বাংলাদেশ ইন্তেকাল কমিশন

বাংলাদেশ ইন্তেকাল কমিশন Easy on every news The thirst for knowledge and truth is human nature. For more authentic news and daily updates on your newsfeed like our page.

IBN News.Com entered the industry successfully and started to broadcast commercially on 01th March, 2022 and till now tries its best to bring the latest and freshest news on your table to quench that particular thirst. Join our Facebook group and do not forget to check our website as well. links are down below.

"কবি পলিথেন্দ্রনাথ"
24/06/2023

"কবি পলিথেন্দ্রনাথ"

ইউরোপীয় রয়েল বেঙ্গল টায়ার, তুক্কু টাইগার।
17/06/2023

ইউরোপীয় রয়েল বেঙ্গল টায়ার, তুক্কু টাইগার।

17/06/2023

কয়লার সংকট কেনো হয়েছে এখন দেখলাম

17/06/2023

বাংলাদেশ বদরুল লীগ নেতার গোপন ভিডিও প্রকাশ।

কেউ তারে একটু ৯০ টাকার এমবি দেন ভাই।
16/06/2023

কেউ তারে একটু ৯০ টাকার এমবি দেন ভাই।

পোলা মাইয়ার হাতে গেল দুই শীর্ষ ব্যাংক বাংলাদেশের সবচেয়ে বড় দুটো ব্যাংক যথাক্রমে: ইসলামী ব্যাংক ও ডাচ-বাংলা ব্যাংক।ইসলামী...
15/06/2023

পোলা মাইয়ার হাতে গেল দুই শীর্ষ ব্যাংক

বাংলাদেশের সবচেয়ে বড় দুটো ব্যাংক যথাক্রমে: ইসলামী ব্যাংক ও ডাচ-বাংলা ব্যাংক।
ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হলেন এস আলম গ্রুপের মাসুদ সাহেবের ছেলে আহসানুল আলম মারুফ।

ডাচ-বাংলা ব্যাংকের চেয়ারম্যান সাহাবুদ্দিন আহমদ এর মেয়ে সাদিয়া রাইয়ান। দুজনেরই বয়স ৩০ এর নীচে। বাংলাদেশের সবচেয়ে বড় দুটি ব্যাংক দুজন ২৮, ২৯ বছর বয়সী ছেলে মেয়ের হাতে।

08/06/2023

কক্সবাজার সদর উপজেলা পরিষদের বিগত নির্বাচনে নৌকার মনোনীত প্রার্থীর পক্ষে আটটি কেন্দ্রে ভোট ডাকাতি করেছেন বলে প্রকাশ্য ঘোষণা দিয়েছেন যুবলীগ নেতা...

06/06/2023

বিদ্যুৎ নিয়ে গুরুত্বপূর্ণ সংসদে কিছু কথা।

আলু ৩৫/৪০ টাকাআদা ৩০০ টাকা পিয়াজ ৬৫/৭০ টাকারসুন ১৮০/২০০ টাকা এক সময় পাঙ্গাস মাছ কিনলে বলতো এই মাছ মানুষ খায় নাকি?সেটা...
04/06/2023

আলু ৩৫/৪০ টাকা
আদা ৩০০ টাকা
পিয়াজ ৬৫/৭০ টাকা
রসুন ১৮০/২০০ টাকা
এক সময় পাঙ্গাস মাছ কিনলে বলতো এই মাছ মানুষ খায় নাকি?
সেটাও আজকে অনেকের স্বপ্ন
ব্রয়লার মুরগি কিনতে গেলে বলতো এই মুরগী মানুষ খায়?
সেটা এখন অনেকের স্বপ্ন
চাউল ৭০/৮০ টাকা
সয়াবিন তেল ২০০ টাকা
৬০ টাকার নিচে কোন সবজি নাই
শাক কিনতে গেলে ১৫/২০ টাকা আটি
চিনি ১৪০ টাকা
এক সময় মনে হত আমি মধ্যবিত্ত
এখন বাজারে গেলে বুঝি আমি মধ্যবিত্ত নয় আমি গরিব এবং নিম্ন মধ্যবিত্ত গরীব চারিদিকে হতাশা
আয় করি সামান্য টাকা আর ব্যায় এর হিসাব লম্বা।
কোথায় যাবো কি করবো বুঝতে পারি না।
বাজারে গেলে মাথা ঠিক থাকে না।
হিমসিম খাচ্ছি সংসার চালাতে

