Times of Pekua - টাইমস অব পেকুয়া

Times of Pekua - টাইমস অব পেকুয়া অন্যের চোখ মানুষকে মাপতে নেই,আসমানের চোখে মানুষকে বিবেচনা করুন। News & Media Page
(3)

কবরবাসী ভোট দিতে আসলে দোষ হয় না, মুক্তিযোদ্ধা ভাতা নিলে দোষ হয় না। ওয়াজের মতো একটা মহৎ কাজে কি এমন অশুদ্ধ হয়ে গেলো?সবকিছ...
03/12/2022

কবরবাসী ভোট দিতে আসলে দোষ হয় না, মুক্তিযোদ্ধা ভাতা নিলে দোষ হয় না। ওয়াজের মতো একটা মহৎ কাজে কি এমন অশুদ্ধ হয়ে গেলো?

সবকিছুতে সমালোচনা মোটেও উচিত নয়।

24/10/2022

সেন্ট মার্টিন জেটি ঘাটের অবস্থা

Cox'sbazar Right of Disabilities Assocaition কতৃক আয়োজিত বিশ্ব সাদাছড়ি ও নিরাপত্তা দিবস ২০২২ টি-শার্টের স্পন্সর হলেন প্র...
18/10/2022

Cox'sbazar Right of Disabilities Assocaition কতৃক আয়োজিত বিশ্ব সাদাছড়ি ও নিরাপত্তা দিবস ২০২২
টি-শার্টের স্পন্সর হলেন প্রিয় জনকল্যাণমুলক স্বেচ্ছাসেবী সংগঠন নূর-আয়েশা খাঁন ফাউন্ডেশন (NAKF)। প্রবাসী সদস্য ইলিয়াস খাঁন ভাইয়ের অর্থায়নে আমরা তাদের পাশে থাকতে পেরে খুবই আনন্দিত। তাদের উদ্যোগকে স্বাগত জানিয়ে এবং সে অনুযায়ী বাস্তবায়নের লক্ষ্যে পথচলা সাফল্যমন্ডিত হোক।

11/10/2022
ড.আব্দুল্লাহ জাহাংগীর স্যারের এই কথাটা পড়লে আমার অনেক মজা লাগে। স্যার বলতেন,মনে করেন আপনি সারা জীবন অনেক ইবাদত করেছেন। গ...
11/10/2022

ড.আব্দুল্লাহ জাহাংগীর স্যারের এই কথাটা পড়লে আমার অনেক মজা লাগে। স্যার বলতেন,
মনে করেন আপনি সারা জীবন অনেক ইবাদত করেছেন। গুনাহ তেমন করেন নাই। এতো বেশি ইবাদত করেছেন যে, ভাবছেন ফেরেশতারা আপনার জন্য কবরে ফুলের বিছানা বিছিয়ে রাখবে।
কিন্তু মরার পর কবরে গিয়ে দেখলেন ফেরেশতারা হাতে মুগুর নিয়ে দাঁড়িয়ে আছে। আপনিতো অবাক! বললেন, আমি সারা জীবন এতো এতো ইবাদত করলাম, আর তার পরিবর্তে এসব কি?
ফেরেশতারা বলবে, সারা জীবন যা করেছ সব শিরক আর বিদাত!
আপনি বলবেন, আমিতো সব বড় হুজুরের কথা মতোই করেছি! তাহলে ভুল কেন হবে?!
ফেরেশতারা বলবে তুমি বড় হুজুরের কথা যাচাই কর নাই। সে সত্য বলেছে না মিথ্যা বলেছে। ভুল বলেছে না সঠিক বলেছে।
আপনি বলবেন, তাহলে আমাকে আর একবার সুযোগ দেয়া হোক। জীবন দিয়ে পৃথিবীতে পাঠানো হোক, আমি যাচাই বাছাই করে সঠিক ইবাদত করে আসব।
তখন ফেরেশতারা আপনাকে ছেড়ে দিবে আপনি আবার পৃথিবীতে এসে ভাল কাজ করে যাবেন তাইতো???
নারে ভাই জীবন একটাই, সুযোগ একবারই। একটু যাচাই বাছাই করে ইবাদত করেন।
অর্থসহ একটু কুরআন-হাদীস পড়েন। কুরআন-হাদীস পড়লে আপনি আলেম বা মূফতি হয়তো হতে পারবেন না। কিন্তু অন্তত এতোটুকু বুঝা শিখবেন কোন আলেম ভুল বা মিথ্যা বলে আর কোন আলেম সঠিক বলে।

"এই যুবক আমাদের পিতাকে হত্যা করেছে। আমরা এর বিচার চাই।"দোষী যুবককে টেনে-হিঁচড়ে খলীফার দরবারে নিয়ে এসেছেন দুই ব্যক্তি। তা...
11/10/2022

