Rifat Vlogs

Rifat Vlogs Digital creator

16/12/2024

আজ মহান বিজয় দিবস। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সকল শহীদের প্রতি রইল বিনম্র শ্রদ্ধা। তাদের আত্মার মাগফিরাত কামনা করছি।

আসিফ নজরুল নামে আসলে কেউ নেই। আমরা যাকে  আজ আইন উপদেষ্টা আসিফ নজরুল হিসেবে চিনি, তার নাম মোহাম্মদ নজরুল ইসলাম। এই ভদ্রলো...
11/12/2024

আসিফ নজরুল নামে আসলে কেউ নেই। আমরা যাকে আজ আইন উপদেষ্টা আসিফ নজরুল হিসেবে চিনি, তার নাম মোহাম্মদ নজরুল ইসলাম।

এই ভদ্রলোক এক সময়ে নিজের নামের মোহাম্মদ আর ইসলাম শব্দ দু’টো ছেঁটে ফেলেছিলেন। এ নাম পরিবর্তনের পেছনেও আছে এক গল্প।

একদিন তার সাধ হলো কবিতা লিখবেন। তখন সামরিক শাসক জেনারেল এরশাদের বিরুদ্ধে প্রতিবাদের প্লাটফর্ম হিসেবে জাতীয় কবিতা পরিষদ নামে কবিদের এক সংগঠন হয়েছে কবি শামসুর রাহমানের নেতৃত্বে। এরই ধারাবাহিকতায় অনুষ্ঠিত হয়ে আসছে জাতীয় কবিতা উৎসব প্রতি বছর ফেব্রুয়ারি মাসে । কবিরা কবিতা পড়েন এ কবিতা উৎসবে। উৎসবের আগে কবিতা জমা দিতে হয়।

তখন জাতীয় কবিতা পরিষদের এই কবিতা বাছাইয়ের দায়িত্বে ছিলেন কবি সমুদ্র গুপ্ত। দারুণ মজার মানুষ শুভ্র লম্বা চুল আর ইয়া গোঁফওয়ালা সমুদ্র দা।

মোহাম্মদ নজরুল ইসলাম জাতীয় কবিতা
উৎসবে কবিতা পাঠের জন্য কবিতা জমা দিয়েছেন। সমুদ্র দা মজা করেই বলেছিলেন, ”কবিতাটা ভালো কিন্ত এই সব নরজুল ফরজুল পাল্টাও। কাব্যিক নাম দাও। ”

উল্লেখ্য কবি সমুদ্র গুপ্তেরও এ নামটি ছদ্মনাম;প্রকৃত পারিবারিক নাম আব্দুল মান্নান বাদশা।

মোহাম্মদ নজরুল ইসলাম কিছুতেই নাম বদলাবে না । এই নিয়ে সমুদ্র দার সাথে তুমুল কান্ড। সমুদ্র গুপ্তও বড় ফাজিল; তিনি কিছুতেই নরজুল ফরজুল নামে কবিতা পড়তে দেবেন না! শেষমেষ রফা হলো নাম হবে আসিফ নজরুল। সে বছর থেকেই মোহাম্মদ নজরুল ইসলাম হলেন আসিফ নজরুল।

আজ আইন উপদেষ্টা হিসেবে তিনি যে আসিফ নজরুল লিখছেন, ফাইল সই করছেন, তার এই নাম পরিবর্তনের আইনি কোনো দালিলিক প্রমান বা এফিডেফিট আছে কি? নাকি এ সবও মেটিকুলাস ডিজাইন?

ভবিষ্যতে একদিন হয়ত দেখা যাবে আসিফ নজরুল নামেই কেউ ছিল না; কাঠগড়ায় দাঁড়িয়ে আসিফ নজরুল বলছেন , ”মহামান্য বিচারক, আমার নাম মোহাম্মদ নজরুল ইসলাম। আমি আসিফ নজরুল নামে কাউকে চিনি-ই না। ”

পরপারে থেকে তখন কবি সমুদ্র গুপ্ত ওরফে আব্দুল মান্নান বাদশা হাসবেন আর বলবেন,” ওই ব্যাটা নরজুল, দেখলি তো ওদিন তোকে কীভাবে বাঁচিয়ে দিয়েছি !”