জীবনের হিসাব মিলানো খুব কষ্ট
এটা আমার লিখা হলেও হাজার হাজার মানুষের মনের কথা সেটা আমি বুজি।

কর্ম ব্যস্ততার মধ্যে কিছু বুঝে উঠার আগেই এভাবে এক দিন ধুপ করে নিভে যাবে জীবন প্রদীপ।  ভারতে ওড়িশ্যায় তিন ট্রেনের সংঘর্ষে...
04/06/2023

কর্ম ব্যস্ততার মধ্যে কিছু বুঝে উঠার আগেই এভাবে এক দিন ধুপ করে নিভে যাবে জীবন প্রদীপ।

ভারতে ওড়িশ্যায় তিন ট্রেনের সংঘর্ষে ২৮৮ জন নিহত। আহত ৯০০ জনেরও বেশি। এখনো আটকা পড়ে আছে অনেক মানুষ। ধারনা করা হচ্ছে এতে অনেক বাংলাদেশিও আছে। কারন বাংলাদেশীরা চেন্নাইয়ে চিকিৎসায় চলাচলের ক্ষেত্রে এই ট্রেন ব্যবহার করে থাকেন।

প্রথমে ১২০ কিমি স্পিডে একটি যাত্রীবাহী ট্রেন একই লাইনে সামনে থাকা একটি মালবাহী ট্রেনের পিছনে আঘাত করে। সংঘর্ষের ফলে যাত্রীবাহী ট্রেনের কয়েকটি বগি পাশের ২য় লাইনে ছিটকে পড়ে। ঠিক সেই সময় সেই ২য় লাইন দিয়ে ১১০ কিমি বেগে আরেকটি যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত বগীর গুলোকে আঘাত হানে। ছবিতেই স্পষ্ট মহা ট্রাজেডি ঘটে গেছে সেখানে।

বাংলাদেশীদের যোগাযোগের জন্য হটলাইন নম্বরঃ +৯১৯০৩৮৩৫৩৫৩৩ (হোয়াটসঅ্যাপ)

15/05/2023

বাংলাদেশে নয়, মোখার কঠিন ছোবল মায়ানমারে।
সূত্র #সময়টিভ

মায়ানমারের বর্তমান অবস্থা।
15/05/2023

মায়ানমারের বর্তমান অবস্থা।

15/05/2023
15/05/2023

যেভাবে লণ্ডভণ্ড হচ্ছে সেন্টমার্টিন দ্বীপ...

09/05/2023

ছেলের মৃত্যুর খবর শুনে অন ক্যামেরায় বাবার মৃত্যু।

Congratulations 👏  team Bangladesh 💕❤️SAFF Women's Championship 2022
19/09/2022

Congratulations 👏 team Bangladesh 💕❤️
SAFF Women's Championship 2022

29/08/2022

█▒▒▒ ব্রেকিং/Breaking ▒▒▒█
** ডিজেল-পেট্রল-অকটেনের লিটারে ৫ টাকা কমানোর সিদ্ধান্ত
** রাতেই প্রজ্ঞাপন জারি করবে জ্বালানি মন্ত্রণালয়

কক্সবাজার জেলার সকল থানার ওসি দের নাম্বার!!!জীবন চলার পথে আপনি আমি নানা সমস্যার সম্মুখীন হই ঘড়ে-বাহিরে কিম্বা রাস্তাঘাট ...
29/08/2022

কক্সবাজার জেলার সকল থানার ওসি দের নাম্বার!!!

জীবন চলার পথে আপনি আমি নানা সমস্যার সম্মুখীন হই ঘড়ে-বাহিরে কিম্বা রাস্তাঘাট প্রায়। তখন হয়তো পুলিস এর সহায়তার প্রয়োজন হয়। কিন্তু দেখা যায় প্রয়োজনীয় নাম্বারটি না থাকায় যোগাযোগ করা হয়না নিকটস্থ থানার সাথে। তাই এখানে আপনাদের জন্য বাংলাদেশের সকল থানার ওসিদের নাম্বার তুলে ধরলাম। আপনার প্রয়োজনীয় নাম্বার গুলো এখনি সেভ করে নিন আপনার মুঠোফোনে।
ওসি কক্সবাজার- ০১৭১৩৩৭৩৬৬৩
ওসি রামু- ০১৭১৩৩৭৩৬৬৪
ওসি উখিয়া- ০১৭১৩৩৭৩৬৬৫
ওসি টেকনাফ- ০১৭১৩৩৭৩৬৬৬
ওসি চকোরিয়া- ০১৭১৩৩৭৩৬৬৭
ওসি কুতুবদিয়া- ০১৭১৩৩৭৩৬৬৮
ওসি মহেষখালী- ০১৭১৩৩৭৩৬৬৯
ওসি পেকুয়া- ০১৭১৩৩৭৩৬৭০

