বন্দর টিভি

বন্দর টিভি উপকূলের অগ্রযাত্রায় অবিচল স্লোগানকে

মহেশখালীতে প্রেমঘটিত ঘটনায় যুবক নিহত, আহত একাধিকনিজস্ব প্রতিবেদক।কক্সবাজারের মহেশখালীতে একটি প্রেমঘটিত ঘটনার জের ধরে সংঘ...
15/01/2025

মহেশখালীতে প্রেমঘটিত ঘটনায় যুবক নিহত, আহত একাধিক
নিজস্ব প্রতিবেদক।
কক্সবাজারের মহেশখালীতে একটি প্রেমঘটিত ঘটনার জের ধরে সংঘর্ষে নুরুনবী (১৮) নামে এক তরুণ নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। মঙ্গলবার (১৪ জানুয়ারি) রাত ১২টার দিকে ছোট মহেশখালী ইউনিয়নের দক্ষিণ মাইজপাড়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সাগর নামে এক তরুণ ও শফি আলমের এক কিশোরী মেয়ের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। রাতের আঁধারে দেখা করতে গেলে স্থানীয়রা তাদের আপত্তিকর অবস্থায় ধরে ফেলে। বিষয়টি মেয়ের চাচা ফরিদুল আলমের কাছে জানানো হলে, তিনি মেয়ের বাবার সঙ্গে আলোচনা করে বিষয়টি সমাধান করেন। স্থানীয়রা তাদের ভবিষ্যতে এমন কাজ থেকে বিরত থাকার পরামর্শ দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।

পরবর্তীতে, এ ঘটনার সম্মানহানির ক্ষোভ থেকে শফি আলম ও তার ভাই নুরুল আলম সাগরের নেতৃত্বে সিপাহীপাড়া ও আদর্শ গ্রাম থেকে প্রায় ২০-৩০ জন অস্ত্রধারী নিয়ে ফরিদুল আলমের বাড়িতে হামলা চালায়। হামলায় নুরুনবীসহ বেশ কয়েকজন গুরুতর আহত হন।

গুরুতর আহত অবস্থায় নুরুনবীকে স্থানীয়রা মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় কালা বাশি, সাইফুল, ফরিদ, ইবরাহীম, মুকসুদ, নুর, ও তারেকসহ আরও কয়েকজন আহত হয়েছেন।

এলাকার এক জনপ্রতিনিধি জানান, “এটি একটি দুঃখজনক ঘটনা। প্রেমঘটিত কারণে শুরু হওয়া বিরোধ এমন সহিংস রূপ নেবে, তা কেউ ভাবেনি। হামলার ঘটনায় একজন প্রাণ হারিয়েছে এবং কয়েকজন আহত হয়েছে।”

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইছার হামিদ জানান, “ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। অভিযুক্তদের শনাক্ত করে গ্রেপ্তারের প্রক্রিয়া শুরু হয়েছে। যারা এই সহিংসতায় জড়িত, তাদের দ্রুত আইনের আওতায় আনা হবে।”

স্থানীয় সচেতন ব্যক্তিরা জানান, "ঘটনা থেকে বোঝা যায়, সমাজে তরুণদের মধ্যে সম্পর্কের টানাপোড়েন কীভাবে সহিংসতায় রূপ নিতে পারে। এ ধরনের ঘটনা এড়াতে পারিবারিক ও সামাজিক সচেতনতা বৃদ্ধি অপরিহার্য।

14/01/2025

মহেশখালীর শাপলাপুর মিঠাছড়ি এলাকায় দীপন গ্রুফের ক্রয়কৃত জমি দখল নিতে বর্গা চাষিদের উপর লোমহর্ষক হামলা চালানোর অভিযোগ।
রিপোর্টঃ- আলফাজ মামুন নুরী

13/01/2025

মাতারবাড়ীতে নিজ উদ্যোগে সহানুভতির হাত বাড়িয়ে শীতবস্ত্র উপহার (কম্বল) উপহার দিলেন বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী, ব্যবসায়ী ইঞ্জিনিয়ার আলী ছিদ্দিক আপন চৌধুরী। বক্তব্য গ্রহণঃ- আলফাজ মামুন নুরী

13/01/2025
07/01/2025

মহেশখালীর কালারমারছড়ার উত্তরনলবিলা ফেন্ডস গ্রুফের আয়োজনে তাফসিরুল কোরআন মাহফিলে বিশেষ অতিথির বক্তব্যর রাখছেন সাংবাদিক নেতা থেকে গণমানুষের নেতা সাংবাদিক হোবাইব সজীব।
প্রতিবেদনঃ-ইমরান নাজির