(গল্পটা কবি সমুদ্র গুপ্তের কাছেই শোনা)
সংগৃহীত

08/11/2024
23/12/2023

I entered a natural cave for the first time in my life.It was a great tour.

03/12/2023

নতুন কারিকুলাম বাস্তবায়ন শুরু হয়ে গেল। এভাবে আমরা একদিন ইউরোপ আমেরিকা কে পেছনে ফেলবো। ☠️☠️☠️🤖🤖🤖🙊🙊🙊

সবাই চাইলে অনুসরণ করতে পারেন।
30/04/2023

সবাই চাইলে অনুসরণ করতে পারেন।

28/04/2023

চিনির দাম শুনে যখন মাথা গরম। হায়রে চিনি আর কত দাম বাড়বে তোর। আমার মত আপনার নিজের ও একই সমস্যা মনে হলে ভিডিও শেয়ার করেন।।।।

সন্ধ্যার আগে থেকে মাঝি যখন তীরে ফিরে।।।
28/04/2023

সন্ধ্যার আগে থেকে মাঝি যখন তীরে ফিরে।।।

22/04/2023

ঈদ সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি।।

09/03/2023

গতকাল দেখলাম বিশ্ব নারী দিবসে শুভেচছার শেষ নেই।কিন্তু দুঃখজনক হলেও সত্যি নারীরা নারীদের পিছে লাগে বেশী , নারীরাই নারীদের পিছে বদনাম করে বেশী , নারীরাই নারীদের সমালোচনা করে বেশী, ঝগড়া নারীদের সাথেই নারীদের হয় বেশি।

আসুন নারীদের প্রতি আমরা নারীরাই প্রথম যত্নশীল হই। নারী হয়ে নারীদের পিছনে লেগে না থাকি, বদনাম না করি , সমালোচনা না করি, ঝগড়াঝাটি না করি।

নারীদের জন্য নারীরা যেন হয় শতভাগ নিরাপদ , ঠিক বিশুদ্ধ পানির মত।

07/03/2023

এত পড়া লেখা করে গার্মেন্টসে চাকরি করিস..?
এরকম কথা হয়তো ঈদে বাড়ি গিয়ে কিংবা প্রতিনিয়ত বন্ধু বান্ধব আত্নীয় স্বজন থেকে অনেকেই শুনতেছেন।

এবার আসুন আসল কথায়। মনে করেন
আমার যে চাচা, চাচি, দাদাভাই বা এলাকার মানুষ শিক্ষিত ছেলেটাকে জব না দিতে পেরে ৫/১০ লক্ষ টাকা খরচ করে প্রবাসে পাঠিয়ে দিনে ১৫ ঘন্টা+ কাজ করায়, কি কাজ করে সেগুলো বলে রেমিট্যান্স যোদ্ধাদের ছোট করতে চাইনা, আবার সবার কাজের ধরন এক না। একজন জীবনকে মেশিন বানিয়ে টাকা সাপাই/কামাই আর বাড়ির পাঁচ জন বসে খায় আর হান্ডাগুলি মেরে বেড়াই, দিনশেষে শেষে সেই যোদ্ধাকে আবার আগের পেশায় ফেরা লাগে। এটা আমাদের সমাজের নিত্য দিনের গল্প নতুন কিছু না।

