ARDF TV

ARDF TV Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from ARDF TV, TV Channel, Eid gah munshi para, chottogram, Chittagong.

11/07/2024

সবাই লাইক,কমেন্ট, শেয়ার ফলো করুন

08/06/2024

Win Bangladesh

08/05/2024

শুভ জন্মদিন হে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর.💓
আজকের এই শুভ জন্মদিন বিনম্র শ্রদ্ধা 💓

মাশাআল্লাহ কি সুন্দর দৃশ্য 🌸❤️রক্তদাতার মাথা হাত বুলিয়ে দিচ্ছেন একজন রোগীর স্বজন। 🌸আমরা যারা রক্তদান করি তারা শুধু এইটুক...
18/04/2024

মাশাআল্লাহ কি সুন্দর দৃশ্য 🌸❤️
রক্তদাতার মাথা হাত বুলিয়ে দিচ্ছেন একজন রোগীর স্বজন। 🌸আমরা যারা রক্তদান করি তারা শুধু এইটুকু ভালোবাসা এবং আল্লাহ সন্তুষ্টি আশা করি।☺️
জয় হোক মানবতার জয় হোক সকল রক্ত দাতার ❤️

08/04/2024

আজ সোমবার (৮ই এপ্রিল) এক বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণের দেখা পাবে উত্তর ও মধ্য আমেরিকার মানুষেরা। বছরের প্রথম এবং বিরল এই সূর্যগ্রহণ এরই মধ্যে বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি করেছে। পূর্ণগ্রাস সূর্যগ্রহণের সময় কয়েক মুহূর্তের জন্য দিনের বেলাতেও অন্ধকারে ঢেকে যাবে পৃথিবী। মহাজাগতিক এই দৃশ্যের সাক্ষী হবে বিশ্ববাসী।



সূর্যগ্রহণের এই দৃশ্য সরাসরি দেখা যাবে শুধুমাত্র যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকো থেকে। স্থানীয় সময় ১১টা ৭ মিনিটে মেক্সিকোর প্রশান্ত মহাসাগরীয় উপকূলে প্রথম দেখা যাবে সূর্যগ্রহণ। এরপর চাঁদের ছায়া আস্তে আস্তে সরে যাওয়ার কারণে যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্থানীয় সময় দুপুর ১টা ২৭ মিনিটে দৃশ্যমান হবে সূর্যগ্রহণ। তবে আশঙ্কা রয়েছে বিরল এই সূর্যগ্রহণটি মেঘ ও বজ্রঝড়ে ঢাকা পড়তে পারে।



এদিন ক্যারিবীয় অঞ্চলের বিভিন্ন দেশের পাশাপাশি কলম্বিয়া, ভেনেজুয়েলা, স্পেন, যুক্তরাজ্য, আয়ারল্যান্ড, পর্তুগাল ও আইসল্যান্ডের নির্দিষ্ট স্থান থেকে আংশিক সূর্যগ্রহণ দেখা যাবে। সব মিলিয়ে জ্যোতির্বিজ্ঞানের জন্য এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে।

জ্যোতির্বিদরা বলছেন, এ বছর পূর্ণগ্রাস সূর্যগ্রহণের সঙ্গে আরও একটি বিরল দৃশ্য দেখা যাবে। এদিন খালি চোখে সরাসরি দেখা যাবে জ্বলন্ত গ্রহদের, যাদের দেখা মেলাটা খুবই বিরল ঘটনা।



এদিকে, পূর্ণগ্রাস সূর্যগ্রহণের এ দৃশ্য দেখতে প্রস্তুতি নিচ্ছে তিন দেশের লাখ লাখ বাসিন্দা। যেসব স্থান থেকে সরাসরি গ্রহণ দেখা যাবে, সেসব জায়গায় ছুটে যাচ্ছেন অসংখ্য মানুষ। তাই যেকোনো ধরনের দুর্ঘটনা এড়াতে জারি করা হয়েছে সতর্কতা।

সূর্যগ্রহণের সময় খালি চোখে সরাসরি সূর্যের দিকে তাকানো থেকে বিরত থাকার নির্দেশ দেয়া হয়েছে। এতে চোখের মারাত্মক ক্ষতি, এমনকি স্থায়ী অন্ধত্বও হওয়ার আশঙ্কা থাকায় সূর্যগ্রহণ দেখতে সৌর ফিল্টার বা বিশেষ চশমা ব্যবহারের আহ্বান জানানো হয়েছে।

07/04/2024

ইদানিং মানুষ সিএনজিতে বেশি মরতেছে, তার একমাত্র কারণ ড্রাইভার দক্ষ নেই ,বিস্তারিত প্রথম কমেন্টে........

সবার স্বপ্ন বাড়ি যায় না!ছোট্ট ছেলের আবদার ছিল তার বাবার কাছে। ঈদে বাড়ি আসার সময় তার জন্য সাইকেল কিনে আনতে হবে। বাবা নিমত...
06/04/2024

সবার স্বপ্ন বাড়ি যায় না!

