20/12/2024
খায়রুল্লাহ মাতাব্বরের নাতি যুবদল নেতা শাহাদাত হোসাইন দোয়েল কারামুক্ত, কবর জিয়ারত
আলফাজ মামুন নুরী।
কারাগার থেকে ছাড়া পাওয়ার পর যুবদল নেতা শাহাদাত হোসাইন দোয়েল মায়ের সাথে দেখা করে দোয়া নিয়ে সরাসরি নিজ জন্মভূমি মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নের মোহাম্মদ শাহঘোনা মনগাজী জামে মসজিদের কবরস্থানে যান। সেখানে তৎকালীন জমিদার মৃত খায়রল্লাহ মাতব্বরের সুযোগ্য সন্তান বাবা মৃত ফজল হক ও ভাই হাজার বীরের এক বীর শহীদ তানভীর ছিদ্দিকী ও আত্মীয়দের কবর জিয়ারত করেন। এসময় কবর জিয়ারত অংশ নেন মোনাজাত করেন স্থানীয় হাফেজ খানার শিক্ষার্থীরা। মোনাজাতে অংশ নেন মহেশখালী অনলাইন প্রেসক্লাবের সভাপতি কক্সবাজার উপকূলীয় সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক হোবাইব সজীব প্রমূখ।
এরপর আওয়ামীলীগের সন্ত্রাসীদের চালানো তান্ডব লিলায় ভেঙে মরুভূমিতে পরিনিত করা নিচ ভূমি ঐতিবাহী খউস্বর পরিবারের নিজের ঘরে যান যুবদল নেতা দোয়েল । সেখানে শত শত আত্মীয়স্বজন-পাড়া প্রতিবেশী ও পরিবারের অন্য সদস্যদের সঙ্গে দেখা করেছেন তিনি।
উল্লেখ্য, যুবদল নেতা দোয়েল ষড়যন্ত্রমুলক মিথ্যা মামলা নিয়ে কারাভোগ করেছিলেন।
শাহাদাত হোসাইন দোয়েল এক প্রতিক্রিয়ায় বলেন, আমরা বহু কিছু হারিয়ে দীর্ঘ ১৫ বছরের অধিক সময়ের পর বিশাল স্বজন সহ এলাকায় এসেছি। আমরা শান্তি চাই, মিলেমিশে বসবাস করব। আর কেউ যদি ষড়যন্ত্র করতে চাই কাউকে ছাড় দিবনা কিন্তু। এলাকাবাসীকে সাথে নিয়ে সব কিছু মোকাবেলা করা হবে ইনশাআল্লাহ।