"এই যুবক আমাদের পিতাকে হত্যা করেছে। আমরা এর বিচার চাই।"
দোষী যুবককে টেনে-হিঁচড়ে খলীফার দরবারে নিয়ে এসেছেন দুই ব্যক্তি। তারা তাদের পিতার হত্যার বিচার চান।
খলীফা হযরত উমর (রা) সেই যুবককে জিজ্ঞেস করলেন যে তার বিপক্ষে করা অভিযোগ সত্য কিনা। অভিযোগ স্বীকার করল যুবক। দোষী যুবক সেই ঘটনার বর্ণনা দিলঃ
"অনেক পরিশ্রমের কাজ করে আমি বিশ্রামের জন্য একটি খেজুর গাছের ছায়ায় বসলাম। ক্লান্ত শরীরে অল্প সময়েই ঘুমিয়ে গিয়েছিলাম। ঘুম থেকে উঠে দেখি আমার একমাত্র বাহন উটটি পাশে নেই। খুঁজতে খুঁজতে কিছু দূর গিয়ে পেলাম, তবে তা ছিল মৃত। অভিযোগকারী এই দুই ব্যক্তির বাবাকে আমার মৃত উটের পাশে পেলাম। সে আমার উটকে তার বাগানে প্রবেশের অপরাধে পাথর মেরে হত্যা করেছে। এই কারণে আমি হঠাৎ করে রাগান্বিত হয়ে পড়ি এবং তার সাথে তর্কাতর্কি করতে করতে এক পর্যায়ে মাথায় পাথর দিয়ে আঘাত করে ফেলি। ফলে সে সেইখানেই মারা যায়। যা একেবারেই অনাকাঙ্ক্ষিতভাবে ঘটে গেছে। এর জন্য আমি ক্ষমাপ্রার্থী।"
বাদী’রা জানালেন- "আমরা এর মৃত্যুদণ্ড চাই।" সব শুনে হযরত উমর (রা) অপরাধী যুবককে বললেন, "উট হত্যার বদলে তুমি একটা উট দাবি করতে পারতে, কিন্তু তুমি বৃদ্ধকে হত্যা করেছ। হত্যার বদলে হত্যা। এখন তোমাকে মৃত্যুদন্ড দেয়া হবে। তোমার কোন শেষ ইচ্ছা থাকলে বলতে পারো।" নওজোয়ান বললো, "আমার কাছে কিছু ঋণ ও অন্যের রাখা কিছু আমানত আছে। আমাকে যদি কিছু দিন সময় দিতেন, আমি বাড়ি গিয়ে আমানত ও ঋণগুলি পরিশোধ করে আসতাম।"
খলিফা হযরত উমর (রা) বললেন, "তোমাকে এভাবে একা ছেড়ে দিতে পারি না। যদি তোমার পক্ষ থেকে কাউকে জিম্মাদার রেখে যেতে পারো তবে তোমায় সাময়িক সময়ের জন্য যেতে দিতে পারি।“ নওজোয়ান বললো, "এখানে আমার কেউ নেই যে আমার জিম্মাদার হবে।" যুবকটি তখন নিরুপায় হয়ে দাঁড়িয়ে রইল।
এই সময় হঠাৎ মজলিসে উপস্থিত একজন সাহাবী হযরত আবু যর গিফারী (রা) দাঁড়িয়ে বললেন, "আমি হবো ঐ ব্যক্তির জামিনদার। তাকে যেতে দিন।" আবু যর গিফারীর (রা) এই উত্তরে সভায় উপস্থিত সবাই হতবাক। একে তো অপরিচিত ব্যক্তি, তার উপর হত্যার দন্ডপ্রাপ্ত আসামী! তার জামিনদার কেন হচ্ছেন আবু জর!
খলিফা বললেন, "আগামি শুক্রবার জুম্মা পর্যন্ত নওজোয়ানকে মুক্তি দেয়া হলো। জুম্মার আগে নওজোয়ান মদীনায় ফেরত না আসলে নওজোয়ানের বদলে আবু যরকে মৃত্যুদন্ড দেয়া হবে।" মুক্তি পেয়ে নওজোয়ান ছুটলো মাইলের পর মাইল দূরে তার বাড়ির দিকে। আবু যর গিফারী (রা) চলে গেলেন নিজ বাড়িতে।
দেখতে দেখতে জুম্মাবার এসে গেল। নওজোয়ানের আসার কোনো খবর নেই। হযরত উমর (রা) রাষ্ট্রীয় পত্রবাহক পাঠিয়ে দিলেন আবু যর গিফারির (রা) কাছে। পত্রে লিখা, আজ শুক্রবার বাদ জুমা সেই যুবক যদি না আসে, আইন মোতাবেক আবু যর গিফারির মৃত্যুদন্ড কার্যকর করা হবে। আবু যর যেন সময় মত জুম্মার প্রস্তুতি নিয়ে মসজিদে নববীতে হাজির হন। খবর শুনে সারা মদীনায় থমথমে অবস্থা। একজন নিষ্পাপ সাহাবী আবু যর গিফারী আজ বিনা দোষে মৃত্যুদন্ডে দন্ডিত হবেন।
