Rifat Vlogs

Rifat Vlogs Digital creator

03/12/2023

নতুন কারিকুলাম বাস্তবায়ন শুরু হয়ে গেল। এভাবে আমরা একদিন ইউরোপ আমেরিকা কে পেছনে ফেলবো। ☠️☠️☠️🤖🤖🤖🙊🙊🙊

সবাই চাইলে অনুসরণ করতে পারেন।
30/04/2023

সবাই চাইলে অনুসরণ করতে পারেন।

28/04/2023

চিনির দাম শুনে যখন মাথা গরম। হায়রে চিনি আর কত দাম বাড়বে তোর। আমার মত আপনার নিজের ও একই সমস্যা মনে হলে ভিডিও শেয়ার করেন।।।।

সন্ধ্যার আগে থেকে মাঝি যখন তীরে ফিরে।।।
28/04/2023

সন্ধ্যার আগে থেকে মাঝি যখন তীরে ফিরে।।।

22/04/2023

ঈদ সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি।।

09/03/2023

গতকাল দেখলাম বিশ্ব নারী দিবসে শুভেচছার শেষ নেই।কিন্তু দুঃখজনক হলেও সত্যি নারীরা নারীদের পিছে লাগে বেশী , নারীরাই নারীদের পিছে বদনাম করে বেশী , নারীরাই নারীদের সমালোচনা করে বেশী, ঝগড়া নারীদের সাথেই নারীদের হয় বেশি।

আসুন নারীদের প্রতি আমরা নারীরাই প্রথম যত্নশীল হই। নারী হয়ে নারীদের পিছনে লেগে না থাকি, বদনাম না করি , সমালোচনা না করি, ঝগড়াঝাটি না করি।

নারীদের জন্য নারীরা যেন হয় শতভাগ নিরাপদ , ঠিক বিশুদ্ধ পানির মত।

07/03/2023

এত পড়া লেখা করে গার্মেন্টসে চাকরি করিস..?
এরকম কথা হয়তো ঈদে বাড়ি গিয়ে কিংবা প্রতিনিয়ত বন্ধু বান্ধব আত্নীয় স্বজন থেকে অনেকেই শুনতেছেন।

এবার আসুন আসল কথায়। মনে করেন
আমার যে চাচা, চাচি, দাদাভাই বা এলাকার মানুষ শিক্ষিত ছেলেটাকে জব না দিতে পেরে ৫/১০ লক্ষ টাকা খরচ করে প্রবাসে পাঠিয়ে দিনে ১৫ ঘন্টা+ কাজ করায়, কি কাজ করে সেগুলো বলে রেমিট্যান্স যোদ্ধাদের ছোট করতে চাইনা, আবার সবার কাজের ধরন এক না। একজন জীবনকে মেশিন বানিয়ে টাকা সাপাই/কামাই আর বাড়ির পাঁচ জন বসে খায় আর হান্ডাগুলি মেরে বেড়াই, দিনশেষে শেষে সেই যোদ্ধাকে আবার আগের পেশায় ফেরা লাগে। এটা আমাদের সমাজের নিত্য দিনের গল্প নতুন কিছু না।

অথচ তাদেরই (সেই চাচা, চাচি) গার্মেন্টস দেখলে এমন নাক সিটকানি দেয়। তাদের বলি আরে বাবা গার্মেন্টস একটা বিশাল ব্যাপার আপনি কল্পনা ও করতে পারবেন না এখানে কত লেভেলের টেকনোলজিসহ কত কি আছে, যেখানে ডাক্তার, ইঞ্জিনিয়ার, নার্স থেকে সুইপার সবই দরকার হয়। এখানে যারা থাকে তারা সবাই কাপড় সেলাই করে না, আর করলেই কি এটা তো আরও মুল্যবান।
কিন্তু গার্মেন্টসে একজন ইঞ্জিনিয়ার, একজন মাস্টার্স পাশ ছেলে অথবা সমমান কেউ জব নিলে ডিউটি হয় ৮-১০ ঘন্টা সাথে এসি রুম/এরিয়া।

