Ajhar Mahmood

Ajhar Mahmood Meta Certified Digital Marketing Associate
Google Digital Marketing Professional Certificate I have various skills that are related to this field.

I’ve become a skilled digital marketer because of the six years of working experience. I’ve gained profound knowledge and learned unique techniques to become an expert in digital marketing.

18/03/2024
13/12/2022

📣 Forex Trading Course করুন খুব সহজে আয় করুন-

📣 কি?
🙌ফরেক্স মার্কেট হচ্ছে সবচেয়ে বৃহত্তম আন্তর্জাতিক কারেন্সি ট্রেডিং মার্কেট যেখানে প্রায় ৫ ট্রিলিয়ন ডলার প্রতিদিন Forex Trading এর মাধ্যমে লেনদেন হয়। যদি আপনি সব কিছু বুঝে শুনে এই মার্কেটে ইনভেস্ট করেন তাহলে এমনও হতে পারে আপনি ট্রেড শুরু করার কয়েক ঘন্টার মধ্যেই ভালো একটা এমাউন্ট প্রফিট করে ফেলেছেন। আমরা অনেকেই অনলাইনে ইনকাম করতে চাই কিন্তু সঠিক গাইডলাইনের অভাবে আমরা প্রায়ই ব্যর্থ হয়ে থাকি। অনলাইনে এমন কিছু পথ রয়েছে যেগুলোর মাধ্যমে আমরা প্রথম দিন থেকেই ইনকাম শুরু করতে পারি, আর এমন একটা পথ হলো Forex Trading ।

🗞 এই কোর্সে বেশ কিছু টিপস অ্যান্ড টিক্স এবং সেই সাথে কিছু ইনডিকেটর দেয়া হবে যা আপনি গুরুদের কাছ থেকে সহজে জানতে পারবেন না। কিন্তু যেগুলো ব্যবহারের মাধ্যমে আপনি খুব অল্প সময়েই সাকসেসফুল হবেন যদি আপনি এই কোর্সে যে গাইডলাইন দেয়া হয়েছে তা ভালোবাবে অনুসরন করেন। প্রথমে Forex Trading এর বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছি এবং শিখিয়েছি। তারপর সব কিছু প্রাকটিক্যাল দেখিয়েছি। ট্রেডিং এর অনেক গুরুত্বপূর্ণ বিষয় ড্রইং এর মাধ্যমে বুঝানো হবে। আপনি হয়তো ফরেক্স সম্পর্কে আগেও মোটামুটি শিখেছিলেন কিন্তু নিজে ট্রেড করার সময় হয়তো লস এর সম্মুখীন হয়েছেন। এর মূল কারণ আপনি মার্কেটের মুভমেন্ট সম্পর্কে ঠিকমত বুঝতেছেন না আর কোন ইন্ডিকেটরগুলো আপনার ব্যবহার করা উচিত তা হয়তো আপনি জানেন না আর এর কারণে আপনি যতটুকু ইনকাম করছেন তার থেকে বেশি লস করেছেন। কেননা আপনি MT4 অথবা MT5 এ অনেক ইন্ডিকেটর পেয়ে থাকবেন কিন্তু সবগুলো ব্যবহার করতে হয় না। এই ইন্ডিকেটরগুলো আপনি কি পরিবর্তন করবেন এবং আপনি কখন কিনবেন অথবা সেল দিবেন তার সম্পর্কে সঠিক গাইডলাইন দেওয়া হবে।

🗞 এই কোর্সে আপনার কখন ট্রেড করা উচিত, কখন কোন নিউজে কিরকম প্রভাব মার্কেটে প্রভাব ফেলবে, নিউজ ট্রেড করেও কিভাবে দ্রুত প্রফিট করতে পারবেন, নিউজ কোথায় এবং কিভাবে পাবেন তার বিস্তারিত দেওয়া আছে এই কোর্সে। খুচ সংক্ষিপ্ত সময়ের ব্যবধানে অথার্ৎ স্ক্যাল্পিং করে আপনি কিভাবে ৫—৩০ মিনিটের ভিতরে আপনি সবোর্চ্চ প্রফিট পেতে পারেন তার হিডেন ট্রিক্স দেয়া। আপনার জন্য কোন টাইমফ্রেমে ট্রেড করা উচিত এবং টাইমফ্রেম এ থেকে আপনি জানতে পারবেন যে মার্কেটে কিনবেন অথাব বিক্রয় এর দিকে যাচ্ছে তার সম্পর্কে কিছু সিক্রেট দেয়া হবেচ এই কোর্সে।

🗞 ফরেক্স সিগনালস এবং একাউন্ট ম্যানেজমেন্ট এর সম্পর্কে থাকবে বিস্তারিত যার মাধ্যমে আপনি নিজেই জানতে পারবেন যে অনক ট্রেডাররা কিভাবে ট্রেড করে থাকেন এবং আপনার জন্য রয়েছে সুনিদিষ্টর্ গাইডলাইন যার মাধ্যমে আপনি ঋড়ৎবী ঞৎধফরহম খুব ভালো রেজাল্ট পাবেন।

