Faridul Islam's

Faridul Islam's Assalamu Alaikum,

জানো তো, তুমি ছাড়া আমার আর কোনো বদঅভ্যেস ছিলো না। যেদিন তোমায় হারালাম, বদঅভ্যেস থেকে মুক্ত হয়ে গেলাম আমি। সম্পূর্ণ ভালোত...
20/11/2023

জানো তো, তুমি ছাড়া আমার আর কোনো বদঅভ্যেস ছিলো না। যেদিন তোমায় হারালাম, বদঅভ্যেস থেকে মুক্ত হয়ে গেলাম আমি। সম্পূর্ণ ভালোতে রূপ নিলাম।

কিন্তু বিশ্বাস করো, আমি এতোটা ভালো হতে কখনো চাইনি। আমি তুমি নামক বদঅভ্যেসকে নিজের সাথে লেপ্টে নিয়ে, পথ চলতে চেয়েছিলাম চিরদিনই।

কিন্তু বিধাতার মর্জি দেখো! সে আমার মাঝে কোনো বদঅভ্যেস রাখতেই দেবেন না। তাই হয়তো তোমায় আমার জীবন থেকে সরিয়ে নিয়ে গেছেন চিরতরে। 💔💔💔💔

02/11/2023

যার কেউ নেই তার ও দিন চলে যায়

মন ভালো করতে চাইলে হারিয়ে যান প্রকৃতির মাঝে
02/11/2023

মন ভালো করতে চাইলে হারিয়ে যান
প্রকৃতির মাঝে

01/11/2023

শা*লার এমন দেশে বাস করি
যেখানে স্বামী-স্ত্রী ঝগড়া করলেও সার্ভার ডাউন করে দেয়

28/10/2023

আমি কখনো কারও প্রিয় মানুষ হতে পারি নি।

না বকুলের না শিমুলের না গোলাপের না কোন মানুষের।

আমি কখনো কারও প্রিয় মানুষ হতে পারিনি।

28/10/2023

কাউকে মিথ্যা বলে হাসানোর চেয়ে সত্য বলে কাদানো টা আমার কাছে ভালো লাগে।
সত্য টা শুনে হয়ত কিছু সময় কাদবে, কিন্তু মিথ্যা সারাজীবন কাদাবে আর ভাবাবে যে আমি মিথ্যাবাদী।

28/09/2023

দেশ ডিজিটাল হওয়ার আগে কল চার্জ ছিল ২৫ পয়সা মিনিট
এখন ডিজিটাল তাই প্রতি মিনিট ২-২.৫ টাকা

তখন কথা বলার মত নেটওয়ার্ক পাওয়া যেত, এখন ৪ জি চলে
তাই কল করতে বাড়ির বাইরে আসা লাগে

ডিজিটাল হওয়ার আগে বিদ্যুৎ বিল ছিল ২-৩ টাকার মধ্যে প্রতি ইউনিট
এখন আবাসিক মিটারেই প্রতি ইউনিট এর দাম ৪- ৯ টাকা

ডিজিটাল হওয়ার আগে ৫০০ টাকার বাজার করে আনতে হত মাথায় করে
ডিজিটাল হওয়ার পরে ৫০০ টাকার বাজার আনা লাগে কেজি সাইজের নিষিদ্ধ পলিথিন এর অর্ধেক, এক আংগুলে ঝুলিয়ে

এমন ডিজিটাল দেশ দিয়ে কি হবে??
যদি সবকিছু তে ভোগান্তি পোহাতে হয়।

এমন ডিজিটাল দেশ দিয়ে কি হবে??
যদি বেকারদের কর্মসংস্থান সৃষ্টি করতে না পারে।

এমন ডিজিটাল দেশ দিয়ে কি হবে??
যদি সাধারণ মানুষ নিজের প্রয়োজন মিটাতে হিমশিম খায়।

তারপর ও আমি দেশ আরও ডিজিটাল হোক
উন্নয়ন এ ভরে যাক

দেশবাসী শান্তি পাক

Natural Beauty
26/09/2023

Natural Beauty

22/09/2023

বৃষ্টিস্নাত দুপুর

সুখ কই থাকে????
09/08/2023

সুখ কই থাকে????

