন চিঠি এলো না! অজান্তে, ঠিকানা ভুল করেও না! একটি চিঠির অপেক্ষায়, অশান্ত মন, আজ ডাকবাক্সটা মৃত প্রা...
22/12/2023

আজও মনের ডাকবাক্সে কোন চিঠি এলো না! অজান্তে, ঠিকানা ভুল করেও না! একটি চিঠির অপেক্ষায়, অশান্ত মন, আজ ডাকবাক্সটা মৃত প্রায়!

16/12/2023
যদি মিথ্যে মনে হয় সব পুরোনো কথাযদি চায়ের কাপেতে জমে নীরবতাযদি মিথ্যে মনে হয় সব পুরোনো কথাযদি চায়ের কাপেতে জমে নীরবতাতবে ...
12/12/2023

যদি মিথ্যে মনে হয় সব পুরোনো কথা
যদি চায়ের কাপেতে জমে নীরবতা
যদি মিথ্যে মনে হয় সব পুরোনো কথা
যদি চায়ের কাপেতে জমে নীরবতা
তবে বুঝে নিও চাঁদের আলো কত নিরুপায়।।

কৈশোরে দুঃখ পুষেছিলাম ইচ্ছে করে, আর এখন দুঃখ আমাকে পুষে ভালোবেসে।
09/12/2023

কৈশোরে দুঃখ পুষেছিলাম ইচ্ছে করে,
আর এখন দুঃখ আমাকে পুষে ভালোবেসে।

তোমার সময়ের দাম আছে, ওটা যাকে-তাকে দিয়ে নিজের মনমেজাজ খারাপ করে ফেলার কোনও মানে নেই। সবাইকেই সময় দেবার কিছু নেই।
19/10/2023

তোমার সময়ের দাম আছে, ওটা যাকে-তাকে দিয়ে নিজের মনমেজাজ খারাপ করে ফেলার কোনও মানে নেই। সবাইকেই সময় দেবার কিছু নেই।

Address

Dhaka
1212

Alerts

Be the first to know and let us send you an email when Onnonto Riyad posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Onnonto Riyad:

Videos

Share

Nearby media companies


Other Digital creator in Dhaka

Show All

You may also like