⏳ কি থাকছে এই কোর্সে?
✅ ফরেক্স সম্পর্কে বিস্তারিত আলোচনা।
✅ ফরেক্স ডলার ডিপোজিট এবং আয়কৃত ডলার উইথড্র করার পদ্ধতি।
✅ সঠিকভাবে ট্রেডলাইন আঁকার পদ্ধতি।
✅ ট্রেডলাইন এর মাধ্যমে ফরেক্স Buy/Sell বুঝে Maximum Profit করার পদ্ধতি।
✅ MT4 ও MT5 কি এবং এর ব্যবহার
✅ MT4 এ ইন্ডিকেটর ইন্সটল করা।
✅ নিউজ এর উপর ভিত্তি করে ট্রেড করা এবং Maximum Profit নিয়ে আশার পদ্ধতি
✅ নিউজ রিলিজ এর উপর মার্কেটের ভুলাটিলিটি
✅ ফিবনাচ্চি আঁকার সঠিক কৌশল
✅ টাইমফ্রেম এনালাইসিস কি, কিভাবে করতে হয়।
✅ কিভাবে মাল্টিফল টাইমফ্রেম এর উপর ভিত্তি করে ক্রয়/বিক্রয় দেওয়ার নিয়ম।
✅ Money Management করার উপায়
✅ Lot, Leveage, spread, pips সম্পর্কে আলোচনা।
✅ সঠিক ব্রোকার খোঁজার উপায়। কিভাবে সঠিক ব্রোকারে একাউন্ট খোলার নিয়ম।
✅ কিভাবে লাইভ এবং ডেমো একাউন্ট খুলতে হয় তার গাইডলাইন।
✅ Hedging কি এবং লস হওয়া থেকে কিভাবে একাউন্ট রক্ষা করা যায় এর মাধ্যমে
✅ Zero Spread সম্পর্কে আলোচনা।
✅ Currency Pair কি, কিভাবে সঠিক Currency Pair এর উপর ট্রেড করতে হয়
✅ Currency Strength এর উপর ভিত্তি করে দুর্বল ও শক্তিশালী কারেন্সী ফেয়ার বুঝে ট্রেড করার ট্রিক্স
✅ ট্রেড কখন করে হবে, কখন ট্রেড এন্ট্রিং নেওয়া সঠিক সময় না, কোন সময়ে ট্রেড করলে ট্রেড বেশিরভাগ পক্ষে যাবে।
✅ কি কি না জানলে এবং সঠিকভাবে না মানলে ফরেক্স লস হতে পারে।
✅ দিনে কোন সময় কোন ট্রেডারদের জন্য সঠিক সময় মার্কেটে প্রবেশের সময়।
✅ স্ক্যাল্পিং কি, কিভাবে স্ক্যাল্পিং করে খুব দ্রুত আয় করা সম্ভব তার বিস্তরিত গাইডলাইন
✅ কিভাবে খুব অল্প সময়ের ব্যবধানে 19$ থেকে 40$ পর্যন্ত আয় করা সম্ভব (লাইভ ট্রেডিং করে দেখানো হবে।
✅ সাপোর্ট এবং রেসিসটেন্স কি, সঠিকভাবে সাপোর্ট এবং রেসিসটেন্স আঁকার পদ্ধতি
✅ Supply & Demand Zone জোন কি? কিভাবে তা একে মার্কেটে বায়ার প্রেসার এবং সেলার প্রেসার বুঝা যায়।
✅ ভিন্ন ভিন্ন ক্যান্ডেলস্টিক দেখে কিভাবে সঠিক উপায়ে ট্রেড করা হয়।
✅ মুভিং এভারজ এর সম্পর্কে বিস্তারিত গাইডলাইন।
✅ চার্ট প্যাটার্ন দেখে মার্কেটের মুভমেন্ট সম্পর্কে ডিসিশন নেয়ার পদ্ধতি।
✅ Bollinger Bands, Parabolic SAR, Super trend, RSI, Stochastic etc indicator— গুলোর সঠিক ব্যবহার
✅ কিভাবে ভ্যালু পরিবর্তন করে মার্কেট স্পষ্টভাবে বুঝা যায় এবং বাই অথবা বিক্রয় সিগনাল বুঝার উপায়
✅ পেইড সিগনাল কি এবং এর ব্যবহার
✅ ১০০+ ইন্ডিকেটরস এবং এগুলোর সঠিক ব্যবহার

📒এছাড়াও কোর্সে সাথে থাকবে লাইফটাইম সাপোর্ট+ ফ্রি কোর্স আপডেট। যে কোন প্রকার সমস্যা এই কোর্সের প্রাইভেট ফোরামে জানলে, আমার সাপার্ট সব সময় পাবেন। আর এই ফরেক্স ট্রেডিং— এ প্রতিনিয়ত নিত্র নতুন কিছু না কিছু চলতেই থাকে, তাই নতুন বিশেষ কোন জিনিস মার্কেটে আসলে আপনি সেই আপডেট এই কোর্সের মধ্যে ফ্রিতেই পাবেন।

✍️কোর্সটি কিভাবে করবো?
উত্তর : আপনি এই কোর্সটি ঘরে বসে জুম/মিট এ কোর্স করতে পারবেন। কোর্সটি সাধারণত রাত ৮ টার পর অথবা বন্ধের দিন করা হবে।

✍️ কোর্সটিতে ভর্তি হবো কিভাবে?
বিকাশে টাকা পাঠিয়ে মোবাইল নাম্বার ও ট্রানজেন আইডি দিয়ে রেজিষ্ট্রেশন করে নিবেন। বিকাশ এজেন্ট নাম্বার : 01894631100

✍️ কোর্স শেষে কোন প্রকার সাপোর্ট পাওয়া যাবে?
উত্তর : অবশ্যই, আপনি আমাদের একজন মেম্বার হিসেবে আজীবন সাপোর্ট পাবেন।

☎️ 01402-888818
📩 [email protected]
অথবা সরাসরি চলে আসুন আমাদের ঠিকানায়:
Netlan Technology Ltd.
B-12, Stadium Market (1st Floor), Stadium Road, Chandpur


Address

B-12 Stadium Super Market (1st Floor), Stadium Road
Chandpur
3600

Alerts

Be the first to know and let us send you an email when Ajhar Mahmood posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ajhar Mahmood:

Share

Mohammad Ajhar Mahmood

My Name is Mohammad Ajhar Mahmood