অথচ তাদেরই (সেই চাচা, চাচি) গার্মেন্টস দেখলে এমন নাক সিটকানি দেয়। তাদের বলি আরে বাবা গার্মেন্টস একটা বিশাল ব্যাপার আপনি কল্পনা ও করতে পারবেন না এখানে কত লেভেলের টেকনোলজিসহ কত কি আছে, যেখানে ডাক্তার, ইঞ্জিনিয়ার, নার্স থেকে সুইপার সবই দরকার হয়। এখানে যারা থাকে তারা সবাই কাপড় সেলাই করে না, আর করলেই কি এটা তো আরও মুল্যবান।
কিন্তু গার্মেন্টসে একজন ইঞ্জিনিয়ার, একজন মাস্টার্স পাশ ছেলে অথবা সমমান কেউ জব নিলে ডিউটি হয় ৮-১০ ঘন্টা সাথে এসি রুম/এরিয়া।

কেন লজ্জা লাগবে যে আমি গার্মেন্টসে কাজ করি। কেনো আমাকে বলতে হয় আমি একটা কোম্পানিতে কাজ করি। গার্মেন্টস না থাকলে বাংলাদেশ কিভাবে চলতো এটা এখন কল্পনা করা যায় না। তেলের দাম মাত্র ১৯০ টাকা লিটার। এখন যারা বলবেন তেলের সাথে গার্মেন্টসের কি সম্পর্ক? তাহলে আপনাকে বলবো মুদ্রাস্ফীতি কি একটু পড়ে আসুন। বুঝে যাবেন কেনো জিনিসের দাম এত বেশি হয়।
এই গার্মেন্টস আছে বলেই বিভিন্ন ব্যাংকের লোকজনের এত ব্যস্ততা, গার্মেন্টস আছে বলেই দেশে গার্মেন্টস এর লোকদের কেন্দ্র করে অনেক ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উটেছে, যেগুলোর মাধ্যমে দেশের অনেক বেকার সমস্যার সমাধান হয়েছে,এই গার্মেন্টস বন্ধ হয়ে গেলে গার্মেন্টস রিলেটেড যতগুলা ব্যবসা-বাণিজ্য আছে সব বন্ধ হয়ে যাবে। তখন দেশের অর্থনীতির বারোটা বাজবে, তারপর ও একশ্রেণীর লোক আছে গার্মেন্টস জব করে বললে ভাল চোখে দেখে না এমনকি মেয়ে ও বিয়ে দিতে কত শত ভাবে। তারা ভাবে সরকারি চাকুরী ওয়ালা একটা ছেলেকে মেয়েটা তুলে দিতে পারলে নিশ্চিত । তাদের বলতে চাই গার্মেন্টস জবকারীর টাকা ১০০% হালাল উপায়ে অর্জিত অপরদিকে সরকারি জবকারী টাকা সবার কিন্তু হালাল উপায়ে অর্জিত না বেশিরভাগ দুর্নীতি করে কামাই করে।খুব কম ভাগ সরকারি চাকুরীজীবি দুর্নীতি থেকে নিজেকে বিরত রাখে। সুতরাং আমাদের একটা বিষয় খেয়াল রাখা দরকার কোন পেশা পৃথিবীতে ছোট না।সব পেশাকে আমাদের সবার সম্মান জানানো দরকার এতে করে সবার লজ্জাটা চলে যাবে।এতে করে ছোট বড় যেকোনো কাজ করে নিজেকে এবং নিজের ফ্যামিলি চালাতে পারবে কেউ বেকার থাকবে না দেশ এতে দেশে অর্থনীতি সমৃদ্ধশালী দেশে এগিয়ে যাবে

লজ্জা নয়, গার্মেন্টস হোক গর্বের এবং অহংকারের জব।💪💪💪
বর্তমানে বাংলাদেশের অর্থনীতির প্রধান খাত।এ সেক্টরের এক জন হতে পেরে আমি গর্বিত।
***আবারো বলতে কোন কাজ বা পেশা ছোট না যারা ছোট মনে করে তারা আসলে মানসিক ভাবে অসুস্থ।****
কথা গুলো কারো গায়ে লাগলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।

04/03/2023

খাট টির দাম নাকি এক কোটি টাকা।পাগল হলে কিনবে আর কি মানুষে।

Address

Chittagong

Telephone

+8801824465175

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rifat Vlogs posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Rifat Vlogs:

Videos

Share