বিঃ দ্রঃ ছবিটি সবাই পাওয়ার জন্য বেশি বেশি শেয়ার করুন।

27/08/2022

- বদলা নয়, বদলে দিন।

26/08/2022

এভাবে কারা কারা সাইকেল রাইড করতে চান

26/08/2022

মর্মান্তিক সড়ক দুর্ঘটনা 😭

25/08/2022

২৫ আগস্ট রোহিঙ্গা গণহত্যা দিবস উপলক্ষ্যে ক্যাম্পে চলছে রোহিঙ্গাদের সমাবেশ।
লম্বাশিয়া ক্যাম্প থেকে সরাসরি

বাণিজ্যযে গতিতে উঠেছিল, সেই গতিতেই নেমেছে ডিমের দামনিজস্ব প্রতিবেদকঢাকাপ্রকাশ: ২৪ আগস্ট ২০২২,ডিমের বাজার আগের অবস্থায় ফি...
24/08/2022

বাণিজ্য
যে গতিতে উঠেছিল, সেই গতিতেই নেমেছে ডিমের দাম
নিজস্ব প্রতিবেদকঢাকা
প্রকাশ: ২৪ আগস্ট ২০২২,

ডিমের বাজার আগের অবস্থায় ফিরে গেছে
ডিমের বাজার আগের অবস্থায় ফিরে গেছেফাইল ছবি: প্রথম আলো
দেশে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পর আগস্টের দ্বিতীয় সপ্তাহে ‘রকেটগতিতে’ বেড়ে যায় ডিমের দাম। রাজধানী ঢাকাসহ সারা দেশের খুচরা বাজারে তখন প্রতি হালি ডিমের দাম ৫৫ টাকার বেশি বিক্রি হয়। তবে কয়েক দিনের ব্যবধানে দাম আবার কমতে শুরু করেছে। এখন ঢাকার খুচরা বাজারে হালিপ্রতি ডিম মিলছে ৪০ থেকে ৪২ টাকা বা তার একটু ওপরে। অর্থাৎ, দাম বাড়ার আগের অবস্থায় ফিরে গেছে ডিমের বাজার।

আজ বুধবার রাজধানীর কারওয়ান বাজার ও মগবাজার এলাকা ঘুরে দেখা গেছে, খুচরা বিক্রেতারা এখন বাদামি রঙের এক ডজন ডিমের দাম রাখছেন ১২০ থেকে ১২৫ টাকা। ফার্মের মুরগির সাদা রঙের ডিমের দাম ডজনপ্রতি ৫ থেকে ১০ টাকা কম। আর দেশি হাঁস ও মুরগির ডিম বিক্রি হচ্ছে ১৬০ থেকে ১৮০ টাকা ডজনে। বাজারে ডিমের সরবরাহেও সংকট নেই বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

বাজারের পাইকারি ডিম বিক্রেতা লিটন আহমেদ প্রথম আলোকে বলেন, ‘সরবরাহ কম থাকায় মাঝে হঠাৎ করে ডিমের দাম বেড়ে যায়। তিন-চার দিন হলো দাম কমে আগের অবস্থায় চলে এসেছে। একলাফে হালিতে ডিমের দাম কমেছে ১৫ টাকার মতো। দাম কমায় বেচাকেনাও ভালো।’

বাংলাদেশ পোলট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিলের (বিপিআইসিসি) তথ্য বলছে, দেশে প্রতিদিন চার কোটির বেশি ডিম উৎপাদিত হয়। উৎপাদিত এসব ডিমের বড় অংশ আসে গ্রামের খামার থেকে। পচনশীল পণ্য হওয়ায় এসব ডিম দ্রুত পরিবহন করে দেশের বড় বাজারগুলোতে নিয়ে আসা হয়। সম্প্রতি জ্বালানি তেলের দাম বাড়ার কারণে বেড়েছে পরিবহন ব্যয়। কিন্তু তার প্রভাব ডিমের ওপর খুব বেশি পড়ার কথা না থাকলেও ডিমের দাম হালিতে ১৫ টাকার বেশি বেড়ে যায়।