মহেশখালীর শাপলাপুর বারিয়া পাড়া এলাকা থেকে কিশোরী গণধর্ষণে অভিযুক্ত ৩ জন কট। অভিযান চলছে ওসি চকরিয়া
07/01/2025

মহেশখালীর শাপলাপুর বারিয়া পাড়া এলাকা থেকে কিশোরী গণধর্ষণে অভিযুক্ত ৩ জন কট। অভিযান চলছে ওসি চকরিয়া

দেশব্যাপি আলোচিত লোমহর্ষক ঘটনায় জলে-স্থলে চিরুনি অভিযান চলছে, একজন আটক
06/01/2025

দেশব্যাপি আলোচিত লোমহর্ষক ঘটনায় জলে-স্থলে চিরুনি অভিযান চলছে, একজন আটক

06/01/2025

বদরখালী-মহেশখালী ব্রীজে বিক্ষুব্ধ ছাত্র-জনতার ব্যারিকেট যান চলাচল বন্ধ
কিশোরীকে তুলে নিয়ে প্যারাবনে দলবদ্ধ ধর্ষণ।

03/01/2025

কার্যকরী কমিটির সিন্ধান্ত মোতাবেক কক্সবাজার উপকূলীয় সাংবাদিক ফোরামের মিলনমেলা ও প্রতিনিধি সভা ৩৬০ আউলিয়ার দেশ সিলেট অনুষ্টিত হবে।

ফেন্ডস গ্রুপ কালারমারছড়া ইউনিয়নের চালিয়াতলী'র উদ্যােগে হামদ-নাত ও ক্বেরাত প্রতিযোগিতা- তাফসীরুল কুরআন মাহফিল ৮ জানুয়ারী ...
02/01/2025

ফেন্ডস গ্রুপ কালারমারছড়া ইউনিয়নের চালিয়াতলী'র উদ্যােগে হামদ-নাত ও ক্বেরাত প্রতিযোগিতা- তাফসীরুল কুরআন মাহফিল ৮ জানুয়ারী -২০২৫ইং রোজ (মঙ্গলবার)।
সভাপতি (১ম অধিবেশন)
মোহাম্মদ মজিবুর রহমান খোকা
অধ্যক্ষ,বদরখালী ডিগ্রি কলেজ।

সভাপতি (২য় অধিবেশন) :-
মাওলানা নুরুল ইসলাম
সাবেক অধ্যক্ষ, পুটিবিলা ইসলামী ফাজিল ( ডিগ্রি) মাদরাসা,মহেশখালী, কক্সবাজার।

01/01/2025

শহীদ তানভীর হত্যার অন্যতম আসামী কালারমারছড়া আ'লীগের গডফাদার লোকমুখে (জল্লাদ) নোমানকে ছাত্রজনতা থেকে কক্সবাজার সমিতি পাড়া থেকে ছিনিয়ে নিয়েছে বিএনপি-জামাতের সাইনবোর্ড একদল সন্ত্রাসীরা।
রিপোর্টঃ-আলফাজুল ইসলাম সুজন

31/12/2024

বন্দর নিউজের পক্ষ থেকে শুভ নববর্ষ সাথে
শুরু হলো খ্রিষ্টীয় নতুন বছর ২০২৫

26/12/2024

মহেশখালীর কালারমারছড়ার আফজলিয়া পাড়া ব্যবসায়ীদের মিথ্যা চাঁদাবাজির মামলায় হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন-Cplus news Tv

25/12/2024

শাপলাপুরের কায়দাবাদ বাজারের পূর্বপাশে বনভূমির খুব কাছেই স্থানীয় বিট কর্মকর্তার তত্বাবধানে অবৈধ স-মিলে গাছ চিরাই চলছে। বন ও বিট অফিসের পাশে এ স-মিলটির মালিক শেফায়েত উল্লাহ। বন বিভাগ এ স-মিল থেকে নিয়মিত বড় দাগে ঘুষের টাকা নেওয়ায় এ পর্যন্ত কোনো অভিযান করেনি বলে সূত্রের অভিযোগ।

Address

Cox's Bazar
4710

Alerts

Be the first to know and let us send you an email when বন্দর টিভি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to বন্দর টিভি:

Videos

Share