জুমার পর মদীনার সবাই মসজিদে নববীর সামনে হাজির। সবার চোখে পানি। কারণ দন্ডপ্রাপ্ত যুবক এখনো ফিরে আসেনি। জল্লাদ প্রস্তুত।
জীবনে কত জনের মৃত্যুদন্ড দিয়েছে তার হিসেব নেই। কিন্তু আজ কিছুতেই চোখের পানি আটকাতে পারছে না জল্লাদ। আবু যরের মত একজন সাহাবী সম্পূর্ণ বিনা দোষে আজ মৃত্যুদন্ডে দন্ডিত হবেন, এটা মদীনার কেউ মেনে নিতে পারছেন না। এমনকি মৃত্যুদন্ডের আদেশ প্রদানকারী খলিফা উমর (রা) নিজেও চিন্তিত হয়ে পড়েছেন। হৃদয় তাঁর ভারাক্রান্ত। তবু আইন তার নিজস্ব গতিতে চলবে। কারো পরিবর্তনের হাত নেই। আবু যর (রা) তখনও নিশ্চিন্ত মনে হাঁসি মুখে দাঁড়িয়ে মৃত্যুর জন্য প্রস্তুত। জল্লাদ ধীর পায়ে আবু যর (রা) এর দিকে এগুচ্ছেন আর কাঁদছেন। আজ যেন জল্লাদের পা চলে না। পায়ে যেন কেউ পাথর বেঁধে রেখেছে।
এমন সময় এক সাহাবী উচ্চ স্বরে জল্লাদকে বলে উঠলেন, "হে জল্লাদ একটু থামো। মরুভুমির ধুলার ঝড় উঠিয়ে ঐ দেখ কে যেন আসছে। হতে পারে ঐটা নওজোয়ানের ঘোড়ার পদধুলি। একটু দেখে নাও।" ঘোড়াটি কাছে আসলে দেখা যায় সত্যিই এ সেই নওজোয়ান।
নওজোয়ান দ্রুত খলিফার সামনে এসে বললো, "আমীরুল মুমিনীন, মাফ করবেন। রাস্তায় যদি আমার ঘোড়া পায়ে ব্যথা না পেত, তবে যথা সময়েই আসতে পারতাম। বাড়িতে গিয়ে আমি একটুও দেরি করিনি। বাড়ি পৌঁছে গচ্ছিত আমানত ও ঋণ পরিশোধ করি। তারপর বাবা, মা এবং নববধুর কাছে সব খুলে বলে চিরবিদায় নিয়ে মৃত্যুর প্রস্তুতি নিয়ে মদীনার উদ্দেশ্যে রওনা দেই। এখন আমার জামিনদার ভাইকে ছেড়ে দিন আর আমাকে মৃত্যুদন্ড দিয়ে পবিত্র করুন। কেননা কেয়ামতের দিন আমি খুনি হিসেবে আল্লাহর সামনে দাঁড়াতে চাই না।"
আশেপাশের সবাই একেবারেই নীরব। চারিদিকে একদম থমথমে অবস্থা। সবাই হতবাক, কী হতে চলেছে! যুবকের পুনরায় ফিরে আসাটা অবাক করে দিলো সবাইকে।
খলিফা হযরত উমর (রা) যুবককে বললেন, "তুমি জানো তোমাকে মৃত্যুদণ্ড দেয়া হবে, তারপরেও কেন ফিরে এলে?" উত্তরে সেই যুবক বলল- "আমি ফিরে এসেছি, কেউ যাতে বলতে না পারে, এক মুসলমানের বিপদে আরেক মুসলামান সাহায্য করতে এগিয়ে এসে নিজেই বিপদে পড়ে গেছিলো।"
এবার হযরত উমর (রা) হযরত আবু যর গিফারী (রা) কে জিজ্ঞেস করলেন, "আপনি কেন না চেনা সত্যেও এর জামিনদার হলেন?" উত্তরে হযরত আবু যর গিফারী (রা) বললেন, "পরবর্তিতে কেউ যেন বলতে না পারে, এক মুসলমান বিপদে পড়েছিলো, অথচ কেউ তাকে সাহায্য করতে এগিয়ে আসেনি।"
এমন কথা শুনে, হঠাৎ বৃদ্ধের দুই সন্তানের মাঝে একজন বলে উঠল, "হে খলীফা, আপনি তাকে মুক্ত করে দিন। আমরা তার উপর করা অভিযোগ তুলে নিলাম।"
হযরত উমর (রা) বললেন, “কেন তাকে ক্ষমা করে দিচ্ছ?” তাদের এক ভাই বলে উঠলো, "কেউ যেন বলতে না পারে, এক মুসলমান অনাকাঙ্ক্ষিত ভুল করে নিজেই স্বীকার করে ক্ষমা চাওয়ার পরেও অন্য মুসলমান তাকে ক্ষমা করেনি।"

