জনস্বার্থ কন্ঠ- Voice of Public Interest

জনস্বার্থ কন্ঠ- Voice of Public Interest সত্য ও তথ্য প্রকাশে বুদ্ধিদীপ্ত প্রজন্মের হাতিয়ার।

 #বিস্তারিত_কমেন্টে
13/08/2024

#বিস্তারিত_কমেন্টে

বিস্তারিত কমেন্টে
05/07/2024

বিস্তারিত কমেন্টে

04/07/2024

No trees 🌳 No oxygen 😔

04/07/2024
04/07/2024
বিস্তারিত জানতে নিচের লিংকে ক্লিক করুনঃ https://t.ly/LrV2n
23/01/2024

বিস্তারিত জানতে নিচের লিংকে ক্লিক করুনঃ
https://t.ly/LrV2n

আরো জানতে নিচের লিংক'এ ক্লিক করুন।https://t.ly/3ArH6
29/12/2023

আরো জানতে নিচের লিংক'এ ক্লিক করুন।

https://t.ly/3ArH6

বিস্তারিত জানতে লিংক'এ ক্লিক করুন।https://rb.gy/z54foo
29/12/2023

বিস্তারিত জানতে লিংক'এ ক্লিক করুন।

https://rb.gy/z54foo

সংবাদ বিজ্ঞপ্তি মালয়েশিয়ায় দূর্ঘটনায় ৩ (তিন) জন বাংলাদেশী কর্মীর মৃত্যু ; হাইকমিশনের শোককুয়ালালামপুর : ২৯ নভেম্বর ২০২৩ খ...
30/11/2023

সংবাদ বিজ্ঞপ্তি

মালয়েশিয়ায় দূর্ঘটনায় ৩ (তিন) জন বাংলাদেশী কর্মীর মৃত্যু ; হাইকমিশনের শোক

কুয়ালালামপুর : ২৯ নভেম্বর ২০২৩ খ্রি.

মালয়েশিয়ার পেনাং রাজ্যে ০৩ (তিন) জন বাংলাদেশী নির্মাণ শ্রমিক কর্মরত অবস্থায় দূর্ঘটনায় পতিত হয়ে মৃত্যুবরণ করেছেন। নিহত তিন কর্মীরা হলেন, ১)মোহাম্মদ মোকাদ্দেশ আলী ( পাসপোর্ট নং: EJ0915363), পিতা মো. আফসার আলী, গ্রাম: হরিপুর, , উপজেলা: শিবগঞ্জ, জেলা: বগুড়া; (২) মোহাম্মদ সাইফুল ইসলাম(পাসপোর্ট নং: EH0730224) পিতা : মোঃ রওশন আলী, গ্রাম : লক্ষীপুর, উপজেলা : দেবিদ্বার, জেলা : কুমিল্লা এবং (০৩) মোঃ আহাদ আলী (পাসপোর্ট নং: A01964104) পিতা: মোহাম্মদ ওসমান মন্ডল গ্রাম : ছাইপাই, উপজেলা: চাটমোহর, জেলাঃ পাবনা।

অনাকাঙ্ক্ষিত এ দুর্ঘটনায় বাংলাদেশী শ্রমিকদের অকাল মৃত্যতে কুয়ালালামপুরস্থ বাংলাদেশ হাইকমিশন গভীর শোক প্রকাশ করেছে।

