বন্দর টিভি

বন্দর টিভি উপকূলের অগ্রযাত্রায় অবিচল স্লোগানকে

খায়রুল্লাহ মাতাব্বরের নাতি যুবদল নেতা শাহাদাত হোসাইন দোয়েল কারামুক্ত, কবর জিয়ারত আলফাজ মামুন নুরী।কারাগার থেকে ছাড়া পাওয়...
20/12/2024

খায়রুল্লাহ মাতাব্বরের নাতি যুবদল নেতা শাহাদাত হোসাইন দোয়েল কারামুক্ত, কবর জিয়ারত
আলফাজ মামুন নুরী।
কারাগার থেকে ছাড়া পাওয়ার পর যুবদল নেতা শাহাদাত হোসাইন দোয়েল মায়ের সাথে দেখা করে দোয়া নিয়ে সরাসরি নিজ জন্মভূমি মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নের মোহাম্মদ শাহঘোনা মনগাজী জামে মসজিদের কবরস্থানে যান। সেখানে তৎকালীন জমিদার মৃত খায়রল্লাহ মাতব্বরের সুযোগ্য সন্তান বাবা মৃত ফজল হক ও ভাই হাজার বীরের এক বীর শহীদ তানভীর ছিদ্দিকী ও আত্মীয়দের কবর জিয়ারত করেন। এসময় কবর জিয়ারত অংশ নেন মোনাজাত করেন স্থানীয় হাফেজ খানার শিক্ষার্থীরা। মোনাজাতে অংশ নেন মহেশখালী অনলাইন প্রেসক্লাবের সভাপতি কক্সবাজার উপকূলীয় সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক হোবাইব সজীব প্রমূখ।

এরপর আওয়ামীলীগের সন্ত্রাসীদের চালানো তান্ডব লিলায় ভেঙে মরুভূমিতে পরিনিত করা নিচ ভূমি ঐতিবাহী খউস্বর পরিবারের নিজের ঘরে যান যুবদল নেতা দোয়েল । সেখানে শত শত আত্মীয়স্বজন-পাড়া প্রতিবেশী ও পরিবারের অন্য সদস্যদের সঙ্গে দেখা করেছেন তিনি।
উল্লেখ্য, যুবদল নেতা দোয়েল ষড়যন্ত্রমুলক মিথ্যা মামলা নিয়ে কারাভোগ করেছিলেন।
শাহাদাত হোসাইন দোয়েল এক প্রতিক্রিয়ায় বলেন, আমরা বহু কিছু হারিয়ে দীর্ঘ ১৫ বছরের অধিক সময়ের পর বিশাল স্বজন সহ এলাকায় এসেছি। আমরা শান্তি চাই, মিলেমিশে বসবাস করব। আর কেউ যদি ষড়যন্ত্র করতে চাই কাউকে ছাড় দিবনা কিন্তু। এলাকাবাসীকে সাথে নিয়ে সব কিছু মোকাবেলা করা হবে ইনশাআল্লাহ।

16/12/2024
12/12/2024

মহেশখালীর ধলঘাটায় লবণ মাঠ দখল নিতে স্বশস্ত্র মহড়া চালিয়েছেন চালিয়াতলীর একটি গ্রুফ, এতে স্কুলের জমি রক্ষা করতে গিয়ে ছাত্রদের প্রশ্মবিদ্ধ করার চেষ্টা চালাচ্ছেন চক্রটি।

08/12/2024

কক্সবাজারের ঘটিভাঙা-সোনাদিয়ায় অবৈধভাবে দখলকৃত বনের জমি পরিদর্শনে প্রধান বন সংরক্ষক- Cplustv News

06/12/2024

কালারমারছড়া মধুপুর দরবারের বার্ষিক ওরশ শরীফ বসতে যাচ্ছে আগামী ১৪ ডিসেম্বর, এ ওরশকে ঘিরে আ'লীগের শাসন আমলের মত দোকানিদের কাজ থেকে চাঁদাদাবি করলে কঠোর ব্যবস্থা নিবে বলে জানিয়েছেন আইনশৃঙ্খলা বাহিনী।