[হায়াতুস সাহাবা-৮৪৪]

নিজস্ব অর্থায়নে সেতু নির্মাণের যে অতিমানবীয় রূপকথার গল্প সরকার নাযিল করেছিল তা এক মাসও টিকল না। পনেরো দিন না যেতেই সেই...
19/07/2022

নিজস্ব অর্থায়নে সেতু নির্মাণের যে অতিমানবীয় রূপকথার গল্প সরকার নাযিল করেছিল তা এক মাসও টিকল না। পনেরো দিন না যেতেই সেই গল্প এখন আইসিইউতে।

বিশ্বের সবচেয়ে আধুনিক সেতু, সবচেয়ে কম খরচের সেতু, ইউনূসের জেল হবে, বিশ্ব ব্যাংক বাংলাদেশের কাছে পা ধরে মাফ চাবে, হিলারি ক্লিনটন অলরেডি পা ধরে লুটিয়ে পড়েছে, বিএনপির মন ভালো নেই - এসব তাচ্ছিল্য ভরা কথার পর আচমকা মঞ্চে অন্ধকার। শোনা গেল রিজার্ভে টান পড়েছে, ডলারের বিপরীতে বাংলা টাকার মান মাটিতে নেমে যাচ্ছে, চুলায় গ্যাস নেই, ঘরে বিদ্যুৎ নেই, বদনায় পানি নেই। যাহ শালা!

দশ লক্ষ লোক নিয়ে নাচতে নাচতে সেতু উদ্ভোধন, জায়গায় জায়গায় অকারণ লাইটিং, লেজার শো এর পর আচমকা নীরবতা। এরপর এক নীতি-আদর্শের গল্প - আপনারা অহেতুক বিদ্যুৎ অপচয় করবেন না, চুলা জ্বালিয়ে রাখবেন না। হাগামুতার পর বেশি পানি লাগাবেন না, সম্ভব হলে এই জিনিস বাদ দিন।

রাস্তাঘাটে লাইটিং বাদ দিয়ে এখন মোমবাতি আর হাতপাখার যুগে পদার্পণ। আহারে জীবন!

বিদ্যুৎ বাঁচাতে আটটার পরে সব বন্ধ, শপিংমল বন্ধ, পেট্রোল পাম্প বন্ধ। লোডশেডিং এলাকায় এলাকায় ভাগ করে দেয়া হবে। বাদ যাবে না কেউ।

ঘরে ঘরে পৌঁছে যাবে লোডশেডিং।

মসজিদে এসি বন্ধ রাখতে হবে বলামাত্র পাবলিক দাবড়ানি দেয়ার পর আচমকা তোতলাতে তোতলাতে সুর চেঞ্জ।

"একচুয়ালি, আমরা মসজিদে এসি বন্ধ রাখতে বলি নাই। নামাজের সময় এসি ছাড়া থাকবে। নামাজের পরে বন্ধ থাকবে।"

নামাজের সময় ছাড়া মসজিদে এসি কোনদিন চালু থাকে না। নামাজ শেষ হওয়ামাত্র এসি বন্ধ করা হয় এবং সেটা নিজ দায়িত্বেই করে তারা। কাজেই এটা আলাদা করে নির্দেশনা জারী করার কিছু নয়। এমন হলে অফিস আদালতের ক্ষেত্রেও জিনিসটা এভাবে আসার কথা যে, অফিসে এসি চালানো যাবে না। পরে বলা হবে, আসলে আমরা বলতে চেয়েছি অফিস চলা অবস্থায় এসি চালানো যাবে কিন্তু বন্ধ অবস্থায় চালানো যাবে না।

কার্যক্রম বন্ধ অবস্থায় দুনিয়ায় কোন জায়গায় এসি চলে?
মসজিদে এসি চালানোই যাবে না - এটাই ছিল নির্দেশনা। দাবড়ানি খাওয়ার পর সব ঠিকঠাক। এই জিনিসের উপরে আসলেই কিছু নেই।

