ক্ষুদ্র প্রচেষ্টা

ক্ষুদ্র প্রচেষ্টা ‘‘দিন শেষে আপনি যদি ক্ষমা করতে পারেন তাহলে আপনিই সেরা মহান প্রভুর কাছে’’
— Like - Share & Follow us —

“ একাকী চলতে পছন্দ করি, চিন্তাশীল প্রকৃতির, সহযোগী, কষ্টসহিষ্ণু, গুনাহগার, মহান রব যদি আমায় ক্ষমা করে দেয় তাহলেই আমার সবচেয়ে বড় প্রাপ্তি ”

আমার আজকে পেয়াজ প্রয়োজন ২০০ গ্রাম আমি বাজার থেকে ২০০ গ্রাম ই নিয়ে আসবো। যদি কালকে ১০০ গ্রামের প্রয়োজন হয় ঠিক ১০০ গ্রামই ...
12/12/2023

আমার আজকে পেয়াজ প্রয়োজন ২০০ গ্রাম আমি বাজার থেকে ২০০ গ্রাম ই নিয়ে আসবো।
যদি কালকে ১০০ গ্রামের প্রয়োজন হয় ঠিক ১০০ গ্রামই আনবো।
যতদিন দাম বৃদ্ধি থাকবে ততদিন এভাবে আনবো, কারণ আমি জানি পেয়াজ পঁচনশীল।

অতএব অতিরিক্ত দামে ক্রয় করে ১০ দিনের পিঁয়াজ একদিনে নিয়ে আসার প্রশ্ন ই আসে নাহ।

সেন্ডিকেট ভাঙতে আমাদের মনের পরিবর্তন বেশি প্রয়োজন।

05/12/2023
04/12/2023

এক নজরে কবীরা গুনাহ গুলো দেখে নিন-

04/12/2023

যে ঘরে স্বামী-স্ত্রীর মধ্যে প্রেম, ভালোবাসা, সেক্রিফাইস এবং মহব্বত থাকে। ঐ ঘরটা ছোট খাটো একটা জান্নাতের টুকরা হয়ে যায়.. 💝

02/12/2023

স্বামীকে খুশি রাখার ও শুধু নিজের করে রাখার কার্যকারী টিপসঃ-

১) স্বামীর ঘুম থেকে উঠার আগে নিজে উঠে পরিপাটি হয়ে নেওয়া যাতে স্বামী আপনাকে সকাল বেলাই অপরিপাটি না

দেখে। তার সাথে সুগন্ধি ব্যবহার করুন। যাতে সকালে আপনাকে দেখেই আপনার স্বামীর মন ভরে যায়।

২) তার ঘুম যেভাবে ভাঙ্গালে সে পছন্দ করবে, সেভাবে তাকে ঘুম থেকে জেগে তুলুন।

৩) তার প্রয়োজনীয় কাজ শেষ করে তবেই অন্য কাজে যাবেন। এবং সে তার কাজে যাওয়ার সময় কপালে আর বুকে দুইটা......... দিয়ে দিন।

৪) সে কখন বাসায় আসতে পারে তা অনুমান করে পরিপাটি হয়ে থেকে তার অপেক্ষা করুন এবং সে ডাকার সাথে সাথে দরজা খুলে দিন এক মুচকি হাসি দিয়ে। এবং তার সাথে কথা বলার সময় সর্বদা হাসি মুখে কথা বলুন।

৫)তার সামনে কখনো গন্ধ নিয়ে যাবেন না। সবসময় একটা সুঘ্রাণ রাখুন নিজের শরীরে।

৬) পরিপূর্ণ পর্দা করুন।

৭)স্বামীকে তাহাজ্জুদ এবং ফজরের নামাজের জন্য ডেকে দিন। আল্লাহর তরফ হতে স্বামীর হৃদয়ে আপনার প্রতি অফুরন্ত ভালোবাসা জন্ম নিবে।