দুর্ঘটনার সংবাদ পাওয়া মাত্র মালয়েশিয়ায় বাংলাদেশের ভারপ্রাপ্ত হাই কমিশনার মোহাম্মাদ খোরশেদ আলম খাস্তগীর হাই কমিশনের প্রথম সচিব (শ্রম), এ, এস, এম, জাহিদুর রহমান এবং আইন সহকারী সুকুমারান সুবরামানিয়মকে ঘটনা স্থলে প্রেরণ করেন । উক্ত দুই কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং তথ্য সংগ্রহ করেন। প্রাপ্ত তথ্য মোতাবেক জানা যায়, ঐ ০৩ (তিন) জন বাংলাদেশী নির্মাণ শ্রমিক উক্ত দূর্ঘটনায় মৃত্যুবরণ করেন। তাদের মরদেহ বর্তমানে পেনাং জেনারেল হাসপাতালে সংরক্ষিত রয়েছে। এছাড়া, আরও ০২ (দুই) জন শ্রমিক-কে ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধার করা হয়। বর্তমানে তারা পেনাং জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। উদ্ধার কাজ চলমান রয়েছে। উদ্ধার কাজ সম্পন্ন হলে বিস্তারিত তথ্য প্রেরণ করা হবে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে জানা যায়, গত ২৮/১১/২০২৩ তারিখ স্থানীয় সময় আনুমানিক রাত ৯.৪৫ মিনিটের দিকে মালয়েশিয়ার পেনাং রাজ্যে নির্মাণাধীন একটি ভবন ধসে পড়ে।

মৃত ০৩ (তিন) জন বাংলাদেশী কর্মীর মৃতদেহ দ্রুত বাংলাদেশে প্রেরণের নিমিত্তে বাংলাদেশ হাইকমিশন তাদের পরিবারের সাথে সার্বক্ষিনিক যোগাযোগ রাখছে। এছাড়া, মৃত ০৩ (তিন) জন বাংলাদেশী কর্মীর মৃত্যুজনিত ক্ষতিপূরণ আদায়ের লক্ষ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে দ্রুত মৃত্যুজনিত ক্ষতিপূরণ আদায়ের জন্যও কাজ করছে হাইকমিশন।

20/11/2023

মৃতদেরকে মানুষ কত দ্রুত ভুলে যায় তা যদি তুমি জানতে, তাহলে মানুষের মন পাওয়ার চেষ্টা তুমি অনেক আগেই ছেড়ে দিতে।

সন্ত্রাসী/দুর্নীতিবাজ/জঙ্গিগোষ্ঠী/মাদকের বিরুদ্ধে জিরু টলারেন্স নীতি!টিকটিকের মাধ্যমে তুচ্ছ তাচ্ছিল্য করে পুলিশ ডিবি ও  ...
13/08/2023

সন্ত্রাসী/দুর্নীতিবাজ/জঙ্গিগোষ্ঠী/মাদকের বিরুদ্ধে জিরু টলারেন্স নীতি!

টিকটিকের মাধ্যমে তুচ্ছ তাচ্ছিল্য করে পুলিশ ডিবি ও RAB কে হুমকিদাতা অস্ত্রধারী সন্ত্রাসীকে ০১ (এক) টি সচল বিদেশী পিস্তল, ০১ (এক) টি ম্যাগাজিন, ০১ (এক) রাউন্ড গুলি ও ৭০ (সত্তর) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ ০১ (এক) জন গ্রেফতার করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশ।

খুলনা মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার মিডিয়া সেলের ইং ০৬/০৮/২৪ ইং তারিখের তথ্য মতে প্রকাশিতঃ

খুলনা থানা পুলিশের একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে গত ১২ আগস্ট ২০২৩ খ্রিঃ রাত ০৮.০০ ঘটিকায় অভিযান চালিয়ে উক্ত থানাধীন দক্ষিণ টুটপাড়াস্থ বায়তুল আমান জামে মসজিদ ও ঈদগাহ ময়দান এর মূল ফটকের পূর্ব পাশে পাঁকা রাস্তার উপর হতে ওই হুমকিদাতা, অস্ত্রধারী সন্ত্রাসী ১) মোঃ রাশেদ খাঁ (৩৪), পিতা-মোঃ জাহাঙ্গীর খাঁ, সাং-দত্তডাঙ্গা কাঠিবাজার, থানা-গোপালগঞ্জ সদর, জেলা-গোপালগঞ্জ, এ/পি সাং-খানজাহান নগর শাহ্ শিরিন রোডস্থ জেসমিন আক্তার আঁখির বাড়ির ভাড়াটিয়া, থানা-হরিণটানা, খুলনা মহানগরীকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত সন্ত্রাসীর হেফাজত হতে ক) ০১ সচল পিস্তল; খ) ০১ টি ম্যাগাজিন; গ) ০১ রাউন্ড গুলি; ঘ) ৭০ পিস অ্যামফিটামিন যুক্ত ইয়াবা ট্যাবলেট, যার ওজন ০৭(সাত) গ্রাম, যার মূল্য অনুমান ২১,০০০/- টাকা উদ্ধার করা হয়েছে।