সিঙ্গাপুর দিয়ে যে বিশ্বজয়ের আবেগী গল্পটা শুরু হয়েছিল মাত্র পনের দিনের মাথায় তা শ্রীলঙ্কা নামক ডুবন্ত টাইটানিক জাহাজের গল্প দিয়ে সমাপ্ত হলো।
Tos

18/07/2022

█▒▒▒ ব্রেকিং/Breaking ▒▒▒█
** কাল থেকে এলাকাভিত্তিক লোডশেডিং: জ্বালানি উপদেষ্টা
** লোকসান কমাতে ডিজেলভিত্তিক বিদ্যুৎকেন্দ্র বন্ধ থাকবে
** অফিস সময় কমিয়ে আনার চিন্তাভাবনা: জ্বালানি উপদেষ্টা
** সপ্তাহে একদিন পেট্রোল পাম্প বন্ধ থাকবে
** রাত ৮টার পর বন্ধ থাকবে দোকানপাট
** সরকারি-বেসরকারি সব বৈঠক ভার্চুয়ালি করার সিদ্ধান্ত
** মসজিদে এসি ব্যবহার না করার সিদ্ধান্ত

সূত্র- Independent tv

কামাল আতাতুর্ক ও তার ঘৃণ্য কর্মযজ্ঞ অনুবাদ: আল- জাইদি [০১] ১৯২৪ ঈসায়ীতে উসমানি খেলাফত বিলুপ্ত করে।[০২] ১৯২৬ ঈসায়ীতে ইসলা...
14/07/2022

কামাল আতাতুর্ক ও তার ঘৃণ্য কর্মযজ্ঞ
অনুবাদ: আল- জাইদি

[০১] ১৯২৪ ঈসায়ীতে উসমানি খেলাফত বিলুপ্ত করে।

[০২] ১৯২৬ ঈসায়ীতে ইসলামি শরিয়াকে পূর্ণাঙ্গরুপে অকার্যকর ঘোষণা করে।

[০৩] মিরাছের ক্ষেত্রে নারী ও পুরুষকে সমঅধিকার প্রদান করে।

[০৪] হজ ও উমরা পালনে তুর্কি মুসলিমদের উপর নিষেধাজ্ঞা আরোপ করে।

[০৫] শিক্ষা প্রতিষ্ঠানসমূহে আরবি ভাষা নিষিদ্ধ করে।

[০৬] মসজিদে আজান বন্ধ করে দেয়।

[০৭] খেলাফতভূমি তুরস্কে হিজাব নিষিদ্ধ করে।

[০৮] নিজের নাম থেকে "মুস্তফা" অংশ কেটে দেয়।

[০৯] ঈদুল ফিতর এবং ঈদুল আজহা পালনে নিষেধাজ্ঞা জারি করে।

[১০] শুক্রবারের পরিবর্তে শনিবারকে সাপ্তাহিক ছুটির দিন ঘোষণা করে।

[১১] আরবি বর্ণমালা নিষিদ্ধ করে।

[১২] পদ গ্রহণকালে আল্লাহর নামে শপথ করার পরিবর্তে মর্যাদার শপথ করতে হবে—মর্মে আইন প্রবর্তন করে।

[১৩] তার নীতি প্রত্যাখ্যানকারী শত শত আলেম ও ফকিহদের ফাঁসি কার্যকর করে।

[১৪] মৃত্যুর পূর্বে তার অসিয়ত ছিল, যেন মুসলমানদের মত তার মৃত দেহে জানাযার নামাজ না পড়া হয়।

[১৫] ১৯২৩ ঈসায়ীতে তুর্কি পার্লামেন্টের সামনে বুক ফুলিয়ে বলে, আমরা এখন বিংশ শতাব্দীতে শিল্পযুগে বসবাস করি। সুতরাং এমন কিতাবের অধীনে আমরা নিজেদের জীবন পরিচালিত করতে পারি না, যে কিতাব তিন এবং জাইতুন ফল নিয়ে কথা বলে। [এর দ্বারা কোরআনের দিকে ঈঙ্গিত করে]

এই নরপশুকে আল্লাহ তাআলা লাল পিপড়ের রোগ দ্বারা ধ্বংস করেন। লাল পিপড়ে তার দেহ খেয়ে ফেলে। তার মৃত্যুর দু'বছর পর চিকিৎসা বিজ্ঞান এ রোগের ঔষধ আবিষ্কার করে। আর তা ছিল কোরআনে বর্ণিত বরকতময় তিন বৃক্ষের বাকলের নির্যাস।
আল্লাহ তাআা এরশাদ করেন:
فأهلكنا أشد منهم بطشا و مضى مثل الأولين
আমি তাদের চেয়েও অধিক শক্তিশালী ও ক্ষমতাবানদের ধ্বংস করে দিয়েছি এবং এ ব্যাপারে পূর্ববর্তীদের নমুনাও গত হয়েছে।
[মূল টেস্ক একটি আরবি সাইট থেকে নেওয়া।]

