06/12/2023
বিলীন হয়ে যাচ্ছে বাংলাদেশের উপকূল। টিকে থাকার যুদ্ধে লড়ে যাচ্ছে শুধু একদল মানুষ। কিন্তু সংগ্রামটা তাদের একার নয়। কারণ উপকূল নিশ্চিহ্ন হলে তা ধেয়ে আসবে আমাদের দিকেও।
জলবায়ু সংকটের প্রথম সারিতে থাকা অদম্য মানুষদের প্রতিদিনের লড়াইটা খুব কাছ থেকে দেখেছেন ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ্। সেখানে ভাঙনে প্রতিনিয়ত ঘরহারা হচ্ছে মানুষ। লবণের কারণে ফলছে না নিয়মিত কোনো ফসল। তীব্র হচ্ছে খাবার পানির সংকট। এরপরও টিকে আছে মানুষ।
কীভাবে?
জানতে দেখুন:....