বিপিআইসিসি বলছে, চলতি আগস্টের প্রথম দুই সপ্তাহ পর্যন্ত খামার পর্যায়ে ফার্মের মুরগির বাদামি রঙের প্রতিটি ডিমের দাম রাখা হয়েছে ৯ টাকা ৭৩ পয়সা। আর খামারিরা সাদা রঙের ডিম পাইকারিতে বিক্রি করেছে ৯ টাকা ৪০ পয়সায়। সেই হিসাবে হঠাৎ করে বাজারে ডিমের দাম যখন বাড়ল, তখন খামারিরা বাড়তি মূল্য না পেলেও মধ্যস্বত্বভোগীরা বড় অঙ্কের মুনাফা করেছে। এতে ডিমের বাজার অস্থিতিশীল হয়ে ওঠে।

এদিকে ডিমের বাজার নিয়ন্ত্রণে মাঠপর্যায়ে অভিযানে নামে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আবার ডিমের দাম না কমলে সরকার বিদেশ থেকে আমদানির অনুমতি দিতে পারে—এমন ঘোষণার পর বাজারে ডিমের দাম কমতে শুরু করে। তবে ব্যবসায়ীরা বলছেন, ডিম আমদানি করলেও খরচ বেশি পড়বে; কারণ, পরিবহন ব্যয় বেশি এবং ডিমের সংরক্ষণ পদ্ধতি ব্যয়বহুল। এতে দেশীয় খামারিরা ক্ষতির মুখে পড়বেন। এর চেয়ে বরং খামারিদের সুরক্ষা দিয়ে বাজার তদারকির মাধ্যমে সংকটের সমাধান চান তাঁরা।

খামারিরা বলছেন, মুরগির খাবার ও ওষুধের দাম প্রায় দ্বিগুণ বেড়েছে। এতে উৎপাদন খরচ বাড়তি। লোকসানে পড়ে অনেক খামারি মুরগির সংখ্যা কমিয়ে দিচ্ছেন। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পর খামারিদের সুরক্ষা দেওয়া না গেলে চাহিদার তুলনায় ডিমের সরবরাহ ব্যাহত হতে পারে। এখন প্রশাসনের চাপাচাপি ও চাহিদা পড়ে যাওয়ায় ডিমের দাম স্বাভাবিকভাবে কমে এলেও উৎপাদন খরচের বাড়তি চাপ সামাল দিতে খামারিরা হিমশিম খাচ্ছেন বলে জানিয়েছেন।

বাংলাদেশ এগ প্রোডিউসার অ্যাসোসিয়েশনের সভাপতি তাহের আহমেদ সিদ্দিকী প্রথম আলোকে বলেন, ‘ডিমের দাম এখন কমে এসেছে। আগের দামে ১২০ টাকার আশপাশে বিক্রি হচ্ছে প্রতি ডজন ডিম। বাজার এখন স্থিতিশীল, হঠাৎ করে দাম বাড়ার সম্ভাবনা নেই। তবে ডিমের উৎপাদন ধরে রাখতে হবে। উৎপাদন ব্যাহত হলে দ্রুত বাজারে প্রভাব পড়বে। তাই খামারিদের সুরক্ষা দেওয়ার বিকল্প নেই।’ তবে ডিমের বাজার অস্থিতিশীলতার জন্য বড় খামারি ও করপোরেট ব্যবসায়ীদের অতি মুনাফা করার প্রবণতাকে দায়ী করেন তিনি।

বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা-২০২২ অনুযায়ী, দেশে বছরে প্রায় দুই হাজার কোটি ডিম উৎপাদিত হয়। দেশে উৎপাদিত ডিম দিয়েই চাহিদা মেটে। এই ডিম খাওয়ার পাশাপাশি একটা বড় অংশ দিয়ে আবার মুরগির বাচ্চাও ফোটানো হয়। ব্রিডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের তথ্যানুসারে, চলতি আগস্ট মাসে দেশে ব্রয়লার মুরগির বাচ্চার চাহিদা ছিল সপ্তাহে গড়ে ১ কোটি ৩২ লাখ।

