26/11/2024
২০২১ সালে শখের বসেই একটি মেকাপের পেইজ খুলেছিলাম। বিগিনার আপুদের জন্য ইম্পোর্টেন্ট কিছু মেকআপ টিপস এর ভিডিও আপলোড করতাম। খুব কম সময়ের মধ্যেই হঠাৎ করে কিছু আপুদের এতই প্রিয় হয়ে গেলাম যে তাদের রিকোয়েস্টে প্রায় প্রতিদিনই মেকআপ ভিডিও অথবা লাইভে মেকআপ করতে হতো। এরপর সার্টিফাইড মেকআপ এবং হেয়ার আর্টিস্ট হলাম যেনো আরো ভালো মেকআপ প্রেজেন্ট করতে পারি। এভাবেই হুট করে আমার সামান্য মেকাপের পেইজটি হয়ে উঠলো আমার জিবনের বড় একটি অংশ এবং ইমোশন। আসলে অচেনা মানুষদের থেকে এত বেশি ভালোবাসা ও সাপোর্ট পাওয়া যায় তা পেইজটি না থাকলে কখনো জানতামই না। রিসেন্টলি পড়াশোনার জন্য পেইজে ইরেগুলার থাকলেও খুব শীঘ্রই আবারো একটিভ হবো তোমাদের সাথে।
তোমাদের সবার জন্য অনেক অনেক ভালোবাসা❤️❤️
-Zaana