ধৃত সন্ত্রাসীর বিরুদ্ধে ইতিপূর্বে ০৪ টি মামলা রুজু রয়েছে, যার মধ্যে ০১ টি খুন মামলা, ০১ টি দ্রুত বিচার আইনে মামলা, ০১ টি মাদকদ্রব্য আইনে মামলা এবং ০১ টি অন্যান্য ধারায় মামলা রুজু রয়েছে।

আসামীর বিরুদ্ধে অস্ত্র সংক্রান্তে খুলনা থানার মামলা নং-২৫, তারিখ-১২/০৮/২০২৩, ধারা- The Arms Act, 1878 এর 19A এবং মাদকদ্রব্য সংক্রান্তে খুলনা থানার মামলা নং-২৬, তারিখ-১২/০৮/২০২৩, ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১০(ক) পৃথক পৃথক মামলা রুজু করা হয়েছে।

উল্লেখ্য যে, ধৃত আসামী ইতিপূর্বে সামাজিক যোগাযোগ মাধ্যমে পুলিশ, ডিবি ও র্যা ব (RAB) এর উদ্দেশ্যে গালিগালাজ ও হেয় প্রতিপন্ন করে একটি ভিডিও বিভিন্ন ব্যাক্তিবর্গদের নিকট পাঠায়। যাহা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

সন্ত্রাসী/দুর্নীতিবাজ/জঙ্গিগোষ্ঠী/মাদকের বিরুদ্ধে জিরু টলারেন্স নীতি!কেএমপি’র মাদক বিরোধী অভিযানে ৫৫০ গ্রাম গাঁজা এবং ৩০...
06/08/2023

সন্ত্রাসী/দুর্নীতিবাজ/জঙ্গিগোষ্ঠী/মাদকের বিরুদ্ধে জিরু টলারেন্স নীতি!

কেএমপি’র মাদক বিরোধী অভিযানে ৫৫০ গ্রাম গাঁজা এবং ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ০৩ (তিন) জন মাদক কারবারি গ্রেফতারঃ

নিজস্ব প্রতিবেদক: খুলনা মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার মিডিয়া সেলের ইং ০৬/০৮/২৪ ইং তারিখের তথ্য মতে গত ২৪ ঘন্টায় খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে মাদক কারবারি ১) মোঃ আসলাম খান(৩২), পিতা-মৃত: মোঃ মোসলেম খান, সাং-শরীফপাড়া, থানা-কাশিয়ানী, জেলা-গোপালগঞ্জ, এ/পি সাং-মুন্সীপাড়া ২য় গলি, থানা-খুলনা; ২) মোঃ জুম্মান শেখ(২৪), পিতা-বাবুল শেখ, সাং-জোড়াগেট, থানা-খালিশপুর এবং ৩) শেখ আনিকুর রহমান পায়েল(২৯), পিতা-মোস্তাফিজুর রহমান, সাং-১৯/৫ মুসলমানপাড়া ক্রস রোড, থানা-খুলনা, খুলনা মহানগরীদের’কে মহানগরীর বিভিন্ন থানা এলাকা হতে গ্রেফতার করা হয়েছে।

এ সময় মাদক কারবারিদের নিকট হতে ৫৫০ গ্রাম গাঁজা এবং ৩০ পিস ইয়াবা ট্যাবলেট আলামত হিসেবে উদ্ধার করা হয়েছে।

এ সংক্রান্তে গ্রেফতারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ০৩ টি মাদক মামলা রুজু করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়।

জনস্বার্থে ঝুঁকিপূর্ণতা এড়াতে বান্দরবানবাসী উদ্দেশ্য জেলা প্রশাসক বান্দরবান পার্বত্য জেলা।আসসালামু আলাইকুম, প্রিয় বান্দর...
06/08/2023

