16/02/2024
জীবনে এতটুকু আত্মসম্মানবোধ অর্জন করেন যেন সাকিব আল হাসানের সাথে ছবি তোলার আগ্রহ না জাগে।
এতটুকু আর্থিকভাবে স্বয়ংসম্পন্ন হোন যে নিজের বেডরুমের রোমান্টিক মূহুর্তগুলো বিক্রি করে টাকা অর্জনের চিন্তা মাথায় না আসে।
এতটা মোহগ্রস্ত না হোন যে নেগেটিভ চরিত্র ব্যবহার করে জনপ্রিয় হওয়ার পরিকল্পনা মাথায় আসে।
নিজের যোগ্যতা ও পরিচয়ের প্রতি এতটুকু ইনফেরিওরিটি কমপ্লেক্সে না ভোগেন যেন, যে আপনাকে চেনেনা, ওউন করেনা, তাকে নিজের পরিচিত বলে সবার কাছে পরিচয় দিয়ে জাতে উঠার ইচ্ছা না জাগে।
এতটুকু ন্যায়বোধ সম্পন্ন হোন যে, অযোগ্য, বাটপার, দূর্নীতিবাজ লোকের পদ-পদবী অর্জনে অভিনন্দন জানাতে ইচ্ছা না হয়।
এতটুকু চিন্তাশীল হোন যে আপনি বুঝতে পারেন, হিরো আলম, মোস্তাক, সেলেব্রিটি ক্রিকেট লীগের ঐ মেয়ে, কিংবা লুবনাদের অধিকার নিয়ে কথা বলার চেয়ে সমাজের মৌলিক কাঠামো, ম্যাক্রো লেভেলের সামাজিক সমস্যা নিয়ে কথা বলা জরুরি। সামাজিক সমস্যায় সাধারণ মানুষকে দায় না দিয়ে দায়িত্বশীলদের দায় দেয়া, সে দায় নিয়ে কথা বলাই যে প্রকৃত এক্টিভিজম, এটা অন্তত বুঝেন।
🗣️Shekh Farid