Abu Sayeed Tuhin

Abu Sayeed Tuhin My Another Page! Online News

25/02/2024

❤️

আমার পরিচয়, "আমি তোমাদের লোক"..এবং একজন লো বাজেটের কন্টেন্ট ক্রিয়েটর।

হাবিজাবি!
11/02/2024

হাবিজাবি!

পিতা পুত্র।
02/01/2024

পিতা পুত্র।

01/06/2023

এত চিল্লাইয়া লাভ কি কন??

যদি বেশির ভাগ সময় বিদ্যুৎ না থাকে??

19/05/2023

আমি প্রায় ২০ বছর আগে এক বড় ভাইর সাথে ঘুরতে গিয়ে নির্জন পাহাড়ি চরার মধ্যে হারিয়ে গিয়েছিলাম। পরে একজন কাঠুরিয়ার সাহায্যে ফিরে আসতে সক্ষম হই।

আজকে লোকাল বিয়ার গিল সাজতে গিয়ে সেই পাহাড়ি চরা জয় করতেগিয়ে আবার হারিয়ে গেলাম।

পাহাড় মানে ভয়ংকর তবে সুন্দর ❤️

30/04/2023

কেমন খেলাম Mirsarai Cafe এর মেজবান?

মিরসরাইয়ের এই মূহুর্তের আলোচিত মিরসরাই ক্যাফে গিয়ে স্বাদ নিলাম মেজবানীর। সেই মেজবানীর ভালোমন্দ নিয়ে আজকের ভ্লগ।

28/04/2023

প্রথম বাচ্চা মেয়ে হওয়ার পর থেকে একটা স্বপ্ন ছিলো দ্বিতীয় বাচ্চা যাতে ছেলে হয়। কারন বড়রা যখন বাচ্চাদের হাত ধরে মসজিদে নিয়ে যেত সেটা আমার কাছে খুবই সুন্দর লাগতো। সেখান থেকে স্বপ্নের শুরু।

অবশেষে আল্লাহ আমার স্বপ্ন পূরণ করেছেন।

আলহামদুলিল্লাহ।

25/04/2023
21/04/2023

পাহাড়ে ইফতার করতে গিয়ে ঝড়ো বাতাসের কবলে পড়লাম,

06/04/2023

Follow My Vlog Page,
A S Tuhin Daily Vlogs

আমার পরিচয়, "আমি তোমাদের লোক"..এবং একজন লো বাজেটের কন্টেন্ট ক্রিয়েটর।

আলহামদুলিল্লাহ আবারো বিশ্ব চ্যাম্পিয়ন তাকরিম।আমাদের বাংলাদেশি হাফেজে কোরআনের আবারো বিশ্বজয়। ১টি দুটি নয় ১১১টি দেশের প্রত...
04/04/2023

আলহামদুলিল্লাহ আবারো বিশ্ব চ্যাম্পিয়ন তাকরিম।
আমাদের বাংলাদেশি হাফেজে কোরআনের আবারো বিশ্বজয়। ১টি দুটি নয় ১১১টি দেশের প্রতিযোগীর সাথে পাল্লা দিয়ে ১ম হয়েছে আমাদের হাফেজ সালেহ আহমদ তাকরিম।

এ অর্জন আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি কতটা উজ্জ্বল করেছে তা আলাদাভাবে বলার প্রয়োজন নেই।

আফসোসের বিষয় হল,এ বিশাল অর্জনকে আমাদের রাষ্ট্র বা মিডিয়া কখনোই যথাযথ মূল্যায়ন করতে দেখিনা। জানিনা আগামীতে কখনো দেখবো কিনা!?
অথচ দরকার ছিল তাদেরকে জাতীয়ভাবে সংবর্ধনা দেয়া।

মুবারকবাদ তাকরীম। শ্রদ্ধা তাকরীমদের গড়ে তোলার কারিগর সম্মানিত উস্তাদ ও গর্বিত শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি। যাদের অক্লান্ত পরিশ্রমে আজকের এ অর্জন।

04/04/2023

ছাগলনাইয়া বাজারে একদিন।

বারইয়ারহাটের বিখ্যাত ব্র‍্যান্ড 'কিন বেন' KinBen শো-রুম উদ্ভোদন উপলক্ষে ঘুরে এলাম ফেনীর ঐতিহ্যবাহী ছাগলনাইয়া বাজার।

সেখানে আমরা ইফতার করেছি। খেয়েছি, ঘুরেছি। এবং তুলে আনার চেষ্টা করেছি ছাগলনাইয়া বাজারের খুটিনাটি।
#ছাগলনাইয়া, #ছাগলনাইয়াপৌরসভা

27/03/2023

গরুর মাংস এবং বয়লার মুরগীর বিকল্প হতে পারে কাঠাল🫣

কাঠাল এক সময় আমি নিজেও পছন্দ করতাম না। কিন্তু এই মূহুর্তে যখন সব কিছুর দাম আকাশছোঁয়া তখন কাঠাল হতে পারে আমাদের বিকল্প খাদ্য ব্যবস্থা।

কাঠাল বিরিয়ানি, নুডলস, গরু গোস্তে, মুরগীর গোস্তের বিকল্প হিসাবে জনপ্রিয় হতে যাচ্ছে।

ইতিমধ্যে কাঠালের জুস, কাঠালের আচার, কাঠালের চিপস বাজারজাত করার চিন্তাভাবনা শুরু করেছে কর্তৃপক্ষ।

বি.দ্র: এই ভিডিও নিতান্তই মজা করার উদ্দেশ্যে বানানো হয়েছে। শুধুমাত্র কাঠালকে বড় করতে চেয়েছি। কাউকে ছোট করার কোন ইচ্ছে ছিলো না।😉

26/03/2023

বারইয়ারহাট গ্রীন টাওয়ারের নিচে গ্রীন পার্ক রেস্টুরেন্টের সামনের মিষ্টি পান...

আমাদের পাগল বানিয়েছিলো ❤️

Address

Mirsarai
Chittagong

Alerts

Be the first to know and let us send you an email when Abu Sayeed Tuhin posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share


Other Digital creator in Chittagong

Show All