৮) স্বামীর মনে কখনো আঘাত দিয়ে কথা বলবেন না।

৯) কখনো স্বামীকে নিজের উপর রাগ হতে দিবেন না বরং স্বামী যে ইশারায় চালাতে চায় সে ইশারায় চলুন( নাফরমানীর কাজ ব্যতিত)।

১০)স্বামী কোন কাজ করতে আদেশ করলে সাথে সাথে হাসি ও খুশির সহিত কাজ করে দিন।

১১)স্বামীর কাছে থাকাকালীন তার অনুমতি ব্যতিত কোন নফল ইবাদাত করবেন না। স্বামীর খেদমত অন্যান্য নফল ইবাদাত থেকেও উওম।

১২)পৃথিবীর কোন মানুষের গিবত না করা।

১৩)স্বামীর হুকুম ছাড়া স্বামীর মাল থেকে কাউকে দান বা হাওলাত না করা। এটা জায়েজ নেই।

১৪)স্বামীর কোন দোষের কথা পৃথিবীর কোন মানুষকে না বলা। বরং স্বামীর মাথা যখন একদম ঠান্ডা থাকবে তখন স্বামীকে হাসিমুখে বিনয়ের সহিত তার ভুল ধরিয়ে ও সুধরে দেওয়ার চেষ্টা করা।

১৫)স্বামীর কোন কাজ নিজের মতের বিরুদ্ধে হলেও তর্ক না করা।

১৬)স্বামী যা আনুক তা ১ টাকার হলেও এমন একটা ভাব করুন যেন এটা আপনার কাছে ভিষণ পছন্দ হয়েছে। এতে পুরুষেরা স্বস্তি পায়।

১৭)স্বামীর বাড়িতে যতই কষ্ট থাকুক, স্বামীর সাথে সমাধামের চেষ্টা করুন। তবে হাই হতাশা করে স্বামীকে কষ্ট দিবেন না।

১৮)স্বানীর মেজাজ বুঝে ব্যবহার। তার মুখে হাসি থাকলে আপনিও হাসুন। আর তার মন কোন কারণে খারাপ থাকলে আপনিও তার মন খারাপের ভাগিদার হোন, মন খারাপের সময় হেসে এটা প্রকাশ করবেন না যে তার মন খারাপে আপনার কিছু যায় আসে না। আর মেজাজ খারাপ থাকলে একদম চুপ থাকবেন।

১৯)স্বামী আপনাকে যে টাকা দিবে তা ১০০% তাকে হিসাব দিয়ে দিন।আপনার ওপর একটা অন্যরকম বিশ্বাস সৃষ্টি হবে ইনশাআল্লাহ।

২০)শশুড়-শাশুড়ির সেবা করুন। এবং শশুড় বাড়ীর সকলকে ভালোবাসুন।

২১)স্বামীকে মনের ভুলেও কাজ করতে দিবেন না। বরং তাকে ঠিক কাচের পুতুলের মতো রাখার চেষ্টা করুন।

২২)ঘরের কাজ কারো জন্য ফেলে রাখবেন না।

২৩)স্বামী বাবা-মা এর কাছে টাকা দিলে তা নিয়ে মন খারাপ করবেন না। তাদের ছেলের টাকা তারা নিবে না তো কে নিবে?

২৪) স্বামী কোন সফর থেকে ফিরলে তাকে খেদমত করুন, প্রশ্ন করুন পরে।

আল্লাহ তায়ালা আমাদের বোনদেরকে আমল করার তৌফিক দান করুন.....আমীন

#কপি
Dr SR Khan

02/12/2023

আজকের ভূমিকম্পে আপনাদের অন্তরের ভয়ভীতি কেমন ছিল?😢

01/12/2023

আজ ১ ডিসেম্বর!
২০২৩ প্রায় শেষের দিকে..
এ বছরে আপনার শ্রেষ্ঠ প্রাপ্তি কি?