05/12/2024

কালারমারছড়ার সাবেক জনপ্রিয় মেম্বার প্রয়াত জালাল উদ্দিনের সহধর্মিণী ফিরোজা বেগম (৬৫) বাধ্যকজনিত রোগের কারণে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০ টার সময় চট্টগ্রাম ন্যাশনাল হাসপাতালে মৃত্যুবরণ করেছেন। তাহার মৃত্যুতে আমরা বন্দর নিউজ পরিবার গভীর শোকাহত।

30/11/2024

বাংলাদেশ জামাত ইসলামী মহেশখালী উপজেলার উত্তর কর্মী ও সহযোগী সম্মেলন ,,

বক্তব্য রাখবেন, হামিদুর রহমান আযাদ ও দেলোয়ার হোসেন সাঈদীর পুত্র- শামীম বিন সাঈদী

সরাসরি,,,,

কলিযুগের রামরাজত্ব এবং খলনায়কদের তাণ্ডব, মনে হচ্ছে শেষ জামানার দ্বারপ্রান্তে চলে আসছি...ছোটকালে মা- প্রয়াত মুরুব্বিদের ক...
24/11/2024

কলিযুগের রামরাজত্ব এবং খলনায়কদের তাণ্ডব, মনে হচ্ছে শেষ জামানার দ্বারপ্রান্তে চলে আসছি...

ছোটকালে মা- প্রয়াত মুরুব্বিদের কাছে বসে রূপকথার গল্প শুনতাম। গল্প বলতে গিয়ে তারা রূপকথার রাজা-রানী, রাজকুমার-রাজকুমারী, উজির-নাজির কোতোয়ালের কাহিনী শোনাতেন এবং প্রসঙ্গক্রমে জল্লাদের কাহিনীও বলতেন। এসবই ছিল অতীত আমলের ঘটনা। তারা মাঝে মধ্যে দৈত্য-দানব, জিন-পরী, ভূত-পেত্নী এবং পিশাচের গল্প বলতেন। আর বলতেন কলিযুগের কল্পকাহিনী।

মা- প্রয়াত স্বজনদের মতে, কলিযুগে যেখানে সেখানে বাজার বসবে, এমনকি বেগুন গাছের তলাতে হাট বসবে। ঘরে ঘরে আলেম, ঘরে ঘরে নেতা জম্ম হয়ে অমুক কমিটি তমুক কমিটি গঠন হবে। একক নেতৃত্ব মানবেনা কেউ। কর্মীর চেয়ে নেতার সংখ্যা বৃদ্ধি পাবে। আত্মীয় স্বজনদের কাছ থেকে মায়া,মমতা শ্রদ্ধা ভালবাসা উঠে যাবে।
নারীরা বাজার-সদাই করবে, সমাজ থেকে মায়া-মমতা, মানসম্মান, ইজ্জত-আব্রু ওঠে যাবে। এক চোখের দজ্জাল পথে মাঠে ঘুরে বেড়াবে, পুরুষের চেয়ে নারীর সংখ্যা বেড়ে যাবে। বেহায়া নারীরা পুরুষদের ইজ্জত মারবে আর পুরুষ জাতি নারীদের ভয়ে থরথর করে কাঁপতে কাঁপতে কাপড় চোপড় নষ্ট করবে।

আমরা আবার জিজ্ঞাসা করতাম- কলিযুগ কি? তারা বলতেন, কলিযুগ হলো শেষ জামানা। কেয়ামত হওয়ার আগে যে জামানা আসবে তাকেই কলিযুগ বলা হবে। সব কিছু বিচার বিশ্লেষণ করে দেখলাম শেষ জামানা খুব সন্নৈকটে চলে আসছে। দেশের যে দিকে তাকাই যেন প্রতিযোগিতার লড়াই থেমে নাই। কেউ কাউকে চুল পরিমান পর্যন্ত ছাড় দিতে নারাজ। সবাই যেন নাছোড় বান্দা।