নূর-আয়েশা খাঁন ফাউন্ডেশন (NAKF)'র জনকল্যাণমুলক ও সামাজিক কাজের অংশ হিসেবে , পেকুয়া মাতব্বর পাড়াস্থ সদ্য নবনির্মিত হযরত আ...
07/07/2022

নূর-আয়েশা খাঁন ফাউন্ডেশন (NAKF)'র জনকল্যাণমুলক ও সামাজিক কাজের অংশ হিসেবে ,
পেকুয়া মাতব্বর পাড়াস্থ সদ্য নবনির্মিত হযরত আবু বক্কর( রঃ) জামে মসজিদে মাইক কিনার জন্য নগদ আর্থিক সহায়তা প্রদান। মহান আল্লাহ্ এই দানকে নাজাতের উছিলা করুক।

05/07/2022

কেমন আছেন আপনারা? লোডশেডিং আছে? আপনারা খুশি? এখন জ্বালা অন্তরে জ্বালা😁

সাংসদ মমতাজ বেগমকে ধর্মমন্ত্রী করা হোক।
30/06/2022

সাংসদ মমতাজ বেগমকে ধর্মমন্ত্রী করা হোক।

26/06/2022

পদ্মা সেতুতে বাইক দুর্ঘটনায় আহত হওয়া সেই দুই যুবক মারা গেছেন।

26/06/2022

পদ্মা সেতুতে প্রাণ গেল ২ যুবকের

26/06/2022

পদ্মা সেতুর ফলে দক্ষিণে পর্যটন বিকশিত হবে। কক্সবাজারের বিকল্প হিসেবে অনেকে কুয়াকাটাকে বেছে নিতে পারে। সুন্দরবনের পর্যটন গতি পাবে। সব মিলিয়ে কক্সবাজারে পর্যটন আয় কমতে পারে। তাই আমাদের পর্যটন শিল্পে আলাদা নজর দিতে হবে। কক্সবাজার সী বিচ-সেন্টমার্টিন আইল্যান্ডের পাশাপাশি আরো কিছু স্পটকে হাইলাইট করতে হবে। নতুন নতুন এক্টিভিটি জোন তৈরী করতে হবে। আতিথেয়তা আরো বাড়াতে হবে।

কপিঃ তানভীর আহমেদ সিদ্দিকী তুহিন।

কুতুবদিয়া - মগনামা ঘাটে ফেরী সার্ভিস চালু করা সময়ের দাবী।মাওয়া ঘাটের অন্ততঃ দুটো ফেরী কুতুবদিয়া চ্যানেলে পারাপারের জন্য ...
26/06/2022

কুতুবদিয়া - মগনামা ঘাটে ফেরী সার্ভিস চালু করা সময়ের দাবী।

মাওয়া ঘাটের অন্ততঃ দুটো ফেরী কুতুবদিয়া চ্যানেলে পারাপারের জন্য আনা হোক।
কুতুবদিয়া-মগনামা ফেরী সার্ভিস চালু করা হোক।
মাননীয় প্রধানমন্ত্রী সুফি সমর্থক! কুতুবদিয়া শাহ সুফী হযরত আবদুল মালেক শাহ কুতুবী (রহঃ)সহ বহু আল্লাহর প্রিয় অলীগণ এখানে শায়িত!
তাছাড়া
অবহেলিত কুতুবদিয়ার মানুষসহ বিভিন্ন জেলার মানুষের সাথে এঅঞ্চলের জনপদের সাথে মৃত্যুর ঝুকি নিয়ে নিয়মিত চলাচল' তারা ফেরী পেলে পদ্মাসেতু পাবার মতো খুশি হবে।

নির্দেশনা বাইক বা গাড়ি থামিয়ে কোনো ছবি তোলা যাবে না।বাঙালি এসব মানতে রাজি না।
26/06/2022

নির্দেশনা বাইক বা গাড়ি থামিয়ে কোনো ছবি তোলা যাবে না।
বাঙালি এসব মানতে রাজি না।

25/06/2022

ঢাকার ধামরাই উপজেলায় সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রী প্রেমিকাকে পদ্মা সেতু দেখানোর কথা বলে একটি রিসোর্টে নিয়ে ধর.....