30/11/2023

এক নজরে ৫০ টি কবিরা গুনাহ জেনে নেই 🍂
আল্লাহ আমাদের সবাইকে কবিরা গুনাহ করা থেকে হেফাজত করুক 🖤

30/11/2023

এক নজরে ৫০ টি কবিরা গুনাহ জেনে নেই 🍂
আল্লাহ আমাদের সবাইকে কবিরা গুনাহ করা থেকে হেফাজত করুক 🖤

28/11/2023

শীতকালীন সুস্বাদু মাছ কিনলেন ইউরোপের সাইপ্রাস থেকে মকবুল ভাই। কেমন লাগলো আপনাদের কাছে মন্তব্য করবেন আশা করি।
অর্ডার করতে চাইলে-
চাঁদপুরের ইলিশ.কম

27/11/2023

One of the Best Roast Recipe 😋
Voice - Sajia Tonny Apu ❤️

26/11/2023

সমাজ পরিবর্তনে আপনার আমার কি কি ভূমিকা থাকতে পারে?? শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনতে আমাদের করণীয় কী??

আল্লাহ তায়া’লা যেন আমাদের এভাবে দোয়া করার তাওফিক দান করেন। আমিন।🤲🤲🤲
26/11/2023

আল্লাহ তায়া’লা যেন আমাদের এভাবে দোয়া করার তাওফিক দান করেন। আমিন।🤲🤲🤲

23/11/2023

🌻 রাসূল (স.) এর দৃষ্টিতে সেরা ১০ ব্যক্তি এবং অভিশপ্ত ১০ ব্যক্তি! সম্পুর্ন ভিডিও না টেনে শেষ পর্যন্ত দেখুন এবং নিজেকে নিয়ে চিন্তা করুন যে, আপনি কোন দলে আছেন??
ভিডিওটি সবার মাঝে ছড়িয়ে দিন 🌹
আল্লাহ আমাদের সবাইকে হিদায়ত দান করুক আমিন 🤲

18/11/2023

⭕Live: চাঁদপুর থেকে দেখে শুনে ইলিশ এবং অন্যান্য মাছ কিনুন। সার্বিক সহযোগিতায়:
চাঁদপুরের ইলিশ.কম কর্তৃপক্ষ।
01403-715 920 WhatsApp / Call

14/11/2023

💥 বেনামাজির শাস্তি 💥

14/11/2023

➡️ রিযিকের ১৬ টি দরজা 🚪💞

কি সুন্দর কথা!.. ❤️“যদি একরাত পরেই পৃথিবীর আয়ু ফুরিয়ে যায়, তবুও আমি পছন্দ করি। ঐ একটি মাত্র রাতেও, আমার সাথে আমার স্ত্রী...
09/11/2023

কি সুন্দর কথা!.. ❤️

“যদি একরাত পরেই পৃথিবীর আয়ু ফুরিয়ে যায়, তবুও আমি পছন্দ করি। ঐ একটি মাত্র রাতেও, আমার সাথে আমার স্ত্রী থাকুক।”

- [মুসান্নাফ ইবনু আবী শায়বা, ৪/১২৮]

💥 একজন পুরুষ ধ্বংসের মূল ৮টি কারন-
05/11/2023

💥 একজন পুরুষ ধ্বংসের মূল ৮টি কারন-

05/11/2023

☑️ আসুন জেনে নেই 🌺

03/11/2023

➡️ জুমার দিনে আমাদের করনীয় 🌺

02/11/2023

➡️ ১২ প্রকার সালাতের বিবরণ 💥

01/11/2023

🤲 দোয়া কবুলের সময় 💥

আপনি আমাকে ঠকিয়েছেন তো কি হয়েছে। আমার সাময়িক ক্ষতি ছাড়া তেমন কিছুই হয়নি কিন্তু আপনি ঠকবেন মহাদিবসের দিন।
01/11/2023

আপনি আমাকে ঠকিয়েছেন তো কি হয়েছে। আমার সাময়িক ক্ষতি ছাড়া তেমন কিছুই হয়নি কিন্তু আপনি ঠকবেন মহাদিবসের দিন।