ছোট্ট ছেলের আবদার ছিল তার বাবার কাছে। ঈদে বাড়ি আসার সময় তার জন্য সাইকেল কিনে আনতে হবে। বাবা নিমতলীর পেপার দোকানের সামান্য কর্মচারী। হোক সামান্য কর্মী কিন্তু ছেলের কাছে তো বাবা রাজা। মহাপুরুষ।

ঈদের বাড়তি পরিশ্রম, বোনাস আর হয়তো কিছু সঙ্চয় মিলিয়ে ছেলের জন্য কিনেছিলেন এই গোলাপী সাইকেল। তার রাজপুত্র যখন এই সাইকেলে চড়ে সারাবাড়ি দাপিয়ে বেড়াবে বাবার কাছে এরচেয়ে সুন্দর দৃশ্য আর কি হতে পারে! চালাতে চালাতে রাজপুত্র বেল বাজাবে বাবা সরে গিয়ে হাসতে হাসতে জায়গা করে দেবে। মা বিরক্ত হয়ে কপট রাগ করবে হয়তো। সন্তান হাসবে। পৃথিবীর শ্রেষ্ঠ সেই হাসিমুখ।

বাবা মা দুজনেরই একসঙ্গে দেখার কথা ছিলো প্রিয় সন্তানের সেই হাসিমুখ।

কিন্তু মহান সৃষ্টিকর্তা সেটা চাননি বোধহয়। গতকাল ইফতার করে বাসায় ফেরার পর বুকে ব্যাথা ওঠে বাবার। তারপর স্ট্রোক। না ফেরার দেশে চলে যান বাবা।

আজ ভোর রাতের দিকে অ্যাম্বুলেন্সে ঠিকই বাসায় ফেরেন বাবা। গোলাপী সাইকেলটাও সঙ্গে। কিন্তু বাবার আর কখনোই দেখা হবে না সন্তান তার কিনে দিয়ে আসা সাইকেলে চড়ে কিভাবে হাসতে হাসতে গড়িয়ে পড়ছে।

ছবি ও তথ্যঃ প্রিয় পুলিশ কর্মকর্তা পলাশ দাসের।

রাউজানে বাস-সিএনজি সংঘর্ষে ১ শিশুসহ ৫ জনের মর্মান্তিক মৃত্যু।ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।মওলা রক্ষা করো।
04/04/2024

রাউজানে বাস-সিএনজি সংঘর্ষে ১ শিশুসহ ৫ জনের মর্মান্তিক মৃত্যু।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মওলা রক্ষা করো।

03/04/2024

কবরস্থানের পাশের রাস্তা দিয়ে গেলে মনে পড়ে। আমাকেও এভাবে একদিন শুয়ে থাকতে হবে।

01/04/2024

কারেন্ট আমাদের একবার হলেও
মনে করিয়ে দেয়
কারেন্ট ফেরিওয়ালা মমতাজ আপাকে

বাবাকে কবর দিতে দেবে না ছেলে মৃত বাবার জন্য খোঁড়া কবরে নিজেই শুয়ে পড়লেন সম্পত্তির ভাগ চাই ভাগ না দেয়া পর্যন্ত এ কবর থেকে...
29/03/2024

বাবাকে কবর দিতে দেবে না ছেলে মৃত বাবার জন্য খোঁড়া কবরে নিজেই শুয়ে পড়লেন সম্পত্তির ভাগ চাই ভাগ না দেয়া পর্যন্ত এ কবর থেকে আমি উঠবো না হায়রে ছেলে হায়রে সম্পত্তি হায়রে বাবা

29/03/2024

চট্টগ্রামে বায়েজিদের জুতার সোল তৈরির কারখানা আগুন,নিয়ন্ত্রন কাজ করছে ফায়ার সার্ভিস ৭ ইউনিট কাজ করছে

এই ইফতার নামক কু প্রথা আর কত আমাদের গরীব ঘরের মেয়েদের প্রাণ কেড়ে নিবে?সিলেট সদর থানায়..রমজানের ইফতারি তার গরিব বাবায় ভ...
28/03/2024

এই ইফতার নামক কু প্রথা আর কত আমাদের গরীব ঘরের মেয়েদের প্রাণ কেড়ে নিবে?
সিলেট সদর থানায়..
রমজানের ইফতারি তার গরিব বাবায় ভালো ভাবে না দিতে পারায় শ্বশুর বাড়ির লোকজনের দেওয়া লজ্জা পেয়ে,একজন মুসলিম বোন আত্মহত্যা করেছেন।এইসব মানুষের প্রতি ঘৃণা হয় যে, কি না সাধারণ ইফতারির জন্য লজ্জা দেয় মানুষ এতো লোভী হয় কিভাবে আল্লাহ এদের বুঝার তৌফিক দান করুন আমিন! 🤲🤲😭😭

22/03/2024

আসুন রক্ত দিই ফাউন্ডেশন কতৃক আয়োজিত কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা ২০২৪

22/03/2024

Address

Eid Gah Munshi Para, Chottogram
Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when ARDF TV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category