কেন লজ্জা লাগবে যে আমি গার্মেন্টসে কাজ করি। কেনো আমাকে বলতে হয় আমি একটা কোম্পানিতে কাজ করি। গার্মেন্টস না থাকলে বাংলাদেশ কিভাবে চলতো এটা এখন কল্পনা করা যায় না। তেলের দাম মাত্র ১৯০ টাকা লিটার। এখন যারা বলবেন তেলের সাথে গার্মেন্টসের কি সম্পর্ক? তাহলে আপনাকে বলবো মুদ্রাস্ফীতি কি একটু পড়ে আসুন। বুঝে যাবেন কেনো জিনিসের দাম এত বেশি হয়।
এই গার্মেন্টস আছে বলেই বিভিন্ন ব্যাংকের লোকজনের এত ব্যস্ততা, গার্মেন্টস আছে বলেই দেশে গার্মেন্টস এর লোকদের কেন্দ্র করে অনেক ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উটেছে, যেগুলোর মাধ্যমে দেশের অনেক বেকার সমস্যার সমাধান হয়েছে,এই গার্মেন্টস বন্ধ হয়ে গেলে গার্মেন্টস রিলেটেড যতগুলা ব্যবসা-বাণিজ্য আছে সব বন্ধ হয়ে যাবে। তখন দেশের অর্থনীতির বারোটা বাজবে, তারপর ও একশ্রেণীর লোক আছে গার্মেন্টস জব করে বললে ভাল চোখে দেখে না এমনকি মেয়ে ও বিয়ে দিতে কত শত ভাবে। তারা ভাবে সরকারি চাকুরী ওয়ালা একটা ছেলেকে মেয়েটা তুলে দিতে পারলে নিশ্চিত । তাদের বলতে চাই গার্মেন্টস জবকারীর টাকা ১০০% হালাল উপায়ে অর্জিত অপরদিকে সরকারি জবকারী টাকা সবার কিন্তু হালাল উপায়ে অর্জিত না বেশিরভাগ দুর্নীতি করে কামাই করে।খুব কম ভাগ সরকারি চাকুরীজীবি দুর্নীতি থেকে নিজেকে বিরত রাখে। সুতরাং আমাদের একটা বিষয় খেয়াল রাখা দরকার কোন পেশা পৃথিবীতে ছোট না।সব পেশাকে আমাদের সবার সম্মান জানানো দরকার এতে করে সবার লজ্জাটা চলে যাবে।এতে করে ছোট বড় যেকোনো কাজ করে নিজেকে এবং নিজের ফ্যামিলি চালাতে পারবে কেউ বেকার থাকবে না দেশ এতে দেশে অর্থনীতি সমৃদ্ধশালী দেশে এগিয়ে যাবে

লজ্জা নয়, গার্মেন্টস হোক গর্বের এবং অহংকারের জব।💪💪💪
বর্তমানে বাংলাদেশের অর্থনীতির প্রধান খাত।এ সেক্টরের এক জন হতে পেরে আমি গর্বিত।
***আবারো বলতে কোন কাজ বা পেশা ছোট না যারা ছোট মনে করে তারা আসলে মানসিক ভাবে অসুস্থ।****
কথা গুলো কারো গায়ে লাগলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।

04/03/2023

খাট টির দাম নাকি এক কোটি টাকা।পাগল হলে কিনবে আর কি মানুষে।

01/03/2023

𝔽𝕠𝕝𝕝𝕠𝕨𝕖𝕣𝕤 বাড়াতে চাইলে সবাই
সবার পেইজ প্রমোট করতে সাহায্য করি।
ইনশাআল্লাহ
𝔹𝕒𝕔𝕜 𝕥𝕠 𝔹𝕒𝕔𝕜

28/02/2023
21/02/2023

অভাব থাকতে থাকতে ভ্রমন করুন🤙🤙🤙
টাকা হয়ে গেলে আর সময় পাবেন না।।।।

19/02/2023
05/02/2023

এতো দিন পরে ওবায়দুল কাদেরের সাথে খেলা করার একটা যোগ্য লোক সৃষ্টি হলো..তার নাম হিরো আলম...

03/02/2023

পরিবার, আত্বীয়স্বজন সবই একটা মায়া। কখনোই কাউকে খুশী করতে পারবেন না। নিজেকে খুশী রাখার চেষ্টা করুন। মন যেটা চায় সেটা করুন। মৃত্যুর আগ মুহূর্ত শান্তি পাবেন।

পড়ন্ত বিকেল
30/08/2022

পড়ন্ত বিকেল

04/05/2022
04/05/2022
03/05/2022
সবাইকে ঈদুল ফিতরের শূভেচ্ছা।
03/05/2022

সবাইকে ঈদুল ফিতরের শূভেচ্ছা।

25/04/2022

From now I am making video.

Address

Chittagong

Telephone

+8801824465175

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rifat Vlogs posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Rifat Vlogs:

Videos

Share


Other Digital creator in Chittagong

Show All

You may also like