আর হঠাৎ ‘আগেই ভালো ছিল’,এটা প্রমাণের জন্য যা যা করা দরকার, সবই করা হচ্ছে। এটা কার স্বার্থে ঠিক বুঝে উঠতে পারি না। এর উত্তর মিলবে আজ বা কাল।

লেখকঃ--
হোবাইব সজীব
সাধারণ সম্পাদক
কক্সবাজার উপকূলীয় সাংবাদিক ফোরাম।
সভাপতি
মহেশখালী অনলাইন প্রেসক্লাব।

24/11/2024

বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি কালারমারছড়া ২নং ওয়ার্ড

15/11/2024

আ.লীগের ইন্ধনেই শহীদ তানভীর সিদ্দিকীর ভাই যুবদলনেতা জিয়া রহমানকে অস্ত্র দিয়ে ফাঁসানোর প্রতিবাদে মুক্তির দাবীতে চট্টগ্রামে মানববন্ধন...

সূত্রঃ-দৈনিক মেহেদী
11/11/2024

সূত্রঃ-দৈনিক মেহেদী

09/11/2024

ষাইটমারা ইজারাদার মনির আহমদ ডাকাতের গুলিতে নিহতের ঘটনায় নিরহ ব্যক্তিদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক হত্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদ ও মামলা প্রত্যাহারের দাবীতে সংবাদ সম্মেলন।- সরাসরি

সাংবাদিক হোবাইবের মায়ের প্রথম মৃত্যু বার্ষিকীতে খতমে কোরআন, মিলাত মাহফিল অনুষ্ঠিত সংবাদ বিজ্ঞপ্তি।মহেশখালী উপজেলার কালার...
08/11/2024

সাংবাদিক হোবাইবের মায়ের প্রথম মৃত্যু বার্ষিকীতে খতমে কোরআন, মিলাত মাহফিল অনুষ্ঠিত
সংবাদ বিজ্ঞপ্তি।
মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নের মোহাম্মদ শাহ ঘোনা গ্রামের বাসিন্দা তৎকালীন জমিদার মরহুম খাইরুল্লাহ মাতাব্বরের কনিষ্ঠ কন্যা সাংবাদিক হোবাইব সজীবের মায়ের প্রথম মৃত্যু বার্ষিকীতে খতমে কোরআন, মিলাত মাহফিলও ইছালে সওয়াব মাহফিলের আয়োজন করা হয়।
৮ নভেম্বর (জুমাবার) দুই ভাগে ভাগ হয়ে কোরআনের পাখিরা হাফেজ খানা ও বাড়িতে খতমে কোরআন, মিলাত মাহফিলও ইছালে সওয়াব মাহফিল অনুষ্ঠিত হয়।
এছাড়াও খউস্বর ঘোষ্টির সকল মরহুমাদের জন্য দোয়া চেয়ে ইউনিয়নের মোহাম্মদ শাহ ঘোনা মনগাজী মসজিদের পাশে অবস্থিত হাফেজিয়া কাদেরিয়া হাফেজ খানায় কোরআনের পাখিদের নিয়ে সকাল ১০ টার সময় খতমে কোরআনের আয়োজন করা হয়। পরে জুমার নামাজের পর মনগাজী মনজিদের কবরস্থানে কোরআনের পাখিদের সাথে নিয়ে দাঁড়িয়ে দোয়া চেয়ে মোনাজাত করা হয়। সাংবাদিক নেতা থেকে গণমানুষের নেতা সাংবাদিক হোবাইবের
মায়ের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে ক্ষুদ্র পরিসরে পারিবারিকভাবে মেজবানের আয়োজন করা হয়। উক্ত মেজবান অনুষ্ঠানে অংশ নেন কোরআনের পাখি, পারিবারিক লোকজন প্রমূখ।

Address

Cox's Bazar
4710

Alerts

Be the first to know and let us send you an email when বন্দর টিভি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to বন্দর টিভি:

Share