Puspa's garden

Puspa's garden "Do follow my page and see beautiful flowers."
(6)

সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। 🍁Happy New year🌸
31/12/2024

সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। 🍁
Happy New year🌸

বিদায় ডিসেম্বর ২০২৪........🍁
31/12/2024

বিদায় ডিসেম্বর ২০২৪........🍁

Last Friday of December,2024 ✨(May Allah put an end to your sadness and put a smile on your face) 🖤
27/12/2024

Last Friday of December,2024 ✨
(May Allah put an end to your sadness and put a smile on your face) 🖤

প্রখর রোদ কিংবা কুয়াশা জড়ানো শীতের সকাল,কোনকিছুই যেন ফুলেদের ফুটতে বাঁধা নয়।🌼🌸🌻"শুভ সকাল"....❤️
14/12/2024

প্রখর রোদ কিংবা কুয়াশা জড়ানো শীতের সকাল,
কোনকিছুই যেন ফুলেদের ফুটতে বাঁধা নয়।🌼🌸🌻
"শুভ সকাল"....❤️

একটা মানুষকে কখনোই পুরাপুরিভাবে চেনা যায় না। এটা সম্ভব না.......মানুষ বদলায়, প্রতিটি মূহুর্তে প্রতিটি ক্ষণে বদলায়! মানুষ...
13/12/2024

একটা মানুষকে কখনোই পুরাপুরিভাবে চেনা যায় না।
এটা সম্ভব না.......
মানুষ বদলায়, প্রতিটি মূহুর্তে প্রতিটি ক্ষণে বদলায়!
মানুষের ভালোবাসা ও বদলায়....!!🍁

জীবনে যত দুঃখ দিয়েছো খোদা, বিনিময়ে এমন একটা মানুষ পাঠিয়ে দিও, যাকে বিশ্বাস করলে ঠকতে হবে না। এমন একটা মানুষ দিও, যার সমস...
30/11/2024

জীবনে যত দুঃখ দিয়েছো খোদা, বিনিময়ে এমন একটা মানুষ পাঠিয়ে দিও, যাকে বিশ্বাস করলে ঠকতে হবে না। এমন একটা মানুষ দিও, যার সমস্ত সত্তার ভাগ আমার, যার ভাবনার একচ্ছত্র দখল আমার। বেশি কিছু না তো, আমার ম্লান সন্ধ্যায় সে আমার হাত ধরে শুধু বসে থাকুক, কখনো এই মুঠো আলগা হওয়ার কাল্পনিক সম্ভাবনায়ও, তার পৃথিবীতে ঝড় উঠুক।

"জীবনে কোনো কিছুকে একদম নিশ্চিত, একদম হবেই, হয়েই যাবে - বলে ধরে নিয়েন না। হাতের নাগালের জিনিসটাও নিমেষে হাতছাড়া হয়ে যায়।...
19/11/2024

"জীবনে কোনো কিছুকে একদম নিশ্চিত, একদম হবেই, হয়েই যাবে - বলে ধরে নিয়েন না। হাতের নাগালের জিনিসটাও নিমেষে হাতছাড়া হয়ে যায়। ঠিক চোখের সামনের মানুষটাও হারায় যায় চোখের পলকে। সমস্ত অকাট্য যুক্তি হার মানে ভাগ্যের খেলায়, সমস্ত হিসেব নিকেশ বদলে যায় নিয়তির লিখনে।

12/11/2024

প্রতিবেশির কাছে বাচ্চা সেইফ না,হাসবেন্ডের কাছে ওয়াইফ সেইফ না, ছেলের কাছে মা সেইফ না, ভালোবাসার মানুষের কাছেও ছেলেটা সেইফ থাকল না।
আসলে কেউ কোথাও সেইফই না...
তাহলে সেইফ কোথায় পাওয়া যাবে 😰

ফ্যাক্ট: নিজের মা'কে খু'ন করে ডিপ ফ্রিজে রেখেছে নিজ পেটেরই সন্তান!
কিভাবে পারে এরা নিজের মায়েকে পৃথিবী থেকে একেবারে সরিয়ে ফেলতে'
যিনি মাতৃত্বের কষ্ট সহ্য করে জন্ম দিয়েছেন।

পৃথিবীটা কেমন জানি বিষাক্ত হয়ে গেছে 🙂🙂🙂

16/10/2024

তুমি গাছে থাকা ফুল, যাকে ছিড়তে ইচ্ছে করে না।🍁❤️

You & Me🍀💜
14/10/2024

You & Me🍀💜

জীবন সহজ না,জীবনকে সহজ বানিয়ে নিতে হয়,কখনো  দোয়া করে, কখনো সবর করে,কখনও মাপ করে,কখনো বা এড়িয়ে চলে।🍁
13/10/2024

জীবন সহজ না,
জীবনকে সহজ বানিয়ে নিতে হয়,কখনো দোয়া করে, কখনো সবর করে,কখনও মাপ করে,
কখনো বা এড়িয়ে চলে।🍁

27/07/2024

কত্তগুলা ফাজিল বাচ্চা থাকে না? যারা দুনিয়ার সব বাসা নিজের মনে করে। আর উনিশ থেকে বিশ হলেই বলে,

' তুই আমাদের বাসায় আসছিস কেন? যা! যা!'
ওই ধরনের বাচ্চারে আমি ফাঁকে পাইলেই গালে একটা চটকানা দিয়ে বলি, তোর বাসা কেমনে হইল রে? বাসা তোর বাপের তো!😂😅

03/06/2024

কে কে খেয়েছেন হাত তুলুন?🙆‍♀️🤣😂

🍁ভয় পাবেন না। ভেঙে পড়বেন না। সাধ্যের বাইরে নিজের ওপর বোঝা চাপিয়ে নিবেন না। কখনও আশাহত হবেন না। আপনি পারবেন! সফলতা আপনার ...
02/06/2024

🍁ভয় পাবেন না। ভেঙে পড়বেন না। সাধ্যের বাইরে নিজের ওপর বোঝা চাপিয়ে নিবেন না। কখনও আশাহত হবেন না। আপনি পারবেন! সফলতা আপনার অপেক্ষায়!

বই—আঁধারে ঢাকা ভোর।
লেখা—আদিব সালেহ।

21/05/2024

হিংসা এবং সমালোচনা করা একটা মানসিক রোগ!

মজার ব্যাপার হলো যাদের যোগ্যতা আপনার ধারের কাছেও নেই, তারই আপনাকে বেশি হিংসা করবে এবং পেছনে গিবত করবে।।

সুতরাং হিংসুক এবং সমালোচক দের প্রতি আরো দয়াশীল হোন.......

Address

Chandpur

Telephone

+8801758128070

Website

Alerts

Be the first to know and let us send you an email when Puspa's garden posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Puspa's garden:

Videos

Share