আজ বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় প্রকল্পের উদ্বোধন। পদ্মাসেতু। প্রায় ছয় কিলোমিটার লম্বা, একদিকে বাংলাদেশের দক্ষিণ ভাগ, অ...
25/06/2022

আজ বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় প্রকল্পের উদ্বোধন।

পদ্মাসেতু।

প্রায় ছয় কিলোমিটার লম্বা, একদিকে বাংলাদেশের দক্ষিণ ভাগ, অন্যদিকে বাকি দেশ। মাঝে পদ্মার এপার ওপার দেখা যায় না।

এই একটা ইঞ্জিনিয়ারিং প্রকল্প ঘিরে গোটা দেশের কী অফুরন্ত আবেগ❗তার যথেষ্ট কারণ আছে। লেখালেখি পড়ে যা বুঝলাম,👉 আসলে পদ্মা ওখানে এতটাই চওড়া এবং এত গভীর হয় যে, ফেরিতে পার হতে হতে চলে যায় গোটা দিন, কখনো সারারাত। এই সেতু সেই পুরো সময়টাকে কমিয়ে নিয়ে আসবে কয়েক মিনিটে❗এ সত্যিই যুগান্তকারী বটে।

বাংলাদেশের সবার জন্য, গর্বের নতুন ব্রিজের জন্য, এপার থেকে রইল অনেক অনেক শুভেচ্ছা। 💐🥀💐🌷💐

নদীর দু'কূল মিলেমিশে যাক👉 #পারাপারে_ভালবাসায়_বন্ধনে।🫂❤️🫂

একটি জাতির মাথা উঁচিয়ে দাঁড়ানোর মহাকাব্য ❤️🇧🇩 শুভ উদ্ভোদন পদ্মা সেতু।
25/06/2022

একটি জাতির মাথা উঁচিয়ে দাঁড়ানোর মহাকাব্য ❤️🇧🇩
শুভ উদ্ভোদন পদ্মা সেতু।

21/06/2022

ব্রেকিং নিউজ
চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি ট্রেন সীতাকুণ্ডে এক্সিডেন্ট!

কয়েকজন নিহত

19/06/2022

শুধুমাত্র ভিউ পাওয়ার জন্য নিম্ন মানসিকতার প্রকাশ, ২ টা কুকুরের অত্যাচার ও যিনি ভিডিও করেছেন তিনি প্রচার করছে -
মায়ের প্রতি সন্তানের ভালোবাসা।

মানবিক সহায়তা নিয়ে সিলেটবাসীর পাশে থাকবে - নূর-আয়েশা খাঁন ফাউন্ডেশন (NAKF)   আল্লাহ আমাদের এই প্রচেষ্টাকে কবুল করুক।বিত্...
19/06/2022

মানবিক সহায়তা নিয়ে সিলেটবাসীর পাশে থাকবে - নূর-আয়েশা খাঁন ফাউন্ডেশন (NAKF)
আল্লাহ আমাদের এই প্রচেষ্টাকে কবুল করুক।
বিত্তবান ও মানবিক ভাই/বোনেরা আমাদের পাশাপাশি এগিয়ে আসার আহবান। আজ সিলেটবাসী কাল তাদের মত অবস্থানে আপনি/আমিও থাকতে পারি।
সিলেটবাসীকে আপনার দোয়ায় রাখবেন।

19/06/2022

বিনোদন

অথচ মুজিব বর্ষের বাজেট ছিল ৪০০ কোটি টাকা।পিতায় সব, জনগণ কিছুই না।
19/06/2022

অথচ মুজিব বর্ষের বাজেট ছিল ৪০০ কোটি টাকা।
পিতায় সব, জনগণ কিছুই না।

18/06/2022

স্যাটেলাইট হাতে নিয়ে দিব্যি ঘুরে যাচ্ছে নিম্ন শ্নেনীর পাগল পর্যন্ত, অথচ বিম্পি জামাত এই উন্নয়ন অস্বীকার করে! উন্নয়ন মানেই...

18/06/2022

কত সুন্দর একটা নাচ, প্রতিবন্ধীদের থেকে শিখেন কিভাবে আদমশুমারী করতে হয়,মানুষকে নাচ দেখিয়ে মোটিভেট করা লাগে!

পেকুয়ায় রাত ৮টার পর দোকান-পাট বন্ধ না করলে বিপদে পড়তে পারেন৷ সরকারি আদেশ মেনে চলুন।
18/06/2022

পেকুয়ায় রাত ৮টার পর দোকান-পাট বন্ধ না করলে বিপদে পড়তে পারেন৷ সরকারি আদেশ মেনে চলুন।

সিলেটে ৮০০ টাকার নৌকা ভাড়া এখন চাচ্ছে ৫০ হাজার টাকা, ৫ টাকার মোমবাতি বিক্রি হচ্ছে ১০০ টাকায়।সুযোগ পাওয়া মাত্র এর অপব্যবহ...
18/06/2022

সিলেটে ৮০০ টাকার নৌকা ভাড়া এখন চাচ্ছে ৫০ হাজার টাকা, ৫ টাকার মোমবাতি বিক্রি হচ্ছে ১০০ টাকায়।
সুযোগ পাওয়া মাত্র এর অপব্যবহার করার তালিকায় আমরা নির্ঘাত বিশ্বে প্রথম স্থানে !!