I've received 200 reactions to my posts in the past 30 days. Thanks for your support. 🙏🤗🎉
13/03/2023

I've received 200 reactions to my posts in the past 30 days. Thanks for your support. 🙏🤗🎉

08/03/2023

সারাক্ষণই অনলাইনে আছি
follow to follow
গ্যারান্টি

আপনি কি আপনার ব্যবসার প্রসার চান? আপনি কি ভালো পরিমানে সেল আনতে চান?আমরা আপনার পেইজে এনে দিব টার্গেট কাস্টমার। লোকেশন ভি...
06/03/2023

আপনি কি আপনার ব্যবসার প্রসার চান?
আপনি কি ভালো পরিমানে সেল আনতে চান?
আমরা আপনার পেইজে এনে দিব টার্গেট কাস্টমার।
লোকেশন ভিত্তিক, বয়স এবং লিংগ ভেদে এড বা পোস্ট দেখানোর সুযোগ।

আমাদের সার্ভিসসমূস সমূহ:
১. বিজনেস পেইজ তৈরী করা
২.পেইজ সেট আপ করা
৩. প্রোফাইল এবং কভার ফটো ডিজাইন
৪.বিজনেস একাউন্ট তৈরী করা
৫.সকল প্রকার সোস্যাল একাউন্ট তৈরী এবং তা ম্যানেজ করা
৬.প্রফেশনাল ইউটিউব চ্যানেল তৈরী করা
৭. ইউটিউব এর ব্যানার, থাম্বনেইল তৈরী করা

এছাড়া আরও অনেক সার্ভিস
সার্ভিস নিতে কিংবা যোগাযোগ এর জন্য
হোয়াটসঅ্যাপ : 01811495221

দেশে চলতেছে নীরব দুর্ভিক্ষ, আর এতে আক্রান্ত হচ্ছে শুধু গরীব আর মধ্যবিত্ত।
19/02/2023

দেশে চলতেছে নীরব দুর্ভিক্ষ,
আর এতে আক্রান্ত হচ্ছে শুধু গরীব আর মধ্যবিত্ত।

ছবি টা দেখে, আপনি কি ভাবছেন...❓  ছবির জিনিসগুলো প্রথমে ভালো করে দেখুন...❗এখন আপনি বলবেন... এইগুলো হলো ফ্রেঞ্চ ফ্রাই আর ড...
17/02/2023

ছবি টা দেখে, আপনি কি ভাবছেন...❓ ছবির জিনিসগুলো প্রথমে ভালো করে দেখুন...❗

এখন আপনি বলবেন... এইগুলো হলো ফ্রেঞ্চ ফ্রাই আর ডিমের অমলেট!

অথচ সত্যটা একদমই আলাদা.... !

যাকে আপনি ভাবছেন.... ফ্রেঞ্চ ফ্রাই বা আলু তা আসলে আপেল....❗

এবং অমলেট এটা ডিমের কুসুম নয়, এটা পীচফল..❗ আর ডিমের সাদা অংশ যা আসলে, দই❗

এজন্যই সর্তক থাকুন কোন খবর শুনেই / কারোর মুখের কথায় বিশ্বাস করবেন না বা এমন কিছু বলবেন না যা আপনি নিশ্চিত নন..... !

এমন ভুল আমরা সবাই প্রতিনিয়ত করে থাকি!!!

তাই এখন আমাদের মানসিকতার পরিবর্তন আনতে হবে।এবং কোন বিষয় ভালোভাবে না যেনে তা নিয়ে সমলোচনা করা / বিশ্বাস করা যাবে না।
©সংগৃহীত।

মেয়েদের মন বুঝার চেয়েও এই বেচারার মন বুঝা কষ্টসাধ্য
17/02/2023

মেয়েদের মন বুঝার চেয়েও এই বেচারার মন বুঝা কষ্টসাধ্য

17/02/2023

বাস্তব সত্য কথা

Address

Gazipur
Dhaka
1751

Telephone

+8801811495221

Website

Alerts

Be the first to know and let us send you an email when Faridul Islam's posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Faridul Islam's:

Videos

Share

Nearby media companies

  • online business

    online business

    কালিয়াকৈর গাজীপুর বাংলাদেশ, Gazipur
  • KB.Raju2.0

    KB.Raju2.0

    Andermanik Road, Gazipur

Other Digital creator in Dhaka

Show All