31/10/2023

➡️ রিযিকের ১৬ টি দরজা 🚪💞

30/10/2023

💥 আসুন জেনে নেই - কোন ছোট্ট ছোট্ট আমলে আমলনামা ভারী হবে ❤️

সবজি দিয়ে ফি -লি-স্তি- নের পতাকা বানিয়েছেন একজন ভাই। মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে 💚
27/10/2023

সবজি দিয়ে ফি -লি-স্তি- নের পতাকা বানিয়েছেন একজন ভাই।
মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে 💚










27/10/2023

💥প্রচলিত কুসংস্কার গুলো জেনে নিন এবং এসব কুসংস্কার বর্জন করুন ❌

১টা ভিডিও শেয়ার করেছিলাম Fb তে। ভিডিওতে - ইসরায়েল গাজার যেসব বসতিতে বোমা হামলা করেছে এবং মানুষের ছিন্ন বিচ্ছিন্ন শরীর জা...
26/10/2023

১টা ভিডিও শেয়ার করেছিলাম Fb তে।
ভিডিওতে - ইসরায়েল গাজার যেসব বসতিতে বোমা হামলা করেছে এবং মানুষের ছিন্ন বিচ্ছিন্ন শরীর জাগায় জাগায় পড়ে আছে তার দৃশ্য সেখানে ছিল। কিন্তু আপলোড করার সাথে সাথে ভিডিওটি অটো ডিলিট হয়ে যায়।

চিন্তা করলাম- যতই আমাদের আইডি হোক না কেন আমাদের হাতে আদৌ ফুল কন্ট্রোল নেই। তারা যা চায় তাই করতে পারে। যদিও ফেসবুকের প্রতিষ্ঠাতাও একজন ইহুদি। তাদের বিরুদ্ধে বলা মানে তো বিশাল কিছু। তারা এ্যাকশন নিবেই। যদিও কাটা-ছেঁড়া কোনো দৃশ্য ফেসবুক এলাউ করে না।

এরকম হামলার শিকার আমরাও হতে পারি। কিন্তু আমাদের কোনো হাতিয়ার নেই। তারা হামলা করলে আমাদের মৃত্যু ছাড়া আর কিছু জুটবে না। প্রতিরোধ করার মতোও তেমন কোনো অস্ত্র বা আবিষ্কার নেই আমাদের।

আমাদের আছে ভাইরাল হওয়ার চিন্তা, নিজেকে প্রদর্শন করার মনোভাব, কার কতো ফলোয়ার, কে কত টাকা আর্ন করতে পারলো, কার হেডম কতটুকু এগুলোই আমরা পারি।

শত্রুর বা ল ফালানোর মতো কিছুই নাই আমাদের।
হাহ! কতই না নিঃস্ব জাতি আমরা। কত আরাম আয়েশে রেখেছেন আল্লাহ তায়া’লা আমাদেরকে। তিন বেলা ভরপেট খাবার পানি দিচ্ছেন।

অগোছালো লেখাগুলোর উদ্দেশ্য হলো- আমাদের ভিতরের যে ক্ষোভ আমরা প্রকাশ করি সে অনুযায়ী আমরা কিছুই করতে পারি না।

আল্লাহ সেসকল বান্দা-বান্দীদের হেফাজত করুক যারা জুলুম-নির্যাতনের শিকার হচ্ছেন বছরের পর বছর।

⭕ বর্তমান বাজার মূল্য অনুযায়ী এখানে কত টাকার বাজার??
25/10/2023

⭕ বর্তমান বাজার মূল্য অনুযায়ী এখানে কত টাকার বাজার??

Address

Truck Road, Bot Tola
Chandpur
3600

Alerts

Be the first to know and let us send you an email when ক্ষুদ্র প্রচেষ্টা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ক্ষুদ্র প্রচেষ্টা:

Videos

Share

Category

Nearby media companies