08/07/2024
তোমাকে ভালোবাসার দায়টা আমার,
তোমাকে আগলে রাখার দায়টা আমার।
কিন্তু,
থেকে যাওয়ার জন্য যে ইচ্ছে
সেটা একান্তই তোমার।
তুমি কালবৈশাখী রাতের শেষের স্নিগ্ধ আকাশ দেখেছো,
তুমি সারারাত বৃষ্টিস্নান সেরে ভোরের আলোয় সকাল দেখেছো,
তুমি মহামারী দেখেছো, দেখেছো দূর্ভিক্ষ,
বাস্তুহারা সেই মানুষের হাহাকার দেখেছো।
তুমি ক্ষুধার কান্না দেখেছো,
তুমি বন্ধুত্বের ভাঙন দেখেছো,
দেখেছো সংসারের বিচ্ছেদ।
সব দেখার পরও অনেক অজানা থেকে যায়।
বৃষ্টিস্নাত ভোরের একটা মাদকতা থাকে
আমি তোমার সেই মাদকতায় জড়াতে চাই।
গ্রামের পর গ্রাম উজার হয়ে যাওয়ার পরেও কিছু অবশিষ্ট থাকে
সেটা হলো মৃতদের ঘ্রাণ।
আমি তোমার কাছে সেই ঘ্রাণ হয়ে থাকতে চাই।
দূর্ভিক্ষের শেষে বেঁচে যাওয়া মানুষের মাঝে একটা নতুন জীবনের টান থাকে
আমি তোমার জীবনের সে-ই ভগ্নাবশেষ হয়ে থাকতে চাই।
শুধু তুমি থেকে যাওয়ার বাহানায় হাত বাড়িয়ে দিও
আমি আমৃত্যু তোমার হয়ে থাকতে চাই....