টোল গ্রহণকারী, গাড়ী, গাড়ির ড্রাইভার এবং গাড়ির যাত্রীসহ সবাইকে জাদুঘরে রাখার জোর দাবি জানাচ্ছি....
17/06/2022

টোল গ্রহণকারী, গাড়ী, গাড়ির ড্রাইভার এবং গাড়ির যাত্রীসহ সবাইকে জাদুঘরে রাখার জোর দাবি জানাচ্ছি....

17/06/2022

█▒▒▒ব্রেকিং/Breaking ▒
** বন্যার কারণে সারা দেশে এসএসসি পরীক্ষা স্থগিত: শিক্ষাবোর্ড।

16/06/2022

আকাশচুম্বি জনপ্রিয়তা থাকার পরও নিজের বাবাকে ইউনিয়ন চেয়ারম্যান বানাতে পারলেন না (ওরে বাটপার খ্যাত) শায়খে কুয়াকাটা থ্রী হেলিকপ্টার।

এটা হেলিকপ্টারের জন্য অত্যন্ত লজ্জাজনক।

সিলেটের বন্যা পরিস্থিতি- ভরসা রাখুন নৌকায়
16/06/2022

সিলেটের বন্যা পরিস্থিতি-
ভরসা রাখুন নৌকায়

14/06/2022

মগনামা মহুরী পাড়ায় শহিদ নামে এক যুবকের আত্মহত্যা!

08/06/2022

ভাতিজার হাত ধরে পালালেন চাচি-

বিস্তারিত কমেন্টে

08/06/2022

বিয়ের ২ মাস পর জানা গেলো স্ত্রী সাত মাসের অন্তঃসত্ত্বা

বিস্তারিত কমেন্টে...

07/06/2022

সর্বকালের সেরা মানুষ, প্রিয় নবী হযরত মোহাম্মদ (সা.) কে নিয়ে বিতর্কিত মন্তব্য করায়, বিজেপি নেতা কে গ্রেপ্তার করলো ভারতীয় পুলিশ।

আলহামদুলিল্লাহ।।

07/06/2022

বি.এম ডিপোতে বিস্ফোরণের আরেকটা ভিডিও পাওয়া গেলো।
ভিডিওতে দেখা যায় ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেস্টা চালিয়ে যাচ্ছে এবং আশে পাশের বহু লোক ফেসবুক লাইভ কিংবা ভিডিও সংগ্রহ করছে।
কিন্ত দুঃখের বিষয় ১৯ মিনিটের মাথায় বিকট শব্দে বিস্ফোরণ হয়েছে দফায় দফায়।আশে পাশে যারা ভিডিও করছিলো বা দাঁড়িয়ে ছিলো কেউ বেঁচে আছে বলে আমার মনে হয়না এমনকি এই ভিডিওর মালিক ও বেচে আছে বলে মনে হয়না

প্রিয় সংগঠন নূর-আয়েশা খাঁন ফাউন্ডেশন (NAKF) সহযোদ্ধা ভাইদের দান আল্লাহ কবুল করুক। Md Nurul AzimShakibul Islam ওMd Giash ...
06/06/2022

প্রিয় সংগঠন নূর-আয়েশা খাঁন ফাউন্ডেশন (NAKF) সহযোদ্ধা ভাইদের দান আল্লাহ কবুল করুক।
Md Nurul Azim
Shakibul Islam ও
Md Giash Uddin এর আর্থিক সহযোগিতায় চট্টগ্রামে মেডিক্যালের রোগীদের কিছু জরুরী উপহার সামগ্রী শোয়াইবুল ইসলাম ও ব্রাদার বাহার মাধ্যমে পৌছঁনো হলো। আরো অনেকেই পাশে দাড়াঁনোর জন্য আগ্রহ প্রকাশ করেছেন। আল্লাহ সকলের সৎ নিয়তকে পরিশুদ্ধি দান করুক।

06/06/2022

পেকুয়ায় সোনালী ব্যাংকের কোন শাখা না থাকায় সরকারি বেসরকারি কর্মকর্তা কর্মচারীরা চরম বিপাকে... সোনালী ব্যাংকের শাখা এখন সময়ের দাবি।

Address

Cox's Bazar
4770

Alerts

Be the first to know and let us send you an email when Times of Pekua - টাইমস অব পেকুয়া posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Times of Pekua - টাইমস অব পেকুয়া:

Videos

Share


Other Cox's Bazar media companies

Show All

You may also like