থাইল্যান্ডের প্রধানমন্ত্রী সাময়িক বরখাস্তপ্রথম আলো ডেস্ক,প্রকাশ: ২৪ আগস্ট ২০২২,থাইল্যান্ডের প্রধানমন্ত্রী প্রায়ুথ চান ওচ...
24/08/2022

থাইল্যান্ডের প্রধানমন্ত্রী সাময়িক বরখাস্ত
প্রথম আলো ডেস্ক,
প্রকাশ: ২৪ আগস্ট ২০২২,

থাইল্যান্ডের প্রধানমন্ত্রী প্রায়ুথ চান ওচাকে দায়িত্ব থেকে সাময়িক বরখাস্ত করেছেন দেশটির সাংবিধানিক আদালত। প্রধানমন্ত্রী হিসেবে ওচার আট বছরের মেয়াদ শেষ হওয়া না হওয়ার বিষয়টি পর্যালোচনার (রিভিউ) জন্য বিরোধীদের করা পিটিশনের পরিপ্রেক্ষিতে আজ বুধবার এ আদেশ দেওয়া হয়েছে। খবর রয়টার্সের।

২০১৪ সালে থাইল্যান্ডে নির্বাচিত সরকারকে উৎখাতে নেতৃত্ব দিয়েছিলেন প্রায়ুথ। ২০১৯ সালে সেনাবাহিনী খসড়াকৃত নতুন সংবিধানের আওতায় অনুষ্ঠিত নির্বাচনে তিনি দেশটির বেসামরিক প্রধানমন্ত্রী হন। সেনা প্রবর্তিত নতুন সংবিধান অনুযায়ী, প্রায়ুথ প্রধানমন্ত্রী হিসেবে দুই মেয়াদে সর্বোচ্চ আট বছর ক্ষমতায় থাকতে পারবেন। বিরোধীরা বলছেন, চলতি মাসেই সে মেয়াদ শেষ হচ্ছে।

আদালতে রিভিউয়ের আবেদন জানিয়ে প্রধান বিরোধী দল বলেছে, চলতি মাসেই প্রায়ুথের দায়িত্ব ছেড়ে দেওয়া উচিত। কারণ, জান্তাপ্রধান হিসেবে তিনি যত দিন নিয়োজিত ছিলেন, সে সময়টুকুকেও তাঁর মেয়াদের মধ্যে হিসাব করা উচিত। তবে সমর্থকদের কেউ কেউ যুক্তি দেখাচ্ছেন, ২০১৭ সালে নতুন সংবিধান কার্যকর হওয়ার পর কিংবা ২০১৯ সালের নির্বাচনের পর থেকেই প্রায়ুথের মেয়াদ হিসাব করতে হবে। সে অনুযায়ী, প্রায়ুথ ২০২৫ সাল পর্যন্ত কিংবা ২০২৭ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার সুযোগ পাবেন।

বুধবার সাংবিধানিক আদালতের এক বিবৃতিতে বলা হয়, আত্মপক্ষ সমর্থনের জন্য ১৫ দিন সময় পাবেন প্রায়ুথ ওচা। আদালতের পাঁচ বিচারপতির প্যানেলের চার বিচারপতিই বরখাস্তের পক্ষে রায় দিয়েছেন। আজ থেকেই এ রায় কার্যকর হবে।

তবে এ পিটিশনের ব্যাপারে আদালত চূড়ান্ত রায় কবে দেবেন সে ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি। থাইল্যান্ডের সাবেক সেনাপ্রধান এবং বর্তমান উপপ্রধানমন্ত্রী প্রাউয়িত ওংসুয়ান অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে পারেন।

সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে, থাইল্যান্ডের প্রায় দুই-তৃতীয়াংশ নাগরিকও চায় প্রায়ুথ প্রধানমন্ত্রী পদ থেকে সরে দাঁড়ান।

24/08/2022

- মায়ের মনে কখনো কষ্ট দিবেন না।

মাওলানা মিজানুর রহমান আজহারী

24/08/2022

ইস্তেগফার এর আমলের ফজিলত

মাওলানা মিজানুর রহমান আজহারী

সাবেক নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার মারা গেছেননিজস্ব প্রতিবেদক, প্রথম আলোপ্রকাশ: ২৪ আগস্ট ২০২২,সাবেক নির্বাচন কমিশনার...
24/08/2022

সাবেক নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার মারা গেছেন
নিজস্ব প্রতিবেদক, প্রথম আলো
প্রকাশ: ২৪ আগস্ট ২০২২,