জনস্বার্থে ঝুঁকিপূর্ণতা এড়াতে বান্দরবানবাসী উদ্দেশ্য জেলা প্রশাসক বান্দরবান পার্বত্য জেলা।

আসসালামু আলাইকুম, প্রিয় বান্দরবানবাসী।

টানা চারদিনের প্রবল বর্ষণে জেলার বিভিন্ন জায়গায় জলাবদ্ধতা ও পাহাড় ধ্বসের আশংকা সৃষ্টি হয়েছে। যারা ঝুঁকি নিয়ে পাহাড়ের প্রান্তে/ পাদদেশে বসবাস করছেন, তাঁদেরকে অনতিবিলম্বে ঘর ছেড়ে আশ্রয়কেন্দ্রে যাওয়ার জন্য অনুরোধ জানানো হচ্ছে।

উল্লেখ্য, জেলায় ১৯২ টি শিক্ষা প্রতিষ্ঠানকে অস্হায়ী আশ্রয়কেন্দ্র ঘোষণা করা হয়েছে ( কমেন্টবক্সে বিস্তারিত)। এছাড়া সমন্বয় ও সাড়াদানের জন্য জেলা প্রশাসন থেকে একটি কন্ট্রোলরুম খোলা হয়েছে (+8801309744923)। দুর্যোগ সম্পর্কিত যে কোন তথ্য বা সাহায্যের আবেদন উক্ত কন্ট্রোলরুমে জানানোর জন্য অনুরোধ করা হচ্ছে।

ধন্যবাদ।

Address

Bahar Chara
Cox's Bazar
4700

Telephone

+8801814120632

Website

https://urlis.net/mjt0v8s8

Alerts

Be the first to know and let us send you an email when জনস্বার্থ কন্ঠ- Voice of Public Interest posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to জনস্বার্থ কন্ঠ- Voice of Public Interest:

Videos

Share

জনস্বার্থ কন্ঠ

আজকাল, অনলাইন সংবাদপত্রগুলি খুব বিখ্যাত কারণ স্মার্টফোন, ল্যাপটপ, ডেস্কটপ এবং ট্যাবলেটগুলির মাধ্যমে অ্যাক্সেসের সহজ উপায়। প্রায় প্রত্যেকেই উচ্চ গতির ইন্টারনেট সহ স্মার্টফোন ব্যবহার করছে এবং তারা অনলাইনে সংবাদ পড়তে আগ্রহী। তদানুসারে, নিউজ পাবলিশার্স, এজেন্সি, টিভি চ্যানেল, প্রেস রিলিজ ডিস্ট্রিবিউটরদের মুদ্রিত সংস্করণ অনলাইনে সরানো হয়েছে।

বিভিন্ন পরিস্থিতিতে, আপনি ইন্টারনেটের মাধ্যমে নিজের ভাষায় রিয়েল টাইম তথ্য পেতে পারেন।কারণ এটি ব্যবহার করা সহজ এবং আগের চেয়ে আরও সহায়ক। বিশ্বস্ত জাতীয়, আন্তর্জাতিক এবং আঞ্চলিক উত্স থেকে সর্বশেষ ব্রেকিং নিউজ লিঙ্কটি পান। জনস্বার্থ কন্ঠ আপনাকে আপনার চাহিদা পূরণে সহায়তা করতে পারে। স্বাস্থ্য এবং ফিটনেস, চিকিৎসা, বীমা, গ্যাস / বিদ্যুৎ, অর্থ, বন্ধক, ভ্রমণ এবং অবসর, বিদেশে পড়াশোনা, হোস্টিং, ব্যবসা ও বাণিজ্য ইত্যাদি বিষয়ে আমাদের বিশেষজ্ঞ পরামর্শ এবং কৌশলগুলি সহজেই পেতে পারেন জনস্বার্থ কন্ঠ এই ফেইবুক পেইজে।

আমাদের সাইটের সাথে যুক্ত থাকার জন্য আপনাকে ধন্যবাদ।