সাবেক নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মাহবুব তালুকদারের মেয়ে আইরিন মাহবুব প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আইরিন মাহবুব বলেন, ‘আজ বুধবার সকালে অক্সিজেনের পরিমাণ কমে যায় বাবার। দুপুর ১২টার দিকে তাঁকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকেরা জানান, মাহবুব তালুকদার ম্যাসিভ হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়েছেন। বেলা দেড়টার দিকে তিনি মারা যান।’

মাহবুব তালুকদার দীর্ঘদিন ধরে ক্যানসারে ভুগছিলেন। তাঁর বয়স হয়েছিল ৮০ বছর।
নির্বাচন কমিশনের ওয়েবসাইটে বলা হয়েছে, মাহবুব তালুকদার ১৯৪২ সালের ১৩ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন। তাঁর গ্রামের বাড়ি নেত্রকোনার পূর্বধলা উপজেলায়। তিনি ঢাকা নবাবপুর হাইস্কুল, ঢাকা কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন। পরে তিনি ঢাকা জগন্নাথ কলেজ, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) স্থাপত্য বিভাগ ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে শিক্ষকতা করেন। ১৯৭১ সালে তিনি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন ও মুজিবনগর সরকারের তথ্য মন্ত্রণালয়ের চাকরিতে যোগ দেন। এ সময় তিনি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সঙ্গেও যুক্ত ছিলেন। ১৯৭২ সালের ২৪ জানুয়ারি রাষ্ট্রপতি আবু সাঈদ চৌধুরী তাঁকে উপসচিবের পদমর্যাদায় রাষ্ট্রপতির স্পেশাল অফিসার নিযুক্ত করেন। রাষ্ট্রপতি মুহম্মদ উল্লাহর জনসংযোগ কর্মকর্তা ছিলেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রাষ্ট্রপতি হওয়ার পর মাহবুব তালুকদার তাঁর সহকারী প্রেস সচিবের (উপসচিব) দায়িত্ব পালন করেন। বঙ্গবন্ধুর নির্দেশে তাঁকে তদানীন্তন ক্যাডার সার্ভিসে অন্তর্ভুক্ত করা হয়, যা পরে বিসিএস প্রশাসন হিসেবে রূপান্তরিত হয়। একসময়ে তিনি বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক ছিলেন। চাকরিজীবনের শেষ পর্যায়ে তিনি ১৯৯৮ সালে বাংলাদেশ সংসদ সচিবালয়ে অতিরিক্ত সচিব ছিলেন। তিনি ২০১৭ সালের ফেব্রুয়ারিতে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব শুরু করেন। এ বছরের ফেব্রুয়ারিতে পাঁচ বছর মেয়াদ শেষ হয়।

মাহবুব তালুকদার একজন সৃজনশীল লেখক। কবিতা, গল্প, উপন্যস, স্মৃতিকথা, ভ্রমণকাহিনি মিলিয়ে তাঁর প্রকাশিত গ্রন্থসংখ্যা ৪০। তিনি ২০১২ সালে বাংলা একাডেমি পুরস্কার পান। তাঁর স্ত্রীর নাম নীলুফার বেগম। এ দম্পতির দুই মেয়ে ও এক ছেলে রয়েছে।

জেলায় এমন ঘটনা ঘটেনি অদ্যাবধি। মামলা নিতে পুলিশের খোড়া যুক্তি, অতঃপর র‍্যাবেই স্বস্তি।
24/08/2022

জেলায় এমন ঘটনা ঘটেনি অদ্যাবধি। মামলা নিতে পুলিশের খোড়া যুক্তি, অতঃপর র‍্যাবেই স্বস্তি।

23/08/2022

ও রঙিলা ভাবি গো😂
Jamil Hossain

23/08/2022

কথা গুলো আপনার জীবন পরিবর্তন করে দিবে।~😊🌸

23/08/2022

Some serious train accidents

23/08/2022

Beauteous Night in Masjid Al Haram

23/08/2022

New Kiswah being donned on the Ka’bah

Address

Chittagong
SAYEDBARI,903/AOMARALIMATOBBARROAD,CHANDGAON,CHATTOGRAM-412

Alerts

Be the first to know and let us send you an email when বাংলাদেশ ইন্তেকাল কমিশন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to বাংলাদেশ ইন্তেকাল কমিশন:

Videos

Share